নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের পার্লামেন্ট ভবন দখল করলে কেমন হবে?

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮



গত পরশু থেকে ওয়াশিংটন ডিসি'তে ট্রাম্প সাপোর্টারেরা জড়ো হচ্ছিল, এরা জো বাইডেনের বিজয় মেনে নিচ্ছে না; ট্রাম্প এদেরকে ধারণা দিয়েছে যে, জো বাইডেন জাল ভোটে নির্বাচিত হয়েছে, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না, ট্রাম্প প্রেসিডেন্ট পদে আরেকবার থাকবে। গতকাল, দিনের ২টার দিকে পার্লামেন্টের চারিদিকে প্রায় ৫০/৬০ হাজার মানুষ অবস্হান নিয়েছিলো; ভেতরে দিনের ১টা থেকে হাউস ও সিনেটের বৈঠক।

গতকাল, দিনের ১টার সময় আমি সিএনবিসি ( টেলিভিশন চ্যানেল) খুলে বসলাম, জো বাইডেনের ইলেকটোরাল ভোটের সার্টিফিকেট থেকে ভোট গণনা করে, আমেরিকান কংগ্রেসের হাউস ও সিনেটের যৌথ বৈঠক থেকে জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করবে, সেই অনুষ্ঠানটি রিয়েল টাইমে দেখছি; গণনা চলছে; দিনের ২টা ৩২মিনিটের দিকে, ট্রামপপন্হী লোকজন জোর করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করার শুরু করে। এই ভবনটি মানুষের ভবন, এর চারিপাশ কোন দেয়াল নেই, মানুষের তুলনায় পুলিশ ছিলো একেবারেই নগণ্য; মানুষ পুলিশের বাধা অতিক্রম করে পুরো ভবন দখল করে দেয়।

ভবনের পুলিশরা কংগ্রেসম্যান ও সিনেটরদের রক্ষার জন্য স্পেশাল রুমে নিয়ে যায়। আমি নিজ কানে একটিমাত্র গুলির আওয়াজ শুনলাম; বিকেল ৪টা'য় জানলাম একজন মেয়ে প্রান হারায়েছে সেই গুলিতে। রাত ১০টায় শুনলাম, পুরো গন্ডগোলের সময়, আহত হয়ে, পড়ে গিয়ে, আরো ৩ জনের মৃত্যু হয়েছে। মেয়েটাকে অকারণে গুলি করা হয়েছে; মেয়েটি অন্যদের সাথে ভবনে ঢুকেছিলো; কোন ইডিয়ট পুলিশ ওকে গুলি করেছে, সেটা এখনো বের হয়নি।

দিনের ৪টার দিকে ওয়াশিংটন ডিসির পুলিশ, ভার্জিনিয়া রাজ্যের ২০০ পুলিশ ও ন্যাশনাল গার্ডের লোকেরা এসে মানুষকে পার্লামেন্ট ভবন থেকে সরানোর শুরু করে; সন্ধ্যা ৬টার ভেতরে পার্লামেন্ট ভবন ও প্রাংগন থেকে মানুষকে সরায়ে দেয়; রাতের ৮টায় যৌথ বৈঠক আবার শুরু হয়; সব আনুষ্ঠানিকতা সেরে, আজকে ভোর ৫ টার কিছুক্ষণ আগে জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করে পার্লামেন্ট।

দিনের ৪টার দিকে ওয়াশিংটন ডিসির মেয়র শহরে কার্ফিউ জারীর ঘোষণা দেয়, সন্ধ্যা ৬টা থেকে উহা কার্যকরী হওয়ার কথা ছিল; আমি রাত ১২ অবধি জেগেছিলাম, তখনো ৭/৮ হাজার মানুষ পার্লামেন্ট ভবনের চারিদিকে জড়ো হয়েছিলো। আমি দেখলাম, প্রায় ৮০ বছর বয়স্ক একজন মানুষ পুলিশের সাথে তর্ক করছে, লোকটার স্ত্রী তাকে টেনে বাড়ী নেয়ার চেষ্টা করছে, লোকটা যাচ্ছে না, স্ত্রী রাগে ও ভয়ে কাঁদছিলো; তখন ভেতরে কংগ্রসম্যানরা ও সিনেটরেরা কাজে ব্যস্ত, আমি ঘুমাতে গেলাম।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২

শাহ আজিজ বলেছেন: আমাদের পারলার লোহার শিক দিয়ে ঘেরা , চিন্তা নাই ।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের পার্লামেন্ট জনতার ভবন, উহাতে চোর ডাকাতেরা বসে, সেজন্য উহার চারিদিকে লোহার ঘেরাও; আমাদের পারলামেন্ট ঘেরাও করার দরকার।

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

কবীর হুমায়ূন বলেছেন: শাহ আজিজ ভাইয়ের মন্তব্যে হাসতে বাধ্য হলাম। ''আমাদের পারলার''!

