![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমার পোষ্টে কমেন্টের সংখ্যা কমছে, এর পেছনে বেশ কিছু কারণ আছে; আরো কমবে সামনের দিনগুলোতে; তবে, প্রতি পোষ্টে ১'টা অথবা তারও বেশী কমেন্ট কমে গেছে ব্লগার 'অনল চৌধুরী' ব্লগে লেখা বন্ধ করে দেয়াতে। উনি ঘোষণা দিয়ে লেখা বন্ধ করে দেয়ার সময়, আমি এই বিপদের কথা ভাবিনি; তখন যদি আমি বুঝতে পারতাম, উনার ঘোষণা-পোষ্টে শত কমেন্ট করে হলেও, উনাকে ব্লগে ধরে রাখতাম; আমি আশা করছি, উনি আবার লেখা শুরু করবেন!
উনার চলে যাবার ঘোষণাপত্রে আমি কি কমেন্ট করেছিলাম তা ভুলেও গেছি; সময় করে উনার সেই পোষ্টে গিয়ে দেখতে হবে, আমি কি অনলে পেট্রোল ঢেলেছি, নাকি পানি ঢেলেছি! সামুর উপরও হতাশ হয়ে যাচ্ছি, সামুতে 'কমেন্ট এডিট' অপশান নেই, থাকলে এখন আমি উনার পোষ্টে গিয়ে কমেন্টগুলোকে এডিট করে সুন্দর সুন্দর বাক্য যোগ করে দিতে পারতাম; উনি ফিরে আসতেন অবশ্যই।
উনি চলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে, সামু উনাকে কোন এক ব্যাপারে একখানা "নোটিশ" পাঠায়েছিলো; সামুর এক নোটিশের জবাবে উনি একখানা পোষ্ট দিয়ে লেখা বন্ধ করে দিয়েছেন; নামের সাথে কাজের মিল আছে, আগুন। উনার নাম 'অনল চৌধুরী' রাখার পেছনে হয়তো কারণ ছিলো; রাবণ-পুত্রের নাম 'মেঘনাদ' রাখার পেছনে কারণ ছিলো; ব্লগার নুরু সাহেব কারণটা জানার কথা নয়; তাই, আমি কারণটা আমি লিখে দিচ্ছি: রাবণ-পুত্র ভুমিষ্ঠ হয়েই কান্নার বদলে মেঘের মতো গর্জন করে উঠেছিলো।
যখন আমার পোষ্টে কমেন্ট কমে যায়, আমি আমেরিকা, ইসরায়েলের ভালো দিকগুলো নিয়ে পোষ্ট দিই; তখন ব্লগার অনল চৌধুরী, ব্লগার বিদ্রোহী ভৃগু, ব্লগার নুরু সাহেব, ব্লগার মাহিরাহি, ব্লগার মেঘ প্রিয় বালক, ব্লগার রাশিয়া, ব্লগার নীল আকাশ থেকে কমেন্ট পেয়ে থাকি; এখন অনল চৌধূরী, বিদ্রোহী ভৃগু ব্লগে না থাকায়, আমেরিকা নিয়ে আর পোষ্টও দিচ্ছি না।
ভাবছি, সামুকে অনুরোধ করবো, উনারা যেন অনল চৌধুরিকে পাঠানো নোটিশটা ফেরত নেন। আমি অবশ্য আরো একটা বিষয় ভাবছি, উনাকে একটু শীতল ধরণের নাম টাম দেয়া যায় নাকি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বাংগালীদের কাবুলীওয়ালাতে পরিণত করিতেছে ক্রমেই।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রসময় খোঁচাগুলি অনেকের বদহজম হয়।
রয়ে সয়ে মন্তব্য করুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি তো রোনার ভয়ে মাষ্টার পাড়াতে লুকায়ে আছেন; ফেনীর গল্প টল্প ২/১টা ছাড়েন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হাই কোর্টে রিট হয়েছে,ইচ্ছে মতো মেঠ ওয়াজ করতে পারবেনা,অবস্যই রেফারেন্স লাগবে।দেখা যাক কোর্ট থেকে কি বক্তব্য আসে।
অনল চৌধুরিতো রিতিমত আরবিতেই তার বক্তব্য লিখতেন,এই মুহুর্ত তাপ প্রয়োজন অতন্ত বেশি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
উনি ১ নোটীশেই মনোকষ্ট পেয়েছেন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২১
কল্পদ্রুম বলেছেন: অনল চৌধুরী ফিরে আসবেন আশা করি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
আমি আমেরিকা নিয়ে লিখলে, কমেন্ট করার জন্য ফিরতে পারেন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৯
এম. হাবীব বলেছেন: ব্লগের কমেন্ট এডিট অপশন অত্যন্ত প্রয়োজন ...
