নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য যখন সমস্যা হয়ে যায়

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৫



মন্তব্যটা ছিলো, "তাবিজ কাজ করবে?"

নারী নির্যাতনের উপর ব্লগে একটি বিশাল পোষ্ট এসেছে, উহাতে যৌন সহিংসতা রোধে করণীয় নিয়ে বিশদ বিশদ আলোচনা করে অনেক পদক্ষেপের কথা বলা হয়েছে; আশাকরি, সেগুলোর প্রয়োগ হবে, বাংলাদেশ থেকে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। নারী নির্যাতন নিয়ে জাতি ক্লান্ত, ইহার সমাধান হওয়ার দরকার।

সেই পোষ্টে আমি একটা মন্তব্য করেছি, "তাবিজ কাজ করবে?"; সোজা মন্তব্য; এডমিন সাহেব ইহা মুছে দিয়েছেন! ইহা কি বাংলাদেশের পটভুমিতে খারাপ মন্তব্য? লেখক অনেক পদক্ষেপের কথা, অনেক সমাধানের কথা বলেছেন, আমি প্রশ্ন করেছি যে, তাবিজ কাজ করবে কিনা; তাবিজ নারী নির্যাতন বন্ধে কার্যকর ভুমিকা রাখবে কিনা? ইহা আরেকটি সমাধান হিসেবে কাজ করবে কিনা?

বাংলাদেশে কোন সমস্যা সমাধানে "তাবিজ" ব্যবহার করা হয়নি? সবকিছুতে মুসলিম জাতি তাবিজ ব্যবহার করে আসছে শতশত বছর: রোগ নিরাময়ে, জ্বীন-ভুত-পেত্নী থেকে মুক্ত করতে ও প্রতিরোধে, পরীক্ষায় উত্তীর্ণ হতে, ভয় রোধে, বাণটোনা থেকে উদ্ধার, ভালো বিয়ে হওয়ার জন্য, অন্যকে ভালোবাসায় বশ করতে তাবিজ ব্যবহার ব্যবহৃত হয়ে আসছে!

আমি নিজে তাবিজে বিশ্বাস করি না, লেখক তাবিজে বিশ্বাস করেন কিনা, এবং নারী নির্যাতন বন্ধ ইহার প্রয়োগ সম্পর্কে উনার মতামত জানার জন্য এই কমেন্ট করা হয়েছিলো; ইহাতে কি অসুবিধা হলো যে, ইহাকে মুছে দেয়া হলো?

আমার কিছু মন্তব্য মুছে দেয়া হয়, আমাকে নোটীশ পাঠানো হয়, ভালো! কিন্তু এই মন্তব্যটা মুছে দেয়ার লজিক আমার কাছে পরিস্কার নয়। আশাকরি, আমি জলে বাস করে, জলের রাজার সাথে প্রতিযোগীতায় নামছি না!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০২

আমি সাজিদ বলেছেন: পোস্টটি বেশ সময় নিয়ে গুছিয়ে, টু দ্যা পয়েন্টে, বর্তমান সময়ের জ্ঞানকে কাজে লাগিয়ে লেখা হয়েছে। সেই পোস্ট অনুযায়ী কমেন্টের পরিধিটা খুব সাদামাটা বলেই বোধহয় মুছে দেওয়া হয়েছে। তবে কেন ? এটার উত্তর আপনি আপনার জন্য চাইতেই পারেন।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



পোষ্টে অনেক পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলো কাজ করুক, ভালো! আমি লেখকের মতামত জানতে চেয়েছিলাম, "তাবিজ কাজ করবে"?

২| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে হাসলাম। আপনি দারুন মজার মানুষ। এত রসিক মানুষ ব্লগে খুব কম আছে।

''তাবিজ'' নিয়ে দুই একদিন আগে আমি একটা পোষ্ট দিয়েছি। তাবিজ হলো- অশিক্ষার ফসল।
যদিও প্রশ্নপত্র ফাঁস জেনারেশন এই তাবিজ বুকে কোমরে ধারন করে।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



উত্তর চট্টগ্রামের সবচয়ে বড় ধনী একজন তাবিজ লেখক। বাংলাদেশে এত মানুষ, এত সমস্যা নিয়ে কারো কাছে যায়নি, যত মানুষ উনার কাছে গিয়েছেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সামান্য মন্তব্য মুছে দেয়ায় এত হাউকাউ কেন?

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



আমার কিছু মন্তব্য মুছার পর, আমাকে কিছু সময়ের জন্য জেনারেল করা হয়, ব্যান করা হয়, সেইজন্য এই পোষ্ট।

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: মুছে দেওয়া ভালো। এটা আপনি পজেটিভ ভাবে দেখুন। বহু লোক তার অতীত মুছে ফেলতে চায়। বহু রাজনীতিবিদ নিজের অনেক কর্মকান্ড মুছে ফেলতে চায়। সামান্য একটা মন্তব্য। যেখানে মানুষের জীবন মুছে যায়।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



ইহাতে তাবিজের গুরুত্ব কমে যাচ্ছে!

