নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জনম দাসী স্মরণে

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯



আমি যদি কোনদিন শেখ হাসিনা, কিংবা বেগম জিয়ার নামও ভুলে যাই, সেদিনও যেই নামটি আমি ভুলবো না, সেটি হলো, "ব্লগার জনম দাসী"র নাম। তিনি যথাসম্ভব, ২০১৫ সালের নভেম্বরের শেষদিকে ব্লগিং শুরু করেছিলেন, এবং ২০১৬ সালের ৩রা ফেব্রুয়ারী ছিল সামুতে উনার শেষ দিন (২ মাস, কয়েকদিন)। চাঁদ যেমন সাগরে জোয়ার আনে, সামুতে তিনি সেই ধরণের উন্মাদনার সৃষ্টি করেছিলেন। সামু তাঁকে জেনারেল করেছিলো; তাঁকে জেনারেল থেকে সেইফ করেনি বেশ কিছু সময়; তিনি লেখা বন্ধ করে দেন, নিজের লেখা ড্রাফট করে ফেলেন; আর ফিরে আসেননি। আশাকরি তিনি ভালো আছেন; কারো থেকে উনার ব্যাপারে জানলে খুবই খুশী হতাম।

জেনারেল অবস্হায়, তিনি নিজের প্রোফাইলে লিখেছিলেন, "যদি খুলে দিত সা্মু ... আমার মন্তব্য আর পোস্ট! হয়তো লিখতাম, ফিরতাম ফের সকলের মাঝে। নীরবে পড়ে যাই প্রিয়দের লেখা... কখনো হাসি, কখনো কাঁদি; শেকলে বন্দী পাখীর মত... এই এত টুকু খাঁচায় পড়ে থাকি। ভালো থাকা হোক ভাই, বোন, বাছা তোমাদের সব সময়।"

আপনারা, যাঁরা ব্লগার 'জনম দাসী'র সাথে ব্লগিং করার সুযোগ পাননি, উনার লেখায় কমেন্ট করার সুযোগ পাননি, তাঁরা অনেক কিছুই মিস করেছেন, মিস করেছেন একজন প্রানবন্ত মানুষকে ! তবে, তাঁর মনে অনেক দু:খ ছিলো, মনে হয়; তাঁর দু:খে আমরাও নীল হয়েছি।

তাঁকে জেনারেল করার ২/১ দিন আগে, তিনি আমাকে কমেন্ট-ব্যান করছিলেন; কারণ, আমি উনার লেখায় কমেন্ট করে বলেছিলাম যে, উনার ব্লগিং হয়তো থেমে যেতে পারে; অবশ্যই আমি চাইনি যে, উনার বেলায় আমার ধারণা সত্য হোক; কিন্তু আমার মনে হচ্ছিল যে, উনাকে জেনারেল করা হবে; এমন কি ব্যান করাও সম্ভব। যেদিন আমি উনার লেখা পড়তাম না; তবুও সময় করে, উনার ব্লগ-এলাকায় ঘুরে আসতাম, অন্যদের কমেন্ট পড়তাম; আমার ধারণা, উনি সবাইকে আকর্ষণ করতেন। তিনি আমাকে চেনার কথা নয়, কিন্তু তিনি বলতেন যে, তিনি আমাকে চেনেন।

উনার লেখা যখন সামনের পাতায় আর আসছিলো না, সেই সময়ে তিনি আরেক পরিচিত ব্লগার, "রূপক বিধৌত সাধু"র মাধ্যমে আমাকে জানালেন, উনাকে সেইফ করার অনুরোধ জানিয়ে সামুতে একটা পোস্ট দিতে; আমি দিয়েছিলাম। পোষ্টটি মোটামুটি বড়ই ছিলো, এখানে পুরোটা দিচ্ছি না, নীচের লাইনগুলো আমার পোষ্টে ছিলো:

"ব্লগার জনম দাসীকে ব্লগে দেখা যাচ্ছে না, উনাকে কি ব্যান করা হয়েছে? উনার পাঠকের সংখ্যা অনেক, উনার ভক্তও অনেক, এবং সামনের দিন গুলোতে উনার পাঠক আরো বাড়তে থাকবে; উনি লিখলে, একজন একটিভ ব্লগার বাড়বে; উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করছি; উনি ব্লগ্লিং ভালোবাসেন।

আপনারা যারা "জমন দাসী'কে ভালোবাসেন, এবং যারা উনাকে ভালোবাসেন না, সবাই সামুকে অনুরোধ করুন উনাকে আরেকটা চান্স দিতে। আমি নিজে উনার ভক্ত নই, কিন্তু উনার লেখা পড়ি সব সময়; উনার লেখায় অনেক ইমোশান থাকে, আপনি সহজেই উনার ভক্ত হয়ে যাবেন; আসুন, আমরা সবাই উনার হয়ে, উনার ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করি। সামুসহ সবাইকে অগ্রিম ধন্যবাদ"

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: মন ছুঁয়ে গেল।
আমি তাঁর আগমন অপেক্ষায় আছি।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি তাঁর লেখার আকর্ষণ অনুভব করেছিেলন?

