নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রতিষ্ঠিত সত্য ধারণাগুলোকে ঠিক রেখে লিখুন

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৮



বেশীরভাগ বাংগালী লেখকেরা লিখতে গিয়ে অনেক প্রতিষ্ঠিত সত্য ও ধারণাকে বদলায়ে নিজের ধারণা প্রয়োগ করে বসেন, প্রতিষ্ঠিত সত্যকে মুছে ফেলে নিজের ভুল কিংবা দুর্বল ধারণাকে প্রতিষ্ঠিত করতে চান অনেক সময়; অনেক লেখক একই বিষয় নিয়ে একই বৃত্তের মাঝে ঘুরতে থাকেন; কিন্তু এই বিষয়ে কোন ধারণা ও কোন লেভেলের লেখা বিরাজ করছে, সেটার কোন খবর রাখতে চান না; ইহা বেশ বড় ধরণের সমস্যা।

আজকের দুনিয়ায়, একজন ৫ম শ্রেনীর বাচ্চাও সৌর জগত সম্পর্কে বেশ কিছুটা ধারণা রাখে; কিন্তু উহা নিশ্চয় একজন এসষ্ট্রোনোমির গ্রেজুয়েটের ধারণার সমান নয়; ফলে, ৫ম শ্রেণীর বাচ্চা যদি নিজের কোন ভাবনাকে প্রতিষ্ঠা করার জন্য বাকীদের ধারণাকে উপক্ষে করে, উহা কোনভাবে অন্যদের সাহায্য করতে পারবে না।

কোন বিষয় নিয়ে লেখার সময়, বিষয়ের কোন দিকটা বেশী গুরুত্বপুর্ণ সেটা অনুধাবন করা খুবই দরকারী বিষয়; আমি ইহুদী এলাকায় থাকি, এরা ভালো লেখক; এরা যখন নবী মুসাকে(আ: ) নিয়ে লেখেন, তারা নবীর অবদান, শিক্ষা, ইহুদীদের জন্য নবীর ভাবনাকে তুলে ধরেন, এরা "লাঠিকে সাপ বানানো" নিয়ে চীৎকার জুড়ে দেয় না; কারণ, তারা মনে করেন যে, লাঠি আর সাপ বড় বিষয় নয়, নবী ইহার থেকে অনেক বড় অবদান রেখে গেছেন: স্বীয় ধর্মের মানুষদের ফারাওনদের দাসত্ব থেকে মুক্ত করেছেন, ইহুদী ধর্মকে লিখে, ইহাকে অর্গেনাইজ করে গেছেন।

আমরা, বাংগালীরা সায়েন্স, টেকনোলোজী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে পেছনে আছি; সেজন্য আমরা সভ্যতাকে সঠিকভাবে বুঝতে সক্ষম হচ্ছি না; নিজে বুঝতেছি না, সেজন্য অন্যদের ধারণাকে ভুল বললে সমস্যা হবে। সময়, সভ্যতা, সংস্কৃতি জাতির জীবনে বড় ভুমিকা রাখে, সেটাকে অস্বীকার করে, অতীতকে ধরে নিয়ে পড়ে থাকলে, আমরা বরাবরই পেছনে থেকে যাবো। যেই অভিযোগটি এনে ভুল বিচার করে সক্রেটিসকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিলো, সেই অভিযোগটি সেই সময়ের জন্য সঠিক মনে করা হয়েছিলো, আজকে প্রামণিত হয়েছে যে, অভিযোগটি ভুল ছিল, পুরো বিচারই বেঠিক ছিলো। লেখার নতুন ভাবনাগুলো যেন একই বিষয়ের উপর প্রতিষ্ঠিত সত্য ধারণাগুলোকে অবলুন্টিত না করে।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:১২

স্থিতধী বলেছেন: ধর্ম অথবা প্রায় ধর্ম সম কিছু মতবাদ ভিত্তিক মুভমেন্ট ( যেমন মার্ক্সবাদ অথবা ভেগানিজম) এগুলোকে যখন কেউ চরম সত্য / পূজনীয় ধরে নিয়ে সামনে এগুতে চায় তখন তারা অনেকসময় অপেক্ষায় থাকে যে তাঁদের ধর্ম / মতবাদ একসময় জগতের পরম সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে কোন না কোন ভাবে । সত্য কে প্রতিষ্ঠিত করতে গেলে যে “কোন না কোন ভাবে” নয় ; কিছু নিয়মতান্ত্রিক নৈর্ব্যক্তিক উপুর্যপুরি পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণের মাধ্যমে সেটা ঘটার প্রয়োজন হয় তা অনেকেরই আবেগ মানতে চায়না । অনেকেই তথ্য -উপাত্ত কে বিকৃত করে ফলাফল কে নিজেদের ঘরে আনতে চায়।

