নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা কেন রাজনীতি বুঝেন না, পারেন না?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২০



সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংগালীরা কোনটাতে ভালো, কোনটা দক্ষতার সাথে সঠিভাবে পারেন? জাতি এখনো কৃষি-প্রধান জাতি; এখন, বিশ্বের সাথে মিলিয়ে দেখুন, ১৮ কোটী মানুষের দেশে, বর্তমান সভ্যতার সময়ে, ইহাকে চাষবাস বলা যায়? দেশের ৯ কোটীর বেশী মানুষ কৃষিকাজ করে পরিবার চালাচ্ছেন, এদের মাঝে কয়টা পরিবার স্বচ্ছল? চাষী পরিবারগুলোতে পড়ালেখা নেই, স্বাস্হ্য নেই, আয় নেই, অভাব লেগে আছে; চাষাভুসা একটা গালি হিসেবে ব্যবহৃত হয়; কৃষি অফিসার আর চাউল ব্যবসায়ীরা ধনী, চাষীরা হতদরিদ্র।

অন্য কোন পেশায় জাতি ভালো? শিক্ষকতায় ভালো? এগুলো শিক্ষক? করোনায় সব দেশে পরীক্ষা হয়েছে, বাংলাদেশের কলেজের লাখের বেশী শিক্ষক, তাদের ছেলেমেয়েগুলোর পরীক্ষা নিতে পারেনি, সরকারের উপর ছেড়ে নিয়ে, নিজেদের বেতনটা গুনে, বাড়ীতে বসে ডিম পেড়েছেন। ব্লগে শিক্ষকদের টোকা দিয়ে দেখেছেন? আমি ব্লগে বেশকিছু শিক্ষকের সাথে টোকাটুকি করে দেখেছি, এদের মাঝে আমি কোন স্পেশাল গুণ দেখিনি; আসলে, দরকারী গুণটুকুও নেই।

এবার আসেন ডাক্তার, ইন্জিনিয়ার, বাসের ড্রাইবার, শাড়ীর দোকানের সেলস-পার্সন, বসুন্ধতার কর্মকর্তা, সেক্রেটারিয়েটের সেক্রটারীগণ, থানার ওসি, রিটার্ড মিলিটারী অফিসার, ছাত্রলীগের নেতা, শিবিরের সদস্য, ছাত্রদলের ইলিয়াস আলী; ইহাদের মাঝে কেহ আছে যে, দেশের সাধরণ মানুষদের জীবনকে উন্নত করার মতো দক্ষ বলে আপনার মনে হয়? ওদের কথা বাদ দেন, দেশের সরকার কিভাবে চলে, উহা আপনি বুঝেন, কোনদিন বুঝতে চেয়েছেন?

রাজনীতি হলো সবচেয়ে কঠিন বিষয়, অনেক জ্ঞানের সমষ্টি: পলিটিক্যাল সায়েন্স, সমাজনীতি, অর্থনীতি, পলিটিক্যাল ইকোনোমিকস, লজিক, অংক, দর্শন, ইতিহাস, সায়েন্স, টেকনোলোজী; এগুলো বেগম জিয়া বুঝতেন, শেখ হাসিনা এগুলো বুঝেন, মির্জা ফখরুল, কিংবা আওয়ামী লীগের সেক্রেটারীর অবস্হা কি?

জাপান, কানাডা, সুইডেন, ইসরায়েলের মতো দেশে বেগম জিয়া, বা শেখ হাসিনার মতো কেহ উড়ে এসে জুড়ে বসলে, সেসব দেশের অবস্হা কি হতো এতদিনে? ট্রাম্প অনেকটা উড়ে এসে জুড়ে বসেছিলো, এখন আমেরিকার মানুষের মানসিক অবস্হা ভিয়েতনামের মানুষের চেয়ে নীচে নেমে গেছে ৪ বছরে। আমরা বেগম জিয়া ও শেখ হাসিনার অধীনে ৪০ বছর জীবিত আছি এটাই বড় কথা, যদিও শতকরা ১০ ভাগের মানসিক সমস্যা দেখা দিয়েছে।


মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এই দেশে কি রাজনীতি বলতে আসলেই কিছু আছে...?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি কঠিন বিদ্যা, প্রশ্নফাঁস এখানে সাহায্য করবে না; সেই কারণে দেশে রাজনীতি নেই! ফখরুল, ড: কামাল, ডা: জাফর উল্লা সাহবের কথা শুনলে মনে হয়, এরা অন্যের জন্য কিছু করার দক্ষ মানুষ?

