নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার সামনে টিকা সমস্যা, নাকি হেফাজত সমস্যা?

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯



শেখ হাসিনার জন্য আজকের বড় সমস্যা কোনটা, টিকা ক্রয় করা, নাকি হেফাজতকে কন্ট্রোলে আনা, নাকি দু'টোই? শেখ হাসিনার একটা দুর্বল দিক হচ্ছে, উনার বাবার প্রচার; উনার কর্মকান্ডে দেখে মনে হয় যে, শেখ সাহেবকে যদি উনি মেয়েদের কসমেটিকের মতো প্রচারের ভেতর না রাখেন, শেখ সাহেব নামটি জাতি ভুলে যাবে! ইহা উনার বড় ভুলগুলোর মাঝে অন্যতম একটি ভুল ধারণা; এবং উনার এই ভুলের জন্য জাতির কাছে শেখ সাহেবের গুরুত্ব কমেছে ক্রমাগতভাবে।

উনার মনের ভেতর উনার বাবার অবস্হান ও প্রভাব কতটুকু আমরা কখনো জানতে পারবো না; তবে, উনার কর্মকান্ড থেকে আমরা মোটামুটি অনুমান করতে পারছি বেশ কিছুটা; উনার উপর উনার বাবার রাজনৈতিক প্রভাব মোটামুটি নেই বললেই চলে, কিন্তু বাবার রাজনৈতিক অবস্হানের গুরুত্ব আছে।

উনার বাবার হত্যাকান্ডকে উনি সিরিয়াসলী নিয়েছিলেন; সামান্য গৃহবধু হয়েও বাংলাদেশের জেনারেলদের হাত থেকে দেশকে কেড়ে নিতে সমর্থ হয়েছিলেন, যেখানে বার্মা, পাকিস্তান, মিশরের মানুষজন সেসব দেশের জেনারেলদের দখলে আছে। কিন্তু উনি জেনারেলদর থেকে দেশ কেড়ে নেয়ার পর, জাতির সাধারণ মানুষের খুব একটা লাভ হয়নি; যোগ-বিয়োগ করলে দেখা যাচ্ছে যে, মানুষ যেই উদ্দেশ্য নিয়ে উনার পক্ষ নিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্য কিন্তু কার্যকরী হয়নি।

জেনারেলরা বাংলাদেশে উনার পিতার অবদানকে মুছে দিতে চেষ্টা করেছিলো; কিন্তু সেটা ঘটেনি। এখন, উনার বাবার নিয়মিত প্রচারের একটা পদক্ষেপে হেফাজত বাধা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। আজকে, হেফাজত যখন বাধা হয়ে দাঁড়িয়েছে, সময়টাও বিশ্বের জন্য ও আমাদের জাতির জন্য ক্রিটিক্যাল, করোনার সময়; অর্থনৈতিকভাবে ও স্বাস্হ্যের দিক থেকে জাতি লন্ডভন্ড অবস্হায়; জাতি জানেনা সরকার করোনার টিকা কিনার জন্য ব্যস্ত, নাকি হেফাজত ঠেকাতে ব্যস্ত!

হেফাজতের যেই মনোভাব, ইহা কোন জাতির জন্য ভালো কিছু নয়; কিন্তু এরা আমাদের দেশের নাগরিক, এদের কর্মকান্ড, ভালোমন্দ জাতির স্বাস্হ্যের অংশ। এরা যে জাতির দুর্বল ভাবনার মানুষ, এতে কারো সন্দেহ নেই, এবং জাতির দুর্বল ভাবনার মানুষের সংখ্যা যদি পরিমাণে বেড়ে যায়, উহা জাতির জন্য ভালো সংবাদ নয়। এদের নিয়ে কি করতে হবে? এদের কি পিটিয়ে থামাতে হবে, নাকি এদের জীবনে পরিবর্তন আনতে হবে? কোনটা করতে পারবেন শেখ হাসিনা?

