![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
**** আপডেট: ব্লগার রাজিব নুরের সাথে উনার কথা হয়েছে, উনি অসুস্হ ছিলেন, এখন ভালো আছেন। *****
ব্লগার সাজ্জাদ হোসেন খুবই নিয়মিত ব্লগার; ফলে, ২ সপ্তাহ উনি ব্লগে না থাকাতে ব্যাপারটা চোখে পড়ছে। উনি সপরিবারে মালয়েশিয়ায় আছেন, সেখানে চাকুরী করেন; মালয়েশিয়ার সরকার, মাহাথির মোহাম্মদ, সেই দেশে বাংগালীদের জীবন, মালয়েশিয়ার অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে লিখেন, ভালোই লিখেন। সম্প্রতি উনি ফরাসী ভাষা শিখছেন; মনে হয়, ফরাসী ভাষার প্রতি উনার বেশ টান আছে।
আশাকরি, উনি ও উনার পরিবার ভালো আছেন; কারো সাথে উনার কোনরূপ যোগাযোগ থাকলে, এবং উনার সম্পর্কে জানানোর মতো কোন খবর থাকলে, জানাবেন।
দেশের মানুষের জন্য উনার খুবই টান আছে; মালয়েশিয়ায় কার্যরত শ্রমিক শ্রেণীর মানুষদের নানা রকম সমস্যা, জীবনযাত্রা ইত্যাদি নিয়ে তিনি লিখে থাকেন। মালয়েশিয়ার গত নির্বাচন, ও তাতে মাহাথিরের বিজয়ে উনি খুবই উৎসাহিত হয়েছিলেন। সম্প্রতি, প্রবাসী কর্মীদের প্রতি মাহাথিরের সহানুভুতির অভাব উনাকে কিছুটা বিরক্ত করেছে, সেটা তিনি পোষ্টে উল্লাখ করেছেন। মালয়েশিয়ান পুলিশরা সেই দেশে বাংগালী শ্রমিকদের নানাভাবে নাজেহাল করে ও অত্যাচার করে টাকা আদায় করে থাকে, সেটা নিয়েও উনি লিখেছেন বিবিধ সময়ে।
সেকেন্ড-হোমের নাম দিয়ে অনেক বাংগালী মালয়েশিয়াতে মানি-লন্ডারিং করেছে; উনি সেটার সমালোচনা করেছেন নিজের লেখায়। দেশের বাহিরে থাকায় ও মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে উনি সহজেই বাংলাদেশ সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর দুর্নীতি ও অদক্ষতাকে বুঝতে পেরেছেন, সেই ব্যাপারগুলো তিনি সব সময় সঠিভাবে উল্লেখ করে আসছেন।
তিনি একজন আধুনিক ব্লগার; তিনি আধুনিক শিক্ষা, দেশের বেকার সমস্যা, নাগরিক অধিকার ইত্যাদি ব্যাপারে খুবই সচেতন, উনার লেখায় সেগুলো খুবই স্পষ্ট; তিনি যেকোন অপধারণার বিপক্ষে মন্তব্য করে থাকেন। উনার ভাবনাচিন্তায় প্রবাসের অভিজ্ঞতা আছে।
উনার সুস্বাস্হ্য কামনা করছি; আশাকরি, উনি ভালো আছেন; শীঘ্রই ব্লগে ফিরে আসবেন; কারো সাথে উনার যোগাযোগ থাকলে, উনার ব্যাপারে জানাবেন।
২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১
চাঁদগাজী বলেছেন:
করোনার কারণে চিন্তিত; অবশ্য মালয়েশিয়া ও ভিয়েতনাম বিশ্বের জন্য উদাহরণ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আশাকরি ভালো আছেন। শীঘ্রই আসবেন ব্লগে। নূর ভাইয়ার সাথে কথা হলো । তিনিও আসেন না অনেকদিন। তিনি নিজের গ্রামে আছেন সুস্থ আছেন। আসবেন কিছুদিনের মধ্যেই ব্লগে।
২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫০
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব ঢাকার করোনাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন, সরকার টিকা কিনলে রাজধানীতে ফিরবেন।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি মনে হয় ভাষা শিক্ষা নিয়ে ব্যস্ত।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
না, তিনি ভাষা শেখার সময় ব্লগে ছিলেন; কোন না কোন কারণে তিনি ব্লগে আসতে পারছেন না।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৮
ফটিকলাল বলেছেন: ব্যাপারটা খেয়াল করিনি। ওনার সাথে কি কারো যোগাযোগ আছে?
