নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সরকারী চাকুরেরা বিনা বেতনে আজীবন চাকুরী করবে।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬



বাংলাদেশের ৫ লাখ কোটী (তথাকথিত ) টাকার বাজেটের ২ লাখ কোটী টাকা সরকারী চাকুরেদের বেতন, ভাতায় চলে যায়; এখান থেকে অতি স হজেই শেখ হাসিনা ১ লাখ কোটী বাঁচায়ে জাতিকে দিতে পারেন, কিংবা সেই টাকায় আওয়ামী লীগের বেকার ক্যাডারদের পুষতে পারেন; বেকার আওয়ামী ক্যাডারদের এই টাকায় পুষলে দেশে চাঁদাবাজি অনেক কমে যাবে। শেখ হাসিনা যদি ব্যুরোক্রেসীর লোকদের ৫০ জন করে একটা রুমে ডেকে গোপনে বলেন যে, আপনারা বেতনের বাহিরে যা আয় করেন, ও যতটুকু সম্পদ করেছেন, তা দিয়ে আপনারা আজীবন চলে যেতে পারবেন, এখন থেকে বিনা বেতনে কাজ করুন, কথাটা নিজেদের মাঝে রাখবেন; ইহা কাজ করার সম্ভাবনা শতকরা ৯৫ ভাগ; হয়তো মাত্র ৫ ভাগ কাজ ছেড়ে চলে যাবেন।

পুলিশের শতকরা ১০/১৫ জন ব্যতিত সবাই চলতে পারবে। উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান, মেয়র, ওয়ার্ড কমিশনারদের বেতন দেয়া লাগবে না, বরং তাদের থেকে উনি মাসে একটা অংক জমা নিতে পারবেন। কাষ্টম, পোর্টের অফিসার, মাদক দমনের লোকজন থেকে উনি বড় অংকের টাকা নিতে পারেন। উনি চাইলে দেশের সেক্রেটারীরাও উনার ফান্ডে টাকা দেবে। সোনালী, রূপালী, অগ্রনী ব্যাংকের অফিসারেরা, ঢাকা শহরের উন্নয়ন কত্তৃপক্ষের পিয়ন অবধি সবাই আজীবন বিনা বেতনে কাজ করবে সানন্দে ও আয়ের একটা অংশ জাতিকে দিনে আনন্দের সাথে; এর সাথে যোগ করা যাবে গ্যাস ও ইলেকট্রিক কর্পোরেশনগুলোকে।

যাগকে, এসব আজগুবি, হবুকান্ড কোন সময় ঘটবে না; কিন্তু বাংলাদেশে যেভাবে এখন চলছে, এটা করা সম্ভব। স্যরি, ব্লগে সরকারী কর্মচারী, কিংবা পরিবারের লোকজন থাকলে, ইহাকে সিরিয়াসলী নেবেন না।

মন্তব্য ৪৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: অর্থনৈতিক রূপকথা! কিম্বা আর্থিক কল্পবিজ্ঞান!

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



মোটামুটি সেই রকম কিছু।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ওদের বেতন লাগে না

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:




আমি মনে করতাম, সরকারী লোকদের বেতন কম; ওরা বেতনকে বোনাস মনে করে।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

গফুর ভাই বলেছেন: যেই ভয় বঙ্গবন্ধু ব্যুরোকেটদের নিয়া পেয়েছেন সেটাই হল সত্যি আর তার মেয়ে তাদের কে নিয়া বানাইছে পথ চলার সাথী।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা শেখ সাহেব পছন্দ করতো না।
শেখ হাসিনা আসল দল এখন প্রশাসন।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বেতনের ১০/১২ গুণ উপরিমাণ ইনকাম থাকলে কেইবা বেতন চায়?

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পও বেতন নেয় না; সে কিন্তু চাঁদাবাজ

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বেতনের ১০/১২ গুণ উপরি ইনকাম বা আয় রোজগার থাকলে কেইবা বেতন চায়?

