![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমি ব্লগে লিখেছিলাম যে, আফ্রিকার অনেক দেশের সরকার টিকা কিনবে না, তারা বিশ্ব স্বাস্হ্য সংস্হা থেকে ফ্রি টিকা নেয়ার জন্য বসে থাকবে; আসলে, আমি ভয় পেয়েছিলাম যে, শেখ হাসিনার সরকারের ব্যুরোক্রেটরা উনাকেও সেই পথে নিয়ে যাবে; যাক, উনি টিকার জন্য কিছু টাকা খরচ করেছেন, কিন্তু রিজার্ভে প্রতিদিন কমপক্ষে ১ ডলার হলেও সন্চয় করছেন।
আপনারা খবর পেয়েছেন যে, তানজানিয়ার প্রেসিডেন্ট, মাগুফুলি করোনায় প্রাণ হারিয়েছেন; এই লোক টিকা কিনতে সরকারকে বাধা দেয়, এবং দেশের মিডিয়ায় করোনা পরিস্হিতির প্রচার বন্ধ করে দেয়। গত বছর জুন মাসে সে ঘোষণা করে যে, দেশে করোনা নেই। গতমাসের শেষদিকে সে অসুস্হ হয়ে যায়, কিন্তু এই সম্পর্কে কোন ধরণের খবর বা তথ্য জাতিকে দেয়া হয়নি; এখনো তার মৃত্যুর আসল কারণ জাতির কাছে পরিস্কার করা হয়নি।
এরা আফ্রিকা চালায়, এরা অসুস্হ হলে চিকিৎসা করায় লন্ডন, প্যারিসে, রোমে; এবার করোনার কড়াকড়িতে ওদিকে যেতে পারেনি, মনে হয়। আফ্রিকার সব দেশে প্রচুর সম্পদ আছে; কিন্তু সরকারগুলো ভিক্ষা করে বেড়ায়েছে শত বছর ধরে; ভিক্ষা করে যা পায়, ইউরোপ আমেরিকায় খরচ করে। নিউইয়র্কের খুব দামী দোকানগুলোতে আজব কাপড়পরা এসব মানুষকে বাজার করতে দেখা যায়; ওদের দেশের এম্ববেসীর লোকজন বাজারের ব্যাগ টানে কুলির মতো।
আমি একবার ২০০৩ সালে নিউইয়র্কের এক বিখ্যা্ত হোটেলে গিয়েছিলাম একজন লোকের সাথে দেখা করতে; লিফটে দেখি আমাদের কনসুলেটের লোকজন কুলির মতো অনেক ব্যাগ বোঝাই করছে; শুনলাম যে, বেগম জিয়া ও উনার ২ ছেলের বউ ঐ হোটেলে আছে, একটু আগে বাজার করে ফিরেছে, মানুষ যে কি ধরণের ইডিয়ট হয়, এগুলো না দেখলে বুঝা যায় না।
যাক, আমার মনে হচ্ছে, আমার অনুমান পুরোপুরি ভুল হয়নি; তবে, আফ্রিকা গরমের দেশ, সহজে নিমোনিয়া হয় না, এটাই প্রকৃতির সাহায্য। এই লোক মাস্ক নিয়েও নাকি হাসাহাসি করেছিলো, এখন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে; তবে, দেশের সরকার মাত্র ১৪ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে।
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০১
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকার সাথে আমাদের সরকারের অনেক মিল আছে; তবে, আমাদের মাঝে অনেক কাবুলীওয়ালাও আছে
২| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৮
জুল ভার্ন বলেছেন: আফ্রিকার মতো আমরাও প্রাকৃতিক সুবিধা পাচ্ছি- যদিও অল ক্রেডিট গোজ অন হার!
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০২
চাঁদগাজী বলেছেন:
যে সবকিছু বগলদাবা করে, সে বস্তুর নীচে চাপা পড়ে।
৩| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৮
নতুন বলেছেন: কালো মনের অমানুষ সব সমাজেই আছে।
মানুষের জ্ঞান না থাকলে মূর্খতা তাকে পরিচালনা করে।
১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকা, এশিয়া ও দ: আমেরিকার আমেরিকার সরকারগুলো মানবতাকে মুছে দিচ্ছে ক্রমেই।
৪| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০১
নুরহোসেন নুর বলেছেন: পৃথিবীর সর্বত্র কালো মনের মানুষের বসবাস!
১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
গড়ে ইউরোপ ভালো করছে। এশিয়ায় জাপান ও দ: ভালো থাকার চেষ্টা করছে।
৫| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৩
ঢাবিয়ান বলেছেন: যে বর্ননা দিলেন , তা হুবুহু আমাদের দেশের সরকারের সাথেও পুরোপুরি মেলে। পার্থক্য খালি এক জায়গায় যে এই আফ্রিকান প্রেসিডেন্টগুলো নিজের ভালটাও বোঝে না। পুরাই আহাম্মক। আর আমাদেরগুলো সেই বেলায় কঠিন শেয়ানা।
১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকার, বার্মার সরকার, আফ্রিকান দেশের সরকারগুলোর মাঝে অনেক মিল আছে। আমাদের গুলো একটু বেশী সেয়ানা/বেকুব, এটা বাংগালী জাতির বৈশিষ্ঠ।
৬| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৯
Laboni বলেছেন: এইভাবে বললেন কেন?
