নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমরা বেশী হিন্দু বিরোধী, নাকি ভারতীয়রা বেশী মুসলিম বিরোধী?

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৮



ভারতের মুসলমানরা দাংগা কবলিত হলে, বাংলাদেশের মানুষ ভারতীয় মুসলমানদের জন্য মনে কষ্ট পায়, নাকি হিন্দুদের জন্য মনে কষ্ট পায়? চেষ্টা করবেন এই সহজ প্রশ্নটির উত্তর দিতে।

মুসলিম ও হিন্দু ধর্মের সংস্ক্বতি হলো, এরা একে অন্যের ধর্মকে সমীহ করে না; খৃষ্টানরা অন্য ধর্মের লোকদের উপর ধর্মীয় কারণে চড়াও হয় না। আসলে, খৃষ্টানরা ইহুদী, হিন্দু ও বৌদ্ধ ধর্মকে সহজভাবে নেয়। ওরা মুসলমানদের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখে, কিন্তু এড়িয়ে চলতে চায়।

যদি আপনারা ভুলে না গিয়ে থাকেন, মোদী কিন্তু গুজরাটের জল্লাদ; সে কৌশলে গুজরাটে দাংগা লাগিয়ে, পুলিশকে দুরে রেখে ভয়ানক হত্যাকান্ড চালায়েছে। ভারতের সর্বশেষ বড় দাংগা হয়েছিলো দিল্লিতে, আবারো মোদীর সময়, যেইদিন ট্রাম্প ভারত পৌছেছিলো।

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যখন হিন্দুদের উপর আক্রমণ হয়, তখন ভারতীয় হিন্দুরা ফুলতে থাকে, আর ভারতীয় মুসলানরা কাঁপতে থাকে। পাকী ও কাবুলীওয়ালাদের মাথায় মগজ কম, সিলেটিদের মগজের পরিমাণ কেমন? তারা কি চাচ্ছে ভারতীয় মুসলমানদের কসাইঘরে পাঠাতে?

আমাদের মোল্লারা ওয়াজের সময় সুযোগ মতো ইহুদী, নাসারা ও হিন্দুদের ধর্মকে সমালোচনা করে, এবং ওরা সবাই যে, দোযখে যাবে, সেই বার্তা ঘোষণা করে; ওয়াজ বাংলাদেশের হিন্দুদের জন্য সুখকর অনুষ্ঠান নয়। নিউইয়র্কের ইমামেরা মসজিদে হিন্দু ধর্ম নিয়ে চিন্তিত নয়, এরা সুযোগ মতো শুধু ইহুদী ও নাসারাদের দোযখ গমণের বার্তা দেয়।

আপনাদের মাঝে যাদের সুযোগ হয়েছে গির্জায় যাবার, তারা হয়তো দেখেছেন, খৃষ্টানদের ওয়াজ হয় গির্জার ভিতরে সপ্তাহে একদিন, মাত্র গড়ে ৩০ মিনিটের কম; এরা সেখানে অন্য ধর্ম তো দুরের কথা অনেকই নিজ ধর্ম নিয়েও বেশীক্ষণ সময় ব্যয় করে না, এদের গির্জার মেম্বারদের জীবন, সমস্যা, সুযোগ, দেশের সামাজিক, রাজনৈতিক অবস্হা নিয়ে বেশীরভাগ ওয়াজ করে।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮

আমি সাজিদ বলেছেন: একই

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



এখনো হিন্দরা পালিয়ে যাচ্ছে ভারতে, ভারতের মানুষ তাদের নিয়ে চুপচাপ; বাংলাদেশে ১০ লাখ ভারতীয় মুসলমান এসে গেলে তখন টের পাবেন, "একই" কিনা?

২| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: সংখ্যালঘুদের উপর অত্যাচার বেশী করে মুসলিমরা। হোক ভারতের মুসলিম অথবা বাংলাদেশের মুসলিম।

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



মুসলমানেরা দেশ, সমাজ, জাতি, ইত্যাদি সঠিকভাবে বুঝে না।

৩| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭

শাহ আজিজ বলেছেন: মহা সংকট পূর্ণ অবস্থা । আজকের বায়তুল মোকাররম প্রাঙ্গন দেখে মনে হল মোল্লারা ক্ষমতাসীনদের কাছের মানুষ । ভারতের মুসলমানদের নিয়ে আমি ভাবি না কারন তারাও আমাদের স্বাধীনতাকে সমর্থন দেয়নি , মায়কি তারা আমাদের মুসলমানিত্ত নিয়ে সন্দেহ করে । ধর্ম নিয়ে ক্যাওস করে অল্প কিছু লোক উপকৃত হয় কিন্তু রাষ্ট্র পিছিয়ে পড়ে , পাকিস্তান ভারতকে দেখুন । শেখ সাহেবের ভাস্কর্য বিষয়ক ধাওয়া খেয়ে আর প্রাতন মামলার প্রেমানলে পড়ার ভয়ে মোল্লারা কিঞ্চিত হটে গিয়েছিল এখন মোদীর সফরকে ঘিরে আবারো উত্তেজনা ছড়াচ্ছে । এবারের পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় মুসলিমদের এক নতুন উদ্ভবনা দেখতে পাচ্ছি যা শুভ লক্ষন । আমার বন্ধুরা ভারতে চলে গিয়েছিল তারা ভাল নেই । এই বিপুল দেশত্যাগী হিন্দুরা যদি ফিরে আসে কি করে ঠেকাবেন তাই বলুন ।

১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



যারা চলে গেছে,তারা আর ফিরবে না, তারা ফিরলে বাংলাদেশ সরকার মাথায় হাত দেবে।
মোল্লারা সমাজের সবার জন্য হুমকি, এদের ভাবনাশক্তি কম, স্বভাবের দিক থেকে জল্লাদ।

৪| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৮

নতুন বলেছেন: এরা ভন্ড এবং বাকিরা ধমান্ধ

বেশির ভাগ সাধারন মানুষের ধর্মের জ্ঞান শুন্যের কোঠায়। তারা ওয়াজ শুনে ধর্ম সম্পকে জানে তাই দেশের ওয়াজবাজ হুজুরদের মনিটর করতে হবে যাতে তারা ঘৃনা না ছড়ায়।

১৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



ওয়াজগুলো আসলে বড় ধরণের সোসয়ালাইজেশন; অশিক্ষিত মানুষদের জন্য রূপকথা ইত্যাদির ব্যবস্হা।

৫| ১৯ শে মার্চ, ২০২১ রাত ৮:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফগানিস্তান আর কত দূর?

২০ শে মার্চ, ২০২১ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা পরপরই ইহা আফগানিস্তানে পরিণত হতে পারে।

৬| ১৯ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ওয়াজগুলোকে কঠোর ভাবে মনিটর করা দরকার।ওয়াজী কি বলছে তার চুল চেরা বিশ্লষণ করে তাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার।লক্ষ লক্ষ লোকের সামনে সে ধর্মীয় উগ্রতা ও সাম্প্রদায়িকতা ছড়াবে এটা কিছুতেই হতে দেওয়াউচিত না।ওয়াজগুলোই যত নষ্টের মূল।
সব থেকে বড়কথা যাকে দিয়ে ছাড়াবো ভূত,সেইতো আধা ভূত।

২০ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



মনিটর কে করবে, আপনি?

৭| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মুসলমানেরা দেশ, সমাজ, জাতি, ইত্যাদি সঠিকভাবে বুঝে না।

কারন বেশির ভাগ মুসলমানেরা কোরআন হাদিসের বাইরে পড়াশোনা করে না।

২০ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



কোরান হাদিসে বর্তামন সভ্যতার জন্য দরকারী কিছু নেই

৮| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আমরা সংখ্যালঘু বিরোধী।

২০ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


জাতির সঠিক কোন চরিত্র নেই।

৯| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:২৫

শূন্য সারমর্ম বলেছেন: অবশ্যই ভারতীয়রা।কারণ জনসংখ্যা বেশি।

২০ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



ভারতে প্রতি ৭ জনে ১ জন মুসলমান; আমাডের দেশে প্রতি ১০ জনে ১ জন হিন্দু।

১০| ২০ শে মার্চ, ২০২১ রাত ১:২৪

শূন্য সারমর্ম বলেছেন: এদেশে কয়েক পৃষ্ঠা লেখার মত দাঙ্গার ইতিহাস নেই।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



কতজন মুসলমান হিন্দুদেরকে নিজের মতো সম-মানের নাগরিক মনে করেন?

