![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
**** আপডেট: নুরু সাহবের খবর পাওয়া গেছে, ব্লগার কাল্পনিক_ভালোবাসা উনার খবর নিয়েছেন, উনার সাথে ফোনে কথা বলেছেন; নুরু সাহবে নিজের এলাকায় গেছেন, নেটওয়ার্ক ভাল নয় বলেই সামুতে নেই। *****
ব্লগার নূর মোহাম্মদ নূরু সাহেবকে ব্লগে দেখছি না ১৬ দিন; আমার কাছে মনে হচ্ছে, নুরু সাহেবর বেলায় এটা দীর্ঘ সময়! বছরের এই সময়ের ১৬ দিনে কোন বিখ্যাত বাংগালী, কিংবা কোন বিখ্যাত মানুষ বিশ্বে জন্ম নেননি, কিংবা মৃত্যুবরণও করেননি, হয়তো; নুরু সাহব অবসর নেয়ার সুযোগ পেয়েছেন, মনে হয়।
দেশে করোনা মহামারী চলতে থাকায় আমি কিছুটা চিন্তিত, যেকোন জন, যেকোন সময়ে অসুস্হ হয়ে পড়তে পারেন; আপনারা যাঁরা ফেইসবুকে আছেন, তাঁরা খোঁজ খবর দিন।
নুরু সাহেবের কিছু কিছু ব্লগিং আমার পছন্দ হয়: বিখ্যাত মানুষদের নিয়ে লেখেন; জন্মদিন নিয়ে লিখলে আমি পড়ি, মৃত্যুদিবস নিয়ে লিখলে, শুধু তারিখটা দেখি; আসলে, মৃত্যু নিয়ে কোন কিছু পড়তে আমার ভালো লাগে না; যাদের দোয়ায় মানুষ বেহেশত পেয়ে থাকেন, বেহেশত হারায়ে ফেলেন, তাদের ব্যাপারটা আলাদা।
কবি নজরুল ইসলামের জন্মদিন এলে আমি মাঝে মাঝে লিখি, উনাকে নিয়ে লিখতে আমার ভালো লাগে; কবি সারা জীবন অনেক কষ্ট করেছিলেন; অবশেষে দরিদ্র বাংগালী জাতি উনাকে কিছুটা শান্তিতে থাকার ব্যবস্হা করেছিলেন, এই দিকটা আমার ভালো লাগে; মৃত্যুর পর উনার কি হয়েছে আমি জানি না; হয়তো নুরু সাহেবের দোয়ায় বেহেশতে বসে আবারো কবিতা লিখছেন; উনার মৃত্যুদিন নিয়ে আমি উৎসাহিত নই!
বাংগালী ব্লগারেরা মৃত্যু নিয়ে অনেক বকবক করেন; অনেকে দার্শনিক দার্শনিক ভাব ধরেন; আসলে, মৃত্যু হচ্ছে জীবনচক্রের একটা ঘটনা, ইহা স্বাভাবিক; তবে, মানুষ আরো কিছু সময় বেঁচে থাকতে চান, বেহেশতে যাবার তাড়াহুড়ো তেমন চোখে পড়ে না। সম্প্রতি এক ব্লগার একটা পোষ্ট দিয়েছিলেন, উনি নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন; আমি চিন্তিত হয়ে গেলাম, আত্মহত্যা করার কথা ভাবছেন টাবছেন নাতো? উনার আরো পোষ্ট টোষ্ট পড়ে বুঝলাম যে, ব্যাপার সেটা নয়, উনি বেহেশতে যাবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কমেন্ট করে বুঝলাম যে, উনি সৌদী আরবে চাকুরী করছেন; সৌদী থেকে বেহেশত কিছুটা কাছেই হওয়ার সম্ভাবনা আছে?
নুরু সাহেবের কথা মনে পড়লে বিখ্যাত লোকদের মনে পড়ে; উনার পোষ্ট না থাকলে মনে হয়, কোন বিখ্যাত লোকজন ঐ দিন গুলোতে কমপক্ষে মৃত্যুবরণ করেননি। যাক, ১৬ দিন লম্বা সময়, আপনারা জানলে, উনার খবর টবর দেবেন!
