নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টিকার জন্য সরকার ১২ কোটী ডলার দিয়েছে সিরাম ইনষ্টিটিউটকে ( সাময়িক )

৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩১



আজকে সামুর বাম/ডান প্যানেলে ডয়েচে ভেলের খবরে দেখলাম, বাংলাদেশ সরকার টিকার জন্য ভারতের সিরাম ইনষ্টিটিউটকে ১২ কোটী ( ১২০ মিলিয়ন ) ডলার দিয়েছে অগ্রিম; খবরটি বেক্সিমকোর মালিক সালমান রহমান এক টকশো'তে বলেছে; আপনি এর আগে শুনেছেন? প্রশাসনে আমার পরিচিত ২/১ জন লোক মোটামুটি উঁচু পদে চাকুরী করেন, তারাও জানতো না এই খবর।

জাতির ক্রিটিক্যাল সময়গুলোতে কিছু ইনফরমেশন সঠিক সময়ে জাতিকে দেয়া খুবই প্রয়োজনীয়; যেমন, যেদিন শেখ হাসিনা টিকার জন্য ১২ কোটী ডলার দিয়েছেন, সেদিন যদি উনি জাতিকে ইহা জানাতো, জাতির মনে বিপুল পরিমাণ আত্মবিশ্বাস জন্ম নিতো, আমরা টিকার জন্য টাকা দিয়েছি, টিকা একদিন আসবে। যদিও ১২০ মিলিয়ন ডলারে, হয়তো ৪০ মিলিয়ন ডোজ আসতে পারে; মানে, মাত্র ২ কোটী লোকের টিকার ব্যবস্হা হয়েছে মাত্র, তারপরও জাতির আত্মবিশ্বাস থাকতো যে, আমরা ভিক্ষুক নই, আমাদেরকে মহামারীতে ভিক্ষার জন্য বসে থাকতে হবে না।

শেখ হাসিনার বুদ্ধি এত কম, কিংবা গোলমাল করার প্রবনতা এত বেশী বেশী যে, কমনসেন্স আছে বলে মনে হয় না। এই মহামারীতে আমাদের জাতি ভয়ংকর বিশৃংখলার পরিচয় দিয়েছে, ভয়ংকর অসহায় ও হতাশ জাতিতে পরিণত হয়েছে; কিন্তু আমাদের সম্পদ, সুযোগ, ও জাতির মনন এত ভয়ানক খারাপ নয়; সমস্যা সৃষ্টি করেছে শেখ হাসিনা, উনার সরকার ও উনার প্রশাসন। কেন আমরা এতদিনে, সালমান রহমানের মুখ থেকে শুনছি যে, আমাদের সরকার ৩২ কোটী ডলার সিরাম ইনষ্টিটিউটকে বেশ আগেই দিয়েছে!

সাথে আরো খারাপ খবর আছে: সেই টকশোতে সালমান রহমান বলেছে, উহার কোম্পানী ৮০ মিলিয়ন ডলার সিরাম ইনষ্টিটিউটকে দিয়েছে ডিলারশীপের জন্য; মহামারীতে টিকার জন্য কেহ ডিলারশীপ পাবার কথা? মেডোরনা, ফাইজার, জনসন এন্ড জনসন ইত্যাদি কোম্পানীগুলো কি আমেরিকায়, কানাডায়, বা ইউরোপে নিজেরা মানুষেরর কাছে খুচরা টিকা বিক্রয় করতে পারবে, নাকি কাউকে ডিলারশীপ দিতে পারবে? এই সামান্য জ্ঞানটুকু কেন শেখ হাসিনার নেই? এই মহামারীতে কি করে দেশের একটা কোম্পানী টিকার ডিলারশীপ নিতে পারছে? এটা কি সঠিক কাজ?