১১| ২০ শে মার্চ, ২০২১ রাত ২:৫৫

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের খুব বেশী হলে ২% লোক জঙ্গী হিন্দুবিরোধী। কিন্ত এই ইসরাইলের মতো ভারত রাষ্ট্রটা সৃষ্টিই হয়েছে ধর্মীয় রুপকথা থেকে এবং মুসলমান বিরোধিকার উপর ভিত্তি করে।
ভারতে দিনের বেলা গরু খাওয়ার অপরাধে মুসলমান পিটিয়ে মারা হয়। দিল্লিতে মসজিদে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশে কে কবে দেখেছে যে কচ্ছপ খাওয়া বা মূর্তিপূজার কারণে হিন্দু হত্যা করা হয়?
ঢাকা শহরে কেই কোনোদিন কোনো হিন্দুর উপর হামলা হতে দেখেছে?
দুইদেশকে এক করে ফেলা চরম মূর্খতা।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি বলছেন যে, ভারতের হিন্দুরাই বেশী মুসলিম বিরোধী? পালাচ্ছে কারা?

১২| ২০ শে মার্চ, ২০২১ ভোর ৬:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একই মুদ্রার এপিঠ ওপিঠ

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:



বাগলাদেশ থেকে হিন্দুরা পালাচ্ছে

১৩| ২০ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: তুলনা মূলক ভাবে বাংলাদেশের মুসলিমরা সহনশীল নাগরিক। বর্তমান ছাত্র লীগের সাধারন সম্পাদকের মতো নিয়মিত কেউ উস্কানী মূলক, সন্ত্রাসী বক্তব্য কোন মুসলিম কোথাও দিয়েছে-তেমন কোনো উদাহরণ আমি খুঁজে পাইনা।

২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৮

চাঁদগাজী বলেছেন:



ছারলীগ ফাউল একটা দল, উহার সভাপতি হতে হলে, হয়তো দেশের সেরা ফাউল হতে হয়।

১৪| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪২

নতুন নকিব বলেছেন:

কিসের সাথে কি তুলনা করেন?

গুজরাটে দাঙ্গা বাদিয়ে দিয়ে কতজন মুসলিমকে খুন করা হয়েছিল?
বাবরি মসজিদে হামলা কারা করেছিল? পরিকল্পিতভাবে সরকারের মদদে হামলা চালিয়ে শত শত বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি ধ্বংসের ঘটনায় কতজন মুসলিমকে হত্যা করা হয়েছিল?
গো-হত্যা কান্ড নিয়ে গত এক দশকে মোদীর উগ্রবাদী সরকারের ছত্রছায়ায় কতজন মুসলিমকে পিটিয়ে মারা হয়েছে?
কাশ্মীরের ঘটনায় সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালিয়ে কতজনকে টর্চার চালানো হয়েছে? হত্যা করা হয়েছে কতজনকে?
নাগরিকত্ব সংশোধনের নামে মুসলিম জনগোষ্ঠীর উপরে চালানো নির্যাতন নিপীড়নের বিষয়ে আপনার বক্তব্য কি?

এসবের মত বিভীষিকাময় একটি ঘটনাও বাংলাদেশে এ যাবত ঘটেছে কি?

তবে, ভারত যতই তার সাম্প্রদায়িকতার কালো হাত প্রসারিত করুক না কেন, আমরা মনে করি, বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের অধিকার সংরক্ষণ করা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। এটিকে সরকারেরও অন্যতম দায়িত্ব মনে করি।

ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:



হিন্দুরা কার ভয়ে পালিয়ে যায়?

