নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জে: জিয়া করেছিলো নেতৃত্বহীন, শেখ হাসিনা করলেন রাজনীতিহীন

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭



আমাদের যুদ্ধকালীন প্রাইম মিনিষ্টার, তাজউদ্দিন সাহেব বাকশাল করেননি, আজীবনের জন্য তথাকথিত ফেরাউন হতে চাননি, উনার মন্ত্রীত্বও ছিলো না; এবং দলেও উনার নিজ পদের দায়িত্ব থেকেও উনাকে অলিখিতভাবে দুরে রাখা হয়েছিলো ১৯৭৫ সালে; এরপর কেন উনাকে হত্যা করা হয়েছিলো? শেখ হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিলো, তাদের জন্য শেখের পর তাজউদ্দিন সাহেব ছিলেন বড় ধরণের বাধা; এবং তাজউদ্দিন সাহেব জীবিত থাকলে আওয়ামী লীগের নেতৃত্ব উনার হাতে চলে যেতো। তাজউদ্দিন সাহেবের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব চলে গেলে, জিয়া সুবিধা করতে পারতো না।

অনেক বাংগালী শেখ-বিরোধী ছিলো ও আছেন, তাদের অভিযোগের শেষ ছিলো না: শেখ সাহেব দেশকে ধর্ম-নিরপেক্ষ করেছেন, আজীবনের জন্য প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, বাকশাল করে বাকীদের রাজনীতি বন্ধ করেছন, ব্ল ব্লা; ঠিক আছে, ধরলাম শেখ সাহেব অনেক অপরাধ করেছিলেন; কিন্ত তাউদ্দিন সাহবেকে কেন হত্যা করা হয়েছিলো, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলো কখনো এসব লিলিপুটিয়ান?

জে: জিয়া সাধারণ মানুষকে রাজনীতি থেকে হটিয়ে দিয়েছেন কৌশলে; জে: জিয়া থেকে শুরু করে, পাকিস্তান, মিশর, বার্মার জেনারেলরা মানুষকে রাজনীতি থেকে দুরে রেখেছে ও রাখছে। জিয়া প্রকাশ্যেই বলেছিল যে, রাজনীতিকে কঠিন করে দেবে; এবং সে সেটাই করেছে। সে ৭ বছরেই জাতিকে কক্ষচ্যুত করেছিল ও মানুষের রাজনীতি করার পথ রুদ্ধ করেছিলো কৌশলে; যাক, সে বার্মার বা মিশরের মিলটারীর মতো অতো বেশী সময় পায়নি।

বাংগালীরা আধুনিক রাজনীতি আগেও বুঝতেন না, এখনো বুঝেন না; গত সপ্তাহে বার্মায় সামরিক ক্যু হয়েছে, বাংলাদেশে যারা জিয়ার সাপোর্টার ছিলো, তারাও কিন্তু বার্মার সামরিক শাসনের বিপক্ষে কথা বলছেন; ইহাদের রাজনৈতিক প্রজ্ঞাটা বিশাল, জিয়া হলেন বহুদলীয় গণতান্ত্রিক, শুধু বর্মার জেনারেলরা অপরাধী।

বাংগালীদের রিপাবলিকান রাজনৈতিক ধারণা দিয়েছিলো বৃটিশ; বৃটিশের ভাবনাচিন্তা ছিলো আধুনিক, তারা ভারতে 'রাজতন্ত্রের' পতন ঘটায়েছিলো দখলের মাধ্যমে; ১৮৫৮ সাল থেকে বৃটিশ সরকার ভারতের শাসনভার নেয়ার পর, তারা ইহাকে ক্রমেই কলোনিয়েল শাসন ব্যবস্হায় আনে, এবং ভারতের মানুষজন প্রথম কোন পশ্চিমা সরকারের অধীনে কাজ করার সুযোগ পায়, আধুনিক রাজনীতি সম্পর্কে জানার সুযোগ পান।

