নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের প্রেতাত্মাকে বোতলে ঢুকায়েছে আমেরিকানরা অবশেষে।

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭



গতকাল ও আজকের দিনটি আমেরিকার ইতিহাসে বিশেষদিন হিসেবে ইতিহাসে প্রবেশ করবে; আজকে দিনের শেষে আমেরিকানরা ট্রাম্পকে পুরোপুরিভাবে পরাজিত করবে, ট্রাম্পের ক্রিমিন্যাল ভাবনার অবসান হবে: কংগ্রেস ও সিনেটের যৌথ বৈঠকে, আমেরিকার আইন-প্রনয়কারীরা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করবে।

তবে, দিনটি খুবই খারাপ একটা উদাহরণের সৃষ্টি করবে: ট্রাম্পের ষড়যন্ত্রের কারণে, কংগ্রেস ও সিনেটের যৌথ বৈঠকে, ১২ জনের বেশী সিনেটর ও ১৪০ জনের বেশী রিপাবলিকান কংগ্রেসন্যান জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণার বিপক্ষে দাঁড়াবে। তাদের এই ধরণের প্রস্তাব আলোচনায় গেলে, সেখানে সংবিধানের বিবিধ ধারা নিয়ে আলোচনা হবে, বিতন্ডার সৃষ্টি হবে, অনেক তর্ক হবে, রিপাবলিকানরা বিভক্ত হয়ে, একাংশ জো বাইডেনকে সাপোর্ট করবেন; এবং দিনের শেষ জো বাইডেনের পক্ষে বেশী কংগ্রেসম্যান ও সিনেটর থাকবেন; জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে।

এই বৈঠকে যারা ট্রাম্পের হয়ে কুকাজটি করবে, তারা আরো বেশী পরিমাণ সমস্যা সৃষ্টি করার সম্ভাবনা ছিলো, কিন্তু সেটা হতে যাচ্ছে না; কারণ, গতকাল জর্জিয়া রাজ্যে অনুষ্ঠিত "রান-অফ নির্বাচনে", সেই রাজ্যের ২টি সিনেটর পদেই ট্রাম্পের সমর্থকরা পরাজিত হতে যাচ্ছে; এতে জো বাইডেন-বিরোধীদের মনোবল ভেংগে গেছে। আমেরিকান সিনেটে, পরোক্ষভাবে জো বাইডেনের দলই মেজরিটি পেতে যাচ্ছে, ইহার খুবই দরকার ছিলো। এখন মনে হচ্ছে, সিনিটে উভয়দলই ৫০টি করে সীট পাবে।

গতকালের দিনটি আমেরিকাার জন্য খুবই কষ্টের দিন ছিলো, করোনায় প্রায় ৪০০০ আমেরিকানের মৃ্ত্যু হয়েছে, ইহা আজ অবধি সবচেয়ে বেশী মৃত্যুর দিন; সামনে কয়েকদিন আরো খারাপ হতে পারে। সবচেয়ে বেশী মৃত্যু হচ্ছে কালিফোর্নিয়ায়; অথচ, আব-হাওয়ার দিক থেকে, এই সময় সেখানে সবচেয়ে কম নিমোনিয়া হওয়ার কথা ছিলো; কিন্তু কালিফোর্নিয়ার লোকজন করোনার নিয়ম কানুন মানছে না; স্বয়ং গভর্ণরকেও নিয়ম ভংগ করতে দেখা গেছে।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১

মনিরা সুলতানা বলেছেন: দেখা যাক !

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



সিনেট রান-অফে পরাজিত হওয়ার পর, এই প্রেতাত্মার পতন ঘটলো।

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

রানার ব্লগ বলেছেন: বোতলে ভরে দূর সাগরে নিক্ষেপ করা হউক !!! অবশ্য এমেরিকান প্রেসিডেন্ট মানেই এক একটা ক্ষুধার্ত দৈত্য !!! আমি আরবের প্রান্তরে যুদ্ধের দামামা শুনতে পাচ্ছি।

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



আরবে যুদ্ধ শুরু হয়েছে বদরের যুদ্ধ থেকে, যতদিন বেদুইনরা জীবিত আছে, সেখানে যু্দ্ধ বন্ধ হবে না।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১১

রানার ব্লগ বলেছেন: বর্তমানে সুরসুরি কিন্তু এমেরিকা দিচ্ছে

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাকে ডেকে নেয়, রাশিয়াকে ডেকে আনে; আমেরিকাকে জড়াতে হয়, আরবেরা মগজহীন যোদ্ধা জাতি।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

পদাতিক চৌধুরি বলেছেন: টেরাম দাদাকে এত কষ্ট দিতে পারে ভেবে খারাপ লাগছে..

