নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনি শেখ সাহেবের জন্মদিন উপলক্ষে পোষ্ট লিখলে, উহাতে কি থাকবে?

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০২



২০১৩ সালে পার্বতীপুর এলাকার ১টা কিশোরী মেয়ের জন্মদিন আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিলো, মেয়েটির নাম ছিলো সোনাবরু, সে ৫ম শ্রেণীতে পড়তো; তার বাবা ছিলো না, মা অন্যদের বাসায় কাজ করতো; ঘরে কোন খাবার না থাকায় সোনাবরু না খেয়ে স্কুলে এসেছিলো, সেদিন ছিলো তার জন্মদিন; তার কাছে ছিলো ৬ টাকা; ক্লাশের সবাই তার জন্মদিন পালনের কথা বললে, সোনাবরু টিফিনের সময় পাশের দোকান থেকে ৬ টাকা দিয়ে কেক জাতীয় কিছু একটা কিনে এনেছিলো। ক্লাশ শেষে ঘরে গিয়ে দেখে যে, মা কাজে চলে গেছে, ঘরে কিছু নেই, রান্না করেনি মা; সোনাবরু কষ্টে ও দু:খে আত্মহত্যা করে।

আমি গ্রামের কৃষক পরিবারে বড় হয়েছি, কলেজ জীবনে ২বছর শহরে লেখাপড়া করেছি, জন্মদিবস নামে যে কোন অনুষ্ঠান হয়, সেটা শুধু পত্রিকায় দেখেছি, এবং জানতাম যে, ইহা পশ্চিমা দেশগুলোর কালচার, ও দেশের খুবই ধনী পরিবারে করা হয়। ততকালীন পত্র পত্রিকায় আমি ততকালীন সময়ের বিশেষ ব্যক্তিত্ব ড: মোহাম্মদ শহীদুল্লাহ সাহবের জন্মদিনের কোন খবর পড়েছি বলে মনে হয় না। পুর্ব পাকিস্তান ও বাংলাদেশে কখন থেকে জন্মদিন পালন শুরু হয়েছে, আমি উহা ঠিক আজো জানিনা।

শেখ সাহবের জন্মদিন পারিবারিকভাবে বাংলাদেশের কত পরিবার পালন করে থাকে সেটার কোন আইডিয়া আমার কাছে নেই; আওয়ামী লীগের সময়ে, সরকারীভাবে ও দলীয়ভাবে উহা পালন করা হয়; শেখ পরিবারে আলাদাভাবে দিনটি পালন করা হয় কিনা আমি জানি না। আপনি পালন করেন, কিংবা না করেন, দিনটি আপনাকে কি কোনভাবে উৎসাহিত করে, নাকি কোন কারণে (এক বা একাধিক কারণে ) বরং আপনি বিরক্ত হয়ে থাকেন! দিনটি নিয়ে আপনি যদি লেখেন, উহাতে আপনি কিসের উপর আলোকপাত করতে চান? ব্লগার নুরু সাহেবের মত লিখতে চান, নাকি আপনার ষ্টাইল আলাদা হবে?

আপনার বয়স যদি ১৯৭০ সালে ১৬ বছর বা বেশী হয়ে থাকে, আপনি শেখ সাহবের রাজনীতি দেখেছেন, হয়তো সামনে থেকে বা দুর থেকে উনাকে দেখেছেন, আপনি শেখ সাহেবের জীবন-ইতিহাসের ১জন সাক্ষী; এর থেকে কম বয়সী হলে, আপনি উনার সম্পর্কে জেনেছেন অন্যদের থেকে। আজকে যদি আপনি শেখ সাহেবকে নিয়ে পোষ্ট দিতেন, আপনি কিসের উপর আলোকপাত করতেন?


মন্তব্য ৪৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫২

নতুন বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পকে আমার ধারনা জিঙ্গাসা করলে বলবো।

উনি খুবই বড় মনের মানুষ ছিলেন, নেতা হিসেবে সফল এমনকি উনার মতন নেতা বাংলাদেশের ইতিহাসে আর আসবেনা। উনি না থাকলে আমাদের স্বাধীনতার সংগ্রাম এতো সহজে সফল হতো না। উনি বুদ্ধিমান, সাহসী এবং সততার সাথে তার চেস্টাকরেছেন।

তার ফসল হিসেবে আমরা স্বাধীনতা পেয়েছে। এটা অনেক বড় একটা অর্জন একজন মানুষের জন্য।

কিন্তু শেষটা ঠিকমতন করতে পারেন নাই।

১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:




উনার কোন কোন ধরণের রাজনৈতিক আদর্শ ছিলো?

২| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি মহান নেতা ছিলেন ।
তবে ওনার আশেপাশের লোকজন বেশিরভাগই ছিল খারাপ।
তিরা ওনাকে বিক্রি করে স্বার্থ হাসিলের চেষ্টা করেছিল সেই সময়ও

১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:




উনার কোন ধরণের রাজনৈতিক আদর্শ আপনার চোখে পড়েছে?

৩| ১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬

ডার্ক ম্যান বলেছেন: উনার মত উনার মেয়েও সাম্রাজ্যবাদীদের সাথে আপোষ করেছেন

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



সাম্রাজ্যবাদীরা অন্যদেশ দখল করে, অন্যদেশে যুদ্ধ করে, যুদ্ধ লাগিয়ে দেয়, অন্যদেকে জোর করে নিজদলে রাখে; উনার মেয়ের মাঝে কি এসব লক্ষন দেখা যাচ্ছে?

৪| ১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৩

নতুন বলেছেন: উনার কোন কোন ধরণের রাজনৈতিক আদর্শ ছিলো?

উনি কোন কট্টরপন্হি আর্দশের অনুসারি ছিলেন না।

উনি এক নায়কের মতন ছিলেন, সমাজতন্ত্রের মতন সবার সুবিধার কথা চিন্তা করেছেন। উনি পুজিবাদকে সাহাজ্য করেছেন।

উনি গনতান্ত্রিক উপায়ে রাস্ট চালাতে চেস্টা করেছেন কিন্তু একা নিজে সিদ্ধান্ত দিয়েছেন এবং সবাই অনুসরন করুক তা চেয়েছেন।

উনি ব্যক্তি হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন। কিন্তু দূরদর্শি ছিলেন না। তাই উনার শিশুদের শিক্ষা, সবার চিকিতসা, বেকারদের কাজের সংস্থানের ব্যপারে তেমন লং টাইম পরিকল্পনা করেন নাই।

আর তাকে তো সেই সময়ও দেওয়া হয় নাই। উনি মানুষ ভালো ছিলেন তিনি সময় পেলে অনেক কিছুই ঠিক করতে পারতেন।

১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন,"আর তাকে তো সেই সময়ও দেওয়া হয় নাই। উনি মানুষ ভালো ছিলেন তিনি সময় পেলে অনেক কিছুই ঠিক করতে পারতেন। "

-উনি আসলে দরকারের চেয়ে বেশী সময় পেয়েছিলেন, উনার যা বলার ছিলো ছিলো,সেটা ১০ই জানুয়ারী কিংবা ১২ জানুয়ারীতে (১৯৭২ সাল ) বলে, পরে সেটার উপর কাজ করলে হতো; উনি নতুন দেশের জন্য নতুন কোন আইডিয়ার কথা বলেনি, মানুষকে কাজে ডাকেননি।

৫| ১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার আদর্শ ছিল উনার নিখাদ দেশ প্রেম।
উনি মানুষকে সহজেই অনুপ্রাণিত করতে পারতেন।
সততা ছিল উনার অন্যতম আদর্শ যেটা বর্তমানে দেশের অনেক নেতার মধ্যেই দেখতে পাওয়া যায় না।

১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



উনার নিজস্ব কোন ভাবনা তেমন ছিলো না, যা'ছিলো উহা ৬ দফা ও বাকশালের মাঝে প্রতিফলিত হয়েছিলো।

৬| ১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার নিজস্ব কোন ভাবধারা বা স্টাইল ছিল না বলে মনে হয়। স্বাধীন হওয়ার পরও তাই একই আমলারা একই ভারতীয়/পাকি স্টাইলে(বা উপনিবেশিক স্টাইলে) দেশ চালিয়েছে। আর্মি চলেছে একই নীতিতে। বেঁচে থাকলে আমার মনে হয় নেপালের মত ভারতের মুখাপেক্ষী(অবশ্য নেপাল অনেকটা কাটিয়ে উঠেছে) হয়ে থাকতে হত। মুক্তিযুদ্ধে ভারতের কৃতজ্ঞতা স্বীকার করতে করতে আমরা স্বতন্ত্রতা হারিয়ে ফেলতাম হয়তো বা। ভারত নিয়ে এখনও আওয়ামী বুদ্ধিজীবিদের যে নমঃ নমঃ ভাব, উনি (শেখ মুজিব) টিকে থাকলে আজকে আমাদের দেশ এত এগুতে পারত কিনা তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে...