কোন সেক্রেটারীর নাম শুনেছেন, যিনি নিজ মন্ত্রনালয়টা ভালোভাবে চালাচ্ছেন? কোন ওসি কোন থানায় নাম করেছে? কোন ভিসির সুনাম শুনেছেন, নাকি চুরির কাহিনী শুনেছেন?

আপনি নিজে পার্লামেন্টের কার্যপ্রণালী বুঝেন?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০

শাহ আজিজ বলেছেন: ৯১ সালে ইলেকশনের পরদিন পিকিং যাই । দুপুরে কোন দেশের জাতীয় দিবসের পার্টিতে চেনা জানা চীনারা ঘিরে ধরল । ফরেন মিনিস্ত্রির পরিচালক আমায় বললেন তোমাদের দেশের লোকেরা কি রাষ্ট্র ক্ষমতায় "গৃহবধু" দের দেখতে পছন্দ করে ?




বোকার হাসি হাসতে থাকলাম । জবাব দিইনি বা পারিনি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ ১৯৯১ সালে গড়ে অশিক্ষিত ছিলেন; যারা শিক্ষিত ছিলো তারাই বেগম জিয়া ও শেখ হাসিনাকে সামনে এনেছে, তারাই মিলিটারীকে সাপোর্ট করেছে বলে, বেগম জিয়া, শেখ হাসিনা, বা জে: জিয়া, জেনারেল এরশাদ জাতির মাথায় উঠে বসেছে।

এখন শিক্ষিতদের অবস্হা দেখেন, কেহ তাবলীগ করছে, কেহ কোরানের তাফসীর করছে, কেহ আগামাথাহীন কবিতা লিখছে; ভালো শিক্ষক নেই, ভালো অর্থনীতিবিদ নেই, ভালো টেকনোলোজিষ্ট নেই, মেয়েদের না পড়ায়ে চাকরাণী আর ঝি বানাচ্ছে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংগালী বুঝে শুধু নিজের স্বার্থ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



যতটুকু বিদ্যা, এতে নিজ পরিবারের চেয়ে বেশী দুরে দেখার কথা নয়।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

নতুন বলেছেন: দেশের সত্যিকারের উন্নতির কথা কোন রাজনিতিক ভেবে ছিলেন?

মাওলানা ভাষানী আর বঙ্গবন্ধু ছাড়া সবাই নিজের কথাই ভেবেছেন।

বর্তমানে রাজনিতি করে টাকা আর ক্ষমতার জন্য। আর জনগন রাজনিতিকদের সমর্থন করে নিজে ক্ষমতার কাছে থাকার জন্য।

সত্যিকারের দেশের জন্য না ভাবলে দেশের উন্নয়নের রাজনিতি কেউই করবেনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব উন্নয়ন মুন্নয়ন বুঝতেন বলে আমার মনে হয় না; উনি শুধু আইয়ুব খানের বিরোধীতাকে রাজনীতি মনে করতেন, আমার মনে হয়।

মওলানা প্রকৃতিকভাবে মানুষের কষ্ট বুঝতেন; কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়ে ভুল করেছিলেন; পরে উনার নতুন দলে দুনিয়ার চিল-কাউয়া এসে বাসা বেঁধেছিলো।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৬

এম ডি মুসা বলেছেন: চাষীর যায়গা কোটি শব্দটি কোটী আমার পড়তে গিয়ে আটকে গেছি
সেখান‌ থেকে আসছি শিক্ষক ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্।
ডাক্তার বাকি গুলো দিকে, অবশেষে জানছি সরকার কিভাবে চলে। ভাই রাজনীতি , যারা পারে বুঝে
আমি বুঝি দেশের জীবন যাত্রার মান উন্নয়ন, দেশের রাজনীতি বুঝিনা।‌ যে দেশের উন্নয়ন করবে তাকে সাপোর্ট করা উচিত
মুক্তিযুদ্ধ দের শহীদ এর শ্রদ্ধা রেখে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