আজকে, বাংগালী জাতিকে রাজনীতি থেকে দুরে ঠেলে দিয়েছেন বর্তমান প্রাইম মিনিষ্ঠার শেখ হাসিনা; উনি প্রাশাসন ও দলকে এমনভাবে পরিচালনা করছেন যে, সরকার গঠনে, ও দেশ পরিচালনায় মানুষের কোন মতামতের দরকার নেই। সরকার গঠনে যদি মানুষের ভুমিকা না থাকে, মানুষ রাজনীতির প্রতি আগ্রহ হারায়ে ফেলেন, মানুষ রাজনীতি-চর্চা করতে উৎসাহ পান না। উনার দলেও রাজনীতি নিয়ে উৎসাহ আছে বলে মনে হচ্ছে হচ্ছে না; উনার দলটি অনেকটা পিরামিড মডেলের ব্যবসায়ী দলে পরিণত হয়েছে।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যে রাজনীতি পরিকল্পনা করে বিরোধীদলের সমস্ত নেতা নেতৃত্বকে মেরে ফেলতে চায় সেই রাজনীতি না থাকাই ভাল।রাজনীতি মানুষের জন্য অমানুষের জন্য না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনি 'আদর্শ নীতিকথা' নামের বইটা মুখস্হ করেছেন?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

আমি সাজিদ বলেছেন: বিএনপিই জন্মই ব্যর্থতার সাথে তুলনীয়। তাদের শাসনামলে কর্মকান্ডের ফল তারা ভোগ করছে, থিংক ট্যাংক ছাড়া এই ঘর ওই ঘর থেকে বুদ্ধিজীবী ভাড়া করে দল চালানোর ফল তারা টের পাচ্ছে। আমার মনে হয়না এই দেশে বিএনপি একক ভাবে ক্ষমতায় আসতে পারবে। এই সাংগঠনিক দুর্বলতার জন্য এখন আওয়ামী জয়জয়কার আর আমাদের কপালে শনি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


সৈন্যবাহিনী কখনো অণ্য বাংগালীদের মানুষ করেনি, বিশেষ করে জিয়া অন্যদের মানুষ মনে করতো না; ডা: বদরুদ্দোজা ইত্যাদিকে সে পিয়ন হিসেবে ব্যবহার করতো।

বর্তমানে জাতিক যেই অবস্হায় দেখছেন, সেটা উনার অবদান।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

আমি সাজিদ বলেছেন: আওয়ামী আর্দশ এর কাউন্টার করতে গিয়ে দেশের জন্ম স্বাধীনতা নিয়ে বিএনপি প্যাঁচ লাগিয়ে ফেলেছে। এ গিট্টু খোলার মতো মাথা ও রাজনৈতিক দূরদর্শিতা তাদের নেই। মাঝখানে মীর্জা ফখরুলের মতোন দুইএকজন নিপাট ভদ্রলোকের সারাজীবন নষ্ট হলো শুধু শুধু!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



মির্জা ফখরুল যদি ভদ্রলোক হতো, উনি বেগম জিয়া ও তারেকের চেয়ার পরিস্কারের কাজ নিতো না।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

মুজিব রহমান বলেছেন: কর্তৃত্ববাদী স্বৈরশাসন সর্বত্রই মানুষকে দমন-পীড়ন করে স্তিমিত করে রাখে। মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ হয়ে গেলে জবাবদিহিতা চাওয়ার সুযোগ থাকে না। কোন দেশে মধ্যরাতেই ভোট হয়ে গেলে তাদের জীবনে দুর্ভাগ্য ও দুর্ভোগই নেমে আসে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:




আপনার নিজের রাজনৈতিক ধারণা নিয়ে আপনার আত্মবিশ্বাস কতটুকু?

