নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগের বিরহের কবির বিরহে আছে সামু।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১:২৩



ব্লগের বিরহের কবি হচ্ছেন, কবি সেলিম আনোয়ার।

**** আপডেট: ব্লগার রামিসা রোজা উনার খবর দিয়েছেন; ১ লা জানুয়ারী উনি ব্লগে এসে ২টি মন্তব্য করেছিলেন; ১৬ই নভেম্বর উনি শেষ পোষ্ট দিয়েছিলেন ব্লগে; আশাকরি উনি ভালো আছেন। ****

প্রাচীন গ্রীক ধর্মের দেবতা অর্ফিউসের স্ত্রী ইরিডিসের মৃত্যু হলে, অর্ফিউস অপরিসীম বিরহের মাঝে নিমজ্জিত হন; তিনি বাঁশী বাজালে সমস্ত প্রকৃতি কাঁদতো; আমাদের সামু ব্লগের বিরহের কবি, কবি সেলিম আনোয়ারকে বেশ কিছু সময় ব্লগে দেখা যাচ্ছে না। কবি সেলিম আনোয়ারের কবিতা মুলত: বিরহের উপর ছিলো, তাঁর কবিতা যেদিন প্রকাশিত হয়, উহাকে বুকে ধারণ করে সামু সেইদিন বিরহে নীল হয়ে যায়। আজকে প্রায় মাস'খানেক সেলিম আনোয়ার ব্লগে নেই; সেদিন ব্লগার সোহানী উনার অনুপস্হিতির কথা বলেছিলেন; কিন্তু উনার খোঁজ নেয়ার জন্য কোন পোষ্ট দেয়া হয়নি; যাঁরা উনার খবর জানেন, আমাদের জানাবেন।

এই রকম নিয়মিত কবির দীর্ঘ অনুপস্হিতি চিন্তার বিষয়। আমি সব সময় উনার কবিতা পড়তাম; আমি কবিতা ভালোবাসি; তবে, বিরহ ইত্যাদি আমার জন্য একটু কঠিন ব্যাপার। পেশার দিক থেকে উনি মনে হয় জিওলজিষ্ট, এপ্লাইড সায়েন্স ও টেকনোলোজীর মানুষ। কিন্তু উনাকে আমি টেকনোলোজীতে দেখিনি, দেখেছি ভালোবাসার কবি হিসেবে, বিরহের কবি হিসেবে।

উনার লেখায় সামান্য পরোক্ষ রাজনীতির হিন্টস পাওয়া যায়; বেগম জিয়ার প্রতি উনার অনেক টান আছে; বেগম জিয়ার প্রতি টান থাকাটা ঠিক পুরোপুরি স্বাভাবিক ব্যাপার নয়; বেগম জিয়া আমাদের স্বাধীনতার ব্যাপারটা বুঝতে পারেননি ১৯৭১ সালে, উনার ধারণা ছিলো যে, বাংগালীরা পাকী বাহিনীর সাথে কোন মতেই পেরে উঠবে না; এবং পরে মিলিটারীর পুতুল হিসেবে কাজ করে জাতির অনেক ক্ষতি করেছেন, নিজের ২ ছেলের অনেক ক্ষতি করেছেন; বেগম জিয়া ভয়ংকর লোভী মহিলা ছিলেন, উনার কমনসেন্স ছিলো না বললেই চলে।

কবিদেরকে সভ্তা, সংস্কৃতি, সমাজ ও মানুষকে বুঝতে হয়; কবিরা সমজের কন্ঠস্বর, ভুলের পক্ষে থাকলে মানুষের পক্ষে বলা কঠিন হয়ে যায়।

যাক, উনার মুল বিষয় ছিলো বিরহ ও ভালোবাসা; এখানে উনি ছন্দ ও ভাবের সমন্ময় ঘটিয়ে মানুষের হৃদয়ের কথাকে ভাষা দিতে সক্ষম হয়েছিলেন। ফেইসবুকে যারা আছেন, তারা ওখানে উনার খবর পেলে আমাদেরকে জানাবেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: কবিরা ক্ষনে ক্ষনে বদলায়।
আপনি কি কবিতা পছন্দ করেন?
আমিকিছুটা চিন্তিত। তাই মন খুলে ব্লগিং করতে পারছি না।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগের যাঁরা কবিতা খুবই ভালোবাসেন, তাদের লিষ্টে আমার নিক থাকার কথা।
আপনি কষ্টকর সময় পার করছেন, আপনি কোন একটা কাজে সময় দেন।

২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:০৮

রাজীব নুর বলেছেন: আপনি তো কোনোদিন কবিতা লিখলেন না।
অন্তত একটা কবিতা লিখুন। দেখি কেমন হয়।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:


আমার মন থেকে কোনদিন কোন কবিতা বের হয়ে আসেনি; কবিতার জন্য ধ্যানী মানুসের দরকার, আমি একটু রুক্ষ্ম।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৩০

ডঃ এম এ আলী বলেছেন:


হ্যা প্রায় মাসখানেক যাবৎ কবি সেলিম আনোয়ারকে দেখা যাচ্ছেনা ।
এ পোষ্টের সুবাদে হয়তবা উনার খবর পাওয়া যাবে ।
উনার বিষয়ে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ ।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



এই সময়ে অনুপস্হিত থাকলে কিছুটা চিন্তার ব্যাপার।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো লাগলো সেলিম আনোয়ার সম্পর্কে বিশ্লেষণ।কবিতার দুই লাইন পড়েই দৌড়দেই তাই কবিতা কেমন সেই খবর আর জানা হয় না।
তাছাড়া আমি ভাববাদী না আবার আধুনিক ও না।আমার চিন্তা চেতনা একটা বিশেষ গন্ডিতে আবদ্ধ।সেখান থেকে বেরিয়ে আসতেও পারছি না।হয়তো সম্ভব ও না।আমি অনেক কিছু বিচার করি সেই সাচে ফেলে।যেটা ঠিক আধুনিকতার সাথে যায় না।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:




সেলিম আনোয়ারের কোন কবিতা পড়েছেন?
উনার কবিতা পড়লে, আমার মনে হয়, উনার ভালোবাসার নারী উনাকে দুরে রেখেছেন বেশ কিছু সময়।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৪:২৭

রামিসা রোজা বলেছেন:
আমাদের সামু ব্লগের বিরহের কবি, কবি সেলিম আনোয়ারকে বেশ কিছু সময় ব্লগে দেখা যাচ্ছে না --- কিন্তু উনি গতকাল
এসেছিলেন । যদিও অনেক দিন যাবত ব্লগে অনুপস্থিত ছিলেন ।

০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, তাইতো; কবি নীরবে এসে, নীরবে চলে গেছেন; যাক, খবর পেয়ে নিশ্চিন্ত হলাম।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কবিতা দুই এক লাইন পড়েছি।আমার বদঅভ্যাস হল পোষ্ট না পড়েই দুই একটা কমেন্ট পড়ে কিছু একটা লিখে দেয়া।বেশির ভাগ সময় এটাই করি।
আবশ্য কয়েক জনের পোষ্ট মনযোগ সহকারের পড়ি।প্রায় ৪৫ বছর না পড়তে পড়তে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছি।কোবির না হলে হয়তো এভাবেই বাকি জীবন চলে যেত।
শুখে সান্তিতে জীবন জাপন করেও অনেক কবি দুঃখের কবিতা লিখতে পারে।আবার ছোট বেলার প্রেম অনেকেরই সফল হয়না,এটাও অনেকে আজীবন পুষেরাখে।তাদের কাছে এটা একটা গুপ্তধন ।

০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:



কবিরা সমাজের কন্ঠস্বর, প্রতিবাদী কন্ঠ, সৌন্দ্যের উপাসক; কবিতা পড়তে হয়।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৬:১০

সোহানী বলেছেন: কবি মনে হয় বিজি...। ফেবুতেও নক দিলাম, কিন্তু রেসপন্স নেই।

০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


খবর পাওয়া গেছে।

উনি প্রায় দেড়মাস পর, গতকাল (১ লা জানু ) ব্লগার রাজীবের পোষ্টে মন্তব্য করেছেন; আশাকরি, ভালো আছেন।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪৭

ঢাকার লোক বলেছেন: আমি বেশ কিছুদিন ব্লগে অনুপস্থিত ছিলাম, সেই কভিড শুরু হওয়া থেকে, প্রায় আট/নয় মাস। আমাকে নিয়ে আমার কোন চিন্তা তেমন ছিল না, ব্লগেও কেউ আমাকে নিয়ে চিন্তা করবে তেমন ভাবিনি কেননা গুরুত্বপূর্ণ কেউ নিজেকে মনে হয়নি। আপনাকে নিয়ে আমার চিন্তা সব সময়ই ছিল, সেই শুরু থেকেই নিউইয়র্কে কভিডের দ্রুত বিস্তার ও বিশেষত বাংগালী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক সংক্রমণ বেশ দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ায়। দিন দুই আগে ব্লগে ঢুকে আপনার একটা লেখা দেখে মনে স্বস্তি পেলাম। আল্লাহ আপনাকে হেফাজত করুন এবং দীর্ঘদিন এ ব্লগে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আপনার মূল্যবান মতামত দিয়ে চলুন।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



গতকাল, নাকি পরশু আপনার পোষ্ট দেখে আমার মনে হলো যে, আপনাকে অনেকদিন ব্লগে দেখিনি; স্যরি, আপনি কখন থেকে ছিলেন না, সেটা খেয়াল রাখতে পারিনি, এটা আমার অক্ষমতা; আবারো স্যরি।

আমি ভালো আছি, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকুন, এই শুভকামনা রলো।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৫

কাছের-মানুষ বলেছেন: এক সময় ব্লগে কবিতা অনেক দেখা যেত ব্লগে, এখন মনে হয় কবিতা কম আসে ব্লগে!!

