নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

উৎসাহের ব্যাপার হলো, ব্লগ থেকে এখনো লেখা চুরি হয়!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৪



ব্লগে পাঠক ও লেখকের আকাল চলছে বেশ কিছু সময়, ১ম পাতার লেখা নড়ে না, লেখায় ক্লিক হয়, ভেতরে কমেন্ট নেই; লেখাগুলো অনাদরে পড়ে থাকে; লেখা পড়ে ২/১ টা গালি দিলেও চলতো, সেটাও নেই। আজকে, অনেকদিন পরে, লেখা চুরি নিয়ে ব্লগার এম ডি মুসার পোষ্ট, "লেখা চুরি বন্ধ করুন" পড়ে ভালোই লাগলো, উনার কবিতা চুরি যাচ্ছে; মনে হচ্ছে, কবিতার মুল্য এখনো আছে, মানুষ ধুলোবালিছাই তো নিশ্চয় চুরি করে না, মুল্যবান কিছু চুরি করে।

আমার দুর্ভাগ্য, আমার পোষ্ট চুরি হয় না; আমি কি করে বুঝবো লেখা চুরি গেলে লেখক কতটুকু কষ্ট পান? ড: আলী আম্রপালী কাব্য লিখেছেন ব্লগে, উহা চুরি হয়েছে কিনা কে জানে! উহা চুরি হলে, এবং ড: এম আলী যদি কষ্ট পেয়ে পোষ্ট দেন, তখন হয়তো আমি উনার কষ্ট কিছুটা অনুমান করতে পারবো।

দেখলাম, ব্লগার 'নীল আকাশ' জানিয়েছেন উনার লেখাও চুরি হয়ে যায়; উনার ব্লগ এলাকায় 'ট্রেড' মার্কের মতো হুশিয়ারী দিয়েছেন, কেহ যেন উনার লেখা কপি টপি না করেন। উনার লেখায় অনেক আরবী লেখা থাকে; মনে হয়, মাদ্রাসার ছাত্র ব্যতিত অন্যেরা চুরি করলে বিপদে পড়বেন, কি লেখা আছে বুঝাই মুশকিল হবে। কেহ যদি উনার লেখা চুরি করার আগে একবার পড়ে নেন, তা'হলে, উহা আর চুরি হবে না, এটার নিশ্চয়তা আছে।

একবার ব্লগার 'গেম চেন্জার' আমাকে বলেছিলেন যে, উনি আমার পোষ্ট অন্যের ফেইসবুকে দেখেছেন; আমার মনে হয়, এমন অনেকের ফেইস বুক আছে, যারা কিন্তু ঠিক মতো পড়তে পারেন না; এই ধরণের কেহ ট্রাক্টরের ছবি দেখে, লেখা কপি করে নিয়ে গেছেন; হয়তো ভেবেছেন চাষবাস নিয়ে দরকারী কিছু হবে, হাজার হলেও আমরা কৃষি-প্রধান দেশের মানুষ।

নুরু সাহেবের লেখা চুরি হয় না, মনে হয়; উনার লেখা চুরি করে পড়ে কার মৃত্যুর খবর কাকে দিবে? আবার, বাংলাদেশে কার দরকার কোনদিন নিউটন জন্মেছে উহা জানার; দুনিয়ার কঠিন ফর্মুলা লিখে বাচ্চাদের জীবনটা মাটি করে দিয়েছেন।

যাক, আপনাদের এত আদরের লেখা যদি সামুতে কেহ না পড়তে চায়, সমস্যা নেই; উহা চুরি হলে, ধরে নিতে হবে, আপনার কৃতিত্ব আছে; আমি ধরে নেবো, ধুলোবালিছাই কখনো চুরি হয় না, আপনার লেখার মুল্য আছে।


মন্তব্য ১০৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৫

বিষন্ন পথিক বলেছেন: রসিক মানুষ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



আগে বলেন, আপনার লেখা চুরি হয় কিনা; সামুর পাঠকেরা লগিন করে বসে থাকে, কিছু পড়ে না। আজকে দেখলাম, ২৬ জন লগিন করে আছেন, তাঁদের থেকে ২ জন ১ম পাতায় কমেন্ট করেছেন।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৬

সত্যপীরবাবা বলেছেন: সবচাইতে বেশি চুরি হ্য় ব্লগার হাসান কালবৈশাখীর পোস্ট। মন্ত্রিপরিষদ সচিব সরকারি কাজের কার্যকারন ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে দেয়া নোটে কালবৈশাখীর পোস্টে উল্লেখিত "ক্ষুরধার" সব যুক্তিগুলো চুরি করে যোগ করেন। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও এত "নিরেট" যুক্তি দিতে পারতেন না। তাই দলীয় সম্মেলন থেকে আরম্ভ করে সরকারি নথিপত্র সবখানেই হাসান কালবৈশাখীর পোস্ট কপিপেস্ট করা হয়।

আর গণমাধ্যমকর্মী নিজেই বিভিন্ন সাইটের লেখা থেকে খাবলা খাবলা নিয়ে নিজের পোস্ট প্রসব করেন, চোরের উপর বাটপারি করার মত বুদ্ধি মনে হয় ফেসবুকারদের এখনো হয় নাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনার কি মনে হয়, উনার লেখাগুলো প্রধানমন্ত্রী নিজের নামে চালিয়ে দিচ্ছেন?