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
আসলে, নিয়মিত ব্লগারেরা কোন কারণে ব্লগে না আসতে পারলে, এডমিনদের জানালে ভালো হয়; নিয়মিত ব্লগারদের ব্লগে না দেখলে চিন্তিত হওয়ার কারণ আছে। গল্পকার আবুহেনা সাহেবকে কিছুদিন ব্লগে না দেখার পর, আমার সন্দেহ হচ্ছিল যে, কিছু একটা ঘটেছে; আমি পোষ্ট দেয়ার আগেই একজন জানালেন যে, উনার ষ্ট্রোক হয়েছিলো।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
মেহেদি_হাসান. বলেছেন: নুরু স্যার এবং সাজ্জাদ স্যারকে মিস করছি আশা করছি ওনারা ভালো আছেন, ব্লগে খুব জলদিই ফিরবেন।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব ভালো আছেব, বরিশালে আছেন।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৫
আমি সাজিদ বলেছেন: আশা করি, উনি সুস্থ আছেন। অতি দ্রুত ব্লগে লিখবেন।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
যাক, চিন্তার অবসান হলো; রাজিব নুরের সাথে উনার কথা হয়েছে, উনি অসুস্হ ছিলেন, এখন ভালো।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: উনার সাথে আমার ফেসবুকে গতকাল কথা হয়েছে।
উনি কয়েকদিন আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন সুস্থ আছেন। অফিসে খুব কাজের চাপ।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো খবর যে, উনি এখন ভালো আছেন।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭
নজসু বলেছেন:
শ্রদ্ধেয় আশা করি ভালো আছেন।
সাজ্জাদ ভাই সম্পর্কে রাজীব ভাই মারফত জানতে পারলাম।
সনেট কবি সম্পর্কে কেউ কি কিছু বলতে পারেন?
২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
সনেট কবি সম্পর্কে কেহ কিছু জানাননি; আপনি একটা পোষ্ট দেন।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫
মিরোরডডল বলেছেন:
জেনে ভালো লাগলো যে উনি ভালো আছেন । আসলেই কেউ কিছুদিন না থাকলেই এখন টেনশন হয় । চারদিকে যা অবস্থা ।
২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
করোনা বিশ্বকে নতুন ধরণের চাপের মাঝে রেখেছে।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৮
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও প্রতিদিন অপেক্ষায় থাকি সাজ্জাদ ভাইয়ের পোষ্টের। উনি যেখানেই থাকুক আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
উনি দরকারী বিষয়ে ভালো তথ্য দেন; উনি ভালো আছেন।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: উনি একজন আধুনিক চিন্তা চেতনার মানুষ।ছোট ছোট মন্তব্য করেন,কিন্তু মন্তব্যে আধুনিক চিন্তার ছাপ থাকে।সমাজে এমন মানুষের প্রয়োজন আছে।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
উনার মতো ব্লগার দরকার, তাবলীগ ফাবলীগ দিয়ে কোন কাজ হবে না।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৩
সোহানী বলেছেন: আরে তাইতো! নুরু ভাই, সেলিম ভাই, সাজ্জাদ ভাই অনেকদিন থেকেই নিখোঁজ দেখছি।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
ভালো কথা মনে করায়ে দিয়েছেন, কবি সেলিম সাহবে তো অনেকদিন নেই! পোষ্ট টোষ্ট দিয়ে দেখেন তো, করো সাথে উনার যোগাযোগ আছে নাকি!
