![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সামুর প্যানেলে, ডয়েছে ভেলের সংবাদে দেখলাম, বাংলাদেশের সব থানায়, থানাগুলোর সব বিটে, শনিবারে ২ ঘন্টা নারী নির্যাতন-বিরোধী "সন্মেলন" হয়েছে; পুলিশ ও স্হানীয় নেতৃবৃন্দ ইহাতে বক্তব্য রেখেছেন, প্লাকার্ড, পেষ্টুন ঝুলায়েছেন; এবং বার্তা পাঠায়েছেন যে, নারী নির্যাতন করলে শেষ, কাপুত, ফিনিতো! আশাকরি, সন্মেলনে যারা উপস্হিত ছিলেন, তারা বার্তা পেয়েছেন, তারা এই কাজ করবেন না।
থানায় সন্মেলন হয়ে ভালো হলো; থানায় কোন কারণে দরিদ্র নারী আসামী আটক হলে, তাদের জিং জিং করে দেয়া নাকি খুবই কমন; কমপক্ষে, উহা কমে আসবে; প্লাকার্ড, পেষ্টুনগুলো থানা থেকে না সরালেই ভালো, ঐগুলো থানার হাজতের ভেতর ঝুলায়ে রাখা দরকার।
ব্রুকলীনে গ্রীক এলাকায়, এক গরীব পরিবারের একটা কিশোরী মেয়ে আশপাশের কিশোর ছেলেদের পটায়ে ছাদে নিয়ে ভালোবাসতো, ওরা তাকে আইসক্রিম, কেক, কসমেটিক কিনে দিতো, সিনেমায় নিয়ে যেতো। কিভাবে এক পুলিশ জেনেছিল ব্যাপারটা, একদিন ছাদে মেয়েটা উঠে, ১ ছেলেকে সিগন্যাল দিলে, পুলিশ বুঝতে পেরে, ছাদে উঠে মেয়েটাকে তার অবৈধ ভালোবাসার জন্য দা্যী করে ও থানায় নেবে বলে ভয় দেখায়; শেষে মেয়েটাকে জিং জিং করার শর্তে ছেড়ে দেয়ার প্রস্তাব করে; সেটাই ঘটে। কিন্তু পরে ঐ কিশোর ছেলেগুলো পুলিশটাকে হত্যা করে।
থানা সন্মেলনের পর, এখন জেলের ভেতর এই সন্মেলন হলে ভালো হয়, জেলে নারী কয়েদীদের অনেকেই জেল থেকে বের হওয়ার সময় কোলে নাকি বাচচা নিয়ে বের হয়? বেশী অতি-রন্জিত হয়ে যাচ্ছে নাকি?
লন্চ, বাস, ট্রেন ষ্টেশনে ভাসা কিশোরীরা ও অনেক দরিদ্র নারী নির্যাতনের শিকার হয়; এ'ছাড়া আজকাল গার্মেন্টেস'এ চাকুরীর বিনিময়ে নাকি অনেক মেয়ের উপর নির্যাতন হয়। সিএনজি, মিএনজি'র একা নারী যাত্রীদের খবর কি? এগুলো সহজে কন্ট্রোল করা সম্ভব। আরো সোজা হলো মক্তব ও মাদ্রাসার মোল্লাদের নির্যাতন বন্ধ করা।
আইন হয়ে গেছে; ৫ জনের ফাঁসির রায় হয়েছে; থানায় সন্মেলন হয়েছে, জেলে সন্মেলন হবে; নির্যাতন বন্ধ হয়ে যাবে, আশাকরি; ব্লগে এই ব্যাপারে পোষ্ট আর লিখতে হবে না, হয়তো!
