নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪ বছরেই ট্রাম্প আমেরিকার সমাজের অনেক সৌন্দয্য বিনষ্ট করে দিয়েছে!

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭



**** ফাইজারের টিকা শতকরা ৯০ ভাগ বা তার থেকে বেশী কার্যকর হবে; ষ্টক-মার্কেট ১৫০০ পয়েন্ট উপরে উঠে গেছে।

**** ট্রাম্প তার ডিফেন্স সেক্রেটারীকে (মন্ত্রী ) ফায়ার করে দিয়েছে, ক্রিমিনালটা পাগল হয়ে গেছে!

গত বছরের বসন্তের শুরুতে একদিনের ঘটনা: আমি ডাক্তারের অফিস থেকে ফিরছিলাম, ডাক্তার অভয় দিয়েছিলেন, ভয় করার মতো কিছু নেই, মনটা খুবই ফুরফুরে, হেঁটেই বাসায় আসা যেতো; কিন্ত সামনে সাবওয়ে ষ্টেশন পড়াতে ট্রেনে উঠে গেলাম, ট্রেনের কামরায় টুনা মাছের গন্ধ, কেহ সস্তা টুনা মাছের স্যান্ডউইচ খাচ্ছে, মনে হয়। আমি হিউমার করার জন্য চীৎকার দিয়ে বললাম,
-ট্রেনে বিড়ালের খাবার কে খাচ্ছে?

আমার হাসিহাসি মুখ দেখে একটি সাদা মেয়ে আংগুল দিয়ে দেখিয়ে দিলো, এক আধামরা চীনা মিয়া খুব আয়াস করে ঘরে তৈরি, সস্তা টুনার স্যান্ডউইচ খাচ্ছে; আমি কাছে গিয়ে বললাম,
-স্যান্ডউইচ কেমন লাগছে?
চীনামিয়া মাথা নেড়ে সায় দিলো যে, ভালো লাগছে! আমি বললাম খেতে থাক!

কাছে বসা ছিলো এক আফ্রিকান আমেরিকান মেয়ে; মনে হয়, কলেজের ছাত্রী; সে বেশ রেগে আমাকে বললো,
-মিষ্টার, তুমি কি এই ট্রেন কিনেছ যে, যা মুখে আসছে তাই বলছো? এক্ষুনি ট্রেন থেকে নেমে যাও!

আমি সামনের ষ্টপেজে নেমে গেলাম। হিউমার হোক, মিউমার হোক, এটা আমেরিকায় গ্রহনযোগ্য ছিলো না; একজন আমাকে থামিয়ে দিয়েছিলো।

ট্রাম্পকে কেহ থামায়নি, ট্রাম্প গত দেড় বছর জো বাইডেনকে "স্লীপি জো" ডেকে আসছিলো, গত ২ মাস কমলা হেরিসকে লম্বা টান দিয়ে "ক ম লা, ক মলা" করে চীৎকার দিচ্ছিল; কিন্তু কেহই ওকে থামায়নি; আমি ভেবেছিলাম যে, ডিবেইটের সময়, ইহা উঠে আসবে, মডারেটর ইহা নিয়ে ট্রাম্পকে ভৎসনা করবেন; তা ঘটেনি। এভাবেই ট্রাম্পের অসভ্য আচরণ কেহ থামায়নি কোনদিন; ফলে, সে গত ৪ বছর অসভ্য আচরণ করে, আমেরিকাকে অসভ্য আচরণে অভ্যস্ত করে তুলেছে; এখন সময় হয়েছে, সে আর "স্লীপি জো" বলবে না; এখন সে ভয়ে প্যান্ট ভিজাচ্ছে।