দেখতে হবে, নুরু সাহেব নতুন নিকে শুরু করছেন কিনা, উনি নিক বদলাটে নাকি ভালোবাসেন।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাজ্জাদ ভাই প্রবাস জীবনের অনেক বাস্তব চিত্র শেয়ার করেন এবং তিনি কোনো ভনিতা না করে অকপটে অনেক সত্য তুলে ধরেন। আশা করি সাজ্জাদ ভাই ভালো আছেন, ভালো থাকবেন।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
আসল কথা আপনাকে বলি, আমি দেখলাম যে, আমার পোষ্টে কমেন্ট কমে গেছে!
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: নুরু সাহেব ভালো আছেন। তার গ্রামের বাড়ি আছেন। উনি গতকাল আমার সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন। এবং উনি তার গ্রামের বাড়ির বাজারের ভিডিও ধারন করে আমাকে দেখিয়েছেন।
২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
ভালো খবর, উনি অন্য নিক টিক নিয়েছেন নাকি?
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: সাজ্জাদ ভাই ভালো মানুষ। আধুনিক চিন্তার মানুষ। আমি তাকে পছন্দ করি।
২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
উনি মালয়েশিয়া ও সেখানকার প্রবাসী শ্রমিকদের জীবন নিয়ে মুল্যবান তথ্য দিয়ে থাকেন।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯
নতুন নকিব বলেছেন:
কোনো ব্লগারকে না দেখলে খোঁজ খবর নেয়ার এই যে দায়িত্বটা আপনি পালন করে যাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। +
আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, আমি যদি কোনো কারণে ব্লগে দীর্ঘ দিন না থাকি, মানে, আসতে না পারি, আমাকে নিয়েও কি এই ধরণের পোস্ট দেয়ার চিন্তা করবেন? না কি, 'ব্লগ থেকে আপদ দূর হয়েছে' মনে করে শুকরিয়া আদায় করবেন?
২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি নিয়মিত ব্লগার, আপনি যদি ব্লগ থেকে ২/৩ সপ্তাহ অনুপস্হিত থাকেন, আমি চিন্তিত হবো, জানতে চাবো যে, আপনি ভালো আছেন কিনা, পোষ্ট দেবো।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
তারেক ফাহিম বলেছেন: সাজ্জাদ ভাইর পোস্টগুলোতে অনেক কিছু শিখার আছে।
আশা করছি আবার নিয়মিত হবেন।
২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
উনি আধুনিক মানুষ।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: সাজ্জাদ ভাই দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক সেটাই চাই।
ব্লগার আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের ফোন নাম্বারটাও বন্ধ পাচ্ছি।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
একজন ব্লগার পোষ্ট দিয়েছিলেন, উনার ষ্ট্রোক হয়েছিলো, এখন ভালোর দিকে।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৫
নতুন নকিব বলেছেন:
লেখক বলেছেন:
আপনি নিয়মিত ব্লগার,
-যাক, এ যাত্রায় রক্ষা। আপনার থেকে অন্ততঃ ব্লগারের স্বীকৃতিটা পাওয়া গেল। 'গুহাবাসী' বলে দূরে সরিয়ে দিলেও কিছু করার ছিল না। এটা একটা এচিভমেন্ট বটে।
ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
সবার ভাবনার স্বাধীনতা আছে।
২০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অভাজনের নিবেদন
শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা ব্লগার চাঁদগাজী মহোদয় আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন দেখে আমি আবেগআপ্লুত।
উনি উদার মানুষ। তাই আমাকে উনি ওইভাবে বিশ্লেষণ করেছেন। আমি অতটা গুণী বা তেমন কেউ নই।
তারপরও উনার দেয়া বক্তব্য পড়ে আমি বাকরুদ্ধ।
আমি বিগত নভেম্বর মাসের ২০ তারিখে জ্বরে আক্রান্ত হই। সেই দিন বিকেল বেলা আমি প্রচন্ড শীত অনুভব করতে শুরু করি। মালয়েশিয়া গরমের দেশ। এখন বর্ষাকাল । বন্যা হচ্ছে অনেক প্রদেশে। তারপরও কুয়ালালামপুরে গরমের কমতি নেই।
প্রচন্ড শীত আর সেই সাথে কাপুনী দিয়ে জ্বর। আমি প্রচন্ড রকম ভয় পেয়ে গেলাম। এক দিন পর দেখলাম আমার মাঝে কভিড এর বেশ কিছু সিম্পটম মিলে যাচ্ছে।
এপ্রিলের প্রথম দিকে নিউইয়র্কে আমার সহপাঠী শাহানা আহমেদ তালুকদার কভিডের শিকার হন। তিনি বেঁচে থাকতে পারেন নি। আমার ভয় লাগছিল আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে?