অনল চৌধুরী আপনাকে ব্লগে ফিরে আসার আহ্বান করছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
কমেন্ট অপশন অন্য ব্লগে কি আছে? থাকলে খারাপ হতো না, আমার কাজে লাগতো।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫০
কবিতা ক্থ্য বলেছেন: অনল এর সাথে মিলিয়ে- হিমেল রাখলে কেমন হয় গাজী ভাই?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
আমি ভাবছি উনাকে "চাঁনগাজী" নাম দিতে, এডমিন হয়রাণ হয়ে যাবেন নোটীশ পাঠাতে পাথাতে।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭
কালো যাদুকর বলেছেন: যতদুর মনে পরে অনল সাহেব, মিররডলের উপর রাগ করেছিলেন। আপনার উপর না।
যাহোক মুখের ভাযা যেখানে আজ বদ্ধ/ব্লক সেখানে বিরোধী মতামতের খুবই প্রয়োজন।
যেহেতু আমি অন্য কোন সোসাল মিডিয়াতে একটিভ না, কাজেই আমি ব্যাক্তিগতভাবে ওনাকে অনুরোধ করতে পারছি না।
আমি এই মন্তব্যে, অনল সাহেব ফিরে আসুক , এটাই আশা করে যাচ্ছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
অনল নাম দেয়ার পেছনে কারণ ছিলো, মনে হয়।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার নিজস্ব একটা স্টাইল আছে ব্লগে লেখার ক্ষেত্রে যেটা আর কেউ করতে পারেনি তাই অনেকেই আপনাকে হজম করতে পারেনা সে যাইহোক আমরা ব্লগার অনল চৌধুরী সামুতে দেখতে চাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
উনি ফিরে না আসলে আমিই বেশী ক্ষতিগ্রস্ত হবো; তাই, চেষ্টা করছি উনাকে ফেরত আনতে।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০০
খায়রুল আহসান বলেছেন: শীতল চৌধুরী নামটা মন্দ হতো না বোধ হয়!
যাহোক, যে নামেই হোক, ব্লগে ওনার প্রত্যাবর্তন আশা করছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
উনি শীতল চৌধুরী নামটা নিলে, নোটিশগুলো জমে যেতো, উনার গায়ে লাগতো না।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার অনল চৌধুরী রাগ করে হলেও চলে আসা উচিত। ভদ্রলোক ইমোশনাল মানুষ। আর কষ্ট পেয়েছেন কোনো কারণে। আপনি আমেরিকা নিয়ে লিখলেই ব্লগার অনল চৌধুরী রাগ করতেন - অত্যাচারী জমিদারদের মতো অত্যচারী আমেরিকা!
যাইহোক আপনার পত্রপাঠে তিনি চলে আসবেন বলে আসা করছি।
গিয়াস উদ্দিন লিটন ভাই প্রায় লেখালেখি ছেড়ে দিয়েছেন, গিয়াস উদ্দিন ভাই কি পেনশনে যাবার চিন্তা করছেন? আমরা তো তাঁকে পেনশন দিবো না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন মনে হয় ত্রিপুরা গেছেন টিকার জন্য; উনার বাড়ীর কাছেই বর্ডার।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩
মিরোরডডল বলেছেন:
ও কিছু না । একটু ভং ধরেছে । যায়নিতো ব্লগে আছে ।
মাঝে মাঝে মধ্য রাতের অন্ধকারে এসে ওনার পোষ্টের কমেন্ট রিপ্লাই করে যায় ।
আহা বেচারা ! সত্যিই মায়া লাগে ।
মজার ব্যাপার হচ্ছে আমাকে ব্লক করে রেখেছে তাই আমি ওনার লাস্ট পোষ্টে লিখিনি তবে এটা জানি উনি চেয়েছিলেন আমাকে ব্যান করা হোক । তাই আমি এখন এমন একটা কমেন্ট লিখছি এডমিন মাস্ট আমাকে ব্যান করবেন নীতি বহির্ভূত কমেন্টের জন্য, দেন হি উইল কাম লাইক আ উইনার । আফটার অল আপনারা ওনাকে এতো মিস করছেন । সহব্লগারদের জন্য না হয় এটুকু করলাম
একটা ছোট্ট গল্প । আমার এক পরিচিত মা মেয়ের কনভারসেশন ।
মা : মামনি পাকামো করোনা
মেয়ে : পাকামো কি আম্মু?
মা : ছোটরা যখন বড়দের মতো আচরণ করে
মেয়ে : আর যখন বড়রা ছোটদের মতো আচরণ করে ওটাকে কি বলে আম্মু ?
মা : ওটাকে বলে ন্যাকামো ।
মেয়ে : ও খালামনি কি তাহলে ন্যাকামো করে !
