নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতের টিকা উপহার, ঢাকায় কারো বিয়ে হচ্ছে নাকি?

২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭



পাকিস্তানে আইয়ুব খান ক্ষমতায় আসার পর, আমেরিকা থেকে রিলিফ আসার শুরু হয়: গুড়া দুধ, গম, চাল, ডালডা, ঢেউটিন; এগুলো আসতো গরীবদের জন্য; গরীবেরা পেতেন সামান্য, ধনীরা নিয়ে যেতেন বড় অংশ। আমরা স্বাধীন হলাম, আবারো রলিফ আসার শুরু হলো: কম্বল, শুকনো খাবার, ঢেউটিন; আবারো বানরের ভাগাভাগি, আওয়ামী লীগের লোকেরা পেলো; কিন্তু ভারত থেকে ফিরে-আসা শরণার্থীদের বেশীরভাগই পেলো না।

শেখ সাহবে দেখলেন, যাদের রিলিফ পাবার কথা, তারা পেলো না, আওয়ামী লীগের সবাই পেলো; তিনি বরাবরের মতো ইহার প্রতিবাদ করলেন, এদের শাস্তি দাবী করলেন; কিন্তু উনিই প্রাম মিনিষ্টার, উনিই প্রেসিডেন্ট, কে এসব চোরদের শাস্তি দেয়ার কথা ছিলো?

আসলে, ১৯৭২ সালে থেকে আমাদের রিলিফের দরকার ছিলো না; আমাদের সবই ছিলো, ১ কোটী ফিরে-আসা শরণার্থীকে নিজ বাড়ীতে ১ম মাসে থাকার ব্যবস্হা করা, যেসব নাগরিকের ঘর ও ব্যবসা পোড়ায়ে দিয়েছিলো তাদের ঘর তুলে দেয়ার মতো সবই ছিলো; না থাকলে, বিশ্ব ব্যাংক ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে চেয়েছিলো; তখনকার দিনে ৩ বিলিয়ন ঋণ নিলে, ৩ কোটী বাংগালীকে চাকুরী দেয়া যেতো; কিন্তু ভিক্ষুকের স্বভাব, ভিক্ষা করতেই হবে।

ভারত থেকে "উপহার" আসেনি, ইহা "রিলিফ" হিসেবে এসেছে; ঢাকায় কারো বিয়ে হচ্ছে না। বাংলাদেশ সরকার টিকা চেয়েছে, কিংবা ভারত দেখেছে যে, বাংলাদেশ সরকার তো নিজের নাগরিকদের জন্য টিকার ব্যবস্হা করেনি ঠিক মতো, তাদের কিছুটা রিলিফ দিয়ে দাও।

শেখ হাসিনা জাতির ৪৫ বিলিয়ন ডলারের উপর বসে আছেন, জাতির জন্য জাতির টাকা ব্যয় না করে, রিলিফের আশায় বসে আছেন; ইহা উনার পুর্বসুরীদের মতো ভিক্ষার অভ্যাস। এগুলো বেকুবী ও নীচু মনের নীচু ভাবনা।

মহামারীর সময় জাতির টাকা যদি জাতীর প্রান রকার জন্য ব্যয় না করে, গোজামিল দিয়ে রিলিফের জন্য বসে থাকে, ইহা ভিক্ষুকের স্বভাব; আইয়ুব খান, উনার বাবা, জিয়া টিয়া, সবাই মনের দিক থেকে ভিক্ষুক ছিলো; উনিও উত্তারাধিকার সুত্রে তা পেয়েছেন। জাতি উপহার পায়নি, ঢাকাতে কারো বিয়ে হচ্ছে না, যা পেয়েছে উহা রিলিফ।

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: বিয়া তো হইয়াই আছে , বউ ভাত হবে ।

২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


আইয়ুব রিলিফ চালু করে গেছে, বাংগালীরা ভিক্ষা ছাড়তে পারবে না।

২| ২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাঁচলে গাজী মরলে শহীদ।

২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা টাকা আয় করতেও জানেন না, টাকা খরচ করতে জানেন না; উনার সরে যাওয়া উচিত।

