নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৩য় বিশ্বের অশিক্ষিত মানুষ মিলিটারীকেই বেশী পছন্দ করে আসছিলো

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১



পাকিস্তান, বাংলাদেশ, বার্মা ও মিশরে আজো মা-বাবা মেয়ের বর হিসেবে প্রধান্য দেন মিলিটারী অফিসারকে। ১৯৬২ সালে, বার্মায় যখন মিলিটারী ক্ষমতা দখল করেছিলো, শতকরা ৭০ ভাগের বেশী মানুষ মিলিটারী সরকারের পক্ষে ছিলো; আজকে, শতকরা ৭০ ভাগ ভোট পেয়েও সু কি মিলিটারীর হাতে আটক হয়ে বসে আছে। এখন জেনারেল সিসি মিশরে খুবই জনপ্রিয় মানুষ। পাকিস্তানের লোকেরা ইউনিভার্সিটির পিএইচডি বরের সাথে মেয়ে বিয়ে না দিয়ে, নন-কমিশন মিলিটারী সদস্যের কাছে মেয়ে বিয়ে দিতে স্বাচ্ছন্দ বোধ করে।

বাংলাদেশেও ইহার ব্যতিক্রম ঘটেনি; জেনারেল জিয়া যখন ক্ষমতা দখল করেছিলো, সে খুবই পপুলার ব্যক্তি হয়ে গিয়েছিলো; মানুষ হুমড়ি খেয়ে পড়ে একবার উনার সাথে হ্যান্ডসেক করতে চেয়েছিলো; এসব মানুষ কি জানতেন, এই লোকটার কারণেই আমাাদের যুদ্ধাকালীন প্রাইম মিনিষ্টার, তাজউদ্দিন সাহেব প্রাণ হারায়েছিলেন? আজক দেশের কি পরিমাণ মানুষ তাজউদ্দিন সাহেবের ভুমিকা জানেন? আমি ব্লগে উনার উপর পোষ্ট আসতে কখনো দেখি না; নুরু সাহেব বছরে উনার উপর ২টা পোষ্ট দেন, তেমন কেহ কমেন্ট করেন না, আমি উনার পোষ্টে গিয়ে তাজউদ্দিন সাহেবকে কিছুক্ষণ গালাগালি করে আসি।

আজকে কতজন বাংগালী জানে, জেনারেল জিয়া ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছিলো? যেইলোক মুক্তিযোদ্ধা সৈনিকদের ফাঁসী দিয়েছিলো, তাকে নেতা যারা বলছে, তারা আমাদের ভালো জন্য ভালো কিছু করার মতো চিন্তাশীল মানুষ?

জেনারেল এরশাদ যখন বিচারপতি সাত্তার থেকে ক্ষমতা কেড়ে নেয়, সেদিন আওয়ামী বেকুবেরা খুশীতে আটকানা, বিএনপি ক্ষমতা হারায়েছে! তখনো বেকুবেরা বুঝতে পারেনি যে, মিলিটারী ২ ভাগ বিভক্ত হয়েছে, এখানে কোন সুখবর নেই, আনন্দের কিছু নেই।

যারা বাংলাদেশে জিয়ার মিলিটারী সরকারকে সমর্থন দিয়েছে, তারা কিন্তু পাকিস্তানী আমলে আইয়ুব খানকেও সমর্থন করেছে; সাধারণ বাংগালীরা যখন আইয়ুব খানের বিপক্ষে ক্রমাগতভাবে আন্দোলন করে যাচ্ছিলো, বাংগালীদের একাংশ খুবই শক্তভাবে আইয়ুব খানকে সাপোর্ট করে আসছিলো; এরাই পরে আমাদের মুক্তিযু্দ্ধের বিরোধীতা করেছে, এদেরই একাংশ আমাদের মুক্তিবাহিনীর বিপক্ষ বুদ্ধ করে পরাজিত হয়েছিলো।

মিলিটারী অফিসারেরা কোন দেশকে ভালোর দিকে নিতে পারেনি, তারা রাজনীতি বুঝে না, তারা সাধারণ মানুষের অধিকার নিয়ে মাথা ঘামায় না; এবং ৩য় বিশ্বের মিলিটারী সব সময় আমেরিকান ক্যাপিটেলিজমের সমর্থন পেয়ে এসেছে। আমাদের দেশের মিলিটারীকে ক্ষমতায় এনেছিলো আমেরিকার সিআইএ ও পাকিস্তান সরকার মিলে। আজকে বাংলাদেশে যেই বিশৃংখলা ও ভয়ংকর অর্থনীতি দেখছেন, এগুলোর বীজ বপন করে গেছে জেনারেল জিয়া ও এরশাদ। জেনারেল জিয়া ও এরশাদ যদি রাজনীতিবিদদের হত্যা না করতো, তাদের থেকে ক্ষমতা কেড়ে না নিতো, বেগম জিয়া বা শেখ হাসিনার মতো অদক্ষ লোকজন কখনো এই দেশের ক্ষমতায় আসতে পারতো না, দেশের অবস্হা এই রকম ভয়ংকর হতো না।


মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: গনতন্ত্র আমাদের মতন কম শিক্ষিত এবং বেশি পন্ডিতের দেশে গনতন্ত্র চলে না।

আমাদের দেশে ভালো একনায়ক দরকার।

বিশ্বে অনেক দেশেই ভালো এক নায়ক ছিলেন এবং তারা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছেন।

একটা কথা আছে প্রচলিত।

পন্ডিতে বোঝে আকারে ইঙ্গিতে মূর্খে বোঝে গুতায়।

তেমনি মুর্খের দেশে গনতন্ত্র চলবেনা। এখানে পরিবারতন্ত্র হয়ে গেছে গনতন্ত্র।

খালেদা হাছিনা আজীবন দলের চেয়ারম্যান এবং তাদের কথাই দলের আইন।

এই জন্যই জনগন আর্মির ডিসিপ্লিন মানুষকে পছন্দ করে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



মন খারাপ করবেন না, এগুলো ভুল ধারণা। থাইল্যান্ড, মালয়েশিয়া বা ভিয়েতনামের মানুষজন ১৯৭০ সালের দিকে আমাদের চেয়ে বেশী শিক্ষিত ছিলো না; ওদের ভাবনাচিন্তা ভালো ছিলো, পড়ালেখার মুল্য ছিলো, ওরা গণতন্ত্রকে সন্মান করে আসছিলো, আজকে ভালো আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের সাথে পাকিস্তান ও বার্মার মানউষের কিছুটা মিল আছে; দেখেন, মিলিটারী ওদেরকে কোথায় নিয়ে গেছে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশের সামরিক বাহিনী আবারো বলির পাঁঠা হিসেবে আসবে বলে মনে হয় ।
সামরিক বাহিনীরা মাথামোটা জেনারেলরা কখনো দেশ চালানোর জন্য উপযুক্ত না ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



সেনাবাহিনী তাজুদ্দিন সাহেবকে হ্ত্যা করলো; জামাত-শিবির ও বিএনপি'র লোকেদের জন্য এটাই আনন্দের বিষয়।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

ডার্ক ম্যান বলেছেন: অতীতের ভুল তারা আর করতে আগ্রহী নয় বলে আমার ধারণা । তবে কোন উচ্চাভিলাষী কর্মকর্তার এই ধরণের অপ্রয়াস বড় ধরণের বিপর্যয় ডেকে আনতে পারে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজে ডেকে না আনলে, মিলিটারী আসবে না। তবে, উনার সরে যাবার সময় হলে বুঝা যাবে, দেশের ভবিষ্যত কি! উনি দেশকে এমন খারাপ অবস্হায় রাখে যেতে পারেন, যা ভাবতেও ভয় লাগে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪

ডার্ক ম্যান বলেছেন: টাইপো , অপপ্রয়াস হবে ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০

নতুন বলেছেন: মন খারাপ করবেন না, এগুলো ভুল ধারণা। থাইল্যান্ড, মালয়েশিয়া বা ভিয়েতনামের মানুষজন ১৯৭০ সালের দিকে আমাদের চেয়ে বেশী শিক্ষিত ছিলো না; ওদের ভাবনাচিন্তা ভালো ছিলো, পড়ালেখার মুল্য ছিলো, ওরা গণতন্ত্রকে সন্মান করে আসছিলো, আজকে ভালো আছে।

আমাদের দেশের মানুসের সাথে পাকিস্থান, ভারতের মানুসের ভাবনার মিল আছে।

থাইল্যান্ড, ভিয়েতনামে মানুষের চেহারা দেখতে একই রকমের তাদের ভাবনাও কাছা কাছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারের লোকজন নিজেরা সঠিক মতো "৮ ঘন্টা" কাজ করে না; এরা কাজের মুল্য, পরিবারের আয়, বেকারত্বের ক্ষতিকর দিক বুঝে না; সরকারে গড়ে লাখ'খানেক পোষ্ট খালি থাকে, মানুষকে চাকুরী দেয় না; এগুলো আমাদের মানুষদের ভাবনাশক্তির ঘাটতির জন্য ঘটে আসছে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

