নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে দৈত্যের পতন

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩১



ট্রাম্প দেশের ক্ষমতা হস্তান্তরকারী সংস্হাকে কাজ শুরু করার অর্ডার দিয়েছে; আজ সকাল থেকে সংস্হাটি ( জেনারেল সার্ভিস এজনসীর ) কাজ শুরু করেছে, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের লোকেরা ক্রমেই ক্ষমতা বুঝে নেবে। ট্রাম্প অভদ্র, সে ২০ শে জানুয়ারীর আগে হয়তো বাইডেনকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করবে না; অবশ্য প্রয়োজনও নেই, বাইডেন সেখানে আগে ৮ বছর কাজ করেছে।

মিডিয়ায় নির্বাচনের ফলাফল বের হওয়ার পর, ট্রাম্প সেই ফলাফলকে মেনে নেয়নি; গত ২০০ বছরের ট্রেডিশন হলো, মিডিয়ার ফলাফল থেকে জয়-পরাজয় মেনে নিয়ে, ক্ষমতা হস্তান্তর শুরু হয়। করোনার কারণে, এবারের নির্বাচনের ভোট হয়েছে ১ মাসেরও বেশী সময় ধরে, এবং ফাইন্যাল ভোটের দিনের আগে, শতকরা ৬০ ভাগ ভোট গ্রহন করা হয়েছে; এরপর, গণনায় সময় লেগেছে ৫/৬ দিন; গণনায় সপ্তাহ খানেক সময় লাগবে, সেটা আগেই অনুমান করা হয়েছিলো, ও ২ প্রার্থীকে বলা হয়েছিলো, সব ভোট গণনা হওয়ার আগে কেহ যেন মুখ না'খোলে; কিন্তু নির্বাচনের রাতে (১১/৩/২০২০) ট্রাম্প নিজকে জয়ী ঘোষণা করে ঘুমাতে যায়, এখন ঘুম ভেংগেছে।

নির্বাচনের ১ মাস আগের থেকে ট্রাম্প বলে আসছিলো যে, সে যদি জয়ী না হয়, ধরে নিতে হবে যে, ভোটে ফ্রড হয়েছে; সেই অবস্হায়, ট্রাম্প ক্ষমতা হস্তান্তর করবে না; এতে অনেক আমেরিকান ভয় পেয়ে গিয়েছিলো; কারণ, তারা এর আগে এই ধরণের কিছু শোনেনি; কিন্তু আমেরিকায় ক্ষমতা হস্তান্তর, ও বিজয়ী প্রার্থীকে ক্ষমতা বুঝিয়ে দেয় কতগুলো সংস্হা, ট্রাম্পের করার কিছুই নেই সেখানে; ক্রিমিনালটা সেগুলো জেনেও পানি ঘোলা করছিলো; গর্দভ এখন ঘোলা পানি পান করছে।

অবস্হা দেখে মেন হচ্ছে, ভেতরে ভেতরে কিছু একটা এগ্রিমেন্ট হয়েছে; গত ৪ বছরে, ট্রাম্প অনেক ধরণের উস্কানীমুলক কাজ করেছে, রেসিষ্টদের সহায়তা করেছে, নিজদলের অনেক অপরাধীর জেল মওকুফ করেছে, করোনায় এ্ত বেশী মৃত্যুর জন্যও সে দায়ী; সে ভাবছে, প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলে, তার বিচার হতে পারে; যদিও আমেরিকানরা কখনো, তাদের কোন প্রাক্তন প্রেসিডেন্টের বিপক্ষে কোর্টে যায়নি।

সে ভোট নিয়ে আমেরিকার নির্বাচনী সিষ্টেমকে যেসব মিথ্যা অপবাদ নিয়েছে, যেসব মামলা করেছে এবং যেভাবে হাকিমদের লাথি খেয়েছে , তাকে কোর্টে নিলে খারাপ হতো না।