আজকে, ট্রাম্প বেগম জিয়া, কিংবা শেখ হাসিনার মতো আচরণ করছে; ইহা দীর্ঘদিন চলবে না, আমেরিকানরা ইহা ফিক্স করবে; কিন্তু আমেরিকা ইহার জন্য মুল্য দিচ্ছে, বিশ্বব্যাপী আমেরিকার মান সন্মান কমে গেছে, ইউরোপ কানাডা হাসছে; রাশিয়ান, চীনা ও ইরানীরা নাচছে।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন:
বিশ্ববাসী একটা বিষয় শিখলো ,রাজনীতির বাইরের লোক রাজনীতিতে আসলে কি কি সমস্যা হয়।
ভয়ে প্যান্ট ভিজাচ্ছে,খুব সুন্দর বলেছেন।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


সে ভয়ে আছে, সেজন্য চাপ দিয়ে, নিরাপদ প্রস্হান চাচ্ছে! কিন্তু ইডিয়টের জানা উচিত ছিলো যে, আমেরিকানরা প্রাক্তন প্রেসিডেন্টকে অসন্মান করে না।

২| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: আপনি ট্রাম্পের ভবিষ্যত নিয়ে এত চিন্তা করবেন না । কয়দিন পরেই দেখবেন ওবামা, ক্লিন্টন, বুশ, ট্রাম্প একসাথে বসে আড্ডা দিচ্ছে নয়তো গল্ফ খেলছে । ওরা আমাদের মত এত হিংসুট না যা আপনি আমেরিকায় বসে কল্পনা করছেন । তাদের দেশের প্রশ্নে তারা এক কাট্টা । আমাদের এই উপমহাদেশের মত উনি উনি করে অসন্মান করার কালচার নাই । দেখবেন ট্রাম্পেরও নাই ।
আপনি বিষয়টি নিয়ে সিএন এনের মত পেচাচ্ছেন । অন্য কিছু নিয়ে লিখেন ।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা ও অন্যান্য শিক্ষিত জাতীরা দেশের জন্য ঐক্যবদ্ধ; সেটার শিক্ষার অবদান।

ট্রাম্প আমেরিকার ক্ষতি করেছে, সাদাদের একাংশকে কঠিনভাবে "রেসিষ্ট" করে তুলেছে; আমেরিকা এই সমস্যায় বেশ কিছু সময় ভুগবে।

৩| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: শুনছি ট্র্যাম্প গ্রেফতার হতে পারেন । আবার পাগলের হুমকিও বেশ জবরদস্ত , ভোট পুনগননা করতে হবে ।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



অনেক রাজ্যে নিয়ম আছে, খুব স্বপ্ল দুরত্বের পার্থক্যে কেহ জিতলে, ভোট আবার গণনা হবে, জর্জিয়ায় সেইজন্য গণনা হবে; অরিজোনাতে ট্রাম্প টিম আবার গণনা চেয়েছে; সেটা ঘটবে সার্টিফিকেশানের পর, সময় লাগবে; তার আগে, কিছু ঘটবে হয়তো।

৪| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: "বন্যেরা বনে সুন্দর,রাজনীতি রাজনৈতিকদের" - অরাজনৈতিক রাষ্ট্রপতি মিঃ ট্রাম্প তা ভাল ভাবে প্রমান করতে পেরেছেন।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি হলো সব জ্ঞানের মা; ট্রাম্প হলো ক্রমিন্যাল ধনী; সে আমেরিকাকে ভুল পথে নিয়ে গেছে।

৫| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: ট্রাম্পের প্রেসিডন্ট হওয়ার শুরু থেকে নারীদের অবমাননা কর অনেক মন্তব্য সহ
সি এন এন, ফক্স চ্যানেল গুলো শুরু থেকে ট্রাম্পের বিপক্ষে নিউজ প্রচার করে আসছে।
এটা মোটামুটি সবার কাছে পরিস্কার ছিল যে, সে একজন অযোগ্য প্রেসিডন্ট।
দুটি নির্বাচনের পুর্বে, বিতর্কে ট্রাম্পের পরিস্কার হারার পর ও ২১৪টি ইলেকটরাল ভোট পাওয়া কিন্তু মুখের কথা নয়?
ওবামার সাথে নির্বাচন করা মেককেইন, রমনীর মত জানু রাজনীতিবীদ কিন্তু নির্বাচনে এত লড়াই করতে পাড়ে নী।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


