| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
ট্রাম্প হবে একমাত্র প্রেসেডিন্ট, যার প্রতি আমেরিকানদের কোন সন্মানবোধ থাকবে না; যেসব পরিবারের মানুষ করোনায় প্রাণ হারায়েছে, তারা ট্রাম্পকে ঘৃণা করবে সব সময়।
প্রতারক ট্রাম্প গত ৩/৪ মাস মাস  আমেরিকান নির্বাচন ব্যবস্হার নামে মিথ্যা প্রচারণা করে, দেশকে বড় ধরণের সমস্যা মাঝে টেনে নিয়েছে; অনেক নাগরিকই বিশ্বাস করতে শুরু করেছিলো ছিলো যে, আমেরিকার নির্বাচন ব্যবস্হায় অসততা প্রবেশ করেছে, এবারের নির্বাচনে ফ্রড হয়েছে; গত সপ্তাহে উহা ভয়ংকর রূপ নিয়েছিলো। এখন মানুষ ক্রমেই বুঝতে শুরু করেছে যে, এটি ছিলো  ট্রাম্প ভয়ংকর প্রতারণা মাত্র। এই সপ্তাহে, অনেক রিপাবলিকান সিনেটর, কংগ্রেসম্যান ট্রাম্পকে সাপোর্ট দিচ্ছে না।
গত সপ্তাহে, শতকরা ২০ ভাগ মানুষ বলতে চেয়েছে যে, নির্বাচন কমিশনের লোকজন ট্রাম্পকে পরাজিত করার জন্য উহার  বিপক্ষে কিছু একটা করেছে; এই সপ্তাহে তাদের সংখ্যা কমে শতকরা ৩ জনে এসে নেমে এসেছে। অনেক রাজ্যে আজকেই ভোট গণনার শেষদিন; শীঘ্রই সার্টিফিকেশন প্রসেস শুরু হবে। যেসব রাজ্যে ট্রাম্প ফ্রডের কথা বলেছে, সেইসব রাজ্যের বেশীরভাগ কাউন্টিতে নির্বাচন সেক্রেটারী হচ্ছে রিপাবলিকান, এবং অনেক রাজ্যের নির্বাচন সেক্রেটারী রিপাবলিকান।
জর্জিয়া রাজ্যের নির্বাচন সেক্রেটারী রিপাবলিকান; ট্রাম্প বলেছে যে, সেখানে ভোটে ফ্রড হয়েছে; ট্রাম্পের সাথে গলা মিলিয়ে, রিপাবলোকান দলের চেয়ারম্যান জর্জিয়ার সেক্রেটারীকে পদত্যাগ করতে বলেছিলো, সেক্রেটারী চেয়ারম্যানকে  পরিস্কার করে বলেছে যে, নির্বাচনে ফ্রড হওয়ার কোন পথে নেই, এবং তিনি পদত্যাগ করবেন না। 
আগামীকাল (শনিবার ), মনে হয়, ওয়াশিংটনের মানুষ হোয়াইট হাউজের চারিদিকে জড়ো হয়ে, ট্রাম্পিকে ভয় দেখাবে; ট্রাম্প কিন্তু বেশ ভীতু, সে সেখানে থাকবে না। 
ট্রাম্পের প্রতারণা এবার কাজ করেনি; সে বেশ সমস্যায় পড়বে, হয়তো! তবে, আমেরিকানরা প্রাক্তন প্রেসিডেন্টকে কোনভাবে হেস্তনেস্ত করে না; তবে, ট্রাম্পের বেলায়, উহাকে কেহ সন্মান দেখাবে না।
 
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন: 
এটা নাকি বাংলাদেশের মিডিয়ায় এসেছে, এখানে সেই রকম কিছু শোনা যাচ্ছে না।
২| 
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১০:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নির্বাচন কমিশন এবং গনতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো শক্তিশালী ,তাই ট্রাম্প বেশি সুবিধা করতে পারছেনা।এখন একটাই কাজ এর ওর বিরুদ্ধে অবরোধ দেওয়া।
 
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন: 
দল থেকে অবরোধ ডাকে না আমেরিকায়; তবে, মানুষ নিজেদের মাঝে যোগাযোগ করে, কালকে কমপক্ষে হোয়াইট হাউজের চারিদিকে জড়ো হবে।
৩| 
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১১:০২
খায়রুল আহসান বলেছেন: আজ দেখলাম, আমেরিকান সামরিক বাহিনীর জয়েন্ট চীফস অভ স্টাফ এর চেয়ারম্যান, জেনারেল মার্ক মিলী বলেছেন, "আমাদের শপথ ও আনুগত্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি নয়, কোন রাজা, রাণী বা স্বৈরশাসকের প্রতি নয়, আমেরিকান রাষ্ট্র এবং সংবিধানের প্রতি"। ('each of us will protect and defend that document regardless of personal price'![]()
মনে হলো, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটা পরিষ্কার বার্তা।
 