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেশকে দোজখ বানিয়েছে সরকার ও প্রশাসন মিলে।

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মুদাচ্ছির আজম ইমরান বলেছেন: বাস্তবতা যাই হোক, পড়ে কিন্তু মজা পেয়েছি :P :P :P

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাস্তবতা এর কাছাকাছি, মনে হয়।

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন দেশে ঘুশ নাকি বৈধ, সরকারি চাকরদের কোন বেতন দেওয়া হয়না।
এক কৌতুক শুনেছিলাম, চাকরি প্রার্থিকে বেতন কত চান জিজ্ঞেস করায় উত্তর দিয়েছে - বেতন লাগবে না শুধু চাকরিটা দেন।
আমি এক মসজিদের সংস্পর্শে আছি,সেখানের ইমাম কমিটির কাছে বেতন বাড়ানোর আবেদন করেছে। মসজিদের আয় নাই এজন্য এ আবেদন নাকচ হলে ইমাম সাহেব জানালেন, ফান্ডের বা আয়ের দরকার নাই, কমিটি শুধু বেতন বাড়ালেই হবে,তার বেতন সে কালেকশন করে নিবে।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



হুজুরেরা কেরামতি জানেন, কবুতরের পালক থেকে কবুতর বানায়ে ফেলেন।

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

জিকোব্লগ বলেছেন:



এক যে ছিলো মজার দেশ,
সব রকমে ভালো ,
রাত্তিরেতে বেজায় রোদ ,
দিনে চাঁদের আলো ।

আকাশ সেথা সবুজ বরন
গাছের পাতা নীল ,
ডাঙায় চরে রুই কাতলা
জলের মাঝে চিল !

সেই দেশেতে বেড়াল পালায় ,
নেংটি-ইঁদুর দেখে ;
ছেলেরা খায় ক্যাস্টর-অয়েল-
রসগোল্লা রেখে !

মন্ডা-মিঠাই তেতো সেথা ,
ওষুধ লাগে ভালো ;
অন্ধকারটা সাদা দেখায় ,
সাদা জিনিষ কালো !

ছেলেরা সব খেলা ফেলে
বই নিয়ে বসে পড়ে ;
মুখে লাগাম দিয়ে ঘোড়া
লোকের পিঠে চড়ে ;

ঘুড়ির হাতে বাঁশের লাটাই ,
উড়তে থাকে ছেলে ;
বরশি দিয়ে মানুষ গাঁথে ,
মাছেরা ছিপ ফেলে ;

জিলিপি সে তেরে আসে ,
কামড়ে দিতে চায় !
কচুরি আর রসগোল্লা
ছেলে ধরে খায় !

পায়ে ছাতা দিয়ে লোকে
হাতে হেঁটে চলে !
ডাঙায় ভাসে নৌকা জাহাজ ,
গাড়ি ছোটে জলে !

মজার দেশের মজার কথা
বলবো কত আর ;
চোখ খুললে যায় না দেখা
মুদলে পরিষ্কার ।

- যোগীন্দ্রনাথ সরকার

আপনার চিন্তাগুলো বেশ মজার।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



একজন পরিচিত ১ জন ব্যুরোক্রেট কাজে কর্মে খুবই ভালো করছিলেন; এখন দেখি, টাকার রাখার যায়গা পাচ্ছে না

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

শাহ আজিজ বলেছেন: সুররিয়ালিস্ট চিন্তা ভাবনা ।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



প্রশাশন ও সরকারের লোকদের আর্থিক অবস্হা দেখলে এসব আজগুবি ভাবনা মাথায় আসে।

১০| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এ জগতে হায় সেই বেশি চায়———- ।তবে কি রবি ঠাকুর মিথ্যা বলেছেন!

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


বরীন্দ্র-নজরুলের পর বড় কবি কেন জন্ম নিচ্ছেন না? এই পরিবেশে ভালো কিছু ঘটবে না

১১| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: সরকারী চাকরি জমিদারের চাকরি। সরকারী অফিসের একজন পিয়ন বিরাট ক্ষমতাবান লোক।
ওদের বেতন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঢাকা সহরে এত গাড়ি, বাড়ি ফ্লাট, বাইক, রেস্টুরেন্ট, শপিং মল, ইউরোপ ভ্রমনকারী সব খোঁজ নিলে দেখা যাবে সরকারী চাকরী জীবি।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



কলোনীর সময়, সব কিছু ছিলো ইংরেজদের ও জমিদারদের; শেখ হাসিনা মিল রেখে চালাচ্ছেন।

১২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




না, সিরিয়াসলি নিচ্ছি না। - আপনি সঠিক বলেছেন। সচিবালয়ের পিয়ন ড্রাইভার সহ দেশের সমস্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবন যাপন বাজার সাজার দেখে আশ্চর্য হতে হয়।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সময়ে এই অবস্হা, এই দেশকে পরে কি ঠিক করা যাবে?

১৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভগবান রাম জানে বাবুয়া। দেশ ব্যাক গিয়ারে চলছে, কতো সনে গিয়ে থামবে আপনি ভালো জানেন।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এক স্বাধীন দেশকে নবযুগ-কলোনীতে পরিণত করেছেন; ইহা আফগানিস্তান হবে শেষ অবধি।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৭

জিকোব্লগ বলেছেন:



আপনার পরিচিত ব্যুরোক্রেটের থেকে টাকা নিয়ে
আপনি কিছু বেকার ব্লগারের কর্মসংস্থান করেন।
ব্যুরোক্রেটও টাকা রাখার জায়গা পেয়ে শান্তি পাবে।
বেকার ব্লগাররা ও টাকা পেয়ে বেশ আনন্দিত হবে।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের ব্যুরিক্রেটরা শেখ সাহেবকে কবরে যেতে সাহায্য করেছিলো; আমাকে ও দেশকে ওরা সেই সাহায্যটাই করবে।

১৫| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৪

বঙ্গদুলাল বলেছেন: দূর্নীতি রক্তে মিশে গেলে যা হয় আরকি, আসলে অধিক জনসংখ্যার দেশগুলোর একটিও ভালো নেই মনে হয় (ব্যতিক্রম জাপান), সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে জাপানিরা দুষ্টু ছিল?আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এতদিনেও আমরা ঘুরে দাঁড়াতে পারলাম না অথচ জাপানিরা এতো বড়ো ধাক্কা খেয়েও কত ওপরে ওঠে গেল! প্রাকৃতিক পরিবেশ ইত্যাদিরও প্রভাব থাকে মনে হয় মানুষের প্রকৃতি নির্ধারণে,অভ্যাস গঠনে?দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কেমন শিক্ষিত ছিল?কী কী বিষয় জাপানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে?

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:



জাপানীরা ২য় বিশ্বযুদ্ধে ভুল করে চরম মুল্য দিয়েছিলো; যুদ্ধের পর, নিজেদের ভুল বুঝার পর, সবাই মিলে একযোগে কাজ করেছে; শিক্ষা ও সততা তাদেরকে সাহায্য করেছে।

১৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩২

বঙ্গদুলাল বলেছেন: ১৯৪৫ এর দিকে জাপানের অর্থনীতি কেমন ছিল?

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


১৯৪৫ সালের আগষ্ট থেকে ডিসেম্বর অবধি, অনেক মানুষ ১ মুঠো সাদা ভাত খেতে পেয়েছিলো সারা দিনে। এরপর, আমেরিকা কি ত্রাণ পাঠায়, ও তারা ১ম ফসল ঘরে আনে; অর্থনীতি বলতে, সবই ছিলো, কিন্তু মানুষ ছিল পরাজিত।

১৭| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৩:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একদিকে ভাল হয়েছে।অর্থবিত্ত একজায়গায়( কয়েক জনে) জড় হয়ে ক্যাপিটালে পরিনত হয়েছে।অনেকেই কিন্তু শিল্প কারখানা করছে।যে আকিজ সাধারন একজন শ্রমিক ছিল সে আজ কত বড় শিল্পের মালিক।প্রায় সবাই।
পুজিবাদের জন্য এটা প্রয়োজন।
আমলাদের সমস্যা হল তাদের অভিজ্ঞতা নাই,রিক্স নিতে সাহস পায় না,তাঁরাই টাকা বিদেশে পাঠায়,নয়তো বাড়ীর পর বাড়ী করে দেশে বিদেশে।
শেখ হাসিনা তার পিতার মৃত্যু থেকে অনেক কিছু শিখেছে।আমলাদের বিরুদ্ধে গেলে পরিনতি কি হয়।ভারতও চায়নি গনতন্ত্র ছাড়া অন্য কিছু হোক।
এখন সে বাঘের পিঠে চড়ে বসেছে,যতক্ষন পিঠে আছে ঠিক আছে নামলেই ইতি।

