নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইরান ভয় পাচ্ছে, ট্রাম্প বিদায়ের আগে ইরানে হামলা চালাতে পারে!

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯



ইরান ৩রা জানুয়ারী তাদের নিহত জেনারেল কাশেম সোলাইমানীর মৃত্যু দিবস পালন করতে যাচ্ছে; ইরানীরা রাস্তায় নামবে, আমেরিকার ফ্লাগ পোড়াবে, ট্রাম্পের পুত্তলিকা পোড়াবে, আমেরিকার পতন চাইবে; এখানেই শেষ, নাকি ইরাকে পালিত তাদের শিয়া মিলিশিয়া বাহিনী আমেরিকান কোন অবস্হানের উপর রকেট আক্রমণ করতে পারে? পেন্টাগন আশংকা করছে যে, ইরান সরকার তাদের জনতাকে শান্ত্বনা দেয়ার জন্য ইরাকে আমেরিকান অবস্হান কিংবা সৌদীর অয়েলফিল্ডের দিকে ইরান থেকেই বেলাষ্টিক মিসাইল ছুঁড়তে পারে; আমেরিকা সেটার প্রস্তুতি নিয়ে রেখেছে, নতুন করে একটি যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে অবস্হান নিয়েছে, মাত্র ২টি বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছে; বি-৫২ এটম বোমা বহন করে।

ইরানের অভিযোগ, ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার আগে, ব্যক্তিগত ইচ্ছা পুরণের জন্য ইরানে হামলা চালাতে পারে; সেজন্য তারাও প্রস্তুতি নিয়েছে। আমেরিকান কংগ্রেসও ভয় পাচ্ছে যে, ট্রাম্প শুধুমাত্র একক সিদ্ধান্তে ইরানে হামলা চালাতে পারে; কংগ্রেস একই সাথে ইরানীদের নিয়ে সংকটে আছে, ইরানীরা কি করতে পারে, সেটা আমেরিকানদের কাছে পরিস্কার নয়; কারণ, ইরান সরকারের ভাবনাচিন্তা বিশ্বের কারো সাথে মিলে না।

আমেরিকা আজো জানে না, কোন সাহসে ইরান তাদের শিয়া মিলিশিয়া জেনারেলকে ইরাকে পাঠিয়ে ছিলো? জেনারেল কাশেম সোলেমানী সব সময় আমেরিকান টার্গেট ছিলো; আমেরিকার চোখে ফাঁকি দিয়ে ইরাকে আসাটা কি বুদ্ধিমানের কাজ ছিলো? ইরাকে সোলেমানীর কাজ ছিলো, ইরানের বেআইনী শিয়া মিলিশিয়াকে আমেরিকান অবস্হান আক্রমণের জন্য রোডম্যাপ দেয়া; আমেরিকা কি সোলেমানীকে এসব কাজ করতে দেয়ার কথা?

ইরানীরা নিজেদের সরকারের উপর খুশী নয়: বেকারত্ব ও কম বেতন ইরানের মানুষের জীবনযাত্রার মান নীচে নামিয়ে এনেছে; ইরানের তেল বিক্রয়ের পয়সার একাংশ চলে যাচ্ছে আরব দেশগুলোতে শিয়া মিলিশিয়া বাহিনীকে পালন করতে; প্যালেষ্টাইন, লিবিয়া, ইরাক, সিরিয়া, ইয়েমেনের কয়েক লাখ শিয়া নিয়মিতভাবে বেতন ও অস্ত্র পেয়ে যাচ্ছে ইরান থেকে; ইরানী নাগরিকেরা ইহার জন্য মুল্য দিচ্ছে।