১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
ব্লগে যেই পরিমান পোষ্ট এসেছে, ব্লগারেরা এই কাজ করবেন না।
পুলিশ সন্মেলন করেছে, তারা ইহা করবে না; নেতারা সন্মলনে ছিলো, উহারা এই কাজ করবে না; বাঁচা গেলো।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৪৫
নূর আলম হিরণ বলেছেন: প্রতিদিনই নারী নির্যাতনের খবর আসে এখনো। এগুলো বন্ধ কিভাবে হবে কে জানে! ওয়াজিরা নারীদেরই এসবের জন্য দায়ী করেন।
১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
ওয়াজিরা গুহামানব, ওদের জ্ঞান ৫ম শ্রেণীর বাচ্চা থেকেও কম, ওয়াজীদের কাছে মেয়েকে আরবী পড়তে দেয়াই মুশকিল। দেশে ধনী-দরিদ্র, অসহায়-প্রভাবশালী ইত্যাদি বড় সমস্যা হয়ে আছে, ইহার ফলে কিছু মানুষের ভয়-ডর চলে গেছে; সর্বোপরি, বাংগালীদের মরাল নীচু।
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫৯
নূর আলম হিরণ বলেছেন: বাংগালীদের মরাল নিচু, এটাই সবচেয়ে সঠিক কথা ও কারন।
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
৫০ বছর যেভাবে দেশ চলছে, ইহা মগের মুল্লুক হয়ে যাওয়ার কথা; আমাদের এক প্রতিবেশী কিন্তু মগের মুল্লুক
৪| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বর্তমানে আওয়ামী ঘরানার লোকেরা জিং জিং করছে রাজনৈতিকছত্রছায়ায়। তারা শেলটার পাচ্ছে মন্ত্রী এমপিদের কাছ থেকে তাই পুলিশও তাদের কিছু কয়না আবার মাঝে মধ্যে পুলিশও জিং জিং খেলায় মেতে উঠে। শর্ষের মধ্যে ভুত থাকলে তা ঠেকানো খুবই মুসকিল।
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
পুলিশ ভালো নয়, এদের কারণে এসব সমস্যা এতটুকু বৃদ্ধি পেয়েছে; পুলিশ সঠিক থাকলে, মেয়েরা গভীর রাতেও কাজ থেকে একা ফিরতে পারতেন।
৫| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৩
রাশিয়া বলেছেন: জাফর ইকবালের লেখায় অনেকটাই উঠে এসেছে জিং জং কারা করে? ধর্ষণবিরোধী সমাবেশের আয়োজন ধর্ষকেরাই করে। থানায় রোবট লাগিয়ে লাগলেও ক্ষমতাবান ওসিরা জিং জং করবেই। গডফাদারেরা নেশাসক্ত তরুণদেরকে দাসের মত কাজে লাগায়। এই তরুণেরা জিং জং করতে গিয়ে বিপদে পড়লে তাদেরকে রক্ষা করা ছাড়া উপায় থাকেনা।
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
তরুণদের মাফিয়া বানায়েছে আজকের আওয়ামী লীগ, দল নষ্ট করেছে শেখ হাসিনা।
৬| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সন্মেলন থেকে পুলিশ ঘোষণা দিয়েছে, ফাঁসি টাসি না সোজাসুজি গুলি।অতয়েব ঐ চ্যাপ্টার অফ।
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
ওরা নিজেরগুলোকে থামালেই সমস্যা অনেক কমে যাবে।
৭| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: যদিও বা আইনের ভয়ে বাইরের নির্যাতন বন্ধ হয়। ঘরের ভেতর যে নির্যাতন হয় সেগুলির কি হবে?
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
ঘরের সমস্যা জাতির স্বাস্হ্যের অংশ, জাতি যদি সুখে থাকে উহা কমবে; না'হয় উহা থামবে না।
৮| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর ২ টা দিন যাক। আরেকটা ইস্যু এসে এগুলোকে তলায় ফেলে দিবে...
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
দেশ সমস্যায় জর্জরিত, ইস্যুর অভাব নেই; সমস্যা সৃটি করছে সরকার ও জনতা, সমাধান করার চেষ্টা হচ্ছে না; ফলে,সমস্যা জমা হচ্ছে।
৯| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২
অধীতি বলেছেন: আশাবাদ ব্যাক্ত করেছেন। পূর্ণ হোক। প্রায় পোস্টেই ছবিটা দেখি,ছবিটার তাৎপর্য কি?
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
ছবিটা হলো আমাদের রাজনীতির জীবনের প্রতীক।
পুলিশও নারী নির্যাতনে জড়িত আছে; পুলিশ যদি নারী নির্যাতন কমায়, কিছুটা কাজ হবে।
১০| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল। আপনি সোজা-সাপটা ভাষায় বলেন সব সময়।
আর হ্যা, ব্লগে আমার ব্যান খাওয়ার সম্ভাবনা আছে। আপনার লাইনে আছি।
উল্টাপাল্টা কমেন্ট করে কিছু গোলমাল করে ফেলেছি।
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
আজকে এডমিন আমার একটা কমেন্ট মুছে দিয়েছেন, একটা পোষ্টে নারী নির্যাতন করার হাজার পথের কথা বালা হয়েছে, আমি ব্লগারের কাছে জানতে চেয়েছিলাম যে, "তাবিজ কাজ করবে কিনা?"