সক্রেটিসের বিচার প্রক্রিয়া ভুল ছিলো এই অযুহাতে আমরা এই দেশের অনেক জামাতিদের দাবি করতে দেখি যে এক সময় নাকি প্রমাণ হবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুনাল ভুল ছিল এবং তখন রাজাকার গোলাম আযম-মুজাহিদ গং এরা “বাংলার সক্রেটিস” রুপে স্বীকৃতি পাবে!! আবেগের অপচয় ও অপ রাজনীতি “প্রতিষ্ঠিত সত্য” কে অপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষাতেও জীবন কাটায় অনেকসময়।

১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



মার্ক্সিজম হলো মুলত অর্থনীতি, যাতে সমাজের প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হয়।

জামাতীদের ইতিহাস হলো, গণহত্যা ও আমিরদের ফাঁসি; ওদের রাজনীতির ফলাফল এটাই চলতে থাকবে।

২| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:৪২

নেওয়াজ আলি বলেছেন: আপনার এই লেখা অত্যন্ত অর্থবহ ও গুরুত্বপূর্ণ । আমরা যাই লিখি না কেনো তা অবশ্যই অর্থবহ ও নিখাদ সত্য হওয়া দরকার। এই সত্যটা অন্যজন বিশ্বাস করতে হবে এবং নিজেও বিশ্বাস করতে হবে।

১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



সঠিক, লেখার ভাবনা ও ধারণাগুলো লজিক্যালী সত্য হওয়া উচিত।

৩| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনার বিষয়।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



আরা যেন চাকা আবিস্কার নিয়ে ঝগড়া করে জীবন না কাটাই

৪| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১১:১০

সোহানাজোহা বলেছেন: মিথ্যার ‍উপর মানুষ টিকে আছে। মিথ্যা ধোকা ঝারি ধাপ্পা।

জনৈক ভদ্রমহিলা শুধু ফাইভ স্টার হোটেলে লাঞ্চ ডিনার করেন। হোটেল আর খাবারের ছবি ফেসবুৃকে পরিবেশন করেন। আমি বলেছিলাম এক কাজ করুন না, গ্লাসের ভেতর কাটলারি (চামচ কাঁটা চামচ ছুরি) রেখে একটি ছবি তুলে ফেসবুকে দিন! তিনি ক্ষেপে গেলেন রাগে অন্ধ হয়ে গেলেন। যিনি হোটেলের এতো এতো ছবি তুলে দিতে পারেন আর সামান্য ছবি তোলা গেলো না?

১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



কইছু ব্লগার মানুষের প্রতিষ্ঠিত ধারণাগুলোকে বিতর্কিত করে তুলে, এটা বড় ধরণের সমস্যা।

৫| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট টি ব্লগারদের জন্য দিক নির্দেশোনা স্বরুপ বলা যেতে পারে।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



না, খেয়ালে রাখলে ভালো হতে পারে।

৬| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৩:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ সচেতন ভাবেই হোক বা অসচেতন ভাবেই হোক কোন একটা মতবাদকে প্রথমে গ্রহন করে,তারপর সেই মতবাদের পক্ষে বিপক্ষে যুক্তি খুঁজতে থাকে।খুব কম মানুষই আছে যৌক্তিক চিন্তা করে সিধান্তে আসে।এটা মানুষের সীমাবদ্ধতা।মানুষ চাইলেই তা পারে না।তাই এতো জটিলতা।

১৫ ই মার্চ, ২০২১ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা জ্ঞানের অভাবে যা বুঝে না, সেটাকে ভুল বলে সিদ্ধান্ত নেয় অনেক সময়।

৭| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৩:৪৭

অনল চৌধুরী বলেছেন: প্রতিষ্ঠিত সত্য ধারণা বলে কিছু নাই।
এরকম ধারণা করা মানেই অন্ধবিশ্বাস ও প্রগতি-অগ্রগতিকে ধ্বংস করা।।
সত্য-মিথ্যা যাই হোক, প্রতিটা বিষয় নিয়ে নিয়মিত গবেষণা আলোচনা ও তর্ক-বিতর্ক করতে হবে।

১৫ ই মার্চ, ২০২১ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



ফিলোসফির মুল ভিত্তি হচ্ছে লজিক; লজিকের কাজ হলো, কোন বিষয়কে সত্য ও মিথ্যায় ভাগ করা; যা সত্য হিসেবে গৃহিত হবে, উহাই প্রতিষ্ঠিত সত্য।

৮| ১৫ ই মার্চ, ২০২১ ভোর ৬:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ অনল চৌধুরী,আপনি মনেহয় বলতে চেয়েছেন,চিরন্তন সত্য বলে কিছু নেই।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



অনল চৌধূরীর ভাবনায় সমস্যা আছে; ফলে, উনি কখন কি বলবেন, সেটারই ঠিকানা নেই।

৯| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট!

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:




বাংগালীরা যেসব বিজ্ঞান বুঝে না, উহাকে ভুল ঘোষণা করে বসে।

১০| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৮

জাহিদ হাসান বলেছেন: খবরটা দেখেছেন? সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে ছবি তুলতে আসা লোকদের লাঠিপেটা করেছেন মামুনুল হক !

