নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার ভোটের ফলাফল নিয়ে দাংগা হতে পারে।

৩১ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:৪২



**** আমাকে জেনারেল করা হয়েছে, লেখা সামনের পাতায় যাবে না ****

আমেরিকার প্রেসিডেন্ট ভোট চলছে মাস খানেকের বেশী; নভেম্বরের ৩ তারিখ ফাইন্যাল ভোট। এবারের পুরোপুরি ফলাফল জানতে হয়তো ২/৩ দিন, কিংবা তারো বেশী সময় লেগে যেতে পারে; ইহা ভয়ংকর সমস্যার সৃষ্টি করতে পারে, যা সীমিত পর্যায়ের দাংগারও সৃষ্টি করতে পারে।

ভোটের ফাইন্যাল দিনে, নভেম্বরের ৩ তারিখে, নিউইয়র্ক সময় রাত ১টা'র (মানে ৪ তারিখ সকাল ১টার) মাঝেই সশরীরে দেয়া ভোটারদের দেয়া ভোটের ফলাফল জানা যাবে। মনে হচ্ছে, সেই ফলাফলে যদি ট্রাম্প এগিয়ে থাকে, ট্রাম্প নিজের থেকে নিজকে "জয়ী" ঘোষণা করবে; তবে, ডাকযোগে আসা ভোট গণনার সাথে সাথে বাইডেনের ভোট বাড়বে, এবং জয়ী হওয়ার সম্ভাবনা বেশী; তখন ট্রাম্প ডাকযোগে আসা ভোট ও গণনা নিয়ে গন্ডগোল শুরু করবে ও ডাকযোগে আসা ভোট গণনা ও নিয়ম নিয়ে কোর্টে যাবে; ইহাতে দেশে সীমিত দাংগার সম্ভাবনা আছে। যদি সশরীরে দেয়া ভোটে বাইডেন সামনে থাকেন, সমস্যা হবে না; কারণ, ডাকযোগে ভোটে বাইডেন অনেক বেশী ভোট পাবেন।

আমেরিকার ভোটারের সংখ্যা ২৩০ মিলিয়নের কাছাকাছি; এবার, গত ৫০ বছরের মাঝে সবচেয়ে বেশী মানুষ ভোট দেবেন, শতকরা ৬৮/৭০ জনের কাছাকাছি ভোট (২৬১ মিলিয়ন ভোট) সংগৃহিত হতে পারে। আজ অবধি, প্রায় ৮৭ মিলিয়ন মানুষ ডাকযোগে ও সশরীরে ভোট দিয়ে দিয়েছেন। আগামী ৩ দিনে ইহা ৯৩ মিলিয়নের কাছাকাছি পৌঁছবে; ডাকযোগে দেয়া ভোট গণনায় সব রাজ্যে একই নিয়ম পালন করে না; কিছু কিছু রাজ্যে, ভোটের দিন পোষ্ট-করা ভোট হিসেবে নেয়া হবে; এতে করে, ভোটের শেষদিন হবে নভেম্বরের ৬/৭ তারিখ।

দুষ্ট ট্রাম্প ৪ বছরে পুরো আমেরিকাকে দুষ্টে পরিণত করেছে, ট্রাম্পের পুর্ব পুরুষেরা পুর্ব-ইউরোপ থেকে এসেছে, এরা পরিবারসুদ্ধ ক্রিমিনাল; ওর বাবার ব্যবসায় ক্রাইম ছিলো; ট্রাম্পের ব্যবসার মুল ভাবনাই ক্রাইম, আইনের ফাঁক দিয়ে সে ক্রাইম করে টাকা আয় করেছে; সে রেসিজমকে কাজে লাগিয়ে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করছে; এবার সেটা কাজ না করার সম্ভাবনা। তবে, সে মানুষকে দাংগার দিকে নিয়ে যাচ্ছে।

ট্রাম্প ঘোষণা দিয়েছে, ভোটে যদি জালিয়াতী হয়, সে ক্ষমতা ছাড়বে না; এতে অনেক আমেরিকান শংকিত; কারণ, তারা এই ধরণের কোন কিছু আগে শোনেননি, কিংবা দেখেননি। আসলে, ইহা সমস্যা নয়, আমেরিকার ভোটে জালিয়াতী হয় না; এবং আমেরিকান নির্বাচন কমিশন অনেক শক্ত; ট্রাম্প পরাজিত হলে, উহাকে ২০২১ সালের জানুয়ারী মাসে হোয়াইট হাউস থেকে বের করে দেবে। তবে, ৩ তারিখ রাতে, সশরীরে ভোটে ট্রাম্প এগিয়ে থাকলে, আমেরিকায় এবার কি হবে, কেহ সঠিকভাবে জানে না।

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর বিশ্লেষণ।

৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়ায় সিএনএন আছে? থাকলে দেখবেন

২| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৯

অধীতি বলেছেন: যাক আমেরিকায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ট্রাম্পকে অগ্রিম শুভেচ্ছা। :)

৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:



আসলে,সে আমেরিকাকে ২০০ বছর পেছনে নিয়ে গেছে।

৩| ৩১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

আমি সাজিদ বলেছেন: ট্রাম্প জিতলে চায়নার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারে?

