![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশের মানুষ বেশীরভাগ সময় মিথ্যা অভিযোগ করে; পুলিশ ও বিচারক ঘুষ নেয়; আইনবিদরা মিথ্যা শিখায়ে দেয়, সাক্ষী কিনতে পাওয়া যায়; জুরর সিষ্টেম আধুনিক নয়, ক্ষমতাশীলরা বিচারে প্রভাব ফেলে; মিডিয়া সঠিক রিপোর্ট করে না ও বিচার চলাকালীন পক্ষে, বিপক্ষে প্রচারণা চালায়; এসব বিবেচনায় আনা হলে, বাংলাদেশে কোন অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া সঠিক হতে পারে না। সর্বোপরি, আধুনিক জাতিগুলো মৃত্যুদন্ডের বিপক্ষে।
বাংলাদেশের বিচার ব্যবস্হা খুবই দুর্বল, এখানে কোন ব্যাপারে সঠিক বিচার পাওয়া খুবই কঠিন ও ভয়ংকর সময় সাপেক্ষ ব্যাপার। দ্রুত আইনে আজকাল কিছু বিচার হচ্ছে; তবে, মৃত্যুদন্ড দেয়ার মতো বিচারগুলো দ্রুত-আইনের অধীনে করলে, পুরো প্রসেসে সমস্যা থেকে যাবে ও দরিদ্র আসামীরা সঠিক আইনবিদ নিতে সক্ষম হবে না, এবং তাদের পক্ষে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই।
আজকে ব্লগে একটা পোষ্ট এসেছিলো, যেখানে বলা হচ্ছে যে, দেশে নারী নির্যাতন এমন ভয়ংকররূপ নিয়েছে যে, আইনমন্ত্রী বলছে, স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে ধর্ষকদের মৃত্যুদন্ড দেয়ার জন্য; আইনমন্ত্রী আরো বলছে যে, এই ব্যাপারে সব ব্যবস্হা নেয়া হয়েছে, এখন মন্ত্রীসভায় পাশ করলেই হবে।
প্রথমত: দেশের প্রধানমন্ত্রী কোন ধরণের অপরাধের শাস্তির নির্দেশ দিতে পারে না; এরপর, এই ধরণের কমপ্লেক্স ব্যাপারে আইন প্রনয়নের দরকার, যা পার্লামেন্ট হয়ে আসবে; এখানে মন্ত্রীসভায় কোন ধরণের সিদ্ধান্ত নেয়ার কথা নয়।
আমাদের দেশের মানুষ ক্ষেপে গেলে সবকিছুতে "ফাঁসী" চেয়ে বসে; ফাঁসী কিংবা মৃত্যুদন্ড আসলে সোজা ব্যাপার নয়; মৃত্যুদন্ড দেয়ার জন্য খুবই সঠিক বিচার ব্যবস্হা থাকতে হয়; আসলে, বাংলাদেশের বিচার ব্যবস্হা এতই দুর্বল যে, এখানে কোন বিচারটা সঠিক হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে, তা বুঝাও বেশ মুশকিল।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
আপনি সঠিক।
নারী নির্যাতনের জন্য মৃত্যুদন্ড দেয়ার মত বিচার ব্যবস্হা বাংলাদেশে নেই; এতে "অপবিচারের" ভিকটিম হবে অনেক গরীব মানুষ।
আইন (মৃত্যুদন্ডের মতো কঠিন শাস্তির) প্রনয়নের ধাপগুলোও দেশে সঠিক নয়।
২| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মধ্যপ্রাচ্যের মতো মধ্যযুগীয় রাজ্যগুলোর আমির শাহিরা কোন ধরণের অপরাধীর শাস্তির নির্দেশ দিতে পারেন। কোনো গণতান্ত্রিক দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা নিজের খেয়ালখুশিমতো তা পারেন না।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
অনেক ব্লগার চিন্তা না করে মৃত্যদন্ড নিয়ে কথা বলছেন।
৩| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৩
ঢাবিয়ান বলেছেন: আপনার পোস্ট এবং শ্রদ্ধেয় খায়রুল আহসান এর কমেন্ট বুঝিয়ে দেয় যে কেমন ধারার বিচার ব্যবস্থা বিদ্যমান দেশে। আইন কানুনের কোন প্রয়োগই এখন আদালতে নাই।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের বিচারকেরা ঘুষ নেয়; ফলে, সঠিক বিচার হচ্ছে না।
৪| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
নৈতিক সমর্থন পৃথীবির সকল সরকার প্রধানই দেয়।আইন তৈরি হবে আইনের নিয়মে।
