নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ও বিশ্ব বাইডেনের দিকে তাকিয়ে আছে

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১



আজকে, খুবই হতাশ পরিবেশে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক হবে; হতাশ আমেরিকা, কানাডা, ইউরোপ, জাপান ও অষ্ট্রেলিয়া শক্তিশালী আমেরিকার জন্য অপেক্ষা করছে।

আমেরিকার অবস্হা ভয়ংকর, আমেরিকা এই অবস্হা থেকে বের হতে সময় লাগবে; আশার কথা হলো, সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, দেশ যাতে নতুন করে সংকটের দিকে না যায়, সেটার চেষ্টা করা হবে। বাইডেন আজীবন রাজনীতি করছেন, যত চাকুরী করেছেন, প্রায় সবগুলো পাবলিক সার্ভিস (নির্বাচিত ): ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল অবধি সিনেটর, ২০০৯ সাল থেকে ২০১৬ সাল অবধি ভাইস-প্রেসিডেন্ট; আজকে থেকে আগামী ৪ বছর প্রেসিডেন্ট পদে থাকবেন।

এই মহুর্তে আমেরিকার বড় ৪টি সমস্যা: (১) করোনা (২) অর্থনৈতিক ধ্বস, বেকারত্ব (৩) রাজনীতি, রেসিজম ও ক্যাপিটেলিজমের সংকটে ঐক্যহীন জাতি, আভ্যন্তরীণ অসন্তোষ (৪) বিশ্বে আমেরিকার ইমেজ নষ্ট।

আমেরিকা করোনায় ভোগার কথা ছিলো না; এবং করোনার সময়, আমেরিকা বিশ্বকে সাহায্য করার কথা ছিলো; ইতালী, স্পেন, ব্রাজিল আমেরিকার সাহায্য পাওয়ার কথা ছিলো, সেটা ঘটেনি; উল্টো, করোনা আমেরিকাকে সবচেয়ে বেশী নাজেহাল করেছে; ইহা প্রমাণ করছে যে, আমেরিকা ঠিক আগের অবস্হায় নেই, ইহা আগের থেকে দুর্বল।

আমেরিকার ৪০ ভাগ মানুষ সারাদিন কিছু না করে, কিংবা সামান্য কিছু করে সময় কাটাচ্ছে; এর ফলে, অর্থনীতি অনেকটা থমকে গেছে; সরকার দরকারী পরিমাণ ফান্ড পাচ্ছে না; সরকারের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশী। করোনা শেষ হলেও, বিপুল পরিমাণ মানুষের চাকুরী হবে না।

৪ ঘন্টার জন্য ক্যাপিটল ভবন দখল করা প্রতিবাদের চেয়ে বেশী কিছু, ইহাতে ভয়ংকর ক্ষোভের প্রকাশ পেয়েছে, ইহা মাত্র ৪ বছরের অপশাসনের ফলাফল নয়, ইহা ক্যাপিটেলিজমের সমস্যা, বিলিওনিয়ার-মিলিওনিয়ারদের হাতে দেশ ও অর্থনীতি আটকা পড়ার ফলাফল। নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ মানুষের চেয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য বেশী নিবেদিত। কালোরা ও গরীব সাদারা রেসিজম থেকে লাভবান হতে চায়; ইহা জাতীয় ঐক্য বিনষ্ট করে চলছে ও আভ্যন্তরীণ অসন্তোষকে চরম পর্যায়ে নিয়ে গেছে।

চীনারা বিশ্বে অর্থনৈতিক দুর্নীতি ছড়াচ্ছে, রাশিয়ানরা বিশ্বে অসৎ রাজনীতির প্রসার ঘটাচ্ছে; ইরান আরব দেশগুলোতে সন্ত্রাসের চাষ করছে, ইসরায়েল প্যালেষ্টাইনকে সাহায্য করছে না; আমেরিকা যদি নিজের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত থাকে, ইউরোপ একা এসব সমস্যার সমাধান করতে পারবে না।