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩০

কালো যাদুকর বলেছেন: অতীতে কবিতার সিরিজ লিখেছিলাম ৷ সব চুরি হয়ে গেছে ৷ এগুলো সেজন্য মুছে দিয়েছি l যারা চুরি করেছে ওরাই আপাতত কবিতাগুলোর মালিক ৷ এক হিসাবে ভাল হয়েছে কবিতাগুলো মালিক পেয়েছে যাদের মুখের ছবি আছে ৷

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি তো আগে নিজের প্রতিভার মুল্য জানতেন না; যারা আপনার কবিতা নিয়েছে, তারা আপনাকে সন্মান করে অবশ্যই।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধুলোবালিছাই চুরি নাও হতে কিন্ত যে বীজ থেকে সোনা ফলে সেটা কিন্তু চুরিহবার সম্ভাবনা অনেক বেশি,তাই চুরি হয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:



সব বীজ থেকে কিছু একটা হয়, আগাছার বীজ মুরগী খায়।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন:



আজকে একটি দৈনিক সংবাদ পত্রের সংবাদ ভাষ্যে দেখলাম -
‘ যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি তাদের ওয়েবসাইটে “নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতা-২০২০”
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৫০ দেশের ৩৮০০ প্রজেক্টের মধ্যে বাংলাদেশের টিম
“বুয়েট জেনিথ” অনারেবল মেনশন ক্যাটাগরিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে।
“বুয়েট জেনিথ”-প্রকল্পটি মূলত নাসার তথ্য ব্যবহার করে স্যোসাল প্ল্যাটফর্ম মাধ্যমে
মানুষের সাথে স্যাটেলাইটের সংযোগ বৃদ্ধি কাজ করছে। মহাকাশে কোন স্যাটেলাইট কোথায় অবস্থা করছে
এই সকল তথ্য সংগ্রহ করে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো তাদের প্রকল্পের মূল কাজ।

সুত্র : Click This Link

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো খবর; আমার ধারণা হয়ে গিয়েছিলো, বুয়েট শুধু তাবলীগ বের করছে। নাসার একটা আ্যপ কোথায় দেখেছিলাম, যেটি সয়াটেলাইটগুলোকে উপর তথ্য রাখে; মনে হচ্ছে ভালো সায়েন্টিফিক কাজ হবে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৪

জিল্লুর রহমান রিফাত বলেছেন: কমেন্টে করলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা চুরি হয়?

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৫

কালো যাদুকর বলেছেন: হা হা ঠিকই বলেছেন ৷ ডঃ এম এ আলী খুব সুন্দর একটি খবর শেয়ার করেছেন। এ শুধু বুয়েটের না , বাংলাদেশের সব ছাত্রদের জন্যই অনুপ্রেরনার খবর | হয়ত ঔটিমেই একজন তাবলীগ আছেন ৷ থাকুক অসুবিধা নাই। না থাকলেও অসুবিধা নেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগের তাবলীগেরা মাদ্রাসার পিএইচডি'দের থেকেও বেশী জানার কথা। মাদ্রাসার লোকজন ধর্মে পিএইচডি করেন নাকি?

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৮

আল ইফরান বলেছেন: সাত-সকালে আপনার এই লেখা পড়ে আমি হাসতে হাসতে শেষ =p~ =p~ ;)
লগিন করলাম আপনাকে জানান দিতে যে আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো।
আমি লিখতে পারি না, তাই আমার লেখা চুরি হওয়ার কোন ভয় নাই। ন্যাংটার নেই বাটপারের ভয় আর কি :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, লগিন করে কমেন্ট করেছেন।
আজকে এক সময় খেয়াল করলাম, ২৬ জন ব্লগার লগিন করে আছেন, তাঁদের তেমন কোন কার্যকলাপ নেই! মনে হয়, লগিন করে ঘুমিয়ে গেছেন।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩০

নূর আলম হিরণ বলেছেন: ব্লগার ফরিদ উদ্দিন আহমেদকে(সনেট কবি) ফেইসবুকে দেখলাম। উনি নাকি ব্লগে উনার পাসওয়ার্ড ইমেইল ভুলে গেছেন, লগিন করতে পারছে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো খবর দিলেন; উনার জন্য চিন্তিত ছিলাম; উনি একবার দীর্ঘ সময় অসুস্হ ছিলেন। আমি ব্লগার কাল্পনিক_ভালোবাসাকে উনার ব্যাপারে অনুরোধ করে দেখবো।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনাকে ব্লগের পাহাড়াদার নিযুক্ত করা যায়। চোর দেখলেই ট্রাক্টর নিয়ে তাড়া করবেন। উহা দেখে তারা পলায়ন করবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার ট্রাক্টরের চাকাগুলো না নিলে হলো।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

