নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা সঠিকভাবে কোন প্রশ্নের উত্তর দেয়ার মতো দক্ষ নন।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২



এক ব্লগারের বই বের হচ্ছে, সেটা নিয়ে পোষ্ট দিলেন লেখকের ঘনিষ্ট একজন ব্লগার; লেখক একজন পিএইচডি-ধারী পেশাদার মানুষ। বইয়ের শিরোনাম দেখে, আমি পোষ্টে কমেন্ট করে, লেখকের পড়ালেখা কোন বিষয়ে জানতে চাইলাম; পোষ্টদাতা জানাতে চাইলেন না, আমি ৩ বার কমেন্ট করলাম, তিনি জানালেন না; এবং বললেন যে, আমার অতিরিক্ত উৎসাহের কারণে উনি জানাবেন না; লেখক এবং পোষ্টদাতা ২ জনেই বিদেশে থাকেন।

এরপর, সেই লেখক নিজের ২ বইয়ের প্রকাশের উপর পোষ্ট দিলেন; সেখানেও আমি ২/৩ বার প্রশ্ন করে, কোন বিষয়ের উপর উনার পিএইচডি তা বের করতে পারিনি; উনার সর্বশেষ উত্তর ছিলো, সেটা বই'এর লেখক পরিচিতির মাঝে আছে; এটা হলো ১ জন প্রবাসী বাংগালী পিএইচডি'র উত্তর।

২ জন ব্লগারকে ৬ বারের বেশী প্রশ্ন করে আমি সঠিক উত্তর পাইনি। এই ব্লগে, আমার পড়ালেখা, বয়স, পেশা সম্পর্কে আমাকে কয়েক'শ বার প্রশ্ন করা হয়েছে, আমি সঠিভাবে উত্তর দিয়েছি প্রথম বারেই।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (আইএমএস) ডা. মো. হাবিবুর রহমান বলেছেন যে, ভারতের সেরাম ইনন্সিটিউট থেকে তিন কোটি টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ; তিন কোটি টিকার প্রথম কিস্তির ৫০ লাখ এই মাসেই পাওয়ার আশা করছেন ডা. হাবিবুর রহমান৷ বাকি টিকা ধাপে ধাপে পাওয়া যাবে৷

প্রতি টিকায় বেক্সিমকো দেশের সরকার থেকে ৪০০ টাকার বেশী লাভ নেবে; টিকা ফেব্রুয়ারীতে আসার কথা, ভারত পেমেন্ট'এর জন্য অপেক্ষা করছে।

এই সপ্তাহে কত টিকার দাম পরিশোধ করা হচ্ছে প্রশ্ন করলে "ডা. হাবিবুর রহমান তা জানাতে রাজি হননি৷" বলেন, "যখন দাম পরিশোধ করব তখনই জানতে পারবেন ।"’

দরকারী প্রশ্ন করে বাংগালীদের থেকে সঠিক উত্তর কখনো পাওয়া যায় না, হোক সেই লোক সরকারী চাকুরে, কিংবা ব্লগার।



মন্তব্য ৬৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

আখেনাটেন বলেছেন: দেশে এখন নিরবতায় সকল সুখের মূল। কে হায় মুখ খুলে প্যাঁদানি খেতে ভালোবাসে? :(

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদেরকে সাধারণ ও পাবলিক ডোমেইনে প্রকাশ করার মতো তথ্য নিয়ে প্রশ্ন করলে, শতকরা ৯০ ভাগ ব্লগার সঠিক উত্তর দেন না; সরকারী চাকুরেরা কোন কিছুরই সঠিক উত্তর দেয় না; এটা ভয়ংকর লিলিপুটিয়ান জাতি।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিষয়টাকে লেজে গোবরে করে ফেলেছে।দূরদর্শিতার অভাবে ভেবেছিল টিকার বোধ হয় ছড়াছড়ি হয়ে যাবে।
অনেক দুই নম্বরি ডিগ্রিধারী আছে বাংলাদেশ।তারা সকল যায়গাতেই আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ছেলেমেয়েরা প্রশাসনের বড় চাকুরী পেতে অনেক পড়ালেখা করে বিসিএস দেয়; অনেক কষ্টে সেই চাকুরী পায়; চাকুরী পাবার পার, এরা প্রথমে ইডিয়টে পরিণত হয়, তারপর চোরে পরিণত হয়, এবং চাকুরীকে রিটায়ারমেন্ট জীবন হিসেবে নেয়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কিন্তু, কিছু লোক অহেতুক এই বিষয়টি নিয়ে ঝামেলা পাকাতে পারে বিবেচনা করে হয়তো তিনি এমনটি বলেছেন।
আমাদের দেশে তো অনেকেই সুযোগের অপেক্ষায় থাকে। তাছাড়া, তার নিজের চাকরির মায়া আছে। কোনো ভুল হলে শেষে বিপদ। কিংবা তিনি কৌশলগত কারণে এটি এড়িয়ে গিয়ে থাকবেন। আমার তা-ই মনে হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