ডার্ক ম্যান বলেছেন: চীন তার ভারত ঘেরাও উদ্দেশ্য সাধনের জন্য বার্মার মত এখানেও সেনাবাহিনীকে লেলিয়ে দিতে পারে । তবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিনের জন্য আর সামরিক শাসন বরদাশত করবে না। ভাল হক মন্দ হক, আওয়ামীলীগের বিকল্প এখনো তৈরি হয় নি এই দেশে ।
আর ভারত কোনভাবেই বাংলাদেশের নিয়ন্ত্রণ ছাড়বে না। বিএনপি-জামাত-রাজাকারের জন্য অদূর ভবিষ্যতে সুসংবাদ নাই ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে শেখ হাসিনা এমন যায়গায় নিয়ে গেছে যে, ইহাকে রাজনৈতিক দল বলা যায় না; এমন কি দলের সবচেয়ে গুরুত্বপুর্ণ পদে নিযুক্তি উনি একা দেন, বাকীরা ভয়ে মুখ খোলে না।

আসলে, জামাত-বিএনপি নেতৃত্বে যারা আছে, তারা বেকুবের হাড্ডি

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

জহিরুল ইসলাম কক্স বলেছেন: নেতা বা জনগণ, বাংলাদেশে সবার মধ্যেই নিজের কথা না ভেবে দেশের কথা ভাববে এমন ব্যাক্তিত্বের বড়ই অভাব।তবে ভালো লিখেছেন। আপনার নিরপেক্ষ লেখা খুব কম দেখেছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের মাঝে মৌলিক কিছু মুল্যবোধ কোনকালে ছিলো না: কোন সরকারী চাকুরে "৮ ঘন্টা সরকারী কাজ করে না; কাজে উপস্হিত থাকলেও নিজের ও পরিবারের জন্য কাজ করে"। মিলিটারীর অফিসারেরা দেশরক্ষার কাজ না করে, দেশের ক্ষমতা কন্ট্রোলের চেষ্টা করে; শিক্ষকেরা না পড়ায়ে বেতন নিতে চায়, টিউশানী করতে চায়; ছাত্ররা বই না খুলে জিপিএ-৫ চায়; মানুষ কাজে গিয়ে আড্ডা জমায়, কাজ করতে চায় না।

একজন মানুষ ভালো পজিশনে থাকলে, অন্য পরিবারের লোকজনকে চাকুরী দিতে চাহে না; এক পরিবার অন্য পরিবারের বাচ্চারা পড়ালেখায় ভালো করুক, সেটা চাহে না।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

শাহ আজিজ বলেছেন: দেখছি আর শুনছি । আপাতত সুখ নেই আমাদের কপালে -------------------

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি; ভালো নেই তারা, যারা বউ ফেলে আরব গিয়ে দাস হয়েছে, ভুমধ্যসাগরে ডুবে মরেছে, মালয়েশিয়ার জেলে আছে, যারা দেশে চাকুরী করে নিজের বেতনে চলতে পারে না, যারা নিজের অসুস্হ বাচ্চার চিকিৎসা করাতে পারে না।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

ইলি বলেছেন: আজ ও বাত কিউ পুছতে হো, আজ ও বাত কিউ পুছতে হো...। যো বাতানেকে কাবিল নেহি হে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:




আমি হিন্দি, উর্দুর কিছুই বুঝি না।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশের মানুষ ধর্মপ্রান।তারা বাম পন্থার চেয়ে ভালবাসে ডান পন্থাকে,আর ডান পন্থার ভাল রাজনৈতিক দল না থাকার কারনে তারা মিলিটারীকেই ভরসার স্থান মনে করে।তবে জনসমর্থন মিলিটারীর বেশি নেই,বেশি আছে শক্তি।
দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভাল এবং জনপ্রিয় দল,তারাই ক্ষমতায় আছেন।জনগনের আর কি করনীয় আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ এখন ভালো রাজনৈতিক দল নয়, শেখ হাসিনা ও প্রশাসন মিলে দেশকে কলোনীর মতো চালচ্ছে; অন্যেরা, জামাত-বিএনপি ও হেফাজত ধরণের লোকজন আরো ভয়ংকরভাবে বুদ্ধিহীন।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১

স্প্যানকড বলেছেন: দেশের মানুষ এইটা খুব ভালা খায় " মাছের রাজা ইলিশ, জামাই রাজা আর্মি, পুলিশ! " রাইফেল জিয়া তো সেইরম মাল! তাহের থেকে শুরু করে বহু মুক্তিকামী স্বাধীনচেতা মানব এর হত্যাকারী।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



কিন্তু অনেক বাংগালীর বীর হচ্ছ জিয়া ও এরশাদ

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রশ্নপত্র ফাঁস এবং অবশেষে অটো পাস এই সব জেনারেশন এর সদস্যদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা বোকামি ।

বাংলাদেশের দুর্নীতির লালন পালন চলতেই থাকবে ।

মানুষ তাদের প্রত্যাশা করতেই থাকবেন।

কাজের কাজ কিছুই হবে না।

জয় বাংলা!

