নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে কটুক্তির দায়ে ৭ বছরের জেল, জিং জিং\'এর জন্য ফাঁসি?

১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬



সংবাদটা চোখে পড়লো সামুর প্যানেলে ডয়েচে ভেলের সংবাদে: ইসলাম নিয়ে কি একটা কটুক্তি করেছে এক গরীব লোক, তার বদলে ৭ বছরের জেল? লোকটা হিন্দু, পেশায় দর্জি; দেখছেন, গরীব মানুষদের বিচার কিভাবে হয়? বাংলাদেশের বিচারকদের মাথায় আইন কানুন নিয়ে কোন ধারণা, বা জ্ঞান আছে? ধর্ম নিয়ে কটুক্তির জন্য কিভাবে ১ জন সাধারণ মানুষ এত লম্বা সমযয়ের জন্য জেলে যাচ্ছে? এরপর, বসে বসে বাবরী মসজিদের জন্য কান্নাকাটি করো; লঘু দোষে গুরু শাস্তি মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করে।

বাংলাদেশে যুগের পর যুগ, শতশত মন্ডপে হাজারের বেশী প্রতিমা যারা ভেংগে যাচ্ছে, তাদের কতজনের ৭ বছরের জেল হয়েছে?

পাকিস্তান ও আফগানিস্তানের মুসলমানেরা ধর্ম নিয়ে হিন্দুদের উপর এমন রোলার চালায়েছে যে, এই ২ দেশ থেকে হিন্দুরা মোটামুটি চলে গেছে! বর্তমানে ভারতে, মুসলিম বিরোধী যত সহিংসতা হচ্ছে, এর মাঝে বিতাড়িত হিন্দুরা আছে! বাংলাদেশ থেকে বিতাড়িতরাও এক সময় কলকাতায় একাট্টা হয়ে বাংলাদেশের অর্ধেক দাবী করে বসেছিলো; যাক, বাংগালী হিন্দুরা ভারতে সব সময় কম উগ্রতার পরিচয় দিয়েছে।

এদিকে টাংগাইলে, জিংজিং'এর দায়ে এই ১ম বার ফাঁসীর আদেশ দেয়া হয়েছে; আইন হলো এই সপ্তাহে, কিন্তু ২০১২ সালের মামলার আসামীদের এই আইনে শাস্তি দেয়া হয়েছে, ইহাও কম অপরাধে অধিক শাস্তি; এবং দৈবচক্রে এখানেও আসামীরা হিন্দু। এই রায় কি টিকবে? এইসব বিচারকেরা বটএলার উকিল ছিলো, মনে হচ্ছে!

এই সপ্তাহে সরকার এক্সেকিউটিভ আদেশে ফাঁসীর কথা ঘোষনা করেছে; এখনো হয়তো আইন হিসেবে বিজ্ঞপ্তিও দেয়া হয়নি; কিন্তু উহাকে কাজে লাগিয়ে বিচারকেরা রায় দিয়ে দিয়েছে; এগুলোর মাথায় মগজ আছে?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: জিং জিং !! ভালই প্রতিশব্দ বানাইছেন।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



শুনতে খারাপ নয়, কিন্তু বুঝা যায়!
এসব রায় টিকবে না, এসব বিচারকের ভাবনার মান খুবই নীচু।

২| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬

এম ডি মুসা বলেছেন: প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা! কি বলবো কোন ধর্মকে নিয়ে কটুক্তি করা উচিত না সকল ধর্মের উদ্দেশ্য সুন্দর।।
সততা। মানুষত্ব

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


ধর্মকে কটুক্তি না করাই ভালো, কিন্তু সিরিয়া, ইয়েমেন ও ইরাকে এখন ধর্মযুদ্ধ চলছে।
ধর্মকে কটুক্তি করার জন্য ৭ বছরের জেল হতে পারে না; এগুলো নতুন সমস্যার জন্ম দেবে।

৩| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২০

ঢাবিয়ান বলেছেন: আইন এ দেশে আইনের গতিতে চলে না, অন্যের হুকুমে চলে। বিচারকদের কাজ রায় দেয়া নয়, রায়ে কেবল সই করা

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


যেহেতু বিচারকেরা ঘুষ খায়, প্রশাসন ও সরকারের লোকেরা তাদেরকে চাকরের মতো ব্যবহার করে।

৪| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উত্তম বিচার!!
এতদিন পার পেয়েছো বাছাধন
এবার থেকে সামলে রেখ তোমার ........ন!!

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



আধুনিক সমাজে আইন ও বিচার জাতির সুখ-শান্তির নিশ্চয়তা দেয়; এখানে মগজের দরকার।

৫| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: সামনে বড় ধরনের কিছু অপেক্ষা করছে। খারাপ কিছু। আলামত তো চোখের সামনেই দেখছি।
ফেনীর ঘটনা, সিলেটের ঘটনা। ৭১ টিভি, অনন্ত জলিল, শমী কাউসার, প্রেসক্লাবে মারামারি।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইহা আফগানিস্তানে পরিণত হতে পারে।

৬| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্ম নিয়ে দুনিয়ার গাজাখুরী গল্প বলবে আর সত্য বলতে গেলেই অনুভূতিতে আঘাত লাগবে,একথা মেনে নেয়া যায় না।গাজাখুরি গল্প বলা বন্ধ কর,কেউ আঁঁঘাত করবে না।অন্যের ধর্মকে খারাপ বলবে আর অন্যে তোমার ধর্মকে ভাল বলবে এমন আশা করা ভুল।

অনু সন্ধ্যানে বেরিয়ে আসছে,কিছু নেতা ফোনে তার কর্মীদের নির্দেশ দেয় ধর্ষণ এবং ধর্ষণ জনিত মামলা যাতে বাড়ে এবং এটা নিয়ে আন্দোলন করেই সরকারের পতন সম্ভব।

তাই তড়ি ঘড়ি আইন পাশ এবং ফাঁসির আদেশ।

১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে রাজনৈতিক ষড়যন্ত্র এখন কাজ করছে না; কিন্তু শেখ হাসিনার সরকার ও প্রশাসন মিলে একটা কলোনিয়েল সরকার চালাচ্ছে, শেখ হাসিনার মাথায় যা আসছে তাই করছে; ব্যুরোক্রেটরা মানুষকে শিক্ষা থেকে দুরে রাখার চেষ্টা করে আসছে ১৯৭২ সাল থেকে, মানুষ অশিক্ষিত, মানুষের যা জ্ঞান আছে সেটা ধর্মের ওয়াজ শুনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.