সময় ও বিশ্বে সুযোগের দিক থেকে ভাবলে, আমরা ভয়ংকরভাবে পেছনে পড়েছি; বিশ্বে অনেক সুযোগ, কিন্তু সেগুলো বুঝতে হলে অনেক জ্ঞানের দরকার; জে: জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা কৌশলে ক্ষমতা দখল করে আমাদের সময় ও সুযোগ নষ্ট করেছে, এদের কাছে দরকারী দক্ষতাও ভাবনাচিন্তা ছিলো না ও নেই।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাষীরা কেনো খারাপ অবস্থায় আছেন সে প্রশ্ন আমার নাম উল্লেখ করে আমাকে বলবেন, আমি আপনাকে সঠিক উত্তর দিবো। আন সিজনে টমেটো ১২০/- টাকা কিলো ফরমালিন যুক্ত। আর এখন সিজনে ২০/- টাকা কিলো ফ্রেস। - দেশী, হাইব্রিড, টিপু সুলতান, রোমা, বুলা, স্বপ্না (স্পেনিশ) ও বারি জাতের টমেটো আমরা জমিতে বিক্রি করছি আজকের দর ( ০৭/০২/২০২১) ৬/- (ছয়) টাকা কিলো। কারণ কি? আমাদের দেশে সরকারিভাবে সবজি রাখার জন্য বা বেসরকারিভাবে কম খরচে সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। - আমরা যদি টমেটা চাষ বন্ধ করে দেই তাহলে ভরা মৌসুমে আপনি ভারতীয় টমেটো ৫০ -৭০ টাকা কিলো কিনে খাবেন। - এই দায়ভার কার?

বাঙ্গালী হচ্ছে ভাঙ্গ খেয়ে গালী দেওয়ার নাম। তাই সব কাজে উস্তাদ। আর সব কাজে যারা উস্তাদ তারা আসলে কোনো কাজই পারেন না। - আমি কি আপনাকে বুঝাতে পেরেছি। আমরা আসলে কোনো কাজই পারিনা।



০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



চাষী পরিবারগুলোর মাথাপিছু জমির পরিমাণ কত?

গরীব চাষীদের বেলায়, কোল্ড-ষ্টোরেজ কার করার কথা? গরীব চআষীদের হয়ে ফসল, মার্কেটিং, চাষের টাইমিং'এ কে সাহায্য করার কথা?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭

বঙ্গদুলাল বলেছেন: 'বিডিআর বিদ্রোহ' নিয়ে সাদাসিধা মন্তব্য করলে কীরকম বলবেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



বিডিআরবাহিনীকে মিলিটারী অফিসারদের চাকর হিসেবে ব্যবহার করা হতো।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাষী পরিবারগুলোর মাথাপিছু জমির পরিমাণ কত? - বাংলাদেশে গড় মাথাপিছু জমির পরিমাণ ২০.৪৮ শতাংশ প্রায়।

গরীব চাষীদের বেলায়, কোল্ড-ষ্টোরেজ কার করার কথা? গরীব চাষীদের হয়ে ফসল, মার্কেটিং, চাষের টাইমিং'এ কে সাহায্য করার কথা? - সরকার ও সরকার নিয়োজিত অধিদপ্তর।

আপনাকে অত্যন্ত লজ্জাকর একটি তথ্য দিচ্ছি - সরকারী অধিদপ্তরের লোকজন উচ্চশিক্ষা ও ট্রেনিংয়ে সরকারি/দেশের খরচে প্রবাসে যান। পয়েন্ট ফাইভ পার্সেন্ট কর্মকর্তা স্কলারশিপে প্রবাসে যান নিজ যোগ্যতায়। বাকিগুলো প্রবাসে গিয়ে থেকে যান, অথবা শপিং টপিং করে দেশে আসেন পড়ালেখার নামে গোল্লা গলাধঃকরণ করে।

এ দেশের সবচেয়ে লজ্জাকর বিষয় একজন প্রোকৌশলী, একজন কৃষি অফিসা,র একজন বিজ্ঞান শিক্ষক, একজন অংক শিক্ষক যদি ধর্ম আলোচনা করেন নিজ কাজ বাদ দিয়ে তাহলে ছাত্রছাত্রী কি শিখবেন? - ধর্ম! বাংলাদেশে
নবুয়ত পেলো না কেনো তা বিরাট চিন্তার বিষয়।

বাংলাদেশের সকল মানুষ ধর্মে ও রাজনীতিতে ডক্টরেট প্রাপ্ত। ডক্টরেট প্রদানকারী - ইন্সটিটিউট অব ফেসবুক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



একমাত্র ধর্মই হলো একটা বিষয়, যেখানে পিএইচডি থেকে মক্তবের মোল্লা, সবাই কথা বলতে পারে; এবং সবার কথাই ভুল।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




জনগণের জন্যেই তো রাজনীতি ? তা দেশে কি কোনও জনগণ আছে ?
আছে আঃ লীগার, বিএনপি লীগার , জাতীয় লীগার , জামাত লীগার। একটাও জনগণ নেই দেশে। তারা কোনও না কোনও লীগের আবদুল্লাহ দিওয়ানার মতো সদস্য। :(

ঠাকুরমাহমুদ এর মন্তব্য দু'টোই তথ্যমূলক এবং তার সাথে সহমত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



আধুনিক দেশ চালানোর কথা শিক্ষিত অংশ; কিন্তু দেশ চালাচ্ছে দুষ্ট অংশ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: জাতি যদি সব কিছুতেই খারাপ হয়, তাহলে দেশটা চলছে কিভাবে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:



দেশ আসলে চলছে না; বাংলাদেশ হওয়ার পর কত কোটী কিশোরী "চাকরাণী" ও ঝি হয়েছে? কত কোটী মানুষ প্রবাসে গিয়ে বিনা পরিবারে কষ্ট পেয়েছে, কত নারী বিনা স্বামীতে জীবনযাপন করেছে? এটা দেশ চলা বলে?

