নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লিখুন, লিখুন, পড়ার সময় আছে ও মন্তব্য করার ইচ্ছা আছে!

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬



যেই বিষয়ে আপনার অনেক আগ্রহ, অভিজ্ঞতা, দক্ষতা আছে, সেটার উপর লিখুন; যদি আপনার লেখায় নতুন ধারণা, তথ্য, বিষয়ের উপর ব্যাখ্যা, লজিক্যাল বিশ্লষণ, সত্য, আপনার নিজস্ব বক্তব্য ও মতামত থাকে পাঠকের অভাব হবে না। লেখা হতে হবে আধুনিক ধারণা ও ভাবনার উপর ভিত্তি করে; পুরাতন, অচল, অপধারণার উপর ভিত্তি করে লেখা আসলে কোনদিন জ্ঞানী পাঠক পাবে না।

আপনার লেখায় যদি মন্তব্যের সংখ্যা ০ ,১ থেকে ৩ এর মাঝে থাকে আপনাকে আপনার লেখার বিষয়, ষ্টাইল, ও কনটেক্সট নিয়ে ভাবতে হবে, এগুলোতে সমস্যা থাকতে পারে। আপনি ব্লগে নতুন হলে, অনেক সময় কম মন্তব্যের ঘটনা ঘটতে পারে; তবে, ভালো ব্লগিং করলে পরিচিত হতে সময় লাগবে না।

ব্লগে মন্তব্য পেতে আজকাল কিছুটা 'কমেন্ট মাইনিং' করতে হয়, ইহা সামগ্রিকভাবে একটা সমস্যা; তবে, মাইনিং'এর সময়ও আপনাকে নিজের কমেন্টের দিকে খেয়াল রাখতে হবে; সঠিক কমেন্ট করলে, পোষ্টদাতা আপনার লেখা ও আপনাকে সন্মান করবেন; কিন্তু, 'চা দেন', 'চমৎকার লিখছেন', 'এক কথায় অপুর্ব' ইত্যাদি লিখে যদি ব্লগ ভাসায়ে দেয়, উহা তেমন কাজ করবে না; হয়তো, প্রতি ১০ কেমন্ট করে ১টা কমেন্ট পেতে পারেন; প্রতি ২/৩ কমেন্ট যদি ১টি কমেন্ট আনতে ব্যর্থ হয়, আপনাকে নিজের কমেন্ট নিয়ে ভাবতে হবে। মাইনিং করতে লজ্জা করবেন না, আমি নিজে মাইনিং করি।

ব্লগিং'এর মুল উদ্দেশ্য আধুনিক ভাবনাকে তুলে ধরা, লেখায় সত্যকে সমুন্নত রাখা; ভুল, অপধারণাকে যুক্তি দিয়ে তুলে ধরার প্রচেষ্টা ইত্যাদি আসলে ব্লগিং'এর উদ্দেশ্য হওয়া উচিত নয়। আপনি হাজার যুক্তি জানলেও লজিক্যালী প্রতিষ্ঠিত সত্যকে কেহ ভুল প্রমাণ করার জন্য ব্লগ ভালো যায়গা নয়। কেহ যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে, পৃথিবী সমতল, কিংবা সুর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, উহা ব্লগিং'এর অংশ নয়। মানুষের লব্ধজ্ঞানকে সন্মান করুন, আধুনিক ভাবনা নিয়ে ইন্টারেষ্টিং আলোচনা করুন।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

জাহিদ হাসান বলেছেন: আমি পোস্ট দিলেই হিট। কারণ কী? B-) B-)

আপনার বিশ্লেষণ শুনতে চাই

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



থাই লেডি-বয়'এর প্রতি আকর্ষণ ও পর্দা প্রথার উপকারিতা ইত্যাদি বিপরিতমুখী বিষয়; হয়তো, বিপরিতমুখী অবস্হান পাঠক টানছে!