**** আপডেট: সকাল ৮:১৮ মিনিট; ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে, ফ্লোরিডার পথে এয়ার পোর্টের দিকে রওটানা হয়েছে ***
**** আপডেট: সকাল ৮:৩৫ মিনিট; ট্রাম্প এনড্রু এয়ারপোর্টে বক্তব্য দিচ্ছে; সে যা বলছে, উহাকে গার্বেজ বলা যায় ****
**** আপডেট: সকাল ৮:৪৪ মিনিট; ট্রাম্পের বকবক শেষ , আবার নাকি দেখা হবে! দেখা হতে পারে কোর্টে? ****

**** দিনের ১২:০০ মিনিটের পর ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকবে না ****




মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: সুলিখিত পোস্ট। বিদ্যমান সমস্যাগুলো মোটা দাগে সুচিহ্নিত হয়েছে।
আমেরিকার ভাবমূর্তি পুনরুদ্ধারে খানিক সময় লাগবে; তবে বাইডেন একজন ঠান্ডা মাথার মানুষ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, তাই তার উপর ভরসা রাখছি।

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের অপশাসনের পর, বাইডেনের প্রতি বিরাট প্রত্যাশা! মানুষ যদি হতাশ হয়, সেটা হবে ভয়ংকর।

২| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

জাহিদ হাসান বলেছেন: বাইডেনের অভিষেক অনুষ্ঠান সরাসরি দেখছি।

LIVE: Joe Biden sworn in as US President on Inauguration Day 2021 - watch live
https://www.youtube.com/watch?v=FognBPhs5rw

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


দেখার দরকার, রাজনীতির যজ্ঞ।

৩| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

জাহিদ হাসান বলেছেন: LIVE: Joe Biden sworn in as US President on Inauguration Day 2021 - watch live[link||view this link]

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:




আমি সিএনএন দেখছি, সাথে সিএনবিসি।

৪| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩

আমি সাজিদ বলেছেন: রিপাবলিকানদের সাথে ট্রাম্পের গলায় গলায় ভাব তো আর থাকলো না। সে নাকি নতুন দল করবে! বাইডেন আশা করি আমেরিকার ভাবমূর্তি আবার তুলে ধরবে। মিডেল ইস্টে গন্ডগোল না করলেই হয়।

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



মিডলইষ্টে এখন আমেরিকা গন্ডগোল করছে না, সেখানে গন্ডগোল করছে ইরান, সৌদী, ইসরায়েল; নতুন করে সেখানে যোগ দিয়েছে তুরস্ক।

ট্রাম্প এখন (১ মিনিট আগে ) হোয়াইট হাউস ছাড়লো; সে দল করতে পারবে না।

৫| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ট্রাম্প বিদায় নেয়ার আগে আরো কিছু সমস্যা গাড়ে চাপিয়ে দিয়ে গেছে ।প্রথমটা থেকে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না,কিন্তু বাকি গুলো থেকে বেরিয়ে আসতে ভালই সময় লাগবে হয়তো আরো কিছু নতুন সমস্যায় জড়িয়ে যাবে।

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষকে যেভাবে বিভক্ত করেছে, উহা ভয়ংকর, ইহা দীর্ঘ মেয়াদী সমস্যা; অর্থনীতি ১০ বছরের জন্য পেছনে পড়বে। বাইডেন উহা ফিক্স করতে পারবে না।

৬| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৭

স্প্যানকড বলেছেন: খোদ আল্লাহ ও তাকাইয়া আছে ! ভালো থাকবেন ।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব বেশ বড় সমস্যায় আছে; আমেরিকা যদি নিজ সমস্যা নিয়ে ব্যস্ত থাকে, চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, ইসরায়েল অনেক নতুন সমস্যার জন্ম দিবে।

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৯

জাহিদ হাসান বলেছেন: মন চাচ্ছে এখনই আমেরিকা চলে যাই।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



দেশে সুযোগ বেশী।

৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৮

আমি সাজিদ বলেছেন: বাইডেনের সাথে আমাদের প্রধানমন্ত্রীর কেমন সম্পর্ক? বাংলাদেশের কেমন লাভ হবে? ২০৪১ এ আমরা আমেরিকাকেও ছাড়িয়ে যাবো এইটা বাইডেন জানে?