গনতান্ত্রিক ব্যবস্থা যেখানে দুর্বল সেখানে আইনের প্রয়োগ ত্রুটিপূর্ণ হবেই।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
দেশ-প্রধানেরা কোন গুরুত্পুর্ণ ব্যাপারে আগে মতামত দিয়ে আইন ইত্যাদির উপর প্রভাব ফেলা বুদ্ধিমানের কাজ নয়।
৫| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৬
নূর আলম হিরণ বলেছেন: মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে না। যারা এসব অপরাধ করে তারা মর্ত্যুদণ্ডের পরোয়া করে বলে মনে হয় না। যারা মর্ত্যুদণ্ডকে ভয় পায় তারা এসব এমনিতেই করবেনা, একদিনের জেল হলেও করবে না। সমস্যা শিক্ষায়, ও পারিবারিক মূল্যবোধে। দেশে হাজারহাজার ওয়াজ মাহফিল হয় এসব শুনে লাখ লাখ মানুষ, এতে তো দেশে অপরাধই থাকার কথা না। আপনি স্কুলে, মাদ্রাসায় ধর্ষণ/বলাৎকার নিরাময়ে করণীয় এমন প্রোগাম হাতে নিন দেখবেন এক শ্রেণীর মানুষ এতে বাধা দিবেই, কারা দিবে সেটা নিশ্চয়ই বলতে হবে না।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
নারী নির্যাতনের পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের আর্থ-সামাজিক ওপ্রশাসনিক এনার্খী থেকে; প্রশাসন দায়ী।
৬| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৭
শেরজা তপন বলেছেন: ফাঁসির পক্ষে যুক্তি দিয়ে একটা পোষ্ট দেন- অনেকেই আপনার সাথে সহমত পোষন করবে।
আবার এইখানে এসে তাদের অনেকেই বলবে, ঠিক বলেছেন- ঠিক বলেছেন!!!
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি হয়তো ২ দিকেই থাকবেন।
৭| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: সরকার কোন দিকে যাবে?
হাজার হাজার ছেলে মেয়ে ফাঁসি চাইছে। এখন সরকার ধর্ষকের শাস্তি ফাঁসি করতে যাচ্ছে। এখানেও সমস্যা। সরকার করবে কি? দেশের জনগন তো সরকারকে অসহায় করে দিয়েছে।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
ছেলেমেয়ারা ছেলেমেয়ে, বাংলাদেশের বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের বেশীরভাগের ব্যক্তিত্বের অভাব আছে।
৮| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩
নতুন বলেছেন: হত্যা, ড্রাগস, ধর্ষন এমন অপরাধের সাজা মৃত্যুদন্ড হওয়া উচিত।
যদিও যেই আইন আছে তার ঠিক মতন প্রয়োগ হলেই অপরাধ কমে যাবে। এখন শুধুই ধর্ষনের সাজা বাড়ালেই কিছু হবেনা। আইনের প্রয়োগ করতে হবে।
দেশের মানুষ ভন্ড, তারা দূনিতি করে সবকিছুতে। এই সব সমস্যা তারই সিমটম মাত্র। আসল রোগটা সমাজের ৯০% মানুষের মনে। সবাই নিজের স্হানে ভন্ডামী করে।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
হত্যা, ড্রাগস, এগুলো শাস্তি কঠিন হওয়া দরকার।
ধর্ষণ সম্পর্কে চিন্তা করুক পার্লামেন্ট; আমাদের পুলিশ ঘুষ নিয়ে মিথ্যা রিপোর্ট দেয়, বিচারকেরা ঘুষ নেয়, সাক্ষী কেনা যায়, বাংগালীরা মিথ্যা অভিযোগের জন্য বেশ পরিচিত, গরীবেরা ভালো আইনবিদ নিতে পারার কথা নয়; বিডিআর হত্যা মামলার উদাহরণ দেখুন।
৯| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২
আমি সাজিদ বলেছেন: আপনার লেখাটি, বিশেষ করে চার নম্বর প্যারার দুটো লাইন এবং প্রথম কমেন্টের সাথে কোনভাবেই দ্বিমত পোষন করতে পারলাম না। এটাও তো ম্যাল প্র্যাকটিস। মিডিয়া কি প্রশ্ন তুলতে পারে না এগুলো নিয়ে?