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



অনেকটা সঠিক, নতুন দেশ সম্পর্কে উনার নতুন কোন আইডিয়া ছিলো না; থাকলে উনি ১০ই জানুয়ারী বা তারপরে বলতেন; উনি পাকীবিহীন একটি পুর্ব পাকিস্তান চেয়েছিলেন।

৭| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:০২

কানিজ রিনা বলেছেন: এমন নেতা আর বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিনা তা জানা নেই। শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। এমন দুজন নেতা বাংলাদেশে আর জন্ম নেবেন না। জন্ম নিলেও তাদের আসতে দেওয়া হবে না।
সেইসাথে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুর পরে এদেশে এমন নেত্রী আর জন্ম নেবেন না।
এদের অবর্তমানে দেশের কি অবস্থা হবে একবার অনুমান করুন। যদি বংশানুক্রমিক রাজতন্ত্র নির্মূল না হয়।
সবশেষে এ দেশ স্বাধীন করা শেখ মুজিবর রহমান তার প্রতি শ্রদ্ধা রেখে গেলাম। ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি আসলে জিয়াকে জাতে তোলার চেষ্টা করছেন; পাকী জেনারেলরা, মিশরের জেনারেলরা , বার্মার জেনারেলরা, জিয়া ও এরশাদ, সবাই এক ছিলো ও আছে।

খালেদা জিয়াও নেত্রী? আপনি রাজনীতি শব্দটা বুঝেন বলে মনে হয় না।

৮| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: বিদেশী রাষ্ট্র প্রধানরা তার মর্মান্তিক মৃত্যুর পর বলেছিলেন একজন সার্থক নেতা যার অপূর্ব কণ্ঠ দিয়ে কোটি মানুষকে জাগাতে ও মজাতে পেরেছিলেন কিন্তু তেমনি ব্যার্থ রাষ্ট্র পরিচালনায় কারন এসব বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা ছিল না ।

একজন সুপুরুষ এবং জাঁদরেল কণ্ঠ ছিল তার । ৭২ সালে খুলনাতে স্টেজ থেকে নেমে এলে তার পিঠ জড়িয়ে ধরে সার্কিট হাউজের সিঁড়িতে পৌঁছে দিয়েছিলাম । রাষ্ট্র পরিচালনায় কোন পথ নেবেন এটাতে তিনি চরম সিদ্ধান্তহীনতায় ভুগেছেন ।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কেন এত প্রাণ দিয়ে দেশ আনলেন, উহা উনার কাছে পরিস্কার ছিলো না; উনার নিজেরও একটা ধারণা হয়ে গিয়েছিলো যে, দেশ উনি এনেছেন, উনার স্বপ্ন পুরণ হয়েছে; বাকীদের কথা উনি কখনো বলেননি।

৯| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:২৩

নতুন বলেছেন: উনার কোন ভিশন ছিলো না। তিনি আন্দলোন করেছেন কিন্তু দেশ চালানোর জন্য কোন ভাবনা উনার ছিলো না।

আমার মতে উনি স্বায়িত্বস্বাশন চেয়েছিলেন তাই স্বাধিন বাংলাদেশের জন্য অতদুরের ভাবনা তার ছিলো না।

@ কানিজ রিনা জিয়াউর রহমান আর্মির অফিসার ছিলেন বলেই তিনি এতদুর আসতে পেরেছিলো। তিনি কোন নেতা ছিলেন না।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, নতুন জাতির জন্য কোন ভিশন নিয়ে উনি আলাপ করেননি; সরর্বোপরি উনি প্রতিবাদী নেতা ছিলেন, বিপ্লবী নন।
অসহযোগ আন্দোলন দেশকে কোথায় নিয়ে যাচ্ছিলো, ইয়াহিয়ার আক্রমণের ফলাফল সম্পর্কে উনার ধারণা পরিস্কার ছিলো না;

১০| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৭

কানিজ রিনা বলেছেন: আপনি কি এটা জানেন না? না জানলে আপনার অজ্ঞতা এখনো জিয়াউর রহমানকে ও খালেদা জিয়াকে 90 পার্সেন্ট লোক ভালোবাসে কেন এবং কি কারনে? আপনার বাজে মন্তব্য ভিশন একরোখা। আপনার একার কোথায় তো দেশ চলে না। আপনার এই একরোখা কথা বলার জন্য আপনি অনেক নাকানি-চুবানি খেয়েছেন ব্লগে।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