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৭

রানার ব্লগ বলেছেন: মাস গেলে রেশান পান, চিকিৎসা নিরাপত্তা ও বাসস্থান শিক্ষা নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্য বড় হিসেবে জনপ্রিয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



তা ঠিক, দরিদ্র দেশে এগুলোও বিষয়। কিন্তু দেশ চালানোর মতো জ্ঞান মিলিটারীর নেই।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

আমি সাজিদ বলেছেন: দাদা ইদি আমিনের অনেক ফ্যান ফলোয়ার ছিল৷ কাহিনী জানেন নাকি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


সব দেশে কিছু মিলিটারীর কিছু ফ্যান থাকে; বাংলাদেশ ও পাকিস্তানে বেশী।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

আমি সাজিদ বলেছেন: আমি তো মজা করে ইদি আমিন দাদার নাম নিলাম!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকায় এক সময় সব দেশেই মিলিটারী ছিলো; বাংলাদেশে মিলিটারীর এত সমর্থক ছিলো ও আছে যে, জাতির মগজ আছে বলাই মুশকিল।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১০

রাজীব নুর বলেছেন: মিলিটারীরা ক্ষমতায় থাকলে যতটা সুখ সুবিধা পেতো, তারা এখনও সেই সুখ সুবিধা ভোগ করছে। তাই তারা চুপ করে আছে।
ঢাকা শহরে শুধু মাত্র সেনাবাহিনী, নৌ বাহিনী আর বিমান বাহিনীরাই ভালো আছে। রাজার হালে আছে।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৭

অনল চৌধুরী বলেছেন: এরশাদ অধম কিন্ত উহা অপেক্ষা উত্তম কে?

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৩

বঙ্গদুলাল বলেছেন: সিআইএ,আইএসআই মিলে দাবার গুটি চালল,ইন্দিরা আর তাঁর গোয়েন্দারা কিছুই বুঝতে পারলো না?ইন্দিরা বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল? নাকি ইন্ডিয়া বুঝে উঠতেই পারেনি কীভাবে এসব নীল নকশা আঁকা হচ্ছিল?এই ঘটনায় ইন্ডিয়ার প্রতিক্রিয়াটা প্রকট মনে হয়নি আমার কাছে!

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৯

বঙ্গদুলাল বলেছেন: আচ্ছা,জেনারেল খালেদ মোশাররফ এর ক্যূ টা আমার কাছে অগোছালো মনে হয়েছে।উনি অন্য কোনো পদক্ষেপ নিতে পারতেন আরও গুছিয়ে?আপনার দৃষ্টিতে কেমন ছিল এটি? কর্ণেল তাহের কী করতে চেয়েছিল মূলত? নভেম্বরের এই সপ্তাহটি পুরোটাই গন্ডগোল মার্কা মনে হয়েছে আমার!কিছুই মেলাতে পারি না,তালগোল পেকে যায়।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৪

ডাব্বা বলেছেন: শেখ মুজিব, ভালো না
জিয়াউর রহমান, ভালো না।
এরশাদ, ভালো না।
খালেদা জিয়া, ভালো না।
শেখ হাসিনা, ভালো না।
তারেক রহমান, আস্তাগফিরুল্লাহ।
সজীব জয়, নাউযুবিল্লাহ।

আলহামদুলিল্লাহটা কে?

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে সেনাশাসন এসে গোটা রাজনৈতিক সিস্টেমের বারোটা বাজিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় অদক্ষ লোকজন বেসামরিক সরকারপ্রধান হয়ে গেছেন জনগণের আবেগকে পুঁজি করেই।

সেনাশাসন প্রবর্তনের মুলে জিয়া বা এরশাদগংদের চাইতেও বেশি ভূমিকা রেখেছে মিলিটারির উপর জনগণের আস্থার আধিক্য। বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই যেভাবে রাজনীতিবিদ,পুলিশ ও আমলা চক্র চরম দুর্নীতি ও অপশাসন করে জনগণের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছিলো, নিপীড়িত জনগণ বিভিন্ন সময়ে সেনাশাসনকে স্বাগত জানাতে মোটেই দ্বিধা করে নাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



'৭২, '৭৩, '৭৪ সাল, মাত্র ৩ বছরের মাঝেই মানুষ কেন শেখ সাহেব ও তাঁর সরকারের উপে আস্হা হারালো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.