![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** আপডেট: বেলা ১:৩৬; রিপাবলিকানদের সিনেট লীডার ট্রাম্প বিপক্ষে কথা বলছে ****
*** বেলা ২:৩২; ট্রাম্প সাপোর্টারেরা কংগ্রেস ভবনে ঢুকে পড়ছে, অধিবেশন স্হগিত *****
*** বেলা ২:৩৫; মেয়র ওয়াশিংটনে সন্ধ্যা ৬ টা থেকে কার্ফিউ ঘোষণা করেছে ****
***** বিকেল ৬টা; ট্রাম্প সাপোর্টারেরা কংগ্রেস ভবন দখল করে রেখেছিলো ৪ ঘন্টা ******
**** সন্ধ্যা ৮টা; যৌথ সেশন আবার শুরু হয়েছে ******
আজকে নিউইয়র্ক সময়, দিনের ১টা বাজে (এখন ) আমেরিকার কংগ্রেস ও সিনেটের যৌথ অধিবেশন শুরু হয়েছে; ইহাতে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ধাপে, নির্বাচিত জো বাইডেনের ও ট্রাম্পের, প্রতি রাজ্যের ইলেকটোরাল ভোটের সার্টিফিক অনুয়ায়ী ভোটের সংখ্যা হিসেব করে জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করার কথা ছিলো; কিন্তু জো বাইডেনের ১ম সার্টিফিকেট (ওরিজোনা রাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা) ঘোষণা করার সাথে সাথে, অরিজোনার এক কংগ্রেসম্যান এই বিজয়ের পক্ষে আপত্তি জানায়। সংবিধান অনুযায়ী যৌথ বৈঠককে স্হগিত ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট পেন্স।
এখন সংবিধান অনুযায়ী কংগ্রেস ও সিনেট আলাদাভাবে আলোচনা করে একটা সমাধানে আসবে; কিংবা ভোটে যাবে; ভোট জো বাইডেনের পক্ষে যাবার কথা।
যারা আপত্তি জানায়েছে, তারা ট্রাম্পের ষড়যন্ত্রের সাথে যুক্ত; কিন্তু তাদের জয়ের সম্ভাবনা নেই।
এরপর, আরো ৫/৬ টি রাজ্যের বেলায় ইহা ঘটবে বলে মনে হয়; ২ ঘন্টার মাঝে আলোচনা কিংবা ভোটের মাধ্যমে ইহার নিস্পত্তি করতে হবে; প্রতি রাজ্যের আপত্তির রিমেডি বের করার পর, যৌথ বৈঠক আবার শুরু হবে; যখন আর কোন আপত্তি থাকবে না, তখন জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা হবে।
আমেরিকাতে ভবিষ্যতে বড় ধরণের দাংগা হতে পারে।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
আসবে, তার আগে আমেরিকানরা মানুষ হাসাবে।
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: মোট ১২ জন সিনেটর। হবে কিছুটা ঝামেলা। তবে আশা করা যায় সব ঠিক হয়ে যাবে।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ও আমাদের জাতযির মাঝে পার্থক্য হলো, ওরা যেকোন সমস্যার সমাধান বের করতে সক্ষম।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: আপত্তি ঠিকবে না। সর্ব্বোচ পত্রিকার শিরোনাম হবে।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
তবে, আমেরিকানদের জাতীয় ঐক্যের ফাটল ধরাচ্ছে, যা সাধারণ মানুষের স্বার্থের ক্ষতি করছে।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৫৬
রোকসানা লেইস বলেছেন: এত বাজে একটা লোকের কবলে পরে আমেরিকার সব সভ্যতা হারাতে যাচ্ছে।
ট্যাম্পের শাস্তি হওয়ার কি ব্যবস্থা এভাবে মিথ্যাকে সত্য বানানোর নানা প্রচেষ্টা করার জন্য।
স্বার্থপর একটা লোক নিজের জন্য পুরো দেশ এবং জাতির জীবন নষ্ট করছে।
০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
এই ক্রিমিনালের শাস্তি হবে, মনে হচ্ছে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৮
কবিতা ক্থ্য বলেছেন: কেউ কি আমাকে হিটলার আর ট্রাম্পের পার্থক্য বুঝাতে পারেন?
০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
হিটলারের মানসিক সমস্যা ছিলো, এটা ক্রিমিন্যাল।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সভ্য লোকরা যেমন আমেরিকায় বাস করে অসভ্য লোকেরাও আমেরিকায় বাস করে।পুরো জাতিকে সভ্য হতে বহু বছর লাগবে।
০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
কত সময় লাগতে পারে?
৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটি একটি চলমান প্রক্রিয়া
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা গত ২০০ বছর ভালো করেছে, এখনো করছে; সমস্যা আসছে, ওরা সমাধান করছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪
হামোম প্রমোদ বলেছেন: আসিতেছে বাইডেন