শেখ হাসিনা কোনভাবে দেশ চালানোর জন্য আর উপযুক্ত নন, উনার উচিত দলের কাউকে প্রাইম মিনিষ্টার বানায়ে দলকে রিপেয়ার করা, উনার দল দেশের জন্য ভালো কিছু করছে না।


মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৬

আল ইফরান বলেছেন: ওনার দলের বাকীদের অবস্থা ওনার চাইতেও খারাপ। দু-চারজন যারা রাজ্জাক সাহেবের মত ছিলেন তারা এখন পরপারের পথে অনন্ত যাত্রা করেছেন।

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



আসলে, উনার বেসিক কমনসেন্স বিলুপ্ত হয়েছে; ব্যুরোক্রেটরা উনাকে বেগম জিয়া বানায়েছ.
ড: রাজ্জাকের কোন খারাপ খবর আছে?

২| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

আল ইফরান বলেছেন: আমি আব্দুর রাজ্জাক সাহেবের (সাবেক ছাত্রনেতা) কথা বলছিলাম যিনি শেষ বয়সে প্রায় বিনা চিকিৎসায় (প্রধানমন্ত্রী দয়া করে ওনাকে সিংগাপুর পাঠিয়েছিলেন) মৃত্যুবরণ করেছিলেন। আর ড. রাজ্জাক সাহেবরা মনে হয় দলে এখন অনেকটাই ব্রাত্য।

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



বুঝেছি; আবদুর রাজ্জাক ( বাকশাল ) মোটামুটি সমকালীন রাজনীতি বুঝতেন; তবে, শেখ সাহেবের মৃত্যুর পর দলকে এক রাখতে না পারার কারণে তেমন কোন অবদান রাখতে পারেননি। উনি, অথবা অন্য কেহ দলকে ঐক্যবদ্ধভাবে রাখতে পারলে, ড: কামাল ও শেখ হাসিনার দরকার হতো না।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

কলাবাগান১ বলেছেন: টিকা অনুমোদন পাওয়ার আগেই, অগ্রিম বুকিং করে উনি টাকা দিয়েছেন যার জন্যই সময়মত এস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে এসেছে যেখানে ইউরোপে এই টিকার জন্য হাহা কার চলছে....ই-ইউ তো এস্ট্রাজেনেকার উপর এত রাগ যে আজকে ওদের রপ্তানির উপর নিষেধ আরোপ করছে।
পাকিস্হান কে এখন চীনের ১০ লক্ষ ভ্যাকসিন নিয়ে পড়ে আছে, এস্ট্রাজেনেকার টিকা আগে থেকেই কিনার মানসিকতা না থাকাতে।

এখানে তো শেখ হাসিনার দুরদুর্শিতার প্রমান পাওয়া যায় যেটা উনার অনেক বড় ক্রিটিক- মাহফুজ আনাম ও স্বীকার করে নিয়েছেন।
উনি যখন টাকা পাঠান ভারতে টিকার জন্য, বাংলাদেশের সাংবাদিকরা বড় বড় হরফে হেডিং করেছিল
"বাংলাদেশের টাকা গেল ভারতে" যেন দেশ বিক্রি হয়ে গেল
তবে বেক্সিমকো কে কেন নিতে হয়ছে সেটা বুঝছি না কিন্তু বৃটিশ টিকা বাংলাদেশে সময়মত এসেছে সেটা বড় ব্যাপার।

এখন অবশ্য বলতে পারেন আমার 'পিগমী' ব্রেইন এ এত বড় ব্যাপার বুঝার কথা না

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


উনি ১২০ মিলিয়ন ডলার অগ্রিম দিয়ে টিকা যে বুকিং দিয়েছেন, এটা জানালে জাতির আস্হা উনার প্রতি বাড়তো কিনা, এবং জাতির আত্মবিশ্বাস বাড়তো কিনা?

উনি কি করে মহামারীতে বেক্সিমকোকে দেশে টিকা ব্যবসার লাইসেন্স দিলেন?

