নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টিকার জন্য ভারতের উপর নির্ভরশীল হওয়া ভয়ংকর নির্বুদ্ধিতা

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০১



পানির জন্য আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল করেছে প্রকৃতি; আর টিকার মতো জিনিষের জন্য ভারতের উপর নির্ভরশীল করেছে আমাদের জ্ঞানবুদ্ধিহীন সরকার ও তার প্রশাসন। শেখ হাসিনার সরকার বর্তমান বিশ্বের তুলনায় একটা সামন্তবাদী, কিংবা কলোনিয়েল সরকারের পর্যায়ে পড়ে; উনার প্রশাসনে কাজ করেন দেশের তথাকথিত "সেরা মেধাবীরা ( ভেঁ-সিএস )"; সরকার ও তার প্রশাসন টিকার জন্য খুঁজে পেয়েছে ভারতকে। বাংলাদেশের মানুষ কোন কারণে, কোন কিছুর জন্য ভারতকে বিশ্বাস করেন? মানুষ যাদের বিশ্বাস করে না, মহামারীকালে তাদের থেকে মানুষ বাঁচানোর টিকা কিনতে যাওয়া কি উচিত? আমার মনে হয়, ভারত ফ্রি দিলেও টিকার মত জিনিষ ভারত থেকে নেয়া উচিত নয়।

ভারতের উপর আরো কিছু দেশ নির্ভরশীল; এসব দেশের সরকারগুলোতে অবশ্যই সমস্যা আছে। ভারত টেকনোলোজিক্যালী বেশ সামনে গেছে, কিন্তু ওদের মনমানসিকতা বাংলাদেশের মানুষ থেকে অনেক পেছনে। মহামারীর সময়, এসব জাতির উপর নির্ভরশীল হওয়া নির্বুদ্ধিতার চরম প্রকাশ। ভারত কি করবে, ভারতের মানুষও জানে না; বাংলাদেশের মানুষ ভারতের উপর কখনো আস্হাশীল ছিলো?

ইউরোপ আমেরিকার টিকা কোম্পানীগুলো থেকে টিকা পেতে চুক্তি করার জন্য বেশ দেরী হয়ে গেছে; কিন্তু তারপরও সরকারের উচিত ইউরোপ বা আমেরিকায় এষ্ট্রোজেনিকার টিকা উৎপাদন করে আনার চেষ্টা করা। সরকার টিকার জন্য টাকা ব্যয় করতে চাচ্ছে না, সেটা বুঝা যাচ্ছে; কিন্তু মহামারিতে নাগরিকদের টাকা নাগরিকদের জন্য ব্যয় না করা, বড় ধরণের অপরাধ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৬

শাহ আজিজ বলেছেন: এসট্রাজেনিকাই আসছে ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



কোথা থেকে, ভারত থেকে? মাহামারির সময় ভারতের উপর নির্ভরশীলতা ভয়ংকর নির্বুদ্ধিতার প্রমাণ

২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৬

জাহিদ হাসান বলেছেন: ইন্ডিয়াকে বিশ্বাস করা
আর ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে বিশ্বাস করা
এক সমান কথা।


০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার সরকারই ও প্রশাসনই ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কাছাকাছি, এরা ভারত সরকারের মতোই

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

আমি নই বলেছেন: কি যে বলেন, জনগনের টাকা জনগনের পেছনে খরচ করলে তেনারা খাবেন কি??

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


প্রশাসন দেশকে কলোনীর মতো চালাচ্ছে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ব্যাক্তিগত অভিজ্ঞতা নিয়েই বলছি নীচ মানসিকতায় ভারতীয়রা বিশ্ব সেরা। ধরুন আমি আপনাকে আমার বাসায় আমন্ত্রণ জানালাম। আপনি এলেন, দুদিন থাকলেন। চলে যাওয়ার সময় আপনাকে তিন হাজার টাকার একটা বিল ধরিয়ে দিলাম। ভাববেন না ব্লগার হওয়ায় আপনাকে ছেড়ে দেবো। হেহেহে. ‌ মোদিজি সেই মানসিকতা অত্যন্ত পারদর্শীতার সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। সত্যিই ভারত আজ জগত সভায় শ্রেষ্ঠ আসন লভে।

ভালো থাকুন সবসময়।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



বার্মা ভারতের উপর টিকার জন্য নির্ভর করছে; বাংগালীদেরকে মগদের স্তরে নিয়ে গেছে শেখ হাসিনা

৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর বয়ান তুলে দিয়েছি ।




নতুন হচ্ছে স্থগিত চীনা টিকার কাগজপত্র রেডি হচ্ছে । একই সাথে দুই টিকা চলবে , সম্ভবত ট্রায়াল ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



জাতিকে দাসে পরিণত করেছেন শেখ হাসিনা

৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ভারত কেন আমাদের ৭১ এ সাহায্য করেছিলো?
ভারত পেঁয়াজ না দিলে কেন আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়?