আমেরিকা ট্রাম্পকে নিয়ে বেশ বড় সমস্যায় আছে: ট্রাম্প এখনো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য ষড়যন্ত্র করছে; আমেরিকান প্রশাসন চিন্তায় আছে যে, ট্রাম্প স্বেচ্চায় ২০ তারিখে হোয়াইট হাউজ ত্যাগ করবে, নাকি তাকে বের করতে হবে? তাকে বের করতে হলে, বিশ্ব হাসবে, আমেরিকার মানসন্মানে লাগবে। আমেরিকার নিজস্ব সমস্যার সময়, ইরান তাদের জংগী জেনারেলের মৃত্যুদিবস পালন করতে গিয়ে অপ্রয়োজনীয় সংকটের সৃষ্টি করতে যাচ্ছে।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

গফুর ভাই বলেছেন: আমার মনে হয় ট্রাম কে বের করতে ভাড়া করে লোক আনতে হবে।সব শেষে অনেক নাটকের জন্ম দিবে।

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প আমেরিকান নির্বাচন কমিশনকে এখনো বুঝতে পারছে না; ওর বউ ওর থেকে চালাক, বউ আগেই হোয়াইট ছেড়ে চলে যাবে।

২| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৮

শাহ আজিজ বলেছেন: উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করে যাচ্ছে অবিরত ।

সোলেইমানি একজন জেনারেল , তার কি কাজ ছিল উপদ্রুত ইরাকে ? এই অবৈধ অবস্থান মারিকিনিদের সুযোগ এনে দিয়েছে । খুব বড় ধরনের কিছু হবে না তবে যে কোন গুরুত্বপূর্ণ ইরানি ঘাটি ধংস করবে আমেরিকা । আদতেই শিয়ারা হই চই পছন্দ করে আর তাদের মুল্লারা আরও দুই ধাপ জঙ্গি । এই পাগলতন্ত্রের অবসান হোক ।

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



পারস্যের মানুষেরা ইতিহাসের বড় জাতি; ইসলাম ওদেরকে বেকুবে পরিণত করেছে; আমেরিকান এলাকায় মশা ঢুকলে আমেরিকান মিলিটারী টের পায়, ইরানীদের জংগী জেনারেল গেছে ইরাকে!

৩| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

অধীতি বলেছেন: ইরানকে যেমন আমেরিকা বুঝে না, তেমন ট্রাম্পকে ট্রাম্প নিজেও বুঝে কিনা সন্দেহ।

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের জীবনটাই ছিলো একটা ক্রাইম; ক্যাপিটেলিজমে বিলিওনিয়ার পরিবারে জন্ম নেয়ায়, উহা ধরা পড়েনি; এখন আমেরিকানদের কাছে উহা পরিস্কার; কিন্তু আমেরিকান রেসিজমকে "আমেরিকান জাতীয়তাবদ"এর প্যাকেজে সে এমনভাবে পরিবেশন করেছে যে, অর্ধেক সাদাদের বেলায় উহা কাজ করছে। রেসিজমকে জীবন্ত রাখার জন্য কালোরাও দায়ী, কালোরা অনেক ক্রাইম করে বেড়ায়, যা সহজেই চোখে পড়ে।

৪| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭

এমেরিকা বলেছেন: সৌদী খুনিরা তুরস্কে গিয়ে ভিন্ন মতাবলম্বী সাংবাদিককে কেটে টুকরা টুকরা করে - তাতে কোন দোষ হয়না। আর ইরানী জেনারেল পাশের দেশে সফরে গেলেও মুরব্বীর অনুমতি নিতে হবে? এই আমেরিকান জেনারেলরা কত দেশে দাপটের সাথে কারো অনুমতির তোয়াক্কা না করে যায়, হিসাব আছে?

