নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীদের অভিযোগের শেষ নেই

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৭



আপনাদের মাঝে যাঁরা বিদেশে কিছু সময় ছিলেন, বা আছেন, এবং বিদেশী ভাষা ও কালচার বুঝতে সক্ষম, তাঁদের পক্ষে বুঝতে কষ্ট হবে না যে, আমাদের জাতি বিশ্বের অনেক জাতি থেকে অনেক বেশী অভিযোগ করেন ও প্রতিবাদ মুখর; কিন্তু বেশীরভাগই ভুয়া অভিযোগ ও অপ্রয়োজনীয় প্রতিবাদ।

আমি বর্তমান নিকে ব্লগে আছি প্রায় ৬ বছর; আমার মনে হয়নি যে, ব্লগে আমি ব্যক্তি আক্রমণের শিকার হয়েছি কখনো; ব্লগে কিছু মানুষ আমাকে বরাবরই পছন্দ করেননি, ইহা স্বাভাবিক। ব্লগার শায়মা, নাকি অন্য কে একজন বলেছিলেন যে, আমার গায়ে গন্ডারের চামড়া; হয়তো, এই কারণে আমি টের পাইনি; আমার ফ্যামিলী নাম কিন্তু গন্ডার নয়। শুরুতে আমার অন্য নিক ছিলো, শুরু থেকেই অনেকই আমার মনোভাব ও ধারণাকে পছন্দ করেননি; অনেক ব্লগার আমাকে বাংলায় গালি টালি দিয়েছেন, আমি গালির বিনিময়ে গালি টালি দেয়া পছন্দ করিনি কোনদিন; ব্লগার শায়মা সাক্ষী আছেন; ব্লগের সুদিন চলছে, গালির অবসান ঘটেছে!

সম্প্রতি আমাকে জানানো হয়েছে যে, আমি নাকি ব্যক্তি আক্রমণ চালাই ব্লগে; ইহা কি বাংগালীর অভিযোগ, নাকি সত্য? সত্য হয়ে থাকলে, হয়তো, আমি টের পাচ্ছি না; হতে পারে, যে ব্যক্তি আক্রমণ চালায় সে নিজে টের পায় না? নাকি বাংগালীদের মনোভাব বেশ বেশ ঠুককো, বাতাস লাগলেও মনে করে যে আক্রমণ চলছে পুরোদমে? কোন এক বাংগালী রাজা নাকি ১৭ সৈন্যের আগমনী বার্তা পেয়ে বাংলা ছেড়ে পালায়েছিলেন! আগে রূপকথার মতো মনে হলেও, এখন মনে হচ্ছে সম্ভব! ভাগ্যে উহা আমার ইতিহাস পরীক্ষার প্রশ্নে আসেনি, উত্তরই দিতে পারতাম না।

ব্লগে একটু ফানি মানি হওয়ার জন্য আমি ডোডো পাখী, লিলিপুটিয়ান, পিগমী, ম্যাঁওপ্যাঁও ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকি, এগুলো নাকি অস্ত্র হয়ে গেছে; আরো একটা শব্দ আমি ব্যবহার করতাম, চারিদিকে নারী নির্যাতনের অস্হা দেখে ইহাকে এখানে আনছি না, উহা আবার নারী আক্রমণের অস্ত্র বলে যদি কেহ অভিযোগ নিয়ে আসেন, আমার অবস্হা হবে সংগীন।

ব্লগে আলোচনা, তর্ক, বিতর্ক হয়; সেই সময় যদি সামান্য কড়া কথাবার্তা হয়, উহাকে আক্রমণ ইত্যাদি বলে অভিযোগ করা ঠিক নয়, ব্লগারেরা মোমের তৈরি মানুষ নন, এঁরা শক্তিশালী জেনারেশনের সদস্য।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ব্লগে আপনাকে গালি দেয় বা আক্রমন করে সেটা দেখলেন, আর কেউ কেউ যে আপনাকে অনেক ভালোবাসে শ্রদ্ধা করে সেটা দেখলেন না!!!

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের সাথে আমার ভালো সম্পর্ক আছে; কিন্তু অভিযোগ এসেছে 'ব্যক্তি আক্রমণ' ও বিশেষ কিছু শব্দ নিয়ে।

২| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হবেনা কেন? অবশ্যই হয়
যার জলজ্যান্ত প্রমাণ আপনি!! :-P
কি! করেন না আপনি ? =p~

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



১৭ জন সৈন্যের কথা শুনে রাজা কি বরিশাল থেকে, বা বরিশাল হয়ে পালায়েছিলেন?