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তান

১১| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৮

জাহিদ হাসান বলেছেন: কওমী মাদ্রাসায় শিশুদের পিটিয়ে হাত পাকা হয়েছে এখন জনগনের পিঠে লাঠি দিতেছে।
যদি জনগনের সাথেই এরা এমন করতে পারে তাহলে অবলা অসহায় এতিম শিশুদের সাথে তারা কি করতে পারে ভাবুন।

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



মাদ্রাসার ছাত্রদের কোন ধরণের পেশা শিখায় না মাদ্রাসা, অকারণ সয় নষ্ট।

১২| ১৬ ই মার্চ, ২০২১ রাত ২:১২

অনল চৌধুরী বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ অনল চৌধুরী,আপনি মনেহয় বলতে চেয়েছেন,চিরন্তন সত্য বলে কিছু নেই- হ্যা। পৃথিবী সমতল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এধরণের তত্বকে ভুল প্রমাণিত করা পৃথিবীর সব বড় বড় আবিস্কার তাই প্রমাণ করে।

লেখক বলেছেন:অনল চৌধূরীর ভাবনায় সমস্যা আছে; ফলে, উনি কখন কি বলবেন, সেটারই ঠিকানা নেই- আমি কি বলি সেটা বুঝতেগেলে আপনাকে সন্ত্রাসী এ্যামেরিকার জ্বী হুজুরগিরি ছেড়ে নীতিবান এবং মানবতাবাদী হতে হবে।

আর ররকমারির ই-বুক থেকে ডাউনলোড করে আমার লেখা বইগুলি পড়লেও মনোজগতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে।

রকমারি মুঠোবই

১৩| ১৬ ই মার্চ, ২০২১ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:



@অনল চৌধূরী,
আপনি লিখেছেন, "লেখক বলেছেন:অনল চৌধূরীর ভাবনায় সমস্যা আছে; ফলে, উনি কখন কি বলবেন, সেটারই ঠিকানা নেই- আমি কি বলি সেটা বুঝতেগেলে আপনাকে সন্ত্রাসী এ্যামেরিকার জ্বী হুজুরগিরি ছেড়ে নীতিবান এবং মানবতাবাদী হতে হবে।

আর ররকমারির ই-বুক থেকে ডাউনলোড করে আমার লেখা বইগুলি পড়লেও মনোজগতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে। "

-স্যরি, আমার চোখের সমস্যার কারণে, ব্লগের বাহিরের কিছু পড়ার মতো অবস্হানে নেই। আপনি আমেরিকা ও ইউরোপ গিয়েছিলেন?

১৪| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৪

অনল চৌধুরী বলেছেন: স্যরি, আমার চোখের সমস্যার কারণে, ব্লগের বাহিরের কিছু পড়ার মতো অবস্হানে নেই এমন আজব রোগের নাম আগে শুনিনি।
যে পড়তে পারে, তার তো সবই পারার তথা !!!!
আমাকে ব্যাক্তিগত বিমানে করে নিয়ে গেলেও কোনো সন্ত্রাসী দেশে যাবো না ।এসব চাইলে বহু আগেই পারতাম।

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা, আপনি কুয়োতে থাকেন!

১৫| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০

অনল চৌধুরী বলেছেন: আর আপনি মারা না যাওয়া পর্যন্ত সন্ত্রাসী এ্যামেরিকাকে গণত্যা, লুটপাটের জন্য প্রতি মাসে টাকা দিতে থাকেন।

১৮ ই মার্চ, ২০২১ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা না থাকলে, কলোনিয়েল শক্তি আজো থাকতো।

১৬| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১:৫৪

অনল চৌধুরী বলেছেন: হাস্যকর কথা বলা আপনার স্বভাবে পরিণত হয়েছে।
সন্ত্রাসী খুনী এ্যামেরিকা পৃথিবীর সবচেয়ে বড় দেশদখলকারী।
সোভিয়েত ইউননিয়ন থাকলে এ্যামেরিকা কোনোদিনও ইরাক, লিবিয়া, সিরিয়ায় এভাবে হামলা করতে সাহস করতো না। তারা সাহায় না করলে বাংলাদেশও স্বাধীন হতো না। সন্ত্রাসী এ্যামেরিকা মুক্তিযুদ্ধ দমন করা জন্য নৌবহবর পাঠিয়েছিলো, যেটা সোভিয়েতরা সাবমেরিন যুদ্ধের হুমকির মাধ্যমে সরাসরি প্রতিহত করেছিলো্

১৯ শে মার্চ, ২০২১ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:



এখন সোভিয়েত নেই কেন, আমেরিকা তো আছে

১৭| ২০ শে মার্চ, ২০২১ রাত ১:৫১

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকা ষড়যন্ত্র করেছে তাই নাই।
রাশিয়াও ষড়যন্ত্র করে হিলারীর পরিবর্তে ট্রাম্পকে বসিয়ে দেখিয়েছে, তারাও পারে।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি অজানা বিজ্ঞানে দার্শনিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.