২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন, চা দেন

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



দেখা হলে, চা অবশ্যই হবে; ব্লগে যারা চা'এর ছবি দিয়ে বলেন, "চা খান", এদেরকে আমার কাছে ধুলাবালি দিয়ে পিকনিক-করা শিশুদের মতো মনে হয়।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: আধুনিক ধারনা নিয়ে ইন্টারেস্টিং আলোচনা হোক তা রাজনীতি, অর্থনীতি , সমাজ , গল্প , কবিতা , ভ্রমন ইত্যাদি ভাল লাগে । ধর্মীয় কচকচানি একদম ভাল লাগেনা ।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



ধর্ম সবাই জানেন, একটা লেভেলে অবধি সবাই বুঝেন; অনেকের ভুল ধারণা, অন্যেরা কম জানেন, ইহা প্রচার করার দরকার আছে।

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৯

এম ডি মুসা বলেছেন: ভালো লাগলো দিকগুলি

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



কি কি বিষয় পদ্যে বলা কঠিন?

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪২

তারেক ফাহিম বলেছেন: শুধু পাঠক হলে কি ব্লগার হয়?


১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না, পাঠক মানেই পাঠক!

৬| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দিনে দিনে আমাদের দেশ থেকে যুক্তিবাদী মানুষের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। মানুষ মনে করে বি এম এ পাশ করলেই বুঝি সব হয়ে গেল ।

আরজ আলী মাতব্বরের মতো যুক্তিবাদী মানুষ আজকাল একটু দেখা যাচ্ছে না

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


বুয়েত, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি মোল্লা উৎপাদন করে; জ্ঞানী শিক্ষিত কমে যাচ্ছে।

৭| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

আহা রুবন বলেছেন: আজকাল লেখার চেয়ে পড়তে বেশি ভাল লাগে। এইসব লেখা পড়ে আমরা নিজেকে কিছুটা হলেও সচেতন করে তুলতে পারি। কিন্তু এগুলো কি সরকার বা প্রশাসনের লোকজন পড়ে কোনও পদক্ষেপ নেন। আপনার কী ধারণা।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


এক দোকানের সত বিক্রেতা ঘোষণা দিয়ে কম দামে "ফরমালিন দেয়া" মাছ বিক্রয় করতে চাইলে, মানুষ কি তাকে বিক্রয় করতে দেবে?

৮| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেকের লেখার ধরন বুঝা যায়, কি বুঝাতে চায় তাও বুঝা যায়,তাই সব লেখা পড়া হয় না।
বর্তমান মুসলিম বিশ্বে ধর্টাই মানুষকে পিছনের দিকে টেনে রাখছে,তাই ধর্ম নিয়ে আলোচনার প্রয়োজন আছে।আমার ধারনা ভুলও হতে পারে।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


মুসলমানরা ধর্মতেই সেরা জ্ঞানী।

অনেকের লেখা সম্পর্কে ধারণা হয়ে যাওয়া মানে, "প্রোফাইল" তৈরি হয়ে গেছে!

৯| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকে নিজে পোস্ট দেন, অথচ অন্য কারো পোস্ট পড়েন না, মন্তব্যও কথা রেন না। তাদের পোস্টে অনেকেই মন্তব্য করেন, তাদের প্রতি একটু কৃতজ্ঞতাবোধও করতে দেখি না, অথচ নিজের পোস্টে মন্তব্য লাইক পেলে কত্ত খুশি হয় এরা। মাঝে মাঝে এদের পোস্টেই ঢুকবো না। আপনার পোস্ট পছন্দ হয়েছে ধন্যবাদ। ++ প্লাস এই পোস্টে

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আমার খারাপ লাগছে; আপনার অনেক পোষ্ট পড়ি, ব্যান খাওয়ার ভয়ে কমেন্ট করা হয় না।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০২

আকন বিডি বলেছেন: আমার হাউকাউ/ম্যাওপ্যাও পোস্টগুলো কেমন লাগে?

