নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মিথ্যুক ট্রাম্পের খপ্পর থেকে আমেরিকার মুক্তি দরকার।

০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬



আপনারা নিশ্চয়ই মিডিয়ায় আমেরিকান নির্বাচনের ফলাফল অনুসরণ করছেন; আমি কিছু ধারণা দিচ্ছি; আপনাদের কাছে কোন দরকারী তথ্য থাকলে জানাবেন। আজকে, ৫ই নভেম্বর, বৃহস্পতিবার, আমেরিকান সময় রাত ১২টার আগে আন-অফিসিয়েল ফলাফল জানা যেতে পারে।

এখন নিউইয়র্ক সময়, সকাল ৯টা, ভোট গণনা চলছে; আন-অফিসিয়াল রেজাল্ট:
জো বাইডেন পেয়েছেন ২৫৩ ( টাইমস'এর মতে ২৬৪ ভোট, অরিজোনা রাজ্য যোগ হয়েছে এখানে) ইলেকটোরেল ভোট।
ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট।
জয়ী হওয়ার জন্য দরকার কমপক্ষে ২৭০; সর্বমোট ইলেটোরাল ভোট ৫৩৮টি।

এখন জয়-পরাজয় নির্ভর করছে ৫ টি রাজ্যের ফলাফলের উপর:

১) নেভেদা, ৬ ইলেটোরাল ভোট,
২) অরিজোনা ১১ ইলেটোরাল ভোট,
৩) জর্জিয়া ১৬ ইলেটোরাল ভোট,
৪) পেনসিলভেনিয়া, ২০ ইলেটোরাল ভোট,
৫) নর্থ ক্যারোলিনা, ১৫ ইলেটোরাল ভোট।

১) নেভেদা: বাইডেন নেভেদাতে সাড়ে ৭ হাজার ভোটে সামনে আছেন; ভোটের শতকরা হার: ৪৯.৩, ৪৮.৭; শতকরা ৮৬ ভাগ ভোট গণনা করা হয়ে গেছে। সেখানে ভোট গণনা এখন বন্ধ, আজকে নিউইয়র্ক সময় ১২টার পর সেখানে গণনা শুরু হবে।

*****সন্ধ্যা ৮: ৫২ আপডেট, বাইডেন ১৩ হাজার ভোটে এগিয়ে আছে। ******

২) অরিজোনা: বাইডেন অরিজোনাতেও ৬৮ হাজার ভোটে এগিয়ে আছেন; ভোটের শতকরা হার: ৫০.৫, ৪৭.১; এখানে শতকরা ৮৬ ভাগ ভোট গণনা করা হয়ে গেছে।

*****সন্ধ্যা ৮: ৫২ আপডেট, বাইডেন ৫৭ হাজার ভোটে এগিয়ে আছে। ******

৩) জর্জিয়া: জর্জিয়াতে ট্রাম্প ১৯ হাজার ভোটে এগিয়ে আছে; ভোটের শতকরা হার: ৪৯.৬, ৪৯.২; শতকরা ৯৬ ভাগ ভোট গণনা হয়ে গেছে; অবশিষ্ট ভোটে জো বাইডেন ***** সামনে যেতে পারার সম্ভাবনা নেই বললেই চলে******।

**** সকাল ১০:৪৫ আপডেট: এখানে আর মাত্র ৬১ হাজার ভোট গণনার বাকী; এত কম ভোটে ১৯ হাজারকে অতিক্রম সম্ভব হবে না। *****

*****সন্ধ্যা ৮: ৫২ আপডেট, ট্রাম্প সাড়ে ৩ হাজার ভোটে এগিয়ে আছে। ******

৪) পেনসিলভেনিয়া: পেনসিলভেনিয়াতে ট্রাম্প ১৪২ হাজার ভোটে এগিয়ে আছে, ভোটের শতকরা হার: ৫০.৭, ৪৭.১; ; এখানে শতকরা ৮৯ ভাগ ভোট গণনা করা হয়ে গেছে। এই রাজ্যে জো বাইডেন যদি ১৪২ হাজার অতিক্রম করে জয়ী হয়, সবচেয়ে ভালো হবে; এখানে ট্রাম্প জয়ী হলে বাইডেন জয়ী হতে পারবে কিনা সন্দেহ আছে।

