|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
 
   
*** আপডেট, ১২:২৬: আগামী কয়েক ঘন্টার মাঝে ট্রাম্পকে ইমপিচ করা হয়ে যাবে (ভোট হবে )। *** 
*** আপডেট, ১৫:৫৪: ভোট শুরু হয়েছে, ঘন্টা'খানেক পরে ফলাফল জানা যাবে।। *** 
*** আপডেট, ১৬:৩৪: ভোট শেষ,  ট্রাম্প ২য় বার ইমপিচ হলো। ***
ট্রাম্পকে রাজনীতি থেকে বিদায় করতে না পারলে, আমেরিকায় গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে; ট্রাম্প যদি আবার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা থাকে, হোয়াইট সুপ্রীমেসিষ্টরা, রেসিষ্টরা ও সাদা মিলিশিয়ারা ধরে নেবে যে, ট্রাম্প বাকী আমেরিকানদের চেয়ে শক্তিশালী; ফলে, এসব অশুভ শক্তিগুলো তার পেছনে আরো সংগঠিত হবে। যদি ট্রাম্প ভোটে দাঁড়ানোর ক্ষমতা হারায়, হোয়াইট সুপ্রীমেসিষ্ট, রেসিষ্টরা ও মিলিশিয়ারা  সময়ের সাথে হতাশ হবে, ও মুলধারায় ফিরে আসার সম্ভাবনা আছে। ট্রাম্পকে রাজনীতি থেকে বের করার উপায় হলো, উহাকে শাস্তিসহ ইমপিচ করা।
আজকে ট্রাম্পকে ২য় বারের মতো ইমপিচ করার জন্য প্রসেস চলছে; মনে হয়, এবার তাকে শাস্তি পেতে হবে; তবে হাতে সময় একেবারেই কম, মাত্র ৭ দিন। গতবার যখন ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিলো, তখন পদ থেকে সরানো সম্ভব হয়নি; পদ থেকে সরানোর দায়িত্ব ছিলো সিনেটের; সিনেটে রিপাবলিকান মেজোরিটি ছিলো, উহারা ট্রাম্পকে সরায়নি।
এবার, চিত্র বদলে গেছে; গতকাল অবধি, ৩ জন  রিপাবলিকান কংগ্রেসম্যান ইমপিচের পক্ষে ভোট দিতে রাজী হয়েছে; আজকে সকালে মনে হচ্ছে, কংগ্রেসম্যানের সংখ্যা প্রায় ১৫ জনের কাছাকাছি।
সিনেটে, এখন পর্যন্ত ডেমোক্রেটরা মাইনোরিটি, এদের সংখ্যা ৪৭ জন; ট্রাম্পকে শাস্তি দিতে হলে,  অন্য দলের ১৮ জন সিনেটরের ভোটের দরকার। যেসব সিনেটর ট্রাম্পকে বাদ দেয়ার পক্ষে, কিন্তু ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে চাহে না, তারা ভোটে অনুপস্হিত থাকলে, উপস্হিতদের ৩ ভাগের ২ ভাগ ভোট দিলেই হবে; এবং তা ঘটার সম্ভাবনা আছে।
গতবার ইমপিচ করার কারণ ছিলো রাশিয়া বিবিধভাবে হস্তক্ষেপ করেছিলো; হিলারী ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলে শতশত রাষ্ট্রীয় স্তরের ভুয়া ইমেইল পাঠানো; এগুলোতে ট্রাম্পের সায় ছিলো। 
এইবার, ইমপিচ করার কারণ হচ্ছে, ট্রাম্প উস্কানী দিয়ে তার বেকুব ও রেসিষ্ট সাপোর্টারদের ওয়াশিংটন ডিসিতে এনেছে ও পার্লামেন্ট ভবন দখল করার জন্য উৎসাহিত করেছে, যাতে ৫ জন লোক প্রাণ হারায়েছে; এদের মাঝে একজন পুলিশও আছে।
আমেরিকা ২৫০ বছর যেই সামাজিক মুল্যবোধের উপর গড়ে উঠেছে, তার বড় অংশকে ধবংস করেছে ট্রাম্প; জাতি বিভক্ত ও বেশীরভাগ মানুষের হাতে অস্ত্র আছে। সামজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের সাথে বিভক্তি যোগ হলে, এবং সাথে রাজনৈতিক সংস্হাগুলোর বিপক্ষে  মিথ্যা গুজব রটালে গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিবে। 
 ৪০ টি
    	৪০ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:০৩
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন: 
১৮ কোটী নিরপেক্ষ ও নিরাপদ দর্শক, অরাজনৈতিক নাগরিক, নিরীহ বান্দা, শ্রমিক মৌমাৈদের বাসস্হান, বাংলাদেশ।
২|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:০৬
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:০৬
শাহ আজিজ বলেছেন: ইম্পিচ মাস্ট না হলে এটা ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠবে ।
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:১৮
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন: 
এবার শাস্তিসহ ইমপিচ না করতে পারলে, আমেরিকায় গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিবে; মনে হয়, ট্রাম্প  পরিবারের ক্রাইম সামনে এসেছে।