৩| ২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

আমি সাজিদ বলেছেন: আমি ভাবলাম বিয়ের কাচ্চি টাচ্চি খাবো। চায়নাও ভ্যাক্সিন দিতে চায়। খেলা জমেছে চমৎকার।

২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



কিসের চমৎকার খেলা? সরকার ঠিক মতো কিছুই করেনি এই মহামারীর সময়ে! চীনাদের ভ্যাকসিন বানাতে কয়েক পয়সা খরচ হয়, ভিক্ষুকদের কিছু দিয়ে দিবে, এটুকুই।

৪| ২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: আপনার বিশ্লেষন চমৎকার। আমি নিজেও লক্ষ করছি, তিনি কখনোই কোন সিদ্ধান্ত নিতে চান না, অপেক্ষা করেন, পরে কিছু একটা হয়েই যায়। অথচ ঠামাঠাম সিদ্ধান্ত নিতে লাভ ক্ষতির একটা কিছু হত, এখন প্রায় সবাই গোলামে পরিনত হচ্ছে, পুরো জাতি!

২২ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:




উনার সরে যাওয়া উচিত, উনার বিদ্যার শেষ প্রান্তে পৌঁছছেন উনি, এখন উনাকে বেগম জিয়ার মতো সামনে রেখে প্রশাসন বানরের রাজত্ব চালাচ্ছে।

৫| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৪

রানার ব্লগ বলেছেন: জাতিগত ভাবে আমরা ভিক্ষুকের স্বভাব ধারী। ফ্রি খাওয়ার লোভ আমাদের জিহবায়!!

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



সেক্রেটারিয়েটে যারা বসে আছে, এগুলো পুরপোপুরি ভিক্ষুক, এরা আয় করতে জানে না।

৬| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সুযোগে কেউ কেউ আবার নিজের চিন্তাকে জাতীয় চিন্তা বানিয়ে ফেলছে।জাতি নাকি ভারতীয় টিকা গ্রহনে আগ্রহ হারিয়ে ফেলেছে।

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:




ভারত যত টিকাই বানাচ্ছে, সবগুলো অক্সফোর্ড-এষ্ট্রোজেনিকার পেটেন্ট; ওদের কাছে ম্যানুফেকচারিং টেকনোলোজী, ফ্যাসিলিটি ও ল্যাব আছে।

৭| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৩

রানার ব্লগ বলেছেন: শোনেন বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা দেশ প্রেমিক না, আমরা সবাই যখন সাধারণ নাগরিক থাকি তখন আমাদের দেশ প্রেম উতলিয়ে ওঠে যখনি দায়িত্ব প্রাপ্ত হই তখন আমাদের প্রেম আর থাকে না। দেশ প্রেম অর্থ প্রেমে রুপান্তরিত হয়।

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



দেশ যেভাবে চলছে, সবাই নিজ পরিবারের বাহিরে কারো জন্য কিছু করে না; কেহ জানে না কালকে কি হবে, যা পার দখলে রাখ।

৮| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: ফ্রি টিকার বিনিময়ে দ্বিগুন সুবিধা দিতে হবে সামনে।

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেশে আপনার যায়গা জমিগুলো বিক্রয় করে দেন, না'হয় শেখ হাসিনা সেগুলো ভারতকে দিয়ে দেবে।

৯| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
শেষ পর্যন্ত আপনাকেও ছাগলরোগে ধরলো?

ওরা এতদিন বলছিল -
টাকা এডভান্স নিছে অতচ ভ্যাকসিন দিচ্ছে না, দ্বীগুন দাম দিলাম এখনো টিকার খবর নাই!
কবে দিবে শুনি? সব মরে যাওয়ার পর?