*****সন্ধ্যা ৮: ৫২ আপডেট, ট্রাম্প সাড়ে ৫০ হাজার ভোটে এগিয়ে আছে। ******

৫) নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা।

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৪

ঢাবিয়ান বলেছেন: ট্রাম্প হেরে যাচ্ছে কোন সন্দেহ নাই। হেরে যাওয়ার পর কি তার গ্রেফতার হবার সম্ভাবনা আছে ? ক্ষমতায় থাকাকালীন তার ক্রাইমের পরিমানতো কম না।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



সে হারবে কিনা এখনো বলা মুশকিল; তবে,, হারার সম্ভাবনা আছে।

আমেরিকার প্রেসিডেন্টদের অপরাধের জন্য বিচার করা হয় না, ট্রাম্পের বেলায়ও তাই হবে, মনে হচ্ছে।

২| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪০

সোহানী বলেছেন: আম্রিকার নির্বাচনের উত্তেজনার তাপ কানাডাতেও লাগছে শুধু বাংলাদেশেই নয়।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



আসলে, কানাডার লোকজন ট্রাম্পের মতো লোক যে প্রেসিডেন্ট হতে পারে, তা ভাবেনি কখনো।

৩| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জেনারেল থেকে সাধারণ হবার জন্য শুভেচ্ছা
আপনি এত ঘন ঘন জেনারেল কেন হন?
আমি আপনার মতো এত বার জেনারেল হলে
দেশটার আমূল পরিবর্তন করে ফেলতাম।

গর্দভটার বিদায় বার্তায় কি আপনি ব্যাথিত !!

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



সারা বিশ্ব ট্রাম্প নামের দৈত্য থেকে মুক্তি চায়; কিন্তু ভোটের যেই অবস্হা এখনো বলা যাচ্ছে না।

আমি এবার কিভাবে জেনারেল হলাম, আমি নিজেও জানি না; সামু এ্যাপ কি অটোমেটিক্যালী জেনারেল করার ক্ষমতা রাখে? নাকি এডমিন ম্যানুয়েলী করেন, আপনার কোন ধারণা?

৪| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: স্বা গ ত ম । স্বাগতম। স্বা গ ত ম।

ট্রাম্পের রাজনীতিতে আশাই ভুল হয়েছে। সে ব্যবসায়ী মানুষ ব্যবসা নিয়ে থাকলেই ভালো হতো।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



ওরা বাবা ছিলো ক্রিমিন্যাল ব্যবসায়ী, সে ক্রিমিন্যাল ব্যবসায়ী; ওদের পরিবার ইষ্ট ইউরোপ থেকে এসেছে, এরা ১৪ গোষ্টীসহ ক্রিমিন্যাল।

ওবামা ডেমোক্রেটিক থেকে প্রসিডেন্ট হওয়ায়, সাদাদের অর্ধেক ডেমোক্রেটিক দলের উপর ক্ষেপেছিলো, সে সেটাকে কাজে লাগিয়েছে; আমেরিকাকে ১০ বছরের জন্য পেছেন ফেলে দিয়েছে; ২ হাজারের যায়গায় ১লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়, আরো ২ লাখের মৃত্যু হতে পারে; মানুষের কাজ নেই।

৫| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৭

এলে বেলে বলেছেন: যেভাবে দুইজন গায়ে গা লাগিয়ে ভোট যুদ্ধ করছে, তাতে কার শিকে ছিড়বে এখনও বলা যাচ্ছে না। তবে ট্রাম্প সাহেব এর যেরকম হম্বিতম্বি দেখা যাচ্ছে, আমারত মনে হয় এই সংকট সহজে দূর হচ্ছে না। তবে আর একটি কথা যেই জিতুক না কেন আমেরিকা যে দুই ভাগে বিভগ্ত তা সুসপ্সট।
সিনেটে কি নীল দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কি? আপনার কি মনে হয়।

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



সিনেটে রিপাবলিকনরা ৫২ টি পাবে।

বাইডেন নেভেদাতে এগিয়ে গেছে, সে অরিজোনাও পেয়ে যাবে, মনে হচ্ছে; এতেই ২৭০ হয়ে যাবে।

৬| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আমার জানা মতে ওবামা ছাড়া ভালো মার্কিন রাষ্ট্রপতি দেখিনি।যিনিই আসুন বুশ/ক্লিনটন বা ট্রাম্পের জেরক্স কপিই হবেন।

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



বাইডেন ওবামার শিষ্য

৭| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Joe Biden.