মন্তব্য ৪৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: বাম হাতিরাও সরকারের দোষারোপ করেছে এই বলে যে সরকার এদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে - পত্রিকার খবর

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সমাজতন্ত্রীদের বাম ডাকা সঠিক নয়, এরা জ্ঞানহীন মানুষ মাত্র।

শেখ হাসিনা ঠিক বুঝতে পারেনি, দেশে কেন হেফাজত, জামাত ইত্যাদি ধরণের মানুষের সংখ্যা বাড়ছে; উনি যদি আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, ইরানের জনসংখ্যার বিবর্তন ও সেসব দেশের শিক্ষা, অর্থনীতি বুঝতেন, আমাদের দেশে হেফাজত, জামাত কমানো কোন সমস্যা হতো না; উনার ভুলের জন্য হেফাজত বাড়ছে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

আমি সাজিদ বলেছেন: ভাবনার বিষয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেশের শিক্ষা ব্যবস্হা, অর্থনীতি, অসম-সুযোগ ও বন্টন ব্যবস্হা জামাত, হেফাজত ম্যানুফেকচারিং'এর পক্ষে।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬

জিকোব্লগ বলেছেন:

টিকা কোনো সমস্যা না। যে দেশে মানুষের জীবনের কোনো মূল্য নাই,
সেই দেশে কিছু মানুষ মরলে কিছু হয় না। ভাগ্যে মৃত্যু ছিল তাই পটল
তুলেছে। ইহার জন্য আমেরিকার মত বাংলাদেশের সরকার প্রধানের
ক্ষমতার অদল -বদল হবে না। সমস্যা হচ্ছে জঙ্গিদের নিয়ন্ত্রণে আনা।
বিএনপি জামায়াত এদের সাথে প্রকাশ্য যোগ দিয়ে আপার গদি একটু
নেড়ে চেড়ে দেখতে চাচ্ছে।কিন্তু আপা যেমন অপারেশন সিকিউর শাপলার
চালিয়েছেন, তেমন অপারেশন সিকিউর স্কাল্পচারও আপা চালাতে জানেন।
নমুনা হিসেবে উপরে আজকে প্রথম আলোতে প্রকাশিত ছবিটি দেখুন।
চিন্তার কোনো কারণ নাই, আপা আপনার চেয়ে অনেক গুনে বুদ্ধিমান।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



আপা ৪০ বছরে জাতির জন্য যা করেছেন, তার একটা কাজ হলো, এতিমদের হেফাজতে ও দুষ্টদের জামাতে যাওয়া; এসব সমস্যা বাড়বে, নিজের থেকে কমবে না; এগুলো কমানোর জন্য শিক্ষা ও অর্থনীতি পরিবর্তনের দরকার ছিলো।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিদেশি হস্তক্ষেপ না হলে বড় রকমের কোন সমস্যা হবে না।
ভ্যাক্সিনের জন্য সারা বছর পড়ে আছে।তাড়াহুড়ার কিছু নেই,লাভও নেই তাড়াহুড়া করে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



ভাইরাস কমানোর জন্য তাড়াহুড়োর কোন দরকার নেই! ভালো বলেছেন।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: টিকা সমস্যা গোটা বিশ্বের‌।এটা নিয়ে উনাকে আলাদাভাবে দুর্ভাবনা নেই বলে আমার ধারনা। কিন্তু চলমান হেফাজত সমস্যার শিকড় অনেক গভীরে। ওনাকে ভোগাবে মনে মনে হচ্ছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



হেফাজত থেকে শেখ হাসিনা ভুগবে না, জাতি ভুগতে থাকবে আজীবন।

আমাদের জীবন ও ভাবনা যেই লিলিপুটিয়ান পর্যায়ে আছে, টিকার জন্য চিন্তিত হওয়ার দরকার নেই, সেটা ইংরেজদের ও আমেরিকানদের বিষয়, ওদের মাথা আছে, ওরা ভাবুক।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাস্তবতার বাইরে কেউ যেতে পারবেনা।আমরা ভ্যাক্সিন বানাইনি যে চাইলেই দিয়ে দিতে পারবো।কিনতে হবে,যারা বিক্রি করবে তাদের বিক্রি করার মতো অবস্থা হাকতে হবে।কালকেই যদি দেওয়া শুরু করে তার পরও এক বচর লাগবে।এটা একটা চলমান প্রকৃয়া হয়ে যাবে।তাই তাড়া হুড়া করলেইতো হয়ে যাবে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



বহুদেশ ভ্যাকসিন নিয়ে মাথাই ঘামাচ্ছে না, ভিয়েতনাম, তাইওয়ান, কোরিয়া; আমরা ওদের মতো বসে থাকলে চলবে?