৪| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জয় আসতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।যুবকদের মধ্যে জয়ের পছন্দের কিছু লোক আছে তারা তৈরি হচ্ছে।সামনের ইলেকশনে তার একটা প্রভাব দেখা যাবে।

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



জয়ের জ্ঞান প্রশ্নফাঁসদের চেয়ে অনেক কম। আসলে, শেখেরা কেহ বুদ্ধিমান নন, খারাপ বুদ্ধিতে কৌশলী।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: অগ্রিম টাকা দিয়েছেন, ভাল কথা। সময়মত টিকা বাংলাদেশে এসেছে, এটা আরও ভাল খবর। তবে আপনি ঠিকই বলেছেন, সময়মত খবরটা দেশবাসীকে জানালে হয়তো জাতির আত্মবিশ্বাস বৃদ্ধি পেত।
আর ডিলারশিপ এর কাজটা মোটেও সঠিক হয়নি বলে মনে করি।

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



উনি যেদিন টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিন জানালে উনার প্রতি জাতির আস্হা বাড়তো, উনার কমনসেন্স কম, অথরা সবকিছুতে গোলমাল করতে করতে, উনার কমনসেন্স কাজ করছে না।

মহামারীতে জীবন রক্ষার ঔষধের ডিলারশীপের জন্য বেক্সিকো ৮০ মিলিয়ন ডলার দিয়েছে ভারতকে; কিসব ডাকাত উনি দেশে পুষছেন?

৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের সব টাকা নাকি বিদেশে পাচার হয়ে যাচ্ছে
রিজার্ভের টাকা লুট হয়ে যাচ্ছে।
ভারতকে ফ্রী দিয়ে দিচ্ছে, দেশ সম্পুর্ন ধ্বংশ!

এরপরও ২-৩ বছরে রিজার্ভ ৩০ থেকে বর্তমানে ৪১ বিলিয়ন ডলার নগদ।
শ্রীলঙ্কার রিজার্ভ যেখানে ৫ বিলিয়ন

পদ্মা সেতু নিজের টাকায়।
১২ লাখ রহিঙ্গা, ১০ লাখ বিহারি পালতেছে।
এখন টিকা আনতে ১২ কোটি ডলার নগদে। এত টাকা পায় কই?
যেখানে ভিক্কার থালা নিয়ে ফ্রী টিকার জন্য বসে আছে ইমরান।

জাপান থাইল্যান্ড সহ বহু দেশ টিকার জন্য অগ্রিম টাকা দিয়েছিল, তবে বলা হইছে ১- ২ বছরেও টিকা পাওয়ার সম্ভাবনা নাই।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ১৮ ট্রিলিয়ন ঘাটতি, আপনার বেতন পাচ্ছেন তো ঠিক মতো? যেগুলো বুঝেন না, সেগুলো নিয়ে বেশী মাথা ঘামাতে চান!

আপনার অর্থনৈতিক জ্ঞান এত কম যে, আপনাকে প্রশ্নফাঁস জেনারেশন বললে, কয়েক লাখ ছেলে মেয়ে রাগান্বিত হয়ে যাবে। আপনার মতো লোকজন বাড়লে, দেশ সোমালিয়ার পর্যায়ে চলে যাবে।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:




Here's the tentative timeline of Japan's Covid-19 vaccination ...
www.timeout.com › tokyo › news › heres-the-tentative-...
Jan 20, 2021 — [January 20] Now that a handful of countries have begun administering the first batch of Covid-19 vaccines, the Japanese government is ...


[Update, January 22] The Japanese government has now secured an additional 24 million doses of the Pfizer vaccine, the Japan Times reports. This means that, pending approval ( targeted date by February 15), there will be enough Pfizer vaccines to treat 72 million people.


৭| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা মনে করেন দেশবাসী বলদ। তাই বদলকে জানানোর প্রয়োজন মনে করেন না।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনি নিজে হাল টানছেন, বেকুবীর জন্য ধন্যবাদটুকুও পাচ্ছেন না।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এছাড়াতো উপায় নাই।উপায় দেখানোর লোকও আসছে না।সবাই কথা বলে,কথা বলার লোকের অভাব নাই।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা চাকুরী ও সংসদ নিয়ে সঠিকভাবে কথা বলার মতো লোক নেই।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪৯

কল্পদ্রুম বলেছেন: কেবল কমন সেন্সের অভাবের কারণেই কি প্রধানমন্ত্রী এই খবরটি জানাননি না কি অন্য কোন কারণ আছে বলে আপনার মনে হয়? যে খবর প্রধানমন্ত্রী জানাননি সে খবর সালমান এফ রহমানই বা জানাতে গেলেন কেন।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


