| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
   
***** আপডেট: ১১/০৭/২০২০, শনিবার, সকাল ১১:২৭, সিএনএন জো বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। ****
বেশীরভাগ বাংলাদেশী নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট,  ট্রাম্পের পতন চেয়ে আসছিলেন; নির্বাচনে তাই ঘটতে যাচ্ছে; মনে হয়, পুরো বাংগালী জাতি এতে উৎসাহিত; সামান্য কয়েকজন বাংগালী লোকজন ট্রাম্পের এক মহা গুণ খুঁজে বের করেছেন, "ট্রাম্প নতুন করে কোন যুদ্ধ শুরু করেনি"।  ট্রাম্প আসলে  ইরান ও উত্তর কোরিয়াকে নিজের ইচ্ছার বিপক্ষে সহ্য করতে বাধ্য হয়েছে, যুদ্ধে যেতে পারেনি; যুদ্ধে যাবার সুযোগ থাকলে, সে ইরান ও কিম জং'কে সহ্য করতো না।
মিথ্যুক ট্রাম্প জীবনে কখনো পরাজয়কে মেনে নেয়নি, পিতার কারণে ধনী হওয়ায়, সে আইনের ফাঁক দিয়ে সব সময় জয়ী হয়ে এসেছে; সে ন্যায় অন্যায় বুঝে না, তাকে জিততেই হবে; আমেরিকার মতো দেশে ভোটে পরাজিত হয়েও তাকে জিততে হবে। তবে, ভোটে পরাজিত হয়েও জিতার ব্যাপারটা তার আয়ত্বের বাহিরে, বাবাজী শীঘ্রইসেটা বুঝতে পারবেন। সব আইনী প্রক্রিয়া শেষ করে, ইলেকশান কমিশন  যখন জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করবে, এবং জানুয়ারীর ২০ তারিখ আসবে, উহাকে কান ধরে হোয়াইট হাউস থেকে বের করা হবে, উহার বউ'এর হাঁড়িপাতিল রাস্তায় ফেলে দেয়া হবে। 
আজ অবধি, ট্রাম্পের বাহিনী ১০টি মামলা করেছে, মামলার বিষয় হলো, "ভোট গণনা বন্ধ কর"; আমেরিকা ভোট গণনা বন্ধ করেনি। ভোটের  রাতে (৩ তারিখ ),  ভোট গণনা চলাকালে, ট্রাম্প নিজকে বিজয়ী ঘোষণা করে জয়ী হয়ে গেছে; কিন্তু এখনো ৬ রাজ্যে ভোট গণনা চলছে। ৩ তারিখে যখন ট্রাম্প নিজকে বিজয়ী ঘোষণা করেছে, পেনসিলভানিয়া রাজ্যে সে প্রায় ৬ লাখ ভোটে এগিয়ে ছিলো; আজকে, ৭ই নভেম্বর সকালে, পেনসিলভানিয়ায় বাইডেন ২৮ হাজার ভোটে সামনে এগিয়ে আছে; একা এই রাজ্যের ভোট যোগ হলে বাইডেন জয়ী হয়ে যাবে।
ট্রাম্প আজীবন প্রতারণা করে জয়ী হয়ে আসছিলো, এবারই ১ম বার সে ধরা খেয়েছে, মনে হয়; সে ভীত। সে ভীত: করোনায় যত মানুষ প্রাণ হারায়েছেন, ইহার জন্য তাকে দায়ী করা হতে পারে; সে নিজের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য ধরা খেতে পারে; প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে নিজের ব্যবসায় জড়িত থাকার জন্য তাকে ধরা হতে পারে। এসব থেকে মুক্তি পেতে, মামলা করে সে বাইডেন ও ডেমোক্রেটদের উপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা উহাকে নিরাপদ প্রস্হানের সুযোগ করে দেয়।
 
০৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকান প্রাক্তন প্রেসডেন্টদের বিচার হয় না; কিন্তু ট্রাম্পের বেলায় ভয়ংকর কিছু ঘটতে পারে।
২| 
০৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১১
রাজীব নুর বলেছেন: একটা কথা আছে- যত গর্জে তত বর্ষে না। 
কিছুই হবে না। ২০ তারিখ থেকে ট্রাম্প আর কোনো খবরের নিউজ হবে না।
 
০৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প আমেরিকাকে আফ্রিকা বানায়ে যাচ্ছে!
৩| 
০৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
পেনসিলভেনিয়া তো বাইডেনের নিজের রাজ্য। 
 সেখানে উনারই জেতা উচিত।
 
০৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১১
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প মামলা ইত্যাদি করছে, যাতে ডেমোক্রেটরা তাকে কোনভাবে দায়ী না করে;  তার  ক্ষমতা হস্তান্তরের জন্য আমেরিকা বসে থাকবে না; আমেরিকা সময় মতো তাকে ক্ষমতাহীন করে দেবে।
৪| 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্পের মত অরাজনৈতিক, ব্যবসায়ী, প্রথাবিরোধী লোকেরা একবারই প্রেসিডেন্ট হয়। end of an era...
 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন: 
তা ঠিক; তবে, ট্রাম্প আমেরিকার যেই ক্ষতি করেছে, ইহা গত ২৫০ বছরে ঘটেনি; আমেরিকা তাদের ইলেকশান কমিটি, পদ্ধতি ও জড়িতদের সততার ব্যাপারে কোনদিন সন্দেহ পোষণ করেনি; ট্রাম্প সেটাকে ধ্বংস করেছে নিজের ক্রাইম ঢাকার জন্য।
৫| 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আইন তার নিজের পথেই চলে।সভ্য সমাজে এটা শুধু কথার কথা না।
দলই এখন দুই ভাগে বিভক্ত।কিছু লোক ট্রামপের পক্ষে কিছু লোক বিপক্ষে।
ছেলে দুটি উপকার করতে যেয়ে ক্ষতিই করছে বেশি।
 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন: 
সঠিক, রিপাবলিকানরা বিভক্ত হবে এই ব্যাপারে; শেষে সবাই ট্রাম্পকে তয়াগ করবে।
আমেরিকা ভুল করবে না; কিন্তু ভয়ংকর দু:সময়ে এই ক্রিমিনাল আমেরিকাকে সমস্যার মাঝে নিয়ে গেছে, যা স্বাভাবিক হতে সময় নেবে ও ক্ষত রেখে যাাবে।
ওর পুরো পরিবার ক্রিমিনাল।
৬| 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: বুঝতে পারলাম, পোস্টের শেষের কথাটিই তবে এসবের 'শানে নযুল'!
"আমেরিকান প্রাক্তন প্রেসডেন্টদের বিচার হয় না; কিন্তু ট্রাম্পের বেলায় ভয়ংকর কিছু ঘটতে পারে" - আমারও এরকম মনে হয়।
 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন: 
মনে হয়, সে সেইদিকে যাচ্ছে।
ট্রাম্প আমেরিকার আইনের ফাঁক-ফোকরকে কাজে লাগিয়ে ব্যবসা করেছিলো আজীবন; প্রেসিডেন্ট হওয়ার পর, উহা পরিস্কার হয়ে গেছে; ইহা ও করোনায় বিপুল পরিমান মানুষের মৃত্যুর জন্য তাকে দায়ী থাকতে হবে; সে সেটা বুঝে ভয় পেয়ে গেছে; সে ইহা থেকে নিরাপদ প্রস্হান চাচ্ছে; তবে, সেটাও ভুল চাপের মাধ্যমে, যা তার জন্য আরো ভয়ংকর হতে পারে।
৭| 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৪
ঢাবিয়ান বলেছেন: একটা খবর দেখলাম যে ''ট্রাম্প বেঁচে আছেন '' বলে জানিয়েছে তার ঘনিষ্টজনেরা । তার মৃত্যূর গুজব তৈরী হয়েছিল কি?
 
০৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন: 
না, সেই রকম কোন গুজব রটেনি।
আপনি কোন বাংগালী, বা বাংগালীর কাছাকাছি কোন লেখকের ( সংবাদ কর্মীর) দেয়া খবর দেখেছেন।
৮| 
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: ট্রাম্প হলো পচা শামুক। পচা শামুকে পা কাটে। অর্থাৎ তার কারনে এত গুলো মারা পড়লো।
 
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন: 
ইডিয়টের  দক্ষতার অভাবে আমেরিকা ১০ বছর পেছনে চলে গেছে।
৯| 
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১:০১
হবা পাগলা বলেছেন: বাইডেনের কল্যানে খুব শীঘ্রই বিশ্ব জনতা আরও একটি ভয়ংকর যুদ্ধ দেখতে পাবে
 
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ২:২৪
চাঁদগাজী বলেছেন: 
মিলিটারী ট্রেনিং নেন, আপনার চাকুরী হয়ে যাবে।
১০| 
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ১:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্পের বাহিনী ১০টি মামলা করেছে, মামলার বিষয় হলো, "ভোট গণনা বন্ধ কর"; 
...................................................................................................................
সারাবিশ্ব এবার দেখছে মহান গনতন্ত্রর দাবীদার কতটা সৎ ???
 ট্রাম্পের আচরন আমেরিকাকে চরম অপমানিত  করা হয়েছে
এবং বিশ্বে গ্রহন যোগ্যতা সর্বনিম্নে !!!
 
০৮ ই নভেম্বর, ২০২০  রাত ২:২৫
চাঁদগাজী বলেছেন: 
বাচ্চা যদি ইডিয়ট হয়, মায়ের সন্মানও কমে যায়।
১১| 
০৮ ই নভেম্বর, ২০২০  ভোর ৫:২৬
জিকোব্লগ বলেছেন: 
ট্রাম্পের কিছুই হবে না। আমেরিকান ইহুহীদি, 
মোসাদ ট্রাম্পের পাশে আছে।এছাড়াও আছে 
ট্রাম্পের বিলিয়ন ডলার। নো চিন্তা ডু ফুর্তি।
 
০৮ ই নভেম্বর, ২০২০  ভোর ৬:২৭
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্টের কোন বিচার হয় না; কিন্তু সে ভয়ে আছে নিজের থেকেই।
১২| 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এসব মমলা টামলায় কিছু হবেনা। 
পাগলা তার ক্ষমতা হারিয়ে নির্বাচন চলাকালে আমেরিকাকে ৩য় টেনে নামিয়ে এনেছে। শেষ পর্যন্ত সহিংসতা ছড়িয়ে পড়াটাই বাকি ছিল।
অভিনন্দন জো বাইডেন।
 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৪১
চাঁদগাজী বলেছেন: 
বলছে, দৈত্য সোমবার আবার কোর্টে যাবে; দেখা যাক, কি করতে পারে!
১৩| 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পর্ণতারকার সংগে জিং জিং করার কারণেও ধরা খেতে পারে কারণ টাকা দিয়ে তার মুখ বন্ধ করা হয়েছিল।
 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৫
চাঁদগাজী বলেছেন: 
 চাকুরী গেলে, আরো অনেকে জিং জিং'এর টাকার জন্য এসে উপস্হিত হবে; ট্রাম্পু সেই ভয়ে আছে।
১৪| 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:২২
রাশিয়া বলেছেন: ২০১৬ সালের নির্বাচনের আগে তো ট্রাম্পের পক্ষে খুব লাফাচ্ছিলেন। এখন ইউ টার্ন নিলেন কেন? আমি ভাবতেই পারিনি যে জাতি ওবামাকে বিপুল ব্যবধানে নির্বাচিত করতে পারে, তারা কিভাবে ট্রাম্পকে সাদা বাড়িতে ঢুকতে দেয়! ট্রাম্প নির্বাচিত হবার পর আমেরিকান জাতির প্রতি আমার ঘেন্না চলে এসেছিল। এখন মনে হচ্ছে তারা কিছুটা মানুষের জাত।
 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৭
চাঁদগাজী বলেছেন: 
আপনি এগুলো বুঝেন? আপনার দক্ষতা তো দোজখ মেরামতের উপর!
১৫| 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৪৫
আমি সাজিদ বলেছেন: বাইডেন কি চায়না বোঁচাদের ছাড় দিবে? এ বিষয়ে আপনার মতামত কি? এই পৃথিবীর এখন আমেরিকান লিডারশিপ দরকার।
 