আমেরিকার ক্ষমতা আছে, তাই সুলেমানিকে মেরেছে। আরো জেনারেল মারতে হলে প্রয়োজনে ইরানের ভেতরে ঢুকে মারবে। কে তার জন্য কৈফিয়ত তলব করবে? তবে আমার বিশ্বাস, আমেরিকা ইরানে হামলা করবে না। তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি একদিকে হেলে যায়। তাই শিয়া-সুন্নী সংঘাত জিইয়ে রাখার জন্য ইরানকে তার জায়গায় রেখে দেবে - তবে ফাপড়ের উপর রাখবে।

০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



শিয়া, সুন্নী, ওয়াহাবী, আহমেদিয়া হচ্ছে ইসমামের সমস্যা। আপনার নিজের সমস্যা আছে, তাই জংগী সোলামানীর গোপনে ইরাকে যওয়াকে স্বাভাবিক মনে হচ্ছে।

৫| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ইরান ভয় পাচ্ছে না। তাদের ভয় পাওয়ার দিন শেষ। তারা নিজেদের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত।
বাইডেন শান্তিপ্রিয় মানুষ। ট্রাম্পের সব বিষ পানি হয়ে গেছে।

০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



মানুষের বুদ্ধি লোপ পেলে ভয় কমে যায়।

৬| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইরানের এই উন্মাদনার শেষ হবে কবে?

০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:




হয় এটম বোমা খাবে, না হয়, জংগীদের ক্ষমতা থেকে সরাতে হবে।

৭| ০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যত গর্জে তত বর্ষে না।
ট্রাম্পের লাম্ফ ঝম্ফ
বাঁদরের লাম্ফ ঝম্ফে
রুপ নিবে।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প ডিফেন্স মিনিষ্টারকে বাদ দিয়ে অস্হায়ী ডেফেন্স মিনিষ্টার নেয়ায়, মানুষ চিন্তিত; মানুষ ইরানের জন্য চিন্তিত নয়, মানুষ আমেরিকার ক্ষতি নিয়ে চিন্তিত, ইরানের হারানোর কিছু নেই।

৮| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৮

অক্পটে বলেছেন: সময় বদলায়। এই ইরান এক সময় আমেরিকার ইয়ারের বন্ধু ছিল, আর এখন যুগের পর যুগ ধরে ইরানে অর্থনৈতিক/বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে একে পঙ্গু করে রেখেছে আমেরিকা। ভবিষ্যৎ কে বলতে পারে।

ট্রাম্প হলো একজন রংহেডেড প্রেসিডেন্ট। শেষ অবধিও ওকে বিশ্বাস করার মতো কোন কারণ নেই। এমনও হতে পারে ওকে জোর করেই হোয়াইট হাউস থেকে বের করতে হতেপারে।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



নির্বাচন কমিশন এমন ব্যবস্হা নেবে যে, ট্রাম্প বাবার নাম নিয়ে হোয়াইট হাউস থেকে পালাবে।

ইরানের মানুষের ঐতিহ্য ছিলো, ওদের ট্রেডিশন ছিলো; ওদের তেলের টাকায় ওরা শান্তিতে বাস করতে পারতো; কিন্তু মোল্লারা জংগী পালন করে ওদের জীবনকে ভয়ানক করে তুলেছে

৯| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

বঙ্গদুলাল বলেছেন: আমেরিকা-ইসরাইলের সাথে ইরানের দ্বন্ধের শুরু কোন সাল থেকে? আরব-ইসরাইল যুদ্ধে আরবের প্রতি ইরানি সমর্থন ছিল?মাহমুদ আহমদিনেজাদ ইসরাইলকে দুনিয়া থেকে মুছে দিবে এসব বলেছিল কেন?ইরানিদের ফিলিস্তিনিদের প্রতি প্রেম কি রাজনীতি?ওরা তো শিয়া!

