নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার এই বিশাল উৎসবে জনতাকে সম্পৃক্ত করেনি সরকার।

২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩২



জাতির গরীব অংশ পাকিস্তানী আমলে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করতে পারতেন না, আজকে তাঁরা বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস পালন করতে পারেন না; ফলে, তাঁদের যে দেশ আছে, তাঁরা যে দেশের মুল্যবান নাগরিক, সেই অনুভবতা নেই; স্বাধীনতা কিন্তু এদের মতো লোকেরাই এনেছেন, সমাজে উঁচু শ্রেণীর লোকেরা মাছ ধরেছেন, পানিতে হাত লাগাননি। কিন্তু শেখ হাসিনা সেই উঁচু শ্রেণীকে নিয়ে মেতে থাকেন, তাদের নিয়ে খাওয়াদাওয়া করেন, ওরাই বেশী বেশী খেয়ে সিংগপুরে গিয়ে চিকিৎসা করায়। শেখ হাসিনা আসলে স্বাধীনতা ও বিজয়ে মানুষের অবদান, মানুষের ত্যাগ, মানুষের ভুমিকা অনুধাবন করতে পারেননি, মানুষকে সম্পৃক্ত করার কথা কখনো ভাবেননি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছেন নাকি? করতে না পারলে মন খারাপ করবেন না, এখন করোনার সময়, আগামীতে করতে পারবেন; বিজয় দিবসটাকে পালন করার জন্য মনস্হির করেন। আমরা করেছি, ১টি মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে সীমিত পরিসরে আমরা দিনটিক পালন করেছি; আজকে বিকেলে, ভার্চুয়েলী ৫০/৬০ টি পরিবার জুমের সাহায্যে আবার পালন করবো।

করোনার মাঝে সরকার ইহাকে সিম্বোলিকভাবে পালন করতে পারতো, সেটা না করে পুরোপুরিভাবেই পালন করেছে; কিন্তু সরকার একলাই করেছে, দেশের জনতাকে ইহাতে সম্পৃক্ত করেনি; বিদেশীদের নিয়ে নেচেগেয়ে বকবক করে, খেয়েদেয়ে কিছু একটা করেছে, মানুষ দর্শক।

মনে হয়, সরকারের সাথে ঘনিষ্ট ও ধনী পরিবারগুলো ভালো খেয়ে বা রেষ্টুরেন্টে খেয়ে ইহা পালন করেছে; কিন্তু উহাতে জাতীর জন্য ভাবনাচিন্তা ছিলো না, জাতির ভবিষ্যত নিয়ে কোন চিন্তা ছিলো না, ১৯৭১ সালের সেই স্বাধীনতার জেনারেশনের প্রতি কৃতজ্ঞতা ছিলো না, মনে হয়; ইহা জাতির ধনী ও সরকারের সাথে যুক্তদের স্বভাব চরিত্র থেকে অনুমান করছি।

শেখ হাসিনা ১৯৭১ সালের জেনারেশনের অবদান, ত্যাগ, কষ্ট, আনন্দ, বুঝেন বলে মনে হয় না; ফলে, এই বিরাট মহুর্তটিতে তিনি দেশের মানুষকে সম্পৃক্ত করার কথা ভাবেনি; আমি অনুষ্ঠান দেখিনি; আমার স্ত্রী দেখতে ছিলেন, আমার ইচ্ছা হয়নি দেখতে।



মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: এই দেশের জন্য সব ভূমিকা কি বঙ্গবন্ধু একাই রেখেছেন?

২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবকে মানুষই পছন্দ করেছিলেন নেতৃত্ব দেয়ার জন্য, মানুষ উনার থেকে সামনে ছিলেন বরাবরই।

২| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: আজ কেন আমরা তাজ উদ্দিনের কথা বলি না?
আজ কেন আমরা মাওলা ভাসানীর কথা বলি না?
কেন সাতজন বীর শ্রেষ্ঠদের কথা বলি না?

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের জনতাকে ইডিয়ট বানায়ে রেখেছে প্রশাসন; ইউনিভার্সিতে পড়ে নিজের পরিবারের খবর রাখতে না, বেকার, তারা আবার দেশের কি খবর রাখবে? মাদ্রাসা থেকে এগুলো কি বের হচ্ছে?