সঠিক, নারীদের প্রতি তার কোন সন্মান নেই; এইদিক থেকে সে আরব, পাকিস্তানী ও আফগানদের মতো।

আমেরিকার অশিক্ষিত সাদারা ভয়ে ছিল যে, সাদাদের লীডারশীপ হারিয়ে যাচ্ছে; আসলে, তা ঘটছে না; সে অশিক্ষিত সাদাদের দুর্বলতাকে কাজে লাগায়েছে।

৬| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১২

শাহ আজিজ বলেছেন: চীনের সাধারন জনতার ওপর জরিপ করল সাউথ চায়না মর্নিং পোস্ট । সবাই অজানা কারনে ট্র্যাম্পকে আশা করছিল । একজন বলল বাইডেন ইউরোপের গাঁটছড়া বাধবে , চীনের ক্ষতি হবে তাতে । ক্লিয়ার মেসেজ পেলাম যে ট্র্যাম্প চীনের ভাল বন্ধু ছিল , এটা আমি আগেও জানি । করোনা ভাইরাস শি আর ট্র্যাম্পের যৌথ প্রযোজনা , নিশ্চিত ।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



গত ভয়ংকর রিসেশনের সময় (২০০৮ সাল ) ওয়ারেণ বাফের মতো লোভী বিনিয়োগকারী থেকে ছোট বিলিওনিয়ারেরাও চীনে বিনিয়োগ করেছে, আমেরিকায় বিনিয়োগ করেনি; বিলিওনিয়ারেরা চীনকে ব্যবহার করে লভ্যাংশ এত বেশী বাড়ায়েছে যে, তারা আমেরিকানদের চাকুরীর জন্য পরোয়া করে না, ট্রামপও বিলিওনিয়ার, সে চীনা উৎপাদনে বিশ্বাসী।

৭| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: আমি ভেবেছিলাম- ক্ষমতার অপব্যবহার করলে ট্রাম্প যে জনগণের সমর্থন পাবে না সেটা বোঝার মত বোধ তাঁর আছে। ট্রাম্প যাই করবে, নিয়মের মধ্যেই করবে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:



তার ব্যবসা, ফাঁখ-ফোকর ব্যবহার করে লাভ করা; তার ভোটের উৎস রেসিজম; সে জন্ম থেকেই ক্রিমিনাল।

৮| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: বাইডেন কি অসুস্থ? মাঝে মাঝে সে সৃতি শক্তি হারিয়ে ফেলেন?

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



বাইডেনের বয়স শীঘ্রই ৭৮ব ছর হবে; কিছু সমস্যা হতে পারে।

৯| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইউরোপ কানাডা হাসছে; রাশিয়ান, চীনা ও ইরানীরা নাচছে।
.........................................................................................
আশা করছি বাইডেন হারানো সম্মান ফেরানোর চেষ্টা করবে ।

১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


সে চেষ্টা করবে।

১০| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আঘাত করেছে এবং পুরোবিশ্বের ক্ষতি করেছে শুধু লাভ হয়েছে ইজরাইলের।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলের লোকজনের মাথায় মগজ আছে, তারা কাজ করে, পড়ালেখা করে, ধর্ম পালন করে।

ট্রাম্প হয়তো সীমিত গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে; সে দেশে "ষ্টেইট ট্রুপার" ব্যবহার করার প্ল্যান করছে।

১১| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: দেশের পত্রিকা গুলো লিখেছে, ট্রাম্পে তার স্ত্রী তালাক দিচ্ছে?

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের কিছু এখানে শোনা যায়নি

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের কিছু এখানে শোনা যায়নি; তবে, ওর স্ত্রী থাকাটা অনেকটা রূপকথার মতো, ওর ঘরে টিকটিকিও থাকার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.