![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মোঘল সম্রাট আওরংগজেব নিজের সাম্রাজ্যকে সিকিউরড করার জন্য ছোটখাট হিন্দু রাজা, মারঠা মুরাঠা মেরে কিছুই রাখেনি; উনি নিজের ভাইগুলোকেও মেরে ফেলেছিলেন, বাবাকে জেলে (দুর্গের ভেতর ) আটকায়ে রেখে ছিলেন; ইহা মোঘল সাম্রাজ্যকে সিকিউরড না করে, বরং মোঘল সাম্রাজ্যের বারোটা বাজিয়ে দিয়েছিলো; ইহার ফলে, হিন্দুরা, শিখেরা, মারাঠারা, সুলতানদের লোকেরা মোঘলদের শত্রু হয়ে যায়। এই সুযোগে, আলীবর্দী খানেরা মোঘলদের সাম্রাজ্যকে টুকরা টুকরা করছিলো, দুর্বল করছিলো; নিজেদের অজান্তে বৃটিশ, ফরাসীদেরকে শক্তিশালী করে তুলছিলো।
শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে, এতে দেশ হয়ে গেছে শতকরা ১০/১৫ জনের; উনার মুল দলও উনার কাছাকাছি নেই; উনার কাছাকাছি এখন প্রশাসন, ব্যুরোক্রেটরা, যাদের স্বভাব হলো পুরোটাই চোরাবালির মতো; এই মাটির উপর দিয়ে হেঁটে গেলেই প্রান যায়, ঘর বাঁধলে বংশ নির্বংশ হবে।
উনি হাজার হাজার কোটী টাকা খরচ করছেন বড় লোকের ছেলেপেলেদের পড়ানোর জন্য, যেগুলোর বড় অংশ একদিন বিদেশে পড়ালেখা করবে। আর এতিমদের জন্য কিছুই নেই; এখন ৫০ লাখ দরিদ্র ও এতিম পড়ছে মোল্লাদের পাখার নীচে গিয়ে এবং ফ্রি; এরা কি শিখে কোন সংস্কৃতির মানুষ হচ্ছে? এদের সাথে তালেবানদের সাথে বেশী মিল, নাকি জাপানীদের সাথে বেশী মিল? এদের জ্ঞান, ধারণা, পেশা কি বাংগালী জাতির উন্নয়নে সাহায্য করবে, নাকি আফগানিস্তানের মত বিপদ সৃষ্টিতে সাহায্য করবে? এসব বাচ্চাদের শিক্ষা জীবন কি স্বাভাবিক? এদের জন্য টাকা খরচ না না করে, শেখ হাসিনা কেন ৪৫ বিলিয়ন ডলারের রিজার্ভকে আরো বড় করার চেষ্টা করছেন, ইহা কি বুদ্ধিমানের কাজ?
মাদ্রাসার সংস্কৃতিতে জাতির কথা নেই, সমাজের কথা নেই, সেখানে আছে পরজগতের কথা; এসব বাচ্চাদেরকে কি পরজগতের জন্য প্রস্তুত করার দরকার, নাকি একটা পেশা দিয়ে সমাজের সাথে সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখানোর দরকার? দেশের এক বড় অংশের বাচ্চাদের জন্য কিছুই নেই, ছোট অংশের জন্য ক্যাডেট কলেজ, বুয়েট, মেডিক্যাল সবই আছে।
শেখ হাসিনা দেশের ভেতরেই ছোট আফগানিস্তান ও ইয়েমেন তৈরি করছেন নিজের অজান্তে, ইনি আধুনিক আওরংজেব; উনার পরপরই আসল কারিগরেরা মাঠে নেমে আমাদেরকে কাবুলীওয়ালাতে পরিণত করবে।
২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
উচিত অনেক কিছু; তবে, উনি জাতিকে বিপদের মাঝে রেখে যাবেন।
২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৩০
আমি নই বলেছেন: আপনার লেখা পড়ে মনে হচ্ছে লাস্ট ১০-১২ বছরে দেশে শুধু মাদ্রাসাই হয়েছে!! স্কুল, কলেজ ভার্সিটি সব বন্ধ ছিল!!
যাইহোক, কিছু বিষয় জানতে মন চায়-
আচ্ছা আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা বেশি না স্কুল, কলেজ, ভার্সিটির সংখ্যা বেশি?
বাংলাদেশে ধরা পড়া এবং মৃত জংগীদের কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র?
দুনিয়ার কোন দেশের ১০০% ছাত্রই আইনস্টাইন বা নিউটন হয়?
আচ্ছা আমাদের দেশের প্রশাসনিক বা জন প্রতিনিধি পর্যায়ে যত দেশ বিরোধী কর্মকান্ড যেমন দুর্নীতি, টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি হয় তার কত পার্সেন্ট মাদ্রাসা ওলারা করেন?