আমার বন্ধু আলি। ইরানের কম্পিউটার ইঞ্জিনিয়ার। স্কাইপি গ্রুপে পরিচয়। বেচারা এখন সারাদিন স্ট্রেসে থাকে। আরেক ইরানিয়ান বান্ধবী পারিনাজের কোন খবর নাই। ট্রাম্প ইরান নিয়ে বেশীই পাগলামি করেছে এরপর আছে অনভিজ্ঞ এমবিএসকে সাপোর্ট দেওয়া। সামনে কি হয় কে জানে! আমাদের কোন চিন্তা নেই। ছাগল উৎপাদনে আমরা চতুর্থ। আমাদের দুষ্ট বালক অর্থ মন্ত্রী বলেছে আমরা ঠিকঠাক এগিয়ে যাচ্ছি, সারা দুনিয়ায় কেয়ামত হচ্ছে।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



ইরান নিজের মানুষের জন্য কাজ করলে, ওরা কানাডার চেয়ে ভালো থাকার কথা ছিলো; ওদের মানসিক সমস্যা আছে।

ট্রাম্প জানতো না, বাংলাদেশ কোথায়, বাইডেন জানে, এই হলো বর্তামন আমেরিকার নীতি।

৯| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মিস্টার বাইডেনের যাত্রা শুভ হোক ।

যুক্তরাষ্ট্র তথা বিশ্ব এক জন ভালো মাপের প্রেসিডেন্ট ও নেতা পেতে যাচ্ছেন।

জয় হোক মানবতার।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, বাইডেন ইত্যাদিদের ইচ্ছানুসারে সব ঘটে না, বিলিওনিয়ারদের থেকে হুকুম আসে।

১০| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৯

জুন বলেছেন: আপনার ভাষায় চীনারা দুর্নীতি ছড়াচ্ছে, রাশিয়া অসত রাজনীতির প্রসার ঘটাচ্ছে, ইস্রাইল, সৌদি ইরান ---
এই জন্য এখন বিশ্ব আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকা কি বিশ্বের মোড়ল নাকি যে সবাই আমেরিকার দিকে তাকায় থাকবে। এক সময় হয়তো ছিল এখন না। আপনি এসব কি লিখেন আর কি বলেন??

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


ভারত-চীন সমস্যা নিয়ে ভারত কার কাছে যাবে? চীনারা যদি পুর্বদিকে রাজ্যগুলোতে সমস্যা লাগিয়ে দেয়, ভারত কি চীনের সাথে পারবে?

তুরস্ক যদি গ্রীক উপকুলে ব্ল্যাক -সি দখল নেয়, কে তুরস্ককে সরাবে?

১১| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫০

ভুয়া মফিজ বলেছেন: spanked বলেছেন: খোদ আল্লাহ ও তাকাইয়া আছে ! ভালো থাকবেন । হাসি থামাইতে পারতাছি না!!!! =p~ =p~ =p~

জুন বলেছেন: আপনার ভাষায় চীনারা দুর্নীতি ছড়াচ্ছে, রাশিয়া অসত রাজনীতির প্রসার ঘটাচ্ছে, ইস্রাইল, সৌদি ইরান ---
এই জন্য এখন বিশ্ব আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকা কি বিশ্বের মোড়ল নাকি যে সবাই আমেরিকার দিকে তাকায় থাকবে। এক সময় হয়তো ছিল এখন না। আপনি এসব কি লিখেন আর কি বলেন??
জুন আপা, আপনে এমন কথা কইতে পারলেন? দুইদিন পরে না যাইবেন!!! :-B =p~

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার জুন আমেরিকা, চীন, রাশিয়ার ভুমিকা বুঝার চেষ্টা করছেন; আপানার ভাবনা এতটুকু কাভার করবে না, কাতার কি করছে, সেটা নিয়ে ব্যস্ত থাকবেন।

১২| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০০

জুন বলেছেন: আমি গেলেই কি আর না গেলেই কি,আমি এই কথা ওই বাইডেনের সামনে যাইয়াও বইলা আসতে পারুম ভুয়া। আমেরিকার লুকজন নিজেদের কি মনে করে!

