নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসলামিক দলগুলো শেখ হাসিনাকে বাজিয়ে দেখছে

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৬



দেশের অবস্হা দেখে মনে হচ্ছে, রাজনৈতিকভাবে শেখ হাসিনা ঠিক আগের মতো শক্তিশালী নন; দেশের ইসলামিক দলগুলো এই ধরণের সময়ের জন্য অপেক্ষা করছিলো। ইসলামিক দলগুলো শেখ হাসিনার পক্ষে কখনো ছিল না, কখনো থাকবে না; তারা শেখ হাসিনার সরাসরি বিরোধিতা করার মতো কোন শক্তি হিসেবে গণ্য হয়নি এতদিন; কিন্তু শেখ হাসিনার অসফলতার কারণে তারা সংখ্যায় বাড়ছে, এবং শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্হার অভাবকে কাজে লাগাতে চাইবে একদিন; শেখ সাহেবের ভাস্কর্য নিয়ে তারা শক্তি পরীক্ষা করে দেখছে, শেখ হাসিনাকে বাজিয়ে দেখছে।

দেশে পড়ালেখার মান যতো কমবে, বেকারের সংখ্যা যত বাড়বে, যত বেশী সংখ্যক মানুষ বউ রেখে আরব যাবে, সমাজে যত বেশী বিশৃংখলা দেখা দিবে, ইসলামিক দলগুলোর পাল্লা ক্রমেই ভারী হবে, এটা জাতীয় সমস্যা। জাতীয় সমস্যা সমাধানে জাতির ঐক্যবদ্ধ শক্তির দরকার হয়; শেখ হাসিনার পেছনে জাতির বড় অংশ ঐক্যবদ্ধ নন এই মহুর্তে। এখন উনার সাথে যারা আছে, এরা কি আসলে কোন শক্তি, নাকি কাগুজে বাঘ; সেটা ইসলামিক দলগুলো মাপার চেষ্টা করছে।

ইসলামিক দলগুলো পাক ভারতে কখনো জয়ী হবে না, কিন্তু দেশে বিশৃংখলা ঘটানোর জন্য যথেষ্ট। ইরানে ইসলামিক দল ক্ষমতায় আছে, মানুষ অশান্তিতে আছে; তাদের নিজের দেশের মানুষ বেকার, কিন্তু ইরাক, লেবানন, প্যালেষ্টাইন, সিরিয়ার মিলিশিয়ারা ইরানী টাকায় বেতন পাচ্ছে; এটম বোমা বানাতে গিয়ে একদিন এটম বোমা খেয়েও ফেলতে পারে।

আরেকটি শক্তিশালী জাতি ছিলো তুরস্ক; এখন তারা ইসলামিক জাতিতে পরিণত হচ্ছে, তাদের নেতা এরদেগানের নেতৃত্বে; কাজের মাঝে যা ঘটছে, তারা ইউরোপকে পেছনে রেখে এশিয়ান জাতি হিসেবে, এশিয়ার রাজনীতিতে প্রবেশ করেছে; এশিয়ায় তাদের কোন ভুমিকা, কিংবা কাজ আছে বলেমনে হয় না; একটা সময়ে, তারা এশিয়ান সমস্যায় ভুগবে, এবং শীঘ্রই।

বাংলাদেশের ইসলামিক মনোভাবের লোকদের কোন ধরণের পেশা নেই, রাজনৈতিক ধারণা নেই, আধুনিক আর্থনীতি ও সমাজজ্ঞান নেই; তারা নিজেরাই চলতে পারে না; তারা একটি জাতি চালানোর মতো জ্ঞান কখনো লাভ করতে পারবে না; সুযোগ পেলে, হয়তো, আরেকটি ইয়েমেনের সৃষ্টি করতে পারবে; তবে, সেই সুযোগ আসবে না; কারণ, বাংগালীরা তাদেরকে ভালোভাবে বুঝে, তাদের দৌড় কতটুকু তা সবাই জানে

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩১

আমি সাজিদ বলেছেন: আমার এক ইরানিয়ান বন্ধু। কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে তার দেশ ছাড়তে চায়। কেন জিজ্ঞেস করলাম। বললো, ইরানের সামগ্রিক অর্থনীতি ভালো না।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


এটম বোমা ওদের পাগলে পরিণত করেছে, পাকিস্তানেও এই অবস্হা ছিলো দীর্ঘ বছর। ইরানের সম্পদ, জনবল, তাদের ট্রেডিশন, তাদেরকে এক শক্তিশালী সুখী জাতিতে পরিণত করা জন্য যথেষ্ঠ ছিলো।

২| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হুম---

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইসলামিক দলগুলো আমাদেরকে বেহেশতে নেয়ার কথা, উনারা দুনিয়া নিয়ে লেগে গেছে!

৩| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: আসলে ধার্মিক মানুষ গুলো কখনও আধুনিক চিন্তা করতে পারে না। অথচ তারা মোবাইল ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


মানসিকভাবে তারা ২/৩ হাজার বছর আগের সমাজে বাস করে ওরা।

৪| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন বাজিয়ে দেখছে,কয়েক দিন পর বাজাতে শুরু করবে।এই জন্য দায়ী শেখ হাসিনা।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দায়ী, কিন্তু খড়গ নেমে আসবে আধুনিক বাংগালীদের উপর; একটি ভালো দিক হলো, বাংলার মানুষ মোল্লারাদের রাজনীতিতে দেখতে চাহে না; ঘুরেফিরে তাদেরকে মক্তবে ফেরত পাঠাবে।

৫| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: কত বড় সাহস ওদের বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে। শেখ হাসিনা চুপ করে বসে আছে কেন বুঝতে পারছি না। ছাত্রলীগই বা চুপ কেন?

