নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প যাতে ২০২৪ সালে ভোটে দাঁড়াতে না পারে! ( সাময়িক )

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৬



ট্রাম্প সাপোর্টারেরা দেশের পার্লামেন্ট ভবন দখল করার পেছনে ট্রাম্পের ষড়যন্ত্র কাজ করেছে; ট্রাম্পের এডমিনিষ্ট্রেশনের ৭/৮ জন পদস্হ কর্মচারী গতকাল রিজাইন করেছে; আরো করবে। গতকাল ট্রাম্প এক ভিডিওতে বলেছে যে, নতুন সরকার আসবে ২০শে জানিয়ারী; এবং সে হিন্টস দিয়েছে যে ২০২৪ সালে দেখা হবে।

২০২৪ সালে দেখা না হওয়াই হবে আমেরিকার জন্য স্বাস্হ্যকর; সেটা আমেরিকা ভাবার শুরু করছে; এখন ট্রাম্প ২০ তারিখ সরে গেলেও সমস্যার শেষ হবে না, সে আমেরিকাকে লন্ডভন্ড করবে।

২০২৪ সালে সে যাতে ভোটে অংশ গ্রহন করতে না পারে, সেটা করতে হলে, এখনই করতে হবে; সেটার জন্য ২টি পথ আছে: (১) ২৫তম এমেন্ডমেন্ট অনুযায়ী তাকে প্রেসিডেনট হিসেবে অযোগ্য ঘোষণা করতে পারে ট্রাম্পের এডমিনিষ্ট্রেশনের লোকজন (২) তাকে ইমপিচ করা। ইমপিচ করতে অনেক সময় লাগবে, হাতে সময় আছে মাত্র ১১ দিন; ২৫ তম এমেন্ডমেন্ট অনুযায়ী তাকে সরাতে হলে, সেটা আসতে হবে ভাইস প্রেসিডেন্ট থেকে; ভাইস প্রেসিডেন্ট তা করবে কিনা সন্দেহ আছে।

যেই ১১ দিন তার হাতে আছে, এই সময়ও সে শাসনতান্ত্রিকভাবে অনেক ক্ষতি করতে পারে; অনেকেই তাকে এই ১১ দিনের জন্যও বিশ্বাস করতে চাচ্ছে না; তাই তাকে সরায়ে দেয়ার কথা ভাবছে।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

শাহ আজিজ বলেছেন: ব্যাটা বহুত ঘাগু ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজম কমপক্ষে শতকরা ৪৫ভাগ মানুষকে নীচে ঠেলে দিয়েছে; এরা যেই কোনভাবে ব্যতিক্রম কাউকে চাইবে।

২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ট্রাম্প এত ক্ষমতাবান?

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ক্ষমতাশালী নয়, আমেরিকান ক্যাপিটেলিষ্ট সিষ্টেম সব মানুষের জন্য সমান সুযোগের নিশ্চয়তা দিচ্ছে না; সমস্যা সেখানে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ট্রাম্প কিন্তু ভোট কম পায়নাই এবং তার সমর্থকরা আমাদের হেফাজতের মতই অন্ধ সমর্থক।চার বছরই সে ঝামেলা করবে এতে কোন সন্দেহ নাই।সে আমেরিকার সাদ্দাম।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় হেফাজতের মতো কেহ নেই, এরা অন্ধও নয়; এরা ক্যাপিটেলিজমের কাছে অস হায়; এরা বর্তামন রাজনীতির বিকল্প চাচ্ছে

৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৫

রাকু হাসান বলেছেন:

চার বছর পর কি ট্রাম্প পন্থীরা আবার আসতে পারে? বাইডেন ঐতিহ্যগত ধারায় সরকার চালালেও..

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


শতকরা ৪০ ভাগ মানুষ বর্তামন সিষ্টেমে নিস্পষিত, এরা বিকল্প কিছু চাচ্ছে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৭

ডার্ক ম্যান বলেছেন: আগামী ২ বছরের মধ্যে ট্রাম্প মারা যাবে। চিন্তার কিছু নাই

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



তাই?

৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ছোটবেলা থেকে জানি আমেরিকা সভ্য দেশ। আমেরিকার মানুষজন সভ্য।
দিন দিন আমেরিকার অবস্থা এরকম হচ্ছে কেন?

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ক্যাপিটেলিজমের সমস্যা সময়ের সাথে বাড়ছে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৭

সোহানী বলেছেন: আমার মনে হয় এই ভুল রিপাবলিকান আর করবে না, এরকম একটা বেকুবকে আবার দাঁড় করাবে।

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



ওরা তো ওকে বাদ দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলো, পারেনি; শেষে ওর সাথে মিশে গেছে।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

ইলি বলেছেন: এত কিছুর পরেও যদি আমেরিকান দের শিক্ষা হয়!!