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
যারা চাকুরী পায় না, তারা পরিচিতদের মাধ্যমে মিডিয়ায় আসে।
১০| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫
আমি সাজিদ বলেছেন: অদ্ভুত শাসন আর বিচার ব্যবস্থার ফলই তো আজকেই এতগুলো কান্ড। গোড়ার দিকটা ভাবুন। রাজনৈতিক দস্যুতা এসব ঘটনাকে বাড়াচ্ছে, কোনটা চিকিৎসা আগে চাওয়া দরকার? পুরো ব্যাপারটাই হযবরল অবস্থা। আশা করি সরকার দক্ষতার সাথে মোকাবিলা করতে সক্ষম হবে।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
প্রশাসন দেশে এনার্খীর সৃষ্টি করেছে, শেখ হাসিনা প্রশাসনকে ঠিক করতে পারলে ৯৫ ভাগ সমস্যা কমে আসবে।
১১| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬
এম ডি মুসা বলেছেন: আল্লাহ মিথ্যুকদের হেদায়েত করুক
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ দেশ চালান না, দেশ চালান সরকার ও প্রশাসন।
১২| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বাঙালীরা ক্ষেপে গেলে সব কিছুতে ‘ফাসি’ চায়। এটি অতি সঠিক বলেছেন। যেকোন কিছু ঘটলেই বাঙালীরা প্রথমে চিল্লায়, এরপর থেমে যায় ও পরে ভূলে যায়। এমনিও নাকি বাঙালী বেশী দিনে পুরনো কথা মনে রাখতে পারেনা। তাই বর্তমানে দেশে যা চলছে, কয়দিন পর ঠান্ডা হয়ে যাবে এবং হয়তো আবার নতুন কোন ঘটনার জন্ম দিবে।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
প্রতিবাদের দরকার আছে, প্রতিবাদ সঠিক হওয়ার দরকার; ভুল প্রতিবাদের রেজাল্টও ভুল।
১৩| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পবিত্র কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান।
কোরআন-সুন্নাহর নির্দেশিত পন্থায় যদি ব্যাবিচর
ও জেনাকারীর শাস্তি প্রদান করা হয় তা হলে দেশ
থেকে ধর্ষণ নিমূল হবে। হযরত মোহাম্মদ (সঃ) কোন
ধর্ষণ ব্যবিচার ও জেনাকারী ছিলোনা। একমাত্র এক
এক সাহাবীকে জেনার দায়ে পাথর ছুড়ে হত্যা করার
কারণ। আমাদের দেশে তেমন শাস্তি হলে ধর্ষণ থাকবেনা
ইনসাআল্লহ। সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। গাজীসাবের
কথায় কেউ বিভ্রান্ত হবেন না।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
দেশ চলছে সংবিধান অনুসারে; সেটা নিয়ে ভাবুন।
ব্লগারেরা আইন প্রনয়ন করেন না, উনারা প্রতিবাদ করছেন মাত্র।
১৪| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নৈতিক শিক্ষা দানের ব্যবস্থা থাকা দরকার ।
সকলের মাঝে সততা ও মমত্ববোধ জাগ্রত করা দরকার।প
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
সরকারের লোকদের ও ব্যুরোক্রেটদের নৈতিকতা রবার্ট ক্লাইভের সমান।
১৫| ০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নারী নির্যাতনের হার পৃথিবীর ইতিহাস ছাড়িয়ে যাচ্ছে; প্রতিদান পুরুষ জাতি নিশ্চয়ই ভোগ করবে।
অতীতেও যে সকল জাতি নারীকে অসম্মান করেছে-তারাও তার পরিনাম ভোগ করেছে। দেশ এক চরম অস্থির সময় পার করছে -সঠিক আইন পাশ ও প্রয়োগের বাস্তবায়ন দ্রুত কাম্য।
০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
এখন যারা এমপি, তাদের কেহ বিল আনতে জানে কিনা বলা মুশকিল।
১৬| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ক্ষমতাসীনরা নিজেরাই রাষ্ট্রকে ধর্ষণ করতেছেন। তাহলে তো তাদেরও......।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ দেশ চালাচ্ছে অনেকটা বিএনপি-জামাতের মতো।
১৭| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এখন যারা এমপি, তাদের কেহ বিল আনতে জানে কিনা বলা মুশকিল।
<<<<<বিল ও আনুষাঙ্গিক সব-ই নেন, পারলে ওভারটাইম-টাও!!!