স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে অনেক জ্ঞান অর্জন করার পর সেই জ্ঞান বেশির ভাগ সময়ে যখন দেশের ১২টা বাজানোর জন্য ব্যবহারিত হয় তার চাইতে ঐ সকল আবাল-অশিক্ষিত মাদ্রাসা পড়ুয়ারাই ভালো, যারা দেশের উপকার করতে না পারলেও ক্ষতি করেনা আর সেটা পরকালের ভয়ে হোক আর অন্য কারনে হোক।
২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
মাদ্রাসা মানুষকে কোন পেশা দেয় না, ইহার থাকার দরকার নেই; কোন শিশু মাদ্রাসায় পড়তে চাহে না; মাদ্রাসার বাচ্চারা স্বাভাবিকভাবে মানুষ হওয়ার সুযোগ পায় না।
৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৩
আমি নই বলেছেন: আমার প্রশ্নগুলার উত্তর তো দিলেন না। মৌনতাকেই সম্মতি হিসেবে ধরে নিলাম।
লেখক বলেছেন: মাদ্রাসা মানুষকে কোন পেশা দেয় না, ইহার থাকার দরকার নেই; কোন শিশু মাদ্রাসায় পড়তে চাহে না; মাদ্রাসার বাচ্চারা স্বাভাবিকভাবে মানুষ হওয়ার সুযোগ পায় না।
আলোচনার খাতিরে এটা মেনে নিলাম, কিন্তু তাতে ক্ষতি তো হচ্ছেনা। মাদ্রাসা ওয়ালারা দেশকে আফগানিস্তান বানানোর আগেই স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ুয়ারা দেশকে জিম্বাবুয়ে বানিয়ে ফেলবে। সুতরাং মাদ্রাসার পিছনে না লেগে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ুয়ারা যেন দেশের ১২টা না বাজায় সেদিকে বেশি নজর দেয়া উচিত।
২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রশ্ন ও আপনার ধারণাগুলো তালেবান লেভেলের, সেজন্য উত্তর দেয়া সম্ভব হয়নি; এগুলোর সঠিক কোন উ্ত্তর নেই আমার কাছে।
৪| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:২১
আমি নই বলেছেন: লেখক বলেছেন: আপনার প্রশ্ন ও আপনার ধারণাগুলো তালেবান লেভেলের, সেজন্য উত্তর দেয়া সম্ভব হয়নি
আপনার মনের উপরতো আর জোর দিতে পারবোনা, যা খুশি মনে করতে পারেন।
এগুলোর সঠিক কোন উ্ত্তর নেই আমার কাছে।
ওকে সমস্যা নেই, সবাই সব কিছুতে শতভাগ হয় না।
আপনি যে সময়ের কথা বলছেন ঐ সময়ে দেশ আফগানিস্তান হওয়ার চাইতে জিম্বাবুয়ে হওয়ার পসিবিলিটি অনেক বেশি।
২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
কোন শিক্ষিত মানুষ মানব জাতির ক্ষতি করেনা।
৫| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: যারা দেশে গণ্ডগোল পাকাচ্ছে তারা কি শেখ হাসিনার অনুমতি নিয়ে এরকম করছে? নিশ্চয়ই না।
শেখ হাসিনা একা কত দিক সামলাবে? তিনি তো মানুষ। রোবট না। তিনি এক দিক গুছাতে গুছাতে আরেক দিকে সমস্যা হয়। একটার পর একটা সমস্যা ঝামেলা লেগেই আছে। তিনি কত দিকে চোখ দিবেন? কত দিক সামলাবেন?
২৯ শে মার্চ, ২০২১ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
উনি দেরী করে ফেলেছেন, ২০০৯সাল থেকে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির দরকার ছিলো; তিনি সেটা করেননি।
৬| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৬
আমি নই বলেছেন: লেখক বলেছেন: কোন শিক্ষিত মানুষ মানব জাতির ক্ষতি করেনা।
হুম,,,, কিছুদিন আগে আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী দাবী করেছিলেন কানাডার বেগম পাড়ার বড় অংশই সরকারী কর্মকর্তা, বাঙালি জাতির ক্ষতি করা এই সকল অশিক্ষিত কর্মকর্তাদের কারা নিয়োগ দিলো তার তদন্ত করা উচিৎ, কি বলেন?
২৯ শে মার্চ, ২০২১ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
সেগুলো ঘটছে শেখ হাসিনা ও মন্ত্রীদের অদক্ষতার ফলে। পররাষ্ট্র মন্ত্রী খুবই অদক্ষ মানুষ।
৭| ২৯ শে মার্চ, ২০২১ রাত ২:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনা দেশের ভেতরেই ছোট আফগানিস্তান ও ইয়েমেন তৈরি করছেন নিজের অজান্তে,
.................................................................................................................................
