নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নেতৃত্ব, নেতা, রাজনৈতিক দল, পার্লামেন্ট, ব্যুরোক্রেসী, কিছু একটা থাকতে হয়।

১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫



জার্মানীর মানুষ জানে, যাই ঘটুক না কেন, মার্কেল আছে, জাতির ভিত শক্ত, রিফিউজীদের চাপে জার্মানী লেবানন হচ্ছে না! ইংরেজরা জানে বরিস জনসন যত পাগলামীই করুক না কেন, পার্লামেন্ট আছে, এবং দল ২টি (লেবার ও কনজারভেটিভ) দেশকে ঠিক পথে ধরে রাখবে, ভয়ের কিছু নেই; কানাডার লোকজন তাদের প্রাইম মিনিষ্টার, সরকার, দল, পার্লামেনট নিয়ে সন্তষ্ট; আমেরিকার মতো হতাশায় ভুগছে না; আমেরিকা হতাশ হলেও, একটা ভরসা আছে, ৪ জন প্রাক্তন প্রেসিডেন্ট জীবিত এখনো, আগামীকাল দেশে পুটিনের মতো কেহ ক্ষমতা দখল করে বসে থাকতে পারবে না; ট্রাম্পের মতো দুষ্টও টিকতে পারবে না, টিকলেও কংগ্রেস আছে, সিনেট আছে ; ভারতে মোদী, কিংবা মুদী যেই আসুক না কেন, ব্যুরোক্রেটরা বর্ণবাদ ও ব্যবসা টিকিয়ে রাখবে।

কিন্তু সিরিয়াতে কে আছে, কি আছে, মানুষ জানে না; সরকার মানুষ মারে, নিজ দেশে বোমা ফেলে; আমেরিকানরা মানুষ মারে, রাশিয়ানরা মানুষ মারে, তুরস্ক মানুষ মারে, আইএস মানুষ মারে, কুর্দিরা মানুষ মারে, নাগরিকেরা নাগরিক মারে। ইয়েমেনের মানুষ জানে না যে, কালকে কে বোমা ফেলবে: সৌদী বোমা পড়বে, নাকি আমিরাতের বিমান এসে আক্রমণ করবে, নাকি হুতিরা এলাকায় ঢুকে সবাইকে জিম্মি করে ঘরের খাবার কেড়ে নিবে! সিরিয়ার কিন্তু পার্লামেন্ট আছে, ইয়েমেনের পার্লামেন্ট আছে; এদের রাজনৈতিক দল আছে, আল-কায়েদা আছে, আইএস আছে, সবই আছে।

আমাদের নেত্রীরা আছেন, সরকার আছে, ব্যুরোক্রেটরা আছে, পার্লােমন্ট আছে, শক্তিশালী রাজনৈতিক দল আছে; কিন্তু মানুষ এদের ভয়ে ভীত, মানুষ এদের থেকে দুরে থাকতে চায়; বিপদে পড়লে পুলিশের সাহায্য চাহে না, চেষ্টা করে পুলিশ যেন জানে না যে, সে বিপদে আছে; মানুষ নিজের চেষ্টায় নিজে চলছে; এটাকে বলে এনার্খী, যেখানে মানুষ নিজের সরকারের ভয়ে থাকে, নিজ সরকারের উপর আস্হা রাখতে পারে না, পুলিশ দেখলে অজানা বিপদের আশংকায় বুক কাঁপতে থাকে।

আফ্রিকার বেশহিরভাগ দেশের মানুষ তাদের সরকারের ভয়ে থাকে, আফ্রিকা এভাবেই চলছে কয়েক'শ বছর। বার্মায় নিজের সরকারের ভয়ে রোহিংগারা পালিয়ে বাংলাদেশে এসে গেছে! চীনের উইঘুররা সরকারের ভয়ে আছে; কিন্তু পালাতে পারছে না, জেলে বসবাস, জেলেই কাজ, জেলেই পরিবার।

আমাদের মানুষজন সরকারের ভয়ে এখনো ঠিক পালাচ্ছে না, কিন্তু সুযোগ পেলেই কানাডা, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া চলে যাচ্ছে; সরকারের কাছে চাকুরী চাহে না, চাকুরীর জন্য আদম বেপারী খুঁজে, গ্রেজুয়েটরা টিউশানী খুঁজে আর ফেইসবুকে বিপ্লব করে; আমাদের নেতৃত্ব নেই, নেতা নেই, ব্যুরোক্রেটরা ভীতির কারণ, পার্লামেন্টের মেম্বার কিভাবে হয়, কে জানে, তাতে মানুষের হাত নেই!