এখন টিকা আসার পর আর ভাল লাগতেছেনা বলে- 'খারাপ উদ্দেস্য আছে'।
বর্তমানে ফ্রী পাওয়ার পর মাথা পুরাই খারাপ হয়ে আবল তাবল বকছে ..

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



কে কি বলছে সেটা বড় কথা নয়, করোনার শুরু থেকে আপনি শেখ হাসিনার কি কি পদক্ষেপ দেখেছেন, সেটা বড় কথা। কি কি করা সম্ভব ছিলো বলে আপনার মনে হয়?

১০| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভারতের নিজেরইতো সবার টিকা জুটবে না, উপহার / রিলিফ পাঠায় কেন?

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



ওরা নিজেরা ম্যানুফেকচারিং করছে, ওরা নিদ্দিষ্ট সময়ে যেই পরিমাণ টিকা দিতে পারছে, নিশ্চয় তার থেকে বেশী ম্যানুফেকচারিং করছে।

১১| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০০

শাহিন-৯৯ বলেছেন:


জনাব হাসান কালবৈশাখী, প্রশ্ন হচ্ছে, চুক্তি হল, চুক্তি অনুযায়ী অগ্রিম টাকা দেওয়া হল কিন্তু আমাদের ক্রয়কৃত পন্য সরবরাহ না করে কেন উপহার হিসাবে দিচ্ছে?
সরকার কি উপহার চেয়েছে? নাকি এ দেশের জনগণ ধর্না দিয়েছে উপহারের জন্য?
চীনের সাথে কুটনৈতিক পাল্টা দিতে এই লোক দেখানো উপহার। তাই জনগণ একটু বিয়ে বাড়ির আমেজ নিচ্ছে, হাজার হলেও স্বামী স্ত্রীর উপহার আদান প্রদান।

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


সরকার কি চুক্তি করেছে, সেটা সরকার ছাড়া কেহ জানে বলে মনে হয় না; মহামারী উপলক্ষে ভারত বেশ কিছু দেশকে টিকা রিলিফ হিসেবে দিচ্ছে, আফ্রিকার আরো অনেক দেশকে ও আফগানিস্তানকে দেবে।

১২| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনার শুরু থেকে শেখ হাসিনার কি কি পদক্ষেপ দেখেছেন?

হাসিনা যথাসময়েই যথাযথ পদক্ষেপ নিয়েছেন
লকডাউন দিয়েছিলেন ঠিকই সাথে পাবপ্লিকের কাজকর্ম ব্যাবসাপাতি খাদ্য সাপ্লাই অব্যাহত রেখেছিলেন।
কেউ নাখেয়ে মরেনি।
৩য় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে আগে টিকা দিচ্ছে।
বহু আগেই পৃথিবীর সবচেয়ে উত্তম অক্সফোর্ডের টিকা পাওয়ার জন্য ব্যাবস্থা করেছিলেন। ৩-৪ মাস আগেই এডভান্স টাকা দিয়ে রেখেছেন।
বাংলাদেশের ইপিয়াই (গ্যাভি ও ডাবলুএইচওর কোওর্ডিনেশনে) যারা বিসিজি পোলিয়ো টিটেনাস বিনা মুল্যে দেয়, সেই প্রশিক্ষিত জনশক্তি ব্যবহার করে বিনামুল্যে রেজিষ্ট্রিভুক্ত সবাইকে টিকা দিবে।
টিকাদান রেজিষ্ট্রশন (সুরক্ষা এপ) আরো দুমাস আগেই সরকারিসংস্থা মারফত রেডি রাখা ছিল।
আর কত চান?