ডেমোক্রেটদের সাথে ভেতরে ভেতরে, কোন এগ্রিমেন্টে গেলেও, দেশের সাধারণ নাগরিক ও প্রশাসনিক সংস্হা থেকে তাকে কোর্টে নেয়া অসম্ভব নয়; তবে, আমেরিকানরা এসব ব্যাপারে সহজ, ওরা এই ক্রিমিনালকে নিয়ে মাথা না'ও ঘামাতে পারে, ওরা ইডিয়টকে ইডিওসি নিয়ে ব্যস্ত থাকতে দেয়।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৬

আমি সাজিদ বলেছেন: প্রেসিডেন্ট হওয়ার পর ব্যবসায়ী ট্রাম্প কত কামাতে পেরেছে?

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



সে প্রেসিডেন্ট হওয়ায়, তার 'ব্রান্ড' আরব, রাশিয়া ও ভারতে বেশ কয়েকটা ব্যবসা খুলেছে; সে নিজের রিজোর্টে বিশ্বনেতাদের কয়েকটা সন্মেলন করেছে; ১ জনের জন্য ১ বেলার খাবারের জন্য ৬ হাজার ডলার করে সরকারকে বিল করেছে। সে নির্বাচনে "কালো টাকা" লুকায়েছে খরচ হিসেবে।

২| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০৬

রোকসানা লেইস বলেছেন: এত চেষ্টা করে ক্ষমতা রাখতে পারল না বেচারা।

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা ৩য় বিশ্বকে সহজে বুঝতে পারবে এখন থেকে।

৩| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১০

কবিতা ক্থ্য বলেছেন: দুষ্ট লোক নিপাত যাক।
আমেরিকা মুক্তি পাক।

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার মানুষ অকারণে ভয়ংকর ক্ষতিগ্রস্ত হয়েছে, ইহা থেকে বের হতে ১০ বছর সময় লাগবে।

৪| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২৭

রাজীব নুর বলেছেন: বোকা দৈত্য।

২৫ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



ওর পুরো জীবনটাই একটা ক্রাইম; সে কোনদিন সত্য কথা বলেনি।

৫| ২৫ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অবশেষে বুঝতে পেরেছে ,জল যতটা ঘোলা করবো সবটা নিজেকেই খেতে হবে।

২৫ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



সে জানে যে, ওর মতো ইতর প্রানী বিশ্বে আরেকটি নেই।

৬| ২৫ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:২০

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ডোনাল্ড ট্রাম্পের লিখা বই থেকে 'রিভেঞ্জ' নামে একটা অধ্যায় পড়ে বুঝেছি সে ছাড় দেয়ার মানুষ না। হেরে গেলে ঝামেলা বাঁধবে সেটাও অনুমেয় ছিলো কিন্তু এতো সহজে ছাড়বে সেটা মনে হয়নি। অবশ্যই এর পেছনে ওর বড় কোনো স্বার্থ আছে অথবা এমেরিকান সিস্টেমের কাছে সে ধরাশায়ী। বাধ্য হতে হচ্ছে নিয়তি মেনে নিতে।

২৫ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



সে প্রেসিডেন্ট হওয়ার আগে, আমেরিকা তাকে চিনতো না; এখন আমেরিকা জানে যে, সে একজন ক্রিমিনাল, মিথ্যুক।

৭| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিঃসন্দেহে আমেরিকা ও তাবৎ বিশ্বের জন্য ভালো একটি খবর।
সুন্দর আগামীর দিকে এগিয়ে যাক আমেরিকা।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


বাইডেনের পুরো সময় কেটে যাবে, এই দৈত্যের অপকর্মগুলোকে লাইনে আনতে; অনেক মানুষ দৈত্যের অনুসারী হয়ে বাইডেনকে বাধা দিবে।

৮| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২

ডঃ এম এ আলী বলেছেন:

আমিরিকান সিসটেম তাকে বাধ্য করেছে ।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



ক্যাপিটেললিজমের সমস্যাগুলোকে সে কাজে লাগিয়েছে

৯| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আপনি ট্রাম্পকে কোর্টে নেওয়ার পক্ষে!