বসে থাকলে, ভ্যাকসিন এক সময় রিলিফেও পাওয়া যাবে।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০

ফটিকলাল বলেছেন: দুটোই তো সমস্যা মনে হচ্ছে

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



আসলে, শেখ হাসিনা নিজেই এখন একটা বড় সমস্যা, উনি ক্ষমতায় থাকা মানে জাটির খারাপ হওয়া।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৩

ফটিকলাল বলেছেন: তাহলে শেখ হাসিনার বিকল্প কে?

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের কৃষিমন্ত্রী ড: রাজ্জাক, উনাকে দিয়ে দেখা যেতে পারে।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

ফটিকলাল বলেছেন: ধন্যবাদ আপনার উত্তরের জন্য

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



ওয়াজ আমাদের জাতিকে কোনভাবে সাহায্য করে, নাকি ভুল ধারণা দেয়?

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: গত ২৪ এপ্রিল এর এক পোস্টে বলেছিলাম

"সরকার অনেক হাজার কোটি টাকা প্রনোদনা প্যাকেজ দিচ্ছে...আমার মতে তার কিছু অংশ এখনই বায়োটেক কোম্পানি কে (সিংগাপুরের মত) ভাড়া করা উচিত যাতে সেইম টেকনোলজি (যেটা পেটেন্টে করা খুব ই কঠিন যেহেতু স্পাইক প্রোটিনের ডিএনএ সিকোয়েন্স সবার জন্য উন্মুক্ত) ইউজ করে বড় মাত্রায় শুধু বাংলাদেশের জন্য ভ্যাকসিন উৎপাদনে যাওয়া।"
Corona vaccine

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



সরকার কেন যে "রেসকিউ প্যাকেজ" দিয়েছে সেটা বুঝা মুশকিল, এক্সপোর্ট বন্ধ হয়েছে বিদেশী বাজার বন্ধ থাকায়। টিকার জন্য ১ পয়সাও সরকার ব্যয় করেনি।
সঠিক, ইউরোপের কোন বাইও ম্যানুফকচারিং ভাড়া করে, চুক্তির মাধ্যমে যে কোন একটা ভ্যাকসিন উৎপন্ন করলে সময় ও পয়সা বাঁচানো যেতো।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা গৃহবধু হলেও বাবার রাজনীতি দেখে দেখেই বড় হয়েছেন।
শেখ হাসিনার চিকন বুদ্ধি। উনার স্টাইল হলো- সাপ মরবে লাঠি ভাঙ্গবে না।

সমস্ত রাজনীতিবিদদের যে পরিমান বুদ্ধি উনার একা সেই বুদ্ধি আছে।
আর উনি সব কিছুতে উনার বাবার নাম আছেন কারন- আনা উচিত। উনাকে ছাড়া গতি নাই বাঙ্গালীদের।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার একটা গুণ ছিলো ইন্দিরা গান্ধীকে বুঝা।

ইন্দিরা উনাকে মিলিটারী থেকে দেশ ফেরত নেয়াটা ঠিক মতো শিখাতে পেরেছিলেন, দেশ চালনা শিখানোর সুযোগ পাননি।

শেখ সাহেব ভালো অপ্রেয়োজনীয় মানুষ ছিলেন; শিক্ষা, চাকুরী ও বেকারত্ব নিয়ে উনার কোন ধারণা ছিলো না।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯

ফটিকলাল বলেছেন: ওয়াজ নিয়েও তো আলেমরা দ্বিধাবিভক্ত। অনেকেই এটা বিদায়াত বলে রায় দেয়। আমার মতে এটা ধর্মীয় আচার যাতে করে মানুষের মনে প্রশান্তি আসে। পরলৌকিক জগত সম্পর্কে তারা আরেকটু ভাবনার মশগুল হয়

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


ধর্ম ভুলের উপর প্রতিষ্ঠিত; ২ জন মানুষ একই ভুল করতে পারে না, তারা আলাদা আলাদা ভুল করে, সেটাই ওয়াজ

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

কথক আরমান বলেছেন: শেখ হাসিনা না থাকলে আওয়ামীলীগ বিলুপ্ত হয়ে যেতে পারে,জামায়াত ভাইবের লোকে দেশ এখন পরিপূর্ণ যথাযথ নির্বাচন হলে আওয়ামীলীগ নিশ্চিত ভাবে গো হারা হারবে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ যা করেছে, তারা ভোট পাবে না; তবে, জামাত বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪

রানার ব্লগ বলেছেন: সমস্যা কি না জানি না কিন্তু তিনি এই দুটি কে সুন্দর ভাবে নিজের প্রয়োজনমত ব্যাবহার করবেন, তিনি যথেস্ট বুদ্ধিমতি একজন, রাষ্ট্রনায়ক !!!