নীল আকাশ বলেছেন: আপনার লেখার যে কোয়ালিটি, চোরদের ফ্রী গিফট করলেও নিজে খরচে এসে ফিরত দিয়ে যাবে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



সেটা ঠিক, কোন বাংগালীকে চোর ডাকার দরকার হয়নি। আপনার লেখা যারা চুরি করেন, তারা মনে হয় আরবী ভাষা জানেন।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০০

ফয়সাল রকি বলেছেন: খুব ইচ্ছে হচ্ছিল- একটা গালি দিয়ে যেতে কিন্তু মুরুব্বী মানুষ দেখে বাঁধছে B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:




আমি গালি পছন্দ করি; আমাকে গালি দিয়ে অনেকে পিএইচডি অর্জন করেছেন; আপনি সুযোগটা নেন।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০১

নীল আকাশ বলেছেন: আপনার মতো জ্ঞানশূণ্য লোকজন যে বাংলা আর আরবীর দেখেও পার্থক্য বুঝেনা, সেটা দেখে আমি মোটেও অবাক হয় নি।
চোখ ঠিক হয়েছে নাকি এখনও আগের মতোই কম কম দেখেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনার দোয়ায় চোখ আগের থেকে একটু খারাপের দিকে গেছে; আপনার লেখা দেখে আমার সব সময় মনে হয়, উহা তাবিজ হিসেবেও কাজ করতে পারে; মনে হয়, সেজন্য বেশী চুরি হয়।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২১

নীল আকাশ বলেছেন: আপনি যে পোস্ট না পড়ে মন্তব্য করেন তার উপযুক্ত কারণ অবশেষ পাওয়া গেছে।
সবার পোস্ট আন্দাজে মন্তব্য করার জন্য অভিনন্দন আপনাকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগে আসার পর, আপনার ২/১ টা লেখা মনোযোগ দিয়ে পড়েছি; এখন আর পড়তে হয় না, এখনকার লেখাগুলো আগের লেখাগুলোর ছেলেমেয়ে, মা-বাবার মতো; ফলে, মন্তব্য করতে অসুবিধা হয় না।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার পোস্ট আর এতে সত্যপিরবাবার মন্তব্য পড়ে অনেকক্ষণ প্রাণ খুলে হাসলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগের রম্য লেখকেরা করোনার ভয়ে কাঁথার নীচে লুকায়ে আছেন, আমি উনাদের হয়ে চেষ্টা করছি।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৯

এম ডি মুসা বলেছেন: থামানো দরকার

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



তা'হলে কোনা দামী, কোনটা ধুলোবালিছাই, কিভাবে বুঝিবো?

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪

পদ্মপুকুর বলেছেন: ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাইকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে দেখি... :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাই'এর সবচেয়ে ক্ষুদ্রতম লেখা চুরি করলেও, চোর মহা বিপদে পড়বে, হার্ড-ড্রাইভে অপারেটিং সিষ্টেমের জন্যও যায়গা থাকবে না, লেখা মুছতে বাধ্য হবে।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

পদ্মপুকুর বলেছেন: আমার লেখা অন্যকোথাও কপি হতে দেখলে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়....

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ১ বাক্যে যা বলেছেন, উহা বলতে আমার পুরো একটা পোষ্ট লেগেছে।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

ফয়সাল রকি বলেছেন: পদ্ম পুকুর বলেছেন: আমার লেখা অন্যকোথাও কপি হতে দেখলে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়....ব্যাপারটা মন্দ বলেন নি। ব্লগে তো আমার লেখা তেমন কেউ পড়ে না, অন্য কোথাও হয়তো কেউ পড়লো! কিন্তু সমস্যা হলো- ওরা তো ক্রেডিট দেয় না!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



ক্রেডিট যদি পেতে চান, লেখার শেষ লাইনে আপনার ক্রেডিট কার্ডের নম্বর দিবেন।

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার কি মনে আছে আমি আপনি রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া/দেয়াল/সিমানা নিয়ে আলোচনা করেছি সামহোয়্যারইন ব্লগে - পোস্টের পর পোস্ট মন্তব্যর পর মন্তব্য? এখন এই কথাগুলো যদি চুরি/কপি না হতো আর সবার মাথায় না যেতো, আর সবাই না পড়তেন - তাহলে কি রোহিঙ্গা শিবিরে সামান্যতমও কাজ হয়?

আপনাকে মজাদার তথ্য দেই শুধু মাত্র হাসি আক্তার খুশির কথা লিখে রোহিঙ্গাদের মাঝে যারা দুই চার অক্ষর পড়তে পারেন ফেসবুক মেকবুক দেখেন তারা চাঁদগাজী ও ঠাকুরমাহমুদ নাম পড়েছেন। ব্লগের লেখা ফেসবুকে শেয়ার হয়েছে তাই তারা চাঁদগাজী নাম পড়তে পেরেছে। এই লেখা চুরি না হলে চাঁদগাজী কে? ঠাকুরমাহমুদ কে চেনার কোনো দরকার আছে?