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



তাকে কোর্টে নিলে উদাহরণ হয়ে থাকবে; রিপাবলিকান দলে নির্বাচিত ৪৫ জনের বেশী সরব কিংবা নীরব হয়ে ট্রাম্পকে সাপোর্ট করেছে, এসব এলিমেন্ট ক্সমতায় থেকে যাচ্ছে, এদেরকে শিক্ষা দেয়ার দরকার।

১০| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: সার কথা হচ্ছে গাধা জল ঘোলা করে পান করে।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:




তার জীবনটাই ছিল ক্রাইমে ভরা, ধনী হওয়াতে সে সেটাকেই জীবন মনে করেছিল; এটাই তার জীবনের ১ম ধাক্কা।

১১| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ট্রাম্প এর সময় শেষ। সে ধীরে ধীরে মুছে যাবে।
ডিসেম্বর থেকে নাকি আমেরিকাতে করোনার টীকা দেওয়া হবে? এই বিষয়ে কিছু লিখুন।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:




সঠিক, তার জীবনটা আমেরিকানদের জন্য একটা দু:স্বপ্ন।
টিকার রিভিউ শেষ হবে ১০/১১ তারিখ; তখনই হাসপাতালের কর্মীদের দেয়া শুরু হবে। তারপর, শুরু হবে বয়স্কদের দেয়া।
আসলে , ছাত্রদের সবার আগে দেয়ার দরকার ছিলো।

১২| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

নতুন নকিব বলেছেন:



গত কয়েক বছর দেখা গেছে, ট্রাম্প বলতে আপনি ছিলেন অজ্ঞান। টু শব্দটি করেননি তাকে নিয়ে। ট্রাম্প যাচ্ছে তাই করে এসেছেন, আপনি মুখ খোলেননি, নিরব থেকেছেন বরং দোকানে, সুপার শপে, পথে ঘাটে মেয়েদের সাথে ঝগড়া টগড়া করেছেন কবে কোথায়, সেইসব নিয়ে রম্য কৌতুক রচনায় ব্যস্ত থেকেছেন।

এখন ট্রাম্প এর বিপদের দিনে এসে পল্টি দিচ্ছেন মনে হচ্ছে! আমার কিন্তু বেচারা ট্রাম্প এর এই দুরবস্থা ভেবে চোখে জল আসে!

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি কি পড়েন ও কি বুঝেন, সেটা নিয়ে সমস্যা।

আমি ট্রাম্প যে গত ভোটে জয়ী হবে, সেটা বলেছিলাম। ট্রাম্পের জয়ের কারণ ছিলো, হিলারীর মিথ্যাবাদীতা। এবার আমি বলেছি, বাইডেন জয়ী হবে, এবং বাইডেন ট্রাম্প থেকে ভালো; বাইডেন যদি ইরানে যুদ্ধ শুরু করে, সেটা আমার অনুমতি নিয়ে করবে না; বিশ্ব ও মানব জীবন সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই।

১৩| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২

শায়মা বলেছেন: হা হা দৈত্যের পতন। শিরোনাম দেখেই হাসছিলাম। নতুন নকীবভাইয়া কি লিখেছে দেখে তো হাসতে হাসতে মরলাম।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



নতুন নকীব ভাইয়ের মতো মানুষ আছে আছে আমাডের দেশে শতকরা ৫০/৫৫ ভাগ, আফগানিস্তানে আছে ৭০ ভাগ, ইরানে আছে ৮০ ভাগ, সিরিয়ায় আছে ৬০ ভাগ, ইয়েমেনে আছে ৯০ ভাগ, আমেরিকায় থাকতে পারে শতকরা ১ ভাগ।