৩|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৩৯
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষকে রেসিস্ট মনোভাব থেকে সরিয়ে আনতে না পারলে এটা কোন স্থায়ী সমাথান না।ট্রাম না থাকলে অন্য কোন মানুষ এই সুযোগ নিবে।এই ক্ষত দীর্ঘ দিন ভোগাবে আমেরিকাকে।বাভিন্ন সময় মাথাচাড়া দিয়ে উঠবে এই সমস্যা।অতিতেও ছিল কিন্তু এতটা সংগঠিত আকারে ছিল না।
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৫৪
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন: 
এখন কালোরাও রেসিষ্টে পরিণত হয়েছে; তারা কথা বেশী বলে, কাজ কম করে, ভালোই অসৎ, প্রতিবাদের অংশ হলো  লুটপাট; ফলে, এই সমস্যা সহজে শেষ হবে না।
৪|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৫৫
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই তার ইচ্ছা।
যেমন আমি এখন আপনাদের দোআয় মাশসাল্লা জেনারেল হইয়া গেছি। 
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:০৮
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি কি লেখেন, আমি বুঝি না; ব্লগার কাল্পনিক_ভালোবাসা'এর শেষ পোষ্টে গিয়ে, উনাকে অনুরোধ করেন, আপনাকে সেইফ ষ্ট্যাটাসে আনতে।
৫|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৫৮
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন লেখা যায় না প্রথম পাতায় কাল থেকে হয়ত কমেন্টও করতে পারবো না। 
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:১০
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন: 
আপনি কমেন্ট করতে পারবেন; ব্লগার কাল্পনিক_ভালোবাসা'কে জানান।
৬|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:০১
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর আমি শুনেছি আপনি আমার নামে কৈতিপক্ষ মডুদের কাছে বিচার দিছেন যে কারনে আমায় জেনারেল করছে তারা।  
 
সত্যি বলছি আমি অনেক রাগ করচি। 
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:১১
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন: 
আমি কারো নামে নালিশ করি না; আপনি সেইফ হোন, তখন আপনার নামে নালিশ করে দেখবো।
৭|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৪০
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৪০
রাকু হাসান বলেছেন: 
ইমপিচ করাতে পারলে আমেরিকার জন্য ভাল।না পারলে ট্রাম্পরা আবারও শক্তেপোক্ত হয়ে ফিরবে।পারবে না হয়ত। ট্রাম্প সুর নরম করেছে।
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৫২
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্পের কোন মরাল নেই, নীতি নেই; ওদের পারিবারিক নীতি হলো অন্যদের  ঠকাও।
৮|  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৪৮
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আমার কেনো জানি মনে হচ্ছে আমেরিকা ট্রাম্পকে নিয়ে সারা বিশ্বের সাথে মজা করছে। বিচিত্র কারণে আমেরিকার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব। 
  ১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৫৬
১৩ ই জানুয়ারি, ২০২১  রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে ১ম বার, কিছু মানুষ ভুল ধারণা ও অন্যায় দাবি নিয়ে পার্লামেন্ট ভবন আক্রমণ করেছিলো, এতে ৫ জন মানুষের প্রাণ গেছে; আক্রমণকারীরা স্পীকার ও ভাইস প্রেসিডেন্টকে হত্যা করার জন্য খুঁঝছিলো; এটা নিশ্চয় মজা নয়।
৯|  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:২০
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
না, এটি অবস্যই মজা না। সাধারণ পাবলিক যখন আন্ত দেশীয় ইন্টেলিজেন্স ট্র্যাপে পা দিবেন তা একান্ত সাধারণ মানুষের দায়ভার। মরবেও সিভিলিয়ানস। 