যাইহোক বিরহী কবি ফিরে আসুক ব্লগে, আবার ব্লগ মাতাক।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



কিছু কবি মেশিনের মতো কবিতা লিখছেন, ভালো হচ্ছে না; পাঠকেরা কবিতা-বিমুখ হয়ে যাচ্ছেন?

১০| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৩

কালো যাদুকর বলেছেন: কবি সেলিম আনোয়ার কে নিয়ে সুন্দর বিশ্লেষন৷

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:




আমি বেগম জিয়াকে নিয়ে একটু ক্যাচাল যোগ করে দেখলাম, কে কি বলেন!

১১| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৩

রানার ব্লগ বলেছেন: নিশ্চয়ই তিনি ভালো আছেন, কামনা করি নতুন কিছু নিয়ে নব উদ্দমে ফিরে আসবেন।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



একটু চিন্তার বিসয়, উনি দেড়মাস পরে ব্লগাে এসে, ২টি মন্তব্য করে চলে গেছেন।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪২

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ ভাই,নিউইয়র্কের লং আইল্যান্ডে আমার এক অত্যন্ত আপনজন থাকেন, তাই সব সময়ই, এমনকি এখনো আবার সংক্রমণ বৃদ্ধির খবরে, বেশ উদ্বিগ্ন। আপনি সপরিবারে ভাল আছেন জেনে ভাল লাগল। ভাল থাকুন নিরাপদ থাকুন!

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



লংআইল্যান্ড অনেক ভালো আছে, আমরা ( ব্রূকলীন ) বাতাসের বদলে, ভাইরাসের মাসে ডুবে আছি; আশাকরছি, সমাধান হবে, ধন্যবাদ।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৮:২৪

কালো যাদুকর বলেছেন: আমার আগের মন্তব্যটি আংশিক এসেছে।
বলতে চেয়েছি, কবি সেলিম আনোয়ার শুধু বিরহ না, মিলনাত্যক কবিতা অনেক লিখেছেন।
ওনাকে আমিও খুজছিলাম।
মনে হয় উনি বঙ্গবন্ধুকেও পছন্দ করেন অনেক।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



উনি শেখ সাহেব ও শেখ সাহেবের হত্যাকারী, জেনারেল জিয়াকে সমানভাবে ভালোবাসেন।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৮

স্থিতধী বলেছেন: গ্রীক দেবতা অর্ফিয়াসের প্রসঙ্গে মনে পড়ে গেলো; ব্লগার অর্ফিয়াসের বাঁশীও ব্লগে গত অক্টোবরের পর থেকে আর আসেননি।

০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:



উনার বিরহের অবসান হয়েছে, মনে হয়।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেলিম ভাই ফেসবুকে দেখলাম পোস্ট দিচ্ছেন

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগের পাঠকেরা কবিতা কম পড়ছেন, মনে হয়; অবশ্য ফেইসবুকে কেহ কিছু পড়ে কিনা সন্দেহ, লোকজন ছবি দেন ও ছবি দেখেন

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

রানার ব্লগ বলেছেন: অভিমান মনে হয়। কবিরা অভিমানী হন!! এদের অভিমান ভাংগাতে হয়।

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



সামুতে কবিতার সমাদর একটু কমে গেছে; অবশ্য, কবিতা মনের সাথে মিলে গেলে, পাঠকের অভাব হয় না। আমি ড: আলীর আম্রকলি কিছুদিন পরপরই পড়ি।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেবুতে উনাকে দেখেছিলাম। কোথায় যেন যাচ্ছেন। জানালেন শিকরের টানে যাচ্ছেন ।

হয়তো আবার ফিরে আসবেন বিরতীর পরে।

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, উনার পরিবারের একাংশ ঢাকার বাহিরে থাকেন! বেগম জিয়ার প্রতি উনার টানের কথা লেখা কি ঠিক হয়েছে।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

আমিন রবিন বলেছেন: দিনকাল ভালো না। সব কথা খোলামেলা বলতে নেই। আপনার অবজার্ভেশন যদি ভুল হয়, তারপরেও উনি কিছু মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবেন।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



ঠিকই বলেছেন; তবে, কবিরা সমাজের বিবেক, উনারদের ভাবনায় ভুল থাকলে সমাজের ক্ষতি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.