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি কি জোক করলেন, নাকি 'বিল' কি জিনিষ তা বুঝেন না?
'বিল'টা কি ?
১৮| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
বুলবুল আহমেদ সোহেল বলেছেন: আপনার যৌক্তিকতা ঠিক আছে। এবং প্রশংসনীয় যুক্তি। তবে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদন্ড চাই। তবে তা সঠিক স্বাধীন বিচার ব্যাবস্থার মধ্য দিয়ে। আমি এর সঙ্গে এটাও চাই এই ক্ষেত্রে কোন বাদির অভিযোগ যদি মিথ্যে প্রমান হয় তার ক্ষেত্রে আমৃত্যু কারদন্ডের বিধান রেখে।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
মিথ্যা অভিযোগ ও মিথ্যা সাক্ষীর জন্য বিচার খারিজ হয়ে যায় মাত্র; অভিযোগ খারিজ হলে, সিভিল 'সু-করা সম্ভব; তবে, বাংগালীরা এখনো অতদুর পৌঁছেনি।
১৯| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: মন্তব্য গুলো পড়লাম। নুরু সাহেবের মন্তব্য পড়ে হাসলাম।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব পেছনের দিকে রওয়ানা হয়েছেন
২০| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৫৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: সামুর অনেক ব্লগার ব্যক্তিগত ভাবে একজন অন্যাজনের
ফেসবুক আইডি, মোবাইল নাম্বার জানা ছাড়া নাকি বাস্তবে দেখা ও করেছেন।
সামুতে কিভাবে এর বিনিময় করে??
১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১১
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আমার জানা নেই
২১| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৷ চাঁদগাজী বলেছেন:
আপনি কি জোক করলেন, নাকি 'বিল' কি জিনিষ তা বুঝেন না?
'বিল'টা কি ?
--> না আপনার মতো করে হয়তো বুঝি না;
যে দেশে xyz bank বাজারে বন্ড ছাড়তে গেলে-যে রেভিন্যু ফি দিতে হয় তার হার কমানোর জন্য সংসদ থেকে প্রচলিত আইন সংশোধনের পর ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুযোগ করে দেয় সেখানে আমার বিল (প্রস্তাবিত আইনের খসড়া) আর বিল (টাকার হিসাব)বলা টাও উসুল হয়।
*** সুতরাং এখনকার এমপি-রা বিল আনতে জানে কি না? বা যোগ্যতাও রাখে কি না? -তার তোয়াক্কা খোদ সরকারও ভাবে না ; তারপরও এদেশে সব হয়।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
দেশ চলছে, পার্লামেন্টের কাজ হলো, প্রধানমন্ত্রী নিযুক্ত করা।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: চতুর্থ স্তবকের লাইন দুটোতে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভ শাখার প্রধান কোন আইনের সর্বোচ্চ শাস্তি কী হবে তার "নির্দেশ" দিতে পারেন না। দেশের সংবিধান অনুযায়ী আইন প্রণীত হবে লেজিসলেটিভ শাখার সিদ্ধান্তের মাধ্যমে। আর তার প্রয়োগ হবে এক্সিকিউটিভ শাখার এবং জুডিশিয়াল শাখার যৌথ কর্মতৎপরতার মাধ্যমে।
এটাও ঠিক বলেছেন যে দু্র্বল বিচার ব্যবস্থায় দরিদ্র আসামিদের পক্ষে নিজেদেরকে ঠিকমত ডিফেন্ড করার সুযোগ খুবই সীমিত থাকে।