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
সম্ভবত, ফেইসবুকে কারো সাথে উনি যুক্ত থাকতে পারেন।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯
কালো যাদুকর বলেছেন: কবি সেলিম আনোয়ার ও অনেকদিন ব্লগে নেই ৷ দুজনেই নিশ্চই ভালই আছেন
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
সেলিম আনোয়ার বিরহে থাকলে ব্লগে আসেন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১
শায়মা বলেছেন: পোস্টটা যদিও পুরাই রম্য হয়ে গেছে। আমি অনেক হাসলাম। কিন্তু আসলেই তো নুরুভাইয়ার খবর নেওয়া দরকার। ঠিকই খেয়াল করেছো ভাইয়া।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১
চাঁদগাজী বলেছেন:
সিরিয়াস হারানো বিজ্ঞপ্তি লিখতে গিয়ে আমার এই অবস্হা? পোষ্ট পড়ে নুরু সাহেব হাসবেন, না হয় ক্ষেপবেন।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নূরু সাহেবের অভাব টের পাওয়া যায়।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি আমার পোষ্টে কমেন্ট গণনা করি; গত কিছুদিন ১ করে কম হচ্ছে!
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: ফেবুতে মেসেজ দিছি । ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকেনা । মনে হয় এরকম কিছু হবে ।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
উনি মনে হয়, বাংলাদেশের ভেজাল ঔষধ খান; আসলে, দোয়া আছে, উনি খুঁজে পাননি এখনো।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২
শায়মা বলেছেন: ভাইয়া সিরিয়াস লিখতে গিয়ে তোমার রম্য হয়!!!
এ তো দারুন সিরিয়াস প্রবলেম!!!!!!!!!
এই কারণেই মশা মারতে কামান দাগতে তুমি ট্রাক্টর আনো!!!!!!!!
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
গরুর রচনা এখনো মুখস্হ আছে।
মশা শেষ, এখন আমার পোষ্ট মাছি একটা আসে, পোষ্টে সমস্যা আছে, মনে হয়।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০
শায়মা বলেছেন: ভাইয়া সব মশা শেষ করেছো কামান দেগে..... এখন মাছি মারতে কেরানী হয়ে যাও .......
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
দেখি, নিজে উড়ে চলে যায় কিনা!
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হয়তো কোনও কাজে ব্যস্ত আছে।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
সম্ভবত, দেশে করোনার কারণে একটু চিন্তিত হচ্ছি।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬
আমি সাজিদ বলেছেন: আশা করি অচিরেই তাঁর একটা পোস্ট পাবো।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
আশাকরি ভালো আছেন, বরিশালে আমড়া উৎসব হচ্ছে কিনা কে জানে!
১০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: আমার ধারনা তার করোনা হয়েছে (আল্লাহ না করুক)। অথবা তার কোনো কাছের মানুষের করোনা হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
উনি ব্লগের বাইরে থাকেন না সাধারণত।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেইতো!! বেশ কিছু দিন উনার শুভেচ্চা আর শ্রদ্ধাঞ্জীলর পোস্ট চোখে পড়ছে না!!!
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
মনে পড়েছে, ছড়াকার প্রামানিক সাহেব জানতে পারেন।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনার পোষ্ট না থাকলে মনে হয়, কোন বিখ্যাত লোকজন
ঐ দিন গুলোতে কমপক্ষে মৃত্যুবরণ করেননি।
..........................................................................................
করোনার পরও মানুষের স্বভাব পাল্টায় নাই, তাই তিনি চিন্তিত
নিশ্চয় দোয়া চাইতে ব্যস্ত, মানুষ যেন হেদায়েত হয়,
দুষিত আবহাওয়ায় মানুষ যেন শ্বাসকষ্ট থেকে মুক্তি পায় ।
...........................................................................................