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার লোকজন বিশ্বের খারাপ করার চেষ্টা করেনি কোনদিন; এরা নিজেদের বেতন থেকে বিশ্বের অন্য জাতিগুলোর জন্য টাকা দেয়।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৮

ভুয়া মফিজ বলেছেন: তুরস্ক যদি গ্রীক উপকুলে ব্ল্যাক -সি দখল নেয়, কে তুরস্ককে সরাবে? গ্রীক উপকুলে ব্ল্যাক -সি........এইতো আপনের বিশ্ব সম্পর্কিত গেয়ান!! আম্রিকাতেই থাকেন, ভুলেও বাইরে আইসেন না। তাইলে আর এইসব ভুলভাল বকা লাগবো না। =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



গ্রীস'এর (গ্রীক ) পাশ থেকে ব্ল্যাক-সি সরে গেছে দেখলাম।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪০

আখেনাটেন বলেছেন: বাইডেন যে তার প্রশাসনে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন যুদ্ধের কারিগরদের আবার ফিরিয়ে আনছেন......এটা কীভাবে দেখছেন?

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



ইয়েমেন সমস্যা ইরান-সৌদী সমাস্যা, ইসলামিক সমস্যা।

আমেরিকা লিবিয়া নিয়ে যা চেয়েছিলো, শুধু গাদাফীকে সরানো, তা হয়নি; তবে, লিবিয়ার গো্ত্রগুলো গাদাফি থেকে মুক্তি চেয়েছিলো।

আরবেরা নিজেদের মানুষের অত্যাচার করে বলেই ওদের এই অবস্হা।

১৫| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: যাক, ট্রাম্প সমথর্কেরা গন্ডগোল করে নি।
এবার দেখি বাইডেন কি কি চমক দেখান।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:



আজকে থেকে সবার নজর বাইডেনের প্রতি; সবার জন্য চাকুরী ফেরত আনা হবে বিশাল চ্যালেন্জ

১৬| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০

কলাবাগান১ বলেছেন: আমেরিকান রা ২১-২২ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত্য প্রতি মাসে ১০-১৫% ইনকাম এর ডলার মেডিকেয়ার/মেডিকেইড ট্যাক্স দেয় শুধুমাত্র অবসর সময়ে বিনা পয়সায় চিকিসৎা সুবিধা পাওয়ার জন্য।

আর আমরা ইমিগ্রান্ট রা কোন ট্যাক্স না দিয়েই ভাব করি যেন এই বিনা পয়সার চিকিৎসার সুবিধা আমাদের জন্মগত অধিকার...গলার জোরে এই অধিকার প্রতিস্ঠা করতে চায় ...। চোখের সামনে দেখলাম এমন অনৈতিক কাজ করা কে কোন ব্যাপার ই মনে করে না অনেক ইমিগ্রান্ট পরিবার

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:




এশিয়া, আফ্রিকা, ইউক্রেন ও দ: আমেরিকার নতুন ইমিগ্রেন্ট পরিবারেরা অনেক অসততার আশ্রয় নেয়।

১৭| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চলমান শপথ অনুষ্ঠান দেখলাম
.........................................................
জো বাইডেন বলছে, একদিন ও সময় নষ্ট করার অবকাশ নেই ।
আজ প্রথম দিনেই ১৭টি নির্বাহী আদেশে স্বাক্ষর করল ।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:



১টা ভুল হচ্ছে, বর্ডারের দেয়াল না করার এক্সেকিউটিভ অর্ডার সাইন করা; এটা রয়ে সয়ে করার দরকার ছিলো।

১৮| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বলা হয়েছে ট্রাম্পের ওয়াল ফান্ডিং বন্ধ থাকবে,
ভবিষ্যতে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে ।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



দেয়াল নিয়ে চুপ থাকার দরকার ছিলো, পরে আস্তে করে গুটিয়ে আনার দরকার ছিলো।

১৯| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩০

কবিতা ক্থ্য বলেছেন: ট্রাম্প মামুর হালের বলদ হারইসে।
বেচারার আর দোষ কি?

