নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা টিকা অনুমোদন করেছে, সমস্যা সহসা কোথায়ও যাচ্ছে না।

১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৭



বৃটেনের ৭ দিন পর, আজ আমেরিকান ড্রাগ এডমিনিষ্ট্রেশন ফাইজার/বিওনটেক ভ্যাকসিন অনুমোদন করেছে; আমেরিকা ৭ দিন পেছনে পড়ার কারণ, ট্রাম্পের গন্ডগোল; আগামীকাল থেকে যদি টিকা দেয়া শুরু করে, ইহার ফলাফল দেখতে কমপক্ষে ২ মাস সময় লেগে যাবে। আমেরিকা ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনেছে ফাইজার থেকে; এতে ৫০ মিলিয়ন মানুষ (জনপ্রতি ২ ডোজ ) ৩সপ্তাহের মাঝে ভ্যাকসিন নেয়ার কথা।

আমেরিকার বড় সমস্যা হতে পারে, শতকরা ৩০ ভাগ মানুষ টিকা না নেয়ার সম্ভাবনা আছে; এদের একাংশ হবে ট্রাম্পের অন্ধ অনুসারী ও অন্ধ ধর্মীয়রা; এরপর হচ্ছে, ইহুদীদের একটা অংশ। আমেরিকাকে কমপক্ষে আরো ৪০০ মিলিয়ন ডোজ কিনতে হবে।

বাংলাদেশ হয়তো ফাইজারের টিকা ২০২১ সালে পাবে না; কিনতে চাইলেও না পাবার সম্ভাবনা আছে; মনে হয়, আমেরিকা, ইউরোপ, জাপান, অষ্ট্রেলিয়াকে দেয়ার পর, বাংলাদেশ বা অন্য গরীব দেশগুলোকে ২০২১ সালের মাঝে টিকা সরবরাহ করা ফাইজারের পক্ষে সম্ভব হবে না। তবে, এসব দেশ দরকারের বেশী কেনার জন্য চুক্তি করেছে। এদের অনেকেই নিজেদের টিকা থেকে কিছু টিকা বিশ্ব স্বাস্হ্য সংস্হাকে দিবে; সেই ক্ষেত্রে বাংলাদেশ ও অন্যান্য ৩য় বিশ্বের দেশ কিছু পরিমাণ টিকা পেতে পারে।

শেখ হাসিনার সরকার ফাইজার, কিংবা মডের্নার টিকার জন্য চুক্তি করেছে বলে মনে হয় না; ইহা মারাত্মক ভুল। শুরু থেকে সরকার করোনা নিয়ে সঠিক পদক্ষেপ নিলে টিকা কেনার দরকার হতো না; কমপক্ষে, জাতির ২ বিলিয়ন ডলার বেঁচে যেতো; সেই টাকাগুলো চাকুরী সৃষ্টি বা শিক্ষার জন্য ব্যয় করতে পারতো; এখব বেকুবীর সেলামী দেবে, কিংবা ভিক্ষা করে বেড়াবে।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

আমি সাজিদ বলেছেন: এই লেখার সাথে ভাল্লুক পরিবারের ছবি কেমনে যায়?

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



ভালুক হলো, সামনে বিপদের চিহ্ন, অর্থনীতি নীচের দিকে যাবে।

২| ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১

শাহ আজিজ বলেছেন: গেলো পরশু এই বিষয়ে দেখাচ্ছিল টি ভি তে । ক্যাশ ডিসপোজালে বাংলাদেশের মাত্র ৯% ক্ষমতা আছে টিকা কেনার যেখানে সবচে উচুতে কানাডা ৫৩%। অর্থাৎ কানাডার জনসংখ্যার তিন গুন টিকা কিনতে পারে তারা । ডঃ ইউনুস অনলাইনে চমৎকার বলছিলেন যে সব দেশের প্রয়োজনীয় ব্যাক্তি বর্গকে আগে টিকা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে যেমন স্বাস্থ্য কর্মী , পরিবেশ কর্মী , বিমান কর্মী , পুলিশ ইত্যাদি । সমীক্ষা বলছে বাংলাদেশ ২০২১ সালেও টিকা পাবেনা । বাইডেন ১০০ দিনে ১০০ মিলিয়ন টিকার প্রতিশ্রুতি দিয়েছেন , শুনলাম তার মুখেই ।

আপনি টিকা নিচ্ছেন কবে ?

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি শুরুতে টিকা নেবো না; আমি সামান্য অসুস্হ, টিকা খারাপ করবে কিনা, আমি জানি না; ডাক্তারের সাথে কথা বলতে হবে।

আপনাকে ১ পোষ্টে আমি প্রশ্ন করেছিলাম, বাংলাদেশ যদি টিকা কেনে কত খরচ হবে? আপনি উত্তর দেনননি। ক্যাশ ডিসপোজেলে ৯% ক্ষমতা মানে কি?