নূরু সাহেবের সুস্হতা কামনা করি ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৬
চাঁদগাজী বলেছেন:
উনি হুশিয়ার মানুষ, দেখা যাক, ব্লগার প্রামানিক কোন খবর দিতে পারেন কিনা।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫০
কালো যাদুকর বলেছেন: নূরু সাহেব রাগ করবেন।
সেলিম সাহেবের ব্যাপারটা বেশ ভালই লক্ষ করেছেন।
১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
সেলিম সাহেবের বিরহে ঢাকা শহর রাতে কাঁদে
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৪
অনল চৌধুরী বলেছেন: ব্লগাররা নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে চাইলে ফেসবুক পেজ এবং মেসেঞ্জার গ্রুপ খোলা যায়।
তাহলে দেশ-বিদেশে বসবাসকারী ব্লগাররা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার সাথে সাথে একে অন্যের যেকোনো প্রয়োজনে সহায়তাও করতে পারবে।
১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
সামুর ফেইসবুক আছে শুনেছি; আমার ফেইসবুক নেই।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৩
অনল চৌধুরী বলেছেন: ফেসবুক আবিস্কারের দেশে থেকে নাই কেনো?????
১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুক ব্যবহারকারীদের শতকরা ৯৫ জন ফাউল বিষয় নিয়ে ব্যস্ত থাকে।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪২
রানার ব্লগ বলেছেন: খোজ নেয়া জরুরী। আশা করি সুস্থ আছেন। ভালো আছেন।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগার প্রামানিক জানার কথা, উনার পোষ্টে কমেন্ট করেছি, আমাদেরকে জানানোর জন্য
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৪
সোহানী বলেছেন: হাঁ সত্যিই তাই। সাথে কবি সেলিম আনোয়ার ভাইও মিসিং দেখছি। আশা করি ফিরে আসবেন জন্ম মৃত্যুর হিসাব নিয়ে।
লেখক বলেছেন: মশা শেষ, এখন আমার পোষ্ট মাছি একটা আসে, পোষ্টে সমস্যা আছে, মনে হয়।
হাহাহাহাহ...... সব পোস্টে কম বেশী মশা মাছি আসে। তবে আপনার পোস্ট একটু বেশী ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
মাছি সব সময় কাছের জানালায় ধাক্কা খায়।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১০
পদ্মপুকুর বলেছেন: সময়টাই এমন, কাউকে ক'দিন না দেখলেই চিন্তিত হতে হয়।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
খারাপ সময়, মনে করোনার ভয়।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৯
কাবিল বলেছেন: দুস্টু ছেলেটার উপর যতই রাগ থাকুক, রাত হলে ঘরেনা ফিরলে চিন্তায় হয় মামা।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
শত্রুর গতিবিধির উপর নজর রাখতে হয়।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৫
নতুন নকিব বলেছেন:
ব্লগার নূর মোহাম্মদ নূরু সাহেবকে নিয়ে এত চিন্তা করেন, অথচ তিনি এলেই তো আবার শুরু করবেন তার সাথে কুস্তি লড়াই। এবার অবশ্য রম্য পোস্ট দিয়েছেন তার প্রতি বুঝা যায়, আপনার একটা সফট কর্ণার আছে।
করোনা মহামারী নিয়ে চিন্তিত হয়ে লাভ নেই, সতর্কতা অবলম্বন করে চলাই সকলের দায়িত্ব।
আসলে, মৃত্যু নিয়ে কোন কিছু পড়তে আমার ভালো লাগে না;
-কারণ কি?
কবি নজরুল ইসলামের জন্মদিন এলে আমি মাঝে মাঝে লিখি, উনাকে নিয়ে লিখতে আমার ভালো লাগে;
-কবি নজরুল ইসলাম কিন্তু বেহেশত প্রত্যাশী মানুষ ছিলেন। মহাকবি কায়কোবাদের মত আজানের সুমধুর ধ্বনি শুনে প্রাণ শীতল হয়ে উঠতো তাঁর। তাঁর হৃদয়ের আকুতি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলেই হয়তো শেষ শয়নটা শুয়েছেনও মসজিদেরই পাশে। 'মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই....।'
কবি সারা জীবন অনেক কষ্ট করেছিলেন; অবশেষে দরিদ্র বাংগালী জাতি উনাকে কিছুটা শান্তিতে থাকার ব্যবস্হা করেছিলেন, এই দিকটা আমার ভালো লাগে; মৃত্যুর পর উনার কি হয়েছে আমি জানি না; হয়তো নুরু সাহেবের দোয়ায় বেহেশতে বসে আবারো কবিতা লিখছেন; উনার মৃত্যুদিন নিয়ে আমি উৎসাহিত নই!
