নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ট্রাম্প থামাতে পারেনি, সামনে ভয়ংকর সমস্যা হবে। (সাময়িক )

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩



এই মহুর্তে আমেরিকান সিনেটের সেশন চলছে; আজকে ট্রাম্পের শাস্তি নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা ছিলো; কিন্তু ডেমোক্রেটরা কিছুক্ষণ আগে সাক্ষী ডাকার কথা তুলেছে; যদি সাক্ষী ডাকে আজকে আর ভোট হবে না। এখন যেভাবে আছে, ভোট হলে, ট্রাম্পকে শাস্তি দেয়ার পরিমাণ ভোট পাবার সম্ভাবনা নেই: দরকার ৬৭ ভোট (১০০ জন সিনেটর থেকে ৩ ভাগের ২ ভাগ )। সিনেটে বর্তমানে ৫০ জন ডেমোক্রেট, ৫০ জন রিপাবলিকান।

জানুয়ারী মাসেই ট্রাম্পকে ইমপিচ করেছিলো হাউজ অব রিপ্রেজেন্টেটিভস; কিন্তু সময়ের অভাবে উহাকে সিনেটে পাঠাতে পারেনি, ২০ই জানুয়ারী ছিলো ট্রাম্পের শেষদিন। ইমপিচ করার ক্ষমতা হলো হাউজ অব রিপ্রেজেন্টেটিভস'এর হাতে; আর,শাস্তি দেয়ার ভার হলো সিনেটের হাতে।

৬ই জানুয়ারী ট্রাম্পের লোকেরা যখন ক্যাপিটল ভবন ( পার্লামেন্ট ) আক্রমণ করেছিলো, সিনেটরেরাও আক্রান্ত হয়েছিলো; কিন্তু রিপাবলিকানরা ট্রাম্পের কাছে ও আমেরিকান ব্যবসায়ীদের হাতে আটকা আছে। ট্রাম্পকে শাস্তি দেয়ার পক্ষে যেসব রিপাবলিকান সিনেটরেরা ভোট দেবে, আগামী নির্বাচনে তারা ব্যবসায়ীদের ও ট্রাম্পের কোপানলে পড়বে। আমেরিকান সিনেটরেরা কি নিজের ভোটের জন্য অন্যায়কে মেনে নেয়ার কথা? দেখা যাচ্ছে, এই জেনারেশনের সিনেটরেরা তা মেনে নিচ্ছে, আমেরিকা ভয়ংকর সমস্যায় আছে।

ইমপিচমেন্ট বিল সিনেটে পাঠানোর পর, উহার উপর ভোট হয়েছে, ইহা নিয়ে সিনেটে আলাপ হবে কিনা; সেই ভোটের সময়, কমপক্ষে ১ জন রিপাবলিকান সিনেটরের ভোটের দরকার ছিলো, তখন ৬ জন সিনেটর ভোট দিয়েছে; এখন দরকার ১৭ ভোট; সিনেটের যেই অবস্হা, বুঝা যাচছে যে, ১৭ ভোট পাওয়া যাবে না। সিনেট যদি আজকে ট্রাম্পকে বিনা শাস্তিতে ছেড়ে দেয়, ট্রাম্প আগামীকাল থেকে গন্ডগোল শুরু করে দেবে।


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৮

কল্পদ্রুম বলেছেন: ট্রাম্পের বয়স হয়েছে৷এসব গন্ডোগোল করে তার কি লাভ হবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


তার জীবনটাই গন্ডগোল, বিলিওনিয়ার পরিবারের হওয়ায়, উহা মানুষ জানতে পারেনি; এখন উহা মানুষের ঘাঁড়ে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৬

আখেনাটেন বলেছেন: সিনেট যদি আজকে ট্রাম্পকে বিনা শাস্তিতে ছেড়ে দেয়, ট্রাম্প আগামীকাল থেকে গন্ডগোল শুরু করে দেবে। -- আমারও তাই মনে হয়। দেখা যাক.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



সেটাই করবে।
মুল ভোট পিছিয়ে গেছে; সিনেট সাক্ষী ডাকার পক্ষে ভোট দিয়েছে।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

আমি সাজিদ বলেছেন: আমেরিকা ভেঙ্গে যাক, কি বলেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ভাংগবে না; ক্যাপিটেলিজমের অসম অর্থনীতি মানুষের মাঝে ক্ষোভের সন্চার করেছে; সমস্যা হলো, নেতৃত্ব দখল করেছে এক দৈত্য।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমাজে যদি রেসিজম থাকে ,ট্রাম্প খুব একটা গুরত্ব পূর্ন বিষয় না। ট্রাম্প না করলে অন্যে সেটা ব্যবহার করবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



অর্থনৈতিক বৈষম্য ক্ষোভের সন্চার করেছে, উহা বিভিন্ন রূপে প্রকাশ হতে পারে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্প খুব একটা গুরত্ব পূর্ন বিষয় না।
................................................................
ট্রাম্পের শাস্তি না হলে , অসভ্য লোকের অত্যাচার বেড়ে যাবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



শাস্তি হয়নি, আমেরিকার আভ্যন্তরীণ অবস্হা হঠাৎ করে খারাপের দিকে চলে যেতে পারে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: ট্রাম্পের কপালে দুঃখ আছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



টরাম্পের কিছু হবে না; দেশের অবস্হা খারাপের দিকে যাবে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৪

অনল চৌধুরী বলেছেন: ৫ লাখ তো গেলো।
আর কতোগুলি মরবে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার একজন টোকাইও আপনার থেকে বেশী জ্ঞান রাখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.