আমাদের শ্রদ্ধেয় ব্লগার একটু শিশুতোষ আচরণ করছেন । ওটা ঠিক হয়ে যাবে । নিজেকে যদিও ক্লেইম করেন উনি নাকি অনেক বয়স্ক । উনি বলেছেন ৯০স ব্যাচ তাহলে আরাউন্ড মিড ফোরটি হবার কথা । দেট মিন্স কোয়াইট ইয়াং এন্ড ড্যাশিং । নিজেকে কেনো বৃদ্ধ মনে করেন । তার মানে কি চিন্তা চেতনায় ? আই নো হিজ আনসার । উনি বলবেন অভিজ্ঞতায় । তাই যদি হবে তাহলে কেন এই ন্যাকামো Oops! স্যরি শিশুসুলভ আচরণ
খেলাঘর তাকে শিশু নামে ডাকতে পারে । it suits him best.
ট্রাম্প চলে গেছে, এমনিতেই বিনোদনের এতো অভাব এখন, উনিও যদি ব্লগ ছেড়ে যায় তাহলে কিভাবে কি হবে !!!
ব্লগে ওনার পদার্পণ চরম বিনোদন । ব্যান খেলে না হয় ভিজিটর হয়ে ওনার কমেন্ট গুলো পড়বো । তাওতো হাসতে পারবো
এটা পড়ে ওনার ব্রহ্মতালু জলে উঠবে, এরজন্য কিন্তু উনি একটুও দায়ী না । এটা ওনার নামের প্রভাব ।
যতক্ষণ উনি না আসে এই মন্তব্য যেন ডিলিট না হয়, এটার রিপ্লাই দিতেও ওনার আসা উচিৎ ।
তারপর না হয় এডমিন যা সিদ্ধান্ত নেয়, আই’ল হ্যাপি টু এক্সসেপ্ট
যাইহোক, কমেন্ট অনেক বড় হয়ে যাচ্ছে । শেষ করবো । আমিতো ভাবতাম পোষ্ট দেখে হি ইজ আওয়ার উড বি লিডার । দেশ রক্ষার জন্য কতো যে পোষ্ট, জাতির সবাই খারাপ (অবশ্যই উনি ছাড়া) । কিন্তু আমার মতো অতি সাধারণ নাদান একটা মেয়ের অনলাইনের একটা কমেন্ট যে হ্যান্ডেল করতে পারেনা, সে কেমন করে এতো বড় একটা দেশ জাতি হ্যান্ডেল করবে !!!
আমি চিন্তিত !
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
উনি ব্লগ ছাড়ার ঘোষণা দেননি; উনি বলেছেন, লিখবেন না।
উনি এতদিনে নিশ্চয় কুলডাউন করেছেন। উনি ফেরত এলে ভালো হবে; উনি দেশের অনেক কিছু দেখেছেন। নোটিশ পাওয়া ভয়ংকর কিছু নয়।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে উনি ফিরে আসলেও সময় লাগবে। এত সহজে মন নরম হবেনা।
রাগ পরে গেলেও কেউ কেউ ফিরে আসেন আবার কেউ ফিরেননা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
দেখি, ২/১ দিনের ভেতর ইসরায়েলের উপর একটা পোষ্ট দেবো, উনার চোখে পড়লে, উনি ফেরত আসবেন।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২১
সামিয়া বলেছেন: হাহাহাহাহা সকালটা হাসতে হাসতে শুরু হলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি সিরিয়াস হওয়ার চেষ্টা করলাম, আপনি হাসছেন, পোষ্ট তো ভালো হয়নি, মনে হয়; যাক, নুরু সাহেবের কমেন্ট পেলে বুঝতে পারবো।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগে থাকা না থাকা নির্ভর করে কিছু পারিপার্শ্বিক অবস্থার উপর, যেমন হতে পারে ব্যক্তিগত ব্যস্ততা, মত প্রকাশের স্বাধীনতা না থাকা, পাঠকদের মূল্যায়ন না পাওয়া প্রভৃতি। কারণ যাই হোক কোন ভাল ব্লগার সামু থেকে হারিয়ে যাক তা কখনোই কাম্য নয়। ব্লগার অনল চৌধুরী ফিরে আসুক ভাল লাগার এই ঠিকানায় এটাই কামনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
এই পোষ্ট পড়ে যদি উনি ফেরত না আসেন, আমাকে আমেরিকার ভালো কিছু নিয়ে পোষ্ট দিতে হবে, হয়তো।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
নতুন নকিব বলেছেন:
আপনার হাস্য রসিকতা সেই মানের! সুন্দর লিখেছেন।
আপনার এই পোস্ট দেখতে পেলে অনল সাহেব হয়তো এমনিতেই রাগ টাগ ভুলে গিয়ে ব্লগে ফিরে আসবেন।
টিকা নিয়েছেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
না, টিকা নিই নাই; অনল সাহেবকে বাংলাদেশ যতদিন টিকা দেবে না, আমি ততদিন টিকা নেবো না।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
নতুন নকিব বলেছেন:
এই পোস্টে কিন্তু + দিয়েছি। জানিয়ে গেলাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি তো সমস্যায় ফেলে দিচ্ছেন!
