![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকা স্বাধীন হওয়ার পর, এই ১ম বার, নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটছে, যা নির্বাচনের ফলাফল নিয়ে মানুষের মনে অনিশ্চিতার সৃষ্টি করছে; তবে, আমেরিকান নির্বাচন কমিশন শক্ত, ফলাফল পেতে দেরী হলেও, সবকিছু ঠিক হয়ে যাবে।
নির্বাচনের ফলাফল পেতে দেরী হবে: করোনার কারণে, ডাকযোগে ভোট চলছে; এসব ব্যালট গণনা শুরু হবে ৩ই নভেম্বর রাতে রাজ্যের সব ভোট কেন্দ্র বন্ধ হলে; ইহাতে সময় লাগবে, এবং ট্রাম্প পরাজিত হলে, তার পক্ষ থেকে মামলা হবে; মামলা হলে, ব্যালট গণনার সময় তার পক্ষের আইনবিদরা উপস্হিত থাকবে। কোন কোন রাজ্যের ডাকযোগে ভোটের নিয়ম নিয়ে মামলা যাবে সুপ্রীম কোর্টে।
এই মহুর্তে আমেরিকান সুপ্রীম কোর্টে ৮ জন বিচারক আছেন, ৪ জন লিভারেল, ৪ জন রিপাবলিক দলের প্রতি কিছুটা অনুগত; ১ জন বিচারকের মৃত্যু হওয়ায় ১টা পদ খালী আছে; ট্রাম্প নিজের এক অনুসারীকে ওখানে নিযুক্ত করছে, এখন সেটার শুনানী চলছে; আগামী বৃহস্পতিবারে সিনেটের ভোটে উহার নিযুক্তি কনফার্ম হবে; সিনেটে ৫৩ জন রিপাবলিকান সিনেটর, ভোটে নতুন বিচারক নিযুক্তি পেয়ে যাবে। ভোটের মামলা সুপ্রীমকোর্টে গেলে, গণনা ইত্যাদি নিয়ে রায়গুলোতে গোলমাল হবে।
ডাকযোগে ভোট ছাড়াও, বেশীরভাগ রাজ্যে মানুষ এখন সশরীরে ভোট দিচ্ছে; অবস্হা দেখে মনে হচ্ছে, ভোটের ফাইনাল দিনের (নভেম্বর, ৩) আগে, শতকরা ৪৫ ভাগ, বা তার বেশী ভোট দেয়া হয়ে যাবে।
আজকে পরিস্হিতি যেভাবে আছে, ট্রাম্প পরাজিত হবে। করোনায় ট্রাম্পের অদক্ষতা ধরা পড়ার পর থেকে ট্রাম্প আমেরিকার নির্বাচন পেছনে নেয়ার চেষ্টা করেছিলো, সেটা কাজ না করায়, সে নির্বাচন ব্যবস্হার বিপক্ষে মিথ্যা প্রচারণা চালানোর শুরু করে; ইহা দুষ্ট সাদাদের মাঝে কাজ করেছে; আমেরিকায় অনেক সাদা এখনো ওবামা নিয়ে শকে আছে, কেন অসাদা ওবামা প্রেসিডেন্ট হয়েছিলো!
এই মহুর্তে, প্রায় ৫০ মিলিয়ন মানুষের কাজ নেই, এদের মাঝে ১০ মিলিয়নের মতো কাজ না করেও বেতন কিংবা আন-এমপ্লয়মেন্ট বেনেফিট পাচ্ছে; ইহা কতদিন চলবে, কেহ জানে না; কারণ, করোনা বাড়ছে ৩৬টি রাজ্যে।
ভোটের ফলাফল জানতে দেরী হলে, দেশে অরাজকতা দেখা দিবে; যাদের কাজ নেই, তাদের পক্ষে পরিবার চালানো বড় ধরণের সমস্যা হবে।
১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
না
২| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: ট্রাম্প তো এখন ফানি ম্যান হয়ে গেছেন। ৩ নভেম্বর নির্বাচন। বিভিন্ন জায়গায় যাচ্ছেন। লোকদের খুশি করার জন্য নানান রকম অঙ্গভঙ্গি করছেন। তাকে দেখে লোকজন হাসছে। মজা করছে। এসব করে কি নির্বাচনে জেতা যাবে?