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ২৫০ বছরের ইতিহাস বদলে দিয়েছে; আসলে, ওর মানসিক সমস্যা আছে, পরে এটা বেরিয়ে আসবে।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩

ঢাবিয়ান বলেছেন: খুব ভয়ঙ্কর সময় পারি দিচ্ছে পৃথীবি। এর মধ্যে ট্রাম্প ফ্রাম্প এর মত শাশকেরা পরিস্থিতি আরো জটিল করে তুলছে দিনকে দিন

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, চীন, রাশিয়া, ভারত ও তুরস্কে ভয়ংকর দৈত্যরা ক্ষমতায়; ভয়ে বিশ্ব কাঁপছে। ইরানও বিশ্বের অশান্তির কারণ হয়ে উঠেছে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১০

ডঃ এম এ আলী বলেছেন:
ঘটনাপ্রবাহের একটি আপডেট দেয়ার জন্য ধন্যবাদ ।

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ভয়ংকর সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে!

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০০

মিরোরডডল বলেছেন:

কার্টুনটা চলে যাচ্ছে ফাইনালি, এখন কে ওর মতো বিনোদন দিবে #:-S

০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


তার দেয়া বিনোদন থেকে বের হতে আমেরিকার ৭/৮বছর লাগবে।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটা উন্নত জাতি।কিন্তু আচরন করছে বিপরীত।আমার মনে হয়না এটা একটা ব্যক্তির জন্য ঘটছে,জাতিগত কোন সমস্যা আছে।
বহু জাতিক রাষ্ট্রে এই সমস্যাটা থাকেই।এক ভাষাভাষী রাষ্ট্রে এই সমস্যা কম।বাংলাদেশে এই সমস্যা পাহাড়ীদের নিয়ে।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ক্যাপিটেলিজমের সমস্যা জমা হয়েছিলো, সেগুলো রাজনৈতিক রূপ নিয়েছে। বাংলাদেশের সমস্যার সাথে ইহার মিল নেই।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: পাগলায় যাবে সেটা নিশ্চিত। তবে মনে ঘাড় ধাক্কা খেয়েই যাবে তার আগে নয়। ট্রাম্প এবং উনার আচরণ আমেরিকার সাথে ঠিক যায়না। যদি এসব আমাদের দেশে বা আফ্রিকা কিংবা দক্ষিণ আমেরিকার কোন দেশের সরকার প্রধান রা করত তবে তাতে সফল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমেরিকা তে এ সম্ভাবনা যে শুন্যের কোটায় একথাটাই পাগলায় বুঝতে চাচ্ছেনা।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



আজকে বুঝবে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজকে দিনের শেষে আমেরিকানরা ট্রাম্পকে পুরোপুরিভাবে পরাজিত করবে,
ট্রাম্পের ক্রিমিন্যাল ভাবনার অবসান হবে:

........................................................................................................
সভ্য দেশ বলে দাবীদার আমেরিকা এখন
তার ঐতিহ্য হারাচ্ছে, কুটনৈতিক বৈঠকে তার
গুরুত্ব অনেক কমে যাবে ।
আমি অপেক্ষায় আছি কখন শয়তানটা যাবে আর
সমগ্র বিশ্ব একটু শান্তির নিশ্বাস নিবে ।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে: আমেরিকা সাময়িকভাবে মুক্ত হয়েছে; কিন্তু চীন, রাশিয়া, তুরস্ক, ইরান ও ভারতের মাথায় দৈত্যরা বসে আছে।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩১

আকন বিডি বলেছেন: এক ট্রাম্প লোকান্তরে লক্ষ ট্রাম্প ঘরে ঘরে।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা সমস্যার প্রবেশ করেছে আগেই, ট্রাম্প সেটার সুযোগ নিয়েছে, আমেরিকাকে মাটির সাথে মিশায়ে দিয়েছে

১২| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ট্রাম্পের জীবনী কবে লেখা হবে?

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



ওর জীবনী লিখবে সে অবসরে গেলে; ইহা সরকারের দায়িত্ব; তবে, কেহ পড়বে না।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫১

সোহানী বলেছেন: ট্রাম্পের প্রেতাত্বাকে পুরোপুরি বোতলে ভরতে আরো কয়েক বছর লাগবে। তার রেখে যাওয়া আবর্জনা পরিস্কার করতে আরো অনেক অনেক সময় লাগবে।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:



সেটাই ঘটবে, আমেরিকা ক্যাপিটেলিজমের সমস্যার মাঝে প্রবেশ করেছে।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তৃতীয় বিশ্বের নির্বাচনের মত হেরে গিয়ে কান্ড ঘটাচ্ছেন ট্রাম্প। আশা করি তার সব রাস্তা বন্‌ধ হয়ে যাবে।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ আমেরিকান ক্যাপিটেলিজমের সমস্যায় ভুগছে, ট্রাম্প মানুষের বিক্ষুব্ধতার সুযোগ নিচ্ছে।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