একজন মানুষ সঠিক কাজ করলে, তাকে সারা পৃথিবী সন্মান করেন; একজন ভালো মানুষকে এক লাখ দুষ্টলোকও ভয় পায়। আমি বাংলাদেশে ৪ বছর চাকুরী করেছি, সরকারী চাকুরী পেলে মানুষ অসৎ ও ইডিয়টে পরিণত হয়।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব চোরের খনিজ লবণ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ধরণের পেশায় আছেন?

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: মনে হচ্ছে ভারতে সেরাম সি ই ও আর সরকার প্রধানের মধ্যে মতদ্বৈধতা চলছে । সেরাম টিকা খালাস না করলে ভারত সরকার টিকা পাবে না । বাংলাদেশকে তেমনি সেরাম ব্যাবস্থাপনায় পৌঁছে দেবে কিন্তু কে দেবে । চুক্তি কি সেরাম না ভারতের স্বাস্থ্য বিভাগ করেছে ? ভেতরে ভেতরে একটা গোলমাল আছে বলেই এদিকে মানে ঢাকার কেউ দাম নিয়ে মুখ খুলছে না । একান্ত নিজ ভাবনা ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


সরকারের বানরেরা মানুষকে বিভ্রান্ত করছে; সরকার কি করেছে শেখ হাসিনা না বলা অবধি বুঝা যাবে না; শেখ হাসিনাও এত বকবক করে যে, কোনটা কি সেটা বের করতে হনুমানের দরকার।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীরবতা হিরন্ময়
এই প্রবাদ বাক্যটি কি আপনি
আপনার জীবনে কখনো শুনেছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



নীরবতা হিরন্ময়, ইহা শুনেছি; কবরের নীরবতা হলো সবচেয়ে বড় নীরবতা।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি কি জানেন
ভারত করোনা টিকা রফতানি নিষিদ্ধ করেছে?
ভারতের এ নিষেধাজ্ঞার কারণে দরিদ্র দেশগুলোর সাধারণ
মানুষের কাছে টিকা পৌঁছাতে সম্ভবত কয়েক মাস অপেক্ষা করতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


ভারত করোনা টিকা রফতানি নিষিদ্ধ করেছে, সেটা আপনি শুনেছেন, আমিও শুনেছি; আমি মনে করছি, টিকা রপ্তানী ও চুক্তি অনুসারে টিকা সাপ্লাই দেয়া এক নয়।

দরিদ্র দেশগুলো টিকার ব্যবস্হা করছে "বিশ্ব স্বাস্হ্য সংস্হা"; ওরা বিবিধ দেশে উৎপাদন করবে; তবে, দেরীতে পাবে গরীবেরা।

বাংলাদেশ ১ থেকে দেড় বিলিয়ন ডলার রিজার্ভ থেকে ব্যয় করতে পারতো, মানুষের টাকা শেখ হাসিনা মানুষের জন্য খরচ করছে না, উনার বুদ্ধি খুবই নীচু মানের।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:০২

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন ?/
[sb]আজকাল হাদিস নিয়েও অনেকের বাঁদরামি দেখতে পায় এরা নিজেদের প্রয়োজনমত সংযোজন বিযোজন করে উপস্থাপন করে। আর কেউ কেউ মারহাবা সুবাহানল্লাহ বলে বাহবা দেয় ।

