নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে বাক-স্বাধীনতার অভাব বোধ করছেন জেনারেলের শিষ্যরা?

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬



বাংলাদেশে বাক-স্বাধীনতা নেই; ১৯৭৫ সালে, জেনারেল জিয়া ক্যু করে, শেখ সাহেবকে হত্যা করে দেশে সামরিক আইন দিয়েছিলো; সামরিক আইনের সময় বাক-স্বাধীনতা থাকে না; জেনারেল জিয়া যখন কৌশলে সামরিক শাসনকর্তা থেকে প্রেসিডেন্ট হলো, ব্যক্তি জিয়া কিন্তু বাদলাননি; উনার অধীনে যারা চাকুরী পেয়েছিলো, ডা: বদরুদ্দোজা থেকে বিচারপতি সাত্তার, ছাত্রনেতা রিজভী, সবাই জেনারেল জিয়াকে এত ভয় পেতো যে, তারা ভয়ে জিয়ার সমানে পড়তে চাইতো না; ফলে, তাদের বাকেরও দরকার হয়নি, স্বাধীনতারও দরকার হয়নি; তাদের দরকার ছিলো 'ডায়াপার'।

শেখ হাসিনার সময়েও বাক-স্বাধীনতা নেই; আমার এই স্টেইটমেন্টের পেছনে ব্লগার বিদ্রোহী ভৃগু'র কবিতা, কিংবা ব্লগার নীল আকাশের মন্তব্য কাজ করছে না; আমি দেখছি, যাদের বাক-স্বাধীনতার মুল্য আছে: এমপি'গণ, টিআইবি, মিডিয়া, মানবাধিকার কমিশন, বড় বড় প্রফেশানেল এসোসিয়েশনগুলো, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি শেখ হাসিনার সরকার ও প্রশাসনের কোন নীতির সমালোচনা করে না। আমার অবশ্য অন্য পর্যবেক্ষণও আছে: শেখ হাসিনার কলাগাছ এমপি'গুলোর আদৌ কোন বক্তব্য আছে কিনা! টিআইবি ( ট্টান্সপারেন্সী ইন্টারন্যাশনাল ) কি শেখ হাসিনার সরকার ও প্রশাসনকে চিন্তিত, নাকি বিদেশী কয়েক কোটী টাকা হস্তগত করতে ব্যস্ত? আর মিডিয়া? বাংলাদেশের মিডিয়াতে এমন কোন ব্যক্তিত্ব আছে, যাকে শেখ হাসিনা বা উনার লোকেরা গণ্য করে, কিংবা নাগরিকেরা সমীহ করেন? মানবাধিকারের লোকেরা নিজেদের চাকুরী টিকাতেই ব্যস্ত; ইউনিভার্সিটির লাল, নীল, সাদা শিয়ালগুলো কি আসলে প্রফেশানেল শিক্ষক যে, শেখ হাসিনা ওদেরকে ২ পয়সা মুল্য দেবে?

যাক, শেখ হাসিনা যদি সাধারণ মানুষকে মনের কথাগুলো বলতে দেন ও উনার কলাগাছগুলোর মাধ্যমে তাঁদেরকথাগুলো শুনেন, মানুষ থেকে উনি নিজেই বেশী উপকৃত হবেন; এখন উনার যেই অবস্হা, উনি ক্ষমতা থেকে সরে গেলে, স্বয়ং আওয়ামী লীগ উনাকে অনেক ব্যাপারেই দোষারোপ করবে; প্রথমই দোষারোপ করবে নির্বাচন নিয়ে, তারপে করবে দলে মাফিয়াদের স্হান দেয়ার জন্য, তারপর দোষারোপ করবে পার্লামেন্টে কলাগাছ রোপনের জন্য।

সাধারণ মানুষ যদি উনাকে গালিও দেয়, মানুষ উনাকে ফেলে দেবে না, উনার ইতিহাস বদলায়ে দেবে না; কিন্তু উনার দল ও ব্যুরোক্রেটরা উনাকে এমনভাবে দোষারোপ করবে যে, উনার স্হান হবে আস্তাকুড়ে

শেখ হাসিনার সময়ে আমি মির্জা ফখরুল, রুহুল কুদ্দুছ রিজভী, ডাক্তার জাফরুল্লাহ, কিংবা ড: কামাল হোসেনের বাক-স্বাধীনতার অভাব দেখছি না, আমি উনাদের বাকের অভাব দেখছি; উনারা যেসব গার্বেজ নিয়ে আলাপ করেন, উহার জন্য আসলে দরকারের চেয়ে অনেক বেশী স্বাধীনতা উনাদের আছে, উনারা যা বলতে চান সবই বলছেন।

