নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাথরুম সমস্যার শহরে আমি

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৪



বছর দেড়েক আগের ঘটনা: এক বাংগালী নিউইয়র্ক শহরের "পাবলিক এডভোকেট" পদে স্পেশাল ইলেকশানে দাঁড়াবেন, উনি বাংগালীদের ডেকেছেন জ্যাকসন হাইটের ৩৭ এভেনিউতে; আমি উনাকে জীবনেও দেখিনি, অনুরোধ করেছেন, তাই যাচ্ছি! বিনা প্রস্তুতিতে রওয়ানা হলাম, ব্রুকলীন-কুইন্স হাইওয়েতে ট্রাফিক, আটকা পড়ে বসে আছি, পানিও খাচ্ছি; ঘন্টাখানেক পরে বুঝলাম পানি বেশী খাওয়া হয়ে গেছে। আগামী ৫/১০ মিনিটে জ্যাম না খুললে, আমাকে ড্রাস্টিক একশানে যেতে হবে, হাইওয়ে হয়ে যাবে মাইওয়ে; সৌভাগ্য, গাড়ী চলার শুরু করলো! সাতটায় পৌঁছার কথা, আটটায় আমি এলাকয় প্রবেশ করলাম, যায়গাটা খুঁজতে হবে, উহা আশেপাশেই হবে; কিন্তু তার আগে বাথরুমে যেতে হবে। দেখি সামনে এক বিরাট হিন্দু টেম্পল, গাড়ী বেআইনীভাবে রেখে ঢুকলাম টেম্পলে; দেখি বাথরুমে লাইনে ১০/১৫ জন; দাদারা ফ্রি ডাল বেশী খেয়েছে, মনে হয়; সুবিধা হলো না; বের হয়ে সাইডের একটা অন্ধকার রাস্তায় এলাম; সৌভাগ্য, পার্কিংও পেয়ে গেলাম; এলাকাটা অন্ধকার, গাড়ী রিপেয়ার আর গোডাউন উভয় পাশে। স্যরি, অন্ধকারে গাড়ীর পাশে দাঁড়া্যে কাজ সারতে হচ্ছে। দোতালার ব্যালকনীতে অন্ধকারে এক মহিলা ছিল, উহা আমার জানার কথা নয়, উনি উপর থেকে আমাকে দেখছিলেন নিশ্চয়; ইংরেজীর ধরণে বুঝলাম স্পেনিশ; উহা আমাকে বলে,

-জেন্টেলম্যান, তুনি ওখানে কি করছ?
-আমার গাড়ীর চাকায় পানি ঢালছি!
-তুমি রাস্তায় পিপি করছ, এখুনি বন্ধ কর।
-ইহা শুরু করলে বন্ধ করা যায় না; এটাই শেষবার, এরপরে এখানে এই কাজ আর কোনদিন হবে না।
-আমি পুলিশ ডাকছি!
-পুলিশ আসতে কতক্ষণ লাগবে? আমি জানতে চাইলাম, সে চুপ হয়ে গেছে।

এক দুপুরে জ্যাকসন হাইটে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখান থেকে বের হওয়ার আগে বাথরুমে যাবার দরকার ছিল,ইহার দরজা ব্ন্ধ; বাথরুমের ভেতরে কে একজন, ৫ মিনিট অপক্ষা করে হাল ছেড়ে রাস্তায় এলাম; সাবওয়ের দিকে যাচ্ছি, ঠান্ডায় অবস্হা দ্রুত বদলে গেলো, দুরে যেতে হবে; চারিদিকে তাকাতেই রাস্তার উল্টো পাশে দেখি বাংগালী রেষ্টুরেন্ট, "তিতাস"; আমি ভাবলাম, কি ভাগ্য, যা খুঁজছি সাথে সাথে পেয়ে যাচ্ছি, ভালোদিন! ভেতরে প্রবেশ করে, ক্যাশের বাংগালী মেয়েকে বললাম,
-আপনাদের বাথরুম কোনদিকে?
-আমাদের বাথরুম শুধুমাত্র কাষ্টমারদের জন্য, কিছু না কিনলে যেতে পারবেন না, উনি উত্তর দিলেন!
-আমি কাষ্টমার; ওকে, আমাকে ১ কাপ চা দেন, কি ধরণের বিরাণী আছে?
-আজকে কাচ্ছি!
-এক প্লেট! আপনি টেবিলে রাখেন, আমি বাথরুম থেকে বের হয়ে টাকা দেবো; একটু চাপে আছি!