আমেরিকার লোকজন ট্রাম্পকে চায় না। কিন্তু ট্রাম্প কোথাও গেলে তার ভক্তদের অভাব হয় না।
১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
তার ভক্তরা রেসিষ্ট ও দুষ্ট।
৩| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২
শাহিন-৯৯ বলেছেন:
আমার দৃষ্টিতে ট্রাম্প যুদ্ধবাজ নয় তবে অহংকারী ও বর্ণবাদী টাইপের লোক।
আপনি তাকে কিভাবে মূল্যায়ন করেন?
১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধ তো কিমও করেনি, কিন্তু দ: কোরিয়ার লোকজনের ঘুম হয় না রাতে।
ট্রাম্প আসলে আজকের ছাত্রলীগ নেতাদের মতো ১ জন আমেরিকান।
৪| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: আমেরিকায় বাঙ্গালীরা নাকি ট্রাম্প এর বিরুদ্ধে।
১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, বেশীরভাগ বাংগালী ট্রাম্প-বিরোধী।
৫| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
যুদ্ধ তো কিমও করেনি, কিন্তু দ: কোরিয়ার লোকজনের ঘুম হয় না রাতে।
কিম আর ট্রাম্প!
একজন এক নায়কতন্ত্র রাজ্যের রাজা আর একজন গনতন্ত্রের দেশের প্রেসিডেন্ট। একজনের কোন জবাবদিহিতা নেই অন্যজনের যেমন খুশি তেমন সাজো এর সুযোগ নেই।
১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের সাথে কিম, শিন জিন পিং ও পুটিনের বন্ধুত্ব আমেরিকানদের হতাশ করেছে; তার বেকুবীর শিকার হয়েছে আমেরিকা।
৬| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
জগতারন বলেছেন:
আমি অ্যামেরিকান ভোটার।
আমরা তিন ভাই ও আমার ছেলে ( যে অ্যামেরিকান অর্মি ক্যডেট অফিসার )
আমরা সবাই অ্যামেরিকান ভোটার। সকলের জ্ঞাতার্থে সগৌরবে জানাইতেছি যে, আমরা ডেমোক্রেট পার্টি প্যানেল-এ ভোট দেবো।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
সঠিক সিদ্ধান্ত; আপনারা (ছেলে ব্যতিত) কোন রাজ্যে আছেন?
৭| ১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কিছু বাংগালী সিটিজেন আবার অনেকে৩০/৪০ বছর থেকেও সিটিজেন না,কারন কি।যারা ডিবি লটারিতে গেছে তারা কি সিটিজেন।
রাজনিতির বাইরের লোক এনে দেশটা একটা বিপদেই পড়ে গেছে।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
ডিবিতে যারা এসেছেন, তারা রেসিডেন্ট হিসেবে প্রবেশ করেছেন, পরে সিটিজেন হয়ে গেছেন।
যারা এখানে এসে রেসিডেন্ট হয়েছেন, তারা স্বেচ্ছায় নাগরিক হয়েছেন, কিংবা হননি।
৮| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪
আহা রুবন বলেছেন: গতবার আপনার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছিল, যদিও আমরা বেশিরভাগ তখন আপনাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলাম। এবার আপনার গণনার অপেক্ষায় থাকব। ঠিক হলে রাজ জ্যোতিষী উপাধি দেয়া হবে।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
আমি ইতিমধ্য পোষ্ট দিয়েছি, বাইডেন জয়ী হবে।
https://www.somewhereinblog.net/blog/chandgazi/30308621
৯| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: জো বাইডেন নির্বাচিত হলে আমেরিকানরা ছাড়া ও বিশ্ববাসী কিভাবে উপকৃত হবে?
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
সে মোটামুটি শান্তিতে বিশ্বাসী।
সর্বোপরি, সে টিকা নিয়েও বিশ্বকে সাহায্য করবে।
১০| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: ল্রদ্ধেয় মান্যবরেষু,
মিসেসের সুগার থাকায় প্রবল সমস্যা গেছে। তবে ও এখন খাবারে স্বাদ পেলেও আমি এখনও পাইনি। পেঁপে/করার ঝোল কিম্বা যেকোন খাবার একই রকম লাগছে। চূড়ান্ত বিষন্নতায় ভুগছিলাম।আজ বিকেলে শরীর ও চোখের বিরুদ্ধে গিয়ে ব্লগিং করার সিদ্ধান্ত নিয়েছি।
আশাকরি আপনিও ভালো আছেন।
বিনম্র শ্রদ্ধা আপনাকে।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
ধারণা করছি, রোগের মুল অংশ থেকে আপনারা বেরিয়ে এসেছেন, এটা ভালো খবর; এখন অপেক্ষা করতে হবে পুরোপুরি সুস্হতার জন্য, চিন্তার আর কারণ নেই, সুখবর।
আমার শরীর বেশী ভালো নয়, এটা অন্য সমস্যা
১১| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: আমেরিকার ট্রাম্প আর ভারতের মোদী যেন জমজ ভাই। ট্রাম্পের যদি এবার পরাজয় হয় আশা করি ভারতবর্ষের মসনদেও সে তরঙ্গ এসে পৌঁছাবে। গোটা বিশ্বের উপর দিয়ে যেন মাফিয়া রাজ চলেছে।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প, মোদী, পুটিন, শিন জিন পিং ও এরেদেগান মানবতার জন্য হুমকি।
১২| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
ঢাবিয়ান বলেছেন: রিগড ইলেকশন হবার কোন সম্ভাবনা আছে কি আমেরিকায়?