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



টাকা দেয়ার দরকার ছিলো অক্সফোর্ড, জনসন এন্ড জনসন ইত্যাদির মতো কোম্পানীগুলোকে প্যাটেন্টের জন্য। করোনার জন্য উনি ১ পয়সারও প্রস্তুতি নেননি; মানুষ নিজের চেষ্টায় বেঁচে আছে।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের মানুষ করোনার চেয়ে ভ্যাকসিন নিয়ে বেশী চিন্তিত।
শেখ হাসিনার এখন বিশ্রাম নেওয়া উচিত। উনি দেশের জন্য অনেক করেছেন।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


উনার বড় কাজ ছিলো মিলিটারীর পেট থেকে দেশ বের আনা; সেটা করেছেন; উনি এখন অন্য কাউকে দিয়ে দেখতে পারেন।

১৪| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:

কোন খবর রাখেন না। টিকা অক্সফোর্ডের টাই দিচ্ছে।

পেটেন্ট কেনা বোকামি হবে।
আরো ভাল ভ্যাকসিন আসছে, শতাধিক ভ্যাকসিন লাইনে আছে তবে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন বেষ্ট হওয়ার সম্ভাবনা।
বছরখানেক পর বোঝা যাবে কার ভ্যাকসিন কম মুল্যে সর্বচ্চ ক্ষমতা ও সহযে পরিবহনযোগ্য সেটাই টিকে যাবে। বাকিগুলো বিলুপ্ত হবে।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



প্যাটেন্ট কিনা ভারত ভুল করেছে?

১৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেক্রেটারিয়েটে যারা বসে আছে, এগুলো পুরপোপুরি ভিক্ষুক,
..........................................................................................
ভিক্ষুক সরে গেলে কে বসবে সেই প্লানটা বলুন দেখি ?
...........................................................................................
করোনার জন্য সরকার যথাসময়ে হু' তে টাকা পাঠায়াছে ।
আপাতত প্রতি মাসে ৫০,০০০০০.০০ টিকা বাংলাদেশ ভারত থেকে আসবে ।
সেই হিসাবে বৎসরে ৩ কোটি জনগন টিকা নিতে পারবে ।
পাশাপাশি ফাইজারের টিকার আলোচনা চলছে, আর চীন বসে আছে গ্রীন সিগন্যাল
পেলেই পাঠাবে । এছাড়াও বাংলাদেশের বায়োটেক ট্রায়াল চলছে তা আশা করা যায়
মার্চ নাগাদ পাবার সম্ভাবনা আছে ।
মূল কথা হলো হু'র অনুমোদন ছাড়া সরকার হুটহাট কোন টিকা নেবে না,
পাশাপাশি বেসরকারি ভাবে টিকা আনয়নের জন্য অনুমোদন দেয়ার চিন্তা ভাবনা চলছে ।

.........................................................................................................................
টিকা নিয়ে বাণিজ্য ও রাজনীতি চলছে তা সত্য,
ভারত তার অবস্হান ঠিক রাখার জন্য বাংলাদেশকে ২০ লক্ষ টিকা ফ্রীতে প্রদানের সঙ্গে সঙ্গে
চীন পাকিস্হানকে ৫ লক্ষ টীকা ফ্রী দিয়েছে ।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগে ভালো লোকজন আছে, সেক্রেটারিয়েট থেকে চোরদের ছুটিতে পাঠালে, লোকজনের অভাব হবে না।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



মাসে ৫০ লাখ টিকা এলে, মাসে ২৫ লাখ ( কোন টিকা নষ্ট না হলে ) মানুষ টিকা পাবে; ১৪ কোটি ( ১৫ বছর ও নীচের বয়সের ছেলেমেয়েদের বাদ দিয়ে ) মানুষ টিকে পেতে "৫৬ মাস" ( সাড়ে ৪ বছর ) সময় লাগবে।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২

কলাবাগান১ বলেছেন: Damned If You Do, Damned If You Don't

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:




মহামারী কি উপহার আর রিলিফের সময়, নাকি টাকা খরচ করে আগেই ব্যবস্হা করার কথা ছিলো? সরকার অবশ্য, বিশ্ব স্বাস্হ্য সংস্হার রিলিফের জন্য অপেক্ষা করছে।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৫

স্প্যানকড বলেছেন: নির্বাচন হয় ডগি স্টাইলে
দুঃখ নাই
ভ্যাক্সিন রিলিফে পেলে !