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগুন ভাই ফিরে আসুন
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনি আগে পেট্রোল, গ্যাসোলিন ঢালেননি তো?
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯
কাছের-মানুষ বলেছেন: আপনার লেখা পড়ে মনে হচ্ছে ব্লগার অনল চৌধুরী একজন অভিমানী ব্লগার ছিলেন। তিনি ফিরে আসুক আপনার মত আমিও চাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০০
চাঁদগাজী বলেছেন:
আমি উনার অভাব সবার চেয়ে বেশী অনুভব করছি, আমার পোষ্টে কমেন্ট কমে গেছে।
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭
নতুন নকিব বলেছেন:
আপনাকে তো আমি আমার প্রিয় মানুষ ভাবি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি অনুভব করি।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগুনের চলেযাতে চাাঁদাবাজীর পোয়াবারো
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
আপনার গল্প পড়েছি। রাজা ভালো নয়, উনার মেয়ে বিয়ে না করে, বরং মন্ত্রীপদে থাকাই ভালো।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই, আপনি তো চাঁদগাজী সাহেবের পোস্টেই এই মন্তব্য করতে পারতেন। এমনিতে ব্লগে আকাল চলছে সেখানে একটি মন্তব্যকে আলাদা পোস্ট দেওয়ার প্রয়োজন ছিলো কি?
আমরা ব্লগারদের ধরে রাখার চেষ্টা করি, যেমন আপনি যখন ছিলেন না, আপনার পোস্টে আপনার খোঁজ করে এসেছি, আপনি সেই মন্তব্যর উত্তর দেওয়ার সৌজন্যতাটুকু করেন নি। এখন আপনি আবার চলে গেলে আমি কিন্তু আবার আপনার খোঁজ করবো। যদিও জানি আপনি উত্তর দেওয়ার চেয়ে পোস্ট দিতে পছন্দ করেন।
ব্লগারদের ধরে রাখার দায়িত্ব ব্লগারদের। সামহোয়্যারইন ব্লগের না। - এই কথাটি আমার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব সব সময় কিছু একটা ভেবে বের করার চেষ্টা করেন; উনার রম্য খারাপ হয়নি।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঠাকুর ভাই
আপনি এখানে মন্তব্য করে বিজ্ঞতার পরিচয়
দিয়েছেন তবে অ্ন্য কারো পোস্টে না দিলে উত্তম হতো।
ব্লগে লেখা কমে যাচ্ছে তাই আলাদা পোস্ট !
কাভা ভাই আমার অর্ন্তধানেন কারন জানিয়ে ছিলেন।
নেট না থাকর কারনে আপনাদের মন্তব্যের উত্তর
দেওয়া সম্ভব হয়নি জানিয়ে ক্ষমা পার্থনা করেছিলাম।
আশা করি অোসৗজনতা হয়নি।
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: গত দশ বছরে প্রায় দশ হাজার ব্লগার রাগ-অভিমান করে চলে গেছেন। এটা দুঃখজনক।
এভাবে চললে একসময় দেখা যাবে সামুতে শুধু আপনি আর আমি টিকে আছি। আপনি রাজা আমি মন্ত্রী।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
অভিমান করে ব্লগ থেকে চলে যাবার মতো ঘটনা মোটামুটি বিরল; অনেকেই নিজের থেকে রেগে যান; সম্প্রতি ব্লগার কসমিক রোহানকে দেখলাম আপনা-আপনি রেগেমেগে কি এক পোষ্ট দিয়ে ছিলেন; বাংগালীরা নিজে রাগে গেলে তা বুঝতে সময় লাগে।
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: সম্প্রতি আমি একটা লেখা পোষ্ট করেছি সামুতে ''বকুল আমি দুঃখিত''।
অল্প ক'টা মন্তব্য এসেছে। এই লেখাটাই ফেসবুকে একটা গ্রুপে পোষ্ট করেছি। সেখানে লাইক এসেছে তেরো শ'র বেশী। মন্তব্য এসেছে সাত শ'র বেশী।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুক বড়, ফেইসবুকের পাঠক নিয়ে আমি এখনো বেশী উৎসাহী নই। আমার নিজের ফেইসবুক একাউন্ট নেই, আমার স্ত্রীর আছে; ফেইসবুকের কমেন্ট এমন এক লেভেলে থাকে, উহা খুব একটা কাজে লাগে বলে মনে হয় না।
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: অনল চৌধুরী আমার সাথে ফেসবুকে থাকলে তাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতাম। উনি আমার সাথে ফেসবুকে নাই।
নুরু সাহেবও ব্লগ থেকে চলে যাবেন হয়তো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব ব্লগ ছেড়ে যাবেন না, উনি মানুষের সাথে থাকতে ভালোবাসেন।
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৫
রামিসা রোজা বলেছেন:
অনল চৌধুরী নিশ্চয়ই ব্লগে ফিরবেন এই আশা রাখি ।
আর আমিও আজকের পোষ্টে (+) প্লাস দিয়েছি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ।
১ম নোটীশ হজম করতে উনার সময় বেশী লেগে যাচ্ছে, উনার বাসায় মনে হয় জিন্জার এ্যাইল নেই।