২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

মিরোরডডল বলেছেন:



এর আগেও আপনি ওনার কথা লিখেছিলেন, তাই খুব জানতে ইচ্ছে করে কেমন ছিলেন উনি,
কি নিয়ে লিখতেন, কেনো ব্যান করেছিলো ?
আরও কিছু লিখুন, আমরা জানি ।

ইমোশনাল মানুষদের এই এক জ্বালা, বড় অভিমানী হয় ।
২০১৬ থেকে ২০২০, দীর্ঘ সময় । চাইলে অন্য আইডি নিয়ে আসতে পারতেন । মনে হয় অভিমান করেছে ।
আর সামু এতো সময় কাউকে ব্যান করে রাখার কথা না । হয়তো উনিই আর কখনও ফিরে আসেনি ।




০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



উনার মাঝে কি ছিলো আমি বলতে পারবো না, উনার কথা মনে হলে, আমার চোখে পানি আসে; উনি নিজের জীবনের কথা লিখতেন, আমরা সবাই উনার জীবনের অংশ হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। সামু বলছিলো উনি ব্লগিং'এর নিয়ম কানুন মানছেন না; তবে, সেই ২ মাস ব্লগিং মানেই ছিলো জনম দাসী'র সাথে কথা বলা।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

আমি সাজিদ বলেছেন: উনার ব্লগের লিংকটি দেন। ঘুরে আসি।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



https://www.somewhereinblog.net/blog/101

উনার লেখাগুলো নেই, মনে হয় ড্রাফট করেছিলেন, কিংবা মুছে দিয়েছিেলন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

মনিরা সুলতানা বলেছেন: সে এক ইতিহাস বটে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনার মনে আছে?
উনার জন্য মন খারাপ হয়, কোন ব্লগার কি উনাকে জানেন?

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

মিরোরডডল বলেছেন:



মাত্র দুমাসে এতকিছু ! ব্লগের কি নিয়মভঙ্গ করেছিলো বা কেনো ব্যান খেয়েছিল জানলে ভালো হতো । কে জানে হয়তো অফলাইন থেকে আছে, হয়তোবা না । আই উইশ হার গুড লাক । ভালো থাকুক । হয়তো কোনদিন ফিরে আসবে !

প্রিয় শিল্পীর প্রিয় একটি গান দিয়ে গেলাম ।







০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



আমি কখন নিয়ম ভংগ করি, আমি কখনো জানি না; আর, উনার ব্লগিং ছিলো সীমাহীন এক দু:খ ও হাসিকান্নার অনুভবতা, সেখানে কোনটা নিয়ম, কোনটা নিয়ম না, সেটার কোন সীমারেখা ছিলো না।

গান পছন্দ হয়েছে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ মনে আছে বেশ। আমার জানা নেই কোন ব্লগার জানেন কিনা। উনি ফেসবুকে আমাকে বন্ধু রিকুয়েস্ট পাঠিয়েছিলেন। বন্ধু ও হয়েছিলেন। এরপর সব ই বন্ধ।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা! আসলে, কোন একটা কারণে উনি অস্হির ছিলেন!
আমার ফেসবুক ছিলো না, তাঁর কোন বার্তা আর পাইনি।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হয়তো এর থেকে বড় কোন কাজ নিয়ে ব্যস্থ ।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



জোয়া-ভাটই চাঁদের বড় কাজ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: আহা, জনম দাসী! তারে কি ভোলা যায়!

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, যাঁরা উনার সাথে ব্লগিং করেছেন, কেহ তাঁকে ভুলতে পারবেন না।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


ধ্রুবক আলো, আপনাকে দেখে মনে হচ্ছে, জনম দাসীর সাথে আরেকবার ব্লগে দেখা হবে!
আপনার চাকুরী চলছে?

