নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের জয়ের পথ বন্ধ হয়ে গেছে; ইউএস নির্বাচনের ফলাফলের আপডেট

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০



**** জর্জিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে বাইডেন সামনে চলে গেছে, ট্রাম্পের জয়ের পথ আর খোলা নেই, মনে হচ্ছে; ট্রাম্প বকবক করেই চলছে, তার লোকেরা কোর্টে যাচ্ছে; আপাতত কোন রায় তার পক্ষে যাচ্ছে না; তবে, তার পক্ষের আমেরিকা ক্ষেপছে, ইহা আমেরিকার জন্য ভয়ংকর ব্যাপার।

**** মিথ্যুক ট্রাম্প পাগলা ছেলের মতো কান্নাকাটি শুরু করেছে, ইহার ফলে "অনেক রাজ্যে ভোট বারবার গণনা করতে হবে"। ****

এখন জয়-পরাজয়ের ভাবনা নেই; ভাবনা হচ্ছে, বাইডেন কত ইলেকটোরেল ভোট পেয়ে জয়ী হবে!

এখন নিউইয়র্ক সময়, ভোর ৪:২৭, ভোট গণনা চলছে; আন-অফিসিয়াল রেজাল্ট:
জো বাইডেন পেয়েছেন ২৫৩ ( টাইমস'এর মতে ২৬৪ ভোট, অরিজোনা রাজ্য যোগ হয়েছে এখানে) ইলেকটোরেল ভোট।
ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট।
জয়ী হওয়ার জন্য দরকার কমপক্ষে ২৭০; সর্বমোট ইলেটোরাল ভোট ৫৩৮টি।

এখন ৫ রাজ্যের অবস্হান:

১) নেভেদা, ৬ ইলেটোরাল ভোট, ***** বাইডেন এগিয়ে আছে
২) অরিজোনা ১১ ইলেটোরাল ভোট, ****** বাইডেন এগিয়ে আছে
৩) জর্জিয়া ১৬ ইলেটোরাল ভোট, ****** ট্রাম্পকে পেছনে ফেলে বাইডেন সামনে চলে গেছে
৪) পেনসিলভেনিয়া, ২০ ইলেটোরাল ভোট, ***** ট্রাম্পকে পেছনে ফেলে বাইডেন সামনে চলে গেছে

৫) নর্থ ক্যারোলিনা, ১৫ ইলেটোরাল ভোট। ***** ট্রাম্প এগিয়ে আছে


১) নেভেদা: বাইডেন নেভেদাতে ১১৪৩৮ ভোটে সামনে আছেন; ভোটের শতকরা হার: ৪৯.৩, ৪৮.৭;

২) অরিজোনা: বাইডেন অরিজোনাতেও ৪৭০৫২ ভোটে এগিয়ে আছেন; ভোটের শতকরা হার: ৫০.৫, ৪৭.১;

৩) **** জর্জিয়া: জর্জিয়াতে ট্রাম্পকে পেছনে ফলে বাইডেন সামনে চলে গেছে; বাইডেন ৯১৭ ভোটে এগিয়ে আছে;

*** আপডেট( ১১/৬/২০, সকাল ৭ টা), বাইডেন এখন ১০৯৬ ভোটে সামনে আছেন; আজকে দুপরের ভেতর জর্জিয়ার ভোট গণনা শেষ হবে। ****

৪) পেনসিলভেনিয়া: পেনসিলভেনিয়াতে ট্রাম্প ১৮২২৯ হাজার ভোটে এগিয়ে আছে; তবে, সে পেছনে পড়ে যাবার সম্ভাবনা।

*** আপডেট( ১১/৬/২০, সকাল ৯ টা), বাইডেন এখন পেনসিলভানিয়ায় ট্রাম্পকে পেছনে ফেল ৫৫৫৭ ভোটে সামনে চলে গেছে। এখনো ১ লাখ ৩০ হাজার ভোট গণনার জন্য অপেক্ষা করছে।