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: আমার মনে হয় উনার বগ্লের প্রতি এবং বগ্লার প্রতি আন্তরিকতা কম। এখানে আলোচনা সমালোচনা হবেই তা সহ্য করার ক্ষমতা থাকা চাই। সত্য কথা হলো আপনার সেটা আছে এবং দুরে থাকা বগ্লার খোজ করেন। ধন্যবাদ আপনাকে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ১ নোটীশে উনার যেই অবস্হা, জেনারেল হলে উনি নিজের বাড়ী ত্যাগ করবেন, মনে হয়।
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: উনি কতদিন আগে লিখতেন...?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
উনি গতমাসেও লিখেছন; ঘোষণা দিয়েছিলেন গত মাসে, শীতল হতে সময় বেশী লেগে যাচ্ছে।
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস এই পোষ্ট দেখলে অনল চৌধুরী ফিরে আসবেন।
অনল সাহেব সম্ভবত আমার প্রতিবেশী।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমি ঢাকা টিক মতো চিনি না, উনি শান্তি নগর, কিংবা অশান্তি নগর এলাকায় থাকেন।
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯
এম ডি মুসা বলেছেন: ফিরে আসা উচিত, অনল চৌধুরী
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
উনি কথা বলতে ভালোবাসেন, অবশ্যই ফিরে আসবেন।
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২
নতুন বলেছেন: চৌধুরী সাহেব আমাকে ব্লক করেছেন তার ব্লগ থেকে
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি নিশ্চয় পেট্রোল ঢেলেছেন।
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই চিন্তার বিষয়।
আপনি ওনাকে সজল চৌধুরী নাম দিতে পারেন ।
এই নামটা আগুনের কিছুটা বিপরীত হলেও হতে পারে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
উনার নিক বদলানোর সময় হয়েছে।
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৯
মেহেদি_হাসান. বলেছেন: অনল চৌধুরী ফিরে আসুক।
ব্লগ কিন্তু জমে উঠেছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
ব্লগ ঘুমায়ে পড়লে, মাঝে মাঝে ঘন্টি বাজাতে হয়।
৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯
রানার ব্লগ বলেছেন: হ্যা নীল আকাশ ব্যাচারা একা হয়ে গেছে উনি এসে তার একাকিত্ব ঘুচিয়ে দিক।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
নীল আকাশ ইন্জিনিয়ার(?) মানুষ, সাহিত্যে নাকি ভালো; প্রায়ই দেখি কবি, লেখকদের লেখা ঠিক করে দেয়ার চেষ্টা করছেন!
৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৩
পুলক ঢালী বলেছেন: কেউ ব্লগ ছেড়ে চলে যেতে চাইলে চুপচাপ চলে যাওয়াই তো ভাল কিন্তু এমন জানান দিয়ে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার মনঃস্তাত্বিক কারন কি হতে পারে ?
নিজের বাজার দর যাচাই ?
অন্যের সহানুভূি আকর্ষন ?
অন্যদের ব্লগ ছেড়ে না যাওয়ার অনুরোধের প্রত্যাশা ?
নিজের অহমিকা প্রকাশ ?
ঠিক বুঝতে পারছিনা কোনটা?
আমেরিকা নামটি শুনলেও তিনি তেলেবেগুনে জ্বলে উঠেন কারনটা কি জানিনা।
তিনি নিজের বেশী বয়স উল্লেখ করে শ্রদ্ধা প্রত্যাশা করছেন, এটা ভার্চুয়াল জগতের সাথে যায়না।
এই জগতে বয়স কোন ফ্যাক্টর নয়। বয়সে তিনি আপনার সমবয়সী হতে পারেন।
ওনার প্রকাশ ভঙ্গীতে মাষ্টারী আর অহংকার লুকিয়ে থাকে।
কাভা ভাইকে যেভাবে নিয়েছেন তাতেও অহমিকার প্রকাশ ঘটেছে।
আয়না পুতুলের (মিরর ডল) সাথে কি হয়েছে জানিনা, কিন্তু মেয়েটি/মহিলাটি (তার নাতীপুতির বয়স অবশ্য জানা নেই ) খুবই সংবেদনশীল, প্রকৃতি প্রেমী, গান পাগল মানুষ। এমন মানুষ যদি ক্ষেপে যায় তাহলে ধরে নিতে হবে তিনি কারো মাতব্বরী,পান্ডিত্যের বাড়াবাড়ি বা অহমিকার শিকার হয়েছেন।
আপনার পোষ্টে কমেন্ট খরা তেমন চোখে পড়েনা।
কাভা ভাই ওনার গাইড লাইন পোষ্টে মন্তব্য পোষ্ট দিতে বলেছেন বলে মনে হচ্ছে, অর্থাৎ ফেসবুকিয় স্টাইলকে সমর্থন করে ব্লগের উত্তোরন ঘটাতে চেয়েছেন বলে মনে হয়। এতে অনুপ্রানিত হয়ে আমি আপনাকে টার্গেট করে একটা মন্তব্য পোষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু শত চেষ্টা করেও ব্লগের ধারাটাকে ভাঙ্গতে পারিনি বলে পোষ্ট দেওয়া হয়নি।
মন্তব্যটি ছিলো: মায়ানমারে অভ্যুত্থান সম্পর্কে আপনার কোন পোষ্ট নেই কেন ?