ভারতের টিকার আমাদের দরকার নাই। আমরা পাবো ফাজারের টিকা। চলতি মাসের শেষেই। দাম মাত্র ৫ শ' টাকার উপরে হবে না।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



'৭১'এ সাহায্য করার মতো লোকজন ছিলেন ভারতে; এখন ভারতের ক্ষমতায় আছে বাজে লোকেরা।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টিকার কোন গন্ধও পাচ্ছি না, আর বাংলাদেশে থেকে কোথায় পাবে টিকা। সময় লাগবে,এটাই বাস্তবতা

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


কানাডা ও আমেরিকায় টিকা দেয়ার শ্লথগতির কারণ বের করা কঠিন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৫

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশীদের টিকা লাগবে না।
আল্লাহ আছেন।
জাজাকাল্লাহ খাইরান

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



মানুষ সামান্য নিয়ম মানলে, টিকার দরকার ছিলো না।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৩

ঊণকৌটী বলেছেন: @ পদাতিক কে বলছি, 140 কোটির দেশ এই দেশে দুই হাজার এর বেশি জন জাতি বসবাস করে ভাষা দুই হাজারের বেশি আপনি কত জন মানুষের সাথে চলেন সারা দেশের কোথায় গেছেন যে খানে আপনি এই অপমান পেয়েছেন, আপনার বাড়িতে গেলে কি তাই করেন, আপনার এই কথার প্রামাণ্য কি সব চেয়ে বড় কথা মনে হয় আপনি শিক্ষকতার লাইন আছেন, অন্তত এইটুকু তো জানেন দেশের পঞ্চাশ কোটির মতো লোক মধ্যবিত্ত আর পঞ্চাশ কোটি দরিদ্র লেবেল বাকিরা ধনী শ্রেণীর,আপনার থেকে আমার বয়েস বেশি ছাড়া কম হবেনা আমার 56 বছরের ইতিহাস আমি অন্তত কোনো দিন শুনিনি আপনি যা বলেছেন সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের আপনার মুখে প্রথম এই ধরণের গল্প শুনলাম, হতে পারে আপনি কোনো হোটেল গেলেন দুই রাত্রি থেকে আব্দার করলেন হোটেল মালিক আপনাকে ছেড়ে দেবে তা তো হবেনা,দুঃখিত আমি মূল বক্তার মন্তব্য ছেড়ে অন্য দিকে মনোযোগ দিতে বাধ্য হচ্ছি এবার বলছি সারা পৃথিবীর এই দুর্যোগের মধ্যে আমরা ভারতীয়রা কি ভাবে দিন কাটাচ্ছেন আমারই জানি সরকারী কর্মচারীদের মাসিক বেতন ভাতা সব ঠিকঠাক আছে কিন্তু আমরা যারা ব্যবসায়ী তাদেরকে অনেক সমস্যার মধ্যে চলতে হচ্ছে, govt. ব্যাংক loner উপরে 22% extra দিচ্ছে বিনা সুদে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনো কিছু তে কাজ হবেনা,টীকা নিয়ে যা শুনছি বিশ্বাস অবিশ্বাস এর দোলাই ঘুরেছি, কিন্তু একটা কথাই বিশ্বাস করি সঠিক টিকাটা আসবেই এবং ভারত থেকেই আসবে কারণ এই দেশের বিজ্ঞানীদের অবিশ্বাস কোনো অবকাশ নেই, ভারত পৃথিবীর 65% টিকা রপ্তানি করে

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


মোদী ক্ষমতায় আসার পর, ভারতের নিয়ম নীতির অবক্ষয় ঘটেছে; মহামারীর টিকার জন্য ভারতের প্রশাসনের উপর নির্ভর করা বেকুবী; সর্বোপরি, বাংলাদেশের কাছে ক্যাশ ডলার আছে।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১

সোহানী বলেছেন: এ ধরনের নির্বুদ্ধিতা আমরা করেছিলাম, করছি আর করবো। কারন আমরা ব্যাক্তি স্বার্থে অন্ধ এক জাতি।

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:



দেশটাকে কিছু মানুষ নিজেদের ব্যবসায় পরিণত করেছে; এর মাঝে শেখ পরিবারও আছে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৫

রানার ব্লগ বলেছেন: ভারতের বর্তমান সরকার কে বিশ্বাস করা যায় না।

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:



মোদী ঠিক যেকোন পঁচা মৌলবাদীর সমান।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: '৭১'এ সাহায্য করার মতো লোকজন ছিলেন ভারতে; এখন ভারতের ক্ষমতায় আছে বাজে লোকেরা।

মোদির চেয়ে পশ্চিমবঙ্গের মমতা বেশী ডেঞ্জারাস।

০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:


মমতা মানসিক রোগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.