জুন বলেছেন: ক্যাপিটাল হিলে কি হচ্ছে!! যাক এখন আর এক তরফা তৃতীয় বিশ্বকে কেউ দোষ দিতে পারবে না। তৃতীয় বিশ্বে সংসদরা নিজেরা দুই দল মারামারি করে কিন্ত বাইরে থেকে সমর্থকদের আক্রমণ এর নজির দেখি নি কখনো।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



ক্যাপিটাল হিলে যা ঘটেছে, ইহার পেছনে মানুষের ক্ষোভ কাজ করছে; ৩য় বিশ্বের সাথে ইহার মিল নেই; সব মানুষ একই কারণে আসেনি।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮

নতুন নকিব বলেছেন:



অবস্থা বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। ৪ জনের নিহত হওয়ার খবর জানলাম। ওয়াশিংটনে কার্ফিউ। শেষমেষ উগ্রপন্থী ট্রাম্প এবং তার সমর্থকরা সংঘাতের দিকেই গেলেন। দেখতে পারেন প্রথম আলোর এই সংবাদটি-

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় নিহত ৪, ওয়াশিংটন ডিসিতে কারফিউ

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:




পুরো ব্যাপারটি আমি দিনের ১টা থেকে রাতের ১২টা অবধি টেলিভিশনে রিয়েল টাইমে দেখেছি; ১ম আলোয় অবশ্য ভুল কিছু লিখেছে।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প ফ্রাম্পের যবনিক ঘটলো। বিদায় একটা অসৎ মানুষের। এই ট্রাম্প ফ্রাম্পের কারনে আমেরিকার ভাবমূর্তি অনেক ক্ষুন্ন হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম চলে যাবে; তবে, সমস্যা থেকে যাবে, এই সমস্যার পেছনে অর্ঠনৈতিক ও সামাজিক সমস্যা আছে।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৫

জুন বলেছেন: আপনে কই? ট্রাম্পের প্রেতাত্মা তো বোতল থেকে বের হয়ে ক্যাপিটল হিল ভাংচুর করতেছে :-&
তৃতীয় বিশ্বের কোন দেশে এইরকম হইলে মার্কিন এম্বেসেডাররা তো সেই দেশের নেতা নেত্রীদের বাসভবনে গিয়ে কত উপদেশ দেয়, গনতন্ত্রের বানী শুনায়। এইবার তৃতীয় বিশ্বের এম্বেসেডারদের সেই ভুমিকা নেয়া উচিত না? কি বলেন আপনি?

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:




স্যরি, আমি ঘুমাচ্ছিলাম; ইহার দরকার ছিলো; তবে, ভুল ধরনের লোকেরা ভবনটি দখল করে ছিলো; আমেরিকা ৩য় বিশ্বের স্তরে আসেনি; ওখানে যত বেকুব লোকজন এসেছিলো, এরা বাংলাদেশের ইউনিভার্সিটির লোকজন থেকে ভালো মনের মানুষ ছিলো, এদের বেশীর ভাগই শেখ হাসিনা থেকে বুদ্ধিমান ছিলো।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

নতুন নকিব বলেছেন:



জুন বলেছেন: এইবার তৃতীয় বিশ্বের এম্বেসেডারদের সেই ভুমিকা নেয়া উচিত না? কি বলেন আপনি?

-চাঁদগাজী ভাই এই প্রস্তাবে রাজী না হতেও পারেন। কিন্তু এই বিপদের সময় আমেরিকার পাশে দাঁড়ানো(!) তৃতীয়, চতুর্থসহ সকল বিশ্বের একান্তভাবেই উচিত। ;) এম্বেসেডাররা সংখ্যায় কম হলে, এসব দেশ থেকে লোক ভাড়া করে নেয়া যায়। ;)

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



গতকাল সেখানে যা ঘটেছে, ইহা বাংলাদেশে ঘটলে ৪/৫ শত মানুষ গুলিতে প্রান হারাতো। যা ঘটেছে, ইহা ঘটার দরকার ছিলো; তবে, ভুল কারণে, ভুল লোকেরা এসেছিলো।

২০| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

নতুন নকিব বলেছেন:



যা ঘটেছে, ইহা ঘটার দরকার ছিলো; তবে, ভুল কারণে, ভুল লোকেরা এসেছিলো।

-'ইহা', 'মিহা' দিয়ে কিসব বুঝাচ্ছেন আপনি? এত জন মানুষ মারা গেল, অথচ আপনি বলছেন, ইহার দরকার ছিল। আপনার মতে সত্যি মানুষ মারার দরকার ছিল?

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের প্রতিবাদ রিস্কি, এখানে প্রান যাবার সম্ভাবনা আছে সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.