-মৃত্যুর কথা এলেই আপনি ভয় পান। ভয়ের কি আছে?
বাংগালী ব্লগারেরা মৃত্যু নিয়ে অনেক বকবক করেন; অনেকে দার্শনিক দার্শনিক ভাব ধরেন; আসলে, মৃত্যু হচ্ছে জীবনচক্রের একটা ঘটনা, ইহা স্বাভাবিক; তবে, মানুষ আরো কিছু সময় বেঁচে থাকতে চান, বেহেশতে যাবার তাড়াহুড়ো তেমন চোখে পড়ে না।
-মৃত্যু কি আসলেই জীবনচক্রের স্বাভাবিক প্রক্রিয়া? স্বাভাবিক প্রক্রিয়াকে প্রতিহত করতে পারার কথা। তাহলে মৃত্যুকে ঠেকিয়ে দিয়ে প্রমান করে দেখান যে, এটা সকল কিছুর নিয়ন্ত্রণকারী মহান স্বত্ত্বা আল্লাহ তাআ'লার ইচ্ছে এবং আদেশের বাইরে স্বাভাবিক কোনো প্রক্রিয়া মাত্র।
সম্প্রতি এক ব্লগার একটা পোষ্ট দিয়েছিলেন, উনি নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন; আমি চিন্তিত হয়ে গেলাম, আত্মহত্যা করার কথা ভাবছেন টাবছেন নাতো? উনার আরো পোষ্ট টোষ্ট পড়ে বুঝলাম যে, ব্যাপার সেটা নয়, উনি বেহেশতে যাবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কমেন্ট করে বুঝলাম যে, উনি সৌদী আরবে চাকুরী করছেন; সৌদী থেকে বেহেশত কিছুটা কাছেই হওয়ার সম্ভাবনা আছে?
-হাসালেন।
নুরু সাহেবের কথা মনে পড়লে বিখ্যাত লোকদের মনে পড়ে; উনার পোষ্ট না থাকলে মনে হয়, কোন বিখ্যাত লোকজন ঐ দিন গুলোতে কমপক্ষে মৃত্যুবরণ করেননি। যাক, ১৬ দিন লম্বা সময়, আপনারা জানলে, উনার খবর টবর দেবেন!
-'খবর' এর সাথে 'টবর' যোগ করা হয় কি অবজ্ঞা প্রদর্শন বা গুরুত্বহীনতা বুঝানোর উদ্দেশ্যে?
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
শত্রুর গতিবিধির উপর নজর রাখতে হয়।
জন্ম মৃত্যূ প্রকৃতির আচরণ, যার উপর মানুষের কন্ট্রোল নেই; মানুষ বেশীদিন জীবিত থাকতে চান, এটা বুদ্ধিমত্তার পরিচয়।
২১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাইতো ওনারকে কিছুদিন হলো দেখছিনা। অসুখ-বিসুখ নয়তো? ওনার জন্য শুভ কামনা নিরন্তর।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
উনি ভালো আছেন, ব্লগার কাল্পনিক_ভালোবাসা উনার সাথে কথা বলেছেন, নিজ এলাকায় গেছেন।
২২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ রাখুন
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
ভালো আছেন, সুস্হ্য আছেন।
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি ব্লগের বাইরে থাকেন না সাধারণত।
ফেসবুকেও উনাকে পাওয়ায় যাচ্ছে না।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগার কাল্পনিক_ভালোবাসা উনার সাথে কথা বলেছেন, উনি নিজ এলাকায় গেছেন, নেটওয়ার্ক সমস্যায় আছেন।
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
রবিন.হুড বলেছেন: সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে এতোজন ব্লগার একসাথে ব্লগে আছেন কিন্তু কারও সাথে কোন ব্যক্তিগত যোগাযোগ নেই। যার ফলশ্রুতিতে নুরু ভাইয়ের খবর কেউ নিতে পারছেন না। আসুন আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সামাজিক সম্পর্ক সুদৃঢ় করি।
১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
করোনার সময় সামুর ফেইসবুকের মাধ্যমে যোগাযোগ সম্ভব।
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার নুরু ভাই ভালো আছেন। তিনি বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছেন বিধায় ব্লগে আসতে পারছেন না। সেখানে নেটওয়ার্ক এখনও সুবিধাজনক নয়। আমি তাঁর সাথে ফোনে যোগাযোগ করে কথা বলেছি।