আমি মনে করি আমার দুই চারটা লেখা যা কপি হয়েছে তা আমার ভাগ্য। অবশ্যই ভালো লিখেছি যে কারণে মানুষ কপি নিতে পছন্দ করেছে।



০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



ভালো লেখক হতে চাওয়া একটা ভালো আকাংখা; সেজন্যই ভালো লেখা চুরি হয়।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮

ফয়সাল রকি বলেছেন: মুরব্বী, কাউকে গালি দিতে হলে মনে মনে দেই; সাহস পাই না। নিতান্তই মধ্যবিত্ত মানসিকতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



সুন্দর গালি দিবেন, ভয়ের কিছু নেই।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ১ বাক্যে যা বলেছেন, উহা বলতে আমার পুরো একটা পোষ্ট লেগেছে।

মাঝে মাঝে আমারও পোস্ট দিতে গিয়ে এমনই হয় এবং আপনিও পোস্টে এসে সেটা জানিয়ে যান। ব্যাফার্না। ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


কিছু কিছু লগ্ন আছে, যখন আমরা বাল্মিকী হয়ে যাই।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: লেখাচোরেরা তিনভাগে বিভক্ত।

ক. রুচিশীল চোরঃ এরা ভালো কিছু লেখা পেলে চুরি করে।তাছাড়া করে না।

খ. ধ্রুপদী (ক্ল্যাসিক) চোরঃ লেখা চুরি এদের অভ্যাস অথবা প্যাশন। একদিন চুরি না করলে এদের পেটের ভাত হজম হয় না।

গ.সংগ্রাহক চোরঃ এরা চুরি করে না।সংগ্রহ করে। এদের চুরি করা পোস্টের নিচে সংগৃহীত লেখা থাকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



এরা বই মেলায় বই টই বের করে নাকি?

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০০

ফয়সাল রকি বলেছেন: দুষ্টু মুরুব্বী... ! ক্রেডিট কার্ডের নাম্বার দিব না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


তা'হলে আপনাকে ক্রেডিট দিবে কোথায়?

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


*****************************************
সবাইকে ধন্যবাদ, ঘুমাতে গেলাম।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অনেক রুচিশীল চোর কয়েক জায়গা থেকে লেখা চুরি করে বইমেলায় বই বের করে। ২০১৭ না যেন ১৮ সালের দিকে একবার দেখেছিলাম একজন নারী ঔপন্যাসিক (নামটা মনে নেই) আরেকজন নারী ঔপন্যাসিকের নামে মামলা করেছিলেন প্রথমজনের লেখা চুরি করে বই বের করার অভিযোগ তুলে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



সামুর খবর না জানলে যা হয় আর কি! সামু থেকে নিলে ২ দিনে কবিতা সংগ্রহ, ৩ দিনে গল্পগুচ্ছ বের করা সম্ভব হতো।

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

জিল্লুর রহমান রিফাত বলেছেন: যার সম্পদ নেই তার আবার চুরে যাবার ভয়!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


সম্পদ মাথায় রাখতে হয়, বিল গেইটের সম্পদ চুরি হয়নি।

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪২

সামিয়া বলেছেন: আমার কাছে বর্তমানে এবং অনেক আগে থেকেও আপনার লেখা সব থেকে ভালো, আপনার লেখা পোস্ট ই আমি পুরোটা পড়ে মন্তব্য করি, আপনার লেখা চুরি হয় না এটা অবাক ব্যাপার ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



আমার লেখা পড়ে মনে রাখতে পারে না, সেটাই সমস্যা; চাহিদা কম।

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

জুন বলেছেন: "বিশ্বের বৃহদাকার বই" সামুতে লেখা আমার এই পোস্টটি যতদূর মনে পরে প্রিয় বাংলা ডট কম নামে এক পত্রিকা ( অনলাইন কি না জানা নেই) ছাপিয়েছিল। আমি সেই বিনা অনুমতিতে ছাপানো সম্পাদক বরাবর একটা মেইল করেছিলাম। বলেছি আমাকে একটু জানিয়েই নিতেন, দরকার হলে আমি নিজেই আরো কিছু দিতাম। উনি উত্তর দেন নাই :||
আমার এই লেখাটি অনুমতি সাপেক্ষে বাংলাদেশ প্রতিদিন ও প্রিন্ট ভার্সনে ছাপিয়েছিল। জীবনেও একটা বই বের করতে পারবো না। ধৈর্য নেই তাই এভাবে জানা বা অজান্তে ছাপ্লেই ভালো :`>

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



"বাংলা ডট কম" এ আপনার ইমেইল পৌঁছার সময় অবধি সম্পাদকের চাকুরী ছিলো কিনা কে জানে!