**** আপডেট( ১১/৬/২০, সকাল ৭ টা) ১ লাখের মতো ভোট গণনা হবে আজ।

৫) নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা, ইহার ডাটা দেখাচ্ছে না; অনলাইনে ডাটা আছে; আমি পরে দেয়ার চেষ্টা করবো।

*** আমি ঘুম থেকে উঠেছি এইমাত্র, সংবাদ দেখছি; স্যরি, সব ডাটা দিতে পারিনি।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: ভোর রাতে ঘুম থেকে উঠেই ব্লগের জন্য কলম ধরেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ।
জো বাইডেনকে হয়তো এখান থেকে আর পিছে তাকাতে হবে না, কিন্তু ২০ জানুয়ারী আসতে তো এখনো বহু দেরি! আগামী এই ৭৫ দিনের মধ্যে যা কিছু ঘটতে থাকবে, তা সামাল দিয়ে উঠতে আমেরিকান প্রশাসন ও জনগণ পারবে কিনা, তা ভাবতে মনে শঙ্কা জাগে। কিছুদিন আগে একটি ভিডিও ক্লিপে দেখেছিলাম, ট্রাম্পের একজন সাদা সমর্থক তার ঘরে কিভাবে অস্ত্রাগার গড়ে তুলেছেন। তিনি কোন রাখঢাক না করেই বলেছিলেন, ট্রাম্পকে নির্বাচনী দৌড়ে সহায়তা করার জন্য এবং তার প্রতি কোন 'অন্যায়' করা হলে তিনি এসব ব্যবহার করতে চান। অস্ত্রের সাথে ছিল গুলির স্তূপ।
তাছাড়া জো বাইডেন কে দেখে এবং তার কথা শুনে তাকে একজন নরম মানুষ বলেই মনে হয়। বিশ্ব ডামাডোলে তিনি কতটা নিজ সামর্থ্যের স্বাক্ষর রাখতে পারবেন, তা নিয়েও সন্দেহ রয়ে যায়।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



পুটিন, শি জিন পিং, মোদী, কিম জং, নাতিনিয়াহু, এরদোগান'এর সময়ের জন্য বাইডেনকে কিছুটা অদক্ষ মনে হবে; করোনা ও বিশ্বের মন্দা অর্থনীতিকে বাইডেন কিভাবে সাহায্য করবেন বলা মুশকিল। আমেরিকায় করোনা ভয়ংকর আকার ধারণ করেছে।

অস্ত্রধারী আমেরিকান ক্রিমিনালদের মাঝে অনেক মানসিক রোগী আছে, যারা বাইডেনের প্রাণনাশ করার চেষ্টা করবে ও সীমিত দাংগার জন্য চেষ্টা করবে। তবে, আগামীকাল থেকে "ট্রাম্প" নিজেই পুলিশ ও এফবিআই'এর শক্ত ভুমিকাকে অনুধাবন করার শুরু করবে।

২| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

এলে বেলে বলেছেন: আবার ভোট গণনা করা হলে ফল কি পরিবর্তন হতে পারে কি। আপনার কি মনে হয় ট্রাম্প সুপ্রিম কোর্ট এর দারস্থ হবে। জয় ঘোষনা কবে নাগাদ করতে পারে।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



পাগলা ও মি্থ্যুক ট্রাম্পের কোর্টে যাওয়া ও বারবার পুনর্গণনার ফলে "সরকারীভাবে" জয়ী ঘোষণায় দেরী হবে; সুপ্রীম কোর্টে যাবার সম্ভাবনা কম; কারণ, এখনো রাজ্যের সুপ্রীমকোর্টে পৌঁছতে পারেনি, তার আগেই নাকচ হয়ে যাচ্ছে।

৩| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ট্রাম্প কি তার পরাজয় সহজ ভাবে মেনে নিবেন না? তার মানসিকতা কি বাংলাদেশের রাজনীতিবিদদের মতো?

