নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রিজার্ভ থেকে টিকা কেনা সম্ভব। (সাময়িক )

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১



আমাদের আমদানী/রপ্তানী পরিমাণ অনুসারে আমাদের দেশের রিজার্ভ মোটামুটি ৩০ বিলিয়ন ডলারের মতো হলেই চলে; এখন আমাদের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের আশেপাশে আছে, মনে হয়। ১৬ কোটী (শিশুদের বাদ দিয়ে) মানুষের জন্য ১০ ডলার করে ফাইজারের টিকা কিনলে ২.৮ বিলিয়ন ডলার ব্যয় হবে; যদি ৩য় বিশ্ব হিসেবে নেগোসিয়েশন করে দাম কমাতে পারে, আরো কম খরচে কিনতে পারে।

কিন্তু সরকার কি করছে, শেখ হাসিনা ও কয়েকজন মানুষ ছাড়া বাকীরা কেহ কিছু জানার কথা নয়; সরকারের লোকেরা শেখ হাসিনাকে অবশ্যই "ফ্রি টিকা"র দিকে নিয়ে যাবে; আগামী বছরের শেষের দিকে ফ্রি টিকা পাওয়া যাবার সম্ভাবনা আছে। অবশ্য সরকারী কর্মকর্তারা নিজেদের প্রাণের ভয়েও থাকার কথা; তবে, উনাদের ভাবনা কোন সময় লজিক্যাল হওয়ার সম্ভাবনা নেই, মানে উনারা কি করবেন কেহ বলতে পারবেন না।

আবার প্রাইম মিনিষ্টার চাইলে, উনার অধীনে একটা "টিকা ফান্ড" করে, দেশের সবাইকে নিজের ক্ষমতানুসারে টাকা দান করতে বললে, সহজেই প্রয়োজনীয় টাকা এসে যাবে; প্রশাসন ও উনার দলের লোকেরা উনাকে খুশী করার জন্য প্রচুর দান করার সম্ভাবনা আছে। তা'ছাড়া উনি প্রত্যেককে কমপক্ষে ১০০ টাকা দেয়ার জন্য অনুরোধ করলে ভিক্ষুকেরাও দেয়ার চেষ্টা করবে।

এখন সরকারের সিদ্ধান্ত তারা কি করতে চায়, সরকারের টাকা আছে, মানুষ টাকা দিতে প্রস্তুত আছে।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩

ফটিকলাল বলেছেন: উন্মুক্তভাবে টিকা বিতরন করলেও কি সবাই পাবে? দুর্নীতি হবে না?

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে মানুষ বিসমিল্লাহ পড়ে চুরি করে; ফলে, দুর্নীতি করা সম্ভব; তবে, সরকার যদি ফ্রি টিকা দেয়, ও নির্দেশ দেয় যে, কেহকে টাকা দিতে হবে না, দুর্নীতি করার সুযোগ থাকবে না।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জানিনা শেষ পযন্ত কবে নাগাত আমরা এই টিকা দেখতে পারবো। :)

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



সরকার যদি না কিনে ফ্রি পেতে চায়, আগামী বছরের শেষ দিকে বাংলাদেশ পেতে পারে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অনেকদিন দেখা যায়নি ব্লগে! ভালো আছেন তো?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

শাহ আজিজ বলেছেন: বড় প্রতিষ্ঠান আর সরকার গোলযোগ লেগে যাবে । আমরা ক্যাশে কিনতে চাই কিন্তু ভারতীয় টিকা নয় , ইউ এস চাই , মডার্না অর ফাইজার ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



শীঘ্রই অক্সফোর্ডের টিকার উন্নয়ন সম্ভব হবে; যদি তারা আগামী ৪/৫ মাসের ভেতর নতুন করে ইমপ্রুভ করতে না পারে, সেটার চাহিদা থাকবে না।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: আসলে সরকার জমানো টাকায় হাত দিতে চাচ্ছে না। সেই টাকা অন্য জরুরী কাজে লাগানো হবে।
সরকার হয়তো ভাবছে, কেউ না কেউ আমাদের সাহায্য করবে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



টিকা কেনার চেয়ে জরুরী কাজ আর নেই; এটর্নি জেনারেল একজন দামী মানুষ ছিলেন; প্রতিট মানুষের দাম নিজের পরিবারের কাছে এটর্নী জেনারেলের দাম থেকে বেশী।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৩

কলাবাগান১ বলেছেন: কিনতে চাইলেই কি কিনতে পারা যাবে...সব দেশই চাচ্ছে মর্ডানা/ফাইজার এর টিকা কিন্তু সাপ্লাই তো অপরিসীম না......