টিকা নিয়ে আরও অনেক কাহিনী হবে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষকে দাস বানিয়ে ব্যবসা করে আরাম পেয়ে গেছেন, এখন বানরে পরিণত করছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


এখন যেকোন মানুষের সাধারনজ্ঞান যেকোন নবীর বুদ্ধিমত্তা থেকে বেশী; ফলে, মানুষ হাদিসের সাথে নিজেদের হাদিস যোগ করে দিচ্ছে,

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

আল ইফরান বলেছেন: আমি বোধকরি আপনার পেছনের একটা লেখায় বেশ উচুপদে কাজ করা আমাদের এক সিনিয়র এলামনাই এর সুত্র ধরে বলেছিলাম ২০২৩ এর আগে আমজনতার জন্য টিকা নিয়ে চিন্তা না করাটাই ভালো। কথা কি মিলে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে?

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার কথা মিলবে; তবে, টিকা না কিনলেও ২০২২'এর আগে টিকা পেয়ে যাবে সরকার; এরপর সমস্যা হবে, টিকা দেয়া; সরকার সেটাও ঠিক মতো পারবে না।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: টিকা সরকার কিনবে, কিনলেও আমরা পাবো এরকম আশা ছেড়ে দিয়েছি। এখন চিন্তামুক্ত আছি। ভালো আছি। সরকারের যা ইচ্ছা করুক। বলতে গিয়ে মামলা খাবো নাকি?

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত, ২/১ বছরের জন্য প্রাইম-মিনিষ্ট্রি ছেড়ে দিয়ে দেশের অবস্হা অবলোকন করা; উনি ক্ষমতায় থাকায়, কোন কিছু দেখার মতো সময় উনি পাচ্ছেন না।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৬

সোহানী বলেছেন: কেন ভারত থেকে?? এতো লাথি গুতা খেয়েও আমাদের শিক্ষা হয় নাই? মেরদন্ডহীন কেচোঁ বলেই তারা এরকম সহজেই লাথি মারতে পারছে। এটা কি ছেলেখেলা? রাস্ট্রীয় পর্যায়ে একবার বলবে দেবে, চুক্তি করবে। তারপর লাথি দেখাবে? ফাজলামোর একটা সীমা আছে।

আর যে লেখকের কথা বলছেন তার প্রসঙ্গে আমার কথা হলো, উনি কি বিষয়ে পিএইচডি করেছেন তা বই প্রকাশের সাথে কোন সম্পর্ক আছে কি? উনি আমাদের সহব্লগার সেটাই বড় কথা। উনি ব্লগে ব্লগার হিসেবেই পরিচিত, কোন পিএইচডি হোল্ডার হিসেবে নয় কিন্তু। তাই উনার ব্যাকগ্রাউন্ড কি তা জানার আমি অন্তত কোন প্রয়োজন মনে করি না।

০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষের টাকা মানুষের জন্য খরচ করতে চান না বলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে; উনি ১ বিলিয়ন ডলার দিয়ে সরাসরি এষ্ট্রোজেননিকার সাথে চুক্তি করতে পারতেন।

একজন লেখকের যেসব তথ্য পাবলিক ডোমেইনে যেতে পারে, একজন ব্লগার/লেখক সম্পর্কে সেইসব তথ্য আমি জানতে আগ্রহী। এসব বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেয়াটাই বুদ্ধিমানের কাজ।

১২| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৫

কালো যাদুকর বলেছেন: পেচিয়ে কথা বলা শিক্ষিত বাংলাদেশীদের স্বভাব মনে হয় ৷ আবার অনেকে ডিপ্লোমেটিক ওয়েতে উত্তর দেন ঝামেলা এরানোর জন্য ৷

আবার অনেকে ব্লগে লেখালেখি করেন বেনামে। সেক্ষেত্রে উত্তর নাও দিতে পারেন ৷
আমার মনে হয় এতে মাইন্ড করার কিছু নেই ৷

আলোচনা চালানোর জন্য পরিচয় না হলেও চলে ৷

ধন্যবাদ৷

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:




আমি যেসব প্রশ্ন করে থাকি, সেগুলো ব্লগারদের পাবলিক ডোমেইনে থাকার কথা; আপনি বই'এর বা পোষ্টের লেখক হলে, আপনার পেশা, পড়ালেখা, দেশ, ভাষা, এই ধরণের তথ্য পাবলিক ডোমেইনে আসতে পারে।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৯

রানার ব্লগ বলেছেন: টিকা নিয়ে সরকারের মনে হউ কোন বস্তুনিষ্ঠ প্লানিং নাই। তারা চেয়ে আছে অন্যের দিকে, এটা হতাশাজনক।

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের কিংবা এর থেকে কম দক্ষ লোকেরা বাংগাদেশ চালিয়ে আসছে গত ৫০ বছর; বুঝতে পারেন কেন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইয়েমেনের এই অবস্হা!

১৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি ১০ জনকে দিয়ে ১৬ কোটিকে মেপে ফেলেছেন। দারুন আইডিয়া।

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



পর্যবেক্ষণের জন্য "স্যাম্পল" ব্যবহার করা হয়; আপনি, কাজী ফাতেমা ছবি, বিদ্রোহী ভৃগু, নীল আকাশ, মাহিরাহি, এই ৫ জনকে ও রাজিব নুর, ড: আলী, মো: সাজ্জাদ হোসেন, 'বিচার মানি তালগাছ আমার', আল ইফরান, এঁদের সাথে আমাকে যোগ করে "স্যাম্পল" নিলে সামু স্বাস্হ্য সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৩

রাােসল বলেছেন: You are the same. You only destruct but not construct.

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


আমি পুরোপুরি "same" নই; সময়ের সাথে আমার বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, ওজন বাড়ছে, চুল পড়ে যাচ্ছে; আপনিও "same" নন: আপনার লেখা আরো দুর্বল হচ্ছে, ইংরেজীর অবস্হা আগের থেকেও খারাপ, বানান ভুল আগের থেকে বেড়ে গেছে।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সীমার মধ্যে প্রশ্ন করলে উত্তর দেয়া উচিত।

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



যা বাইওডাটাতে (রেজুমে ) লেখা যায়, তার বেশীরভাগই একজন লেখক হিসেবে প্রকাশ করতে পারে।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২২

নতুন নকিব বলেছেন:



কারও কাছে প্রশ্ন করলে তার উচিত সেই প্রশ্নের উত্তর দেয়া। এটা ভদ্রতা। তবে, কেউ যদি তার ব্যক্তিগত কোনো বিষয় কোনো কারণে গোপন রাখতে ইচ্ছে করেন সেটা অবশ্যই তার অধিকার। আর সেটা যদি এমন কোনো বিষয় হয়ে থাকে যে, তা না জানলেও প্রশ্নকারীর আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না- এরকম ক্ষেত্রে গায়ে পড়ে বারংবার অহেতুক প্রশ্ন করে কাউকে বিরক্ত করে তোলা বুদ্ধিমানের পরিচায়ক নয়।

সঠিকভাবে প্রশ্ন করার মতো দক্ষ লোকের অভাবও একেবারে কম নয়।

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি বই লেখেন, সেখানে আপনার পড়ালেখা ও পেশা যোগ করতে হবে, ইহা সম্পর্কে প্রশ্ন থাকলে উত্তর দিতে হবে।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২

তারেক ফাহিম বলেছেন: উত্তর দিতে অনীহা প্রকাশ করলে এড়িয়ে গেলেই হয়।

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


আমরা প্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে যাওয়ার মতো জাতি।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমাদের Soft skill এবং Etiquette এর যথেষ্ট অভাব রয়েছে। এই কারণে আমরা খুব একটা বেশী স্মার্ট নই। তবে আমাদের উচিত এই সব বিষয়ে সচেতন হওয়া।

বিশেষ করে সফট স্কিলস ও এটিকেট আমাদের সবারই ভরপুর থাকা উচিত।

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


একটা জাতির সামগ্রিক সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্হা তাদের কমন-সেন্সের লেভেল ঠিক করে।

২০| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ওকি!!!! আমাকে করা আপনার প্রশ্নগুলোতে আমি যে উত্তরগুলো দেই সেগুলো বুঝি আপনার ভালো লাগেনি!!!!!