আপনার ভ্রমণ কাহিনীগুলো প্রকাশ করলে পাঠক পাবেন।



৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্লগ থেকে লেখা চুরি হয়! খুবই ভালো খবর ! লেখার মান উন্নত হচ্ছে !! গার্বেজ কেউ চুরি করেনা
সোনা জহরত রেখে কেউ ছাইপাশ চুরি করেনা। এমডি মুসার কবিতা চুরি হয় কারণ তার মূল্য আছে
তাই মানতে হয় আপনার লেখা গার্বেজ কেউ চুরি করতে উৎসাহিত হয়না। অবশ্য আমার লেখাও তাই
চুরি হয়না। উপরন্ত বৈচিত্রহীনতার অভাবে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হয়।

সেটা বড় কথা নয়. কথা হলোঃ
ব্লগে পাঠক ও লেখকের আকাল চলছে বেশ কিছু সময়, ১ম পাতার লেখা নড়ে না, লেখায় ক্লিক হয়, ভেতরে কমেন্ট নেই; লেখাগুলো অনাদরে পড়ে থাকে; লেখা পড়ে ২/১ টা গালি দিলেও চলতো, সেটাও নেই।

একসময় খুব উৎসাহ নিয়ে ব্লগে লিখতাম। দিনে ২/৩ টা লেখা প্রকাশ করতাম (যদিও তা আপনার কথায় গার্বেজ) অনেকেই করতো যমন আমাদের সবার প্রিয় দুই কন্যার জনক খানসাব। ব্লগই তার ধ্যান জ্ঞান। এমন আরো অনেকেই আছেন যারা নিজের পয়সা সময় ব্যয় করে ব্লগে পড়ে থাকতেন। তারা আজ হারিয়ে গেছেন যারা ব্লগকে মাতিয়ে রাখতেন যেমন, প্রামানিক ভাই,
নীলদা, রব্বানী ভাই, মেঝদা, চারুমান্নান প্রমুখ। তারা এখন আর নাই কারন আছে অবশ্যই। ইদানিং অনল চৌধুরী ঘোষণা
দিয়ে ব্লগ ছাড়ছেন! ব্লগ কর্তৃপক্ষের সাথে বেশ নরম গরম বাক্য বিনিময়ও হয়েছে। এ ভাবেই হয়তে একসময় অনেকেই হারিয়ে যাবে কালের গর্ভে! জাগতারণ দাদা বলেছেন তিনিও ব্লগে আর উৎসাহ পাচ্ছেন না।না পাবারই কথা কারন এখানে সময় ব্যয়করে কেই অশ্রদ্ধা বা অপমানিত হবার জন্য আসেনা। সে যা হোক সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। শূণ্যস্থান পূরণ হবেই তা হোক ভালো বা মন্দ দিয়ে। প্রকৃতি শূণ্যস্থান বায়ূ দিয়ে হলেও পূরণ করে নেয়। প্রত্যাশা করি শূণ্যস্থান যেন মন্দদের দখলে না যায়। আপনি ভালো থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্লগে নেই মনে করে, জন্ম-মৃত্যুর পোষ্ট নিয়ে একটু ফান করলাম; অবশ্যই মানুষ প্রসিদ্ধ মানুষদের জীবন সম্পর্কে জানতে সব সময় উৎসাহী।
ব্লগারদের মাঝে সন্মানজনক সম্পর্ক আছে; আলোচনা, মতবিনিময়, তর্ক হওয়ার কারণেই ব্লগ আলাদা ও জনপ্রিয়। আমি নিজেই হয়তো, ৫/৬ হাজার ব্লগারকে ব্লগিং করতে দেখেছি; আজকে উহা ২/৩ শতের মাঝে এসে দাঁড়ায়েছে। ইহা দু:খজনক হলেও একটা কথা প্রমাণ করছে, অনেক বাংগালী লিখতে জানেন না।

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: চুরি তাই হয়,যার বাজার মূল্য আছে বা অমূল্য। কোন কোন ব্লগার এমন ভাবেন যে তার লেখাটা অনেক গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারে তিনিই লিখেছেন এবং জানেন ।তারা হয়ত এও ভাবেন যে তার লেখা অমূল্য সম্পদ। এ জন্যই তারা হয়ত তাদের লেখার প্রতি এত সংবেদনশীল।

আর আপনার লেখায় হয়ত রস-কস-সিংগারা-বুলবুলি নেই ,তাই অনুলিপি হয়না। তবে এটাও ঠিক আপনার লেখা পড়ার জন্য এবং অনুধাবনের জন্য ন্যূনতম মানের প্রয়োজন । সেটা থাকলে তবেই না লেখা অনুলিপি করার প্রশ্ন আসবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


যারা লেখা চুরি করে, তারা হয়তো লিখতে জানে না, কিন্তু লেখক হতে চায়; ব্লগের লেখা চুরি হলে, মনে কষ্ট পেলেও, একটা শান্ত্বনা আছে, লেখাটি ভালো হয়েছিলো।

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: জনাব চাঁদগাজী সত্য কথা বলি- আমি আপনার লেখা চুরী করেছি বহুবার। ফেসবুকে দিয়েছি। এবং মানুষের গালমন্দ শুনেছি।অনেক ব্লগার আমার সাথে ফেসবুকে আছেন, তারা চিৎকার করে বলেছেন, এটা চাঁদগাজীর লেখা। যাই হোক, আপনার লেখা চুরী করাতে আশা করি আপনি রাগ করবেন না। কারন আপনার মানসিকতা উন্নত। তথাকথিত লেখকদের মতো না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