ভালো থাকবেন।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



মহামারীতে মানুষের টাকা মানুষের জন্য খরচ করতে হয়, ভিক্ষুকেরা সেটাও বুঝে না।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৪৮

স্প্যানকড বলেছেন: লইজ্জা দিলেন আবারও। মানুষ ই তো নাই তাইলে কই থাইকা আইব মাইনষের টাকা ! মানুষ থাকলে অনেক কিছু হইতো। আপনারা উপর তলার মানুষ এহন আর আপনাগো দিগে চাইতে ইচ্ছে করে না। উপরে চাইতে চাইতে গর্দান বিষ করে। তাই নীচের দিকে থুক্কু নিজের দিকে চাইয়া থাকি। ভিক্ষুক রাজা প্রজাও ভিক্ষুক! আপনে ও ছিলেন, আছেন। যদিনা আটলান্টিক পাড়ি না দিতেন তাইলে এই বুলি হতো অন্যরকম মধু মাখা। ভিক্ষুক বুঝে কিন্তু কয় না গাইল পাড়ে। তাই ভদ্রদের ফোসকা পড়ে। ভালো থাকবেন আটলান্টিক এর পাড়ে।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



প্রবাসী ব্লগারেরা দেশকে বুঝার ও তুলনা করার সুযোগ পাচ্ছেন। সামুর বেশীরভাগ ব্লগার অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন না।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৫

স্প্যানকড বলেছেন: এতে কি সরকার এর চেতনা ফিরছে ? বুঝে বুইঝা ও মোরগ মুরগির মতো ঝিমায়। কারণ আপনি জানেন তাই উল্লেখ করলাম না। সবাই সব বুঝে বা বুঝবে এটাও ঠিক না। সরকার এর কি করা উচিত আর কি না সরকার তো জানে। এইবার না শুনলে আপনার কথা কইয়া দিমু নে যদি লাইগ্যা যায়! এই যে আপনি এত লেখেন সরকার এর কি টনক নড়ে? না, চুল পড়ে? কিছুই হচ্ছে না। যাক এইটা পড়েন অর্থনীতি ফাইন্যান্স এর কাম কাইজ আছে।

নিয়ন জ্বলা শহরে
নিত্যকার বাত,
ঘামে ভেজা ফর্সা বুক
সিলিং এ তিন পাখার ফ্যান মিল্লাত।

চকচকে নোট
লেখা তাতে
বাহক কে দিবে চাহিবা মাত্র
হোক খদ্দের
হোক সে জল্লাদ !

চাহিবা মাত্র ই দিবে !

২২ জানুয়ারী ২০২১ ।

ভালো থাকবেন আটলান্টিকবাসী ।

২৩ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:




আমি লিখছি ব্লগারেরা বুঝে কিনা, সেটা বুঝার জন্য; সরকারের লোকেরা উন্নত দেশে গিয়ে ট্রেনিং নিয়ে আসে, ওরা আসলে কিছুই বুঝে না; যায়, খেয়েদেয়ে পরিবারের জন্য কাপড় চোপড় ও কসমেটিকস কিনে বাড়ী ফেরে।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক, সামাজিক আলোচনার জন্য পদ্য কি সঠিক বাহন?

২০| ২৩ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটি অপ্রিয় চরম সত্য তুলে ধরেছেন। আমাদের নেতৃবৃন্দের লিল্লাহ খাওয়ার অভ্যাস গেলো না। এরা জাতিকে সারাটা জীবনই লিল্লাহ খাইয়ে ছাড়বে।

২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সব আছে, কিন্তু নেতারা ভিক্ষা করে, জাতিকে ভিক্ষুক পরিচিতি দিয়েছে।

২১| ২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫১

সাসুম বলেছেন: নক্ষত্রের ও পতন হয়।

ফলেন কমরেড - একটা জনপ্রিয় টার্ম এইজন্যই।

শেখ হাসিনা ও এখন একজন ফলেন কমরেড। দেশকে দেয়ার মত উনার মত আর কিছু নাই। এটাই বিটার ট্রুথ। উনাকে সামনে রেখে সবাই চেটেপুটে খাচ্ছে।