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:২৮
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার রাজনীতিকে কন্ট্রোল করছে "ক্যাপিটেল"; ইহা অনেক অনেক সমস্যার সৃষ্টি করছে
১০|  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:৩৬
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশেও শান্তি নাই। আমেরিকাতে শান্তি নাই। সমান সমান।
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:৪০
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১২:৪০
চাঁদগাজী বলেছেন: 
না, ২টি সমান নয়; আমেরিকার বর্তমান সমস্যার মাঝে পড়েছে গত ২ বছর সময়ে, আবার বেরিয়েও আসবে সামান্য সময়ে; আমাদের মানুষ ৫০ বছর আছে সমস্যায়, সময়ের সাথে উহা বাড়ছেই বাড়ছে।
১১|  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ২:০৫
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ২:০৫
সোহানী বলেছেন: এ আপদ যত তাড়াতাড়ি বিদায় হবে তত ভালো।
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ২:৩৬
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ২:৩৬
চাঁদগাজী বলেছেন: 
এখন পার্লামেন্টে আলোচনা চলছে; সেদিন যেসব রিপাবলিকান টেবিলের নীচে পালায়েছিল প্রাণ বাঁচাতে, আজকে তারা ট্রাম্পের হয়ে  কুম্ভিরাশ্রুর ঢল নামাচ্ছে। কয়েক ঘন্টা পরে ভোট, ইমপিচ হবে।
১২|  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৭:০৮
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৭:০৮
ডঃ এম এ আলী বলেছেন: 
 
The House voted 232 to 197 on Wednesday in favour of impeaching the president after the riot that left five people dead, with 10 Republicans breaking ranks to join all Democrats in voting to charge Mr Trump.(Source: Financial Times Click This Link)
  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৮
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৮
চাঁদগাজী বলেছেন: 
এখন অপেক্ষা করতে হবে সিনেটের জন্য; ১৭ জন রিপাবলিকান সিনেটরের পাওয়া কঠিন হবে।
১৩|  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৭:১৩
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৭:১৩
কবিতা ক্থ্য বলেছেন: আমাদের ওকা বলেছিলো- আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী...
জাতির কাছে প্রশ্ন- ট্রাম্প কি করোনার চাইতে কম ক্ষতিকর?
  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৯
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৯
চাঁদগাজী বলেছেন: 
একা ট্রাম্প এই জাতিকে ১০ বছরের জন্য পংগু করে দিয়েছে।
১৪|  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৯:১৮
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৯:১৮
জুন বলেছেন: আমার সিক্সথ সেন্স বলছে ট্রাম্পকে ইম্পিচ করতে পারবে না ডেমোক্রেটরা। এটা আমি ক্লিনটনের সময়ও বলেছিলাম আর তাই ঘটেছিল । ট্রাম্পের পক্ষেও বিশাল সাপোর্ট আছে তা ভোটের মাধ্যমেই প্রমানিত । মুখে মুখে উদারতা দেখালেও ভেতরে সবাই সাদা পক্ষ ।
  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩১
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩১
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার সাদাদের বড় অংশ পেছনে পড়ে যাচ্ছে, আমেরিকা সংকটে।
১৫|  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
রোকসানা লেইস বলেছেন: সৈন্য যে ভাবে মোতায়ান করা হয়েছে ফ্লোর জুড়ে শুয়ে আছে বিশাল ব্যারিকেট অনেক জায়গা জুড়ে।  যুদ্ধ অবস্থা মনে হচ্ছে। 
এত আয়োজন করেও উদার গনতন্ত্র নীতির ফাঁক ফোকর দিয়ে পাজীটা না পার ফেয়ে যায়। 
জালে আটকা পরুক, বের হতে না পারুক, এই আশা করি। দেশের মানুষ বাঁচুক পৃথিবীর মানুষও স্বস্থিতে থাকুক