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



মানুষের ও দেশের অবস্হা দেখে উনাকে রাষ্ট্রনায়ক বলা কঠিন।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার একটা গুণ ছিলো ইন্দিরা গান্ধীকে বুঝা।
ইন্দিরা উনাকে মিলিটারী থেকে দেশ ফেরত নেয়াটা ঠিক মতো শিখাতে পেরেছিলেন, দেশ চালনা শিখানোর সুযোগ পাননি।
শেখ সাহেব ভালো অপ্রেয়োজনীয় মানুষ ছিলেন; শিক্ষা, চাকুরী ও বেকারত্ব নিয়ে উনার কোন ধারণা ছিলো না।

ইন্দিরা গান্ধী আমাদের জন্য অনেক করেছেন। বুদ্ধিমান ছিলেন ইন্দ্রিরা।
ইন্দিরা তাজ উদ্দীন আহমেদকে খুব পছন্দ করতেন। যুদ্ধের সময় তাজ উদ্দিন যা বলেছেন, তিনি মেনে নিয়েছেন।
যুদ্ধের পর শেখ সাহেব নিজের ইচ্ছা মতো কাজ শুরু করেছিলেন, কিন্তু তার কাছের লোকেরা তাকে সামনের দিকে এগুতে দেন নি। তবে কৃষিতে উন্নতি করার জন্য ভালো ভালো কাজ হাতে নিয়েছিলেন।


০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব কিছুতেই হাত দেননি; উনি উনার চাকুরীরা নিয়ে আরামে বসে বকবক করে সময় কাটায়েছেন।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: টিকাতে কোন মাথা-ব্যাথা নাই। য দেশে মরছে তা এমনেও মরতো। এরচে বেশী মানুষ প্রতিদিন বাংলাদেশে অপঘাতে মারা যায়। কিন্তু হেফাজত দেশের বড় একটা প্রবলেম। এদের গোড়া অনেক গভীরে। শেখ হাসিনা তার এই জীবনে আর এসবের সমাধান করতে পারবেন না, সেটা নিশ্চিত। দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে ৫০ বছর অপেক্ষার পর হয়তো আরেকটা ফ্রেশ জেনারেশন পাওয়া যেতে পারে। যেই হেফাজত এখন আছে এদের সকাল-বিকাল পিডানির উপর রাখতে হবে।

আমার বুঝে আসেনা যে ভাস্কর্যটাই বা এখন কি এমন দরকারী বিষয় হয়ে দাঁড়ালো, এইটা না হইলে কি আওয়ামীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এমন কিছু। একটা অপ্রয়োজনীয়, ফালতু বিষয় নিয়ে হেফাজত-লীগ অহেতুক দ্বন্দ তৈরি করতেছে। আমরা আম জনতা পাডা-পুতার পিষাপিষির মধ্যে পড়ছি।

০৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এরা এক ধরণের কলোনিয়েল শক্তি। হেফাজত ইত্যাদি হচ্ছে অশিক্ষার ফসল, আগাছা।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের জন্য ব্রাজিল ও ভারতের মতো দেশে প্রচুর লোক করোনায় মারা গেছে। বাংলাদেশে এই শীতের মৌসুমে প্রচুর লোকের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনার হেফাজতের মতো ব্যাকডেটেড কিছু গোষ্ঠীকে মোটেই পাত্তা না দিয়ে কিভাবে অগ্রাধিকার ভিত্তিতে টিকা জোগাড় করা যায় তা নিয়ে ভাবা উচিত।

টিকা কোনো সমস্যা না, দেশে কিছু মানুষ মরলে কিছু হয় না, ভ্যাক্সিনের জন্য সারা বছর পড়ে আছে - আপনার পোস্টে কিছু দলকানার মগজহীন মন্তব্য পড়ে হতভম্ব হয়ে গেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আছে দলকানা, ব্লগের বাইরে "বিশুদ্ধ কানাদের" বসবাস।