উনারা বেকুব ও দুষ্টদের ভালোবাসা পেয়েছেন, জল্লাদ জামাত-শিবির ও রাজকারদের ভালোবাসা পেয়েছেন; কারণ জিয়া শুধু শেখ হত্যা করেছে তাই নয়, ৩০০ মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়েছে।

৩০০ মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দেয়াটা কি সঠিক কাজ হয়েছে? তাজুদ্দিন সাহেবকে ধরে জেলে নিয়ে হত্যা করা কি ঠিক হয়েছে?

১১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: খালেদা জিয়া এটাকে জনপ্রিয় করে মিথ্যা জন্মদিন পালন করে।

১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:




পাকী সৈন্যদেরতালে পড়ে, বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংলাদেশ স্বাধীন হবে।

১২| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তাজউদ্দিন সাহেবকে দুরে সরিয়ে রাখা ছিল শেখ মুজিবের বড় ভুল।বাঙালী জাতীয়তা ছাড়া তার অন্য কোন আদর্শ ছিল ন।নতুন রাষ্ট্র পরিচালনার জন্য যে দৃঢ়তা থাকা দরকার তা ছিল না।

১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



কিসের স্বপ্নে বিভোর হয়ে এত মানুষ প্রাণ দিলেন, তিনি সেটা বুঝেছিলেন বলে মনে হয়নি।

১৩| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আজ বাংলাদেশের প্রায় সব স্কুলে শেখ মুজিবকে নিয়ে অনুষ্ঠান হয়েছে। মেয়েরা নেচেছে। কেউ কবিতা পড়েছে।
ঢাকা শহরের বহু এলাকায় মিলাদ হয়েছে। বেশ খানাদানা হয়েছে। চ্যাংরা পোলাপান মিছিল করেছে।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



উনার জন্মদিবসের সন্মানে জাতির জন্য বড় একটা প্রোগ্রাম নিতে পারতেন শেখ হাসিনা।

১৪| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:০৩

জাহিদ হাসান বলেছেন: ভালো প্রশ্ন :)

১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি সার্ভে করছি।

১৫| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৮

স্প্যানকড বলেছেন: জয় বাংলা, জয় বংগ বন্ধু । এতদূর যথেষ্ট। তাঁর পরে কোন নেতা আসে নাই এখন পর্যন্ত। এমন কি তাঁর মেয়েও না। তবে শেখ মুজিব এর সময় আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভিন্ন প্রেক্ষাপট। আর শেখ মুজিব, শেখ মুজিব। আমি দেখি না তাঁর সমকক্ষ কাউকে। আপনি তো নিজ চোখে দেখেছেন আপনার কি মত ? ভালো থাকবেন মুরুব্বি।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



উনার স্বপ্ন পুরণ হয়েছিলো, পাকীরা বাংলা ছেড়েছে।
তাজউদ্দিন সাহেবের স্বপ্ন পুরণ হয়েছে, দেশ চালায়েছেন।
ব্যুরক্রেটদের স্বপ্ন পুরণ হয়েছে, এলিট ক্লাশ।
ব্যবসায়ীদের স্বপ্ন পুরণ হয়েছে, ঋণ নিলে উহা দিতে হয় না।
মফিজরা খুশী, উট চরাচ্ছে আর সেলফোনে বউ'এর সাথে আলাপ করছে, ৪/৫ বছর পর দেশে আসবে।