তিতা কথা বলা টাও টাফ। চাটার দল এসে ছাগু ট্যাগ দিবে । চাটার দল এর চাটা শেষ হবেনা।

২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি বুঝতে পারেন যে, এখন উনি বেগম জিয়া ও এরশাদের ভুমিকায় চলে গেছেন, এবং উনি সীট দখল করে রেখে ক্ষতি করছেন, তা'হলে জাতি উপকৃত হবে।

২২| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

স্প্যানকড বলেছেন: আপনি চান ব্লগার রা বুঝে বিদ্রোহী হয়ে উঠুক এইতো পুরা সিস্টেম ঠিক করে ফেলুক এউতো! এত্ত সোজা ! দূর থেকে সব ভাবা যায় দেশে এসে দেখেন। আপনার বাণী মাঝে মাঝে খাম্বার মতো দূর থেকেই বাতাস দেয়া আর তামশা দেয়া এই আর কি! মনে হয়। আপনার ও হয়তো হাসিনার ই দশা দেয়ার কিছু নাই বয়স হইছে ব্লগিং করি মজা লই। সেলিব্রিটি তো অলরেডি হয়েই আছি। আর কি চাই! দেশে থাকলে অবশ্যই দেখছেন, আখের রস কেমনে বাইর হয়! দুইডা লোহার দন্ড দিয়া পিষে পিষে। ঠিক তেমনি দেশের সিস্টেম কোন না কোন অদৃশ্য দন্ড এর মাধ্যমে জনতার রক্ত বের করছে। মনে হয় তিতা হয়ে গেল ইটটু চিনি গুড় দিয়া লইয়েন। আর তাতেও না হলে মুছার বোতামে টিপ দিয়েন মামলা খালাস ! ভালো থাকবেন।

২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:




আমি ১৯৬৯ সালের আন্দোলনে অংশ নিয়েছি, ১৯৭০ সালে ১ম ভোট দিয়েছি,১৯৭১ সালে বাংগালী জাতির স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি; ফলে, ব্লগের পাতায় ১৫ লাইন লিখার ফলে আগামীকাল দেশে বেকার ভাতা চালু হয়ে যাচ্ছে, সেটার ভাবার মতো মানুষ আমি নই; আমি বাংলাদেশের শিক্ষিতদের ভেতর বাহির দেখছি।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭

স্প্যানকড বলেছেন: আপনি মহান! তাই এত বড় বড় ইতিহাসের অংশ হয়ে আছেন। হয়তো অনেকের সেইটা হয় নাই তাই বলে সে কি? সে বাংলাদেশের নাগরিক। সেই জন্য আপনারে সালাম দেই।

বর্তমানে একটা ছেলে বহু কষ্টে লেখা পড়া শেষ কইরা চোখে দেখে আন্ধার! আপনার দেশের মতো স্টুডেন্ট লোন পায় না বা সুযোগ। সে দেখে তার চারপাশের কিছু সংখ্যক দুই পায়া পড়াশোনা নাই শুধু রাজনীতি করে মেলা কিছু করে এলাকার বিচার সালিশ করে এম, পি হওয়ার স্বপ্ন দেখে আরও কত কি ! সে শিক্ষিত বেকার করে টিউশনি ! আপনার মতো মেধা নাই যে বিদেশ যাবে পড়তে স্কলারশিপ এ। দেশে চাকরির পিছনে ছুটতে ছুটতে শেষ। মামার জোর চাচার জোর নাই। কোন মতে জীবন চালানো দায়। উপায় না দেইখা যায় সিংগাপুর, মালয়েশিয়া মিডেল ইস্ট। রেমিট্যান্স পাঠায়। অনেকে ব্যবসা করে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকলে টিকে নইলে আজকে এরে চাঁদা কালকা আরেক জনকে। ব্যবসা শেষ। আর চাকরি পাইলেও মারতে হয় তেল। চাকরি টিকাতে বা পাইতে ঘুষ। আপনে এগুলা সব ই জানেন। এদের ভেতর বাহির আর কিছু থাকে না। থাকে একটা খোলস আর মুখোশ !