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের নিজের ব্যবসা আছে চীনে ও রাশিয়ায়, ব্যাংক একাউন্ট আছে চীনে; সে শিন জিন পিং ও পুটিনের বন্ধু।

৪| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৩

ডঃ এম এ আলী বলেছেন:


আমিরিকার রাট্রপতি নির্বাচনের আপডেট নিয়মিত দিলে ভাল লাগবে ।

সিএনএন এর প্রধান খবর আজ শনিবার (৩১ অক্টোবর) মানে আজ রাতের আকাশে দেখা মিলবে ব্লু মুনের। সাধারণত কোনো মাসে যদি দুবার ফুল মুন অর্থাৎ পূর্ণিমা পড়ে, তবে দ্বিতীয় বা শেষ পূর্ণিমাতে দেখা মিলে ব্লু মুনের। অক্টোবর মাসের প্রথম দিন ছিল পূর্ণিমা। ৩১ অক্টোবর ফের পূর্ণিমা পড়েছে। তাই এই সুযোগ মিলতে চলেছে।

সে হিসাবে এবার ট্রাম্পের দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হবার সম্ভাবনা থাকতে পারে ।


৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


সামু আমাকে "জেনারেল" করে রেখেছে, ভোট নিয়ে বেশী লিখতে চাচ্ছি না; তদুপরি, বেশীরভাগ ব্লগার আমেরিকার ভোটিং সিষ্টেম বুঝে না; ওদেরকে বুঝানো মুশকিল।

আগে জেনারেল করলে, আমাকে সেইফ করার জন্য সামুকে অনুরোধ করতাম, এবার অনুরোধ করবো না।

৫| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকাকে শয়তানের দেশ বলি,
যতই দিন যাচ্ছে তাদের শয়তানি আরও বাড়ছে ।

.........................................................................
তারা বিশ্বটাকে অস্হির রাখে তাদের ব্যবসা বানিজ্যর জন্য
তার এক নম্বর সাঙ্গাৎ হলো ইসরাইল ।

০১ লা নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার মানুষ বাংলাদেশের মানুষের তুলনায় ফেরেশতা; ট্রাম্প রেসিজমকে কাজে লাগাতে চাচ্ছে, দেখা যাক, সে কতদুর যায়; মানুষ এখনো মগজ হারায়নি।

৬| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: এখন তো করোনার সময়, ভোটাভোটি আরো কিছু সময় পরে করলে সমস্যা কি ছিলো! করোনাতে তো আমেরিকার অবস্থা বেশি খারাপ।
আমেরিকার ইতিহাসে সবচেয়ে দুষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জয়ী হবে না। মানুষ বুঝে গেছে সে নির্বোধ।

০১ লা নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



গতকাল ১ লাখ, ১ হাজারের করোনা দরা পড়েছে; অবস্হা ভয়ংকর।
তবে, ভোট পেছনে নেয় না এরা।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

আমি সাজিদ বলেছেন: গাজী সাহেব আক্রান্তের সংখ্যা শুনছি, মৃত্যুর হার কেমন সেটা বলেন ? সুস্থতার হার কেমন ? এই দুটো কি সেই আগের মতোই আছে নাকি পরিবর্তিত হয়েছে, ভালোর দিকে ?

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় গতকাল ১১০০ মানুষের মৃত্যু হয়েছে; এটা আমেরিকার জন্য ভয়ংকর লজ্জাজনক ব্যাপার, আমেরিকায় এই ধরণের কিছু হওয়ার কথা নয়, কারো তেমন মাথা ব্যথা নেই। ২ সপ্তাহ পরে মৃত্যুর হার শতকরা ২/৩ জনে পৌঁছবে, এখন হার শতকরা ২জনের নীচে।

৮| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার মনে হয়, এই আমলে কারোই উচিত হবে না অন্য মানুষের ধর্ম নিয়ে কোন কথা বলা।

যার যার ধর্ম নিয়ে সে সেই কথা বলুক।

এমনকি নিজের ধর্মের প্রার্থনা করার সময়ও অন্য ধর্মের নাম উচ্চারণ করা উচিত হবে না।

সময় খুবই খারাপ ।
মানুষজন ক্রমেই অসহিষ্ণু হয়ে যাচ্ছে।

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



আরব, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, বাংলাদেশের মানুষ অসহায়, অধিকারহীন হয়ে এনার্খীষ্টে পরিণত হচ্ছে; ব্লগের কবিতা দেখেন, ভালোবাসায়ও শান্তি নেই, শুধু হতাশা

৯| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গতকাল ১ লাখ, ১ হাজারের করোনা দরা পড়েছে; অবস্হা ভয়ংকর।
তবে, ভোট পেছনে নেয় না এরা।

আমেরিকাতে এখন শীত কাল? তাই ঠান্ডায় করোনা বেশি হচ্ছে। আমেরিকাতে এত আক্রান্তের কারন কি?