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান সময়, আজ রাত ১২ টার মাঝে হয়ে যেতে পারে।

৮| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৬

কালো যাদুকর বলেছেন: নাভাদাতে ৩০ মিনিট পরে নতুন ভোট নাম্বার পাবলিশ করবো। Stay tunned. আমার মনে হয় NV আর AZ আজ বা কাল ফল দিয়ে দিবে। বাইডেন এই দুটোতেই জিতার সম্ভাবনা অনেক বেশী ৷ তাহলে এভাবেই ২৭০ হয়ে যাচ্ছে ৷ আমার মনে হয় GA বা PA এর মধ্যে একটা জো পাবো। বিজয়ের সুবাতাস পাচ্ছি আপনার কি মনে হয়?

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক আছেন, মনে হচ্ছে।

৯| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০২

মুজিব রহমান বলেছেন: এতো দ্রুতই ট্রাম্পকে ছেড়ে দিলেন?

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


এই দৈত্য আমেরিকাকে ১০ বছরের জন্য পেছনে নিয়ে গেছে।

১০| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৩

পুলক ঢালী বলেছেন: অরিজোনা আর নেভাদাই ভরসা বাকীগুলিতে বাইডেনের সম্ভাবনা নেই বললেই চলে। টাইমস অরিজোনা যোগ করেছে তাদের পরিসংখ্যান এবং বাস্তবতার মিল দেখে (আমার ধারনা)
এখন টাইমসের ভবিষ্যৎ বানীর সাথে নেভাদা যোগ হলে বাকী রাজ্যগুলির ভোট গণনার গুরুত্ব হারাবে। দেখা যাক কি হয়।
জর্জিয়া, পেনসেলভেনিয়া এবং নর্থ ক্যারোলাইনায় যদি ট্রাম্প জিতে (জিতবেই মনে হচ্ছে) তাহলে ট্রাম্পের থলিতে ২৬৫ভোট জমা হবে। অতএব ভাগ্য নিয়ন্তার নিয়ন্ত্রন নেভাদা এবং অরিজোনার উপর ন্যাস্ত হচ্ছে, সৌভাগ্য বশতঃ ঐ দুই রাজ্যে বাইডেন এগিয়ে আছে :D জিতলে বাইডেন ভিক্টোরি মার্ক অতিক্রম করবে অর্থাৎ ২৭০ টি ভোট।
ভোটিং সিস্টেমের কারনে ২৬৯ + ২৬৯ = ৫৩৮ হওয়ার কোন চান্স নেই এই মুহূর্তে। :)

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা সঠিক

১১| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অভিনন্দন আপনাকে জেনারেল থেকে ফিল্ড মার্শালে পদোন্নতির জন্য। ভাবছিলাম আপনাকে জেনারেল বানিয়ে যুদ্ধক্ষেত্রের পরিবর্তে ডেস্কে বসানোর পিছনে পুতিনের বা রাশিয়ার হাত ছিল কিনা ?

সুড়ঙ্গের শেষে কি আলো দেখাচ্ছে নেভাদা ?

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



নেভেদায় বাইডেন এগিয়ে গেছে,দৈত্যের দিন শেষ।

১২| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন:

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:




আমেরিকানদের কাছে ঘৃনিত হয়ে বেঁচে থাকবে এই ইডিয়ট।

১৩| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৭

আমি সাজিদ বলেছেন: পড়লাম। আমি বাংলাদেশের ভোটার।

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা সন্মান দেখায়নি কোনদিন।

১৪| ০৬ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথাও দেখায় ২৬৪ কোথাও ২৬৩ ,কোনটা ঠিক?আমেরিকাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে ট্রাম্প ।

০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার রেসিজমকে ২০০ বছর আগের স্তরে নিয়ে গেছে, অর্থনৈতিকভাবে ১০ বছর পেছনে ফেলেছে।

২৬৪, ২৬৩ উভয়টাই সঠিক; একটা আলাদা ভোট ছিল, সেটা বাইডেন পাচ্ছে।

১৫| ০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি The Guardian দেখি সবার আগে।
তারপর দেখি The New York Times.