হায়! হায়! হায়!!! :|

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনার বেশীরভাগ পোষ্টেরই লেজ-মাথা থাকে না; প্রশ্নের উত্তরের কথা কি বলবো!

২১| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আমি মাঠের কামলা ।কৃষি কাজ করি :)

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



আসলেই, আপনি কৃষিতে আছেন? আপনি তো ভালো করার কথা?

২২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

লেখক বলেছেন:
আপনার বেশীরভাগ পোষ্টেরই লেজ-মাথা থাকে না; প্রশ্নের উত্তরের কথা কি বলবো!



আমাকে পুরাই রোস্ট বানায় দিছেন!!!

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্যবসা সম্পর্কে লিখুন, ইহাতে আপনার কিছুটা দক্ষতা বেড়েছে।

২৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার উচিত, ২/১ বছরের জন্য প্রাইম-মিনিষ্ট্রি ছেড়ে দিয়ে দেশের অবস্হা অবলোকন করা; উনি ক্ষমতায় থাকায়, কোন কিছু দেখার মতো সময় উনি পাচ্ছেন না।

শকুনেরা শেখ হাসিনাকে ঘিরে রেখেছে। তিনি চারপাশ ভালো করে দেখতে পারছেন না। তাই সঠিক পরিকল্পনা করতে পারছে না। তার বাবাকে যেমন দুষ্টলোকেরা সমস্যা থেকে আড়াল করে রাখতেন, তাকেও সমস্যা থেকে আড়াল করে রাখা হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



উনার বাবাকে দুষ্টরা ঘেরাও করেনি, উনাকে দুষ্টরা ঘেরাও করেনি; উনি দুষ্টদের লালন পালন করেন; আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: "কিছু প্রশ্ন" অনেকেই এড়িয়ে যেতে চায়।।
কেমন আছেন।।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনার উপস্হিতি আমাকে খুশী করেছে! কেমন আছেন, আপনি কি দেশে, নাকি প্রবাসে?

২৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৯

আমি সাজিদ বলেছেন: ভুল ধারনা।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি পশ্চিমে কিছুদিন থাকেন, তখন সহজে বুঝতে পারবেন।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৯

আমি সাজিদ বলেছেন: সবাইকে এক কাতারে ফেলা কি উচিত?

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের কয়েক কাতারে ফেলা বেশ কষ্টকর।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৭

অনল চৌধুরী বলেছেন: আপনার কাছে দেশে দেশে সন্ত্রাসী এ্যামেরিকার গণহত্যা লুটপাট হামলা ষড়যন্ত্র অস্ত্র ব্যবসা সম্পর্কে জানতে চাওয়া হলে জ্বী হুজুরসুলভ গোয়েবলস-এর মতো নিকৃষ্ট মিথ্যা পাওয়া যায়।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:




আপনি বাংলাদেসের একমাত্র দার্শনিক, আপনার কথা আপনি নিজেও হয়তো বুঝেন না।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৭

সোহানাজোহা বলেছেন: আমি যখন পাবলিক ডোমেইন/ব্লগে উল্লেখ করবো আমি পিএইচডি করছি বা করেছি তখন সাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে আমি কোন বিষয়ে পিএইচডি করছি, জার্নাল, থিসিস কি কি করছি ইত্যাদি ইত্যাদি। পোস্টগুলো আমি লক্ষ্য করেছি বই যিনি মার্কেটিং করছেন তিনিও উল্লেখ করেছেন লেখক একজন পিএচডিধারী এবং লেখক নিজেও তার নিজস্ব পোস্টে উল্লেখ করেছেন তিনি একজন ডক্টর। সাভাবিক, তারপর ব্লগে এই প্রশ্ন হতেই পারে তিনি কোন বিষয়ে পিএইচডি করেছেন। এখানে উত্তর না দিয়ে হা হা হা হি হি হি করা নিছক ছেলেমানুষি এবং ইমম্যাচিউরড পরিচয় চলে আসে। তিনি বই প্রকাশ করার পর ব্লগার হয়েছেন নাকি ব্লগে লিখে লিখে তারপর বই প্রকাশ করেছেন? ব্লগে আরো অনেক ব্লগার বই প্রকাশ করেছেন তারা অনেক নমনীয় ছিলেন।