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশে যতগুলো গনতান্ত্রীক দলআছে সবাই শেখ হাসিনার সাথে থেকেই রাজনীতি করছে।যারা সামরিক শাসন চায়, ইনিয়ে বিনিয়ে শামরিক শাসনের পক্ষে কথা বলে,প্রচ্ছন্নভাবে শেখ হাসিনাক্ মেরে ফেলার হুমকি দেয় তাদের রাজনৈতিক অধীকার না থাকাই ভালো।তারা গনতন্ত্রের ভাষায় কথা বলে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসির গণতন্ত মনতন্ত্র বুঝেন না; উনি বিবিধ কৌশল প্রয়োগ করে যাচ্ছেন, এগুলো কাজ করছে; উনি নতুন কোন এক গণতন্ত্রের আবিস্কারক, যা বৃটিশ বলতো "কলোনিয়েল সিষ্টেম"।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ মুজিব রহমান,২০০১ সালের নির্বাচন কি মধ্য রাতে হয়েছিল,তাতে করে কি দেশে সুশাসন ছিল।এরশাদের কোন নির্বাচনটা মধ্য রাতে হয়েছিল?
আগে দলগুলোকে গনতান্ত্রীক হতে হবে।কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত লোকদের দলথেক্ বহিস্কার করতে হবে।এই কথাটা সরকার বার বার বলছে।বিরোধীদল কানেই নিচ্ছে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:




@নুরুলইসলা০৬০৪,

আপনি বলেছেন, "কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত লোকদের দলথেক্ বহিস্কার করতে হবে।এই কথাটা সরকার বার বার বলছে।বিরোধীদল কানেই নিচ্ছে না। "

-শেখ হাসিনা যেভাবে সরকার ও প্রশাসন চালাচ্ছেন, কেহ উনার কথা শুনবেন না; সেটা উনি অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৭

সাসুম বলেছেন: শেখ হাসিনা হচ্ছেন আওয়ামী ধর্মের শেষ নবী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ যাঁরা করেছিলেন,তাঁরা ছিলেন বুদ্ধিমান; আওয়ামী লীগ হয়তো আবারও নিজ পথ খুঁজে নেবে।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৭

সাসুম বলেছেন: লেখক বলেছেন:
আওয়ামী লীগ যাঁরা করেছিলেন,তাঁরা ছিলেন বুদ্ধিমান; আওয়ামী লীগ হয়তো আবারও নিজ পথ খুঁজে নেবে।[/sb
বর্তমান আওয়ামী লীগে একজন শেখ মুজিব, তাজউদ্দীন, জিল্লুর রহমান এর মত দৃঢ় চেতনার একজন ও নেই।

যা আছে- সব চোর, বাটপার। দালাল, সুযোগ পেলেই টাকার জন্য নিজ মালিকের বুকে ছুড়ি দিতে দ্বিধা করবেনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



এদের সবার পালক হচ্ছেন শেখ হাসিনা; দেশে এদের চেয়ে ভালো লোকজন আছেন, যাদের উনি আওয়ামীগে আনতে পারেন।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫০

এম ডি মুসা বলেছেন: জয় বাংলা, আমি যখন জন্ম গ্রহণ করেছি ৩৬ বছর‌ আগে দেশ স্বাধীন হয়েছে। আমি ছোট বেলা ঘরে রেডিও ছিল আমি প্রচুর শুনতাম
তখন থেকে দেশের স্বাধীনতা ঘটনা জানতে পারি, ষোল ডিসেম্বর আসলে আমার গা শিউরে উঠতে
এখনো সেই গান শুনলে এক ই অনুভুতি কাজ করে।
তারপর বই পৃষ্ঠায় পড়ে পড়ে জানতে পারছি ইতিহাস ছাত্র না হলে বিজ্ঞানে ছাত্র হয়ে ইতিহাস ঘটনা শুনতাম।