বাইডেন ধীর স্থির মানুষ। কথা বলেন চিন্তাভাবনা করে। উনার মধ্যে উগ্রতা কম আছে।

০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বাইডেন আমেরিকান, ট্রাম্প হলো ক্রিমিন্যাল।

১৬| ০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বাইডেন আসছেন প্রেসিডেন্ট হয়ে, বাংদেশের জন্য কোন খুশির খবর টবর আছে ? যদি থাকে উহা কি রকম ? ভবিষ্যতে ডিবি লটারীর মতো বাঙালীরা আমেরিকায় যাওয়ার সুযোগ আর হবে না ? আমার ছোট কাল হতে স্বপ্ন ছিল আমেরিকা যাওয়ার।

০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাইডেন আসাতে আমেরিকা নিজের পতন ঠেকাবে, ইহাতে বিশ্ব লাভবান হবে। রাশিয়া ও চীন থেকে বিশ্ব কোনভাবে লাভবান হচ্ছে না, তারা কারোকে বিপদে সাহায্য করে না; ট্রাম্পের আমেরিকা কাউকে সাহায্য করেনি।

আমেরিকা আগামী ৫/১০ বছর সমস্যায় থাকবে; ফলে, নতুন করে মানুষ নেয়ার ক্ষমতা থাকবে বলে মনে হয় না। মানুষের আমেরিকা আসা বন্ধ হবে না; আপনি দেখুন, কোন একটা সুযোগ পান কিনা।

১৭| ০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

আমি সাজিদ বলেছেন: একটা মানুষ ৩০ বছর ধরে ট্রেনে ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে অফিস করেছে। অতীতে আছে একটা দুর্ঘটনার ইতিহাস, বাইডেনকে ট্রাম্পের তুলনায় ট্রু জেন্টেলম্যান মনে হচ্ছে।

০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



বাইডেন আমেরিকান, ট্রাম্প ক্রিমিনাল।

১৮| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

নূর আলম হিরণ বলেছেন: ভুয়া নিবন্ধনকারী, মৃত ভোটার, ভোটার সংখ্যার থেকে অধিক নিবন্ধকারী, ভোট গণনায় কারচুপি এগুলো ট্রাম্পের অভিযোগ। এগুলো কি ঠিক নাকি অসাবধানতাবশত ভুল?

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান নির্বাচন ব্যবস্হায় ভুল থাকাও মোটামুটি অসম্ভব; তারপরও ভুল থাকলে ওরা সেটাকে ঠিক করে নয়; ট্রাম্প ওর জন্ম থেকে পরিবারে মিথ্যউক হিসেবে বড় হয়েছে।

১৯| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: ইউ এস ইলেকশন-২০২০ এর উপর আপনার বিশ্লেষণী পোস্ট পড়ার জন্য আমার মনে হয় এ ব্লগের প্রায় সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। যাক, অবশেষে তা পাওয়া গেল। এ নিয়ে পোস্ট লিখার জন্য ধন্যবাদ।
এখন একটু হালনাগাদ পরিস্থিতি ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করুন।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



এই ইলেকশান আমেরিকার জন্য একটা ভয়ংকর শিক্ষা হবে; একজন মিথ্যুক ও ক্রিমিনাল ব্যবসায়ী আমেরিকার মতো দেশের মাথায় বসার ফলে, জাতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমেরিকা ও বিশ্ব দেখেছে; এবং সামনেও আমেরিকাকে ইহার জন্য মুল্য দিতে হবে।