গণতন্ত্রের পুরোধা বলে খ্যাত মার্কিনীরাও গণতন্ত্রের চর্চায় সহনশীল নয়। তবে, মার্কিনীদের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে খুব বেশি ফারাক হবে না। আমরা যতটা আগ্রহ নিয়ে পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছি, আমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে তেমন পরিববর্তন হবে বোধ হয় না।

ভালো থাকুন চাঁদগাজী ভাই। শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার গণতন্ত্র ঠিকই আছে; আমার সন্দেহ, আপনি উহাকে দেখতে পাচ্ছেন না; মানুষ ৪ ঘন্টা পারলামন্ট ভবন দখল করে রাখার পরও, সারারাত কাজ করে পার্লেমেন্ট জো বাইডেনকে প্রেসিডেন্ট করেছে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের কোনো পালামেন্ট নেই আছে যা সেটা সময় নষ্ট করার সিট পার্ক।যেখানে চলে মিথ্যে গণতন্ত্রের বুলি। :|

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


চিড়িয়াখানার সব গাধাকে শেখ হাসিনা আমাদের পার্লেমেন্টে থাকার ব্যবস্হা করেছেন; উনি নিজেই উহাদের ঘাস খাওয়ান।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রতমত: আমাদের পার্লামেন্ট দখল আর করবে কে? পার্লামেন্ট অলরেডি দখল হয়ে আছে।

আর ট্রাম্প যত চেষ্টাই করুন সাংবিধানিক এবং প্রশাসনিক সব প্রতিষ্ঠান তার এই অবৈধ পদক্ষেপে সহায়তা করবেনা।যেটা আমদের দেশে হলে চোখবুজে সবাই করত। এখানেই আমরিকা আর আমাদের মাঝে প্রার্থক্য।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি সংবাদকে ব্লগে পরিবেশন করেন, নিজে কিছু বুঝেন বলে মনে হয় না।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পার্লামেন্ট ঘেরাও করার জন্য যে কর্মীবাহিনী দরকার সেটা আওয়ামী লীগ আর হেফাজত ছাড়া অন্য কারো নেই।চাইলে হেফাজত দিয়ে ঘেরাও করতে পারেন।আখেরে তাতে লাভ কতটা হবে।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



একমাত্র তৃণমুল আওয়ামী লীগ সামনে না এলে, শেখ হাসিনার কলোনিয়েল সিষ্টেম চলতে থাকবে; জামাত, হেফাজতের মতো গার্বেজ সামনে এলে দেশ আফগানিস্তান হবে।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই ঘটনাটি আমেরিকা তথা বিশ্বের জন্য এক নজিরবিহীন ঘটনা ।
এরকম ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীতে আর ঘটা উচিত নয়।
কখনই না।
কোন ভাবেই না।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



ইহা আসলে ন্যাক্কারজনক হয়ে গেছে, কারণ এরা ট্রাম্পের ডাকে এসেছে; কিন্তু এরা চোর-ডাকাত নয়, দেশের অবস্হা এদেরকে ক্ষিপ্ত করে তুলেছে; ওদের বড় অংশের কাজ নেই, এদের বড় অংশ অবহেলিত।

এদের বেকুবী হয়েছে যে, ওরা ভুল কারণে রাজধানীতে এসেছিলো; কিন্তু ওরা আমেরিকার বর্তমান সমস্যার শিকারও।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দখলটা করবে কে তা জানা গেলে
ভালো মন্দের হিসাব কষা যেতো !!
কারা যেন বলেছিলো রোজার পরে
দূর্বার আন্দোলন, তবে কোন রোজার
পরে তার উল্লেখ নাই !!