করোার সময়, প্রতিদিন উনার দরকার ছিলো জাতির সমানে আসা ৫/১০ মিনিটের জন্য, প্রতিদিন হাসপাতাল, মানুষের খবর, দেশের অর্থনীতি, করোনার জন্য গৃহিত পদক্ষেপ নিয়ে আলোচনা করতে।

আমার মনে হয়, উনি যা করছেন, এগুলোর পেছনে কোন প্ল্যান নেই; করছেন বলেই করছেন।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি নিজে হাল টানছেন, বেকুবীর জন্য ধন্যবাদটুকুও পাচ্ছেন না।

উনার আশে পাশের লোকজন তো আপা আপা করে আর হাত ঘসে।
হাত ঘসে ঘসে তো মনে হয় উনাদের হাতের চামড়া উঠে গেছে। রাজনীতিবিদরা তেলামি খুব পছন্দ করেন।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



উনার পাশে আমি মানুষ দেখি না, দেখি গর্দভের দল।

১১| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৫

রক বেনন বলেছেন: দরকার কি? আমাদের কাজ হচ্ছে শুধু দেয়া! আর উনাদের কাজ হচ্ছে শুধু খরচ করা। কোথায়, কত, কি জন্যে তা আমাদের জেনে লাভ আছে কি? আমরা শুধু দিয়েই যাবো। প্রশ্ন করা যাবেনা। আর প্রশ্ন উঠলেই অন্য উপায়।

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



উনার বাবারও জাতির প্রতি কোন দায়িত্ব ছিলো না, উনারও নেই; উনাদের পরিবার যে, দয়া করে আমাদের দেশ চালাচ্ছেন, এটাই বড় কথা

১২| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১

রক বেনন বলেছেন: জানেন বর্তমানে বাংলাদেশে সবথেকে চাহিদাপূর্ণ পেশা কোনটি? ১/ সরকারি চাকুরি আর ২/ রাজনীতি। রাজনীতি করে দেশের মানুষের তথা দেশের সেবা করতে চাওয়া মানুষের সংখ্যা এত বেশি যে মাঝে মাঝে বিদিক হয়ে যাই আমি। আর সরকারি চাকুরির কথা আর না-ই বা বললাম। ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলেও স্বপ্ন দেখে বিসিএস দিয়ে একদিন প্রশাসনে চাকুরি করবে, এসি হবে, ডিসি হবে।

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:




এখন যারা বিসিএস দিচ্ছে, এদের সবার খারাপ প্ল্যান আছে।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনার পাশে আমি মানুষ দেখি না, দেখি গর্দভের দল।

আমাকে বলেন, উনার শুদ্ধি অভিযানের কি হলো?

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:




শুদ্ধি অভিযান করলে, উনার দল থাকবে না, উনার প্রশাসন থাকবে না।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

আমিন রবিন বলেছেন: যতটুকু জানি, বেক্সিমকো প্রথমে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে সেরামের এমডি-কে অনুরোধ জানিয়েছিল ২০ লাখ টিকা দিতে। এই টীকাটা তারা চেয়েছিল নিজেদের এমপ্লয়ী এবং খাতিরের লোকদের উপহার হিসেবে দেয়ার জন্য।
পরে সরকার তাদের অনুরোধ জানায় আরও ৩ কোটি টিকা এনে দেয়ার জন্য।
এখন প্রশ্ন হল, সরকার কেন নিজে সেরামের সাথে যোগাযোগ করলনা? এই উত্তরটা আমার জানা নেই।

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:




সরকার থেকে বেক্সিমকো, বসুন্ধরা, আলম ও শিকদার ব্রাদার্সরা বেশী শক্তিশালী; এবং এসব কোম্পানীতে শেখ হাসিনার চেয়ে বেশী বুদ্ধিমান লোকেরা চাকুরী করে।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: পড়লাম জানলাম ।কিন্তু কিছু বলার নাই।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



মহামারীতে মানুষ উনার উপর ভরসা রাখেনি, মানুষ নিজেরা নিজেদের পরিবার রক্ষার জন্য চেষ্টা করেছেন, সরকার কোনভাবে সাহায্য করতে পারে, এ কথা মানুষের ভাবনায় ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.