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যটা সঠিক জায়গায় উঁকি দেয়নি। এত গুরুত্বপূর্ণ একটা পোস্টে আপনার রসময় মন্তব্যকে সামলে রাখা উচিত ছিল। মডারেটরদের সবাই তো আর আপনার মত রসের হাঁড়ি নিয়ে ঘোরে না।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



পোষ্টের গুরুত্ব অসীম, সন্দেহ নেই; কিন্তু লেখক, ইহাতে তাবিজের কোন ভুমিকা দেখছেন কিনা, সেটা জানার দরকার ছিলো।

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৩

জাহিদ হাসান বলেছেন: আমাকে সেফ থেকে জেনারেল করা হয়েছে।

ব্লগিং জীবনে এই প্রথম আমি কিছুটা কটু মন্তব্য করে শাস্তি পেয়েছি। আমি এই শাস্তি গ্রহণ করে নিয়েছি।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের জন্য 'জেনারেল' ষ্টেটাসে থাকা সময়টা কষ্টকর; আশাকরি, কম সময়ে আপনি আবার "সেইফ" ষ্টেটাস ফিরে পাবেন; মন্তব্যের বেলায় সতর্ক হোন।

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

একাল-সেকাল বলেছেন:
তাবিজের সাথে যদি একটু প্রসাদ সেঁটে দিতেন তাহলে হয়ত মন্তব্যটা জ্বল জ্বল করতো।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের কালচার অনুযায়ী মন্তব্যটাতে ভয়ংকর কিছু ছিলো না।

৮| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৯

জাহিদ হাসান বলেছেন: সব আপনার দোষ। আপনার কাছ থেকে এইসব তির্যক মন্তব্য করা শিখছি। =p~

আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম B-) B-)

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


যাকগে, সমস্যা মানেই সমস্যা; এডমিন সাহবেকে একটা ই-মেইল করেন, সেখানে বলেন যে, আপনি কমেন্টের বেলায় সতর্ক হবেন।
[email protected]

৯| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৮

জাহিদ হাসান বলেছেন: কি দরকার? থাকি কয়েক মাস জেনেরেলে।

আরেকটা কথা, স্টিকি পোস্টে আপনার মন্তব্য মুছে ফেলার প্রতিবাদ করেছি, স্টিকি পোস্টে মন্তব্য করে।
আশা করি মডারেশন আরেকবার বিবেচনা করবেন।
আপনার মন্তব্য ব্লগের নীতিমালা ভঙ্গ করেনি। কারণ আপনি রসিকতা করেছেন।
কারো বিরুদ্ধে কিছু কটু মন্তব্য করেন নাই।

লক্ষ্য করেছি, আপনার সাথে প্রায়ই এমনটা ঘটছে।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


[email protected]

আমার মনে হয়, আপনি কিছু না ভেবেই কাজ করে বসেন; মুছে ফেলা মন্তব্যের প্রতিবাদ করে নিজের রাস্তায় নিজেই কাঁটা ছড়াচ্ছেন। যাক, যা হওয়ার হয়েছে, আপনাকে ধন্যবাদ।

এডমিনকে ইমেইল করেন, আপনাকে সেইফ করতে।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি মূলত বড় কোন লিখা পড়ি না,তাই চোখে পড়ে নাই।সুরুতে দেখেছিলাম বিসমিল্লাহ লিখা ছিল।তাবিজ লিখা শুরুই করে বিসমিল্লাহ বলে।মন্তব্যে তাবিজ থাকলেতো দোষের কিছু দেখি না,মন্তব্য ঠিকই আছে।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


তাবিজ বাংগালী মুসলামনদের জীবনের বিরাট অংশ।
মন্তব্য নিয়ে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে; মুসলিম সমাজ ও এই পোষ্টের পটভুমিতে মন্তব্যটা কোনভাবে আক্রমণাত্মক ছিলো না বলে আমার ধারণা।

১১| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভিপি নুর আর আপনার আইডির মধ্য কোন পার্থক্য দেখছি না।
নুরকে কোনদিন রাস্তায় পিটায় কোনদিন ধর্ষণ মামলার আসামি হয়,
আপনাকে কোনদিন ব্যান, কোনদিন জেনারেল করা হয়। :)
যাইহোক, অতি শীঘ্রই আপনাকে সেফ ব্লগার করা হোক।
না হয় সামুর অফিস ঘোরাও সহ শাহবাগে মানববন্ধন করা হবে। :D

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আমার ষ্টেটাস "সেইফ" ঠিকই আছে।
শুধু আমার মন্তব্যটা মুছে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.