১৪| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৯

বঙ্গদুলাল বলেছেন: আমেরিকান জনগণ আমেরিকার মতো দেশে শুধুমাত্র রাজনীতিবিদদের শাস্তি দিতে গিয়ে এরকম একজন পারসনকে ক্ষমতায় এনেছিলো কেন?নিশ্চয়ই ট্রাম্প অনেক ধাপ পার হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলো,বাট তার ইডিয়টিক ক্যারেক্টার বুঝতে এতো সময় কেন(উনাকে প্রেসিডেন্ট প্রার্থী বানানোরা রাজনীতিতে এতো অদূরদর্শী কেন!)।আমেরিকায়ও বিডির আওয়ামী-বিএনপির মতো মার্কা/দল ম্যাটার করে?নাকি বাইডেনকে জাস্ট ট্রাম্পের তুলনায় ভালো মনে করে?(এতো কিছুর পরও এই রকম পারসন এতো ভোট পায় কী করে!)

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



রিপাবলিকান ও ডেমোক্রেট ২ দলই ক্যাপিটেলিজমের দল; স্বয়ং ক্যাপিটেলিজমের সমস্যাকে পুঁজি করে ট্রাম্প ক্সমতায় এসেছিলো; সে রিপাবলিকান দলে ঢুকেছিলো অনেকটা জোর করে।

মানুষ সব রাজনীতিবিদদের উপর আস্হা হরায়েছে বেশ কইছু সময় থেকেই; সেই কারণে, ও ক্যাপিটেলিজমের ফাঁক দিয়ে ট্রাম্প এসেছিলো; বাইডেনও অনেক ব্যাপারে ফেল করবে; তবে, সে আমেরিকার মানুষের খারাপ দিকটা ( রেসিজম ) কন্ট্রোল করতে পারবে।

১৫| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৩

বঙ্গদুলাল বলেছেন: আচ্ছা,একটি প্রশ্ন -জাপান পার্ল হারবার আক্রমণ করলে আমেরিকা ব্রিটেন ইত্যাদি দেশ মিলে জাপানকে সামরিক আক্রমণ করে শায়েস্তা করতে পারতো? ট্রুম্যান পারমাণবিক অ্যাটাকের মতো এরকম হটকারি সিদ্ধান্ত নিয়েছিলো কেন এবং এটলি তাতে ধন্যবাদও দিয়েছিল আমেরিকাকে।জাপান কি এতই অপ্রতিরোধ্য ছিল যে প্রয়োজনে বেসামরিক এতগুলো প্রাননাশের মাধ্যমে তাদেরকে দমাতে হবে?অন্য কোনো উপায় কি ছিলোনা! ট্রুম্যান নিজের সামর্থ্য/শক্তি দেখাতে এ কাজ করেছিল?

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



পার্ল-হারবার আক্রমণ করে পুরোপুরি অপ্রস্তুত অবস্হায় আমেরিকান প্রাণ ও সম্পত্তি বিনষ্ট করেছিলো জাপান; এরপর, ইউরোপে যুদ্ধ শেষ হয়ে গেছে ১৯৪৫ সালের মে মাসে, আমেরিকা জাপানকে কোনভাবে যু্দ্ধ থেকে সরাতে পারছিলো না; আমেরিকা অকারণে নিজদের মানুষ হারাচ্ছিলো; এক সময় ওদের ধৈর্য্য অবসান ঘটেছে।

১৬| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: এই টীকা কি শতভাগ নিরাপদ হবে? দাম কেমন হবে? নাকি সরকার থেকে ফ্রি দেবে?
আমাদের দেশের অবস্থা কি হবে?