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



২০ই জানুয়ারী ট্রাম্পের থালাবাসন হোয়াইট হাউস থেকে রাস্তায় ফেলে দেয়া হবে, এটা আমেরিকা।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে কোন রাজনীতিবিদ নেই; ট্রাম্প রাজনীতিবিদ নয়, সে মিথ্যুক ও ক্রিমিনাল।

৪| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

ডঃ এম এ আলী বলেছেন:





The Associated Press অনুসারে ইলেকটরাল ভোট
বাইডেন ২৬৪
ট্রাম্প ২১৪


জর্জিয়ায় মনে হয় বাইডেনের অগ্রগতি আরো বারবে কেননা সেখানে এখনো প্রায় <৫০০০০ ভোট গননার বাকী আছে ।
পেনসিলভনিয়াতেও বাইডেডেনে অগ্রগতি রোখবেনা কারণ সেখানে এখনো কয়েক লাখ ভোট গননার বাকী আছে ।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি সঠিক আছেন।
বাইডেনকে ২৬৪ দেখাচ্ছে কোন কোন মিডিয়া, তারা "অরিজোনা" রাজ্যকে বাইডেনের পক্ষে হিসেব করছে।
আমেরিকানরা এক দৈত্য থেকে মুক্তি পাচ্ছে; তারা নিজেদের ভুলের জন্য মাশুল দিচ্ছে।

৫| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১১

ডঃ এম এ আলী বলেছেন:

নেভাদায় গত ৮ ঘন্টায় ভোট গননায় কোন অগ্রগতি নেই। সেখানে কি ভোট গননা বন্ধ ?
একটি সংবাদ মাধ্যমে দেখলাম সেখানেও ট্রাম্প নাকি কোর্টে কেইস লাগিয়েছে!!

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



সেখানে কিছু পরিমাণ "ব্যালটের" উপর কোর্ট অর্ডার আছে, তারা অপেক্ষা করছে; ট্রাম্প মানুষের লাথি না খেয়ে থামবে না।

৬| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১১

আমি সাজিদ বলেছেন: গৃহ যুদ্ধ লাগবে কিনা? ভোট নিয়ে ওদের মারামারি। আমাদের কত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়। আমাদের কাছ থেকে ওদের শেখা উচিত।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের ভোট হচ্ছে না, শিক্ষিত ও পেশাধারীদের ভুলের ও স্বার্থপরতার জন্য; শেখ হাসিনা শিক্ষিতদের দুর্বলতার কারণে, তাঁদেরকে মুল্যায়ন করছেন না; ডাক্তারেরা, ইন্জিনিয়ার, ইউনিভার্সিটির শিক্ষকেরা নিজেদের মুল্য রাখতে পারেনি; ব্যুরোক্রেটরা ডাকাত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

গৃহযুদ্ধের ভয় কেটে গেছে।

৭| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ট্রাম্পের ক্ষমতা আকড়ে থাকার আর কি কি উপায় এখনো বাকি আছে??

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



না, কোন পথ নেই; সরকারীভাবে নতুন প্রেসিডেন্ট ঘোষনা করা হবে ২/১ সপ্তাহের মাঝে; জানুয়ারীর ২০ তারিখ অবধি বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় থাকবে।

৮| ০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

ঢাবিয়ান বলেছেন: ট্রাম্প এর পতন শুধু আমেরিকার জন্যই নয় পুরো বিশ্বের জন্য অত্যন্ত ইতিবাচক একটি খবর। দেশে দেশে স্বেচ্ছাচারী, বর্নবাদী, মিথ্যাবাদী, অত্যাচারী শাষকদের ক্ষমতাসীন হবার যে ট্রেন্ড শুরু হয়েছিল তাতে বিরাট একটা থাপ্পর পড়তে যাচ্ছে শীগ্রই। জয় হোক মানবতার, জয় হোক সত্য ও ন্যায়ের।

০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



পুটিন, শি জিন পিং, মোদী, নাতিনিয়াহু, কিম জং, এরদেগান প্রমুখ তাদের ১ জন সাথীকে হারাচ্ছে!

যেই কয়জনের নাম দিয়েছি, উহাতে শেখ হাসিনার নাম যোগ করবো?

৯| ০৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

Sujon Mahmud বলেছেন: চার মাস পর ব্লগ এ প্রবেশ করলাম।

০৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



এই ৪ মাসেে আপনার জীবনে বড় কোন ঘটনা ঘটেছে?