০৮ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৫৭
চাঁদগাজী বলেছেন: 
প্রতিদিন চীনাদের ৯০ কোটী লোক গড়ে ১০ ঘন্টা কাজ করে, তাদের জীবনযাত্রার মান অনেক সস্তা; ফলে, আমেরিকা আর তাদের সাথে অর্থনৈতিক প্রতিযোগীতায় পারবে না; সর্বোপরি, সস্তায় উৎপাদনের জন্য,  ক্লিনটনের সময় থেকে শুরু করে আমেরিকান ক্যাপিটেলিষ্টরা নিজেদের টেকনোলোজী চীনাদের হাতে তুলে দিয়েছে।
বাইডেন চীনাদের সাথে আগের মতো সম্পর্ক রাখবে না।
১৬| 
০৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্প বহু বছর আগে তার স্বাশুড়িকে বলেছিলেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো।
 
০৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন: 
তা'হলে, অনেক বছর আগেই এই দৈত্য তার ভয়ানক ইচ্ছার কথা জানিয়েছিলো!
১৭| 
০৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৬
নাসরীন খান বলেছেন: করবে না মনে হয়!
 
০৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন: 
হোয়াইট হাউসের চারিপাশে সে সেই পরিমাণ মানুষ দেখেছে, সে পারলে হোয়াইট হাউস থেকে পালিয়ে যেতো।
১৮| 
০৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৯
জুন বলেছেন: এত অযোগ্য প্রার্থী আমেরিকার প্রায় অর্ধেক জনগণের ভোট পেলো কি করে ভেবে পাই না! আমি আশা করেছিলাম বাইডেনের ল্যান্ড স্লাইড ভিক্টরি হবে। এতে কি প্রমানিত হয় না আমেরিকার অর্ধেক জনগণ ট্রাম্পের মতই মুর্খ! ------
 
০৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩৩
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প পুরোপুরি মুর্খ নয়, সে কম মুর্খ ও ভয়ংকর খারাপ লোক।
আমেরিকার অর্ধেক মানুষ "রেসিস্ট", এরা কালো ও বাদামীদের আচরণে সন্তুষ্ট নয়।
১৯| 
০৯ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৩
জুন বলেছেন: আপনারা অর্ধেক মানুষের ইচ্ছাকে সন্মান জানান না কেন?  গনতন্ত্রে কি এটাই বলে?  বাংলাদেশও গনতান্ত্রিক দেশ কিন্ত কম্যুনিস্ট চীন আর রাশিয়ার মতই এখানেও ভিন্ন মত পোষণ করা আপনি চিনহিত হয়ে যাবেন।  আমাদের দেশনেত্রী  না হলেও তার অধীনস্থদের অসহিষ্ণু আচরণ এই ব্যাপারে লক্ষ্যনীয়। 
আমিও বিষয়টি নিয়ে বারবার আলোচনা করতাম না।  কিন্ত আমার পরিচিত কিছু মানুষের এই নির্বাচনে পরমত অসিহষ্ণু আচরণ দেখে বলতে বাধ্য হচ্ছি। প্রচন্ড হিংস্র আর অসহিষ্ণু আচরণে বলতে যা বোঝায় তাই ফুটে ওঠে  তাদের কথা বার্তা আর প্রকাশ ভংগিতে ।
 
০৯ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকানরা "ফ্লক্সিবল জাতি", এরা সবার জন্য যায়গা করে দেবে। 
বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হতে পারে না; শেখ হাসিনা গণতন্ত্র সম্পর্কে ১০ম শ্রেণীর বাচ্চার সমান জ্ঞানও রাখেন না; উনি আসলে পুরোপুরি বৃটিশ কলোনীর মতো দেশ চালাচ্ছেন; অবশ্য উনি ভয়ে আছেন যে, বিরোধীরা সুযোগ পেলে উনাকে হত্যা করবে, জামাত-শিবির-হেফাজতের লোকজন আসলে মানুষ নয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৫২
নতুন বলেছেন: ট্রাম্পকে তার অপকমের জন্য সাজা পেতে হবেনা। তবে পোলাপাইনের মতন আচরন করে সে তাই এখন পরাজয় স্বীকার করছেনা।