বাংলাদেশের সবার জন্য যদি কিনে, ১৪০ মিলিয়নের (১৬ বছরের নীচেরগুলোর জন্য টিকা নেই, সাড়ে ৪ কোটী শিশু/কিশোর ) জন্য ২ ডোজ করে কিনলে, এবং ডোজ ১০ ডলার হলে, ২.৮ বিলিয়ন ডলার খরচ হবে; টাকা আছে জাতির কাছে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশ সরকার ফাইজারের ভ্যকসিন আনবে না। কিন্ত বেসরকারী উদ্যোগে আনানোর জন্য অনুমোদন দেয়ার প্রয়োজন। খুব শীঘ্রই হয়ত সেটা হবে। দেশের উচ্চপদস্থরা নিজেদের তাগিদেই সেটা করবে। অর্থনীতির চাকা সচল করতে , শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে যত দ্রুত সম্ভব টিকার ব্যবস্থা করতে হবে। বেসরকারী উদোক্তাদেরই এগিয়ে আসতে হবে। সামর্থবানদের নিজেদের টিকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:



টিকা কিভাবে বেসরকারীভাবে আনবে? উহারা কি নিয়ে আসবে?

৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

শূন্য সারমর্ম বলেছেন: এইদেশে ফাইজার আসবে না। কিছুদিন পর দেশের ৮০% জনগন বলতে শুরু করবে, টাকা দিয়া কিসের টিকা। ফ্রী দিলে দিবে, না হলে নাই।

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



টিকা কিনতে হবে জাতির টাকায়; ফ্রি মানে কি?

৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: গরিব দেশগুলা প্রথমদিকে কতটুকু ভ্যাক্সিন পাবে তা সন্দেহ জনক কারণ যেহারে ধনীদেশগুলা ভ্যাক্সিন মজুদ করছে। আবার ওইদিকে অক্সফোর্ড মনে হয় তাদের বেশিরভাগ ভ্যাক্সিন গরিবদেশে সাপ্লাই করবে আর ভ্যাক্সিনের দামও কম ($3 and $5 পার ডোজ)। তাই বাংলাদেশ সহ অনেক দেশ অক্সফোর্ডের ভ্যাক্সিন কেনার জন্য অপেক্ষা করবে। যদিও সরকারের কাছ থেকে কিছুই শোনি নি। টেম্পারেচার আরেকটা ফ্যক্টর। ফাইজার দেশে এনে লাভ নেই। স্টোর করে রাখবে কোথায়? মডার্না হয়তো রাখা যেতে পারে। অক্সফোর্ডের ভ্যাক্সিন স্টোর করে রাখা আশা করি সমস্যা না। আসছে বছর নতুন নতুন কোম্পানি সফল হবে, কম্পিটিশন বাড়বে, সাপ্লাই বাড়বে, দাম হয়তো কমবে। দেখা যাক কি হয়!

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



তা ঠিক, ফাইজার কেনার দরকার নেই, এবং সময়ও নেই মনে হয়; অক্সফোর্ড ইমপ্রুভড হবে নিশ্চয় আগামী কয়েক মাসে, এবং আরো নতুন টিকা আসবে।

সরকার টিকার ব্যাপারে কি করছে, শেখ হাসিনার উচিত প্রতি সপ্তাহে মানুষকে জানানো।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

শাহ আজিজ বলেছেন: ৯% নগদ প্রদানের ক্ষমতা ।


৪৫০ টাকা আনুমানিক ।

১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



৪০ বিলিয়ন ডলারের বেশী রিজার্ভ আছে, উহা জাতির টাকা; এত বড় রিজার্ভের দরকার নেই। বেকারের দেশে দরকারের চেয়ে বেশী রিজার্ভ রাখা ভয়ংকর অন্যায়।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টিকা যদি টাকা দিয়ে কিনতে হয়,বেশিরভাগ মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে টিকা নিতে।
বেসরকারি পর্যায়ে আমদানি করে সমাজের একটা অংশ হয়তো টিকা নেয়ার আয়োজন করে ফেলবে কিন্তু ব্যপক জনগনের পেতে বিলম্বই হবে।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



মানুষের টাকাই তো রিজার্ভে আছে, নাকি ওগুলো শেখ হাসিনার টাকা।

শেখ হাসিনার উচিত একটা 'টিকা ফান্ড' করা, যে চায় সে দান করবে।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫

বিজন রয় বলেছেন: গরীব দেশে গরীব চিন্তা ভাবনা।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ইতিহাসে বাংলার হবুচন্দ্র হিসেবে পরিচিতি পাবেন।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভালো ভালো কোম্পানীর টিকা আসবে। হয়তো কিছুটা সময় নিবে তবে টিকা আসবে। ফাইজার, রোচে, সেনডোজ, নোভারতিস, জিএসকে সবাই কাজ করছেন। সরকার টিকা নিয়ে বেশ ঝামেলায় আছেন তাই হয়তো হেফাজত দিয়ে দেশের মানুষ ব্যস্ত রাখছেন।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বয়স হয়েছে, প্রতিটি দিন হিসেব করার দরকার; মানুষের টাকা উনি মানুষের জন্য খরচ করতে পারছেন না, উনার মগজ কাজ করছে না।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫২

বিজন রয় বলেছেন: পদ্মা সেতুর সবকটি স্প্যান লাগিয়ে এমন করছে যেন বাংলাদেশ চীনের আগেই চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


শীঘ্রই শেখ হাসিনা চীনা ভাষায় কথা বলার শুরু করবেন; উনি মনে হয়, খাঁটি বাংগালী নন।

১১| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: ভালুক হলো, সামনে বিপদের চিহ্ন, ..... এটা কিভাবে? কে এই মতবাদের আবিস্কারক?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি নিজেই, তবে ষ্টক-মার্কেটে "বেয়ার মার্কেট" শব্দটা চালু আছে।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

জিকোব্লগ বলেছেন:



চাঁদগাজী, আমেরিকা নিয়ে যে এতো লম্ফো জম্ফো করেন,
এতো দালালি করেন, এতো পদলেহন করেন; আমেরিকা
কি দয়া করে আপনাকে ওই দেশের নাগরিকত্ব দিয়েছে,
নাকি সেটিও আপনার কপালে এখনো জোটে নি?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



আমি তো আমেরিকান নই; আমি আমেরিকাকে কিছুটা বুঝি; আপনি বাংলাদেশকে বুঝেন না, আপনি নিজকেও সন্মান করেন না।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: টিকা নিয়ে আমাদের সরকার স্পষ্ট করে কিছু বলছে না।
আজ আমার আব্বা মারা গেলো। দ্রুত কিছু ব্যবস্থা না করলে আরো অনেকের আব্বা মারা যেতে পারে।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্য ও আপনার পরিবারের জন্য শুভ কামনা রলো।

টিকা কেনার টাকা জাতির রিজার্ভে আছে, সরকার পাগলামী করে বেড়াচ্ছে।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৪

জিকোব্লগ বলেছেন:



চাঁদগাজী, আপনি তো বঙ্গবন্ধুকে অসম্মান করেন,
দেশের প্রধানমন্ত্রীর অসম্মান করেন। আমেরিকা
আমেরিকা করে দেশকে ছোট করেন। আপাতঃ
দৃষ্টিতে দেশ প্রেম দেখিয়ে চোখে ধুলো দেওয়ার
চেষ্টা করলেও প্রকৃতপক্ষে আপনি দেশকে প্রতি -
নিয়ত ছোট করেন। দেশ প্রেম থাকবে কোথায় !
আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটাই তো জাল।

১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাকে মুক্তিযু্দ্ধের আসল সার্টিফিকেট তো আপনার দেয়ার কথা! আপনার বড় গুণ হলো, ভাবনাশক্তিটা খাট।

১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি কয়েকদিন আছেন ব্লগে, পোষ্টে পোষ্টে ঘুরবেন, ম্যাঁওপ্যাঁও মন্তব্য করবেন; তারপর নিজেই ক্লান্ত হয়ে যাবেন, এখানে আপনার মতো মানুষের জন্য কিছু নেই।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৮

সোহানী বলেছেন: আপনার পোস্ট পড়ে কতক্ষন হাসলাম।

চাঁদগাজি ভাই, আমরা হলাম অসম্ভবকে সম্ভব করার জাতি। টিকা দিলেও আছি না দিলেও আছি। আমরা ঠিকই তেলাপোকার মতো বেচেঁ থাকবো। কিন্তু সমস্যা হলো তেলাপোকার মতো মানুষগুলো বেচেঁ থাকবে কিন্তু সিংহের মতো মানুষগুলো মরে যাবে।

আর ওই একজন রফিকুন্নবী ছাড়া টোকাইদেরকে নিয়ে কেউ কি কখনো ভেবেছে? আর শিক্ষিত বেকারদেরকে নিয়ে ভাবার মতো এজন মানুষকেও পেলাম না। অনেকক্ষন ধরে স্মৃতি হাতড়ালাম।

১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি আপনার ক্লাশমেটদের কথা ভেবে দেখেন, কেহ কি অন্যের জন্য কিছু করার মতো ছিলেন?