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

ডার্ক ম্যান বলেছেন: জেনারেলের শিষ্যরা অনেক কিছুর অভাব বোধ করেন

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



এমপি, টিআইবি, মিডিয়া, প্রফেশানেল এসোসোয়েশনগুলোর বাক-স্বাধীনতার দরকার আছে, শেখ হাসিনা সেখানে বড় ধরণের ভুল করছেন; সাধারণ যদু, মদুরা যা বলেন, বেশীর ভাগই ভুল বলেন।

জেনারেল জীবিত থাকার সময়, জেনারেলের শিষ্যরা উহার সামনেও যেতো না ভয়ে; জেনারেল হাড্ডি ছুঁড়ে দিতো, সেটাই ছিলো জীব

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২

নয়ন বড়ুয়া বলেছেন: সহমত দাদা...

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি আমাদের ব্লগার পদাতিক চৌধুরীর আত্মীয়?

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩১

স্প্যানকড বলেছেন: দেশে খালি নাই আর নাই ! এহন দেশটা নাই ! ভালো থাকবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার পর, জামাত-শিবির ও হেফাজতেরা লাগার চেষ্টা করবে দেশকে ইয়েমেনে পরিণত করতে; শেখ হাসিনার ভুল অর্থনীতির কারণে স্বাধীনতার পক্ষের লোকেরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে না।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনা নিজেও বুঝতে পারছেন ,যাদের তিনি ঐক্যবদ্ধ করেছেন তাদের অনেকেই তার লোন না।তাদের কোন আদর্শ নাই,তারা আছে লুট পাটের ধান্ধায়।এটা শেখ হাসিনাও নিজেও জানেন। কিন্তু অগনতান্ত্রীক বিরোধীদলকে মোকাবিলা করার জন্য তার এই প্রচেষ্টা,এটা ভুল কৌশল।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


ফরেষ্ট গাম্প মুভিটা দেখেছেন? গাম্প দৌড় দিলে আর থামতো না, পেছনে তাকাতো না; আমাদের শেখের মেয়েও বিএনপি'কে তাড়ানোর যে শুরু করেছে, থেমে উহাকে এভালুয়েট করার সময় পাচ্ছে না; এই রিজভী মিজভী, মির্জা ফির্জা নিয়ে উনাকে ভাবতে হবে? উনার দরকার মানুষের টাকা মানুষের জন্য খরচ করা, মানুষকে শিক্ষার সুযোগ ও তাদের জন্য চাকুরীর সৃষ্টি করা। মাূষের টাকাগুলো প্রশাসন ও উনার দলের ব্যবসায়ীরা লুকায়ে ফেলেছে, সেদিকে খবর নেই।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

অনল চৌধুরী বলেছেন: হাজার হাজার কোটি টাকা দুর্নীতি-লুটপাটের প্রমাণ থাকার পরও বিএনপির রিজভী মিজভী, মির্জা ফির্জা, মোশাররফ-এইসব বড় চোররা কোনোদিনও গ্রেফতার হয়ে জেল খাটেনা। সাদেক চোরের ছেলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দেয়ার পরও সে জেলের বাইরে থেকে বিরাট জননেতা সাজে !!!! সাদেক চোরের পুত্র ইশরাক চোর যখন জননতো !!!!!
দুদকের মামলায় ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন
এসবের রহস্য কি জানেন??????
এসব বড় বড় চোরদের কোনো শাস্তি না হওয়ার নেতা নামধারী সবাই আরো বেশী চুরি করতে উৎসাহিত হচ্ছে। এবং এরা সরকারের জন্যও বিপদরে কারণ হবে।
ইশরাক পুলিশের উপর আক্রমণ করে দেখিয়েছে, সেও তার বাবা সাদেকের মতোই বড় চোর ও সন্ত্রাসী।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের কর্মকান্ড ও শেখ হাসিনার দেশ চালনা বুঝা বেশ মুশকিল; আওয়ামী লীগও দেশকে কলোনী বানায়েছে।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুভি আমি খুব কম দেখেছি।ছাত্র জীবনে যা দেখেছি ,ইংরেজি সিনেমা দুই তিনটা হবে।নামও মনে নেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:




বিদেশে আছেন, আমেরিকান ও কানাডিয়ানদের ভালো মুভিগুলো দেখিয়েন; পরকালে কাজে লাগবে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৪

কল্পদ্রুম বলেছেন: ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধানের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। আপনি দেখেছেন প্রোগ্রামটা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



না আমি দেখিনি; উনাদের পরিবারটা জালিয়াতদের পরিবার; এদের কোন বিষয়ে জ্ঞান নেই, এরা জাতিকে ধোকা দিয়ে বড় বড় পদে থাকে। সিলেটের কয়েকটা পরিবার আছে, এরা বড় বড় পদে থাকে, এরা জোঁকের মত রক্ত খায়, আর বলদের মত আচরণ করে।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: ফরেস্ট গাম্প মুভিটা কমপক্ষে ২০ বার দেখেছি।

আপনি কি এই দুটা মুভি দেখেছেন?