প্রিয় চাঁদগাজী ভাই আপনাকে ধন্যবাদ আপনি নুরু ভাইকে নিয়ে জানতে চেয়েছেন। সহব্লগারদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা আপনার কাছ থেকে অনেকের শেখা উচিত।
১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
উনার খবর নেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, উনি ভালো আছেন জেনে ভালো লাগছে।
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: নূরু সাহেবের সাথে আপনার নিত্যদিনের টক্কর লাগা সত্ত্বেও আমি এটা ভালভাবেই জানি যে দিনশেষে আপনারা একে অপরের শুভাকাঙ্খী। এটাই শিক্ষিতজনদের ব্লগিং এর এক চমৎকার নিদর্শন। আশাকরি, খুব শীঘ্রই আপনার পোস্টে মন্তব্যের সংখ্যাটা আবার একটি করে বেড়ে যাবে।
"পোষ্ট পড়ে নুরু সাহেব হাসবেন, না হয় ক্ষেপবেন" - আমার মনে হয়, ব্লগে ফিরে এসেই নূরু সাহেব একটি কাউন্টার পোস্ট দিয়ে আপনাকে কিছু বলার সুযোগ করে দিবেন।
"সব পোস্টে কম বেশী মশা মাছি আসে। তবে আপনার পোস্ট একটু বেশী" - কথাটা মনে হয় সত্যই বলেছেন ব্লগার সোহানী।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
বোকা বন্ধুর চেয়ে জ্ঞানী প্রতিপক্ষ সব সময়ই ভালো। উনার বয়স হয়েছে, ১৬ দিন উনার মতো ব্লগারের জন্য দীর্ঘ সময়।
আমাদের দেশের তরুণদের চিন্তাভাবনাকে হিসেবে রেখে, আমার ব্লগিং'এ আমি সামান্য অস্বাভাবিক বল প্রয়োগ করি, এতে অনেকের গায়ে লাগে, সেটার রিএ্যাকশন আমাকে হজম করতে হয়; কিন্তু কিছু লোকজন আছেন, এরা ব্লগিং'এর জন্য এখনো ঠিক প্রস্তুত নন; সোহানী ঠিক আছেন; ব্লগার জুন আসেননি পোষ্টে, উনি এলে, উনিও সোহানীর কথা আমাকে স্মরণ করায়ে দিতেন।
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের খবর জেনে ভালো লাগছে।
আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, আমার কোনো খোঁজ না পেলে আমাকে নিয়েও কি এরকম পোষ্ট দিতেন?
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আপনি একাধারে ২ দিন না থাকলেই আপনার জন্য পোষ্ট দেয়ার দরকার হয়ে যাবে।
২৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নুরু ভাইয়ের খবরটি শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাইকে।
শুভেচ্ছা জানবেন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, উনি ফেরত আসবেন শীঘ্রই, ভিটামিন সি খেতে গিয়েছেন বরিশাল।
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
নুরু ভাইকে ব্লগে কয়েক দিন ধরে অনুপস্থিত দেখে একটি চিন্তিত হয়ে পড়েছিলাম ।
গুণীজনদের জন্মদিবস মৃত্যু দিবস নিয়ে মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্ট লিখে তিনি
আমাদেরকে সেই সমস্ত গুণীজনকে স্মরণ করে শ্রদ্ধা প্রদর্শন করার সুযোগ করে দিতেন।
আমি নিয়মিত উনার পোষ্টগুলি পড়তাম ,আনেক পোষ্টে বেশ বড় সর মন্তব্যও করেছি।
যাহোক, এখন উনার খবর পেয়ে নিশ্চিন্ত হলাম । বরিশালের আমড়া ওপিয়ারাতে ভিটামিনের
পরিমান খুব বেশী । বরিশালের পাকা গাবও খুবই ভিটামিন সমৃদ্ধ । আশা করি উনি সতেজ
হয়ে ব্লগে ফিরবেন ।
১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
উনার ফল বাগান থাকার সম্ভাবনা আছে; উনার ভালো থাকার খবর পেয়ে আমরা সবাই নিশ্চিন্ত।
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৯
অনল চৌধুরী বলেছেন: ফেইসবুক ব্যবহারকারীদের শতকরা ৯৫ জন ফাউল বিষয় নিয়ে ব্যস্ত থাকে-অন্য অধম বলিয়া আপনি উত্তম হইবেন না কেনো?