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ইলেকশান চলছে ৪ সপ্তাহ ধরে।
ইহা সময় মতো শেষ হবে, ২য় বিশ্বযুদ্ধও ইলেকশান থামাতে পারেনি
১৩| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
কলিমুদ্দি দফাদার বলেছেন: ২০১৯ সালে আমেরিকার সামরিক বাজেট ছিল প্রায় ৭০০ বিলিয়নের কাছাকাছি।
অথচ ওবামা কেয়ার, সাস্থ্যসেবা, বয়স্ক ভাতা , ফ্রি এডুকেশনে আমেরিকা, সুইডেন -নরওয়ে
এর মত দৃষ্টান্ত স্হাপন করতে পারে নী?
আমেরিকান জনগন এত শিক্ষিত হয়ে এইসব বিষয়ে তাদের ভাবনা কি???
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান গলাকাটা ক্যাপিটেলিজম মানুষকে ইহার দাসে পরিণত করেছে।
১৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩২
রাকু হাসান বলেছেন:
কিছু সংবাদ জানলাম ।ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো জানলে, বাংলাদেশকে বুঝতে সহজ হবে।
১৫| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৯
সোহানী বলেছেন: হুম, সেটাইতো দেখছি!! আম্রিকা লেজেগোবড়ে অবস্থায় আছে। ট্রাম্প না সরলে আরো খারাপ হবে বলেই মনে করি। কিন্তু সে সরবে বলে মনে হয় না। আর বাইডেনের ডিবেট দেখে আমি পুরোপুরি হতাশ!! এই লোক প্রেসিডেন্ট হলে কেমনে দেশ চালাবে!!!!!!!!!! ওবামার পিছনে ছিল, ঠিক ছিল। কিন্তু সামনে!!! কেমনে কি!!!
১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
বাইডেন দুর্বল কেন্ডিডেট, কিন্তু ট্রাম্পকে সরাতে তাকে দেয়া হয়েছে; মনে হচ্ছে, দানব পড়ে যাবে।
১৬| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪২
জাহিদ হাসান বলেছেন: আমি আপনার সাথে এই ব্যাপারে একমত-
ট্রাম্প এবারের নির্বাচনে পরাজিত হবে
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, ট্রাম্পু রেসিষ্ট সাদাদের দু:খকে (ওবামা কেন প্রেসিডেন্ট হয়েছিলো! ) কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে।
১৭| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০০
হাসান রাজু বলেছেন: বর্তমান বিশ্ব ট্রেন্ড অনুযায়ী বেশীরভাগ জনগণ হ্ল- কট্টর জাতীয়তাবাদী, বর্ণবাদী টাইপের আর সরকার প্রধান গণতন্ত্রের চাদরে মোড়ানো ক্ষেপা একনায়ক। সে ক্ষেত্রে আমেরিকানর জনগণ আর সরকারকে বলা যায় পথ প্রদর্শক। আমেরিকায় এবার ও ট্রাম্প ক্ষমতায় যাবে সেটা যে কোন ভাবে হোক। হতে পারে ভোটে, হতে পারে কেলেঙ্কারি করে, নয়তো কোর্টের মাধ্যমে। কিন্তু জিতবে ট্রাম্প ই।
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, আমেরিকানরা বারবার ভুল করে না।
১৮| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২
আমি সাজিদ বলেছেন: ঢাকা - ৫ এর উপনির্বাচনের কি খবর মুরব্বি?
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
ঢাকাতে নির্বাচন; নির্বাচন কি জিনিষ?
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫
শাহিন-৯৯ বলেছেন:
আপনি কি আমেরিকার ভোটার?