বঙ্গবন্ধু কে নিয়ে তখন বিএনপি ক্ষমতায় ছিল এমন গুঞ্জন শুনতাম তিনি এটাকে নাকি তামার পাত্রে রাজত্ব করার
চেষ্টা করে, এই কথা শোনা কথা আমি কখনো বইতে পাইনি। যাইহোক এক সময় মুক্তিযুদ্ধ প্রতি আমার দুর্বলতা কাজ করত
ভীষণ শ্রদ্ধা করতাম, সেখানে থেকে পৃষ্ঠা উল্টিয়ে দেখি বঙ্গবন্ধু কথা তার জন্যে হয়েছে স্বাধীন। বঙ্গবন্ধু ‌কে আমার হৃদয় এমন ঠাই করে , প্রকাশ না করার মত, তারপর তার কিছু ভাষণ শুনলে চোখে জল এসে যায়, গরিব দুঃখীর কতটা সরল সহজ আদর্শ বান ব্যক্তি।
মেজর জিয়া, যে কথা বলেছেন তাজ উদ্দিন আহমেদ এই ঘটনা সত্যতা আমরা জানি না, যে যা বলে বিশ্বাস করি,
শেখ হাসিনাকে এখন রাজনীতি বাদ দিয়েছেন বেশ ভালো কাজ করেছেন, রাজনীতি অর্থ খালি ঠেলাঠেলি
কে যাবে ক্ষমতায় । ঝামেলা, আমি মধ্যে প্রাচ্য একটি দেশের গিয়েছি। তবে শান্তি টুকু দেখেছি সেটুকু আমাদের দেশে
আমাদের দেশে হতো আমরা, বঙ্গবন্ধু সোনার বাংলা পরিপূর্ণ বিশ্বের মধ্যে এগিয়ে যেত

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


মানুষ রাজনীতি না জানলে, রাজনীতিতে অংশ না নিলে, আজকের সভ্যতায় সেই দেশ নিজপায়ে দাঁড়াতে পারবে না। রাজনীতি বুঝার জন্য সবাইকে ফ্রি পড়ায়ে শিক্ষিত করার দরকার।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুসা ভাই আপনার বয়স কতো ?

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

জগতারন বলেছেন:
স্বাধীনতার সময়ে আমার বয়স ছিল ১১ বছর দেশের বাড়ীতে ছিলাম।
আমার বয়স যখন ১৩ তখন বঙ্গবন্ধু'র বাড়ীর ঠিক পূর্ব পাশে শুক্রাবাদে থাকতাম। পড়তাম লাল মাটিয়া বয়েজে, ক্লাশ ৮-এ। দেশের ইতিহাস পট পরিবর্তনকালের অনেক কিছুই আমি দেখেছিলাম। ঐ সময়েই খুইব কাছ থেকে
বঙবন্ধু'কে ধানমন্ডী লেকের পড়ে দেখেছিলাম। আর
দুই বার কবি দুঃখ মিঞা'কে দেখেছিলাম মিরপুর রোড, সোবাহান বাগ মসজিদের পিছনে ধানমন্ডিতে। তা আজীবন আমার স্মরনে থাকবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


কবিকে দেখেছেন, এটি বড় অভিজ্ঞতা; দেখছেন, জাতি দরিদ্র, আমাদের কবি ১০০ বছর আগেও দরিদ্র ছিলেন।

সমস্যা হচ্ছে, আমাদের লীডারশীপ দখল করে নেয় অদক্ষরা সব সময়; শেখ সাহেব, তাজউদ্দিন সাহেব, শেখ হাসিনা, এরা সবাই অদক্ষ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭

জগতারন বলেছেন:
পড়ে = পাড়ে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


বুঝতে পেরেছি

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৫

এম ডি মুসা বলেছেন: নুরু ভাই, আমার আগের কমেন্ট ডিজিট ভুল হয়েছে। 25 ছিলো,
আমার জন্মতারিখ 20/09/1996

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: তাজউদ্দিন, জিয়া এবং শেখ হাসিনা সম্পর্কে যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন।
এরকম নিরপেক্ষ কথা আজকাল কোথাও শোনা যায় না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:


তাজউদ্দিন সাহেব বেকুবী করে প্রাণ দিয়ে জাতিকে মিলিটারীর হাতে রেখে গেছেন; শেখ হাসিনা মিলিটারী থেকে দেশকে কেড়ে নিতে পেরেছেন, এটা বিরাট কাজ ছিলো; এরপর, এখন জাতিকে দাসে পরিণত করতেছেন; উনার সরে যাওয়া উচিত, না'হয় উনি আবার জাতিকে বিপদের মাঝে রেখে যাবেন।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৯

