নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২০২১ সালের বড় সমস্যা, বেকার সমস্যা

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮



যেদিন থেকে চীন সরকার উহান শহরে "লকডাউন" ঘোষণা করেছিলো, সেদিন থেকেই করোনার কারণে বেকারত্বের শুরু, চীনের সামান্য পরিমাণ মানুষ কর্মবিরতিতে গেছে করোনার কারণে; এরপর, বিশ্বের অর্ধেক দেশে "লকডাউন" এসেছে, এখনো বিশ্বের অনেক দেশে আংশিকভাবে লকডাউন চলছে; করোনা বিশ্বে ভয়ংকর পরিমাণ বেকারত্বের সৃষ্টি করেছে; আজকে, ২০২১ সালে ১ম দিন যাচ্ছে, এই বছরের মাঝে করোনাকে পুরোপুরি কিংবা আংশিকভাবে কন্ট্রোলে আনা হবে; করোনার পরই, এই বছরের সবচেয়ে বড় সমস্যা হবে বেকারত্ব কমিয়ে আনা।

করোনা শেষ হয়ে গেলেও, পরদিন বেকারত্বের অবসান ঘটবে না; বিশেষ করে পশ্চিমের ক্যাপিটেলিষ্ট দেশগুলোতে ও ৩য় বিশ্বের গলাকাটা ক্যাপিটেলিজমের দেশগুলোতে চাকুরী চলে যাওয়া যত সহজ, চাকুরী ফেরত পাওয়া অত সহজ নয়; আসলে, ক্যাপিটেলিষ্ট দেশে, জাতির ছোট একটা অংশ আজীবনের জন্য বেকার হয়ে যায়; এবার করোনা কন্ট্রোলের পর, দেখা যাবে যে, কিছু মানুষ আর চাকুরী জীবনে ফেরত আসেনি, তারা অপেক্ষাকৃত কম-মানসম্পন্ন কোন কিছু করে জীবন চালাচ্ছন; মানে করোনার পর, অনেক দেশের মানুষের জীবনযাত্রার মান কিছুটা হলেও নীচে নেমে আসবে, কিছু সময়ের জন্য।

আমেরিকা, ভারত, ব্রাজিল, বৃটেন, ফ্রান্স, স্পেন, ইতালীর জন্য ভয়ংকর সমস্যা সামনে; এসব দেশ পুর্ব অবস্হায় ফেরত যেতে গড়ে ৩/৪ বছর সময় লাগবে; সবচেয়ে বেশী সময় লাগবে আমেরিকার।

বেকার সমস্যা সমাধানে সবচেয়ে কম সময় লাগবে বাংলাদেশের; কারণ, সরকার ইহা যে সমস্যা সেটা কখনো বুঝেনি, সেই শেখ সাহবের যুগ থেকে শুরু করে আজকের দিন অবধি; শেখ সাহেব একদিনও বলেননি যে, উনার চাকুরী যেহেতু আছে, সবার চাকুরী থাকতে হবে।

গড়ে বাংগালী জাতির শিক্ষিতরা অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন না; সাইফুর রহমান থেকে শুরু করে আজ অবধি যাদেরকে ফাইন্যান্স মিনিষ্টার করা হয়েছে, সবাই ছিলো দক্ষতাহীন, অযোগ্য; এরা বুঝতে পারেনি যে, বাংলাদেশের সকল কষ্টের মুলই বেকারত্ব।

বাংলাদেশের মানুষের কষ্টের কারণ হিসেবে ব্লগে অনেকই অনেক ম্যাঁওপ্যাও কারণ দেখান, সেগুলো ভিত্তিহীন; বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নীচু হওয়ার মুল কারণ, বেকারত্ব; একজন কর্মক্ষম মানুষ দৈনিক গড়ে ৮ ঘন্টা শ্রম দিতে পারছেন না, দিচ্ছেন না।

আগামী ৩৬৪ দিনের মাঝে যদি শেখ হাসিনা ১ বারও বলেন, "জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বেকার সমস্যা, আমি উহার সমাধান করবো"। তা'হলে আমাদের জাতি বিশ্বের উন্নত জাতিগুলোর কাতারে দাঁড়াতে পারবে ৫ বছরের মাঝেই।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:২৫

আমি সাজিদ বলেছেন: কেমন কাটলো বছরের প্রথম দিন? নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



১ম দিনের শুরটা ভালো, বাকীটুকুও ভালো যাবে; তবে, অনেকটা অলসদিন।

২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকার ক্ষুদ্র শিল্পকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহনকরলে এবং ক্ষুদ্র শিল্পে সাহায্য সহযোগিতা হাত বাড়িতে দিলে বেকার সমস্যা অনেক কমে আসবে বাংলাদেশে।অনুৎপাদন খাতে খরচ কমিয়ে উৎপাদন শিল্পে বিনিয়োগ করা দরকার।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



৫০ বছরে কোন সরকার-প্রধান বলেননি যে, জাতির বড় সমস্যা হচ্ছে, বেকারত্ব; শেখ সাহেব থেকে শেখ হাসিনা, একজনও দক্ষ ছিলেন না।