আমার (বায়বীয়/কাল্পনিক) ধারনা: চীন মায়ানমারে ব্যাপক বিনিয়োগ করেছে, আরো করবে।
বর্তমানে ইউরোপ, আমেরিকা, রাশিয়া করোনার কারনে কর্মসংস্থান ও অর্থনৈতিক সংকটে আছে, তাদের প্রবৃদ্ধি ঋনাত্বক। পক্ষান্তরে চীন তাদের দেশে স্থাপিত বিদেশী কোম্পানগুলো কিনে নিয়ে আরো শক্তাশালী হয়েছে (বিদেশী কোম্পানী গুলি লস ঠেকাবার জন্য অর্ধেক দামে তাদের প্রতিষ্ঠান চীনের কাছে বিক্রী করে পাততারী গুটিয়ে স্বদেশে ফিরে গেছে চীন ঐসব প্রতিষ্ঠান চালু রাখার কারনে নাগরিকদের কর্মসংস্থানের অভাব ঘটেনি)।
এমতাবস্থায় পশ্চমাপন্থী গনতন্ত্রের ধ্বজাধারী সরকার ক্ষমতায় থাকলে চীন তার বিনিয়োগ নিয়ে অস্বস্তিতে থাকতে পারে।রোহিঙ্গাদের সম্ভাব্য ফিরে যাওয়ার সম্ভাবনাও একটি কারন হতে পারে। কারন ঐ এলাকায় চীনের বিশাল বিনিয়োগ রয়েছে, তাই বিশ্ব-শক্তির নিক্তির অসাম্যতার সুযোগ নিয়ে চীনের স্বার্থ ও একই সাথে আর্মীদের স্বার্থ সংরক্ষনের জন্য মায়ানমারে অভ্যুত্থান ঘটানো হয়েছে ধারনা হয় ।
এখন উভ্যুত্থান বিরোধী কিছু আন্দোলন চোখে পড়ছে যা পশ্চীমাদের মদদপুষ্ট বলে মনে হতে পারে।
এ ব্যাপারে আপনার একটা এনালাইটিক্যাল পোষ্ট আশা করেছিলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
বার্মার পুরো অর্থনীতি এখন চীনের কন্ট্রোলে; মিলিটারীর লোকেরা বার্মার সম্পদের হিসেবও বুঝে না; ফলে, চীন মিলিটারীকে কিনে, বার্মার অর্থনীতি দখল করে নিয়েছে। চীন সরকার উইঘুরদের ধ্বংশ করে, তাদেরকে জেলে আটকায়ে কাজ করাচ্ছে; ফলে, মুসলিম রোহিংগাদের তাড়ানোতে চীনের হাত আছে।
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: হ্যা উনি আমাকে বলেছিলেন- উনি শান্তিনগর থাকেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
এখন উহা শান্তিনগর নামে পরিচিত?
৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৬
সোহানাজোহা বলেছেন: মিরোরডডল বলেছেন: ও কিছু না । একটু ভং ধরেছে । যায়নিতো ব্লগে আছে । - তার মানে কি চলে যাওয়া উচিত ছিলো?
মাঝে মাঝে মধ্য রাতের অন্ধকারে এসে ওনার পোষ্টের কমেন্ট রিপ্লাই করে যায় । - নিষেধ আছে!
আহা বেচারা ! সত্যিই মায়া লাগে । - কেনো মায়া লাগে? আমরা জানতে পারি কি? যেহেতু খোলা ব্লগে লিখছেন আমাদের জানার অধিকার আছে।
মজার ব্যাপার হচ্ছে আমাকে ব্লক করে রেখেছে তাই আমি ওনার লাস্ট পোষ্টে লিখিনি তবে এটা জানি উনি চেয়েছিলেন আমাকে ব্যান করা হোক । তাই আমি এখন এমন একটা কমেন্ট লিখছি এডমিন মাস্ট আমাকে ব্যান করবেন নীতি বহির্ভূত কমেন্টের জন্য, দেন হি উইল কাম লাইক আ উইনার । আফটার অল আপনারা ওনাকে এতো মিস করছেন । সহব্লগারদের জন্য না হয় এটুকু করলাম - উনাকে মিস করা বড় অন্যায় হয়েছে মনে হচ্ছে!