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



কোন টিকা হয়তো শতকরা ৮০ ভাগের চেয়ে বেশী কাজ করবে না।

বাংলাদেশ সরকার কি করবে, স্বয়ং খোদাও জানেন না। তবে, ২০২২ সালে টিকা ফ্রি পাওয়া যাবে। মাস্ক পরলে, তার আগেই বাংলাদেশ থেকে করোনা বিলুপ্ত হবে।

১৭| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৩

বঙ্গদুলাল বলেছেন: মানব-জীবন সম্পর্কে আপনার দর্শন কীরকম?(ধর্মীয়ভাবে অথবা ধর্মের বাইরে গিয়ে)

ইচ্ছে হলে ব্র্যাকেট করা অংশ এড়িয়ে যাবেন-(আপনি বলেছিলেন বর্তমান ইহুদিরা সবচেয়ে লজিক্যালি ধর্ম পালন করেন;সেটা কীরকম?
তাওরাত নিয়ে (ইসলামী বিশ্বাসের) অনেক পড়েছি বহু বছর আগে;তবে বর্তমান তোরাহ নিয়ে এত এডিশন, খন্ড, সম্পাদনা দেখে নবি মোজেস(মুসা) এর বুক মনে হচ্ছে না !মনে হচ্ছে ধর্মীয় পন্ডিতরা রিফর্মেশন করেছেন অনেক।আপনি পড়েছেন এসব বই?বর্তমান ইহুদিদের পৃথিবীর অন্যান্য মানুষের তুলনায় শতগুণ জ্ঞানী /পরিশ্রমীই মনে হয়ে আমার কাছে;কিন্তু উনারা মনে হয় ধর্মের প্রতি এতো সিরিয়াস না?আপনার কাছে কেমন মনে হয়?)

২৬ শে নভেম্বর, ২০২০ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:



ইহুদীরা ধর্ম ও সমসায়িক জীবনযাত্রার মাঝে ব্যালেন্স করতে সমর্থ হয়েছে তাদের শিক্ষা ও জ্ঞানের কারণে; ইসলামের শুরুতেও ইহুদীরা ছিলো, খৃষ্টান ধর্ম এসেছে ইহুদী ধর্ম থেকেই। ওরা বিশ্বাস করে যে, তোরাহ যেই সময়ে এসেছে, সেই সময় থেকে সভ্যতা ক্রমেই সামনে যাচ্ছে, এবং মানব সভ্যতার উন্নয়নের সাথে তাদেরকে তাল রাখে চলতে; ওরা ধর্ম নিয়ে সিরিয়াস।

আমরাও মানব সভ্যতার অংশ; কিন্তু আমরা পেছনে পরে আছি; ইউরোপের মানুষ যা ২০০ বছর আগে করতে সমর্থ হয়েছে, আমরা সেটা এখনো করতে পারছি না, আমাদের শিক্ষার মান নীচু, ভাবনাশক্তি সভ্যতার সাথে তাল মিলাতে পারছে না।

১৮| ২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮

নতুন নকিব বলেছেন:



লেখক বলেছেন:



নতুন নকীব ভাইয়ের মতো মানুষ আছে আছে আমাডের দেশে শতকরা ৫০/৫৫ ভাগ, আফগানিস্তানে আছে ৭০ ভাগ, ইরানে আছে ৮০ ভাগ, সিরিয়ায় আছে ৬০ ভাগ, ইয়েমেনে আছে ৯০ ভাগ, আমেরিকায় থাকতে পারে শতকরা ১ ভাগ।


-ধন্যবাদ। ভালো লাগছে সেই ১ ভাগের মধ্যে আপনি আছেন দেখে।

২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



মুসলিম দেশগুলো থেকে মানুষ পালিয়ে যাচ্ছে খৃষ্টান দেশে বাস করতে।

১৯| ২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০২

ফয়সাল রকি বলেছেন: দৈত্যের পতনের পর যে আসছে সে কি দেবতা?

২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



হয়তো ঠিক দেবতানয়; তবে, আমেরিকানদের মাঝে কিছুটা ঐক্য আনার চেষ্টা করবে, ট্রাম্প মানুষের ঐক্য ভেংগে দিয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.