আমি ইহাকে চুরি হিসেবে নিইনি কখনো; ব্লগ পাবলিক ডোমেইন, যার ইচ্ছা পড়ুক, যার ইচ্ছা প্রকাশ করুক, আমি আমার ভাবনাকে মিলিয়ে দেখছি মাত্র।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমার নিজের বহু লেখা চুরী হয়েছে। সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। এসব নিয়ে হাউকাউ করা আমার স্বভাব নয়। আমি মনে করি- সেটা নিয়ে চিৎকার করে বলার মতোও কিছু না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



জীবনটা সহজ হয়ে গেলো, অকারণ কষ্ট কমে গেলো।

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: বহু কবিকে দেখেছি হায় হুতাস করতে-
তারা বলেন, আমি এত ভালো লিখি কিন্তু এখন আর লিখতে ইচ্ছা করে না। কারন আমার লেখা চুরী হয়ে যায়। বহু ফটোগ্রাফার আফসোস করেন, আমার ছবি চুরী হয়ে যায়। এজন্য অনেকে নিজের তোলা ছবিতে এডিট করে বড় বড় করে নিজের নাম লিখে রাখেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি জীবনে কবিতা লিখিনি, আপনি সম্প্রতি লিখছেন; নিজের কবিতার সাথে কবিদের হৃদয়ের সংযোগ থাকে, উহাতে হাত দিলে হৃদয়ে লাগে, মনে হয়।

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীাসাব লেখায় ব্যবহৃত ছবিটি প্রায়শই আপনার
অনেক লেখায় দেখা যায়! যেমন দেখা যায় গাধার
পিঠে বানর, বাদুর, হুতুম পেঁচা ইত্যাদি। এর কি কোন
গুঢ় রহস্য আছে। গাধার পিঠে বানরের একটা সমাধান
নিজে নিজে করেছি তা হলো গাধা সবসময়ই ভার বহন
করে চলে, তাকে ব্যবহার করে অন্যজন সুযোগ নেয়।
যেমন আপনাকে দিয়ে নিচ্ছে !! এ জন্য বহুবার জেনারেল !!! =p~
কিন্তু এই ফিডারআলি কৃষ্ণ বর্ণের মহিলার সাথে আপনার কি সম্পর্ক
তা যদি একটু খোলশা করে বলতেন তা হলে প্রীত হতাম। খায়েশ
পুরণ করবেন কি?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



পাঠ্যরত এই ছোট কিশোরীর ছবি আমার মনে দাগ কেটেছিলো; ছবিটি দেখলে আমার ভালো লাগে।

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের নূর মোহাম্মদ নূরু সাহেব যেন কি জানতে চাচ্ছেন, ওনাকে একটু খোলাশা করেন। B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


কিছু কিছু ছবি আমার মনে দাগ কাটে, আমি সেগুলো ধরে রাখি; এই ছোট্ট কিশোরীর ছবিটি দেখতে আমার ভালো লাগে।

৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

রানার ব্লগ বলেছেন: লেখা চুরি জিনিসটা ভালোই এখান থেকে বোঝা যায় মানুষের রুচি বোধ এখনো উন্নত আছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:




সামুর অনেক ব্লগার পড়তে চাহেন না; এদের চেয়ে লেখা চোরই ভালো।

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

মোস্তফা সোহেল বলেছেন: লেখা চুরি হলে হোক লেখকের উচিত লিখে যাওয়া।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



যাদের লেখা বেশী চুরি হয়, তাদের লেখা ভালো হওয়ার কথা।

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
plagiarism is a great sin.

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



সন্দেহ নেই; কিন্তু বাংলাদেশের সেক্রেটারিয়েট ও ইউনিভার্সিটির অনেক পিএইচডি'র জন্য এটাই একমাত্র উপায়।

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার তীক্ষ রসবোধে বরাবরই আমি মুগ্ধ!
পোস্ট ও কয়েকটি প্রতিমন্তব্য পড়ে হাসতে হাসতে পেট ব্যাথা হবার যোগাড়!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ও গেছোদাদা করোনার ভয়ে পালিয়ে গেছেন; এখন আমাকে চেষ্টা করতে হচ্ছে; ব্লগারেরা ঘোল হলেও খাক।

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার শেলি এদের বিরুদ্ধেও লেখা চুরীর অভিযোগ রয়েছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



তাই? মনে হয়, ব্লগার নীল আকাশ এই কারণেই আরবী মিশায়ে লিখেন।

৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার লেখা চুরি হবার কথা নয়,
কারন সবই স্বপ্ন থেকে পাওয়া আর
শঙ্খচিলের পিঠে সওয়ার হয়ে ঘুরে আসা ।