১।

২।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



দেখেছি। ১নং আমার পছনদের।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১২

অনল চৌধুরী বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুভি আমি খুব কম দেখেছি। ছাত্র জীবনে যা দেখেছি ,ইংরেজি সিনেমা দুই তিনটা হবে। নামও মনে নেই- এই লেখায় চলচ্চিত্রে কথা কেনো? মনে হয় আমার বা অন্য কারো চলচ্চিত্র নিয়ে লেখায় মন্তব্য করতে গিয়েছিলেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি শেখ হাসিনার অভ্যাসের কথা বলতে গিয়ে "ফরেষ্ট গাম্প" মুভির কথা বলেছিলাম; সেখান থেকে শুরু।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দেখেছি। ১নং আমার পছনদের।

২নং টা দেখে ফেলুন। অত্যন্ত চমৎকার মুভি। বুকের মধ্যে হাহাকার করে উঠবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



২য়টিও দেখেছি, আমি এি ধরণের মুভি, গল্প, ইত্যাদি দেখলে আমার মন খারাপ হয়।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩২

কবিতা ক্থ্য বলেছেন: গাজী ভাই,
দু:খিত, আপনার সাথে একমত হতে পারছিনা।আমার মনে হয়- শেখ হাসিনার সব এমপি কলা গাছ না- কাক
কাক যেমন শুধু কা কা ডাকে, তারাও শুধু ১ টা শব্দ জানে- দে দে দে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:



সবাইকে উনি নমিনেশন দেন, সবাই কি করে উনি জানেন।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: বিদেশে আছেন, আমেরিকান ও কানাডিয়ানদের ভালো মুভিগুলো দেখিয়েন!

শুধু বিদেশ নয়, সবারই আমেরিকান ও কানাডিয়ানদের ভালো মুভিগুলো দেখা উচিত। অনেক গভীরভাবে ভাববার বিষয় আছে মুভিগুলোতে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



মুভি সব সময় ভালো লেখা/বই এর উপর করা হয়; ফলে, মুভি দেখলে ভালো বই পড়া হয়ে যায়।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৯

কবিতা ক্থ্য বলেছেন: যোগ্য নেতৃত্বের অভাবে ১ টা জাতি যতদূর তলিয়ে যায়, আমরা তার থেকে কিছুটা মনে হয় কম তলিয়েছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগে সমস্যা দেখা দিয়েছিলো; এরপর, ১৯৭৫ সালের ক্যু এর পর, এরা দিশেহারা হয়ে গিয়েছিলো; শেখ হাসিনার আমলে, এরা রাজনীতি ছেড়ে পিরামিড ব্যবসায়ী কর্পোরেশনে পরিণত হয়েছে।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাক স্বাধীনতার অভাব হয়তো নেই। তবে ভোটাধিকার, আইন অধিকার, সমাবেশ অধিকার - এর অভাব আছে। আর পুলিশ, আর্মি যে সবাইকে সমান অধিকার দিচ্ছে না এটাও সবাই জানে, বুঝে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা অকারণ জামাত-বিএনপি'র ভয়ে অপভোট করছেন; কত উপায়ে মানুষকে সার্ভে করা যায়, উনার লোকেরা দক্ষ নয়।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: নির্বোধ লোকের বেকুবের মতো পোস্ট।
দেশে নতুন ডিজিটাল আইনে কি দেয়া আছে, এর ধারায় এবং উপধারায় কি দেয়া আছে, পড়েছেন কখন?
এই আইনে কাউকে ধরলে সেটা জামিন অযোগ্য মামলা হয়। বেকুবের মতো পোস্ট না দিয়ে আগে পড়ুন এবং জানুন।
দেশে গনতান্ত্রীক সুষ্ঠু নির্বাচন হয় না কত বছর ধরে বলুন তো?
বাক স্বাধীনতার সংগা কি সেটা আগে জেনে এইসব পোস্ট দেবেন।
এইসব বালছাল পোস্ট কিছু বাকশালী বেকুব ছাড়া পড়ে কেউ পাছাও চুল্কাবে না।