আপনি চাঁদগাজী সাহেব হাইস্কুলে নিশ্চয় দেখেছেন হেড স্যারের চেয়ে ম্যাথ স্যার, ইংলিশ স্যার গরম থাকেন বেশী। ডা হাবিবুর রহমান সাহেব এখন হেড স্যারের ভূমিকায় আছেন, এখন তার গরম হলেই বিপদ। ডা হাবিবুর রহমান সাহেব ততোটুকুই বলবেন যতোটুকু তাকে বলতে দেয়া হবে। গরম দেখতে হলে ইনকাম ট্যাক্স অফিসে চলে যান। ইনকাম ট্যাক্স অফিসের কালো কোট যমদূতের চেয়েও ভীতিকর।

বাই দ্য ওয়ে, আমরা ২৫ নভেম্বর দেশে ফিরেছি। আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো?

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



খুবই সুসংবাদ, সুষ্হ আছেন, দেশে ফিরেছেন। আপনার কোর্স শেষ, নাকি এখনো বাকী আছে কিছু?

একজন লেখককে খুবই বিদ্ধান ও অমায়িক মানুষ হতে হয়, বিশাল ব্যক্তিত্বের মানুষ হতে হয়; আমি লেখককে বুঝার চেষ্টা করছিলাম।
ডা: হাবিবুর রহমান সাহেব আনুমানিক, কাছাকাছি একটা সংখ্যা দেয়ার দরকার ছিলো।

২৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

শ্রাবণ আহমেদ বলেছেন: যাদের কাছ থেকে উত্তর পাওয়া যায় না। তাদের এবং তাদের কাজকর্মে ১০০% ঘাপলা আছে।

০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



সন্দহ নেই।

৩০| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫১

স্প্যানকড বলেছেন: এ জাতি রোজ গিলে চেতনার বড়ি লগে রাখে তেলের শিশি। আপনারে ভদ্রলোকে উত্তর দিয়া ক্যাঁচা খাক। ক্যাঁচা খাইলে আপনি আইবেন সুদূর মার্কিন মুল্লুক থেকে? উত্তর দিয়েন কিন্তু! দিতে কেউ বাধ্য কি? নাকি চাহিবা মাত্র উত্তর দিতে বাধিত থাকিবে? ভালো থাকবেন।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:



পেশায় আমি ইন্জিনিয়ার, আর আপনি?

৩১| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৬

স্প্যানকড বলেছেন: " অ " আ " " ক " খ " লিখতে পড়তে পারি আর কিছু? ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন। আপনার লিখা পড়তে পারি এইটাই তো বহুত কিছু...

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



দেখছেন, আপনাকে পরীক্ষা করে দেখলাম, আপনি উত্তর দেননি।

৩২| ১৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৯

স্প্যানকড বলেছেন: আমি এটা আঁচ করছি তাই লিখি নাই। আর জেনেই আপনার কি লাভ বা দুনিয়ার কি লাভ?সবার আগে আমি মানুষ। মানুষ হওয়ার চেষ্টায় আছি এইটুকুই। আচ্ছা আপনি বলেন একজন মানুষ বড় পেশায় যুক্ত থাকলেই কি মানুষ?
ধন্যবাদ কষ্ট করে জবাব দেয়ার জন্য। ভালো থাকবেন।

১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


লেখকদের পেশা সবাই জনাতে চান; আপনি যদি বই লেখেন, সবাই জানতে চাইবে আপনার পেশা কি? এটা একটি স্পৃহা

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।প্রবাসেই আছি।। তবে দেশে যাওয়ার কথা ভাবছি।। এনাফ ইজ এনাফ।।

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন ছিলেন প্রবাসে, দেশে যেখানে খরচ কম সেখানে থাকার চেষ্টা করবেন, কাউকে টাকা ঋণ দেবেন না।

৩৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

ঈশ্বরকণা বলেছেন: আপনার আসল নামটা কি ? দেশে চিটাগাং-এর ঠিকানা ?

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



এগুলো ব্লগে জানানো ঠিক হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.