বাংলাদেশের যারা সরকারী চাকুরী করে, ওরা বসে থেকে থেকে অনেকটা বুদ্ধিহীন হয়ে যায়।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪০

জিকোব্লগ বলেছেন:



চাঁদগাজী,
এই গুলো আপনার বস্তাপচা পুরান ডায়ালগ।
এই গুলো আর পাবলিকে খায় না। মস্তিষ্কের
ব্যারাম না থাকলে, নতুন কিছু আমদানি করেন।

১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি তো এখনো লেখেননি, আপনার লেখা হয়তো ভালোও হতে পারে; না লিখলে, ব্লগে আপনারর আনন্দ ভ্রমণ তো একদিন শেষ হয়ে যাবে; মন্তব্যের জন্য আপনাকে কেহ মনে রাখবেন, আমার মনে হয় না!

১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



কবিতা মবিতা কিছু একটা চেষ্টা করে দেখেন, মাছির মতো পোষ্টে পোষ্টে কয়দিন ঘুরবেন?

১৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪১

হাসান ইমরান বলেছেন: ফাইজার বা মডার্নার ভ্যাকসিন বাংলাদেশ এপোর্ড করতে পারবে না।
ফাইজার এর ভ্যাকসিন -৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। যেটা বাংলাদেশে প্রায় অসম্ভব ।

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার কি করবে বলা মুশকিল; মানুষকে সঠিক প্ল্যান জানায়নি। মডের্না টিকা সংরক্ষণ সহজ।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: টিকা কেনার টাকা জাতির রিজার্ভে আছে, সরকার পাগলামী করে বেড়াচ্ছে।

জনগনের টাকাকে সরকার মনে করে নিজের টাকা। সমস্যা এইখানেই।
এই দেশটা সবার। অথচ রাজনীতিবিদরা মনে করেন, এই দেশটা শুধু তাদের। আমাদের দয়া করে থাকতে দিয়েছেন।

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



মানুষ শেখ সাহেবের উপর ভরসা করেছিলো, মানুষ আশাহত হয়েছেন; মানুষ শেখ হাসিনার উপরও আশাহত হয়েছেন।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪১

কালো যাদুকর বলেছেন: টিকা যত তাড়াতাড়ি নেয়া যায় ততই ভাল। পাড়ার লোকজন বেশীর ভাগই পাগল ট্রাম্পের সাপোর্টার, এদের থেকে বাচতে হবে।

ফাইজার বিভিন্ন দেশের বড় বড় ঔষধ র্নিমাতাদের সাথে চুক্তি করে উংপাদন বাড়ালে ২০২১ শেই টিকা পাওয়া সম্ভব।

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা জাতির টাকা জাতির জন্য খরচ করছেন না, উনি নিজকে বিরাট কিছু ভাবছেন, আর ভিক্ষার আশায় বসে আছেন, হয়তো।

২০| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

রানার ব্লগ বলেছেন: ধরি ১০ ডলার করে এক এক টা টিকা মানি বাংলা টাকায় ডোজ প্রতি ৮৫০ টাকা দুই ডোজ ১৭০০ টাকা, বাংলাদেশের একটি বৃহৎ অংশ এত দাম দিয়ে টিকা কিনতে পারবে না।

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



টিকা কি মানুষকে ক্যাশ দিয়ে কেনা উচিত এই মহামারির সময়?

২১| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০০

রানার ব্লগ বলেছেন: টিকা অবশ্যই বিনামূল্যে হওয়া উচিৎ, কিন্তু আমাদের শাসনতন্ত্রে ভুত আছে। করনা টেস্টের জন্য টাকা দিতে হচ্ছে মানুষ কে। ব্রাকের মাধ্যমে করলে ২৫০ টাকা আর আই সি ডি ডি আর বি এর মাধ্যমে করলে ৩৫০০ টাকা। বিদেশে গমন ইচ্ছুদের আই সি ডি ডি আর বি এর অনুমোদন ছাড়া বিদেশ গমনে অনুমতি দেয়া হচ্ছে না।

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনার ফাইন্যান্সিয়াল ভাবনায় সমস্যা হচ্ছে, টিকা কখনো 'বিনা মুল্যে' হওয়ার সম্ভাবনা নেই; কারণ, উহা বিদেশ থেকে কিনতে হচ্ছে; মানুষের টাকা, জাতির টাকা আছে সরকারের হাতে, সরকার জাতির টাকায় কিনবে, কোন কিছু বিনামুল্যে হওয়ার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.