স্থিতধী বলেছেন: ‘জিয়া’,’তাজউদ্দিন’, ‘নেতৃত্ব’ এই প্রসঙ্গ গুলো যেহেতু আপনার এই লেখায় আসছে সেহেতু একটা প্রশ্ন করার ইচ্ছে হল । সম্ভবত ২০১৩ এর শাহবাগ আন্দোলনের পরে ২০১৪ এর দিকে লণ্ডন চ্যানেল আইয়ের এক টক শো হয় লন্ডনে, সেখানে প্যানেলে থাকা আলোচক ফরহাদ মযহার বলেন যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে জেনারেল ওসমানী, জিয়াঊর রহমান, কর্নেল তাহের, খালেদ মুশাররফ এবং তাঁদের সাথের মুক্তিযোদ্ধারা । এই কথাটা তিনি বলেন “ আওয়ামি লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া একটি শক্তি” এই কথার কাঊন্টার দিতে গিয়ে , ফলে তাজউদ্দীন ওনার গোনার বাইরে থেকে গেছেন । এই ভিডিওর ৯ মিনিট ১০ সেকেন্ড থেকে ৯ মিনিট ৫০ সেকেন্ড এর ভিতরে এই ঐ কথা গুলো বলেন।

আপনার এই পোস্টে আপনি তাজউদ্দিন আহমেদ কে আমাদের যুদ্ধকালীন প্রাইম মিনিস্টার উল্লেখ করেছেন। তো যুদ্ধকালীন প্রাইম মিনিস্টার কি যুদ্ধের নেতৃত্ব তে গণ্য হবার মতো কোন পোস্ট, নাকি ওটা শুধু ওপার বাংলায় শুয়ে বসে, খেয়ে দেয়ে, ঘড়ি দেখে সময় পাড় করে দেওয়া কোন পোস্ট? মানে ফরহাদ মযহার তো ঐ “যুদ্ধকালীন প্রাইম মিনিস্টার” পোস্ট কে কোন রকমের গোনায় ধরলেন না । আপনি নিজে তো যুদ্ধে ছিলেন, আপনি ফরহাদ মযহার এর ঐ বক্তব্যটার সাথে কি সম্পূর্ণ একমত, নাকি খানিক একমত?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



ফরহাদ মাজহার একটা ইডিয়ট, সে ও তার স্ত্রী দেশের অরাজকতার সুযোগে এনজিও করে চুরি করেছে।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: রাজনীতি নিয়ে আমার কথা বলতে বা শুনতে খারাপ লাগে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:




আপনার মাথায় দরকারী পরিমাণ সমনসেন্স নেই।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



জাতিকে ভয়ংকর অবস্হায় রাখে যাবেন।

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: একটা ব্যাক্তিগত প্রশ্ন-

আপনাকে যদি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। আপনি কি রাজী হবেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



উনি তাদের নেন, যারা উনার চেয়ে কম বুঝে।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৬

সাসুম বলেছেন: রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন।[/sb

আমারে দুনিয়ার একজন ডিক্টেটর দেখান, যিনি স্বেচ্ছায় রাজনীতি বা ক্ষমতা থেকে অবসরে গেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



উনি নিজকে ব্যতিত, নিজের পরিবার ব্যতিত, অন্যদের জীবন নিয়ে ভাবেন না।

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩

অক্পটে বলেছেন: বদি শামীম পাপনদেরকে কি আপনি রাজনীতিবিদ মানেন না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা রাজনীতি শিখতে পারেননি বলেই, শেখ সাহেব উনাকে রাজনীতিতে আনেননি।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সবই বুঝতে পারছি। এখন আমাদের কি করতে হবে তা বলুন। সাধারণ জনগণের কিছু কি করার আছে?

ভালো কথা, দীর্ঘদিন বাড়ির বাইরে ও প্রবাসে আছেন। আপনি ভালো রান্না জানার কথা, আপনার রান্না বিষয়ক একটি পোস্ট চাচ্ছি। লেখাটি আমার নামে উৎসর্গ করে দিন।


০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


কি হবে বলা মুশকিল; মানুষকে রাষ্ট্রের ভাবনা থেকে সরায়ে দিয়েছেন শেখ হাসিনা, উনি একা চালাচ্ছেন; ফলে, মানুষের জ্ঞানবু্দ্ধি বাড়ছে না।

আমি ভালো রান্না করি, অনেক সময় আমার স্ত্রী চান, ভালো মাছ, মাংসটা আমি করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.