একটা ছোট্ট গল্প । আমার এক পরিচিত মা মেয়ের কনভারসেশন ।
মা : মামনি পাকামো করোনা
মেয়ে : পাকামো কি আম্মু?
মা : ছোটরা যখন বড়দের মতো আচরণ করে
মেয়ে : আর যখন বড়রা ছোটদের মতো আচরণ করে ওটাকে কি বলে আম্মু ?
মা : ওটাকে বলে ন্যাকামো ।
মেয়ে : ও খালামনি কি তাহলে ন্যাকামো করে !
আমাদের শ্রদ্ধেয় ব্লগার একটু শিশুতোষ আচরণ করছেন । ওটা ঠিক হয়ে যাবে । নিজেকে যদিও ক্লেইম করেন উনি নাকি অনেক বয়স্ক । উনি বলেছেন ৯০স ব্যাচ তাহলে আরাউন্ড মিড ফোরটি হবার কথা । দেট মিন্স কোয়াইট ইয়াং এন্ড ড্যাশিং । নিজেকে কেনো বৃদ্ধ মনে করেন । তার মানে কি চিন্তা চেতনায় ? আই নো হিজ আনসার । উনি বলবেন অভিজ্ঞতায় । তাই যদি হবে তাহলে কেন এই ন্যাকামো Oops! স্যরি শিশুসুলভ আচরণ - এ দুটি শব্দ খুবই দৃষ্টিকটু
খেলাঘর তাকে শিশু নামে ডাকতে পারে । it suits him best. - খেলাঘর কে? খেলাঘর নিকের সময় আপনি সামু ব্লগের নাম শুনেছেন বলেও বিশ্বাস হয় না। ইয়াং এন্ড ড্যাশিং এ জন্যই কি তার সাথে এতো এতো ঝামেলা! আফসোস কাজতো হলো না, তিনি সম্ভবত ইউটিউবের গান পাগল না, তার জন্য সরাসরি গান ধরে চেষ্টা করতে পারেন
ট্রাম্প চলে গেছে, এমনিতেই বিনোদনের এতো অভাব এখন, উনিও যদি ব্লগ ছেড়ে যায় তাহলে কিভাবে কি হবে !!!
ব্লগে ওনার পদার্পণ চরম বিনোদন । ব্যান খেলে না হয় ভিজিটর হয়ে ওনার কমেন্ট গুলো পড়বো । তাওতো হাসতে পারবো - জনাব অনল চৌধুরী আর যাইহোক উনি তার নিজের লেখা দিয়ে তাহলে ব্লগারদের বিনোদন দিতে পারছেন! ইউটিউবের গান কপি করে বিনোদিত করছেন না।
এটা পড়ে ওনার ব্রহ্মতালু জলে উঠবে, এরজন্য কিন্তু উনি একটুও দায়ী না । এটা ওনার নামের প্রভাব ।
যতক্ষণ উনি না আসে এই মন্তব্য যেন ডিলিট না হয়, এটার রিপ্লাই দিতেও ওনার আসা উচিৎ ।
তারপর না হয় এডমিন যা সিদ্ধান্ত নেয়, আই’ল হ্যাপি টু এক্সসেপ্ট - উনাকে রাগিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টার ত্রুটি রাখেননি।
যাইহোক, কমেন্ট অনেক বড় হয়ে যাচ্ছে । শেষ করবো । আমিতো ভাবতাম পোষ্ট দেখে হি ইজ আওয়ার উড বি লিডার । দেশ রক্ষার জন্য কতো যে পোষ্ট, জাতির সবাই খারাপ (অবশ্যই উনি ছাড়া) । কিন্তু আমার মতো অতি সাধারণ নাদান একটা মেয়ের অনলাইনের একটা কমেন্ট যে হ্যান্ডেল করতে পারেনা, সে কেমন করে এতো বড় একটা দেশ জাতি হ্যান্ডেল করবে !!!আমি চিন্তিত ! - আপনার কমেন্ট কেনো হ্যান্ডেল করতে হবে? আপনি ব্লগে অনল চৌধুরীর মতো লেখা উপহার দিন আমরা পড়ি, আপনার এমন একটি অন্তত একটি লেখা আছে পড়ার মতো! গানগুলো ইউটিউব থেকে নেওয়া।
বেদনাদায়ক বিষয় আপনি অনল চৌধুরীকে রাগানোর চেষ্টা করেছেন শেষমেশ বুড়া ধারী এক বিড়ালের ছবিও দিয়েছেন যার চোখ মায়া হাজারিকা আর সুমিতা দেবীর মতো পিট পিট করছে তাতেও কাজের কাজ কিছুই হলো না। আফসোস! আপনার “ন্যাকামো Oops!” দুটি শব্দ সত্যি সত্যি ব্লগের জন্য সকল ব্লগারদের জন্য অপমানজনক।
পুলক ঢালী বলেছেন: নাতীপুতির বয়স অবশ্য জানা নেই ) খুবই সংবেদনশীল, প্রকৃতি প্রেমী, গান পাগল মানুষ।
- ইউটিউবে বাপ দাদার আমলের গান যার পছন্দ! তার বয়স কতো হতে পারে বলে ধারণা করছেন?