৩| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগারদের সাথে আমার ভালো সম্পর্ক আছে; কিন্তু অভিযোগ এসেছে 'ব্যক্তি আক্রমণ' ও বিশেষ কিছু শব্দ নিয়ে।

দুই চারজন ছাড়া এই সামুতে আপনাকে সবাই ভালোবাসে।
কিছু অভিযোগ থাকবেই। ওরা আপনার সাথে পারে না। তাই আপনাকে থামাতে চায়।

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অকারণ বেশী অভিযোগ করেন।

৪| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা ছ্ছাকা লেখেছেন এরকম না হলে হয় না টক ঝাল মিষ্টি ত সবকিছু---------------------

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



সামান্য কিছু মানুষ আমাকে নন্দঘোষ বানানোর চেষ্টা করছেন।

৫| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ১৭ জন সৈন্যের কথা শুনে রাজা কি বরিশাল থেকে, বা বরিশাল হয়ে পালায়েছিলেন?

বাহ :-P !! একটুকুও বিলম্ব করলেন না :P !! সাথে সাথে হাতে হাতে প্রমাণ =p~ !!

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



ঐ আক্রমণে আমি আমি অংশ নিইনি, উহা ছিলো বখতিয়ার খিলজীর কাজ।

৬| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫২

মিরোরডডল বলেছেন:



কথা সত্যি, আমরা বাঙ্গালীরা অকারনে জাজমেন্টাল আর কম্প্লেইন করতে অনেক পছন্দ করি । পায়ে পায়ে লেগে ঝগড়া করি ।

খেলাঘরের জন্য একশো একটা কমপ্লেইন করে বা করেছে । তার মাঝে যদি ম্যাক্সিমাম ভুল বুঝেও করে থাকে কিন্তু কিছু নিশ্চয়ই সিরিয়াস । সেন্স অভ হিউমার সবার একরকম না । অনেকে হয়তোবা ফানকে বুঝতে না পেরে রেগে যাচ্ছে । আবার অনেকসময় তর্ক বিতর্ককে ব্যক্তি আক্রমন বলে কমপ্লেইন করছে কিন্তু তার মানে এই না যে অলওয়েজ তারাই রং এন্ড ইউ আর রাইট ।

মাঝে মাঝে ইউ মাস্ট হোল্ড দ্যা লিশ, যে কারনে ব্যান করা হয় । এডমিন কিন্তু ব্যায়াসজ হয়ে করেনা । যখন মনে হয় ইউ ডিড সামথিং তখনই করছে । ওইটা মাথায় রেখে পরবর্তীতে সেইম ভুলটা না করাই ভালো ।

যাই হোক, আমার কিন্তু এই ব্লগে একজনকে দেখলেই তাকে আক্রমন করতে ইচ্ছে করে । এতো ফানি লাগে, মনে হয় একটা ক্লাউন ! দেখলেই খোঁচাতে ইচ্ছে করে কিন্তু আমি কি করছি সেটা ? নাহ ! আই’ম ট্রায়িং হার্ড টু কন্ট্রোল মি :)

খেলাঘরকেও কন্ট্রোল করা শিখতে হবে । আই নো ইউ ডু , তারপরও মাঝে মাঝেই আমরা ট্র্যাকের বাইরে চলে যাই ।



১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা, মনে রাখার চেষ্টা করবো।

৭| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংগালীরা অকারণ বেশী অভিযোগ করেন।
অভিযোগ না করে তো উপায় নাই। দরিদ্র দেশে এক অভিযোগ ছাড়া আর কি আছে? অবশ্য অভিযোগ করলেও কিছু যায় আসে না। হয়তো আত্মতৃপ্তি পাওয়া যায়।

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



ছেলেবেলায় ফুটবল খেলতাম, রেফারী হতাম না কোন অবস্হায়, অভিযোগে মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হতো।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমার মনে হয়, আমরা যখন ব্লগে কোন পোস্ট দেই বা মন্তব্য করি তখন আমাদের ফেসিয়াল
এক্সপ্রেসন দেখতে না পাড়ায় অনেক হাস্যকর কথাও আক্রামনাতক শুনায়। এমন সমস্যার অহরহ পড়েছি।

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



অনেক বাংগালী অকারণ অভিযোগে অভ্যস্ত

৯| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫১

ডার্ক ম্যান বলেছেন: আপনার কমেন্টে অনেকের নানান অনুভূতিতে আঘাত লাগে বলে বলে মাল্টি নিয়ে আক্রমণ করে আপনাকে।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



আমাকে আক্রমণ করলে আক্রমণকারীর মন খারাপ হবে!

১০| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

আকন বিডি বলেছেন:

এটা কি ব্যক্তি আক্রমনে পরে?