১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
স্যরি, পোষ্টে বাহিরের অপ্রয়োজনিয় লিংক দেবেন না; আমি আপনার দেয়া আগের মন্তব্যটা মুছে দেবো।
৭| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২০
কল্পদ্রুম বলেছেন: ইউরোপের কিছু দেশে ভ্যাক্সিনেশন স্থগিত করেছে দেখলাম।মাগুফুলির মতো মানুষেরা আর একটা অজুহাত পেলো।
১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
ইউরোপের ১৪ দেশে এষ্ট্রজেনিকার টিকা দেয়া বন্ধ রেখেছে; ৪০ মিলিয়নে, ১৭ জন ব্লাড-ক্লটিং'এ ভুগেছে; তবে, ড়টা নগণ্য সাইড-এফেক্ট।
৮| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সঞ্চয় করতে করতে একদিন আমরা আমেরিকাকে ছাড়িয়ে যাব।কথায় আছে না সঞ্চয়ে সমৃদ্ধি।
বাইডেনের নাকি মাঝে মাঝে স্মৃতি ভ্রমহয়।এটা কি ফক্সনিউজের প্রচারনা না কি সত্যি।
১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
এটা সত্যি, বয়স হয়েছে।
শেখ হাসিনা বেকুব কৃষকের মতো, বাড়তি টাকা দিয়ে গরু কিনে, ছেলেকে কলেজে পড়ায় না।
৯| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৪
রেজওয়ান ইসলাম বলেছেন: বাংলাদেশও দারুন এক দেশ।এদেশে যাদের বয়স চল্লিশের নীচে তাদের করোনা হয় না।
১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ প্রাকৃতিক অবস্হানের দিক থেকে গরমের দেশ, যেখানে নিমোনিয়া কম হয়; কিন্তু অন্য রোগ বেশী হয়।
১০| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে করোনা পরিস্থিতি তো ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে।
১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, মিউটাশান হয়ে, উহা খারাপ প্রক্বতির দিকে গেছে; কিংবা কেহ ইহাকে বদলায়ে দিয়েছে।
১১| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৩
কলাবাগান১ বলেছেন: কালো মন= অসুন্দর মন নয়...যে কোন কিছু কালো মানেই খারাপ নয়...এমন জেনেরালাইজেশন 'বর্নবাদী' রা ই করে থাকে....
১৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনিই বর্তমান বিশ্বের মহাত্মা গান্ধী; ব্লা ব্লা করতে পছন্দ করেন?
১২| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:২৬
শূন্য সারমর্ম বলেছেন: অাফ্রিকানদের মগজ হতাশায় মিশ্রিত
২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
এরা নিজেরা দাস বিক্রয় করতো এক সময়, এখন দাস পালন করে।
১৩| ২০ শে মার্চ, ২০২১ রাত ১:৪৫
কাতিআশা বলেছেন: সবচেয়ে খারাপ হোয়াইট সুপ্রিমেসি এই মুহুর্তে আমেরিকাতে!..
২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, আমেরিকান হোয়াইট সুপ্রেমেসী আবার যায়গা করে নিয়েছে; তবে, জাতির সবকিছু দখল করে নতে পারেনি; আফ্রিকায় খাবার, শিক্ষা, ঔষধ, চাকুরী, সকিছু সামান্য কিছু মানুষ কন্ট্রোল করে।
১৪| ২০ শে মার্চ, ২০২১ রাত ৩:৫৫
অনল চৌধুরী বলেছেন: আফ্রিকা অঅ বাংলাদেশের কালোরা নিজেরা নিজেরা মারামারি করে মরে।
আর ইউরোপ-এ্যামেরিকার সাদারা অন্যদেশের লোকদের মারে।
এটাই একমাত্র পার্থক্য।
২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
পুরো বাংলাদেশে একজন চিন্তাবিদই আছেন, সেটা আপনি।
১৫| ২০ শে মার্চ, ২০২১ ভোর ৬:০৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পূর্ব পশ্চিম নয় - বাংলাদেশিরা মনে হয় আফ্রিকামুখী হয়েছে। যে হারে মানুষকে নিস্রংশভাবে কষ্ট দিয়ে মারে আমার তো মনে হয় আফ্রিকাকে আমরা ছাড়িয়ে যাবো অচিরেই।
২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমাদর লোকজন আফগানিস্তান হয়ে আফ্রিকায় যাবে।
১৬| ২১ শে মার্চ, ২০২১ রাত ৩:১৫
অনল চৌধুরী বলেছেন: পুরো বাংলাদেশে একজন চিন্তাবিদই আছেন, সেটা আপনি। ধন্যবাদ।
এতোদিনে বুঝেছেন তাহলে !!
আপনার মতো যদি সবাই এটা বুঝতো, আমার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতো, তাহলে দেশে অভাব, দারিদ্র, বেকারত্ব , সন্ত্রাস, মদ মাদক জুয়া কিছুই থাকতো না।
বাংলাদেশ পরিণত হতো একটা উন্নত দেশে ।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব সম্পর্যকে আপনার ন্যুনতম ধারণা আছে কিনা সন্দেহ।
১৭| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:০৮
অনল চৌধুরী বলেছেন: আপনার খুব আছে !!!!!!
তাই সারা জীবন এ্যামেরিকাকেরকর দিয়ে খুনাখুনি করতে সাহায্য করার জন্য ক্ষমা না চেয়ে এই বয়সেও এখনও এই অপরাধ করে যাচ্ছেন।
২২ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো দার্শনিকে ইয়েমেন ভরে গেছে, মনে হয়।
১৮| ২২ শে মার্চ, ২০২১ রাত ১১:১৬
অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকায় থাকা সব বাংলাদেশী আপনার মতো , যারা প্রতিদিন ২/১ ডলারের বিনিময়ে তাদের বিশ্বস্ত সেবকের ভূমিকা পালন করে।
২২ শে মার্চ, ২০২১ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা কোথায়?
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: আফ্রিকার মতো আমাদের দেশেও কালো মনের ভয়ঙ্কর সব মানুষ আছে। তা আপনি খুব ভালো করেই জানেন।