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



ইরানীরা প্যালেষ্টাইন সৃষ্টির পক্ষে বর্তমান বাধা; ইরান হামাসকে বেতন দেয় ও রকেট তৈরির সরন্জাম ও অস্ত্র দেয়, ইহার ফলে প্যালেষ্টাইনের স্বাধীনতা আটকা পড়ে আছে। ইরান শুধুমাত্র ইহুদী ও সুন্নী-বিরোধীতা করতে গিয়ে সবকিছু করে বেড়াচ্ছে।

১৯৪৮ সালের ১৫ই মে, ােই ১২টি দেশের সমর্থনে আরবেরা ইসরায়েল আক্রমণ করেছিলো, তাতে ইরানও ছিলো

১০| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

রানার ব্লগ বলেছেন: ট্রাম্প পাগল হতে পারে কিন্তু ইউ এস এ এর রাষ্টযন্ত্র এত পাগল না।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



কালোদের আনরিয়ালিষ্টিক দাবী ও লুটপাটের কারণে অনেক সাদা ট্রাম্পকে সাপোর্ট করেছে, কিন্তু আমেরিকান প্রশাসন ট্রাম্পের ক্রাইম শ্য করবে না।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকা পূর্ন চন্দ্র ইরান নতুন চন্দ্র ।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


ইরানীদের সম্পর্কে বিশ্বের মানুষের খারাপ ধারণা ক্রমাগতভাবে বাড়ছে।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪১

বঙ্গদুলাল বলেছেন: সাধারণত মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নী সমস্যা প্রবল। হামাস তো সুন্নি সংগঠন;পক্ষান্তরে ইরান শিয়া প্রধান কান্ট্রি।সুন্নী সংগঠন হামাস ইরানি উৎকোচ গ্রহণ করছে, তাতে সুন্নী দেশগুলো বাধা দিচ্ছে না কেন?এই মুহূর্তে ফিলিস্তিন কর্তৃপক্ষ মোট কয়টি শক্তি? তাঁদের নেতৃত্বে কি জ্ঞানী মানুষজন নেই?১৯৪৮ এর ইউএন সিদ্ধান্তকে আরবরা অবজ্ঞা করেছিল কেন?কীসের আশায়?কীসের নেশায়? এখনও বা পিএলও,হামাসকে বুঝিয়ে, চাপ দিয়ে এবং ইসরায়েলের সাথে বৈঠক করে এই সমস্যা সমাধান করছে না কেন?মুসলিম নেতাগুলো এমন অদ্ভুত কিউট কেন?এভাবে আর কত!

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনি ৫৭টি মুসলিম দেশে রাষ্ট্রপ্রধানদের নিয়ে কয়েক লাইন পড়ুন, দেখবেন যে, এদের বেশীরভাগই ক্রিমিনাল, জংগী, অদক্ষ। আমাদের শেখ হাসিনাকে দেখুন, জাতির শিক্ষিতদের তুলনায় উনি অনেক অনেক অদক্ষ।

প্যালেষ্টান হচ্ছে না হামাস, পিএলও'এর বেকুবীর জন্য; ওরা চাইলে ২০০১ সালের জানুয়ারী মাসে প্যালেষ্টাই হয়ে যেতো। প্যােলষ্টাইনে জ্ঞানী মানুষ নেই।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মানুষের বুদ্ধি লোপ পেলে ভয় কমে যায়।
না ভয় তাদের সম্ভবত কমে না। বুদ্ধি লোপ পেলে নির্বোধ এর পর্যায়ে চলে যায়।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


ইরানীদের আগের ইতিহসের সাথে তুলনা করলে, বর্তমান ইরানকে নির্বোধই বলা চলে।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: ট্রাম্পের পিতা বা পিতৃব্যেরও সাহস নাই যে এখন ইরানে হামলা করে। করতে পারতো ২০১৮ তে, যেটা সে বাতিল করে দিয়েছিলো ট্রাম্প।
সন্ত্রাসী এ্যামেরিকা ১ জন সোলেমানীকে মেরে তাদের ১১০ সৈন্যকে স্থায়ীভাবে আহত করেছে।Operation Martyr Soleimani
পৃথিবীর দেশে দেশে কোটি কোটি মানুষ মারা সন্ত্রাসী এ্যামেরিকার ৪ লাখ লোক মরবে। কফিন বানাতে বানাতে সব পাইন গাছ শেষ হয়ে যাবে , তাও জঙ্গী খৃষ্টান সন্ত্রাসীরা মরতে থাকবে।
করোনা ওদের পাপের শাস্তি হিসেবে এসেছে, যেটা কোনো টিকা-ফিকাতে যাবে না।
পড়াশোনাহীন গো-মূর্খরা ইরানী উন্নত রাজনীতি-সমাজ অঅঅল সাংস্কৃতিক ব্যাবস্থা বুঝবে না।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার ওয়াজ শুরু হয়ে গেছে? আপনার মতো বুদ্ধিমান লোকদের চাপে ঢাকা শহর কিছুটা তলিয়ে গেছে।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:০৮