১৬| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সেজেছে সুপ্রিয় স্বদেশ অপরূপ সাজে আ্জ
বেদনাকাব্য নয় কোন আনন্দঘন দিন আজ
লাল-সবুজ পতাকা উড়ে ঐ
পাকহানাদার রাজাকার গেল কৈ
পরাধীনতার শৃঙ্খল ভেঙে সে—ই কবে
স্বাধীনতা এসেছে তোমার হাত ধরে।
বঙ্গবন্ধু তোমার জন্মদিন আ্জ
মহেন্দ্র ক্ষণ বিরচন হলো যে তাই
মোরা উৎসবমুখর দিনভর রাতভর ক্লান্তি নাই
থেকে থেকে দূর ইথারে আসে ভেসে
তব সেই— সুপ্রিয় কন্ঠস্বর
বাংলার মানুষ আজ বাঁচতে চায়…
মুগ্ধ হয়ে শুনি — কন্ঠ তোমার যাদুমাখা
মুক্তিপাগল বাংলার বীর জনতা
—উল্লাসে ফেটে পড়ে
স্বৈরাচারের মসনদ কেঁপে উঠে
যেন তা সহসাই ভেঙে পড়ে
কাগজে কলমে লিখে যাই কবিতা
বঙ্গবন্ধু তুমিও ছিলে তবে কবি—
বাংলার আকাশে উঠিয়েছিলে স্বাধীনতা-রবি
কতজনে দিল প্রাণ কতজনে সর্বহারা
কত মা কত বোন অগণিত প্রিয়জন
করেছে আত্নত্যাগ অশ্রুজলে ভেসে গেছে
দুঃখনদী বয়ে গেছে নদী হয়ে বঙ্গোপসাগরে
থ্রিনটথ্রি দিয়ে বীর বাঙালি অসম সম্মুখ সমরে
রক্তনদী— অশ্রুনদী— এক ঘাম সাগরে
স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধু তোমার হাত ধরে
তর্জনী তোমার যেন খাপছাড়া—দিগ্বিজযী তলোয়ার
আজিকে তোমার জন্মদিন—
উৎসব মুখর মোরা তাই আজ সকলে
বিনম্র শ্রদ্ধা তোমায়, আজিকার এই দিনে
লিখি তাই কবিতা কাটাই ক্ষণ দেশাত্ববোধক গান শ্রবণে
কবিতা লেখার স্বাধীনতা সুপ্রিয় বঙ্গবন্ধু তোমার কারণে
থেকে থেকে ইথারে ভেসে আসে তোমার বহুকাঙ্খিত কন্ঠস্বর
আজিকে সারাদিন আমরা সবে তাই উৎসবমুখর
দিনভর রাতভর...

এটা কেমন হলো। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে লেখলেখি চলবে শত বছর পরেও । তখনকার কবিদের দৃষ্টি ভাঙ্গ কালের পরিক্রমায় বিবর্তন পরিবর্তন হতে পারে। ভাবনায় ফেলে দিলেন। আমর জন্ম বঙ্গবন্ধুর মৃত্যুর পরে... #:-S

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহবেকে ঘিরে আপনার একটা বিশাল অনুধাবন, স্বপ্নের মতো

১৭| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বঙ্গবন্ধুর স্বাধীন দেশ চালানোর মত দক্ষতা ছিলনা কারণ তিনি স্বায়ত্বশাসন চেয়েছিলেন বিধায় স্বাধীন দেশ চালানোর মত দূরদর্শী চিন্তাও করেননি। উনি বেঁচে (যদিও বঙ্গবন্ধু নির্মম মৃত্যু কাম্য ছিলনা) থাকলে দেশের আরো করুন অবস্থা হতো। অনাহার, অশিক্ষা-কুশিক্ষা, ক্ষুধা, দারিদ্র, অপুষ্টি বাংলাদেশের নিত্য সংগী হতো। ব্লগার বিচার মানি তালগাছ আমার এর কথা মত উনি বেঁচে থাকলে বাংলাদেশের অবস্থা নেপালের মত ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হত। মুক্তিযুদ্ধে ভারতের কৃতজ্ঞতা স্বীকার করতে করতে আমরা স্বতন্ত্রতা হারিয়ে ফেলতাম হয়তোবা। ভারত নিয়ে এখনও আওয়ামী বুদ্ধিজীবিদের যে নমঃ নমঃ ভাব, উনি টিকে থাকলে আজকে আমাদের দেশ এত এগুতে পারত কিনা তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে।


সর্বশেষ কথা হলো বঙ্গবন্ধু প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন, দেশের জনগনকে ভালোবাসতেন।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



ভারতের বেশীরভাগ মানুষের সাথে আমাদের মিল আছে, সেজন্য ওদের নিয়ে আমরা সমস্যায় আছি; ওরা ভালো প্রতিবেশী নয়। জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা দুষ্টদেরকে ক্ষমতাবান মনে করে পাশে নিয়েছে, শেখের সেই অভ্যাস ছিলো না; ফলে, দেশের প্রশাসনে ও দলে এত দুষ্ট ও অদক্ষ প্রবেশ করতে পারতো না।