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া; আপনি চলমান ঘটনায় থাকার চেষ্টা করেন।

১১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ভালো লেখার প্রধান শর্ত হচ্ছে- পড়া। প্রচুর পড়তে হবে। প্রচুর পড়লে অতি সামান্য লেখা যায়।
অনেক বিষয় নিয়ে আমার লিখতে ইচ্ছা করে। অথচ সেসব বিষয়ে আমি কিছুই জানি না। বই পত্র সংগ্রহ করে যে পড়বো সেই অবস্থা নেই। রবীন্দ্রনাথের উপর লিখতে গিয়ে আমাকে অসংখ্য বই সংগ্রহ করতে হয়েছে। কোলকাতা থেকেও অনেক বই, ম্যাগাজিন সংগ্রহ করতে হয়েছে। চার পাঁচ বছর ব্যয় করেছি।

তবে আমার মনে যা আছে, আমি লিখে ফেলি। লিখে আমি এক ধরনের শান্তি পাই। আনন্দ পাই। আমার খুব ভালো লাগে। এখন কেউ যদি আমার লেখা পড়ে বা মন্তব্য করে তখ আমার আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায়।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


সমাজ ও মানুষ সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, আপনার অভিজ্ঞতা থেকেই বরাবরের মতো লিখুন।

১২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: পড়তে হবে নিজের জন্য, আনন্দের জন্য।
ব্লগে নানান ধরনের লেখা আসে। ভালো লাগে। ব্লগ খুললেই নানান স্বাদের লেখা আমাকে আনন্দ দেয়। কারো কারো লেখা খুব বেশি ভালো লাগে। আবার কারো কারো লেখা আমাকে বিরক্ত করে। সস্তা ধর্মীয় ক্যাঁচক্যাঁচানি মেজাজ খারাপ করে দেয়। অথচ আমি কাউকে কিচ্ছু বলি না। চুপ করে দেখি। ভদ্রতার খাতিতে একটা মন্তব্যও করে দেই।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট নিয়ে, পাঠক হিসেবে কাউকে খাতির না করাই ব্লগিং'এর নিয়ম।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
কমেন্ট মাইনিং জিনিষটা কি? এখনো তেমন বুঝি নাই।
একটু বুজাইয়া কন।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



এটা হলো, বাংলাদেশ সরকারের সমালোচনা না করা।

১৪| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৫

জাহিদ হাসান বলেছেন: থাই লেডি-বয়'এর প্রতি আকর্ষণ ও পর্দা প্রথার উপকারিতা ইত্যাদি বিপরিতমুখী বিষয়; হয়তো, বিপরিতমুখী অবস্হান পাঠক টানছে!


এই তো ধরে ফেলেছেন।হুমায়ুন আজাদ ছাড়া এদেশের প্রত্যেক লেখকই বিপরীতমুখী চরিত্রের । এবং হিপোক্রেট। বড় লেখক হইতে গেলে তো একটু হিপোক্রেট হতেই হবে। হ

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:




আমি যে, ঠিক ধরতে পেরেছি, সেটা সিওর নয়; একটা দিকের উপর ভরসা করে অনুমান করেছি।

১৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৭

রামিসা রোজা বলেছেন:
পোস্ট এর লেখার অর্থ বুঝে গঠনমূলক মন্তব্য করা
খুবই গুরুত্বপূর্ণ । অর্থবহ পোস্টে লাইক ।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এর আসল উদ্দেশ্য হলো, আধুনিক বিষয়ের উপর আলোচনা করে নিজের জ্ঞানকে রিফাইন করা।

১৬| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধারনা হয়ে যাওয়া মানে, কোন একটা ঘটনায় তার কি প্রতিকৃয়া সেটা মোটামুটি আঁচ করে নেয়া,সে কি বলতে চায় বা সে কি বলতে পারে।এই আর কি।

১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



বুঝেছি

১৭| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৩৭

সোহানী বলেছেন: আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে...... B-))

https://www.youtube.com/watch?v=_TWQ27Gxx5o

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


গানটা শুনলাম, ভালো লেগেছে।
সবাই রাজা, রাজাকে সবার সুখ-শান্তির জন্য ব্যবস্হা নিটে হয়।

১৮| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:১০

নীল আকাশ বলেছেন: পোস্ট না পড়ে কিংবা অল্প একটু পরেই লেখার বিষয়ের সাথে শতভাগ সামঞ্জস্যহীন মন্তব্য যারা করে তাদের কি পাঠক বলা যায়?
ব্লগার বলা তো বাদই দিলাম?
কমেন্ট মাইনিং মুক্ত চিন্তার বিরোধী। এটা স্বাধীন মত প্রকাশে বাধা দেয়।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি ৪ পৃষ্টার এক মন্তব্য করেছিলেন; উহা ছিলো ভুয়া। পানি মিশায়ে কম দামের দুধের বাজারের কথা বলেছিলেন,উহা ছিলো ভুয়া; আপনার লেখাগুলোও ভুয়া।