..............................................................................
লেখা চুরি বা কপি করার ব্যাপারে আমার নিজস্ব মতামত আছে ।
কোন লেখা যদি পাঠক পড়তে না পারে বা পড়ার সুযোগ না থাকে
তবে সে লেখার সার্থকতা কোথায় ? ( হতে পারে সেই লেখায় জনহিতকর তথ্য আছে )
তাই কারও লেখা ভালো লাগলে অন্য কোথাও প্রকাশ করাটা অপরাধ নয়,
এতে লেখাটির প্রচার বাড়ে এবং সমাজে ভূমিকা রাখতে সহায়তা করে ।
তবে লেখক যদি মুক্তমনা না হন এবং প্রকাশের ক্ষেত্রে তার আপত্তি দ্রষ্টব্যে
যুক্ত করা থাকে তবে উক্ত লেখার নিচে মূল লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের সংস্কৃতিতে কৃতজ্ঞতা প্রকাশটা ঠিক এখনো স্হান করে নিতে পারেনি। কপি করা লেখা প্রকাশ করে অনেকে বুঝাতে চান যে, লেখাটা উনার নিজের; ইহাও খারাপ সংস্কৃতি।

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১

খেয়া ঘাট বলেছেন: মূল্যবান যা।
চুরি হয় তা।




০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে লেখকদের মুল্যায়ন করার পদ্ধতি নেই; লেখা চুরি থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে।

৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৫

বঙ্গদুলাল বলেছেন: লিখা চুরি হলে আপনার লিখাই সবার আগে হওয়া উচিত।
আপনাকে জানার পর থেকে আপনি আমার জীবনাচরণে এতটাই প্রভাব ফেলেছেন যে পুরো একটি মতাদর্শে পরিণত হয়েছি আমি এবং যার মূলে আপনি। আমি নিজে শিক্ষক হওয়ায় (আপাতত) ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আমার পরিবারেও এর প্রভাব পড়েছে।আমি কমেন্ট করে করে বহু কিছু আপনার কাছ থেকে শিখে মানুষকে জবাব দিয়েছি, কারণ আমি নবীন। আমার মতে কবিতা গল্প ইত্যাদি মৌলিক জিনিস চুরি করা যাবে না;কিন্তু আদর্শিক লিখা প্রচার করা যেতে পারে।আপনার কমেন্ট,রম্য আমার কাছে দারুণ লাগে এবং আপনার শত শত কমেন্ট আমার মুখস্থও হয়ে গেছে ভাল লাগা থেকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, আপনি আমার ধারণাগুলোর উপর আস্হা রাখছেন; তবে, আমার ধারণাকে অন্য অনেক লজিক্যাল ধারণার সাথে মিলায়ে দেখবেন। কবি, গল্পকারদের লেখা চুরি হলে, তাঁদের মন খারাপ অবশ্যই হবে; চুরি মানুষের ব্যক্তিত্বের ক্ষতিসাধন করে।

৪৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১০

বঙ্গদুলাল বলেছেন: আমাদের বর্তমান পি.এম এর পরে অবস্থা কী হবে বলে মনে হচ্ছে (বিব্রতবোধ করলে বাদ দিয়েন)।সেনারা মিয়ানমার স্টাইলে কিছু করবে?আমার তো পুরো গৃহযুদ্ধ টাইপ অস্থিরতায় পড়ে যাবো মনে হচ্ছে।আমরা কোন পথে যাচ্ছি আসলে আপনার মতে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:




আমাদের বর্তমান পি.এম মানুষের সাথে সকল প্রকার সংযোগের অবসান ঘটায়ে দেশ চালাচ্ছেন; ইহার ফলে, সব দোষ গিয়ে পড়ছে স্বাধীনতার পক্ষের লোকদের উপর; উনার পরে ( এমন কি উনার সময়েও ) জাতি ভয়ংকর সমস্যায় পড়বে; উনি মানউষকে রাজনীতি থেকে সরায়ে দিয়েছেন, সেই শুন্যতা পুরণ করবে খারাপ মানুষজন।

৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন:
মনে হয়, ব্লগার নীল আকাশ এই কারণেই আরবী মিশায়ে লিখেন।


আপনি আবার আরবী শিখতে যাইয়েন না ! তাইলে নীল আকাশ হিব্রু মিশায়ে লেখা শুরু করবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


না, আমি আরবীতে কিছু লিখব না; চোরেরা নীল আকাশের লেখা যদি পড়ে দেখে, উনার লেখা চুরি হবে না।