আমাদের বর্তমান অবস্হায় সাধারণ মানুষ কি করতে পারেন?

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: কঠিন অবস্থার মাঝে দিনকাল চলছে -----------

১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


অবস্হা একটু বেশ কঠি;, মানুষকে সরকারের বাহিরে থেকে, নিজেদের চলার জন্য ব্যবস্হা নিতে হবে: নিজেদের রক্ষা, চাকুরী, শিক্ষা, চিকিৎসা, যাতায়াতের ব্যবস্হা নিজেরাই করতে হবে।

২| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বিশ্লেষণের সাথে ১০০% একমত।
দুই ধরনের অন্ধ নিয়ে সোনার বাংলাদেশ।
এক ধরনের অন্ধ নিজদলের মন্দ দেখে না।
আরকে ধরনের অন্ধ নিজ দেশের ক্ষতি দেখেনা।
আর আমাদের চমড়া হয়ে গেছে গন্ডারের, কিছুই টের পাই না।

১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষের সমাজ ব্যবস্হা ও ঐক্য ভেংগে দিয়েছে কিছু ঘটনা।

৩| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

একাল-সেকাল বলেছেন:
সত্যি ই, উপরের কিছু একটা না থাকলে সেটা ভূখণ্ডধারী জঙ্গলের ন্যায়। যেখানে মশা কে ব্যাঙ, ব্যাঙ কে সাপে খায়, আবার সাপকে নিয়ে যায় ঈগলে।

১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



অনেকটা ফিলিস্তিন, কিংবা আফগানিস্তানের মতো, নিজের মতো চলো; পারলে টিকে থাক, না'হয় মরো

৪| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫

আমি সাজিদ বলেছেন: আমরা ভালো আছি। দেশের উন্নয়ন হচ্ছে। বিশ্বের ৩৯/৪০ তম শক্তিশালী অর্থনীতির দেশ আমাদের দেশ। আরও উন্নত হচ্ছে। আর কি চান?

১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



বসুন্ধরা, বেক্সিমকো, খুলনা পাওয়ার, এমপি বদি, আলম ব্রাদার্সরা উন্নয়ন না চাইলেও উন্নয়ন হচ্ছে

৫| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৪

কহেন কবি কালীদাস বলেছেন: সুন্দর একটা লিখা লিখেছেন আপনি।
আপনি ভাগ্যবান, কারন আমেরিকাতে আছেন। আমরা দুর্ভাগা যে এদেশে পড়ে আছি, বাহিরে সেটেল করতে পারছি না।
বাংলাদেশ বিভিন্ন জাতির মানুষের মিশ্রণ। এদেশের মানুষের মতো দুর্নীতি পরায়ণ জাতি খুব কম আছে। যেহেতু বেশিরভাগ খারাপ(চোর/বাটপার) কিসিমের, তাই মানুষের মধ্যে ঐক্য নেই।
আমাদের চেয়ে খারাপ জাতি একটাই আছে এই গ্রহে, তারা হোল - পাকিরা!!
বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করে চোরের খনি পেয়েছিলেন, যারা দেশকে লুটেপুটে খাচ্ছে।
এই দেশ নিয়ে আশা করা অনেক আগেই বাদ দিয়েছি। এই জাতির কপালে দুর্গতি আছে!!

১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি বিদেশে কাজ করি মাত্র; তবে, ইহা সমাধান নয়, ১৮ কোটী পালাতে পারবেন না।
শিক্ষকতদের উচিত, দেশের বর্তামন অবস্হায় সাধারণ মানুষের জন্য সুযোগ বের করা।

৬| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একটা বিষয় আমি দেখেছি। যদি বাংলাদেশের মানুষকে সুযোগ দেওয়া হয় তবে বেশির ভাগ মানুষই এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চাইবে।

আমি নিজেও চলে যেতে চাচ্ছি।

১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



ভিসা দিলে, শেখ হাসিনা, কয়েকজন ব্যুরোক্রেট, বসুন্ধরা, আলম ব্রাদার্স, খুলনা পাওয়ার ও সামিট পাওয়ারের মালিকেরা ব্যতিত সবাই চলে যাবে।