এই মন্তব্যে কি অসুবিধ হলো কেন জানে? আপনি হুশিয়ারে থাকবেন। মন্তব্য করতে ভেবেচিন্তে করবেন।
১১| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪
জাহিদ হাসান বলেছেন: আমাকে সেফ থেকে জেনারেল করা হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
এডমিনকে ইমেইল করেন; বলেন যে, আপনি কমেন্টের বেলায় সতর্ক হবেন।
[email protected]
১২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৮
ঢাবিয়ান বলেছেন: আপনারেতো বুড়া বয়সে ভীমরতি ধরসে বইলা মনে হচ্ছে।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
করোনায় সবই সম্ভব।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২
আকন বিডি বলেছেন: জিং জিং কোন দিন ফিনিতো হবার নয়। উহা চলমান বিনোদনের অংশ। সো নো ফিনিতো।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
মনে রাখবেন, ইহা পুলিশের সন্মেলন ছিলো, মানুষের সন্মেলন নয়।
১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯
আকন বিডি বলেছেন: জিং জিং এখন রাষ্ট্রীয় ভাবে হবে।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন সবাই ভয়ে থাকবে।
১৫| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে করোনা পরিস্থিতি বর্তমানে ভালো বলা যায়। সরকারি হিসেবে গরে ১৫/ ২০ জন মারা যাচ্ছেন।
নতুন আক্রান্তের সংখ্যাও খুব কম। এরকম চলচলে আগামী তিন মাসের মধ্যে করোনা বিদায় হবে। তবে শীতে কি আমাদের দেশে করোনা বেড়ে যাবে? শুনলাম ফ্রান্সে রাত্রে কার্ফু চলছে। এদিকে শেখ হাসিনা বলেছে, দ্বিতীয় বার যদি করোনা এটাক করে, তাই আগে থেকেই সাবধান থাকতে। টাকা হাতে রাখতে বলেছেন। বাজে খরচ করতে মানা করেছেন।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমার পরিবার এখন "রেড জোনে", গত বুধবার থেকে এলাকায় করোনা বেড়ে যাওয়ায় "রাড এলার্ট" জারি করেছে। করোনা শীতে তার মোলেকুলার ষ্টাকচার বদলাবে, সেটা যদি খারাপের দিকে হয়, বেশী মানুষ আক্রান্ত হবে।
বাংলাদেশের কেহ শেখ হাসিনার কথায় কান দেন?
১৬| ১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগে অদূর ভবিষ্যতেই আপনাকে আইনশৃঙ্খলারক্ষাকারী কিছু সদস্য কর্তৃক নারী নির্যাতনের নামে মিথ্যা মামলা দিয়ে কিছু নিরীহ, হতোদরিদ্র ব্যক্তিকে ফাঁসানো এবং সম্ভবত ক্রস ফায়ারের মতো বিষয় নিয়ে লিখতে হবে।
১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
বানরের হাতে ফাঁসীর রশি দিলে, কিছু শিশুর প্রাণ যাবেই।
১৭| ১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন:
বানরের হাতে ফাঁসীর রশি দিলে, কিছু শিশুর প্রাণ যাবেই।
কিছু শিশু নয়, অনেক শিশুরই প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর বানরের সাথে সাথে কিছু হনুমানও লম্ফোঝমফ করছে।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা সবকিছুতেই ফাঁসী চায়, সরকারও দিয়ে দেয়; সরকারের জন্য ইহা সহজ কাজ।
১৮| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: সমাজ তার গতিতেই এগিয়ে যাচ্ছে, তবে সুশাসন জরুরী।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
এখন যারা প্রশাসন চালাচ্ছে, এর থেকে ভালো বাংগালী শেখ হাসিনা কোথায় পাবেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৬
জোবায়েদ ইসলাম বলেছেন: আল্লাহর রহমতে যদি না লিখতে হয় তবেই দেশ ও জাতির জন্য মঙ্গল। তবে বাঙ্গালি জাতি সহজে হার মানার পাত্র নয়। তারা অতি সাহসী। যেখানে যেতে বারণ করা হয় সেখানেই বেশি যায়। তাই ডিজিটাল খাতা কলম রেডি রাখা ভালো যে কোনো সময় কাজে আসতে পারে।