১৮ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা পরিবার হত্যার বিচার মরার মতো শক্ত ছিলেন; কিন্তু জাতির জন্য কেহ নন।

১৮| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জ্ঞানী মানুষের লজিকহীন কথাবার্তা।

অল্পকিছু ডির্পাটমেন্ট এ কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিগ্রস্থ তাই বলে সমগ্র সরকারী চাকরিজীবীদের আপনি রূপকথার কাতারে ফেলতে পারেন না।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি ১০০ জন ব্যুরোক্রেটের সম্পত্তি সম্পর্কে জানূন।

১৯| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৫

জিকরুল বারী তমাল বলেছেন: মোঃ মাইদুল সরকার,
আপনার ধারণা সম্পূর্ণ ভুল। দেশের কোনো সরকারি অফিসেই মাল-পানি ছাড়া সেবা পাওয়া যায় না, যদি না আপনি ক্ষমতাবান হন। ইউএনও/ডিসিরা সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করেন তা লক্ষ্য করেছেন? ঔদ্ধত্য নেই এমন ম্যাজিস্ট্রেট খুব কমই দেখেছি।

২০| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: চাঁদগাজী ভাই যেখানে নিজেই কল্পকাহিনী লিখে বেড়ান, সেখানে মানুষের লেখার কমেন্ট সেকশনে গিয়ে নিজের চিন্তা ভাবনার সাথে সাদৃশ্যতা খুঁজে বেড়ান :> মিললে চুপ থাকেন, না মিললেই লেখার ভাবনাগুলোকে অপ্রাসঙ্গিকতার সার্টিফিকেট দিয়ে আসেন B-)

যাই হোক, মজা করলাম, কিছু মনে করবেন না :#)

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



মজা করতে থাকুন, আপনারা দেশটাকে মজার দেশে পরিণত করেছেন। মজা চলছে, দেশ পেছনে পড়ে আছে।

২১| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অধিক জনসংখ্যাও দেশের বিপদের কারণ হতে পারে।

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮

চাঁদগাজী বলেছেন:



অশিক্ষিত ও অদক্ষ মানুষ দেশ ও নিজের জন্য সমস্যা।

২২| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভুমি অফিসে ভুমিকর যদি হয় ১০০ টাকা সেই টাকা দিতে হলে আরো হাজার টাকা ঘুষ দিতে হয়। এই হলো বাংলাদেশ! আমার এক জ্ঞাতীভাই কাস্টমস এ চাকুরী করে আমার চার ভাগের এক ভাগ হয়তো বেতন পায় কিন্তু ৪/৫ বছরের চাকুরী জীবনে জমি কিনেছে এক দেড় কোটি টাকার পক্ষান্তরে আমার সংসারই চলেনা সাচ্ছন্দ ভাবে। এই হলো বাংলাদেশ!!

১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার চোখ ও মাথা থাকলে উনি এদের বেতন বন্ধ করে দিতেন।

২৩| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: বারো আগেও দেশ যেমন চলছিলো, আজও সেই রকমই চলছে।
এই দেশে কারা ভালো আছে? ভালো আছে- রাজনীতিবিদ এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন। অন্যরা ভালো নেই।

১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বাবার মতো ভালো ও বাবার মতো কম বুদ্ধিমান।

২৪| ২০ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৫২

কবিতা ক্থ্য বলেছেন: শেখ হাসিনা বাবার মতো ভালো ও বাবার মতো কম বুদ্ধিমান- মুরুব্বি, আমি কিন্চিত সন্দিহান।
সম্ভবত আমার ব্যর্থতা যে আপনার এই কথা বুঝতে বা মানতে পারলাম না।

২০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনার নিজস্ব অভিমত আছে, ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.