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বেকার সমস্যা আমাদের আগেও ছিলো। এইবছর বিষয়টা ভিন্ন ভিন্ন মাত্র নিবে।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আগের বেকারদের সাথে যোগ হচ্ছে নতুন ৪৪ লাখ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: কিছুদিন আগে ঘোষণা এলো "উদ্যোক্তা চাই" । একজন প্রাক্তন উদ্যোক্তা যিনি মালয়শিয়া বা ভিয়েতনামে ছোটখাটো কিছু করে দাড়িয়ে গেছেন তাকে তার ঢাকার দৌড়াদৌড়ি এবং বিফল হবার অভিজ্ঞতা নিয়ে রচনা লিখতে বলুন ।
আমিও কিছু শুরু করতে চেয়েছিলাম , পরে চাকুরি ধরে রক্ষা পেয়েছিলাম ।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



প্রশাসনের ব্যুরোক্রেটরা মানুষকে কিছুই করতে দেয় না, ওদের পরিবার, মিলটারী অসিসারদের পরিবার ও দলের ডাকাতরা সব করছে: হোক সেটা ব্যবসা, কিংবা সরকারী টাকা ডাকাতী।

৫| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

আমি সাজিদ বলেছেন: শুরু ভালো হলো বাকি বছরও ভালো যায়?

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



আমরিকা ও পশ্চিমে মানুষ কন না কোনভাবে মানুষের মতো করে বাঁচে; আমাদের মানউষগুলোকে শেখ হাসিনা দাসে ও ডাকাতে পরিণত করেছে।

৬| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:০২

জগতারন বলেছেন:
আল্লাহ-এর কাছে হাজার শুকরান এই মহামারীর মধ্যেও প্রবাসে আমি চাকুরী নিয়েই আছি।
প্রবাসী উদ্যোক্তদের বাংলাদেশ সরকারের বিশেষ সুবিধাদান দান করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি।
আমি ২০০৯ সালে বড় একটি প্রকল্পগত চিন্তা নিয়ে দেশে গিয়েছিলেম। সবে সূচনা করেছি, বড় অংকের টাকাও অলরেডি ইনভেস্টমেন্ট হয়েছিল। স্থানীয় মানুষরূপী রাক্ষসোচিত লোভে পড়ে সব হারিয়ে আবার ক্যাক টু প্যাভিলিয়ন হয়েছিলাম।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



৫০ বছরে, সরকারগুলো মানুষকে ডাকাত ও দাস বানিয়ে ফেলেছে।

৭| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:১২

কালো যাদুকর বলেছেন: বরাবরের মত প্রথমেই বলে নেই , অর্থনীতি ভাল বুঝি না। তাই বিভিন্ন সোর্সের সহায়তা নেই এ ব্যপারে।

https://www.adb.org/countries/bangladesh/economy

এটা দেখলাম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাইটে বলল যে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি ৫.২%, ২০২১ এ ফোরকাস্ট হল ৬.৮%। সে হিসেবে ওভার অল অর্থনীতি ভাল হবে আশা করা যায়।

অর্থনীতি ভাল হলে চাকুরীও বাড়ার কথা ২০২১ এ।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



দেশ যত গরীব, তাদের জিডিপি'র প্রবৃদ্ধির হার বেশী হতে পারে, সম্ভব; আমাদের দেশে জিডিপি কি কারণে বাড়বে, বেকার কমে যাওয়ায়, উৎপাদন বেশী বেড়ে যাওয়ায়, নাকি রপ্তানী বেড়ে যাওয়ায়?

আসল, এগুলো হঠাৎ করে বেড়ে যাবার কারণ নেই, এগুলো হয়তো সময় ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সামানুপাতিকভাবে না বেড়ে কমার কথা।

৮| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭

এম ডি মুসা বলেছেন: হতাশা হলাম এই কথা শুনে।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



প্রতিটি শিক্ষিত বাংগালীকে বিশ্ব ও বাংলাদেশের অন্যতম সমস্যাগুলোকে সঠিকভাবে বুঝতে হবে।

৯| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: বেকার সমস্যা তো দেশে নতুন কিছু না। সেই দেশভাগের পর থেকেই বেকার সমস্যা দেখা দিয়েছে। এতে বাঙ্গালী অভ্যস্ত হয়ে গেছে।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


দারিদ্রতা, দু:খকষ্ট, কোনটাই নতুন না; সেটা পাকিস্তান আমলেও ছিলো; সেটাকে মেনে নিলে, নতুন করে স্বাধীনতার দরকার ছিলো না, ৩০ লাখ মানুষের মৃত্যুর দরকার ছিলো না।

১০| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

জাহিদ হাসান বলেছেন: আমি তো চাকরি পেয়েই গেছি । এক বিশ্ববিখ্যাত কোম্পানীতে। নাম-

ইস্ট ইন্ডিয়া কোম্পানী

বেতন হিসেবে বাংলা বিহার উড়িষ্যার ভাগ দেওয়া হইবে।

০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:




বনাগলাদেশ সরকার আসলে আওয়ামী লীগ ও প্রশাসনের সমন্ময়ে এক কলোনিয়েল সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.