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন: 
সেটাই ঘটছে।
ট্রাম্প ডিফেন্স সেক্রেটারীকে বরখাস্ত করায়, সেনা বাহিনীর প্রধান মানুষকে নিজেদের অবস্হানের কথা বলছেন; ট্রাম্প বার্তা পাবার শুরু করেছে।
৪| 
১৪ ই নভেম্বর, ২০২০  রাত ১:১৪
সোহানী বলেছেন: আমরা ফ্রিতে সিনেমা দেখছি...... 
 । যতদিন দেখা যায়, সমস্যাতো নেই। জানুয়ারীতেইতো কান ধরে নামিয়ে দেয়া হবে........
 
১৪ ই নভেম্বর, ২০২০  রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন: 
জানুয়ারীতে ওর থালাবাসন হোয়াইট হাউসের বাইরে রাস্তায় রাখে দেবে ইলেকশান কমিশনের লোকজন।
৫| 
১৪ ই নভেম্বর, ২০২০  রাত ১:১৫
আমি সাজিদ বলেছেন: ছে ছে, শেষমেষ আমেরিকা! আমাদের এখানে কত সুন্দর ভোট হয়, কত চমৎকারভাবে ক্ষমতা স্থানান্তর হয়! বিশ্ব ন্যায়ের চালকের আসনে এখন আমরা, আমেরিকা আমাদের কাছ থেকে শিখতে পারে।
 
১৪ ই নভেম্বর, ২০২০  রাত ১:৩৩
চাঁদগাজী বলেছেন: 
আপনি ৪ লাখ ব্লগারকে অনুসরণ করে দেখেন, তখন বুঝবেন যে, বাংলাদেশে গণত্ন্ত্র বুঝার মতো মানুষের সংখ্যা খুবই কম।
৬| 
১৪ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:৩৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি তাকে কিছু পরামর্শ দিতে পারেন।
 
১৪ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আমরিকায় চাইযলে কেহ পরামর্শ দিতে পারে না।
৭| 
১৪ ই নভেম্বর, ২০২০  দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: ট্রাম্প তো দেসকে ভালোবেসেই রাজনীতিতে নেমেছেন, তার এই অবস্থা হলো কেন?
 
১৪ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
চাঁদগাজী বলেছেন: 
সে আমেিকার যতটুকু ক্ষতি করেছে, সেটার শাস্তি পাবে; সে খারাপ উদ্দেশ্য নিয়ে ভোট করেছিলো, সে রেসিজমের মাধ্যমে সাদাদের এক করতে চেয়েছিলো।
৮| 
১৪ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এখনো সময় আছে। 
 ডোনাল্ড ট্রাম্পের উচিত জো  বাইডেনকে অভিনন্দন জানানো। 
আমি জানি না তাঁর উপদেষ্টারা কি তাঁকে কিছু বলেন না।
 
১৪ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৭
চাঁদগাজী বলেছেন: 
এখন আর সময় নেই, সে লাথি খাবে।
৯| 
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৫৮
গরল বলেছেন: যুক্তরাষ্ট্রের বর্তমান নির্বাচণ ও ফলাফল নিয়ে আপনার কোন পোষ্ট দেখলাম না!...
 
১৬ ই নভেম্বর, ২০২০  ভোর ৫:৪৭
চাঁদগাজী বলেছেন: 
এবার খুব একটা পোষ্ট দিইনি; নির্বাচন নিয়ে ২/১ টা পোষ্ট আছে আমার পোষ্টগুলোর মাঝে।
আপনি কেমন আছেন? করোনা থেকে হুশিয়ার থাকুন।
১০| 
১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৮:২৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
গণতন্ত্র শিক্ষিত মানুষদের জন্য। 
 
১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন: 
৩য় বিশ্বে শিক্ষিতদেরকে অন্যদের দায়িত্ব নিতে হয়।
১১| 
২১ শে নভেম্বর, ২০২০  রাত ৮:০০
আমি সাজিদ বলেছেন: শেষ মেষ কি হতে যাচ্ছে?
 
২১ শে নভেম্বর, ২০২০  রাত ১১:৫৩
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প লাথি খাওয়ার জন্য অপেক্ষা করছে; সে নিজের বিপদ বাড়াচ্ছে; সে হবে, একমাত্র প্রেসিডেন্ট, যার বিচার হওয়ার সম্ভাবনা আছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাধাটার বউও নাকি তাকে তালাক দিবে !!