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা নিজের থেকে নিজে শিখে; ওদেরকে শিখাবে কে, আমাদের দার্শনিক অনল চৌ:?

৯| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্প ক্ষমতার লোভে অন্ধ হয়ে বলীর পাঠাঁ হয়েছে ।
.............................................................................
চীন ও রাশার ষড়যন্ত্র আর ইসরায়েলের উসকানি তার কপাল
পুড়ছে , নিজ দেশের লোকজন কিচায় তা তিনি সঠিক উপলব্ধি
করতে পারে নাই ।
ভাবনা ছিল গেল বারের মতো কী পয়েন্টে থাকা মোসাদের কলা কৌশল
এবারও কাজে লাগবে ।

..........................................................................................
কপালের লিখন খন্ডায় কে ???

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


গতবার মোসাদ তাকে ক্ষমতায় এনেছিলো? ইসরেয়েল আর মোসাদ, এগুলো রূপকাহিনী নয়, এগুলো আমাদের থেকে কিছু দক্ষ মানুষের সমষ্টি মাত্র।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৮

বঙ্গদুলাল বলেছেন: ট্রাম্পকে ইডিয়ট বলবেন? নাকি অদক্ষ? কোনটি যুক্তিযুক্ত! সে আসলে কী চেয়েছিলো? আরও বড় বিলিয়নিয়ার হতে? নাকি প্রেসিডেন্টের চেয়ারে বসে সম্মান? তাকে প্রেসিডেন্ট প্রার্থী হতে যারা সহায়তা করেছিল তারা বড় রকমের পুঁজির অধিকারী?ব্যবসায়ী,এলিট শ্রেণীর?

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পদের পরিবার ক্রিমিনাল ব্যবসায়ী; ট্রাম্পের পুরো ব্যবসায়ী মডেল ছিলো ক্রিমিনাল ভাবনার উপর ভর করে; সে প্রতিটি ব্যবসায় সরকার কিংবা ব্যাংককে ঠকায়েছে, অনেক কোম্পানীকে ঠকায়েছে। সে গত ২০ বছর, আমেরিকার ছোট বড় সকল ধরণের রাজনীদিবিদদের চাঁদা দিয়ে, নিজের ক্রিমিনাল কন্ট্রোলে বিস্তার করেছিলো; ২০১৬ সালের নির্বাচনে, সে সেই সুযোগটা কাজে লাগিয়েছে, চাঁদার কারণে কেহই তার সামনে দাঁড়াতে পারেনি।

বাকি বিলিওনারেরা তাকে ভালোবাসে না, তবে তারা সবাই একই শ্রেনীর লোকজন।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: ট্রাম্প এরশাদ, জিয়ার চেয়ে খারাপ।

০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



না, ট্রাম্প অত খারাপ নয়, তার পৃথিবীটা একটা ক্রিকিনাল এলাকা।

জিয়া ও এরশাদ একটা জাতিকে ভিক_ষুক জাতিতে পরিণট করেছে; ২টাই বিশাল ইডিয়ট ছিলো।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন:

০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার প্রিয় পাখী; ছোটকালে, পেঁচা আমাকে ভয় পেতো না।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না, ট্রাম্প অত খারাপ নয়, তার পৃথিবীটা একটা ক্রিকিনাল এলাকা।
জিয়া ও এরশাদ একটা জাতিকে ভিক_ষুক জাতিতে পরিণট করেছে; ২টাই বিশাল ইডিয়ট ছিলো।

আপনার কাছে এরকম একটা মন্তব্যই আশা করেছিলাম।
ট্রাম্প এবং তার সমথর্কদের এরকম আচরণে প্রবাসী বাঙ্গালীরা কি ক্ষতিগ্রস্ত হবেন?

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প এবং তার সমথর্কদের এরকম আচরণে প্রবাসী বাঙ্গালীরা কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার প্রিয় পাখী; ছোটকালে, পেঁচা আমাকে ভয় পেতো না।

একমাস ধরে এই প্যাঁচার ছবিটা মোবাইলে নিয়ে ঘুরছি। আপনাকে দেখাবো। কিন্তু বারবার ভুলে যাচ্ছিলাম। তাই আজ দিয়েই দিলাম। প্যাচাকে আমার নিরীহ পাখি বলেই মনে হয়। তবে মানুষ রাতের বেলা প্যাঁচা দেখলে ভয় পায়।

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা বিবিধ কারণে রাতে চলাফেরা করতে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়; পেঁচা নেশাচর, সেটাই বাংগালীদের ভয়ের কারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.