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প জীবিত ক্রিমিনাল।

২০| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৩

কাছের-মানুষ বলেছেন: ট্রাম্প নাকি নতুন রাজনৈতিক দল গড়ার কথা ভাবছে পত্রিকাতে পড়লাম! বাইডেনের জন্য বর্তমান সঙ্কট মোকাবেলা করাটা চ্যালেঞ্জ হবে।

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



নতুন রাজনৈতিক দল গঠন করলে, সেটা রিপাবলিকান দলের কাছাকাছি কিছু একটা হবে, নতুন কিছু হবে না, মনে হয়। ওর মতো মনোভাবের লোকজন বিশ্বের জন্য হুমকি।

২১| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৪

কামরুননাহার কলি বলেছেন: বাইডেন বা টেম্প যেই থাকুন। তাতে কি আসে যায়। কিন্তু তাতে কি বাংলাদেশের কোন লাভ লস আছে। যদি থাকে তাহলে একটু বলেন।

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের গার্মেটস একটি বড় বাজার হলো আমেরিকা।

আমেরিকা ৩য় বিশ্বের 'ভিক্ষুক সরকারদের' ভিক্ষা দেয়, বাংলাদেশ সরকার তা নিয়ে আসছে সব সময়।

২২| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আজকে থেকে সবার নজর বাইডেনের প্রতি; সবার জন্য চাকুরী ফেরত আনা হবে বিশাল চ্যালেন্জ

ট্রাম্প কি আমাদের এরশাদের চেয়েও খারাপ?

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



না, এরশাদ ক্ষমতা দখল করে জাতিকে ভিক্ষুকে পরিণত করেছে; ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট ছিলো।

২৩| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প যতটা আমেরিকার ক্ষতি করেছে জো হয়তো ততটা ঠিক করতে পারবেনা; সময়ই কথা বলবে।

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



বাইডেন গতকাল ১ম ভুল করেছে, বেশী এক্সেকিউটিভ অর্ডার সাইন করে ফেলেছে।

২৪| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দুঃখিত শিরোনাম থেকে লেখার যাবতিয় বিষয়ে আমি নারাজ, মানে গররাজি। কিছুটা বেজারও বলতে পারেন।
অশীতিপর আর কমলানির্ভর বাইডেনের দিকে তাকিয়ে থাকার কী আছে, ট্রাম্প তো আমেরিকাকে গ্রেট বানিয়ে দিয়ে গেছে!
তাছাড়া বাইডেন কি চিনকে বা রাশিয়াকে আপন করতে পারবে?

বুঝলাম না, আমেরিকার ইমেজ নষ্ট তাতে আমাদের কী?
অস্ত্র ব্যবসায়ি তেলচোরদেরকে কারা ইমেজ এনে দেবে?

'পৃথিবী আমারে চায় না'র মতো পৃথিবী যেমন ট্রামরে চায় না, আমেরিকারেও চায় না। চায়না তো আরও চায় না।

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:




বিশ্ব চলছে কিছু নিয়মের মাধ্যমে: একটি হলো বিশ্ব রাজনীতি, বর্তমান বিশ্বের যেই ম্যাপ আছে, উহা বদলে যাবে যদি এর পেছনে শক্তি না থাকে। আমেরিকা না থাকলে, ইরানীরা কালকেই সৌদী আরব দখল করে নিতো, ইসরায়েল আক্রমণ করে বসতো, উ: কোরিয়া ২/১ মিসাইল জাপানের দিকে নিক্ষেপ করতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.