সবাই ভালো থাকুন। ধন্যবাদ। ব্লগ আজ অন্তত অনল চৌধুরীর নামে জমে উঠেছে - জয় অনল চৌধুরী।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনার পড়ালেখার কি অবস্হা, শেষ, নাকি এখনো চলছে?
ব্লগ মাঝে মাঝে বেশী শ্লো হয়ে যায়; আমি দেখছি, কি ধরণের লেখায় বেশীরভাগ ব্লগার সহজেই অংশ নিতে পারেন।
আপনি ভালো থাকুন, সম্ভব হলে টিকা নেন।
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৩
নূর আলম হিরণ বলেছেন: উনি ফিরে আসবেন নিশ্চয়ই। ব্লগাররা উনাকে মিস করেছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
উনি ব্লগে আছেন, অসহযোগ আন্দোলন করছেন।
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনার কাছে গেশটিকের ঔষধ হবে?
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা মনে রাখতে পারেন, সেই রকম একটা নিক পেলেন না?
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩
অনল চৌধুরী বলেছেন: You have bled with wallace now bled with me
হলিউডের বিদ্রুপাত্মক,বর্ণবাদ ও আগ্রাসনবিরোধী চলচ্চিত্র-৩
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
এই মুভি দেখতে আমার অনেক সময় লাগবে।
আপনি ভালো আছেন, আশেপাশে করোনা আছে?
লিখুন।
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫
স্থিতধী বলেছেন: চাঁদগাজী সাহেব, আপনি যে এক কামেল ইনসান তা আরেকবার প্রমাণ হল, আপনি অন্তত অনল সাহেবকে ডেকে এনে আপনার পোস্টে আরেকবার কমেন্ট করাতে পারলেন!! এখন দেখা যাক উনি আবার ব্লগে লেখা শুরু করেন কিনা!
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগার অনল চৌধুরী অনেক কিছু দেখেছেন; যা দেখেছেন, সেগুলো সঠিকভাবে বলতে পারলে, নতুন ব্লগারেরা উপকৃত হওয়ার কথা। তবে, মাত্র ১ নোটীশে যদি ঘর ভেংগে যায়, ব্লগিং করবেন কিভাবে?
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩
স্থিতধী বলেছেন: বাই দা ওয়ে, ব্লগার রাশিয়া এখন ব্লগার এমেরিকা হয়ে গেছেন। এতো শক্তিশালী দেশের নিক যখন নিয়েছেন তখন আর সমস্যাতে পরবেন না মনে হয়। তবু কোন ঝামেলা হলে আমি ওনাকে বলে রেখেছি যে এবার " ইজরায়েল" আর " চায়না" নামের নিক অগ্রিম বুক করে রাখতে। উনি আবার ব্লগার এ আর ১৫ আর আপনার সমবয়সী নুরুল ইসলা০ কত কত যেনো সাহেবের উপর গোস্বা। বলেছেন যে যতদিন এনাদের ধর্ম নিয়ে মন্তব্য/ পোস্ট ইনি ব্লগে দেখবেন ততদিন তিনি প্রয়োজনে পুনর্জন্ম নিয়ে নিয়ে ব্লগে ফিরে আসবেন। অনেক ডেডিকেটেড এক ব্লগার!
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
বৌদ্ধ ও হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাস করেন।
ব্লগার রাশিয়ার মাথায় কিছু নেই, নতুন নিক উনাকে সাহায্য করবে না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগার অনল চৌধুরী সামুতে ফিরে আসুন এই কামনা করি।
আজকে দেখলাম একজন কার্টুনিস্ট এবং লেখকসহ কয়েকজনকে ডিজিটাল আইনের মামলায় অভিযুক্ত করে ডান্ডাবেড়ি পরানোর আঞ্জাম করা হচ্ছে। এই সকল তামাশার কারণে এমনিতেই মানুষ নিজের মতামত প্রকাশে ভয় পায়। এই অবস্থায় একজন একটিভ ব্লগারের প্রস্থান কিছুতেই কাম্য নয়।