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


প্রথমেই স্যরি বলছি।

যতটুকু ( ১ টা কমেন্ট দিয়েছেন ) এতে একটু কঠিন শোনাচ্ছে; কিন্তু পুরো কনটেক্সট (পোষ্ট ও আপনার কমেন্টগুলো) দেখলে ব্যাপরটা পরিস্কার হতো।

১১| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

আকন বিডি বলেছেন: view this link

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:




আপনি বিভ্রান্তীমুলক ধর্মীয় পোষ্ট দিয়েছিলেন, এবং উহাতে অনেক অসত্য তথ্য আছে; সেইদিক থেকে এই ধরণের কথা হওয়ার মতো পরিবেশ ছিলো।

তারপরও আমি স্যরি বলছি।

১২| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

আকন বিডি বলেছেন: "আপনি বিভ্রান্তীমুলক ধর্মীয় পোষ্ট দিয়েছিলেন, এবং উহাতে অনেক অসত্য তথ্য আছে; সেইদিক থেকে এই ধরণের কথা হওয়ার মতো পরিবেশ ছিলো।"
১. আমি কোন বিভ্রান্তীমুলক ধর্মীয় পোস্ট দেই নাই।
২. অসত্য তথ্য কোথায় তা একটু রেফারেন্স দিলে ভালো হয়।
৩. আর পরিবেশ কিভাবে হয় যেখানে আপনি আপনার প্রফেশন সম্পর্কে তথ্য দিয়ে আমারটা জানতে চেয়ে ছিলেন। প্রতি উত্তরে আমি জানতে চেয়েছি "জেনে আপনি কি করবেন?" এখানে কি এই পরিবেশ ছিল?

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্যাপারটা নিয়ে আমি স্যরি বলেছি।
আমরা ২ জন ২ মেরুর মানুষ, আমাদের পরস্পরের প্রতি ব্যাখ্যা কোন সমাধান দেবে বলে মনে হয় না।

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

আকন বিডি বলেছেন: ঠিক আছে।
আমিও সরি। " আপনি একটি পোস্ট দিয়েছিলেন সোফিয়া মসজিদ সম্পর্কে সেখানে মন্তব্যের এক পর্যায় আপনি আমাকে বেকুব বলেন, আমিও ঐ কথাটি বলি আপনাকে, এইটা সব সময় মনে পরে আর মনে খচখচ করে এর জন্য আমি লজ্জিত। এটা বলা আমার কার্টিসিরও বাইরে"

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, আমি খেয়াল রাখে চলবো।

১৪| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আমি স্যরি বলছি।

আপনি বারে বারে একই ভুল করবেন আর সরি বলবেন
এটা কেমন সরি =p~ !!! সরির জাত মাইরেননা :-P !!
সরিরওতো একটা মান সম্মান আছে নাকি :-P !!!

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



স্যরি বলছি, যাতে ভুল বুঝাবুঝির অবসান হয়।

১৫| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

আহা রুবন বলেছেন: আমার ধারণা উস্কানিমূলক বা বিরক্তিকর উদ্ভট পোস্ট না দিলে কেউ ব্যক্তি আক্রমনে আক্রান্ত হয় না। অবশ্য ব্যতিক্রম তো আছেই ,তারা ব্যক্তি আক্রমনের জন্যই একাউন্ট খোলে।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের মাঝে অনেক বিচিত্র ধরণের মানুষ আছেন।

১৬| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আমাকে আপনার পোস্টে মন্তব্য করেছিলেন যে আমি ছাগল। পাঁচ বা দশ মিনিট পরে আপনার মন্তব্য আপনি মুছে ফেলেন। কোনও পরিস্থিতেই আপনি আমাকে বা কাউকে ছাগল বলতে পারেন না, আলোচনার বিষয় যাই হোক না কেন।

১৭| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৫

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া গন্ডারের চামড়া ঠিক বলেছি না বলো!!!!


কোনো গালি টালি কিছুই গায়ে লাগেনা তোমার এমনকি রাগও দেখাও না। আমিও গায়ে লাগাইনা বটে তবে ...... তার গায়ে যা যা আছে ছুড়ে মারতে পারি।

যাইহোক সাম্প্রতিকালে একজন অভিযোগ করেছে তুমি তাকে হিজড়া বলেছো। এটার কারণেও মনে হয় নোটিস পেতে পারো।


কাজেই সাবধান নোটিস যদি না পেতে চাও ফানি মানি বাদ দাও তবে।

শুধু যারা সহ্য করতে পারে তাদেরকেই বলো। যারা পারেনা তাদের দ্বিতীয়বার বলো না। তাইলে নোটিসের পর নোটিস খেয়ে খেয়ে তুমি শেষ হয়ে যাবে ভাইয়ামনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.