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



তৃণমুলের আওয়ামী ও স্বাধীনতার পক্ষের লোকরা করা উচিত।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

আকন বিডি বলেছেন: আপনি দেশে আসেন। আমরা তার পর পার্লামেন্ট দখল করবো। আপনি আমাদের সামনে থেকে নেতৃত্ব দিবেন। আমরা পিছন থেকে আপনাকে ঠেলে দেবো। আমাদের কি স্লোগান হবে তাও ভোটাভুটি করে ঠিক করবো। "আমরা হাউ কাউ করতে চাই না" অথবা "আমরা ম্যাও প্যাও করতে চাই না" "আমরা ডোডো পাখির জীবন চাই না" "আমরা গুহা মানব হতে চাই না" "আমরা কি চাই তাও জানি না"।

সরি ফর কিডিং। আসলে মনটা ভালো নাই। এই সংবাদ দেখার পর


০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



লিংকের খবর পড়লাম; প্রতি স্কুলে, মেয়েদের জন্য একজন এডভাইজার দরকার, যারা মেয়েদের জীবন নিয়ে পরামর্শ দিবে; কোন মেয়ে সমস্যার মাঝ দিয়ে গেলে যেন বুঝতে পারে।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৮

আকন বিডি বলেছেন: ছোট একটা মেয়ে

ছোট ছেলে

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ছোট ছেলেরাও ইতরে পরিণত হয় সহজেই।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: করোনা আমেরিকার পরিস্থিতি নষ্ট করে দিয়েছে। এই পরিস্থিতির জন্য করোনা দায়ী। মানুষের মন মেজাজ ভালো নেই।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


মানুষের চাকুরী নেই; রাজনীতিবিদরা বেশী ধনী, ওরা শ্লো।

কালিফোর্নিয়ার গভর্ণর, ডিসেম্বরের প্রথমদিকে ঘোষণা দিলো, কেহ যেন রেষ্টুরেন্টে না যায়; ১ সপ্তাহ পরে, সে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে দামী রেষ্টুরেন্টে বসে খাচ্ছিল, ছবি এসেছিলো মিসিয়ায়।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: 2024 এ নরেন্দ্র মোদী হারলে মোদীর চামচারাও এমন টা করতে পারে।

০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



ভারতকে সে নরকের দিকে নিয়ে গেছে টেনে।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৮

কবিতা ক্থ্য বলেছেন: কর্তৃপক্ষ আমেরিকার পরিস্হিতির দিকে তীক্ষ দৃস্টি রেখেছে, সময় মতো আমরা ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি পাঠাবো।

অবশ্য সচেতন মহল মনেকরেন- এইটা বিএনপি সমর্থকদের সূক্ষ চাল।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার সমস্যা, বিশ্বের সবার সমস্যা

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৮

কাছের-মানুষ বলেছেন: আমেরিকার জন্য দিনটি কলঙ্কের হয়ে থাকবে। করোনা না হলে হয়ত এরকম ঘটনা ঘটতনা! আমেরিকার মত একটি উদার গণতান্ত্রিক দেশে ব্যাপারটা দুঃখজনক।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ক্যাপটেলিজম ইহার নাগরিকদের জন্য সমস্যা হয়ে গেছে; ক্যাপিটেলিজম গনত্ন্ত্রকে রবোটের মতো কন্ট্রোল করছে।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১০

সোহানী বলেছেন: মাত্রই ট্রাম্পের বক্তৃতা শুনছিলাম, একেবারে মিউ মিউ করছে দেখি। :P .. দলের ভীতর থেকে মনে হয় ভালোই ধাতানি খেয়েছে। আম্রিকার ইজ্জত পুরাই ধুলায়..........

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



উহার নিজস্ব এডমিনিষ্ট্রেশন উহাকে বাদ দেয়ার কথা বলেছে ( ২৫ তম অ্যােমন্ডমেন্ট )।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৬