১৮| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:২০

রানার ব্লগ বলেছেন: বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার জন্য যা যা প্রয়োজন তার সবই করেছেন কিন্তু দেশ স্বাধীন হওায়র পর একটা পুর আস্ত দেশ কি করে সুষ্ঠ ভাবে চালাতে হয় এর কোন সঠিক দিক নির্দেশনা তার হাতে ছিলো না। তিনি আবেগের বসে অনেক সিধান্ত নিয়েছেন। যার বেশ কিছুই পরবর্তিতে তার জন্যই ঘতকে পরিণীত হয়েছে। তিনি সব থেকে বর ভুল করেছেন কিছু চিহ্নিত সমাজের কিট রাজাকার আলবদর ও তৎকালীন কিছু বুদ্ধিজীবি যারা দ্বিমুখি কার্যক্রকমের মাধ্যমে নিজেদের পিঠ বাচিয়ে ছিলো তাদের কে নজর আন্দাজ করা। এরাই তাকে হত্যা করতে গোপন আতত করেছে।

বঙ্গবন্ধুর জন্মদিন পালন তার কন্যা করতেই পারে এটা তার আবেগের বিষয়, আমি আমার বাবার জন্মদিন পালন করবো এটা থাকে আমাকে কেউ মানা করতে পারে না বা এটা নিয়ে তিরস্কার করতে পারে না এবং যেহেতু বঙ্গবন্ধু এই দেশের জাতির পিতা তার জন্মদিন একটু আনারম্বন হতেই পারে।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



মানুষ কাজ করে নিজের পরিবার ও সমাজকে ভালো রাখার স্বপ্ন দেখেন; শেখ সাহেব মানুষকে কাজ দেননি।

১৯| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:০০

অক্পটে বলেছেন: শেখমুজিবের জন্য যা করা হচ্ছে তার ৯৮% হল ভোগাস। আপনাদের আমেরিকায় কি এমন হয়? হয়না।এমন করা কি দরকার? না দরকার নেই। বাংলাদেশের জন্য যা দরকার তা করা হয়নাই। দরকার হয়েছে জনগণের কষ্টার্জিত টাকা পুড়িয়ে ফেলার।

আগেরকার শেখ মুজিবের চেয়ে এখনকার শেখমুজিব সহস্রগুণ পাওয়ারফুল। এখন শেখমুজিব গাছে সূতা বাধলেই তার সকল মান্নত পুরা হয়ে যায় আগে এই সূতা বান্ধার ধান্দা এমন প্রকট ছিলনা। সূতা বাধলেই হল ডাইরেক্ট মিলিওনিয়ার।

আপনার কি মনে হয় এই দেশ এক'শ বছরের জন্য আওয়ামীলীগের হাতে চলেগেছে?

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১০

চাঁদগাজী বলেছেন:



দল হিসেবে আওয়ামী লীগই আছে; বাকীগুলোর জন্ম ও এজেন্ডা খারাপ।

আওয়ামী লীগ এখন পিরামিড ব্যবসার কর্পোরেশন, ইহা রাজনৈতিক দল নয়।

২০| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগে গত ১২ বছরে বহু দুষ্টলোক প্রবেশ করেছে। এরা আওয়ামীলীগকে বদমান করছে।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগে যোগদান করার একমাত্র কোয়ালিফিকেশন হচ্ছে, দুষ্ট ওমাসলম্যান হতে হবে।

২১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এত বছর পরে আমরা যে মূল্যায়ন করবো সেটা এখন আমরা ওই সময় ষকার ব্যাপার গুলো বুঝতে পারি বলেই মন্তব্য করতে পারছী।

ওই সময়কার প্রেক্ষাপটে যদি আমরা ওই সময় এই মন্তব্য করতে পারতাম তাহলে সঠিক ছিল।

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



এটা ঠিক যে, ঘটনা প্রবাহ ঘটার সময় অনেক কিছু সহজে বোধগম্য হয় না, পরে তাহা পরিস্কার হয়।

২২| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৯

আমি সাজিদ বলেছেন: পোস্ট লিখলে কি কিছু উপরি কামাই হবে? B-)

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



না, পোষ্ট লিখে উপরি আয়ের কোন সম্ভাবনা নেই।

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:




আপনি দেশে আছেন, নাকি প্রবাসে?

২৩| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:২৮

শূন্য সারমর্ম বলেছেন: শেখ সাহেব সম্পর্কে উনার মেয়েও অনেক কিছু জানে না।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



উনার মেয়ে উনার ভাবনাচিন্তা অনুসরণ করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.