শেখ হাসিনা কি করছেন, কি করবেন, কোনদিনও মানুষকে জানাবেন না, মানুষকে নিজের দায়িত্বে চলতে হবে।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পূর্বের মন্তব্যে টাইপ ছিল, ব্যাকডেটেড নয় 'আউটডেটেড কিছু গোষ্ঠী' হবে |

শেখ হাসিনা বিএনপিকে রুখতে গিয়ে এই সব আউটডেটেড দলগুলোকে পাত্তা দিয়ে মাথায় তুলে ফেলেছেন | দেশে সুস্থ রাজনীতি না থাকলে এই সব অশুভ শক্তি এমনিতেই মাথা চাড়া দিয়ে উঠে | এখন এই দুর্যোগকালে ওগুলোকে পাত্তা না দিয়ে করোনা সংক্রমণে সর্বশক্তি নিয়োগ করা দেশের বৃহত্তর স্বার্থেই প্রয়োজন |

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



ইসলামিক দলগুলো মানবতা বিরোধী, শেখ হাসিনা জনতা-বিরোধী।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯

নতুন নকিব বলেছেন:



লেখক বলেছেন:


ধর্ম ভুলের উপর প্রতিষ্ঠিত; ২ জন মানুষ একই ভুল করতে পারে না, তারা আলাদা আলাদা ভুল করে, সেটাই ওয়াজ


-ধর্ম সম্পর্কে আপনি যে মূল্যায়ন করলেন তা কি বুঝেসুঝে করেছেন? না কি, নিজেই ভুলের জগতে বাস করেন বলে যাচ্ছে তাই বকে যাচ্ছেন?

ধর্ম সম্পর্কে আপনার এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:




আপনার পোষ্টগুলো প্রমাণ করে যে, আপনি গুহায় বসবাস করছেন।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

আমি সাজিদ বলেছেন: স্বামীজীর ১৭ নম্বর কমেন্টের সাথে একমত। গাজী সাহেব আমি তো বলবো আপনি যেমন দেশ জাতি স্বাধীনতা নিয়ে হাজার মাইল দূরে বসে চিন্তা করেন, দেশে বসে অনেকেই সে চিন্তা করেন না। এই ডিসেম্বর মাসে আপনার কাছ থেকে যুদ্ধকালীন সময়ের কথা পড়তে চাই। একটা সিরিজ লেখার জন্য অনুরোধ রেখে গেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



যুদ্ধকালীন কিছু আমি লিখিনি কোন সময়ে, যু্দ্ধ নিয়ে আমার যেই অভিজ্ঞতা উহা আমাকে কষ্ট দেয়, যুদ্ধের কথা লিখতে গেলে আমি শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের উপর ক্ষেপে যাই, সেইজন্য লেখা হয়ে উঠে না।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেনঃ শেখ সাহেব কিছুতেই হাত দেননি; উনি উনার চাকুরীরা নিয়ে আরামে বসে বকবক করে সময় কাটায়েছেন।

মুক্তিযুদ্ধের পরে, ৭৫ পর্যন্ত শেখ মুজিবের ভাষন গুলো শুনেছেন?

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



মুজিব মানেই ভাষন, ভাষন মানেই মুজিব; মুজিব মানেই রিলিফ, ও রিলিফের মালামাল চুরির ভাষন; জাতি যে কাজ করার কথা ছিলো, উনার যে কাজ করার কথা ছিলো, সেটা তিনি বুঝতেন না।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: শেখ হাসিনার জন্য কোন কিছুই সমস্যা নয়। শেখ হাসিনার নিকট সকল কিছুর যথাযথ দাওয়াই আছে ।যথা সময়ে সে সঠিক ঔষধ প্রয়োগ করে বা করবে । এখন শুধু দেখতেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



তিনি জাতিকে ঔষধের মাঝে রেখেছেন, নকল ঔষধ।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে কুষ্টিয়াতে শেখ মুজিবের নির্মানাধীন এক ভাস্কর্য কে বা কারা ভেঙ্গে ফেলেছে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



কারণ ভাংগাটা সহজ।

শেখ হাসিনার ভুলগুলো আমাদেরকে ইয়েমেন হতে সাহায্য করবে।

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: ব্লগে অনেকদিন ধরে নুরু সাহেবকে দেখছি না?
কোথায় গেলেন??
করোনা হলো নাকি ???

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:



করোনা হ্ওয়ার কথা নয়, উনি বেশ সতর্ক মানুষ।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.