আমি বাথরুম থেকে বের হওয়ার পর, উনি আমাকে টেবিল দেখায়ে বললেন,
-চা ও বিরাণী দেয়া হয়েছে।
দেখলাম বিরাণী থেকে ধুয়া উঠছে! আমি বললাম,
-অর্ডারটা কিন্তু আপনার কথায়, আপনার জন্য দিয়েছি, আপনি খেয়ে নিয়েন।
আমি বের হয়ে সাবওয়ের দিকে রওয়ানা হলাম।

মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৮

পুলক ঢালী বলেছেন: অর্ডারটা আপনার জন্য দিয়েছি আপনি খেয়ে নিয়েন !
হা হা হা আপনি নিঃসন্দেহে একজন ফাজিল ব্যাক্তি!!! :D =p~
আপনি বাথরুমকে এত কষ্ট করে বার্থরুম লিখেছেন কেন? ওটাকে ভাষান্তর করে জন্মঘর করে দিলাম হা হা হা।
যাইহোক আপনার লেখা উপভোগ করলাম।

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



তাইতো, বাথরুমের মান বাড়িয়ে দিয়েছি; আপনাকে ধন্যবাদ

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

মেহেদি_হাসান. বলেছেন: আমনে বহুত চালাক আছেন :)

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষ প্রকৃতির ডাককে বুঝেন না, অকারণ সমস্যা করতে চান।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০২

নতুন নকিব বলেছেন:



ছোটখাট অনৈতিকতার মিশেল দু'টো ঘটনাতেই রয়েছে। বুঝতে সমস্যা হয় না, নিতান্ত অপারগতার কারণেই এমন কাজ করতে বাধ্য হয়েছেন। তবে, প্রথমটার মাত্রা দ্বিতীয়টার তুলনায় হাল্কা মনে হচ্ছে।

হোটেলের ক্যাশে থাকা সেই বাঙ্গালী মেয়ে পেছন থেকে দুএকটা গালি টালি দিল কি না, উর্ধ্বশ্বাসে ছোটার কারণে তা সম্ভবতঃ খেয়াল করার অবকাশ ছিল না আপনার! তাই না?

দ্বিতীয় দফা অভিশংসনের পরে সর্বশেষ আপনার 'ট্রাম্প ভাই'য়ের খবর কি? বেচারার জন্য বড্ড কষ্ট হয়।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের পতন হয়ে গেছে, বিনা বিদায়ে হোয়াইট হাউস থেকে পালাবে।

তবে, আমেরিকাকে আগামীতে গৃহযু্দ্ধের দিকে ঠেলে দিয়েছে সে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: তিতাসের ক্যাশিয়ারকে আচ্ছা শিক্ষা দিয়েছেন।নামাজী না হলে মসজিদের বাথরুম ব্যাবহার করতে দিবে না,এরকম অভিজ্ঞতা আমার হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষ আসলেই বেকুব, এরা এমন সব সমস্যার সৃষটি করে অকারণে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

রানার ব্লগ বলেছেন: এশিয়ান বাথরুমে টয়লেট করাটা আমার জন্য যথেষ্ট কষ্ট দায়ক এর কারন আর কিছুই না অনাভ্যস্ততা। তো আমি এক গ্রামে গেলাম একটা কাজে, রাতে হঠাৎ বাথরুম পেলো, স্লাবের উপর বসানো টিন দিয়ে ছোট ঘর বানানো টয়লেটে সাহস করে ঢূকে পরলাম। কোন উপায় না দেখে টিনের ঘরের একটা কাঠের অংশ ধরে বসলে গেলাম, হঠাৎ দেখি পৃথিবী দুল্যমান, মাতগার উপর দিয়ে ঘর উধাও আমি নাংগা পুংগা স্লাবের উপর বসে আছি আর সেই সাথে ধরাম জাতীয় শব্দ, যেহেতু রাতের বেলা সবাই টর্চ নিয়ে হাজির কি হোল ডাকাত পরলো কি না আর ব্যাটারা টর্চের আলো ফেলবি অন্য কোথাও ফেল তা না সরাসরি আমার গায়ের উপর ফেললো। ইজ্জত নিয়া টানা টানি।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



করুণ অবস্হা

৬| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার কি মনে আছে? গ্রাম এলাকায় সড়কের পাশের বাড়ি ঘরে দূর দূরান্ত হেটে যাওয়া পথিক বাথরুমের জন্য আবেদন করতেন, তারা রিতিমতো মেহমানের আপ্যায়ন পেয়ে যেতেন। কোনো কোনো গৃহস্থ বাড়িতে আলাদা বাথরুম করা হতো শুধুমাত্র পথিকদের জন্য।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



গ্রামের মানুষ সবকিছু সহজেই বুঝেন।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে এরকম সমস্যা হয় না। মোড়ে মোড়ে মসজিদ, মার্কেট।

একটা ব্যাপার বুঝলাম না। চা ও বিরানী যে মেয়েটাকে খেতে বললেন, সেই বিলটা কি দিয়েছেন? নাকি না দিয়েই বের হয়ে গেছেন?