জুন বলেছেন: ইউনিভার্সিটি অব শিকাগোর ইতিহাস-শিক্ষক দীপেশ চক্রবর্তী বলছেন, ‘‘ভোটে হার অস্বীকার করে ট্রাম্পের নিরন্তর মিথ্যের উসকানি এর জন্য দায়ী।’’ তাঁর ব্যাখ্যা, আমেরিকায় শ্বেতাঙ্গ সমাজের মধ্যবিত্ত অংশ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া, বঞ্চিত ‘আন্ডারক্লাস’ হয়ে উঠেছে। এঁরাই ট্রাম্পের সমর্থনের মূল ভিত্তি। হিসপ্যানিক বা পেশাগত ক্ষেত্রে সফল ভারতীয়দের প্রতিও তাঁদের আক্রোশ কম নয়। দীপেশের মতে, ‘‘আমেরিকায় সুস্থিতি ফেরাতে ভেতরের বৈষম্যটা কমাতে হবে। কোভিড-পরবর্তী জমানাতেও সবার জন্য একটা ন্যূনতম আয়ের পথ তৈরি করা দরকার।’’
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা ।
ইউনিভার্সিটি অব শিকাগোর পন্ডিত না আমি তারপরো এই কথাটি আমি আমেরিকার নির্বাচনের আগেও বলেছি চাদগাজী । চীপ লেবার নিয়ে থাইল্যান্ডও বিপাকে পরেছে । মায়ানমার থেকে লুকিয়ে আসা শ্রমিকদের কম বেতনে কাজ করাচ্ছে ছোট ছোট ফ্যাক্টরীগুলো । থাইল্যান্ডে জীবন নির্বাহের জন্য নুন্যতম মজুরী ১৫ হাজার বাথের দরকার। সেখানে মিয়ানমারের শ্রমিকরা
৫ হাজার বাথেই সেই কাজ করছে। তারা মানবেতর জীবন যাপন করে দেশে পাঠানোর জন্য আয় করছে সেই পয়সা। ঠিক মিডল ইষ্টে আমাদের শ্রমিক ভাইদের মতই। এখন থাইল্যান্ডেও যুবকরা সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ করছে এই সব অসাম্য এবং অরাজকতা দূর করার জন্য ।
তবে যত যাই বলেন আমার মনে হয় না আমাদের দেশে আমেরিকার মত এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটবে । এটা আমার বিশ্বাস ।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ব্যবসায়ীরা গনতন্ত্রকে কিনে নিয়েছে; ট্রাম্প বড় সমস্যার সৃষ্টি করে যাচ্ছে, বাইডেনও ইহার সমাধান করতে পারবে না। ওয়ারেন বাফে, ওয়ালমার্ট ইত্যাদি মানুষকে ২পয়সা বেতন দিচ্ছে আমেরিকার ভেতরে; আর উৎপাদন করছে চীন ও মেক্সিকোতে।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১০

ডার্ক ম্যান বলেছেন: আমাদের পার্লামেন্ট ভবন এমনিতেই দখল হয়ে আছে । উহা দখলমুক্ত করার জন্য ঘেরাও করতে হবে ।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



উহাকে পার্লামেন্ট ভবন না বলে ক্লাবঘর বলাটাই টিক হবে।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩২

আমি সাজিদ বলেছেন: আকন বিডির আট নম্বর কমেন্টটা ফেলনা নয়।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



আমিও আশা করছি, সময় মতো আমাদের পার্লামেন্ট দখল করবো আমরা

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




দেশে যতোই অরাজগতা হোক সংসদ ভবন দখল করা/সংসদ ভবন আক্রমণ করা কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আপনি এ ধরনের উস্কানিমূলক লেখা অন্তত বাংলাদেশের জন্য লিখতে পারেন না। আমাদের দেশ এমনিতে নানান সমস্যায় পর্যদুস্ত। রাজনৈতিক দল ও দলিয় সরাকর আর দেশ এক বিষয় না। দেশে থাকবে - রাজা আসবে যাবে তার সংখ্যা গুনে শেষ করা যাবে না।

আপনি একটি দেশের সংবিধান লংঘনের জন্য উস্কানি দিচ্ছেন। আপনি হয়তো পর্যাপ্ত সময় ঘুমোচ্ছেন না এটি একটি কারণ হতে পারে।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:




আমাদের পার্লেমােন্টকে পার্লামেন্ট বলাটাই মুশকিল, ইহা কলোনীর মালিকদের আড্ডার যায়গা।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২

জাহিদ হাসান বলেছেন:







:D :D :D

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



এটা কিসের ছবি?

২০| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

জাহিদ হাসান বলেছেন:





:D :D

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


যারা আমেরিকার পার্লামেন্ট ৪ ঘন্টা দখল করে রেখেছিলো, তারা 'ভুল কারণে' দখল করে রেখেছিলো; তবে, তারা সাধারণ আমেরিকান, তারা চোর ডাকাত নয়।

২১| ০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫

বলেছেন: একদিন আমাদেরও মুক্তি মিলবে।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



মুক্তি মানে কি?

২২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৪

জাহিদ হাসান বলেছেন: আমি একটা Meme বানাইছি। তো সেটাই দিতে চাইছিলাম আপনার কমেন্টে।

সামুর টেকনিক্যাল ইররের কারণে দুই কমেন্টে দিতে হইছে। এক ছবি চারবার করে আপলোড হইছে। নিজেরে মগা মনে হইতেছে, পুরাই মগা..... :D

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



ওকে, বুঝলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.