৩| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৪

সিগনেচার নসিব বলেছেন: চলমান ই্স্যুতে আশেপাশের কেউ আজকাল পজেটিভ কথা বলতেছে না। আমাদের আশেপাশের মানুষগুলো কি দিন দিন নেতিবাচক হয়ে যাচ্ছে। নাকি সময় টা এমন

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



সরকার ও প্রশাসন মানুষকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, মানুষ সেই কারণে অনেকটা এনার্খিতে ভুগছে, সরকার যা করে, মানুষ সেটাকে বিরোধীতা করতে চায়,

৪| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: শেখ হাসিনা মনে করছে দেশে আয়ামীলীগের জনপ্রীয়তা চরমে পৌছে গেছে। সব জনগনকেই তিনি আয়ামী সমর্থক মনে করছেন তাই তিনি সাধারন জনগনকে একত্র করার চেস্টা করেন নাই।

এখনো তাকে বোঝানো হবে যে সবই বিরোধী দলের চক্রান্ত আয়ামীলীগের কোন সমস্যা নাই।

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে কে বুঝাবে যে, সবই বিরোধী দলের চক্রান্ত? আওয়ামী লীগে ও প্রশাসনে এমন কেহ আছে?

৫| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: দেশের রাজনৈতিক প্রাঙ্গণ থেকে আজ রাজনীতিকরা হয় বিতাড়িত হয়েছেন, নয়তো তারা স্বেচ্ছা নির্বাসনে গিয়েছেন। তাদের স্থান দখল করে নিয়েছে ব্যবসায়ীরা, পেশীশক্তি লালনকারীরা, চাটুকারেরা, ছোট বড় মাস্তানেরা, কালোবাজারীরা। জনসম্পৃক্ত রাজনীতিকেরা সাধারণতঃ তাদের দীর্ঘদিনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা দ্বারা সাধারণ জনগণের চেয়ে একটু বেশি দূরদৃষ্টিসম্পন্ন হয়ে থাকেন, ফলে সামনের ভবিষ্যৎ আমরা আমজনতা যতটুকু দেখতে পারি, তারা তার চেয়েও আরেকটু বেশি দূরে দৃষ্টি প্রসারিত করতে পারেন। আজ শেখ হাসিনার আশে পাশে সেরকম দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিককে দেখা যায় না। নইলে বহুল প্রত্যাশিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতিকে এমনভাবে বিভক্ত রেখে পালন করতে হতো না, অরাজনৈতিক জনগণকেও আরও স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করানো যেত।
প্রতিবেশী দেশের অতিথিবর্গের আসা যাওয়ার সময় যাদের জন্য এই সুবর্ণ জয়ন্তী, সেই নাগরিকদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানবাহনে আটকা পড়ে থেকে যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে, জনদরদী রাজনীতিকগণ এসব পরিকল্পনায় সম্পৃক্ত থাকলে সেটারও বিকল্প ব্যবস্থা করা যেত, অন্ততঃ আটক থাকার সময়টাকে অনেকখানি কমিয়ে আনা যেত।

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগ রাজনীতিমুক্ত হয়েছে, এখন রাজনীতির দরকার নেই, মানুষও যাতে রাজনীতি ভুলে যায়, সেব পদক্ষেপ নেয়া হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি-জামাতের লোকজন রাজনীতি থেকে ক্রাইমে বেশী যুক্ত।

সরকার ও প্রশাসনের কয়েকজন লোক পুরো উৎসব করেছে, মানুষকে কাছেও আসতে দেয়া হয়নি, উৎসব পালনের জন্য বলাও হয়নি; জমিদারী আমলও এর থেকে ভালো ছিলো, মানুষকে জানানো হতো উৎসব হবে।

৬| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে? আর নাকি সংযোজন, বিয়োজন করা যাবে না...

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



মনে হয় থাকবে; তালিকা কোথায় কে জানে! তালিকা এলাকায় গেলে, চেক করতে বলবো।

৭| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই আওয়ামীলীগ সেই আওয়ামিলীগ নয়। শেখ হাসিনা চাইলে ও এখন কিছু করতে পারেন না। চারিদিক থেকে ওনাকে জিন্মি করে ফেলা হয়েছে। তাই উনি এখন জন বিচ্ছিন্ন। বঙ্গবন্ধুকেও চারনেতাসহ জনগন থেকে বিচ্ছিন্ন করা হয়েছিলো।