অন্যরা যা ইচ্ছা করুক, আপনি ফেসবুককে ভালো কাজে ব্যবহার করেন।
দীর্ঘ কয়েক দশক ধরে পত্রিকায় এবং বই লেখা ছাড়াও আমি ফেসবুক-ইউটিউব আর ব্লগসহ ইন্টারনেটের সব প্রধান মাধ্যম ব্যবহার করে মানূষকে বিভিন্ন বিষয়ে সচেতন এবং দেশ-জাতি-সমাজ পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি।
আমার ফেসবুক গ্রুপ ও পেজ এবং ইউটিউব চ্যানেল এর মাধ্যমে জনগণকে আত্মরক্ষাকৌশল চর্চা,আইন সম্পর্কে সচেতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং সুস্থ বিনোদন দেয়ার চেষ্টা করছি।
এগুলিতে দেশের নাম দামী নায়ক-নায়িকা-গায়ক-গায়িকার মতো লাল লাখ অনুসারী নাই, কিন্ত মাথার চেয়ে মগজধারী বেশী থাকাতেই আমি আনন্দিত, যারা অন্তত আমার কথা বোঝে।
১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, আমি আইডি খুলবো; ওহ, কোন এক দুষ্টলোক, "চাঁদগাজী" নামে একাউন্ট খুলে বসে আছে।
৩১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৯
অনল চৌধুরী বলেছেন: চাদগাজী বাংলার ইতিহাসের একজন পরিচিত ব্যাক্তি।
সেই নামেও খুলতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
সামুতে অনেক দুষ্ট লোকজন আছে।
৩২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫১
অনল চৌধুরী বলেছেন: সব দুষ্ট আর অশিষ্টদের শেষ পরিণতি হয় অত্যন্ত শোচনীয়।
রাস্তায় বসে কাদা ছাড়া তাদের আর কিছু করা থাকে না।
১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৬
চাঁদগাজী বলেছেন:
কিছু বনাগগালী বানরের মতো, ওদের আচরণের কোন ডেফিনেশন নেই।
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনযোগ সহকারে সবার আন্তরিক ও ভালোবাসা মাখা মন্তব্যগুলো হজম করলাম।
বদহজম হয়নি। আমি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাজীসাব এই শীতকালে
চুলকানী নামক সাধারণ ব্যধিতে ভূগছেন! ভাবছি একটু খানি দাওয়াই দেবো নাকি !!
না থাক বেচারা অনেক সময় ব্যায় করেছেন আমার জন্য !! কৃতজ্ঞ থাকা দরকার।
মনযোগ সহকারে সবার আন্তরিক ও ভালোবাসা মাখা মন্তব্যগুলো হজম করলাম।
বদহজম হয়নি। আমি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাজীসাব এই শীতকালে
চুলকানী নামক সাধারণ ব্যধিতে ভূগছেন! ভাবছি একটু খানি দাওয়াই দেবো নাকি !!
না থাক বেচারা অনেক সময় ব্যায় করেছেন আমার জন্য !! কৃতজ্ঞ থাকা দরকার।
তবে চুলকানী বেড়ে গেলে পাগলা মলম!
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
বরিশালের আমড়াতে নাকি ভিটামিন-সি বেশী থাকে?
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪
শাহ আজিজ বলেছেন: আরে তাইতো !!!
খোজ নেওয়া দরকার ।