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কিছু একটা করবেন, বা করছেন; তবে, উনার শক্তি আগের মতো আছে কিনা দেখতে হবে। সাধারণ মানুষ চাইবে, শেখ হাসিনা এদেরকে খাঁচার মাঝে নিয়ে আসুক।

৬| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন: দেশে এখন টোটাল ভাস্কর্য কয়টা আছে?

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি জানি না; আমি এসব পছন্দও করিনা; শেখ সাহেবের ভাস্কর্য খুব একটা পপুলার হবে না; কারণ, শেখ হাসিনার কারণে শেখ সাহেবের জনপ্রিয়তা কমেছে।

৭| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসলামিক দলগুলো আমাদেরকে বেহেশতে নেয়ার কথা, উনারা দুনিয়া নিয়ে লেগে গেছে! তাবিজ বিক্রিবাট্টা কি কমে গেছে - বুঝতে পারছি না।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


দেশ যদি ওদেরকে কাজ দিতে পারতো, ওরা এসব ছেড়ে দিয়ে কাজকর্মে লেগে যেতো; শেখ হাসিনা মুল জায়গায় সফল হতে পারছেন না।

৮| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:১২

বঙ্গদুলাল বলেছেন: এসব দলগুলোর বুঝা উচিত- একটি দেশ চলে একটি রাষ্ট্রের সংবিধানের নিজস্ব নিয়মে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


বনাগলাদেশের মুসলমানেরা, আমাদের অনেক ব্লগার, অনেক ডাক্তার, অনেক ইন্জিনিয়ার মনে করে যে, বাগলাদেশ চলছে মদিনা সনদে; কমপক্ষে, এদের নিজস্ব মদীনা সনদ আছে।

৯| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৯

বঙ্গদুলাল বলেছেন: আচ্ছা,আমাদের মতো জনসংখ্যার একই সাথে সম রাষ্ট্রীয় সম্পদের(অর্থনীতির) একটি দেশের নাম বলুন (আপনার দৃষ্টিতে যদি থাকে) যেটা শুধু রাজনৈতিক অস্থিরতাহীনতা, দূর্নীতিমুক্ত, সঠিক নেতৃত্ব,মানসম্মত শিক্ষার কারণে আমাদের চেয়ে এগিয়ে আছে।অর্থনীতির নিয়মে রাষ্ট্রীয় সম্পদ কী কী উপায়ে বাড়ানো যায় (বিশেষ করে আমাদের মতো দেশে)।
লুটপাট, পাচার এসবের নিউজ চোখে পড়লে আবার এসব কুয়েশ্চন মাথা থেকে বাষ্প হয়ে উড়ে যায়।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে আমাদের মতো কোন দেশ বিশ্বে নেই, প্রতি বর্গকিলোমিটারে ১২০০ জন মানুষ বাস করেন; কয়েকটি শহর-দেশ আছে(সিংগাপুর, হংকং, মোনাকো)।

আমাদের সব কর্মক্ষম মানুষকে কাজ দিতে হবে; তখন সম্পদ উৎপন্ন হবে।

১০| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৬

ফটিকলাল বলেছেন: অসাধারন বক্তব্য। এক রাশ মুগ্ধতা

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি "অসাধারণ" শব্দটা বেশী ব্যবহার করছেন।

১১| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনৈতিকভাবে শেখ হাসিনা ঠিক আগের মতো শক্তিশালী নন;
দেশের ইসলামিক দলগুলো এই ধরণের সময়ের জন্য অপেক্ষা করছিলো।

.......................................................................................................
ইসলামিক দলগুলো কেন রাস্তায় নামছে, কে নামাচ্ছে বুঝতে হবে ।
কখনও বা অদৃশ্য শক্তি চাপ সৃষ্টির জন্য এমনটা করে থাকে, যার কিছু
আভাষ ইঙ্গিত আমরা পাচ্ছি ।

.......................................................................................................
শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে মুর্তির পুজারী নয় বা তিনি এসব পসন্দ করেননা ।
অপেক্ষা করুন , অদৃশ্য শক্তির অবয়ব দৃশ্যমান হবে ।

২৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



ইসলামিক দলগুলো অনেক বিদেশী দলের ও দেশের সাথেও যুক্ত।

শেখ হাসিনা লক্ষ্যহীন রাজনীতি ও অর্থনীতি ইসলামিক দলগুলোর জন্য সার যোগান দিচ্ছে।

১২| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

বঙ্গদুলাল বলেছেন: আমাদের মাননীয় অর্থমন্ত্রী...পাকিস্তান আমলের মেধাবী মানুষ!

২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


সাইফুর রহমান ছিলেন অপদার্থ ও দুষ্ট, মুহিত ছিলেন বলদ, এবারেরটা অপদার্থ

১৩| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কি কিছুটা ঝিমিয়ে পড়েছেন?

২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



উনি অকারণে ক্ষমতায় বসে আছেন,উনার নিজের থেকে সরেযাইয়া দরকার।

১৪| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০০

বঙ্গদুলাল বলেছেন: আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা চালাতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) তহবিলে বাংলাদেশ পাঁচ লাখ মার্কিন ডলার দিয়েছে।

দুনিয়ার যাবতীয় সমস্যা এশিয়ায় ;তন্মধ্যে বাংলাদেশে একটু বেশি।

২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:




বিশ্বের বেশীরভাগ জন্জাল এশিয়ায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.