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



না, আমি বিল দিইনি; অনেকে আমেরিকা এসেও এই সমাজকে বুঝে না। অবশ্য, অনেক বিদেশীদের এই সমস্যা আছে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Humarous.

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি সাধারণ নিয়ম মেনে চলি।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের অতোটা সমস্যা নেই, প্রয়োজনে ফুটপাতেই দাঁড়ানো যায় এবং পুলিশরাও তাই করে, সুতরাং এখানে আর কেউ পুলিশের ভয় দেখানোর জন্য থাকে না। তাই তো আমাদের ফুটপাতগুলো ভেজা থাকে এবং ধূলাবালি উড়তে পারে না :-B

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



বাথরুমের বাইরে কোন ব্যবসা করলে, এখানে ১৫০ ডলার ফাইন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

জগতারন বলেছেন:
এই লিখাটি আরও অনেক আগে সামু'তে প্রকাশিত হয়েছিল।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



ঠিক, আপনার স্মরণ ক্ষমতা ভালো ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোস্টে প্রায়ই দেখি কম বয়সী নারীদের সঙ্গে আপনার সুন্দর একটা কৌতুক মিশ্রিত অভিব্যক্তি প্রকাশ পায়।যেটা আমার মতো অনেকেরই কাছে রীতিমতো উপভোগ্য। তবে পিপি নিয়ে আপনার এমন কষ্টকর পরিস্থিতি দেখে চিন্তিত হয়ে পড়লাম। ভালো ডাক্তার দেখিয়ে নিন। কখন কি যে হয়ে যাবে বলা যায় না।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



এটা ডাক্তারী সমস্যা নয়, আমি প্রকৃতির ডাকে একটু বেশী উদার।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১০

মিরোরডডল বলেছেন:



অর্ডারটা কিন্তু আপনার কথায়, আপনার জন্য দিয়েছি, আপনি খেয়ে নিয়েন


হা হা হা...... খেলাঘরতো দেখি বদের লাঠি :)




১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



উনি বাধ্য করলেন অর্ডার দিতে, দিলাম।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি একজন মারাত্মক রসিক মানুষ। এরকম রসিক মানুষ হুমায়ূন আহমেদের নাটকে পাওয়া যায়।

আচ্ছা, হুমায়ূন আহমেদের সাথে কি আপনার কখনও দেখা হয়েছে?

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



লেখক হুমায়ুন আহমেদ সাহেবের সাথে দেখা হয়েছিলো ২০০৩ সালে নিউইয়র্কে।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১১

জাহিদ হাসান বলেছেন: ঢাকার রাস্তায় হিশু ধরলে বাথরুম খোঁজার কথা বাদ দিয়ে নিজের বাড়ি ফেরার কথা চিন্তা করলে ভালো হয়। ;)

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



নিউইয়র্কে বেশ সমস্যা, ছোট দোকানগুলোতে বাথরুম নেই।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাদঁগাজী সাহেব,
মানলাম বাথরুম করতে দেয়নি বিধায় আপনি ঐ আচরন করছেন ।
মেয়েটি তার বসের নির্দেশ পালন করেছে মাত্র,
তাই বলে আপনি যে দুষ্টামীটা করলেন,তা কি ন্যায় সঙ্গত ?

................................................................................................
বাঙ্গালি রেষ্টুরেন্ট বলে কথা ! আমেরিকান হলে তা কি করতে পারতেন ?