১৯| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই তো আর এক বিষয় নিয়ে লিখবেনা, আর কে কি লিখবে সেটা যার যার বিষয়।

শুধু আধুনিক ভাবনা নিয়ে লিখলে বাকি বিষয়গুলো কে দেখবে, কে লিখবে?

আপনি থাকেন আপনার সমসাময়িক বিষয় নিয়ে বাকিরে ছেড়ে দিন ব্লগে সাগরে যার যার ইচ্ছেমত সাতরাক।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



বাংগালিরা নিজের ইচ্ছামতো সাতরাচ্ছেন, আমাদের সরকার নিজের ইচ্ছামতো সাতরাচ্ছে, সমস্যা হচ্ছে যে, ইহা কুপের মাঝে।

২০| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাকে হেইট করার লোকও আছে এখানে অনেক, আপনার কমেন্টে দুইটা লাইক পড়ছে হাহাহা,

ব্যান খাইবেন জানেন তবে এমন মন্তব্য করবেনই বা কেন। আর আমি কী জঘন্য পোস্ট করি নাকি। এতটাই খারাপ পোস্টও তো দেই না বলে মনে হয় আমার। আমার জ্ঞানে যতটুকু ধরে সেটুকুই লিখি। আর আপনাকে জঘন্য কবিতায় সুন্দর মন্তব্য করতেও দেখেছি।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনি প্রায়ই "অপধারণার" লেখকদের উৎসাহিত করেন; ফলে, আপনিও সেই পথে হাঁটছেন; আমি এগুলো বললে ব্যান খেয়ে বসবো।

২১| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আমার ব্লগিং এ ভুলভাল হলে আমাকে বলবেন- আমি শুধরে নিবো। আমি শুধরে নিতে জানি। আমার ভুল গুলো আমাকে বলবেন, না বললে আমি মিজ থেকে বুঝতে পারবো না।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩২

চাঁদগাজী বলেছেন:



নিজের পোষ্ট ধর্মীয় বিষয়গুলো নিয়ে বেশী কিছু না বলাই ভালো; আপনার সামাজিক অভিজ্ঞতাগুলো ও পর্যবেক্ষণ সঠিক আছে বলে আমার ধারণা।

২২| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৪

জাহিদ হাসান বলেছেন: আপনার অনুমান সঠিক হইছে। আপনি দশে দশ পাইছেন।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

২৩| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১২

খায়রুল আহসান বলেছেন: ব্লগে লেখা উচিত উন্মুক্ত ও উদার মন নিয়ে। এখানে এ্যাকোমোডেটিভ থাকা উচিত, অন্যের মতকে শ্রদ্ধা জানাতে না পারলেও অন্ততঃ সহ্য করার মত সহনশীল থাকা উচিত। 'ওয়ান-আইড' কিংবা 'সিঙ্গল -ট্র্যাকড' ব্যক্তিরা ব্লগে স্বচ্ছন্দ বোধ করতে পারেন না।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত মানুষ মোটামুটি উদার মনের মানুষ, ব্লগে সবাই শিক্ষিত।
ভুল মতকে, কিংবা অপ-ধারণাকে শ্রদ্ধা করা মানে উহাকে লালন পালন করার সমান।

২৪| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫

জুন বলেছেন: কমেন্ট মাইনিং :-*
ব্লগে কত যে নতুন নতুন শব্দ শিখলাম আপনার কল্যানে।
আমাদের রাজনীতিবিদদের আবিস্কৃত ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দের মতই আরকি B-)

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



এই শব্দটা টিকে থাথুক, সেই আশা করছি।

ডোডো, পিগমী, লিলিপুটিয়ান, গুহামানব, ম্যাঁওপ্যাঁও ইত্যাদিকে নিয়ে সমস্যা হচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.