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০

রাবেয়া রাহীম বলেছেন: জনম দাসীর সাথে আমার ফেসবুকে এড ছিলো। হঠাৎ করে একদিন দেখলাম ফ্রেন্ড লিস্টে নেই । তখন আমি সামুতে নতুন । তবে তার পোসটে ব্যক্তিগত দু:খের কথা সুন্দরভাবেই ফুটিয়ে তুলতো।

তার করা একটা মন্তব্য পেলাম

জনম দাসীর সাথে আমার ফেসবুকে এড ছিলো। হঠাৎ করে একদিন দেখলাম ফ্রেন্ড লিস্টে নেই । তখন আমি সামুতে নতুন । তবে তার পোসটে ব্যক্তিগত দু:খের কথা সুন্দরভাবেই ফুটিয়ে তুলতো।

আমার লেখার তার করা একটা মন্তব্য পেলাম

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


তাঁর কষ্টের কাহিনীই আমাদের ভাষা ও ভাবনায় পরিণত হয়েছিলো। আপনার কাছে কিছু স্মৃতি রেখে গেছেন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: জনম দাসীকে এত পর স্মরন করলেন!!!!

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



আসলেই অনেক দেরীতে লিখলাম, কিন্তু সব সময় মনে আছে উনার কথা

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৩

বঙ্গদুলাল বলেছেন: আপনি ব্লগার 'জনম দাসী'র খোঁজে যে পোস্ট দিয়েছেন আমি পড়েছিলাম(কমেন্টস বেশি পড়িনি কোনো এক ব্যস্ততায়, বিস্তারিত তাই বুঝিনি), তখন অফলাইনে পড়তাম আপনাকে(আমার আইডি ছিলনা মনে হয় নিক ইত্যাদি দিয়ে)।আমি ভেবেছিলাম কোনো একজন ফিমেল ব্লগারকে কমেন্টে হিউমার করায় অভিমান করে ব্যান করেছিলেন এবং আপনি উনার খোঁজ নিচ্ছিলেন এরকম কিছু একটা।আসলে ব্যাপারটা এরকম ছিলো জানতাম নাহ!

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



উনি সব সময় আমার মনে আছেন; সময় সময়, আমি উনার কথা বলেছিলাম; মাত্র ২ মাসে উনি ব্লগের সবাইকে আপন করে নিয়েছিলেন। উনি অভিমান করে আমাকে একবার কমেন্ট ব্যান করেছিলেন; সেটা কিছু না।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসলেই অনেক দেরীতে লিখলাম, কিন্তু সব সময় মনে আছে উনার কথা

এরকম বহু ব্লগার হারিয়ে গেছে। তাদের কথা কেউ স্মরণ করে না।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


তা'ঠিক।
অনেকের কথা আমার মনে আছে।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

অধীতি বলেছেন: আপনাদের আফসোস দেখে আমার ডাবল আফসোস হচ্ছে। এখনো সার্চ দিয়ে পুরোনোদের লেখা পড়ি।আফসোস হয়,কেনো এই মেধাবীরা সামুতে নেই।তাদের নির্জলা লেখনী আর আসেনা।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা উনাকে আপন করে নিয়েছিলেন।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনি 'জনম দাসী' কে নিয়ে দ্বিতীয়বারের মত পোস্ট লিখলেন।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, উনাকে প্রায়ই মনে পড়ে।
উনার মনে অনেক কষ্ট ছিলো, কথাটা সব সময় মনে পড়ে; আশাকরি, উনি এখন ভালো আছেন। উনি ব্লগে থাকলে সবার সাথে উনার মনটা হালকা হতো।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: স্যরি, মন্তব্যটা শেষ করার আগেই কেমন করে যেন সেটা হঠাৎই পোস্ট হয়ে গেল, আমার কোন অভিপ্রায় ছাড়াই! :)

'জনম দাসী' কে নিয়ে লেখা আপনার দুটো পোস্টেই তার প্রতি আপনার গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে, যদিও, আমার যতদূর মনে পড়ে, তার পোস্টসমূহে আপনার মন্তব্যে সেটা কখনো তেমনভাবে প্রকাশ পেতে দেখিনি। এমন কি কখনো কখনো হয়তো সেটা আর অন্যান্য সবার পোস্টে আপনার মন্তব্য যেরকম হয়, অনেকটা সেরকমই হতো। কিন্তু ওনার প্রস্থানের পর ওনার উদ্দেশ্যে ব্যক্ত আপনার সহানুভূতি আমাকে স্পর্শ করেছে, এবং আমি একজন সহব্লগারের প্রতি আপনার এ সহমর্মিতা দেখে মুগ্ধ হয়েছি।