  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩৩
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩৩
চাঁদগাজী বলেছেন: 
৬ই জানুয়ারী যেসব বিপাবলিকান প্রান রক্ষার জন্য লুকায়েছিলো ৪ ঘন্টা, এখন তারা ইমপিচ করার জন্য ভোট দিচ্ছে না; রিপাবলিকানরা ইডিয়টে পরিণত হয়েছে।
১৬|  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১০:৫৮
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১০:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটাকে শাস্তি না দিলে আমেরিকার মতো গনতান্ত্রিক দেশে এইসব হট্টগোল বারবার হতেই থাকবে।
  ১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৭
১৪ ই জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৭
চাঁদগাজী বলেছেন: 
যেসব রিপাবলিকান কংগ্রেসম্যান ৬ই জানুয়ারী প্রান বাঁচাতে স্পেশাল কামরায় পালিয়েছিলো, তারা এটার বিরোধীতা করছে।
১৭|  ১৪ ই জানুয়ারি, ২০২১  বিকাল ৩:২০
১৪ ই জানুয়ারি, ২০২১  বিকাল ৩:২০
রানার ব্লগ বলেছেন: ট্রাম্প কে অবশ্যই কন্ট্রলে আনতে হবে নতুবা বিপদ আছে। আমেরিকার জনগন আশা করি দ্বিতীয়বার আর ভুল করবে না।
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩০
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন: 
ভুল করেই বসে আছে;  যেসব রিপাবলিকান সিনেটর ৬ই জানুয়রী পুলিশের সাহায্য নিয়ে মাটির নীচে ৫ ঘন্টা লুকায়েছিলো, সিনেটে তাদের ভোট পাওয়া যাবে না, মনে হচ্ছে।
১৮|  ১৪ ই জানুয়ারি, ২০২১  বিকাল ৪:১৬
১৪ ই জানুয়ারি, ২০২১  বিকাল ৪:১৬
খায়রুল আহসান বলেছেন: "এবার শাস্তিসহ ইমপিচ না করতে পারলে, আমেরিকায় গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিবে; মনে হয়, ট্রাম্প পরিবারের ক্রাইম সামনে এসেছে" -- শুধু শাস্তিসহ ট্রাম্পকে ইমপীচ করাই যথেষ্ট নয়, তিনি শেষ বেলায় যাদেরকে 'প্রেসিডেন্সিয়াল পার্ডন' দিয়ে বাঁচিয়ে দিয়েছেন, তাদের অপরাধকেও পুনঃতদন্ত করে দেখতে হবে। নতুবা এই 'প্রেসিডেন্সিয়াল পার্ডন' এর কুনজির ভবিষ্যতেও সামনে আসবে। 
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩৩
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন: 
কংগ্রেসম্যানরা 'প্রেসিডেন্সিয়াল পার্ডন' নিয়ে আলাপ করেছে; তারা ভাবছে, ইমপিচ টিকলে ( সিনেটেও পাশ হলে ) 'প্রেসিডেন্সিয়াল পার্ডন' নাকচ হয়ে যাবে।
১৯|  ১৪ ই জানুয়ারি, ২০২১  বিকাল ৫:৩০
১৪ ই জানুয়ারি, ২০২১  বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী আজ বলেছেন, ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা নেই। 
দেশের প্রধান ব্যাক্তি এই কথা বলেছেন,কাজেই নিশ্চিন্ত থাকা যায়।
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩৫
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন: 
উনার কথার মুল্য নেই।
২০|  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:০৫
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ৮:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আপনার এই পোস্টের আরও আপডেট প্রয়োজন
ট্রাম্পকে আমেরিকা কতো বছর জেল/জরিমানা করেছে তা জানাবেন। তাকে প্রেসিডেন্ট হাউস থেকে বার করা হবে এটি নিশ্চয় বিচার না - নাকি বলেন? 
  ১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩৫
১৪ ই জানুয়ারি, ২০২১  রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন: 
কংগ্রেস বিচার করতে পারে না; সিনেট নির্বাচিত  ও সরকারী চাকুরেদের বরখাস্ত করতে পারে; ট্রাম্পের ক্ষেত্রে শাস্তি বলতে আমি বরখাস্তের কথা বুঝায়েছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৭:৫৯
১৩ ই জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আমরা নিরব দর্শক, দেখতে থাকি কখন কি হয়