১৫| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কোরান হাদিসে বর্তামন সভ্যতার জন্য দরকারী কিছু নেই

তবু যুগ যুগ ধরে কিছু মানুষ নিজের স্বার্থে কোরআন হাদীস ব্যবহার করে যাচ্ছে।

২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:



দেশের সংবিধানে মোটামুটি সব আছে।

১৬| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৪

নতুন নকিব বলেছেন:



২০ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪০

লেখক বলেছেন: কোরান হাদিসে বর্তামন সভ্যতার জন্য দরকারী কিছু নেই

-ইসলাম ধর্মের বিষয়ে অসহিষ্ণু মনোভাবের প্রমান উপরোক্ত মিথ্যাচার। শত শত কোটি মানুষের আচরিত একটি ধর্মের প্রধান গ্রন্থ কুরআন এবং হাদিসের বিষয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মিথ্যে অপপ্রচারের নাম নিশ্চয়ই বাক স্বাধীনতা নয়। আপনার কি ধারণা?

বস্তুতঃ এমন স্থুল এবং বিদ্বেষপরায়ন মনোভাব থেকেই সাম্প্রদায়িকতার উস্কানি উঠে আসে। ঘৃণার বিষবাষ্প ছড়ানো আমাদের, মানে, ব্লগারদের কাজ নিশ্চয়ই নয়। এগুলো কারও কাজই হওয়া উচিত নয়। তাই নয় কি?

আপনিই তো মাঝে মাঝে বলে থাকেন যে, ব্লগাররা আধুনিক, মন-মানসিকতায় তারা বড়। সেই বড়ত্বের পরিচয় কি এগুলোই?

প্রশ্ন এড়িয়ে গিয়ে অথবা, অপ্রাসঙ্গিক কথা বলে, অনর্থক উত্তর দেয়ার প্রয়োজন নেই। পারলে, দয়া করে প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিন।

প্রতিবাদ জানিয়ে গেলাম।

ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:




কোরান, হাদিসে যদি আজকের সভ্যতার জন্য প্রয়োজনীয় ও মুল্যবান নিয়মাবলী থাকতো ৫৭ টি মুসলিম দেশে নতুন করে শাসনতন্ত্র লেখার দরকার হতো না।

১৭| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



লেখক বলেছেন:



হিন্দুরা কার ভয়ে পালিয়ে যায়?

-আপনার কি ধারণা?

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



ভয়, ভবিষ্যত সম্পর্কে অনিশ্চয়তা ও কম সুযোগ।

১৮| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৬

অক্পটে বলেছেন: আপনি এবং রাজীব খুব ভাল মিথ্যাচার করতে পারেন। এটা একটি ব্লগ যেখানে ৯৫% ব্লগার মুসলমান বিদ্বেষী, সেখানে আপনি ও আপনারা সর্বেসর্বা। আপনাদের মধ্যে যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করার কারণে লজ্জাবোধ তৈরী হয়। তাহলে ধর্মত্যাগ করার পূর্ণ স্বাধীনতা তো আপনাদের আছেই কেন আছেন এই ধর্মে? মানুষে মানুষে ঝগড়া লাগানোর জন্য?

আপনার উচিত হবে ধর্ম নিয়ে পোস্ট দেয়া থেকে বিরত থাকা।

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



কেহ সাধারণত ধর্ম ত্যাগ করেন না, ৮০ ভাগ মানুষ ধর্মের সাথে আছেন; আজকের সভ্যতায় ধর্মের পজিটিভ কোন ভুমিকা আর নেই।

১৯| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৭

পাঁচ-মিশালি বলেছেন: অক্পটে বলেছেন: তাহলে ধর্মত্যাগ করার পূর্ণ স্বাধীনতা তো আপনাদের আছেই কেন আছেন এই ধর্মে?
মুরতাদদের শাস্তি আছে। নতুন নকিব এবিষয়ে পোস্ট দিবেন আশাকরি

২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



নতুন নকিব পোষ্ট দেয়া ব্যতিতও বিশ্বে প্রতি বছর ধর্মের উপরই সবচেয়ে বেশী বই প্রকাশিত হয়; মরা ঘোড়া আর হাঁটবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.