বাংলাদেশে আমার পরিচিত ডাক্তার আছেন। তাদের কাছ থেকে ওষুধের নাম নিয়ে এখানকার বাংলা দোকান থেকে সেগুলো এক জনকে দিয়ে কিনানোর ব্যবস্থা করলাম। সেই গুলো সেবন করলাম।
এখানে কভিড টেস্ট বিদেশীদের জন্য অনেক ব্যয়বহুল। এছাড়া আমি মোটেই ঘরের বাইরে যেতে চাচ্ছিলাম না।
সেই যাই হোক ৭/৮ দিন পর আমার জ্বর সেরে গেলেও আরো কিছু লক্ষণ বহাল থাকলো। ওষুধ সেবন চালিয়ে গেলাম।
১৪ দিনের শেষে একটি ক্লিনিকে গিয়ে টেস্ট করালাম। রিপোর্ট পেলাম নেগেটিভ। ১৬ দিন পরে কাজে যোগদান করি। কাজের প্রচুর চাপ। আমার কাজ তো আর অন্য কেউ করে দিবে না। সেই কাজের চাপ সামলে উঠলি। শরীরটা আগের মতো আর সাপোর্ট দিচ্ছে না।
এখনো আমি পুরোপুরি সুস্থ নই। শরীর খুবই দুর্বল।
মালয়েশিয়ার কভিড ১৯ পরিস্থিতি এখন খুবই খারাপ। মার্চের চেয়ে এখন রোগী হয় ৫/৬ গুণ। তবে দোকানপাট, অফিস আদালত, কলকারখান সবই এখন খোলা । এই কারণে সংক্রমণও বাড়ছে।
সবাই ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আগের মতো ভালো অনুভব করি না।
পুরোপুরি সুস্থ হলে আবার পোস্ট দিব।
তবে আমি পড়তে পছন্দ করি। পাঠক হিসেবে আমি মন্দ না।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি ভালো হয়েছেন শুনে খুবই খুশী হলাম; আপনি নিয়মিত ব্লগার, ব্লগে আপনার অনুপস্হিতি আমাকে চিন্তিত করেছিলো; আপনি খাবারে ফলমুল, মাছ, শাক-সবজির পরিমাণ বেড়ে দেন, প্রতিদিন হাঁটুন।
২১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আমার নিকটা কাজ করেছ না। এটা আমার বন্ধুর নিক। তার মাধ্যমে আমার বক্তব্য পেশ করলাম।
বিনীত
মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
অসুবিধা নেই, আপনি পুরোপুরিভাবে সুস্হ হয়ে উঠুন।
২২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯
এম ডি মুসা বলেছেন: দেখা যাক, আবার
০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
উনি সুস্হ হয়ে ফিরে এসেছেন।
২৩| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: ব্লগার শাহ আজিজ সাহেব আমার মন্তব্যের কোনো উত্তর দেন না। এবং আমার পোষ্টে আসেন না। তবু আমি নিয়মিত তার পোষ্টে যাই এবং মন্তব্য করি।
আজ দেখলাম তিনি আমাকে তার পোষ্টে মন্তব্য যেন না করতে পারি তার জন্য ব্লক করেছেন।
আমি বুঝতে পারছি না কেন তিনি এমন করলেন? আমার অপরাধ টা কি?
০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
কমেন্ট ব্লক করলে ব্লগিং'এ ভাটা পড়ে যায় আপনাআপনি।
২৪| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: তার এরকম পোলাপান মার্কা কর্মকান্ড হাস্যকর।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এ আপনি বাংলাদেশের শিক্ষিতদের বুঝার সুযোগ পাচ্ছেন
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৫
রানার ব্লগ বলেছেন: আশা করি তিনি ভালো আছেন