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, জাপান, জার্মনী, ব্রাজিলে কমপক্ষে ৩৩% মানুষ টিকা নেবে না; ২০২১ এর মাঝামাঝি অনেকেই ম্যানুফেকচারিং রাইট পাবে।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবার আগে প্রয়োজন আমেরিকা, ব্রাজিল ,ভারতের ও বৃটেনের।পর্যায় ক্রমে বাকি বিশ্বের ।বাংলাদেশ পরে পেলেও সমস্যা নেই।মৃত্যু হার অনেক কম।
বাংলাদেশ চেষ্টা করছে টেকনোলজি নিয়ে নিজে বানানোর ।তাতে খরচ অনেক কম হবে।শেখ হাসিনার কথায় এটাই বুঝা গেল।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



যেহেতু আপনি বাংলাদেশে নেই, মৃত্যুর হার এখন আর বিষয় নয়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার জমানো টাকাগুলো জাতির জন্য খরচ হয়ে যাচ্ছে; রিলিফ নিতে নিতে বেকুব হয়ে গেছে উনি।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: ৭ কোটি বাংগালির ৭ কোটি কম্বল আমার কম্বল কৈ?
শেখ সাহেব পেয়েচিলেন চোরের খনি,
শেখ হাসিনা পেয়েছেন- কসাই এর খনি।
এরা মানুষের গলা কেটে হলে ও টাকা খাবে।

আমলা- রাজনৈতিকরা ডিমে তা দিতাসে- কে কত টাকা মারবো।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে এক সময় রয়েল বেংগলও ভয় পেতো, এখন আমলারা উনাকে আপা ডাকে।
উনার বুদ্ধিহীনতার জন্য মুক্তিযু্দ্ধের পক্ষের লোকেরা ভয়ংকর বিপদে পড়তে পারে।

০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



টেষ্ট কমেন্ট

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:


মানসম্পন্ন টিকা আমদানীর জন্য সঠিক দিকনির্দেশনা
সাথে টিকার রক্ষনাবেক্ষন, বিতরণ ও টিকাদানের জন্য
কড়াকড়ি বিধি নিষেধ দিয়ে বেসরকারী খাতে
টিকা আমদানীর অনুমোদন দিয়ে দিলে
টিকার জন্য প্রয়োজনীয় অর্থ ভুতে
যোগাবে , রিজার্জ হতে কোন অর্থ ব্যয়ের
প্রয়োজন হবেনা । তবে সঠিক মানের টিকা
না আনলে ও এর রক্ষনাবেক্ষন , বিতরণ ও
প্রয়োগে কোন অনিয়ম এবং অহেতুকভাবে
নানা ফন্দিফিকিরে টিকার গলাকাটা দাম
নির্ধারণ করা হলে দ্রুততম আদালতে দায়ী
সরকারী কর্মকর্তাদেরকে দৃষ্টান্তমুলক কঠোর
শাস্তি প্রদানের বিধান রাখতে হবে । তাহলে
স্বল্প সময়েই টিকায় বাংলাদেশ সয়লাব হয়ে
যেতে পারে ।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


এগুলো সরকারের হাতে রাখতে হবে, না হয়, টিকার নামে কি দিবে কোনদিন জানা যাবে না। আমেরিকার মতো দেশে এগুলো সরকারের ও হাসপাতালগুলোর কন্ট্রোলে থাকছে।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই সুযোগে দরবেশকে তার বেক্সিমকোর মাধ্যমে ব্যবসার করার সুযোগ করে দিয়েছে ক্ষমতাশীনরা।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০

চাঁদগাজী বলেছেন:




মগজের দিক থেকে শেখ হাসিনা ও সরকারের লোকেরা আফ্রিকানদের মতো, এরাকোন কিছুই ঠিক মতো করে না।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার শেষ প্যারার সাথে সহমত জানাচ্ছি।

তবে বিজনেস মোগলদের প্রাপ্তির পাল্লাই ভারী। জনগন অসহায়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



সরকারী চাকুরী পেলে মানুষের সুবুদ্ধি লোপ পায়।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কি মনে হয়? সরকার কি করবে?