২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনাদের মতো লোকের ভয়ে শেখ হাসিনা নির্বাচনকে কন্ট্রোল করছে; আপনাদের যদি ভোট দিতে না দিয়ে সঠিক ভোট তিনি করতে পারতেন, তাতে জাতি উপকৃত হতো।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আমার এক শিক্ষক। আমাকে একটা বই দিয়েছেন। ''মৃত্যুর আগে যে ১০০০ মুভি আপনাকে দেখতেই হবে''।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


মুভি দেখা মানে বই পড়া।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৩

অক্পটে বলেছেন: আমার মন্তব্যটা মুছেদিন। আমি কোন কারণে ক্ষদ্ধ ছিলাম, এখন দেখছি সেটা আপনার উপর গিয়ে পড়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



মুছে দিয়েছি।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫

রক্ত দান বলেছেন: মির্জা ফখরুলরা নিজেদের অতীত নিয়ে ভাবলে তাদের বাকরুদ্ধ হয়ে যায়, তাদের বাক থাকবে কেমন করে? আমার স্ত্রীকে জিজ্ঞাস করলাম কোন সরকার বেশী ভাল, সে বলল হাসিনা সরকার। বুঝলাম জনগণের ভাবনা এ পর্যন্ত। মির্জা ফখরুলদের মুখে বাক ফিরবে যখন জনগণ তাদের থেকে হাসিনা সরকারকে মন্দ মনে করবে। তখন আমরাই উত্তম বলে ফখরুলদের মুখে বাকের খই ফুটবে। এখন তারা কথা বলে না, কারণ তাদের কথায় জনগণের সায় নেই। তাদের ডাকে জনগণের সাড়া নেই। এমতাবস্থায় তারা নিজে নিজে কথা বলে নিজেদের নিকট নিজেরাই পাগল সাব্যস্ত হতে চায় না। তাদের কথা না বলার কারণটা মনে হয় আপনার বোধগম্য নয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি রাজনীতি বুঝেন?

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

রক্ত দান বলেছেন: জেনারেলের শিষ্যরা কি করেছেন সেটা তারা ভুলে যাননি। সেজন্য তাদের বলার মত আসলে তেমন কোন কথা নেই। আর তারা কাতু কুতু দিয়েও জনগণকে তাদের দিকে আকৃষ্ট করতে পারছে না। তাদের নেত্রীর কারাবন্দী থাকার বিষয়টিতেই জনগণ কিছু মনে করেনি। এমন নিদ্রামগ্ন জাতিকে তাদের আর কি বলার থাকতে পারে? তারা আছে কখন আওয়ামী লীগকে জনগণ ছুড়ে ফেলে সেই অপেক্ষায়। আর তখন আর কোন বিকল্প না পেয়ে যদি জনগণ যদি তাদেরকে আবার গ্রহণ করে সে জন্য তারা অপেক্ষার প্রহর গুনছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


যারা রাজনীতি বুঝেন, ও দরকারী কথা বলেন, তাদের বাক-স্বাধীনতা থাকার দরকার আছে; যারা কোন বিষয়ে সঠিকভাবে কথা বলতে পারে না, তাদের বাক-স্বাধীনতা অন্যদের জন্য ক্ষতিকর।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

রক্ত দান বলেছেন: আপনি পেটফাঁফা বিধায় বিষয়ের গভীরে যাওয়ার আগেই ভেসে উঠেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



সঠিক

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



HOME
MALAYSIA
Amnesty International: ‘Inhumane’, ‘cruel’ for Malaysian govt to deport 1,086 to Myanmar in defiance of court order

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


বার্মার মানুষ ক্রমেই রাজনীতি বুঝার চেষ্টা করছে; কিন্তু মিলিটারী বার্মাকে চীনের কাছে অনেকটা বিক্রয় করে দিয়েছে।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে এখন জরুরি অবস্থা জারি থাকায় এখানে এই জাতীয় পোস্ট দেওয়া এখন আমার জন্য কঠিন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


বুঝতে পারছি।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১

কালো যাদুকর বলেছেন: বাক স্বাধিনতা দেখেছিলাম ৯০ এর পরে ৷ জেনারেলের শিষ্যরা শুধু ফেবুকে চিল্লাতে পারে। রাস্তায় নামতে ভয় পায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


জেনারেলের শিষ্যরা জাতির ভালোমন্দ বুঝে না, শধু নিজ পরিবার নিয়ে ভালো থাকতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.