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



এই আওয়ামী লীগ উনার সৃষ্টি; দেশে অপেক্ষকৃত শিক্ষিত ও ভালো লোক কম নেই, উনি উনার থেকে কমবুদ্ধিমানদের নিয়ে দলকে সবল করে চলেছেন।

৮| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: মোদি যে যুদ্ধ করে জেল খেটেছে বলতেছে কতটুকু সত্য মিথ্যা আর কেনো এইটা এতদিন পর বলা

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



মোদী ভারতের জন্য শয়তানের ছোট ভাই।

৯| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অসাম্প্রদায়িক উৎসবই ঠিকমতো হতে পারে না,রাজনৈতিক উৎসব তো দুরের কথা।দেশে স্বাধীনতা বিরোধিরা যতটা ঐক্যবদ্ধ,স্বধীনতার পক্ষের লোক ততটা ঐক্যবদ্ধ না।পরাজিতরা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে প্রতিশোধ না নেয়া পর্যন্ত ,জয়ীরা ভুলে যায়।করোনা কিছুটা দায়ী।

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:




দেশে স্বাধীনতার পক্ষে লোকজন নেই, যিনি একা স্বাধীনতা এনেছিলেন, উনার মৃত্যু হয়ে গেছে, শেষ!

১০| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৩২

আমি সাজিদ বলেছেন: শিরোনাম ভালো হয়েছে। তবে সবাইকে সম্পৃক্ত করাও সম্ভব নয়৷

২৮ শে মার্চ, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:




স্বাধীনতা আনার সময় সবাই সম্পৃক্ত হলেন কি করে?

শেখ হাসিনার ধারণাশক্তি আপনার সমান, দেখা যাচ্ছে!

১১| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:০৯

বঙ্গদুলাল বলেছেন: শেখ হাসিনা চলে গেলে কোন হবুচন্দ্রের হাতে দেশের ভার পড়ে কে জানে! তবে এরকম ঘটনা চক্রাকারে ঘটতে থাকবে। উনার এখন সত্যি হোক /কৃত্রিম হোক পূর্ণ জোয়ার চলে।অধিকাংশ মানুষ ডরে ভয়ে হলেও বঙ্গবন্ধুর নাম মুখে নেয়।উনার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ সময়ে উনি মানুষকে কাছে টানতে পারতেন।
কংগ্রেস কি আর ক্ষমতার মুখ দেখবে?

২৮ শে মার্চ, ২০২১ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাংলাদেশের ভিত্তি নড়বড় করে দিয়ে যাবে, আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না।

কংগ্রেস যাতে ফিরতে না পারে, সেটার জন্য দেশকে মৌলবাদী হিন্দুদেশে পরিণত করছে উঁচুবর্ণের হিন্দুরা ও কর্পোরেট ইন্ডিয়া। কংগ্রেস হয়তো ক্রমেই ফিরবে আবার, ভারত আগামী ৫ বছরের মাঝে নিজেদের ভুল বুঝতে পারবে।

১২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:১৯

বঙ্গদুলাল বলেছেন: কিছু নাগরিকের জীবনের, বিশেষ করে তৃতীয় বিশ্বে মনে হয়; দুই পয়সারও দাম নেই।আমাদের দেশটা জন্ম থেকে কখনোই সুস্থিতি পায়নি।

২৮ শে মার্চ, ২০২১ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালী ব্যুরোক্রেটরা ও ধনীরা ভয়ংকর নির্মম; ওরা যেভাবে ক্ষমতা দখল করেছে, কোথায়ও দয়ামায়া, মানবতা থাকছে না।

১৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগ, বিএনপি-জামাতের লোকজন রাজনীতি থেকে ক্রাইমে বেশী যুক্ত।
.................................................................................................................
এই অবস্হার থেকে উত্তরন না ঘটলে , দেশে স্বাধীনতার সুবাতাস আসবে না ।
সার্বজনীন নেতা হবার এমন সুযোগ কয়জন পায় ?
৫০ বর্ষপুর্তি জনতার মাঝ থেকে উঠে আসলে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকত ।

২৮ শে মার্চ, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ শেখকে জেলে রেখে পালিয়েছিলো ১৯৬৮ সালে, শেখের মৃতদেহ রেখে পালিয়ে ছিলো ১৯৭৫ সালে, শেখ হাসিনার পর আবার পালাবে।

শেখ হাসিনা মনে করেন, উনার বাবা একাই স্বাধীনতা এনেছেন, সেখানেই উনার সমস্যা।

১৪| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:৪৪

বঙ্গদুলাল বলেছেন: শেখ হাসিনা ইন্দিরার পরিবারকে এভাবে ভুলে যাওয়ার কারণটা কী?গান্ধী পরিবারের কেউ আমন্ত্রিত হলে বিজেপি কী এমন বিরাগভাজন হতো?তিস্তা মিস্তা,চুক্তি মুক্তি /ট্রানজিট সমস্যা? বিজেপি তো কোনদিনই বিএনপি জামাতকে কাছে টানার দল নয়? এরকম একটি অনুষ্ঠানে গান্ধী পরিবারের কেউ নেই!এটা কেন?