অনল চৌধুরী বলেছেন: সন্ত্রাসী এ্যামেরিকার ৪ লাখ লোক মরবে আর ১২ দিন পরে।
একটাও বেচে থাকবে না।
অপেক্ষা করেন।

০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান মানুষ ভালো; অন্য জাতি ওদের মতো এত শক্তিশালী হলে, বিশ্বের কি হতো বলা মুশকিল। চীনারা এত শক্তিশালী হলে, মানুষ খেয়ে ফেলতো।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প পাগল হঠাৎ কিছু করে বসলে সেটা পুরো বিশ্বের জন্য ক্ষতিকর হবে।

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প ২০২৪ এ ভোটে দাঁড়াবে, তার বুদ্ধিতে যদি আসে যে, ইহা তাকে ২০২৪'এ সাহায্য করবে, সে যুদ্ধে যাবে; সে এখন আমেরিকার জন্য কিছু করছে না; গলফ খেলছে ও ষড়সন্ত্র করে সময় কাটাচ্ছে।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাগল-ছাগল ট্রাম্পের পক্ষে যে কোন কাজই সম্বব। তবে এখন সেই অবস্থানে সে নাই। হামলা হবেনা ইরানে। ট্রাম্পকে টেনে হিচড়ে নামাতে হলেও নতুন ইতিহাস রচিত হবে আমেরিকায়।

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা করোনার কাছে যেভাবে পরাজিত হয়েছে, ওদের আগামী ১০ বছর পানির নীচে চলে গেছে; কিন্তু ট্রাম্পের মতো লোকেরা এমনভাবে লাভবান হয়েছে যে, মানব সভ্যতায় এভাবে সম্পদ হস্তান্তরের ঘটনা ঘটেনি; আসলে, এখন যুদ্ধে গেলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:০২

অনল চৌধুরী বলেছেন: আমেরিকান মানুষ ভাল- একথার পর আর কোনো কথা চলেনা।
দেশে দেশে শতকোটি মানুষ মারা গণহত্যা লুটপাটের নাম ভালো !!!
চীনারা ৫০০০ বছর বিশাল সাম্রাজ্য শাসন করেছে। কোনোদিন ইউরোপ-ভারত বা বাংলাদেশ আক্রমণ করেনি।
এখন চীনের যতোটা আগ্রাসন নীতি, সবই ১৯ শতকে বৃটেন এ্যামেরিকা আর অন্য ইউরোপয়ীয় দেশগুলির সেখানে চরম বর্বরতা চালানো প্রতিক্রিয়া। আপনারা আফিম খাইয় চীনাদের সম্পদ লুট করবেন আর তারা বসে বসে দিপিকা-কারিনা-সানির আইটেম নাচ-গান দেখবে, এতোটা বুদ্ধিহীন চীনারা না।
কিছুদিন পড়াশোনা করে তারপর ব্লগ লেখেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



বই তো পড়তে চাই, বই মেলার গার্বেজ কতটুকু পড়া যায়?

১৯| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩০

অনল চৌধুরী বলেছেন: আপনার কাছে নিজের সন্ত্রাসী এ্যামেরিকা-ভক্ত লেখা ছাড়া সবই খারাপ।

০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:




আমি বাংগালী, আমেরিকা আমার জন্য কিছু না; কিন্তু আমেরিকাকে বুঝতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.