০২ রা নভেম্বর, ২০২০ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আক্রান্তের মুল কারণ, ট্রাম্প ও তার অনুসরণকারীরা মাস্ক পরছে না, অপ্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য খুলেছিলো অনেক রাজ্যে।

শীত আরম্ভ হয়ে গেছে; নভেম্রের মাঝামাঝি থেকে "দৈনিক গড়ে ২ হাজার" মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা।

১০| ০২ রা নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৪

খেয়া ঘাট বলেছেন: যে কোনো ব্যাপারে আপনার বিশ্লেষণগুলো খুবই যৌক্তিক। কিন্তু আপনাকে জেনারেল করা হয় কেন? বিষয়টা ভালোনা।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংলা ব্লগিং'এর সাথে যুক্তরা বাংলার চলমান বলয়ের ভেতরে থেকেই আধুনিক ও প্রগ্রেসিভ হতে চাচ্ছেন, যা আসলে ব্লগিং উদ্দেশ্য হওয়া উচিত নয়; ব্লগিং হলো সময়ের সাথে মিল রেখে চলার ভাবনা।

১১| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন:



বাংলা ব্লগিং'এর সাথে যুক্তরা বাংলার চলমান বলয়ের ভেতরে থেকেই আধুনিক ও প্রগ্রেসিভ হতে চাচ্ছেন, যা আসলে ব্লগিং উদ্দেশ্য হওয়া উচিত নয়; ব্লগিং হলো সময়ের সাথে মিল রেখে চলার ভাবনা।


এটা আমার প্রিয় জনম্ভূমিতে আর আশা না করাই ভালো।
আমার ভুতের মতো উল্টো পায়ে হাাঁটছি।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



বাংগালী শিক্ষিত ও অশিক্ষিতদের মাঝে পার্থক্য খুব একটা বেশী নয়।

১২| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৬

কবিতা ক্থ্য বলেছেন: শতাব্দির শ্রেষ্ঠ ভাঁড় উনি।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার দুষ্টদের ঐক্যবদ্ধ করেছে এই ক্রিমিন্যাল।

১৩| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯

খাঁজা বাবা বলেছেন: ট্রাম্প গত ৩০ বছরে একমাত্র রিপাব্লিকান যে কোন যুদ্ধে জড়ায়নি

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


সে একভয়ংকর যুদ্ধ করেছে, সে আমেরিকান নাগরিকদের বিপক্ষে যুদ্ধ করেছে; এতে ২ লাখ ৩২ হাজার মারা গেছে, আমেরিকার মানুষ বেকার হয়ে গেছে, আগামী ১০ বছর মানুষ খেতেও পাবে না।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন তো হলো!
সামু এডমিনকে আমি আন্তরিকভাবে অনুরোধ করবো, আপনাকে মুক্ত করে দেওয়ার জন্য। এতটূকু দাবী আমি সামুর কাছে করতেই পারি।
আশা করি আগামীকাল আপনার লেখা প্রথম পাতায় পাবো।

০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৪:০২

চাঁদগাজী বলেছেন:



প্লীজ, ইহা করবেন না; সামু জেনারেল করেছে, তারাই দেখুক। ব্লগিং সম্পর্কে আমার ও সামুর ধারণা এক নয়।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৪:০১

কবিতা ক্থ্য বলেছেন: ভাই,
আপনার শরির কেমন আছে?

০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, কিছুটা ভালো।
করোনা সম্পর্কে হুশিয়ার থাকবেন।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৪:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



আপনি ভাল আছেন তো ?
আজ আমিরিকার নির্বাচন, আপনার উপস্থিতি নেই দেখে বেশ চিন্তিত ।
গত নির্বাচনে সারা রাত ধরে আপনার পোষ্টে ভোটের ফলাফলের উপরে
আমরা আপডেট দিচ্ছিলাম বলে মনে পরে।

০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



আমাকে জেনারেল করে রেখেছে, আমার উৎসাহ একটু কমেছে; আবার, বেশীরভাগ ব্লগারেরা এগুলো বুঝে না; তাই, বসে চুপচাপ রেজাল্ট দেখছি।

আপনি বিবিসি ও সিএনএন দেখছেন, মনে হয়! ভালো থাকুন।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৫:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:

অপনার কাছে তো জেনারেল মনারেল পান্তাভাতের মত ।
ভোটের রিজাল্টের আপডেট দিয়ে পোষ্ট দেন ।
এখনকার ফলাফল দেখলাম এরকম
Result at 6.55pm
Candidate Vote % Vote Count
Trump--- 56.1% - 285580
Biden------ 42.0% -- 211070



০৪ ঠা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকান আমেরিকা ভোটে যায়নি; সাদারা অধিক রেসিষ্ট হয়ে গেছে।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৬:১০

ডঃ এম এ আলী বলেছেন:



Result at 7.06pm
Candidate-- Electoral -- Vote % - -Vote Count
Trump------ --8-----------58.1% --- 991958
Biden----------3--------- 42.0% ---- 756301

০৪ ঠা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



বাইডেনের সম্ভাবনা কমে আসছে

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ২:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনাকে বলেছিলাম Trump নির্বাচনে ভাল করবে। :P
এইসব লোক দেখানো জনমত জরিপ নির্বাচনে তেমন কোন প্রভাব ফেলে নাই।
ফ্লোরিডায় আগের চেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যটির এখনো রিপাবলিকানদের দখলে।
দেখা যাক কি হয়?

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:




আপনার ধারণা অনেকটা সঠিক; তবে, বাইডেনের সম্ভাবনা এখনো আছে।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ২:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

বড় রাজ্যগুলো ফ্লোরিডা, Texas রিপালকিনদের দখলে California বাদে। Trump ২৯০-২৯৬ ইলেকটরাল ভোট পাবে বলে মনে করা হচ্ছে।



বড় রাজ্যগুলো ফ্লোরিডা, Texas রিপালকিনদের দখলে California বাদে। Trump ২৯০-২৯৬ ইলেকটরাল ভোট পাবে বলে মনে করা হচ্ছে।

০৪ ঠা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকান আমেরিকানরা ভোটে যায়নি, ডাকযোগে ভোটও পাঠায়নি

২১| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৬

এলে বেলে বলেছেন: এই সময়ে আপনার লেখার খুব প্রয়োজন ছিল। নির্বাচন এর গতি প্রকৃতি যেভাবে বদলাচ্ছে, এতে আপনার পূর্ভাবাস কি হতে পারে। লিখুন থেমে থাকবেন না। এইসব জেনারেল ফেনারেল আপনার মুক্তচিন্তা থামাতে পারবে না। আপনার সাথে আমরা সবসময়ই আছি।

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
ট্রাম্প পরাজিত হবে, এটা আমেরিকা ও বিশ্বের জন্য ভালো হবে।

২২| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ট্রাম্প সাহেব কি তাহলে হেরে যাবেন!
কি সর্বনাশ!

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



এই দৈত্যের পতন হবে।

২৩| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯

পুলক ঢালী বলেছেন: সর্বশেষ ফলাফল বাইডেন ২৬৪ ট্রাম্প ২১৪। টাইমস অনুসারে।
আপনি কি অভিমান করে ভোটের সময় এ্যানালাইটিক্যাল, ইন্টারেষ্টিং পোষ্ট দেওয়া বন্ধ রেখেছেন ?
মডুরা আপনাকে সেইফ করুক।
ব্লগে ঢোকা হয়না তাই জানিনা কোথায় আবার কি করেছেন ?
আপনার তীর্যক মন্তব্যগুলি কাজের কিন্তু সমস্যা হলো ভব্যতার অভাব।
ভাল থাকুন।

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪০

চাঁদগাজী বলেছেন:



টাইম ও আরো ২/১টা মিডিয়া বাইডেনকে অরিজোনা রাজ্যে ( ১১ ইলেকট্রোল ভোট) বিজয়ী ধরে নিয়ে ২৬৪ ভোট দেখাচ্ছে; কয়েলটা মিডিয়াতে বাইডেন ২৫৩ (অরিজোনিয়া ব্যতিত )। অরিজোনাতে লীড থেকে যেতে পারে; তখন নেভেদা ( ৬ ভোট ) পেলেই চলবে; বাইডেন পেনসিলভেনোয়াও পেতে পারেন।

২৪| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

নতুন নকিব বলেছেন:



কোনো দাঙ্গা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



দাংগার সম্ভাবনা ছিলো, এখনও কিছুটা আছে; তবে, এফবিআই ও পুলিশের প্রস্তুতি দেখে ট্রাম্পের লোকেরা চুপ হয়ে আছে।

২৫| ০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:

অনেক স্থানে ভয়াবহ দাঙ্গার ছবি টিভিতে দেখা যাচ্ছে।
আপনার আশংকা কিছুটা এখন বাস্তবে দেখা যাচ্ছে ।

০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


এফবিআই ও পুলিশের প্রস্তুতি দেখে ট্রাম্পের দুষ্ট সমর্থকেরা চুপ হয়ে গেছে অনেকটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.