৭| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

আকন বিডি বলেছেন: আমাদের ভারতের দাদা, দিদা আছেন, নো টেনশন। বন্দে মা তারাম।

১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সাধারণ বাংগালীদের দলে আছেন, অভিযোগই জীবন।

৮| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

আকন বিডি বলেছেন: অসাধারণ হলে লাশ হতে হবে যে। আর আমি অভিযোগ করি নাই।

১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভারত ও আমেরিকা নিয়ে সবার অভিযোগ আছে; অনেকই ভারত, আমেরিকা ও নিজ দেশ সম্পর্কে সঠিকভাবে অনেক কিছু জানেন না।

৯| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্বধীনতার বিপক্ষের লোক পৃথীবির কোন দেশে আছে বলে আমার জানা নেই।কিন্তু আমাদের দেশে আছে।শুধু আছে না বহাল তবিয়তে আছে।
গনতান্ত্রিক দল নেই,গনতান্ত্রিক সরকার নেই এমনকি গনতান্ত্রিক আন্দোলন নেই,সেখানে আর কি হবে।
পরিবর্তন একটা হবে,ডান,বাম বা মধ্য যেটাই হোক।

১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে যারা পাকিস্তানের পক্ষে ছিলো, তাদের উত্তরসুরীরা আমাদের স্বাধীনতা নিয়ে উৎসাহিত নন, আছেন, চলছেন।

আওয়ামী লীগের ভেতরে সুষ্ঠু রাজনীতি ধ্বংস হয়ে গেছে, দেশ এখন রাজনৈতিক সমস্যার মাঝে।

১০| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: আমি ভাবছিলাম বি এন পি গর্জন করছেনা কেন ?

মাস খানেক আগে বুঝলাম এই প্রথম জিয়ার দল বেশ বুদ্ধির পরিচয় দিচ্ছে । তারা দেখছে ( আমার মত) লীগ একাই সব দখলে রেখে সরকার চালাচ্ছে । সামাজিক সমস্যা , দুর্নীতি , লুটপাট সবকিছুতেই লীগের লোক । তাহলে আন্তঃ গোলযোগ দিয়েই সরকারের পতন হবে , সরকারই চাইবে ক্ষমতা ছেড়ে বিশ্রাম নিতে ------------- হয়তবা তাইই হতে চলেছে ।

তবে এই যে রাজনীতিহীনতা সাধারন মানুষের নিরাপত্তা হরন করবে ।

আমি নিরাপত্তা চাই , আমার , পরিবারের ও প্রতিবেশীর ।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



কেন্টনমেন্টে জিয়ার দল আছে? যদি না থাকে, বিএনপি নেই।

১১| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬

জনৈক অপদার্থ বলেছেন: বাংলাদেশ জাহান্নামে যাক। ঘেন্না হয় দেশটার প্রতি

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



প্রশাসন ও দেশের বেশীরভাগ মানুষ অপদার্থ পরিণত হয়েছেন

১২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: বাঙ্গালীদের মানসিকতা আপনি খুব ভালো বোঝেন। এবং রাজনীতিবিদদের খুব ভালো করে চিনেন। তাদের দৌড় কোন পর্যন্ত তা আপনার চেয়ে ভালো কেউ জানে না।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদদের জ্ঞানের ফলে, সাধারণ বাংগালীরা বিয়ে করে বউ'এর সাথে ঘুমানোর সুযোগও পায় না; বউ বাংলাদেশে, স্বামী মরুভুমিতে।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮

জুন বলেছেন: শিরোনামে যা বলেছেন তা সবই আমাদের দেশে আছে, শুধু সত্যিকারের দেশপ্রেমিক মানুষ নেই।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


সবগুলোই আছে; তবে, সবগুলোই সাধারণ মানুষের ক্ষতি করছে।

১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজনীতিবিদদের জ্ঞানের ফলে, সাধারণ বাংগালীরা বিয়ে করে বউ'এর সাথে ঘুমানোর সুযোগও পায় না; বউ বাংলাদেশে, স্বামী মরুভুমিতে।

রাজনিতিবদরা তো আপনার কথা স্বীকার করবে না। তারা তো বলছে তারা এত এত কাজ করেছে যে দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেছে।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি ক্রকিকেট কামাল সাহবের দিকে তাকিয়ে দেখেন, উনার বক্তব্যগুলো শোনেন, আপনার মনে হয় এই মানুষ ঠিক মতো নিজের পরিবার চালাতে পারবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.