বক্তব্য অর্ধসত্য বলে মনে করি ।
এই মাদ্রাসা পড়ালেখা শত শত বৎসর হয়ে আসছে ।
তবে দেশ স্বাধীনের পর থেকে নানাহ রাজনৈতিক চাপে বেশ
কিছু মাদ্রাসার লক্ষ্য বদলে গেছে তার জন্য স্বাধীনতা উত্তর সকল সরকার দায়ী ।
মাদ্রাসা শিক্ষা যেন যুগোপযুগী হয় সে চেষ্টা সরকার করছেন
কতটা বাস্তবায়ন হবে জানিনা , আমরা সন্দিহান !
২৯ শে মার্চ, ২০২১ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
মাদ্রাসা শিক্ষা ব্যবস্হাকে বদলাতে হলে, ইহার মালিকানা কার হাতে থাকতে হবে? এগুলোর মালিকানা যদি সরকার না নেয়, কি করে সরকার এগুলোকে বদলাবে? ২০০৯ সাল থেকে এগুলো বুঝার দরকার ছিলো না?
৮| ২৯ শে মার্চ, ২০২১ রাত ৩:৩৩
অনল চৌধুরী বলেছেন: ইংরেজী মাধ্যম- বটতলা সব বন্ধ করে দেশের ৫-১৬ বছর বয়সী সব শিশুর জন্য উন্নত দেশগুলির জন্য একটা অভিন্ন শিক্ষা পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।
২৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:১১
চাঁদগাজী বলেছেন:
সেটার দরকার ছিলো ১৯৭২ সালের শুরু থেকেই।
৯| ২৯ শে মার্চ, ২০২১ রাত ৩:৩৩
অনল চৌধুরী বলেছেন: ইংরেজী মাধ্যম- বটতলা সব বন্ধ করে দেশের ৫-১৬ বছর বয়সী সব শিশুর জন্য উন্নত দেশগুলির মতো একটা অভিন্ন শিক্ষা পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।
১০| ২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫১
সোনালি কাবিন বলেছেন: @ চাঁদগাজী সাহেব , একজন আপনার কাছে এক পোস্টে নীচের প্রশ্ন রেখেছেন । অনেকদিন আগের পোস্ট বিধায় আপনার নজরে নাও পড়তে পারে । তাই আপনার পোস্টে লিংক দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করলাম ।
পোস্টের লিঙ্ক ( মন্তব্য নাম্বার ২৯)
মুখের বুলিসর্বস্ব নয়, সত্যিকারের মানবাধিকার ইসলামের ছায়াতলেই রয়েছে- ইসলাম অন্যের দরজা-জানালায় উঁকি দেওয়াকেও পাপ সাব্যস্ত করেছে
২৯ শে মার্চ, ২০২১ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যাদ আপনাকে।
আমি উত্তর দিয়েছি। উত্তরে উন্নত মানের মানবাধিকারের দেশগুলো হচ্ছে: সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, কানাডা, সুইজারলয়ান্ড ...
১১| ২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬
রানার ব্লগ বলেছেন: শিক্ষা বোর্ড একটা করতে হবে, যেমন ঢাকা বোর্ডের অধীনে ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, একজন চেয়ারম্যান থাকবেন তার অধীনে শিক্ষাবোর্ড থাকলে এই সব সমস্যার সাময়িক একটা সমাধান হবে।
যদি কখনো সম্ভব হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডে যেয়ে দেখবেন, ভন্ডামির চূড়ান্ত।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
মাদ্রাসা হলো বেদুইন তৈরির কারখানা। শেখ হাসিনা জাতির ক্ষতি করছেন, উনি রিজার্ভ বাড়াচ্ছেন, মাদ্রাসাকে কিনে নিচ্ছেন না।
১২| ২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: কেউ রাষ্ট্রের ধর্ম নামের উদ্ভট জিনিস প্রতিষ্ঠা করে রাতারাতি সহিহ মুসলিম নেতা বনে যান। কেউ কওমি মাতা, কেউ কওমি আব্বা.. কত সম্মাননা কত স্বীকৃতি।
মোট কথা এই দেশে রীতিমতো প্রতিযোগিতা চলে কে কত বড় ধর্ম ব্যবসায়ী হবে, কত বড় ভন্ড হবে।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
সবকিছুর মুলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্হা, ইহা ভয়ংকর বড় ব্যবসা। জাতির পয়সায় বাচ্চাদের পড়ালে এই সমস্যা চলে যাবে।
১৩| ২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: দেশ যে কোণ দিকে যাচ্ছে, শেখ হাসিনা নিজেও জানেন না।
উনি যতদিন বেঁচে থাকবেন, ক্ষমতা আকড়ে থাকতে পারলেই খুশি।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
উনি ভালোর চেয়ে ক্ষতি অনেক বেশী করছেন; উনি তেলে মাথায় অন্যায়ভাবে ড্রাম ড্রামে তেল দিচ্ছেন; ইহা আমাদেরকে ইয়েমেন বানাবে সহজেই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনার উচিত নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করা।দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা।হেফাজতিকে আর প্রশ্রয় না দেয়া।