সরকারী হিসেবে করোনায় প্রতি দিন যে কজন মানুষ মারা যায় তারচেয়ে অনেক বেশী মানুষ মারা যায় সড়ক দূঘটনায়।
করোনা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার কি আছে আমাদের?

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



ভাইরাস বিশ্বব্যাপী জীবনধারাকে ব্যাহত করেছে, চাকুরী চলে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, মানুষের আয় নেই, মানুষ পরিবারের খরচ চালাতে পারছেন না; তাই, শুধু মৃত্যুর হার, কম বেশী দিয়ে ইহাকে মাপা যাবে না; স্বাভাবিক জীবনে ফিরতে করোনা নিয়ে বিশ্ব সর্বশক্তি নিয়োগ করেছে, শুধু বেকুব জাতিগুলো সঠিক পদক্ষেপ নিচ্ছে না; কারণ, তারা স্বাভাবিক জীবন বলতে কিছু বুঝে না।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের তাহলে কোন পদের জাতীতে ফেলবেন?
আপনার কি মনে হয়? সরকার কি করবে এখন?

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



উদ্দেশ্যহীন জাতি; মানুষ নিজ পরিবারকে নিয়ে ব্যস্ত, জাতি ব্যাপারটা বাংগালীরা বুঝে না।
শেখ হাসিনা দেশের জন্য নতুন কিছুই করছেন না, মেইনটেন্যান্স করে যাচ্ছেন।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

রানার ব্লগ বলেছেন: পৃথিবীব্যাপি টিকা ফ্রি করা উচিৎ

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



সারা বিশ্বে টিকা ফ্রি থাকার কথা; সর দেশের সরকার ইহার কিনতেছে।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

ফটিকলাল বলেছেন: আপনাদের ওদিকে কি টিকাদান শুরু হয়েছে? এগুলো কি সবাই ফ্রি পাবে?

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


টিকা ফ্রি, তারপরও সবাই নেবে না।

১১ তারিখ ১ম টিকা দেয়ার সম্ভাবনা।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ফটিকলাল বলেছেন: আমাদের মনে হয় সামনের বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাও বুঝতে পারছি না যেটা পাবো সেটা আদৌ কাজ করবে কিনা

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকারে কাজ করছে রাখাল বালকেরা; কমপক্ষে এই গুরুত্বপুর্ণ ব্যাপারে মানুষকে দরকারী ইনফরমেশন কেন তারা দিতে পারে না, বুঝা মুশকিল।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশে যেটা হবার সম্ভাবনা সেটা হচ্ছে ভিয়াইপিরা সবাই বিদেশের হাসপাতালে গিয়ে ভাইজারের টিকা দিয়ে আসবে। দেশের জনগনের জন্য সিরামের অক্সফোর্ড ভ্যকসিন ছাড়াও ভারতীয় আর যে কয়টি কোম্পানি টিকা প্রস্তুত করেছে সেগুলো ব্যবহ্রত হবে।
তবে অনেকেই এই টিকা নেবে না। ফাইজার তার প্রথম দফায় টিকা বানিজ্য শেষ হলে পরে একসময় হয়ত টিকার ফর্মুলা উন্মুক্ত করে দেবে তখন দেশীয় ফার্মাসিউটিকাল্গুলোই টিকা প্রস্তুত করবে। বাংলাদেশের মানুষকে সেটার অপেক্ষাতেই থাকার ইঙ্গিত দিয়েছে সরকার।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



আমরা এটাসেটা ভাবছি, বলছি; শেখ হাসিনা কিছু বললেই হতো; '৯০ সালের দিকে উনার বকবকিতে বাঁচা যেতো না, এখন কথাই বলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.