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১১:২১

চাঁদগাজী বলেছেন:




ইদিরা গাধীর সমানে উনার নাতনীকে আনার দরকার ছিলো

১৫| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৫

আমি সাজিদ বলেছেন:
সবাই সম্পৃক্ত হলে ৭১ সালে রাজাকার এল কি করে ? সবাই সম্পৃক্ত ছিল না। স্বাধীনতা সবাই চায় নি।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



টাইপো:

'৭১ সাল

১৬| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৮

রানার ব্লগ বলেছেন: হুম ঠিকি বলেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট এর লোক জন সাধারণ নাগরিকদের গোনায় ধরে নাই।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



প্রশাসনের ইভেন্ট

১৭| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: আপনার মত অনেকেই বিদেশ থাকেন, তবে আপনার মত করে দেশ দেখার চোখ অনেকের নেই। আপনার ভাবনাকে আমি স্যালুট করে গেলাম। হ্যাঁ, মানুষ হিসাবে এভাবেই চিন্তা করতে হয়, অন্তত যা সত্য তা বলতে হয়!

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি মাঝে মাঝে বিদেশে চাকুরী করেছি, কিন্তু আমার জীবনের বড় একটা সময় কেটেছে দেশেই; শেখ হাসিনা মানুষকে যেভাবে দুরে রেখে দেশ চালাচ্ছেন, ইহা বুদ্ধিহীনতা ছাড়া ভালো কিছুই নয়।

১৮| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
জনগণকে বাদ দিয়ে - এটা কি বললেন?
'স্বাধীনতা দিবস' কাউকে পালন করতে মানা করা হয়েছে?

স্কুল কলেজ বন্ধ, তাই স্কুলে, মাঠে, স্টেডিয়ামে প্যারেড হয় নি, খেলাধুলা হয় নি। র‍্যালি হয় নি। তাই উৎসব ভাবটা কম।

আর কোন জনগনের কথা বলছেন।
দাড়ীটুপিওয়ালা তথাকথিত জনগণ যারা স্বাধীনতার ৫০ বছর পূর্তি বাদে আগেও কখনো তাদের মাদ্রাসায় জাতীয় পতাকা ওড়ায় নি।
জাতীয়সংগিতও কখনো গায় নি,
কখনো গাইতে বা শুনতে বাধ্য করা হলে এরা দাঁত চেপে মনে মনে 'পাক্সার জামিন সাদবাদ' গায়।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনাচিন্তা অস্বাভাবিক; আপনার মতো লোকেরা শেখ সাহবকে জেলে রেখে পালিয়েছিলো ১৯৬৮ সালে, ১৯৭৫ সালে পালিয়ে ছিলো; শেখ হাসিনার পর আবার পালাবে।

১৯| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৪

আমি সাজিদ বলেছেন: টাইপোর অজুহাতে দয়া করে প্রতিউত্তর দেওয়া থেকে বিরত থাকবেন না। আপনার পোস্টেও অনেক টাইপো আছে। কেউ কি কিছু বলেছে? ;)

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রশ্ন পরিস্কার নয়; আপনাকে আফগান রাজনীতির লোক বলে নে হচ্ছে।

২০| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: স্বাধীনতার এই বিশাল উৎসব করোনার কারনে জনগনকে নেওয়া হয় নাই সম্ভবত।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



করোনার মাঝে বিদেশীরা আসতে পারছে, গার্মেন্টস এর ১০০ মেয়ে কি আসতে পারতো না? ৫০০ মুক্তিযোদ্ধা কি আসতে পারতো না? ২০০০ কৃষক কি কোথায় আসতে পারতো না?