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যদিও পাকিস্তানের মতো চরম সামন্ততান্ত্রিক দেশ নয় বাংলাদেশ, কিন্তু এখনো নেতা-সামরিক/বেসামরিক আমলা চক্র দেশটার রাজনীতিকে অভিজাতন্ত্রের মতো দুর্বোধ্য করে রেখেছে। সাধারণ রাজনীতির যেটুকু সুযোগ পায় তাকে ফুড চেইনের তলানির অংশ বলতে পারেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


এখন বাংলাদেশে পুরো কলোনিয়েল সিষ্টেম চলছে, সবকিছু যা হচ্ছে, সেটা সরকারের নিজস্ব সিদ্ধান্তে হচ্ছে।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

কবিতা ক্থ্য বলেছেন: আমি দুঃখিত।
আপনার সাথে এক মত হতেপারলাম না।
১০ ভাগের না, কমপক্ষে ৯০ ভাগ লোক মানষিক ভাবে বিপর্যস্ত।
না হলে বর্তমান সরকার ক্ষমতায় থাকতনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



মানসিকভাবে বিপর্যস্ত মানুষের সংখ্যা অবশ্যই অনেক।
শেখ হাসিনা ক্ষমতায় থাকার ভিত্তি তৈরি করে দিয়ে গেছে জে: জিয়া ও বিএনপি-জামাত।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

কবিতা ক্থ্য বলেছেন: যে জাতীর জন্য - best in the worst নীতিতে আমরা সরকার নির্ধারন করি, সেই জাতির জন্য বেঁচে থাকাটা ই আসোলে অনেক বেশী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


জাতির যেই অংশ সব সুযোগ ও ক্ষমতা দখল করে আছে, এরা আমাদের দেশে এত ভালো আছে যে, তারা ইউরোপের মানুষকে হতভাগ্য মানুষ মনে করে।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: দুঃখী মানুষ, দরিদ্র মানুষ পৃথিবীর অনেক দেশেই আছে।
বহু যুগ আগে থেকেই লোকজন টাকার আশায় পরিবার রেলহে দেশ বিদেশ গিয়েছে।

আমাদের দেশ একেবারে মন্দ চলছে না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



বর্তমানে কাবুলীওয়ালারাও পরিবার ফেলে কোথায় যেতে চাহে না; বাংগালীরা যেতে বাধ্য হচ্ছে।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪

রক্ত দান বলেছেন: আমাদের অন্য নেতারা গৃহবধু থেকেও নিম্নমানের। সেজন্য অগত্যা গৃহবধুরাই দেশ চালাচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশে নেতা নেই; শেখ হাসিনাকে কতজন নেতা মানেন, আওয়ামী লীগের লোকজন সত্য কথা বললে বুঝা যেতো; আওয়ামী লীগের বুদ্ধিমানরা এখন বুঝেন।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

রানার ব্লগ বলেছেন: আমরা যে রাজিনীতি বুঝি তার প্রমান বাস ট্রেন লঞ্চ চায়ের দোকান সকালে যে কোন পার্কে বা সরকারী আফিসে গেলেই জানতে পারবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


বাস, ট্রেন, লঞ্চ, চায়ের দোকানে রাজনীতি নিয়ে আলাপটা জাতিকে সাহায্য করতে পারতো, যদি আলাপে অংশ গ্রহনকারীরা শিক্ষিত হতেন। শিক্ষিতরা যদি সঠিকভাবে রাজনীতি বুঝতেন, জে: জিয়া ক্ষমতায় এতদিন থাকতে পারতো না, বিএনপি'র জন্ম হতো না; জামত রাজনীতিতে আসতে পারতো না, শেখ হাসিনা বড় জোর ১ বার প্রাইম মিনিষ্টার হতেন।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০১

অক্পটে বলেছেন: যারা বুঝেছে তারা এই রিজিমে হাজার কোটি টাকার মালিক।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



যারা রাজনীতি বুঝেন, তাঁরা নিজকে এত বেশী সন্মান করেন যে, অন্যদের সম্পদ দখল করে নিজকে অপমানিত করার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.