১০| ০৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
We will make Bangladesh great again.

০৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



যাঁরা ইউরোপ, কানাডা, আমেরিকা, জাপান ও অন্যান্য উন্নত দেশে কাজ করেছেন, তাঁরা চেষ্টা ও সাহায্য করলে বাংলাদেশের মানুষ ভালো করতে পারবেন।

১১| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেই জিতুক বিশ্ব রাজনীতিতে আমেরিকা কিছুটা পিছনে পড়েগেল এই ইলেকশনের কারনে। আমেরিকার গ্রহনযোগ্যতা কমে যাবে কিছুটা হলেও।
বাইডেনের ভোটে জয়লাভ করা সময়ের ব্যাপার কিন্তু ঝামেলা মুক্ত হতে দুই মাসের বেশি লাগবে।এই দুই মাসে অনেক কিছু ঘটবে যেট আমেরিকাকে আরো পিছনে ফেলে দেবে।
কাল রাতেই গননার স্থানে সশস্ত্র লোকেরা হামলা করতে গিয়েছিন কিন্তু সফল হয় নাই।

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:




আপনি সঠিক কথা বলেছেন।

হামলার ব্যাপারে পুলিশ ও এফবিআই'এর প্রস্তুতি আছে।

১২| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিন বলেছেন, ট্রাম্প তো দেখি আমাদের হাসিনা বিবির পদাঙ্ক অনুসরণ করছেন। অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা তাঁর। সাধারণত সভ্য দেশ থেকে অসভ্য দেশেরা শেখে। এ তো দেখছি উলটো। অসভ্য দেশ থেকে সভ্য দেশ শিক্ষা নিচ্ছে।

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:




তসলিমা নাসরিন সঠিক বলেছেন; তসলিমা নাসরিন দেশে চলে আসলে ভালো হতো।

১৩| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্পের ক্ষমতা এত বেশী ছিলো যে,
সেকারো কথা মানতে নারাজ ।

............................................................................
বাস্তবতা যে কত কঠিন এবার হাড়ে হাড়ে টের পাবে,
আমি অত্যন্ত খুশী হবো ট্রাম্পের ক্ষমতার পতন হলে ।

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব ১ দানব থেকে রক্ষা পেয়েছে; আরো ৪/৫ দানব বিশ্বকে ত্রাসের মাঝে রেখেছে।

১৪| ০৭ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৩

অধীতি বলেছেন: প্রেসিডেন্টশিপ হারানোর সাথে সাথে ট্রাম্পের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। ইরানে তার ফাঁসির আদেশ দেয়া আছে।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ইরান আমেরিকান নাগরিকের ফাঁসীর অর্ডার দিবে কোন সাহসে?

১৫| ০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৪৯

অধীতি বলেছেন: সুলেমানীকে হত্যার দায়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে।বলেছে প্রসিডেন্ট থেকে অবসরে গেলে তাকে যে কোন মূল্যে ফাঁসি দেয়া হবে। এ ব্যাপারে সোয়াতের সাহায্য চেয়েছিলো রাজনৈতিক কারনে সোয়াত এতে জড়ায়নি।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


সোয়াত'টা কি?

ফাঁসীর আদেশটা কে দিয়েছে?

১৬| ০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৯

সোহানী বলেছেন: একটা উইকেট পড়লেই হবে না। বিশ্বের আরো কিছু উইকেট পরা দরকার। বিশেষ করে এরদোগান, নব্য ট্রাম্প।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


এরদেসগান তুর্কিদের ইউরোপ থেকে এশিয়ামুখী করছে, যা তুর্কিদের সুযোগ কমায়ে দিচ্ছে!

১৭| ০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৭

রাশিয়া বলেছেন: শেখ হাসিনার নাম এখানে যোগ করার কোন কারণই নেই - তার সঙ্গী সাথীরা ডেমোক্রেট বলয়ের। তাছাড়া যেসব নেতাদের নাম বললেন, তার সিরিয়ালে হাসিনাকে আসতে হলে ৫০ জনের নাম বলতে হবে।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


হাসিনা কি করছে, সেটা বিশ্বের কেহ তেমন জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.