আমি আমেরিকার এই সংকট নিয়ে আলাপ করার চেষ্টা করবো।

২০| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: নেভাডা তে এখন বাইডেন তের হাজারের বদলে এগার হাজার ভোটে এগিয়ে আছেন, শতকরা হিসেবে ব্যবধান ০.৯%। আপনার সর্বশেষ আপডেটের পর এখানে বাইডেনের এগিয়ে থাকার ব্যবধান প্রায় দু'হাজার ভোট কমেছে।
আরিযোনা তে এখন বাইডেন সাতান্ন হাজারের বদলে ৪৬ হাজার ভোটে এগিয়ে আছেন, শতকরা হিসেবে ব্যবধান ১.৬%।
জর্জিয়া তে এখন বাইডেন এর চেয়ে ট্রাম্প সাড়ে তিন হাজারের বদলে মাত্র ১৭৭৫ ভোটে এগিয়ে আছেন, শতকরা হিসেবে ব্যবধান নেগলিজিবল, তাই ০.০% দেখাচ্ছে।
পেনসিলভেনিয়া তে এখন বাইডেন এর চেয়ে ট্রাম্প সাড়ে পঞ্চাশ হাজারের বদলে মাত্র ১৮ হাজার ভোটে এগিয়ে আছেন, শতকরা হিসেবে ব্যবধান ০.৩%।
নর্থ ক্যারোলিনা তে এখন বাইডেন এর চেয়ে ট্রাম্প ৭৭ হাজার ভোটে এগিয়ে আছেন, শতকরা হিসেবে ব্যবধান ১.৪%।


০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



আপডেটের জন্য ধন্যবাদ।

আমাকে সারাদিন একটা কাজে বাহিরে থাকতে হয়েছিলো; রাত ১০টার দিকে ঘুমিয়ে গেছি; রাত ৩:৩০ মিনিটে ঘুম থেকে উঠেছি, এখন সংবাদ দেখছি।

২১| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৫

খায়রুল আহসান বলেছেন: এক ঘন্টা আগের দ্য গার্ডিয়ান এর খবরঃ
In Georgia, Joe Biden is trailing Donald Trump by 1,709 votes.

In Pennsylvania, Biden is trailing by 22,576 votes.

In Arizona, Trump is trailing Biden by 47,052 votes.

The races in all of these states remain extremely close.

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



আবার আপডেটের জন্য ধন্যবাদ। এখন আরো বদলেছে। ট্রাম্প বকবক করছে, ইহা কোনভাবে দেশের ক্ষতি করতে পারে কিনা দেখার বিষয়।

২২| ০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

রাশিয়া বলেছেন: ট্রাম্প কেন তার বাপেদের মত মুসলিম দুনিয়ায় বীভৎস হামলা চালালো না, ইরানকে বাগে পেয়েও ছেড়ে দিল, তুরস্ককে কেন বাড়তে দিল, পাকিস্তানে কেন বোম ফেলল না - এই নিয়ে অনেক আমেরিকাবাদী হতাশায় আছে। আফগানিস্তান ও ইরাকে মরা মেরে আমেরিকা সারা বিশ্বে যে বীরত্বে কাহিনী ছড়িয়েছিল, ট্রাম্পের সামনে সুযোগ ছিল, তা বহুগুণ বাড়ানো - তাহলে বিশ্বব্যাপী মুসলিমদের এতটা বাড় বাড়ত না। দু' একটা মুসলিম দেশে আবু গরিব বানালে ফ্রান্স কেন, মিনি দেশ এন্ডরাও যদি মহানবী (স) এর ব্যঙ্গচিত্র বানাত, কোন মুসলমানের বাচ্চা রাস্তায় নামতে সাহস পেতনা।

ট্রাম্পকে নিয়ে স্বপ্ন দেখা সেই আমেরিকাবাদীরা যারা ট্রাম্পের বিজয় উপলক্ষে আনন্দে বগল বাজিয়েছিল ২০১৬ সালে, তারা আজকে হতাশ। তাই তারা মনে করছে "ইডিয়ট' ট্রাম্পের শিক্ষা হওয়া উচিত।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



সে মুসলমানদের স হ্য করে না; সে ব্যবসায়ী মানুষ, মুসলমানদের পেছনে সে সময়, টাকা ও সৈন্যদের জীবন নষ্ট করতে চাহেনি; সে তাদেরকে নিজের চেষ্টায় ধ্বংস হতে দিয়েছে।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা মিথ্যুক হিলারী ক্লিনটনকে ও রাজনীতিবিদদের শাস্তি দেয়ার জন্য ট্রাম্পের মতো লোককে ক্ষমতায় এসেছিলো; এখন বাইডেন, হিলারী, ন্যানসি পলোসিরা শিক্ষা পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.