এহন এত প্যাচালের পর শেষ কথা কই, এই যে দেশের সিস্টেম চালু আছে। এই সিস্টেম চালায় কে? শিক্ষিতরা! গরু ছাগল তো না ! তাদের ভেতর বাহির দেহেন? আম জনতার ভেতর বাহির এত নোংরা না। আমরা চাই শান্তি। আপনার মতো বহু মুক্তিযোদ্ধা আবার এদের দলে একত্রে লুটছে ছিঃ! শুধু নামেই স্বাধীন কামে এখনো পরাধীন। মন খুলে কথা কওয়ার স্পেস নাই। এই কি চাইছিলেন আপনে বা আপনারা দেশ স্বাধীনতার পরে ? এহনকার শিক্ষিতরা ভীষণ লোভী স্টুডেন্ট পলিটিক্স এর নামে লুটে হয়ে যায় কোটিপতি ! কারা এই সুযোগ করে দেয়? কেন সুযোগ করে দেয় যাতে গোলাম হয়ে থাকে আজীবন। সো তাদের ঠিক করতে পারবেন? আমাদের কে বলছেন জাগতে কেমনে জাগমু বলেন ব্লগিং ফেসবুকিং টিকটক ইত্যাদি তে গলা ফাটিয়ে। কোন লাভ নাই । সব নষ্টদের দখলে। তাই আপনারে দেশে আসার কথা কই। এত নষ্টদের ভীড়ে আমি বা আমরা কত অসহায় দেখতে । মন খারাপ হয়ে গেল আর ভালো লাগছে না নোংরা কাঁদা ঘাটতে। প্লিজ দয়া করে আপনি কি করেছেন এগুলা বলবেন না, তাইলে আরও কষ্ট লাগে। প্রতিবার বললে সেইটার গুরুত্ব কমে যায়। ভালো থাকবেন শান্তিতে থাকুন ।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



কোন মুক্তিযোদ্ধা দখলবাজ, লুটেরা নন; তাঁরা চাইলেও হতে পারবেন না, তাঁদের সেই মানসিকতা থাকার কথা নয়। বর্তমানে, আসল মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে পারেন, ৫০ থেকে ৫৫ হাজার; কিন্তু লিষ্টে জীবিত ২ লাখের উপর; লিষ্টে ১ লাখ ৪০ হাজারের মত মানুষ আছে, যারা বানোয়াট, এরা লুটপাট করছে, বেআইনী সুযোগ নিচ্ছে।

আমাদের সময় গরীব ছাত্রদের জন্য সুযোগ একেবারেই ছিলো না, তারা অনেক কষ্টে পড়ালেখা করে করে শিক্ষিত হয়েছেন; আজকে, আগের তুলনায় অনেক অনেক সুযোগ, এখন ধনীদের ছেলেমেয়েরাও পড়ালেখা না করে শিক্ষিত হচ্ছে।

জাতিকে ফ্রি শিক্ষিত করার দরকার।

২৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৬

স্প্যানকড বলেছেন: এহন কন এই ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষে থাকা সরকারের সময় কেমনে টিকে আছে। তারা তো কথায় কথায় বলে এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি! অনেক সুযোগ আছে বলেই অনেক হুজুগ তৈরী হয়ে গেছে। সবার মাথায় একটাই রোগ খালি পয়সা পাতি বিত্তবান হওয়া। এহন যেমনে খুশি হউক! এইযে অটো পাস দিল বা দিচ্ছে এরা কি করবে ভবিষ্যৎ এ? এদেশের সব কিছুকেই গলা টিপে হত্যা করা হচ্ছে গোপনে। শুধু একটা শ্রেণী আজীবন টিকে থাকতে চায় বলে।