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৩

নূর আলম হিরণ বলেছেন: আপনার কয়েকটি মন্তব্য আমি পোস্ট করেছিলাম কিংবা কারো পোস্টের সাথে সামঞ্জস্য রেখে মন্তব্য করেছি। রাজীবনূরের মত আমিও গালি ,হুমকি খেয়েছি :( । এখন অবশ্য এড়িয়ে চলি এসব। আমার লাস্ট লেখাটিও দেখলাম ফেইসবুকে ৪-৫ জায়গায় পোস্ট করেছে কয়েকজনে। সেখানে পোস্ট কারীকে লেখক ধরে নিয়ে অনেকে বাহবা দিচ্ছে :)। আমি চুপি চুপি দেখে আসি, মজা লাগে দেখতে।
একবার আমার এক লেখা একজন নিজের নামে পোস্ট করেছে অনেকক্ষণ ভাবার পর আমি মন্তব্য করলাম ভালো লিখেছেন ভাই, উনি উত্তর দিলেন ধন্যবাদ ভাই :)
সম্ভবত সে লোক সরাসরি আমার লেখা থেকে কপি করেননি তাই হয়তো বুঝতে পারেনি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



অনেক ছেলেমেয়ে লিখতে পারে না; ব্লগ হওয়াতে বাংগালী ছেলেমেয়েদের ভাষা ও ভাবনা পথ খুঁজে পাচ্ছে।

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

বঙ্গদুলাল বলেছেন: Click This Link

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



লিংক দেখেছি; সরকার ও প্রশাসন নিজেদের দরকারে, নিজেদের লাভের জন্য দেশ চালাচ্ছে।

৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

রক্ত দান বলেছেন: খুব মজা পেলাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


ঐক্য কিসের ভিত্তিতে তৈরি হয়?

৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৪

মেহেদি_হাসান. বলেছেন: আপনার পোস্ট এবং ৯৭ টি মন্তব্য পড়লাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক সময় ব্যয় করেছেন।

৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০

আমি সাজিদ বলেছেন: মনে হয় ১০০ তম মন্তব্য করলাম। ভ্যাক্সিন নিলেন নাকি? জাজিরা মাজিরা নিয়ে পোস্ট টোস্ট দিচ্ছেন কবে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


জাজিরা মাজিরা নিয়ে পোষ্ট হয়তো দেয়া হবে না; আমি যেগুলো সম্পর্কে সঠিকভাবে জানি না, সেগুলোর উপর লিখতে চাই না। আমাদের সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের মাঝে শক্ত মাফিয়া কাজ করে যাচ্ছে। মন্ত্রী শাহজাহান এখনো যান-বাহনে সবচেয়ে বড় মাফিয়া; বেগম জিয়ার ছেলে তারেকও মাফিয়া, হাওয়াভবন ছিলো মাফিয়াদের অফিস।

৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

আমি সাজিদ বলেছেন: ভ্যাক্সিন নিলেন নাকি? আমার কনসালটেন্ট নিয়ে একবেলা হাসপাতালের ইমারজেন্সি বেডে ছিল। আমি নিরুৎসাহিত করছি না। আমার অবশ্য তেমন কিছু হয় নাই।

আমেরিকায় বাংলাদেশের বিভিন্ন দলের রাজনীতি করে কারা? এদের লাভ কি সেখানে বিভিন্ন দল করে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমি এখনো টিকা নিইনি।

আমেরিকায় বাংলাদেশের সব দলের শাখা আছে; এখানে যারা দেশীয় রাজনৈতিক দলের ব্যানারে দল করছে, এদের বড় অংশ দল করে লাভবান হয়েছে, বা হওয়ার চেষ্টা করছে। জামাত-শিবির বিবিধ ব্যবসা করছে ও বিবিধ উপায়ে চাঁদা তোলে; আওয়ামী লীগ নিজেদের মাঝে চাঁদাবাজি করে; বিএনপি'রগুলো আগে বেগম জিয়া, তারেক ও দেশের বিএনপি ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করতো।

৫৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:




লেখালেখি কখনও করিনা আবার ফেসবুকেও একটিভ না, তাই চুরির বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই কিন্তু যারা করে তাদের বলবো অরিজিনাল লেখকের রেফারেন্স দিয়েই শেয়ার করা উচিৎ । প্রচার প্রসার অবশ্যই খারাপ কিছু না ।

যেমন এই ব্লগেরই একজন অনেকের মন্তব্য প্রতিমন্তব্য কপি করে প্রায়ই পোষ্ট করেন ।
এমন অবলীলায় করে যেন এটা কিছু না । তার উচিৎ রেফারেন্স উল্লেখ করে কোট করা ।
এটা মনে হয় একটা মিনিমান এটিকেট ।


পোষ্ট এবং অনেক মজার মজার মন্তব্য পড়লাম ।


১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগার নীল আকাশের লেখা নাকি চুরি হয়ে যায়, লেখায় অনেক আরবী লেখা থাকে; মানুষ তাবিজ মনে করে চুরি করেন, মনে হয়।

৫৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

মিরোরডডল বলেছেন:

মোহাম্মাদ আব্দুলহাক নামের একজন ভদ্রলোক সবসময় আপনার পোষ্টে কমেন্ট করতেন ।
দীর্ঘদিন ওনাকে দেখা যায়না এখানে । উনি ঠিক আছেনতো ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



উনি লন্ডলে থাকেন, নভেম্বর অবধি ভালো ছিলেন; আশাকরি, ভালো আছেন, ব্লগ ব্যতিত অন্য কোনভাবে যুক্ত নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.