তার কথা আমার বেশ মনে আছে। তিনি যতদিন ব্লগে ছিলেন, ততদিনে এ ব্লগে প্রকাশিত আমার প্রায় সব লেখাই উনি পড়তেন এবং মন্তব্যও করতেন। তার মন্তব্য পড়ে আমি বুঝতে পারতাম, তিনি আমার শুভাকাঙ্খী ছিলেন এবং আমার লেখাও তিনি পছন্দ করতেন। মন্তব্যে তিনি আমাকে ভাইসা'ব বলে সম্বোধন করতেন এবং তার মন্তব্যে যথেষ্ট সৌজন্য এবং শ্রদ্ধা প্রকাশ পেতো। সে সময়ে এ ব্লগে আমি আমার আত্মজৈবনিক স্মৃতিকথা 'আমার কথা' সিরিজটা লিখে যাচ্ছিলাম। উনি সেগুলো বেশ মন দিয়ে পড়তেন। আমি স্বনামে ব্লগিং করি, এটা তিনি বেশ এ্যাপ্রিশিয়েট করেছিলেন কোন একটা মন্তব্যে।

ব্যান বা জেনারেল করার কারণেই যদি তিনি তার পোস্টসমূহ ডিলিট করে ব্লগ পরিত্যাগ করে থাকেন, তবে ব্লগ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, অনেকদিন তো হয়ে গেল, এখন তাকে অবমুক্ত করে দেয়ার জন্য। আমি ব্লগে তার পুনঃপ্রত্যাবর্তন কামনা করি।

তবে এই একবিংশ শতাব্দীতে ব্লগিং এ এসে তার এমন একটা ছদ্ম নামচয়ন আমার পছন্দ হয় নি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে; উনি মনের দিক থেকে খুবই উঁচু মনের মানুষ ছিলেন, কোন কারণে কিছুটা মনোকষ্টে ছিলেন, ব্লগে সবার সাথে চলে ভালো অনুভব করতেন। আমার মন্তব্য ভালো না লাগলে আমাকে জানাতেন। আমাকে কমেন্ট ব্যানও করেছিলেন; কিন্তু উনাকে প্রায়ই মনে পড়ে।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ ভোর ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



আমি এ ব্লগে জনম নেয়ার দিন কয়েক আগে তিনি ব্লগে ছিলেন
না ।তাই উনার লেখার সাথে আমার কোন পরিচয় ছিলনা । এখন
আপনার দেয়া লিংক ফলো করে উনার ব্লগ থেকে ঘুরে এলাম ।
নতুন কোন পোষ্ট দেখিনি । দেখা যাক আপনার এই পোষ্টের
কোন প্রভাব উনার উপরে পড়ে কিনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



ওহ, আপনি উনাকে পানননি! উনি ব্লগার খায়রুল আহসান সাহেবকে খুবই পছন্দ করতেন; সেইদিক থেকে, আপনাকেও পছন্দ করার কথা ছিলো। আমাকে পছন্দ করতেন, তবে, সময় সময় সামান্য সমস্যা হতো, এবং সেটা আমার সমস্যার কারণে। ব্লগারেরা উনার জীবনের অংশ ছিলেন।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: সত্যকার অর্থে আমাদের দরকার জ্ঞানী ব্লগার। আধুনিক মুক্তমনা ব্লগার। যাদের মধ্যে কোনো প্রকার কুসংকার থাকবে না। হাজার হাজার বছর আগের ধ্যান ধারনা যারা নিজের মধ্যে আশ্রয় করে না।
আমাদের দরকার ভালো ব্লগার। যারা দেশ নিয়ে ভাবে, দেশের সমস্যা গুলো নিয়ে ভাবে। এবং তা সমাধানের পথে খুঁজে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



আধুনিক ভাবনার মানুষেরাই ব্লগার, বাকিগুলো লেখক।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

তারেক ফাহিম বলেছেন: আপনার দেয়া লিংক ধরে ঘুরে আসলাম, কোন পোস্ট দেখছিনা।

উনার স্মরনে আপনার চোখে পানি আসে, সহব্লগারের প্রতি এমন আন্তরিকতা দেখে ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট নেই, মনে হয়, ড্রাফট করেছেন।

উনি সেই সময়টাতে বেশ ইমোশানেল ছিলেন।

২০| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জনম দাসী আবার আমাদের মাঝে ফিলে আসলে ব্লগ আরো প্রাণবন্ত হবে বলেই আমার বিশ্বাস।

১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



কেহ উনার খবর দিতে পারলেন না, আশাকরি ভালো আছেন।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ। আমি ভালো আছি। আপনার চোখ ও শরীর কেমন আছে এখন? আপনার জন্য শুভকামনা নিরন্তর।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



শারীরিক সামান্য সমস্যা আছে; তবে, চলছি, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.