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার জন্য ন্যায়-সংগত; এখানকার কমনসেন্সের বিপক্ষে কোন নিয়ম টেকে না।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লেখক হুমায়ুন আহমেদ সাহেবের সাথে দেখা হয়েছিলো ২০০৩ সালে নিউইয়র্কে।

দয়া করে এবিষয়ে অবশ্যই বিস্তারিত কিছু লিখবেন।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



বিস্তারিত কি লিখবো আমি ঠিক জানি না; উনি এসেছিলেন তথাকথিত বইমেলায়; উনি এসেছে শুনে আমিও গিয়েছিলাম, উনার সাথে আরো কয়েকজন লোক ছিলেন; একত্রে বসে চা খেয়েছি, একুটুই।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৩

অনল চৌধুরী বলেছেন: নোংরা বিষয় লিখে হাসানো অপচেষ্টা না করে পারলে ভালো কিছু লেখেন।
আপনার বস সন্ত্রাসী এ্যামেরিকার তো ৪ লাখ পাপিষ্ঠ মরলো।
এবার কি স্বীকার করবেন, ইহা গজব?

১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



আমি হাসানোর চেষ্টা করছি না, আপনাকে বুঝানোর চেষ্টা করছি, যাতে আপনার প্যান্ট শুকনো থাকে।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩১

অনল চৌধুরী বলেছেন: আপনি একজন বৃদ্ধ হয়ে সবাইকে ৪২০ গিরির শিক্ষা দিচ্ছেন।
আদেশ করে খাবার আনার পরও না খাওয়া যে দন্ডনীয় অপরাধ-সেটা জানেন?
আর সন্ত্রাসীদের দেশে কি মার্কেট নাই যেখানে এসব কর্ম করা যায়?
আমাদের দরকার হলে আমরা সেখানেই যাই।
৪২০ গিরি করতে হয় না।

১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা যেই দেশে যায়, সেই দেশের সংস্কৃতি মানে না; এই সমস্যা আপনারও আছে।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৪

কালো যাদুকর বলেছেন: হা হা।অনেক মজার অভিজ্ঞতা ৷ প্রথমটায় কি শেষ পর্যন্ত পুলিশ এসেছিল ?


দ্বিতীয়টা ভেবেছিলাম আপনি পে করে দিয়েছিলেন ৷ এটির মত আমার ও অনেকবার হয়েছে। কিছু কেনার পর বাথরুমের চাবি দিয়েছে।

সুইমিং পুলে যেয়ে এর কাছাকাছি অভিজ্ঞতা (ভয়াবহ ) আছে ৷ আমি সিউর এখানে অনেকে নদী / খালে সাতার কাটার সময় প্রকৃতির ডাকে সারা দিয়েছেন ৷ তবে সুইমিং পুলে সমস্যা হল এখানে অনেক মানুষ একসাথে বদ্ধ পানি শেয়ার করে।

১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:




গোলাগুলিনা হওয়া অবধি এখানে পুলিশ তাড়াতাড়ি আসে না।

আমার মেডিক্যাল সমস্যা নেই; বাথরুম না থাকলে, বা বেশী বড় লাইন থাকলে, আমি প্রকৃতির সাহায্য নিই।

২০| ১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৭

কাছের-মানুষ বলেছেন: কিছু কিছু সময় প্রাকৃতিক ডাকে সাড়া দেয়া সত্যিই বিপদজনক!

১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



যেমন?

২১| ১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩০

কাছের-মানুষ বলেছেন: কেনা গরুর মাংস কিনে স্বাদ পাওয়া যায় না তাই আমরা বাঙ্গালীরা মিলে মাঝে মাঝে গরু জবাই করি ফার্মের সাথে যোগাযোগ করে। মাস দুয়েক আগে এক ফার্মে যাচ্ছিলাম মাংস আনতে, গহিন জঙ্গল, চারদিকে কোন বাসা নেই, ফার্ম খুজতে খুজতে পেলাম এক প্রাইভেট প্রপার্টি, উপরে একটা বন্দুকের ছবি সাথে লেখা 'গুলির দাম বেশী, ওয়ার্নিং দেয়া হবে না সরাসরি গুলি করা হবে!' টয়লেট খুজছিলাম আর সাহসে কুলালো না!

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম, ভয়ংকর ব্যাপার।

২২| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

জাহিদ হাসান বলেছেন: সামুর মডুরা আমারে এখনও মেজর জেনারেল করে রাখছে। সেফ করে দিলে খুশি হইতাম। যদিও আর সামুতে কোন পোস্ট দেওয়ার ইচ্ছা নাই। দুই-তিন পরে পরে একটু আসি আপনার পোস্ট পড়বো বলে।তবুও সেফ থাকলে মনটা ফ্রেশ লাগতো। ওই মডু ভাইয়েরা গোওওওওও, আমারে সেফ করেন। :-B

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

চাঁদগাজী বলেছেন:




আপনি ব্লগার কাল্পনিক_ভালবাসার পোষ্ট ১টা কমেন্ট করে, উনাকে অনুরোধ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.