২১| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের আমজনতা হচ্ছে ম্যঙ্গোপিপল।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা ওদেরকে আরবদের দাস বানায়েছে।

২২| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

বংগল কক বলেছেন: লেখক বলেছেন:

ইদিরা গাধীর সমানে উনার নাতনীকে আনার দরকার ছিলো

গাধীর !!!!! :-*

বুঝতেছি না, গাজীভাই এর বিশ্রাম দরকার নাকি আমার রসবোধ কম।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



টাইপো থাকে উহাকে টাইপো হিসেবে নিতে হয়, এখনো কি ২য় শ্রেণীতে পড়েন?

২৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৯

ঢাবিয়ান বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে এদেশ স্বাধীন করা হয়েছে শুধু আওয়ামিলীগ এবং ইন্ডিয়ার জন্য , এদেশের জনগনের জন্য নয়।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



ইন্ডিয়ার বাজারে পরিণত করেছে মিলিটারী ও শেখ হাসিনা।

২৪| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৯

আমি সাজিদ বলেছেন: আপনার মতো করে না ভাবলে সবাইকে আফগান বলা তো উচিত নয়।আলাদা আলাদা ধরনের চিন্তাগুলোকে আলাদা আলাদা কামরাবন্দী এখনো আপনি করতে পুরোপুরি ব্যর্থ?

২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


কিছু চিন্তা এক সময় চিন্তা হিসেবে গণ্য হতো, সেগুলো এখন মানব সমাজের ক্ষতি করছে; আধুনিক সমাজ এখন খুবই সুক্ষ্মভাবে ভাবতে পারছে।

২৫| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কতবড় একটা সুযোগ যে হাতছাড়া হয়ে গেল তা অনেকেই অনুধাবন করতে পারছেন না আপনার কথাতেও সেটা ফুটে উঠেছে। স্বাধীনতার এই বিশাল উৎসবে জনতাকে সম্পৃক্ত করার একটি মোক্ষম সুযোগ হাতছাড় করেছে সরকার। দেশকে ঐক্যবদ্ধ করতে, দেশকে উজ্জ্বীবিত করতে, তরুনপ্রজন্ম উৎসাহিত করতে পারতো সরকার কিন্তু তারা সেটা না করে বিদেশি অতিথি ও আমলা চাটুকারদের নিয়ে ভোজ উৎসবে মেতে উঠেছিল।

২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বুদ্ধিমত্তা খুবই কম।

২৬| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৭

আলাপচারী প্রহর বলেছেন: মেরা নাম্বার কাব আয়েগা ?

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে সোহ্ রাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ স্থাপণ করা হোল। তৎকালীন ঢাকা শহরে মুক্তিযোদ্ধা ও শহীদদের নামের তালিকা সমৃদ্ধ স্মৃতি স্তম্ভ।
দক্ষিণের স্তম্ভের শ্বেতপাথরে এখনও জ্বলজ্বল করছে আমার বড় ভাইয়ের নাম ক্রমিক ১-এ।
১. এস আর রহমত উল্লাহ্, নায়েক সুবেদার (শহীদ) – পিতাঃ মুন্সি শফি উদ্দিন আহমেদ, ইমামগঞ্জ, ঢাকা।

আজ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পূর্ণঃপ্রকাশ হোল । ১ম স্থানে ভাইয়ের নামটি নেই। বস্তুতঃ ক্লান্তিকর ব্রাউজিংয়ে কোথাও পেলাম না।

মেজো ভাইঃ সিরাজ উদ্দিন আহমেদ (সেরাজ কমান্ডার) - পিতাঃ মুন্সি শফি উদ্দিন আহমেদ, ইমামগঞ্জ, ঢাকা। তার নামও অগনিত নামের ভীড়ে ছিল। ক্লান্ত চোখে কোথাও খুজে পেলাম না।

৫ম ভাইঃ মোহাম্মদ শহীদ উল্লাহ্ - পিতাঃ মুন্সি শফি উদ্দিন আহমেদ, ইমামগঞ্জ, ঢাকা।
নেই কোথাও কেউ নেই।
ভাইডি, আমার ভাইদের নাম কেই দেখলে জানাইয়েন যে।

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনার পরিবারের জন্য অনেক অনেক শ্রদ্ধা রইলো।

আপনার ভাইদের নাম কেন নেই, সেটা জানার চেষ্টা করেন, আশাকরি আছে। তবে, অনেক অদক্ষ ও দুষ্ট লোকেরা এসব লিষ্টের সাথে জড়িত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.