হুম, নিজের পিতার কাছে শুনি তারা কি কষ্ট করে পড়াশোনা করেছেন। ভালো থাকবেন। দেহেন হাসিনা করে কি না ফ্রি ব্যবস্থা ! যদি লাইগ্যা যায় ! ভালো থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



যাঁরা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাঁদের বড় অংশ কমশিক্ষিত কিংবা অশিক্ষিত ছিলেন; শেখ সাহেব তাঁদেরকে সন্মান করে আওয়ামী লীগে নেননি; কিন্তু আওয়ামী লীগের অনেক অসৎ ও বিএনপি'র অনেক অসৎ নিজেদের যোদ্ধা বলে (অথবা দল ২টি নিজেদের দলে মুক্তিযোদ্ধা বাড়ানোর জন্য ) হাজার হাজার মানুষকে সার্টিকিটেট দিয়েছে, অনেকে কিনে নিয়েছে। লীগ খুশী যে ভাতা ইত্যাদি নিজ দলের লোকেরা পাচ্ছে। কিন্তু অশিক্ষিত হওয়ার কারণে, ও কমান্ডারদের বেকুবীর জন্য কয়েক হাজার আসল মুক্তিযোদ্ধাও সার্টিফিকেট পাননি।

গত কয়েক বছর আমি দেখেছি, আসল মুক্তিযোদ্ধা নিজের সার্টিফিকেটের জন্য আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা কমান্ডার কাছে হুজুর হুজুর করছে। ১ নং সেক্টরে ক্যা: এনাম নামে এক ইডিয়ট ক্যা: ছিলেন, উহার লোকেরা সার্টিফিকেট পাননি।

২৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮

পুলক ঢালী বলেছেন: আমার মাথায় একটা ধারনা ঘুরছে তা হল প্রায়োরিটি বেসিসে উন্নত দেশগুলি নিজেদের জনগনের জন্য টীকার আয়োজন করবে এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বে করোনা থেকে গেলে তারা নিজেরাও নিরাপদে থাকতে পারবেনা তাই নিজেদের তাগিদেই গরীবদেশকে তারা বিনামূল্যে টীকা দেবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা গরীবদেশের অধিবাসী, বিজ্ঞাপন দিলেই মধ্য আয়ের দেশে পরিনত হবো না। (ইন্দোনেশিয়া বড়লোকের দেশ নয় তারপরও তারা ট্রেনের বগী বানায় আমরা আমদানী করি, মধ্য আয়ের দেশ হলে তো ট্রেনের ইঞ্জিন তৈরী করে রফতানী করার কথা। পদ্মাসেতূর পরিকল্পনা, ডিজাইন বিদেশীদের মাধ্যমে সম্পন্ন করে বাস্তবায়ন তো আমাদেরই করার কথা, সেই শিক্ষা/জ্ঞান কি আমাদের আছে ? সবার আগে লেখাপড়া, পরে সেই জ্ঞান দিয়ে দেশের উন্নতি করা, তাতে সেই উন্নতি টেকসই হয়, সাময়িক রফতানী দিয়ে সাময়িক উন্নতি হয় বটে কিন্তু টেকসই হয় না )

করোনা কালীন সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলে কি লাভ! আমরা প্রত্যেকেই জানি স্বভাব দোষে আমরা কথা বেশী বলি কাজ কম করি। :D

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



পদ্মার জন্য দরকারী কিছু বিশেষজ্ঞ বাহির থেকে নিলে পদ্মা নিজের লোকেরা করতে পারতেন। টিকার জন্য প্রথমিকভাবে কিছু টাকা দিলে, এখন ধনী দেশগুলো পাশাপাশি টিকা উৎপাদন যেতে পারতো দেশ, এগুলো সরকার ও প্রশাসনের ভাবনার অভাবে সঠিকভাবে হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.